Md Foysal Gazi

Md Foysal Gazi Health beauty ponno bd chandpur biponi bag bazar

🍀ASSURE FOOT CREAM🍀BRAND ASSURE🍀উপকারিতাঃ 🍀রুক্ষ শুষ্ক পায়ের পাতা পরিপুষ্ট ও নরম করে যাতে পায়ের পাতা না ফাটে ও ত্বকে জ্ব...
15/11/2022

🍀ASSURE FOOT CREAM
🍀BRAND ASSURE

🍀উপকারিতাঃ
🍀রুক্ষ শুষ্ক পায়ের পাতা পরিপুষ্ট ও নরম করে যাতে পায়ের পাতা না ফাটে ও ত্বকে জ্বালা না করে।
🍀উইচ হেজলের নির্যাস এবং খুব ফলপ্রসু ত্বক উপশমকর মলমে সমৃদ্ধ হওয়ায় ত্বককে আর্দ্র করে
🍀অনেক্ষণ যাবৎ আর্দ্র ভাব বজায় রাখে
🍀ক্লান্ত পায়ের পাতায় আরামদায়ক এবং শুষ্কতা ও পা ফাটা থেকে সুরক্ষা দেয়।

🍀ব্যবহারবিধিঃ
🍀প্রথমে পায়ের পাতা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে
🍀তারপর ক্রিম লাগাতে হবে
🍀প্রতিদিন সকালে একবার ও রাতে একবার।ব্যবহার করুন

https://www.facebook.com/106448854985889/posts/125135993117175/
23/08/2021

https://www.facebook.com/106448854985889/posts/125135993117175/

একাত্তর টিভিতে দেয়া ডঃ লি জিন ইউয়ানের সাক্ষাৎকার।

" বাংলাদেশ ভিক্ষা বা সাহায্য চায়না, বিনিয়োগ চায়.. "---প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহবান সাড়া দিয়ে টিয়েন্স গ্রুপের চেয়ারম্যান ডাঃ লি জিন ইউয়ান বাংলাদেশের ৭ টি গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন। গত ১৩ জুলাই রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

ড. মি লি জিন ইউয়ান সাংবাদিকদের জানান, টিয়েন্স গ্রুপ উদীয়মান বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে চায়। তিনি বলেন, বায়োটেকনোলজি, স্বাস্থ্য, হোটেল এন্ড ট্যুরিজম, শিল্প, শিক্ষা, প্রশিক্ষণ ও
ই -কমার্স খাতে আমরা বিনিয়োগ করতে চাই। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমাদের এই বিনিয়োগের আগ্রহ দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। সাংবাদিক সম্মেলনে।

তিনি জানান, টিয়েন্স গ্রুপ ২০০৫ সাল থেকে বাংলাদেশে শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু করলেও অন্যকোন ব্যবসায় আগ্রহ দেখায়নি। গত ১৩ বছরে এখানে নেটওয়ার্ক বিজনেসে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এক্ষেত্রে বাংলাদেশের টিয়েন্স নেতৃবৃন্দের অবদানের কথা তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এই ব্যবসায়িক সাফল্যের কারণে টিয়েন্স গ্রুপ বাংলাদেশে টিয়েন্স স্বাস্থ্য পণ্যের ব্যাপক উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এখানে একটি বৃহৎ কারখানা নির্মাণের ঘোষণা দেন তিনি।

ডঃ লি জিন ইউয়ান আরো বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ১০ লাখ স্টোর নির্মাণ করা হবে।

এ ছাড়া শিক্ষা খাতে বিনিয়োগের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা আলোচনার জন্য গত ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আকতারুজ্জামানের সাথে এক বৈঠকে মিলিত হন। উপাচার্যের সাথে মিঃ লি'র ফলোপ্রসু আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

আজ টিয়েন্স গ্রুপ ২৬ বছরে পদার্পণ করল! তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মিঃ লি জিন ইউয়ান!মিঃ লি পৃথিবীর খ্য...
23/08/2021

আজ টিয়েন্স গ্রুপ ২৬ বছরে পদার্পণ করল!
তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মিঃ লি জিন ইউয়ান!
মিঃ লি পৃথিবীর খ্যাতিমান ব্যবসায়ীদের একজন। যার বিজনেস চলে বিশ্বব্যাপী! ২০০টির বেশি দেশে। সেই সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও সংস্থার প্রধানদের সাথে সাথে তার সখ্যতা রয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশে তিনি ৩ বার এসছেন।
আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে উনার যে ছবি সেটি ২০১২ সালের। আমাদের বর্তমান রাষ্ট্রপতি তখন ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার।

ঢাকা ইউনিভারসিটির ভি সি সাহেবের সাথে যে ছবিটি সেটি ২০১৮ সালের।

বাংলাদেশে তিয়ানশি ব্যবসা করছে ২০০৫ সাল থেকে। যদিও ২০০৪ সালে রেজিস্ট্রেশনকৃত।
আর আমি সম্পৃক্ত আছি ২০০৬ সালের পহেলা জানুয়ারি থেকে।

উনি যখন প্রথম বাংলাদেশে আসে তখন উনার সাথে একটা ছবি তোলার সুযোগ হয়নি আমার ব্যবসায়ীক পজিশন ছোট ছিল বলে।
কিন্তু পরের বার যখন বাংলাদেশে আসেন তখন শুধু ছবি না, বিমানবন্দর থেকে শুরু করে গুলশান ওয়েস্টিন হোটেলে উনার সাথে লাঞ্চ, ডিনার সহ মিটিং ও করেছি।

Address

Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Foysal Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md Foysal Gazi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram