Marine City Medical College

Marine City Medical College It's a well equipped medical college with most famous Teaching staffs in Chittagong.

The institute is dedicated to build pioneers in medical practice who'll increase the radius of fame and honour of this most honoured profession

06/04/2025
শুভ নববর্ষ
13/04/2024

শুভ নববর্ষ

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪
08/03/2024

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪

06/03/2024

এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য ও ভর্তি সংক্রান্ত সহযোগিতার জন্য অফিস চলাকালীন সময়ে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাপাতালের প্রশাসন বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ : +8801711953730

মহা সমারোহে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসাপাতালে ছাত্র-ছাত্রী দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে" সাংস্কৃতিক সপ্তাহ ২০২৪" উদযাপি...
06/02/2024

মহা সমারোহে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসাপাতালে ছাত্র-ছাত্রী দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে" সাংস্কৃতিক সপ্তাহ ২০২৪" উদযাপিত।

০৫-০২-২০২৪

𝙈𝙖𝙧𝙞𝙣𝙚 𝘾𝙞𝙩𝙮 𝙈𝙚𝙙𝙞𝙘𝙖𝙡 𝘾𝙤𝙡𝙡𝙚𝙜𝙚 & 𝙃𝙤𝙨𝙥𝙞𝙩𝙖𝙡 𝘪𝘴 𝘴𝘪𝘵𝘶𝘢𝘵𝘦𝘥 𝘪𝘯 𝘢𝘯 𝘦𝘯𝘰𝘳𝘮𝘰𝘶𝘴, 𝘣𝘦𝘢𝘶𝘵𝘪𝘧𝘶𝘭 𝘤𝘢𝘮𝘱𝘶𝘴 𝘸𝘪𝘵𝘩 𝘵𝘩𝘳𝘦𝘦 𝘴𝘦𝘱𝘢𝘳𝘢𝘵𝘦 𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦𝘴 – 𝘰𝘯𝘦...
02/02/2024

𝙈𝙖𝙧𝙞𝙣𝙚 𝘾𝙞𝙩𝙮 𝙈𝙚𝙙𝙞𝙘𝙖𝙡 𝘾𝙤𝙡𝙡𝙚𝙜𝙚 & 𝙃𝙤𝙨𝙥𝙞𝙩𝙖𝙡 𝘪𝘴 𝘴𝘪𝘵𝘶𝘢𝘵𝘦𝘥 𝘪𝘯 𝘢𝘯 𝘦𝘯𝘰𝘳𝘮𝘰𝘶𝘴, 𝘣𝘦𝘢𝘶𝘵𝘪𝘧𝘶𝘭 𝘤𝘢𝘮𝘱𝘶𝘴 𝘸𝘪𝘵𝘩 𝘵𝘩𝘳𝘦𝘦 𝘴𝘦𝘱𝘢𝘳𝘢𝘵𝘦 𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦𝘴 – 𝘰𝘯𝘦 𝘣𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘧𝘰𝘳 𝘤𝘰𝘭𝘭𝘦𝘨𝘦, 𝘰𝘯𝘦 𝘧𝘰𝘳 𝘩𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭 𝘪𝘯𝘥𝘰𝘰𝘳𝘴 𝘢𝘯𝘥 𝘰𝘧𝘧𝘪𝘤𝘦𝘴 𝘸𝘪𝘵𝘩 𝘦𝘮𝘦𝘳𝘨𝘦𝘯𝘤𝘺 𝘤𝘢𝘴𝘶𝘢𝘭𝘵𝘺 𝘢𝘯𝘥 𝘰𝘯𝘦 𝘧𝘰𝘳 𝘰𝘶𝘵𝘱𝘢𝘵𝘪𝘦𝘯𝘵 𝘥𝘦𝘱𝘢𝘳𝘵𝘮𝘦𝘯𝘵 𝘢𝘯𝘥 𝘤𝘢𝘯𝘵𝘦𝘦𝘯. 𝘛𝘩𝘦 𝘩𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭, 𝘢𝘪𝘮𝘦𝘥 𝘧𝘰𝘳 𝘵𝘦𝘢𝘤𝘩𝘪𝘯𝘨 𝘪𝘴 𝘭𝘰𝘤𝘢𝘵𝘦𝘥 𝘫𝘶𝘴𝘵 𝘣𝘦𝘴𝘪𝘥𝘦𝘴 𝘵𝘩𝘦 𝘢𝘤𝘢𝘥𝘦𝘮𝘪𝘤 𝘣𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨. 𝘛𝘸𝘰 𝘨𝘳𝘢𝘯𝘥 𝘭𝘦𝘤𝘵𝘶𝘳𝘦 𝘨𝘢𝘭𝘭𝘦𝘳𝘪𝘦𝘴, 𝘧𝘰𝘶𝘳 𝘭𝘦𝘤𝘵𝘶𝘳𝘦 𝘩𝘢𝘭𝘭, 𝘰𝘯𝘦 𝘦𝘹𝘢𝘮𝘪𝘯𝘢𝘵𝘪𝘰𝘯 𝘩𝘢𝘭𝘭, 𝘰𝘯𝘦 𝘤𝘰𝘯𝘧𝘦𝘳𝘦𝘯𝘤𝘦 𝘩𝘢𝘭𝘭, 𝘯𝘦𝘤𝘦𝘴𝘴𝘢𝘳𝘺 𝘵𝘶𝘵𝘰𝘳𝘪𝘢𝘭 𝘳𝘰𝘰𝘮𝘴, 𝘰𝘵𝘩𝘦𝘳 𝘥𝘦𝘱𝘢𝘳𝘵𝘮𝘦𝘯𝘵𝘢𝘭 𝘳𝘰𝘰𝘮𝘴, 𝘭𝘢𝘣𝘰𝘳𝘢𝘵𝘰𝘳𝘪𝘦𝘴, 𝘴𝘵𝘶𝘥𝘦𝘯𝘵𝘴’ 𝘤𝘰𝘮𝘮𝘰𝘯 𝘳𝘰𝘰𝘮 𝘢𝘯𝘥 𝘢 𝘸𝘦𝘭𝘭𝘧𝘶𝘳𝘯𝘪𝘴𝘩𝘦𝘥 𝘭𝘪𝘣𝘳𝘢𝘳𝘺 𝘸𝘪𝘵𝘩 𝘐𝘛 𝘧𝘢𝘤𝘪𝘭𝘪𝘵𝘺 𝘩𝘢𝘴 𝘣𝘦𝘦𝘯 𝘦𝘴𝘵𝘢𝘣𝘭𝘪𝘴𝘩𝘦𝘥 𝘪𝘯 𝘵𝘩𝘦 𝘢𝘤𝘢𝘥𝘦𝘮𝘪𝘤 𝘣𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨. 𝘌𝘢𝘤𝘩 𝘭𝘦𝘤𝘵𝘶𝘳𝘦 𝘨𝘢𝘭𝘭𝘦𝘳𝘪𝘦𝘴 𝘪𝘴 𝘦𝘲𝘶𝘪𝘱𝘱𝘦𝘥 𝘸𝘪𝘵𝘩 𝘮𝘰𝘥𝘦𝘳𝘯 𝘵𝘰𝘰𝘭𝘴 𝘰𝘧 𝘵𝘦𝘢𝘤𝘩𝘪𝘯𝘨, 𝘭𝘪𝘬𝘦, 𝘮𝘶𝘭𝘵𝘪𝘮𝘦𝘥𝘪𝘢 𝘱𝘳𝘰𝘫𝘦𝘤𝘵𝘰𝘳, 𝘰𝘷𝘦𝘳𝘩𝘦𝘢𝘥 𝘱𝘳𝘰𝘫𝘦𝘤𝘵𝘰𝘳, 𝘞𝘪-𝘍𝘪 𝘴𝘶𝘱𝘱𝘰𝘳𝘵, 𝘥𝘪𝘨𝘪𝘵𝘢𝘭 𝘴𝘰𝘶𝘯𝘥 𝘴𝘺𝘴𝘵𝘦𝘮 𝘢𝘭𝘰𝘯𝘨 𝘸𝘪𝘵𝘩 𝘢𝘥𝘦𝘲𝘶𝘢𝘵𝘦 𝘭𝘪𝘨𝘩𝘵𝘪𝘯𝘨 𝘢𝘯𝘥 𝘨𝘰𝘰𝘥 𝘷𝘦𝘯𝘵𝘪𝘭𝘢𝘵𝘪𝘰𝘯 𝘴𝘺𝘴𝘵𝘦𝘮 𝘵𝘩𝘢𝘵 𝘤𝘢𝘯 𝘢𝘤𝘤𝘰𝘮𝘮𝘰𝘥𝘢𝘵𝘦 𝘢𝘣𝘰𝘶𝘵 200 𝘴𝘵𝘶𝘥𝘦𝘯𝘵𝘴 𝘢𝘵 𝘢 𝘵𝘪𝘮𝘦. 𝘈𝘭𝘭 𝘵𝘩𝘦 𝘵𝘶𝘵𝘰𝘳𝘪𝘢𝘭 𝘳𝘰𝘰𝘮𝘴 𝘢𝘯𝘥 𝘭𝘢𝘣𝘰𝘳𝘢𝘵𝘰𝘳𝘪𝘦𝘴 𝘢𝘳𝘦 𝘸𝘦𝘭𝘭 𝘦𝘲𝘶𝘪𝘱𝘱𝘦𝘥 𝘢𝘯𝘥 𝘧𝘰𝘳𝘮𝘪𝘥𝘢𝘣𝘭𝘺 𝘧𝘶𝘳𝘯𝘪𝘴𝘩𝘦𝘥. 𝘛𝘩𝘪𝘴 𝘪𝘯𝘴𝘵𝘪𝘵𝘶𝘵𝘦 𝘩𝘢𝘴 𝘦𝘯𝘴𝘶𝘳𝘦𝘥 𝘢 𝘴𝘢𝘧𝘦 𝘢𝘯𝘥 𝘴𝘦𝘤𝘶𝘳𝘦 𝘩𝘰𝘴𝘵𝘦𝘭 𝘧𝘰𝘳 𝘵𝘩𝘦 𝘨𝘪𝘳𝘭𝘴 𝘸𝘩𝘪𝘭𝘦 𝘣𝘰𝘺𝘴’ 𝘩𝘰𝘴𝘵𝘦𝘭, 𝘥𝘰𝘳𝘮𝘪𝘵𝘰𝘳𝘺 𝘢𝘯𝘥 𝘵𝘦𝘢𝘤𝘩𝘦𝘳𝘴’ 𝘩𝘰𝘴𝘵𝘦𝘭 𝘢𝘳𝘦 𝘶𝘯𝘥𝘦𝘳 𝘤𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯. 𝘗𝘭𝘢𝘺𝘨𝘳𝘰𝘶𝘯𝘥 𝘪𝘴 𝘶𝘯𝘥𝘦𝘳 𝘤𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯.

