
24/11/2024
আমরা জানি, আপনার প্রিয়জনের সুস্বাস্থ্য আপনার কাছে কত মূল্যবান। আপনার প্রিয়জনের সেই সুস্বাস্থ্য বজায় রাখতে আমরা "সেবা হোম হেলথকেয়ার" সার্বক্ষণিক আপনার পাশে আছি।
আমাদের সেবা সমূহ -
👉 নার্স :
আপনার নিজ বাসায় ২৪ ঘণ্টা সকল ধরনের নার্সিং সেবা।
👉 জরুরী প্রয়োজনে :
জরুরী প্রয়োজনে আমাদের রেজিষ্টার্ড নার্স আপনার বাসায় গিয়ে আই-ভি ক্যানুলা, আইভি/আইএম ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন, সকল প্রকার ড্রেসিং, ক্যাথেটার, এন-জি টিউব, ব্লাড প্রেসার, গ্লুকোজ পরিমাপ, কোলস্টোমি ব্যাগ পরিবর্তন সহ জরুরী সেবা প্রদানে সদাপ্রস্তুত।
👉 সেবা হোম হেলথকেয়ার কর্তৃক সার্বক্ষনিক সেবার মাননিয়ন্ত্রনের জন্য রয়েছে বিশেষ টিম।
*** আমাদের সকল সেবায় আপনার নিজ বাসায় গিয়ে অতি যত্নসহকারে প্রদান করা হয়***
✅ আমাদের সেবা শুধুমাত্র ঢাকাবাসীর জন্য।
যোগাযোগ :-
---------------
মোবাইল: ০১৮৯৩০৯১১০৭
বনানী, ঢাকা ১২১৩।