Classical Homeopathy

Classical Homeopathy Classical Homeopathy is dedicated for fresh and healthy life.

13/03/2024

ক্লাসিক্যাল হোমিওপ্যাথি কি

হোমিওপ্যাথি

হোমিওপ্যাথি হল সদৃশ বিধান অর্থাৎ রোগীর লক্ষণ এর সদৃশ ওষুধের লক্ষণ। এই বিধান অনুসারে ওষুধ সেবন করা হলেই মানুষ সুস্থতা লাভ করে। রোগ চাপা পড়ে না ,সাময়িক উপশম লাভ করে না, বরং স্থায়ীভাবে আরোগ্য লাভ করে।

রোগ মুক্তির প্রাকৃতিক নীতি

রোগ থেকে মুক্তির প্রাকৃতিক নীতি হলো যে ভেষজ উপাদান দেহে যে রোগ লক্ষণগুলো তৈরি করে, সেই ভেষজ উপাদান থেকে তৈরিকৃত শক্তিকৃত ওষুধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হলে সেই লক্ষণগুলো ভালো হয়ে যায়।

হোমিওপ্যাথি চিকিৎসা

হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ মুক্তির প্রাকৃতিক নীতি অবলম্বন করা হয় অর্থাৎ এই ক্ষেত্রে যে ওষুধগুলো প্রয়োগ করা হয় সেগুলো সুস্থ মানব দেহে পরীক্ষিত। সুস্থ সবল মানুষ হোমিওপ্যাথিক ওষুধ স্থুল মাত্রায় গ্রহণ করেন । এর ফলে তার দেহ মনে নানা রকমের লক্ষণ প্রকাশ পায় । এই লক্ষণগুলো মেটেরিয়া মেডিকা নামক পুস্তকে লিপিবদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে কোন মানুষের দেহে যখন এই লক্ষণ প্রকাশ পায়, তখন এই ওষুধ শক্তিকৃত অবস্থায় সুক্ষ্মমাত্রায় প্রয়োগ করা হলে সে সুস্থ হয়ে যায়।



চিকিৎসা বিজ্ঞানে হ্যানিম্যানের অবদান

হোমিওপ্যাথির জনক মহাত্মা সেমুয়েল হ্যানিম্যান নিজের শরীরে প্রায় শতাধিক ওষুধ পরীক্ষা করেন। সেগুলোর লক্ষণ মেটেরিয়া মেডিকা পুস্তকে লিপিবদ্ধ করেন। পৃথিবীর ইতিহাসে আর কোন মানুষ নিজের শরীরে এত বেশি ওষুধ পরীক্ষা করেননি। তাই বলা যায়, মানব জাতি স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যানিম্যানের কাছে ঋণী।

হোমিওপ্যাথির নিয়ম-নীতি

হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি কতগুলো মূলনীতি দ্বারা পরিচালিত হয়। সেগুলো হলো -

১/ সদৃশ ওষুধ

২/ একবারে একটি মাত্র ওষুধ

৩/ শক্তিকৃত ওষুধ

৪/ সুক্ষ্ম মাত্রার ওষুধ

ক্লাসিক্যাল হোমিওপ্যাথি

ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হল হ্যানিমেনিয়ান হোমিওপ্যাথি। অর্থাৎ মহাত্মা সেমুয়েল হ্যানিম্যান এর দর্শন এবং হোমিওপ্যাথির মূলনীতি অনুসারে যখন হোমিওপ্যাথি চর্চা করা হয় তখন তাকে বলা হয় ক্লাসিক্যাল হোমিওপ্যাথি।



ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক

ক্লাসিকাল হোমিওপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিক দর্শন অনুসারে এবং তার মূলনীতি অনুসারে হোমিওপ্যাথি চর্চা করেন। তিনি রোগীকে সদৃশ ওষুধ প্রয়োগ করেন। একবারে একটি মাত্র ওষুধ প্রয়োগ করেন। শক্তিকৃত ওষুধ প্রয়োগ করেন এবং সেই ওষুধ তিনি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করেন। এর ফলে রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করে।

ক্লাসিকাল হোমিওপ্যাথি চেম্বার

ক্লাসিকাল হোমিওপ্যাথিক চেম্বারে হোমিওপ্যাথির দর্শন এবং মূলনীতিগুলো অনুসরণ করা হয়। সেখানে শুধু শক্তিকৃত হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে চিকিৎসা করা হয়। তাই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চেম্বারে কোন ধরনের ফাইল, প্যাটেন্ট এবং মিশ্র ওষুধ থাকে না।

হোমিওপ্যাথি চিকিৎসার নামে প্রতারণা

বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও নানা রকমের ভেজাল দেখা দিয়েছে। অনেক মানুষ হোমিওপ্যাথির নামে মিশ্রপ্যাথি বা ভেজালপ্যাথির চর্চা করতেছে। তারা রোগীকে একবারে একটিমাত্র সদৃশ শক্তিকৃত হোমিওপ্যাথিক ওষুধ দেয় না। একবারে অনেকগুলো ওষুধ দিয়ে দেয় এবং প্রচুর পরিমাণ ওষুধ দিয়ে দেয়। নিজেকে হোমিওপ্যাথিক চিকিৎসক নামে পরিচয় দেয় অথচ রোগীকে এলোপ্যাথিক, ইউনানী আয়ুর্বেদিক ইত্যাদি নানা ধরনের বিসদৃশ প্যাটেন্ট ফাইল, ট্যাবলেট, ক্যাপসুল প্রয়োগ করেন। যারা এগুলো করেন, তারা প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক নন। তারা মূলত হোমিওপ্যাথির নামে মানুষের সাথে প্রতারণা করেন।

ক্লাসিকাল হোমিওপ্যাথির প্রয়োজনীয়তা

এমন অনেক মানুষ আছেন, যারা বহুদিন ধরে নানা রকমের অসুস্থতায় ভুগতেছেন, নানা রকমের চিকিৎসা গ্রহণ করতেছেন। কিন্তু কোনভাবেই সুস্থ হইতে পারতেছেন না । এই ধরনের রোগীরা সুস্থতার জন্য একজন প্রকৃত ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারন ক্লাসিকাল হোমিওপ্যাথি বা হ্যানিমেনিয়ান হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমেই জটিল সব রোগে আক্রান্ত রোগী সত্যিকার অর্থে আরোগ্য লাভ করতে পারে।

হোমিওপ্যাথিক ঔষধ । Homeopathic Medicine   # হোমিও ওষুধ কি দিয়ে তৈরি  বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে হোমিওপ্যাথিক ঔষধ তৈ...
15/06/2023

হোমিওপ্যাথিক ঔষধ । Homeopathic Medicine

# হোমিও ওষুধ কি দিয়ে তৈরি

বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি ঔষধ তৈরি করা হয় নানারকম উদ্ভিদ থেকে। এছাড়া বিভিন্ন প্রানী, বিভিন্ন ধাতু, মাটি থেকেও ঔষধ তৈরি করা হয়।

# হোমিওপ্যাথি ওষুধের কাজ কি
# হোমিও ঔষধ কিভাবে কাজ করে

হোমিওপ্যাথিক ঔষধ স্নায়ুর মাধ্যমে কাজ করে। ঔষধ যাতে বেশিসংখ্যক স্নায়ুকে স্পর্শ করে ভালোভাবে কাজ করতে পারে, এ জন্য ঔষধের ছোট একটি অনুবটিকাকে পানিতে দ্রবীভূত করে প্রয়োগ করতে হয়। জিহ্বা, মুখ ও পাকস্থলির স্নায়ুগুলো সহজেই ঔষধের ক্রিয়া গ্রহণ করতে পারে।

# হোমিও ঔষধ তৈরির নিয়ম
# হোমিওপ্যাথিক ঔষধ তৈরির পদ্ধতি

প্রাকৃতিক ভেষজ উপাদানের সাথে নির্দিষ্ট মাত্রায় এলকোহল মিশিয়ে শক্তিকরনের যথাযথ পদ্ধতি অনুসরণ করে হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করা হয়।

# হোমিও ঔষধের ডোজ

হোমিওপ্যাথি ঔষধ কি পরিমান খেতে হবে তা রোগীর বয়স, জীবনীশক্তি , রোগের বয়স , রোগের তীব্রতা ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে।


# হোমিওপ্যাথি ওষুধ কি কাজে লাগে

সঠিকভাবে নির্বাচিত হোমিওপ্যাথি ওষুধ সঠিক শক্তিতে এবং সঠিক মাত্রায় সেবনে নানারকম জটিল রোগে আক্রান্ত রোগী স্থায়ীভাবে আরোগ্য লাভ করে।


# হোমিওপ্যাথি ওষুধ বেশি খেলে কি হয়

যে উপকার করতে পারে অবশ্যই তার ক্ষতি করার ক্ষমতাও আছে। আপনি যদি ভুল ওষুধ ভুল শক্তিতে ভুল মাত্রায় খান তা আপনার ক্ষতি করবে। আর উচ্চ শক্তির ভুল ওষুধের ক্ষতিকর প্রভাব আপনার দেহমনে রয়ে যাবে বহুদিন।

# হোমিওপ্যাথি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

যথাযথ পদ্ধতি অনুসরণ করে সদৃশ ঔষধ নির্বাচন করে সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করা হলে হোমিওপ্যাথিক ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয় না।


# হোমিওপ্যাথিক ঔষধ খেলে কি কি খাওয়া যাবে না

হোমিওপ্যাথিক ঔষধ গুলো শক্তিকৃত ঔষধ। তাই যথাযথ নিয়ম মেনে একবারে একটিমাত্র সবচেয়ে উপযুক্ত সদৃশ উচ্চ শক্তির ঔষধ সূক্ষ্ণ মাত্রায় প্রয়োগ করা হলে কোন খাবার তার ক্রিয়া বন্ধ করতে পারে না।

তাই, হোমিওপ্যাথিক ঔষধ খেলে সবার জন্য নির্দিষ্ট কোন নিষেধাজ্ঞা নেই। এই বিষয়ে পরামর্শ হবে আলাদা আলাদা। যে রোগী যে খাবার খেলে সমস্যা হয় বা তার রোগ বেড়ে যায়, তিনি সে খাবার খাবেন না। তিনি সেই খাবার খাওয়া থেকে বিরত থাকবেন।

Dr Nasir Uddin
01816885341

আরও জানার জন্য -

হোমিও কোর্স সমূহবাংলাদেশে হোমিওপ্যাথি শিক্ষা কার্যক্রমে সরকারিভাবে স্বীকৃত দুটি কোর্স চালু আছে। 1. হোমিওপ্যাথি ডিগ্রী কো...
27/05/2023

হোমিও কোর্স সমূহ

বাংলাদেশে হোমিওপ্যাথি শিক্ষা কার্যক্রমে সরকারিভাবে স্বীকৃত দুটি কোর্স চালু আছে।

1. হোমিওপ্যাথি ডিগ্রী কোর্স (BHMS)
2. হোমিওপ্যাথি ডিপ্লোমা কোর্স (DHMS)

1. BHMS কোর্স কারিকুলাম

# Full form of BHMS course

BHMS এর পূর্ণরূপ হলো- Bachelor of Homeopathic Medicine and Surgery

এটি ডিগ্রী কোর্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধীনে এই কোর্স চালু আছে বর্তমানে দুইটি কলেজে। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে।

পাঁচ বছরের একাডেমিক পড়াশোনা এবং এক বছরের ইন্টার্নি । পরীক্ষা হয় চারটি ।

প্রথম প্রফেশনাল পরীক্ষা দ্বিতীয় বর্ষে (১২০০ নাম্বার)
বিষয় সমূহ :
1. Anatomy
2. Physiology
3. Material Medica and tissue remedy
4. Homeopathic pharmacy
5. Organon of medicine

দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষা তৃতীয় বর্ষে (৯৫০ নম্বর)
বিষয় সমূহ :
1. Pathology
2. Community medicine
3. Forensic medicine
4. Materia medica
5. Organon of medicine

তৃতীয় প্রফেশনাল পরীক্ষা চতুর্থ বর্ষে (১০৫০ নম্বর)
বিষয় সমূহ :
1. Gynecology
2. Obstetrics
3. Message America
4. Practice of homeopathic medicine
5. Organon of medicine

চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা শেষ বর্ষে (৯৫০ নম্বর)
বিষয় সমূহ :
1. Surgery
2. Psychology
3. Materia medica
4. Physiology and principle of homeopathy
5. Chronic disease
6. Case taking and repertory
Homeopathy course in Bangladesh

2. DHMS কোর্স কারিকুলাম

# Full form of DHMS course

DHMS এর পূর্ণরূপ হলো- Diploma in Homeopathic Medicine and Surgery

এটি ডিপ্লোমা কোর্স । এই কোর্স বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে দেশের ৫৪ টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চালু আছে।
চার বছরের একাডেমিক পড়াশোনার শেষে ৬ মাসের ইন্টার্নি । প্রতি শিক্ষা বর্ষের শেষে পরীক্ষা হয়।

DHMS 1st year

বিষয় সমূহ :

১. প্রিন্সিপল অব হোমিওপ্যাথি
২. অর্গানন অব মেডিসিন(সূত্র 1-82)
৩. মেটেরিয়া মেডিকা
৪. বায়োলজি
৫. ফিজিক্স এন্ড কেমিস্ট্রি

DHMS 2nd year

বিষয় সমূহ :

১. অর্গানন অব মেডিসিন( সূত্র 83-171)
২. মেটেরিয়া মেডিকা ও টিস্যু রিমেডিজ
৩. হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া
৪. হাইজিন এন্ড পাবলিক হেলথ
৫. ফিজিওলজি
৬. এনাটমি

DHMS 3rd year

বিষয় সমূহ :

১. অর্গানন অব মেডিসিন (সূত্র ১৭২- ২৯১)
২. মেটেরিয়া মেডিকা
৩. হোমিওপ্যাথিক ফিলসফি
৪. প্রাকটিস অব মেডিসিন
৫. অবস্টেট্রিক্স এন্ড গাইনিকোলজি
৬. প্যাথলজি

DHMS 4th year

বিষয় সমূহ :

১. মেটেরিয়া মেডিকা
২. ক্রনিক ডিজিজ
৩. কেইস টেকিং এন্ড রেপার্টরি
৪. প্র্যাকটিস অব মেডিসিন
৫. মেডিকেল জুরিসপ্রুডেন্স
৬. সার্জারি

# হোমিও কলেজে ভর্তির যোগ্যতা

হোমিওপ্যাথি কলেজ সমূহে BHMS কোর্সে ভর্তির জন্য শর্ত হলো যেকোন বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে HSC পাশ করতে হবে। আর DHMS কোর্সে ভর্তির জন্য শর্ত হলো যেকোন বোর্ড থেকে যেকোন বিভাগে SSC বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে।

Dr. Nasir Uddin
01816885341

হোমিওপ্যাথি কী ?   হোমিওপ্যাথি হলো সদৃশ নীতির উপর প্রতিষ্ঠিত এক পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি।হোমিওপ্যাথি হলো একটি কার্যকরী চ...
21/05/2023

হোমিওপ্যাথি কী ?

হোমিওপ্যাথি হলো সদৃশ নীতির উপর প্রতিষ্ঠিত এক পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি।

হোমিওপ্যাথি হলো একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি। এতে রোগীর চিকিৎসায় শক্তিকৃত এমন ঔষধ সূক্ষ্ণ মাত্রায় প্রয়োগ করা হয় যা স্থুলমাত্রায় প্রয়োগে সুস্থ শরীরে সেই রোগ সৃষ্টি করতে পারে।


# হোমিওপ্যাথি এর মানে কি ?

হোমিওপ্যাথি এর মানে হলো সদৃশ অনুভূতি, কষ্ট বা রোগ

# হোমিওপ্যাথির জনক কে ?
# হোমিওপ্যাথির আবিষ্কারক কে ?

হোমিওপ্যাথির জনক -

জার্মান চিকিৎসক ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান


# হ্যানিম্যান কত সালে জন্মগ্রহণ করেন ?

হ্যানিম্যান ১০ এপ্রিল ১৭৫৫ সালে জন্মগ্রহণ করেন।


# হ্যানিম্যান কত সালে হোমিওপ্যাথি আবিষ্কার করেন ?

হ্যানিম্যান ১৭৯৬ সালে হোমিওপ্যাথি আবিষ্কার করেন।

# হ্যানিম্যান কত সালে মৃত্যুবরণ করেন ?

হ্যানিম্যান মৃত্যুবরণ করেন ২ জুলাই ১৮৪৩ সালে ।

# কোন শব্দ থেকে Homeopathy শব্দের উৎপত্তি ?

Homeopathy শব্দের উৎপত্তি দুটি গ্রীক শব্দ homois এবং patheia থেকে ।

Homois অর্থ like বা সদৃশ

Patheia অর্থ suffering বা কষ্ট

# হোমিওপ্যাথির মূলনীতি কি ?

হোমিওপ্যাথির মূলনীতি হলো - Like cures like অর্থাৎ সদৃশ সদৃশকে আরোগ্য করে। কোন ঔষধ সুস্থ মানুষের দেহ ও মনে যে রোগ লক্ষণ সৃষ্টি করে, সেই ঔষধ অসুস্থ মানুষের দেহ ও মনের সেই লক্ষন আরোগ্য করে।


# হোমিওপ্যাথির নিয়মনীতি

হোমিওপ্যাথি চিকিৎসায় প্রধানত: চারটি নীতি অনুসরণ করা হয় -

১/ সদৃশ বিধান

২/ সূক্ষ্ম মাত্রা

৩/ শক্তিকৃত ঔষধ

৪/ একবারে একটিমাত্র ঔষধ

# হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি

হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে একজন চিকিৎসক রোগীর মানসিক, সার্বদৈহিক ও আঙ্গিক লক্ষন সংগ্রহ করেন। এরপর তিনি লক্ষন সমষ্টি নির্বাচন করে রোগীর জন্য সবচেয়ে সদৃশ একটিমাত্র ঔষধ নির্বাচন করেন। শক্তিকৃত সেই ঔষধ রোগী সূক্ষ্মমাত্রায় সেবন করে স্থায়ীভাবে আরোগ্য লাভ করেন।

# হোমিওপ্যাথি চিকিৎসা কি জায়েজ ?

জি, হোমিওপ্যাথি চিকিৎসা জায়েজ। হোমিওপ্যাথি ঔষধ তৈরিতে এলকোহল ব্যবহার করা হয় । তাই এই প্রশ্ন তৈরি হয়।

আমাদের জানা দরকার, শক্তিকরন প্রক্রিয়ায় হোমিওপ্যাথি ঔষধ প্রস্তুত করার কারনে সকল উপাদান‌ই ঔষধে পরিনত হয়। হোমিওপ্যাথি ঔষধ সেবনে কখনো রোগীর নেশা সৃষ্টি হয় না।

# হোমিওপ্যাথি চিকিৎসা কি ভুয়া ?

না, হোমিওপ্যাথি চিকিৎসা ভুয়া নয়। হোমিওপ্যাথি বিশ্বস্বীকৃত এক জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতির যথাযথ প্রয়োগে এমন সব রোগী আরোগ্য লাভ করে যাদের চিকিৎসায় প্রচলিত অন্যান্য সকল পদ্ধতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ।

Benefits of Homeopathy
# হোমিওপ্যাথির সুবিধা কী ?

হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক সুবিধা রয়েছে। যেমন-

১/ কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই

২/ কোন ধরনের কষ্ট হয় না

৩/ খরচ কম

৪/ রোগী স্থায়ীভাবে আরোগ্য লাভ করে

# হোমিও ঔষধ খাওয়ার নিয়ম কী ?

হোমিও ঔষধ খালি পেটে ভালো কাজ করে। তাই ঔষধ খাওয়ার পর এক ঘন্টা খাবার খাওয়া থেকে বিরত থাকা । প্রয়োজনে খাবার খাওয়ার এক ঘন্টা পর ঔষধ খাওয়া যেতে পারে। হোমিওপ্যাথি ঔষধ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকাল বেলা।


# হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে ?

হোমিওপ্যাথি ওষুধ মানুষের জীবনীশক্তিকে শক্তিশালী করে। এরপর সেই জীবনীশক্তিই রোগশক্তিকে পরাজিত করে।


# হোমিওপ্যাথিক খেলে কি এলোপ্যাথিক খাওয়া যায় ?

জি, খুব বেশি প্রয়োজন হলে খাওয়া যায়। শুধুমাত্র কিছু এলোপ্যাথিক ওষুধ যেমন এন্টিবায়োটিয়োটিক ওষুধগুলো হোমিওপ্যাথিক ওষুধের ক্রিয়ায় কিছুটা বিঘ্ন সৃষ্টি করে।

যথাযথ পদ্ধতি অনুসরণ করে সদৃশ ঔষধ নির্বাচন করে সূক্ষ্মমাত্রায় প্রয়োগ করা হলে হোমিওপ্যাথিক ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয় না।

# হোমিও চিকিৎসা শেখার সহজ উপায় কী ?

হোমিও চিকিৎসা শেখার সহজ উপায় হলো- প্রথমে কোন একটি হোমিওপ্যাথি কলেজে DHMS বা BHMS কোর্স সম্পন্ন করা । এরপর কোন একজন যোগ্য বিজ্ঞ দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের অধীনে থেকে হাতে-কলমে শিক্ষা লাভ করা।


Dr. Nasir Uddin
01816885341

03/11/2022

কা‌ঙ্খিত চিকিৎসার প্রয়োজনে

এক মা এসেছেন, তার মেয়ের চিকিৎসার জন্য ।
আমি কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি বললেন, 'আমার প্রতিবেশী এক ভাবি আমাকে পাঠিয়েছেন'। আমি জানতে চাইলাম ঘটনা কি।

তিনি বললেন, 'সেই ভাবীর মেয়ের ঠোটের মধ্যে টিউমার হয়েছিল, ঠোঁটের ভিতরের দিকে। শহরের পরিচিত একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে অনেক দিন ওষুধ খেয়েছিল। কিন্তু উপকার হয় নাই। পরে গিয়েছিলেন এলোপ্যাথিক ডাক্তারের কাছে। ওনাদের কাছে টিউমার ভালো করার কোন ওষুধ নেই। তাই বাধ্য হয়ে হাসপাতালে অপারেশন করেছিল । টিউমার কেটে ফেলে দিয়েছিল। কিন্তু কিছুদিন পরেই আবার সে টিউমার হাজির। আগের থেকেও বড়। সবশেষে আপনার কাছে এসেছিল। মাত্র দুইবার ওষুধ খেয়ে, দুই মাসে তার সম্পূর্ণ টিউমার ভালো হয়ে গিয়েছিল। এই জন্য সেই ভাবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন।'

ও আচ্ছা, এই কথা।

আমি মনে করি, সব ডাক্তারই তার রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। আগের ডাক্তারও সেই চেষ্টাই করেছেন, ভালো ওষুধ দিয়েছেন, সবচেয়ে ভালো কোম্পানির ওষুধ দিয়েছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, হোমিওপ্যাথির হাজারো ওষুধের মধ্যে রোগীর লক্ষণ সমষ্টি অনুসারে যেই ওষুধটি দরকার, সেটি নির্বাচন করতে ব্যর্থ হলে, কাঙ্ক্ষিত উপকার হয় না।

কোন প্রানী কামড় দিলে, তার বিষক্রিয়া থেকে বাঁচার জন্য আমাদের একটি অত্যন্ত কার্যকরী ওষুধ আছে । নাম তার Ledum.

আমি এই রোগীর জন্য একটি কার্যকরী ওষুধ নির্বাচনের লক্ষ্যে তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করলাম। কখন কিভাবে ঠোঁটের ভিতরের দিকে টিউমার হল, সেই ইতিহাস জানতে গিয়ে জানতে পারলাম, সেখানে সে নিজের দাঁতের কামড় খেয়েছিল। এরপর থেকেই সেখানে আস্তে আস্তে এই টিউমার সৃষ্টি হয়।

সে ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর দাঁতের অধিকারী। কে জানত, সেই দাঁত থেকেই তার এই অবস্থা ! আমি সেই দাঁতের কামড়ের বিষক্রিয়া থেকে এই টিউমারের উৎপত্তি বিবেচনা করে, তাকে লিডাম উচ্চতর শক্তিতে প্রয়োগ করেছিলাম। আলহামদুলিল্লাহ, মাত্র দুইবারের ওষুধেই টিউমার সম্পূর্ণ চলে গিয়েছিল।

তাই কোন রোগের চিকিৎসার জন্য আপনি যে চিকিৎসকের কাছে গিয়েছেন, তিনি হয়তো সঠিক ওষুধটা নির্বাচন করতে পারেন নাই। এজন্য হতাশ হবেন না, ধৈর্য ধরুন। তাকে সঠিক ওষুধ নির্বাচনের জন্য সুযোগ দিন। তিনি ব্যর্থ হলে প্রয়োজনে আরেকজন যোগ্য বিজ্ঞ প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আশা করি আপনি কাঙ্ক্ষিত চিকিৎসা লাভ করবেন।

আপনার জন্য আমার শুভকামনা রইল।

29/10/2022

মেয়ে রোগী
ষষ্ঠ শ্রেণীর ছাত্রী
হাতের কব্জিতে টিউমার
বিভিন্ন লক্ষণ জানার চেষ্টা করলাম
রোগী যথেষ্ট স্থূল দেহের অধিকারী
শারীরিকভাবে মায়ের থেকেও বড়
তার মধ্যে ক্যালকেরিয়া কার্বের অন্যান্য লক্ষণ গুলো বিদ্যমান পেলাম

ঔষধ দিলাম Calc carb এক হাজার শক্তির। দুই মাসে হাতের কব্জির টিউমার আস্তে আস্তে ছোট হইতেছিল। এরপর ১০ হাজার শক্তির ওষুধ দেওয়ার পর টিউমার সম্পূর্ণ ভালো হয়ে গেল।

এই মেয়ের বড় একটা সমস্যা ছিল যা আমাকে বলে নাই। মেয়ের মা মনে করেছিলেন, এটা গাইনি সমস্যা তাই আমাকে বলার দরকার নেই । মেয়ের মাসে দুইবার মাসিক হইত। একবার ভালো হতে না হতেই আবার শুরু। গাইনী মহিলা ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ প্রেসক্রাইব করেছিলেন, ট্যাবলেট। দৈনিক তিনবার খেতে হয়। ট্যাবলেট খাওয়া অবস্থায় রক্ত বন্ধ থাকে কিন্তু ট্যাবলেট খাওয়া বন্ধ করলেই আবার রক্ত যাওয়া শুরু হয়। অনেক দিন ধরে এই অবস্থা। বাবা-মা পেরেশান। কী করা যায়। মেয়ের এই অশান্তির কারণে বাবা-মা সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে ঢাকায় নিয়ে যাবেন। প্রয়োজনীয় সব ধরনের হরমোন টেস্ট করে তার চিকিৎসা করবেন।

এরপর মেয়ের মা যখন দেখলেন হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে অল্প সময়ে হাতের টিউমারটা ভালো হয়ে গেছে তখন হোমিওপ্যাথির প্রতি তাদের আস্থা বিশ্বাস তৈরি হলো। তিনি আমার কাছে আবার আসলেন মেয়ের এই বিষয়টাকে নিয়ে পরামর্শ করার জন্য। আমি তাকে আশ্বস্ত করলাম, পেরেশান হবেন না। ইনশাআল্লাহ হোমিওপ্যাথিক ওষুধেই সে সম্পূর্ণ সুস্থ হবে।

বললাম তাকে যে ওষুধ দিয়েছি, সেই ওষুধ‌ই এখন চলতে থাকবে, অন্য কোন ওষুধ লাগবে না। আপনি এলোপ্যাথিক ট্যাবলেট বন্ধ করে দেন। ট্যাবলেট বন্ধ করলে যদি আবার রক্ত যাওয়া শুরু হয় চিন্তার কোন কারণ নেই, সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধ না হলেও তার জন্য ব্যবস্থা আছে, যোগাযোগ করবেন।

যেহেতু এই রোগীর জন্য সবচেয়ে সদৃশ্য হোমিওপ্যাথিক ওষুধ হলো ক্যালকেরিয়া, তাই এই ওষুধ টাই তাকে সার্বিকভাবে সুস্থ করে তুলবে। রোগীর মাকে পরামর্শ দিয়ে পাঠিয়ে দিলাম।

পরামর্শ অনুযায়ী তিনি ট্যাবলেট বন্ধ করে দিলেন ট্যাবলেট বন্ধ করার পর আবার রক্ত যাওয়া শুরু হলো। আলহামদুলিল্লাহ, অন্য কোন ওষুধ ছাড়াই চারদিন পরে তার রক্ত স্রাব বন্ধ হয়ে গেল। এখন পর্যন্ত অন্য কোন ওষুধের প্রয়োজন হয় নাই।

যেখানে প্রতিবেলা ট্যাবলেট খেতে হতো, আর ট্যাবলেট বন্ধ করলেই রক্ত স্রাব শুরু হয়ে যেত, সেখানে তার এখন স্বাভাবিক মাসিক চক্র শুরু হয়েছে।

একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধে তার টিউমার ভালো হয়েছে। তার ওজন আস্তে আস্তে কমতেছে এবং তার স্বাভাবিক মাসিক চক্র শুরু হয়ে সে এখন সম্পূর্ণ সুস্থ।

আমি দুঃখিত, এরপর‌ও পৃথিবীর কিছু মানুষ বলবে, হোমিওপ্যাথিতে কাজ হয় না।

আর‌ও জানতে
http://life-helpline.blogspot.com

দ্রুত চিকিৎসা ২  মহিলা রোগীবয়স ৩৩ বছর হঠাৎ করে টনসিলের ব্যথা শুরু হয়প্রচন্ড ব্যথারোগী সহ্য করতে পারতেছে নাগলা বন্ধ হয়...
11/07/2022

দ্রুত চিকিৎসা ২

মহিলা রোগী
বয়স ৩৩ বছর

হঠাৎ করে টনসিলের ব্যথা শুরু হয়
প্রচন্ড ব্যথা
রোগী সহ্য করতে পারতেছে না
গলা বন্ধ হয়ে আসে
খাবার গিলতে পারে না
গলা থেকে লবণাক্ত পিচ্ছিল তরল আসে
গলা ব্যাথার সাথে জ্বর
প্রচন্ড অস্থিরতার কারণে প্রথমে এলোপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে
5 দিন তিন বেলা করে এন্টিবায়োটিক ওষুধ খায়
গলা ব্যথা কমে, জ্বর ভালো হয়।

কিন্তু যেদিন ওষুধ বন্ধ করলো, সেদিনই বিকাল থেকে আবার গলা ব্যথা জ্বর শুরু হয়
এবার আসলেন আমার কাছে
আমি তার লক্ষণগুলোকে পর্যবেক্ষণ করলাম

এর আগে তার টনসিলের কোন সমস্যা ছিল না
কাজেই বুঝা যাইতেছে টনসিলার এই সমস্যা হল একটি তরুন রোগ
অল্প সময়ের মধ্যেই তার অশান্তি তীব্র আকার ধারণ করে
টনসিল লাল
টনসিলের উপরে সাদা সাদা পদার্থ জমে আছে
টনসিল থেকে পূজ বের হইতেছে
আর সেইসাথে তার বমি বমি ভাব হইতেছে