𝗧𝗵𝗲 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄𝗶𝗻𝗴 𝗱𝗲𝗽𝗮𝗿𝘁𝗺𝗲𝗻𝘁𝘀 𝗵𝗮𝘃𝗲 𝗯𝗲𝗲𝗻 𝗲𝘀𝘁𝗮𝗯𝗹𝗶𝘀𝗵𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗮𝗰𝗮𝗱𝗲𝗺𝗶𝗰 𝗯𝘂𝗶𝗹𝗱𝗶𝗻𝗴 𝘄𝗶𝘁𝗵 𝘄𝗲𝗹𝗹 𝗮𝗱𝗲𝗾𝘂𝗮𝘁𝗲 𝗮𝗰𝗰𝗼𝗺𝗺𝗼𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 𝘀𝗽𝗮𝗰𝗲.

¹⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴬⁿᵃᵗᵒᵐʸ
²⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴾʰʸˢⁱᵒˡᵒᵍʸ
³⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴮⁱᵒᶜʰᵉᵐⁱˢᵗʳʸ
⁴⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᶜᵒᵐᵐᵘⁿⁱᵗʸ ᴹᵉᵈⁱᶜⁱⁿᵉ
⁵⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᶠᵒʳᵉⁿˢⁱᶜ ᴹᵉᵈⁱᶜⁱⁿᵉ
⁶⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴾᵃᵗʰᵒˡᵒᵍʸ
⁷⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴹⁱᶜʳᵒᵇⁱᵒˡᵒᵍʸ
⁸⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴾʰᵃʳᵐᵃᶜᵒˡᵒᵍʸ

𝗖𝗹𝗶𝗻𝗶𝗰𝗮𝗹 𝗱𝗲𝗽𝗮𝗿𝘁𝗺𝗲𝗻𝘁𝘀 𝗮𝗿𝗲 𝗽𝗹𝗮𝗰𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗵𝗼𝘀𝗽𝗶𝘁𝗮𝗹 𝗯𝘂𝗶𝗹𝗱𝗶𝗻𝗴 𝗶𝗻𝗰𝗹𝘂𝗱𝗲𝘀

¹⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴹᵉᵈⁱᶜⁱⁿᵉ ʷⁱᵗʰ ᵃˡˡⁱᵉᵈ
²⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ˢᵘʳᵍᵉʳʸ ᵃⁿᵈ ᵃˡˡⁱᵉᵈ
³⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴼᵇˢᵗᵉᵗʳⁱᶜˢ ᵃⁿᵈ ᴳʸⁿᵉᶜᵒˡᵒᵍʸ
⁴⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴼᵖʰᵗʰᵃˡᵐᵒˡᵒᵍʸ
⁵⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴱᴺᵀᴰ
⁶⁾ ᴰᵉᵖᵃʳᵗᵐᵉⁿᵗ ᵒᶠ ᴾᵃᵉᵈⁱᵃᵗʳⁱᶜˢ

হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে দেশে প্রথম বারের মত আয়ো...
24/01/2024

হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে দেশে প্রথম বারের মত আয়োজিত রিজিওনাল এনাটমি অলিম্পিয়াডের বাছাই পর্ব। তুমুল এ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে সেরা পাঁচজন । আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল, এনাটমি ও অন্যান্য বিভাগের বিভাগের প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, লেকচারার ও এপিক হেলথ কেয়ারের অলিম্পিয়াড আয়োজক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ১৪টি মেডিকেল কলেজের প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে ১ম রিজিওনাল এনাটমি অলিম্পিয়াড ২০২৪। প্রথম পর্যায়ে ১৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি মেডিকেলে চলছে বাছাই পর্ব। পরবর্তীতে ১৪টি মেডিকেল কলেজ থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

31/12/2023

As we bid farewell to another incredible year, I wanted to take a moment to express my sincerest appreciation for all your hard work and dedication throughout 2023. It's been an extraordinary journey together, filled with moments of joy, growth, and accomplishment. Now, with the arrival of the much-awaited year 2024, may this new year be a time of fresh beginnings and limitless possibilities. Let's embrace it with open hearts, eager minds, and a renewed sense of purpose. Together, we have proven time and time again that we can overcome any challenge that comes our way. As we approach 2024, let's continue to support and motivate one another, fostering an environment of collaboration and unity that drives us towards even greater success.

In the year ahead, may you find endless opportunities for personal and professional growth. May each day bring you closer to your dreams and aspirations. Remember, the strength of our team lies in the diversity of our talents, ideas, and experiences. Let's embrace this diversity and work together to achieve extraordinary outcomes in the coming year.

08/06/2023

Dear student, the code for Marine City Medical College (MCMC) is 140. To study MBBS in MCMC, please put 140 in your first choice.
You have to apply from the http:dgme.teletalk.com.bd website & select 140 as your first choice.
The application deadline is 10th June, 2023.
For more guidance
Contact: 01711953730

গত ১২ ও ১৩ই মে, ২০২৩ইং ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্লাবে মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ১ম বৈজ্ঞানিক সম্মে...
15/05/2023

গত ১২ ও ১৩ই মে, ২০২৩ইং ঐতিহ্যবাহী চট্টগ্রাম ক্লাবে মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ১ম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত বৈজ্ঞানিক সম্মেলনে দেশ বিদেশের বরেণ্য চিকিৎসকগণ অংশগ্রহণ করেন। ‘নো এন্ড টু মেডিকেল এডুকেশন’ এই শ্লোগানটিকে উপজীব্য করে আয়োজিত এই বৈজ্ঞানিক সম্মেলনে দেশ বিদেশের প্রথিতযশা চিকিৎসকগণ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম. রুহুল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ এর চট্টগ্রাম শাখার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মুজিবুল হক খান, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা ও পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান এবং বি.এম.এ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। উদ্বোধনি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চট্টগ্রামের প্রাক্তন সফল মেয়র ও মেরিন সিটি মেডিকেল কলেজের গভর্ণিং বডির সভাপতি জনাব আ. জ. ম নাছির উদ্দীন। দুই দিন ব্যাপি অনুষ্ঠিত চিকিৎসকদের এই বৈজ্ঞানিক সম্মেলনে ২০টি সেশন সকাল ০৯ ঘটিকা হতে বিকেল ০৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত সেশন গুলোতে দেশ ও বিদেশের প্রায় শতাধিক চিকিৎসক তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ আমন্ত্রিত চিকিৎসকদের সামনে উপস্থাপন করেন। এই বৈজ্ঞানিক সম্মেলনে ভারতের প্রখ্যাত ডা. রাহুল রায় চৌধুরী, ডা. দেবাশীষ ডান্ডা, ডা. অজয় গান্ধী, ডা. প্রবীণ কুমার প্রমুখ অংশগ্রহণ করেন। উক্ত বৈজ্ঞানিক সম্মেলনে আরও অংশগ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডা. এ. বি. এম. খুরশীদ আলম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডা. গুলসান আরা, অধ্যাপক ডা. রাশেদা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমা বেগম, অধ্যাপক ডা. রুহুল আমিন, অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান প্রমুখ। চট্টগ্রামের প্রতিথযশা চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ তাহের খান, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. সুযত পাল, অধ্যাপক ডা. বাসনা রাণী মুহুরী, অধ্যাপক ডা. এস এম আসরাফ আলী, অধ্যাপক ডা. কামরুন্নেসা রুনা প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ও অধ্যাপক ডা. শামীম হাসান। সমাপনি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মেরিন সিটি মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. শামীমা সিদ্দিকা রোজী। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শাহাবউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডা. নজিবুন নাহার। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ স্বাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

Address

Chandgaon

Alerts

Be the first to know and let us send you an email when Marine City Medical College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Marine City Medical College:

Share

Category