আমি সিন্থেসিস ইংলিশ রেপার্টরিতে তার লক্ষণগুলো নিয়ে রেপার্টরাইজেশন করলাম ।

অনেকগুলো ওষুধ আসলো, তার মধ্যে প্রথমেই এলো Belladona

আমি লক্ষ্য করলাম টনসিলের রোগীর জ্বর আসে । আর জ্বরের বিশেষ বৈশিষ্ট্য হলো, একটানা আসে না । জ্বর চলে যায়, আবার আসে। এইজন্য আমি বেলাডোনাকেই নির্বাচন করলাম । প্রয়োগ করলাম ২০০ শক্তিতে ।

আলহামদুলিল্লাহ
অল্প সময়ের মধ্যেই তার জ্বর গলা ব্যথা কমতে শুরু করলো। আর ওষুধ শেষ হওয়ার আগেই আল্লাহর রহমতে রোগী সম্পূর্ণ সুস্থ।

বিস্তারিত জানতে ভিজিট করুন
https://heathcarehelpline.blogspot.com

চিকিৎসার সঠিক পদ্ধতি       আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, 'মাগনা পাইলে মানুষ আলকাতরাও পকেটে লয়'। আসলে এর দ্বারা তার...
29/06/2022

চিকিৎসার সঠিক পদ্ধতি

আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, 'মাগনা পাইলে মানুষ আলকাতরাও পকেটে লয়'। আসলে এর দ্বারা তার কি লাভ হবে, নাকি ক্ষতি হবে, সেই চিন্তাও করে না। বাস্তবতা হলো, শেষ পর্যন্ত এই ফ্রি পাওয়া জিনিস অনেক সময়ই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

আমরা দেখি, রাস্তায় কেউ যখন অসুস্থ হয়, তখন একজন বলে এটা করেন, আরেকজন বলে সেটা করেন । একজন বলে এই ঔষধ খান, আরেকজন বলে সেই ঔষধ খান। যেন সবাই ডাক্তার !!!

চিকিৎসার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায়, অনেকে তার রোগের নাম বা দুই একটি লক্ষন বলেই ঔষধের নাম জানতে চায়। এইখানেও সেই রাস্তার মতোই অবস্থা। উদাহরণ স্বরূপ, একজন হয়তো বললো, আমার ফোড়া হয়েছে, কি ঔষধ খাবো? আর দেরি নয়, অমনি গড়গড় করে এক এক জন বিভিন্ন ঔষধের নাম বলা শুরু করলো। কেউ বেলাডোনা, কেউ হিপার সালফ, কেউবা মার্কসল ইত্যাদি ইত্যাদি। আশ্চর্য !!!

কোন লক্ষন ছাড়া, শুধু রোগের নাম শুনেই তিনি কি করে ঔষধের নাম বললেন ? এই রোগের জন্য কি হোমিওপ্যাথিতে এই একটি ঔষধ‌ই আছে ?

অনেকে আবার রোগীর কষ্ট একেবারেই সহ্য করতে পারে না !! তাই তাৎক্ষণিক রোগ ভালো করার জন্য একসাথে কয়েকটি ঔষধের নাম বলেন !!!

অবাক কান্ড কারখানা !!! তারা কেন এমন করেন ! রোগীর লক্ষনসমষ্টি অনুসারে তার জন্য ঔষধ নির্বাচন করতে হবে না ! উপকারের নামে তারা মূলত মানুষের ক্ষতি করেন। সেই সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির‌ও দূর্নাম সৃষ্টি করেন।

যারা এইভাবে ঔষধের নাম জানতে চায়, তারা আসলে হোমিওপ্যাথি বুঝে না। চিকিৎসার নিয়মনীতি জানে না। ঔষধের নাম ফ্রি পেয়ে অনেকেই তা দোকান থেকে কিনে ইচ্ছামত খাওয়া শুরু করে। শেষ পর্যন্ত ভুল ঔষধ ভুলভাবে খাওয়ার পরিনাম হয় ভয়াবহ ।

হোমিওপ্যাথিক ঔষধ শক্তিকৃত ঔষধ। এগুলো এক একটি রোগ ধ্বংসকারী শক্তিশালী অস্ত্র। কাজেই এই ঔষধগুলো ব্যবহার করতে হবে যোগ্য দক্ষ চিকিৎসকের সঠিক পরামর্শ অনুসারে।

তাই আপনার রোগের সঠিক চিকিৎসার জন্য আপনার কাছের বা দূরের একজন যোগ্য ও বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে বের করুন। তার সাথে সরাসরি সাক্ষাত করুন। তিনি হোমিওপ্যাথিক নিয়মনীতি অনুসারে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সদৃশ ঔষধটি নির্বাচন করে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার উপকার হবে ।

আপনার জন্য আমার শুভকামনা রইলো ।

দ্রুত চিকিৎসা ১ মহিলা রোগীবয়স ৩০ বছর  শীতকাতরটনসিলের সমস্যাগলা দিয়ে আওয়াজ বের হয় না, কথা বলতে কষ্ট হয়  গলায় কফ জমে...
28/06/2022

দ্রুত চিকিৎসা ১



মহিলা রোগী

বয়স ৩০ বছর

শীতকাতর

টনসিলের সমস্যা

গলা দিয়ে আওয়াজ বের হয় না, কথা বলতে কষ্ট হয়

গলায় কফ জমে থাকে, শক্ত কফ বের হয়

অনেক সময় টনসিল থেকে শক্ত শক্ত জিনিস বের হয়ে আসে

রাতে রাতে জ্বর আসে

অর্শের সমস্যা 7-8 বছর ধরে

অর্শের বলি একটা নতুন করে আরেকটা বের হইতেছে

মাঝে মাঝে ব্যথা করে

পায়খানা কষ্ট হলে বেশি ব্যথা করে।

দুই তিন বছর আগে একবার রক্ত গেছিল।

বাচ্চা দুধ খাওয়ার সময় স্তনে ব্যথা করে, জ্বলে

রুচি কম, ঘুম কম,

দুর্বলতা শরীর কাপে

মাথাব্যথা করে গরমে, টেনশনে



রোগী জানালেন, তিনি অনেক ডাক্তার দেখিয়েছেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট‌ও দেখালেন।

রোগীর লক্ষণ গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। গলায় সমস্যা, সেই সাথে স্তনের সমস্যা। আমার মনে হলো তিনি Phytolacca-র রোগী।

বাচ্চা স্তন পানের সময় ব্রেস্ট এর ভিতরে যন্ত্রনা হয় এই কথা ফাইটোলাক্কায় স্পষ্ট আছে। এরপরও অন্যান্য লক্ষণ গুলোর জন্য রেপার্টরাইজেশন করলাম। সেখানেও ফাইটোলাক্কাই প্রথম ওষুধ।

রোগীকে এক হাজার শক্তির ওষুধ দিলাম।

আলহামদুলিল্লাহ রোগী জানালো, গত দেড় বছরের চিকিৎসায় যেই উপকার হয় নাই, শুধু এই একবারের ওষুধেই সেই উপকার হয়েছে !

তার সবগুলো সমস্যাই কমে গিয়েছিল। এজন্য অনেকদিন আর আসেন নাই। এরপর যখন আবার একটু সমস্যা দেখা দিয়েছিল তখন এসেছিলেন, আমি দশ হাজার শক্তির এই ওষুধ দিয়েছিলাম।

আলহামদুলিল্লাহ তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।

আমরা আর কত দ্রুত চিকিৎসা চাই !

09/06/2022

সত্য প্রমাণিত হয় বারবার
স্যার
মানুষের কষ্ট আমার সহ্য হয় না

রোগীর এই একটা বিশেষ কথায় তার জন্য ওষুধ নির্বাচন করলাম

আলহামদুলিল্লাহ
দুই দুই বার বিদেশ থেকে রোগ নিয়ে দেশে আসা এবং বড় বড় হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগী সুস্থ হলো

রোগী পুরুষ, বয়স ২৭ বছর
বুকের মাঝখানে প্রচন্ড ব্যথা
সারা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা
মনে হয় যেন সুই দিয়ে ঘাই মারে
সারা শরীর চাবায়
মাঝে মাঝে কান বন্ধ হয়ে যায়
রুচি নাই
রক্ত দেখতে পারে না
মানুষের দুঃখ-কষ্ট সহ্য হয় না
শরীর প্রচুর ঘামায়

তার বিশেষ কথাটি Causticum এর

আমি সেই দিকে লক্ষ্য করে Causticum 1m দিয়েছিলাম এরপর 10m

তার বুকের ব্যথা কমে গেছে। শরীরের অন্য অংশের ব্যথাও অর্ধেক কমে গেছে । এই সপ্তায় ওষুধ নিয়ে আবার তিনি বিদেশে চলে গেছেন।

08/05/2022

কোন জিনিসের কার্যকারিতা কতবার প্রমাণ করতে হয় !!!

হোমিওপ্যাথিতে কাজ হয়
এই কথা একবার দুইবার নয়, বরং হাজারবার প্রমাণিত হয়েছে।

এলোপ্যাথিক চিকিৎসা যখন বারবার চেষ্টা করেও উপকার হয় নাই তখন হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগী আরোগ্য লাভ করেছে, এই কথার বহু প্রমাণ আছে।

এক ভাই এর ওয়াইফের সিজারিয়ান ডেলিভারিতে বাচ্চা হয়। পরে টানা 20 দিন পর্যন্ত এন্টিবায়োটিক ওষুধ খেয়েছে। কিন্তু অপারেশনের ঘা শুকায় নাই। শেষে বাধ্য হয়ে আমার সাথে যোগাযোগ করে। আমি বললাম আপনি নিশ্চিন্তে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ান উপকার হবে।

ধারালো অস্ত্রের আঘাতে হোমিওপ্যাথিতে একটি কার্যকরী ওষুধ রয়েছে। নাম তার Staphysagria । এর আগেও ডেলিভারি অপারেশন এর রোগীকে এই ওষুধটির দেওয়াতে যথেষ্ট উপকার হয়েছিল। এতে খুব তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়। এই রোগীকেও এই ওষুধটি দিয়েছিলাম।

আলহামদুলিল্লাহ
খুব দ্রুতই রোগীর ঘা শুকিয়ে যায়।
ভাইটি মারাত্মক পেরেশানি থেকে মুক্ত হয়।

আমাদের সকল জিন সকল অঙ্গের সকল কোষেই বিদ্যমান। সুতরাং চুলের জিন শুধু মাথায়ই নয় বরং সকল অঙ্গেই বিদ্যমান । https://health...
28/03/2022

আমাদের সকল জিন সকল অঙ্গের সকল কোষেই বিদ্যমান। সুতরাং চুলের জিন শুধু মাথায়ই নয় বরং সকল অঙ্গেই বিদ্যমান ।

https://healthcarehelpline.blogspot.com

Address

J. M. Sengupto Road. Begum Mosjid Market, Natun Bazar
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Classical Homeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Classical Homeopathy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram