Md Foysal Gazi

Md Foysal Gazi Health beauty ponno bd chandpur biponi bag bazar

🍀ASSURE FOOT CREAM🍀BRAND ASSURE🍀উপকারিতাঃ 🍀রুক্ষ শুষ্ক পায়ের পাতা পরিপুষ্ট ও নরম করে যাতে পায়ের পাতা না ফাটে ও ত্বকে জ্ব...
15/11/2022

🍀ASSURE FOOT CREAM
🍀BRAND ASSURE

🍀উপকারিতাঃ
🍀রুক্ষ শুষ্ক পায়ের পাতা পরিপুষ্ট ও নরম করে যাতে পায়ের পাতা না ফাটে ও ত্বকে জ্বালা না করে।
🍀উইচ হেজলের নির্যাস এবং খুব ফলপ্রসু ত্বক উপশমকর মলমে সমৃদ্ধ হওয়ায় ত্বককে আর্দ্র করে
🍀অনেক্ষণ যাবৎ আর্দ্র ভাব বজায় রাখে
🍀ক্লান্ত পায়ের পাতায় আরামদায়ক এবং শুষ্কতা ও পা ফাটা থেকে সুরক্ষা দেয়।

🍀ব্যবহারবিধিঃ
🍀প্রথমে পায়ের পাতা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে
🍀তারপর ক্রিম লাগাতে হবে
🍀প্রতিদিন সকালে একবার ও রাতে একবার।ব্যবহার করুন

https://www.facebook.com/106448854985889/posts/125135993117175/
23/08/2021

https://www.facebook.com/106448854985889/posts/125135993117175/

একাত্তর টিভিতে দেয়া ডঃ লি জিন ইউয়ানের সাক্ষাৎকার।

" বাংলাদেশ ভিক্ষা বা সাহায্য চায়না, বিনিয়োগ চায়.. "---প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহবান সাড়া দিয়ে টিয়েন্স গ্রুপের চেয়ারম্যান ডাঃ লি জিন ইউয়ান বাংলাদেশের ৭ টি গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন। গত ১৩ জুলাই রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

ড. মি লি জিন ইউয়ান সাংবাদিকদের জানান, টিয়েন্স গ্রুপ উদীয়মান বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে চায়। তিনি বলেন, বায়োটেকনোলজি, স্বাস্থ্য, হোটেল এন্ড ট্যুরিজম, শিল্প, শিক্ষা, প্রশিক্ষণ ও
ই -কমার্স খাতে আমরা বিনিয়োগ করতে চাই। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমাদের এই বিনিয়োগের আগ্রহ দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। সাংবাদিক সম্মেলনে।

তিনি জানান, টিয়েন্স গ্রুপ ২০০৫ সাল থেকে বাংলাদেশে শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু করলেও অন্যকোন ব্যবসায় আগ্রহ দেখায়নি। গত ১৩ বছরে এখানে নেটওয়ার্ক বিজনেসে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এক্ষেত্রে বাংলাদেশের টিয়েন্স নেতৃবৃন্দের অবদানের কথা তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এই ব্যবসায়িক সাফল্যের কারণে টিয়েন্স গ্রুপ বাংলাদেশে টিয়েন্স স্বাস্থ্য পণ্যের ব্যাপক উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এখানে একটি বৃহৎ কারখানা নির্মাণের ঘোষণা দেন তিনি।

ডঃ লি জিন ইউয়ান আরো বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ১০ লাখ স্টোর নির্মাণ করা হবে।

এ ছাড়া শিক্ষা খাতে বিনিয়োগের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা আলোচনার জন্য গত ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আকতারুজ্জামানের সাথে এক বৈঠকে মিলিত হন। উপাচার্যের সাথে মিঃ লি'র ফলোপ্রসু আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

আজ টিয়েন্স গ্রুপ ২৬ বছরে পদার্পণ করল! তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মিঃ লি জিন ইউয়ান!মিঃ লি পৃথিবীর খ্য...
23/08/2021

আজ টিয়েন্স গ্রুপ ২৬ বছরে পদার্পণ করল!
তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মিঃ লি জিন ইউয়ান!
মিঃ লি পৃথিবীর খ্যাতিমান ব্যবসায়ীদের একজন। যার বিজনেস চলে বিশ্বব্যাপী! ২০০টির বেশি দেশে। সেই সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও সংস্থার প্রধানদের সাথে সাথে তার সখ্যতা রয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশে তিনি ৩ বার এসছেন।
আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে উনার যে ছবি সেটি ২০১২ সালের। আমাদের বর্তমান রাষ্ট্রপতি তখন ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার।

ঢাকা ইউনিভারসিটির ভি সি সাহেবের সাথে যে ছবিটি সেটি ২০১৮ সালের।

বাংলাদেশে তিয়ানশি ব্যবসা করছে ২০০৫ সাল থেকে। যদিও ২০০৪ সালে রেজিস্ট্রেশনকৃত।
আর আমি সম্পৃক্ত আছি ২০০৬ সালের পহেলা জানুয়ারি থেকে।

উনি যখন প্রথম বাংলাদেশে আসে তখন উনার সাথে একটা ছবি তোলার সুযোগ হয়নি আমার ব্যবসায়ীক পজিশন ছোট ছিল বলে।
কিন্তু পরের বার যখন বাংলাদেশে আসেন তখন শুধু ছবি না, বিমানবন্দর থেকে শুরু করে গুলশান ওয়েস্টিন হোটেলে উনার সাথে লাঞ্চ, ডিনার সহ মিটিং ও করেছি।

আমাদের এদেশী মানুষদের একটা সমস্যা হলো সব জায়গায় মুখ দেওয়া।বাংলাদেশে বর্তমানে কয়েকশো Network marketing কম্পানি একটিভ আছে।...
23/08/2021

আমাদের এদেশী মানুষদের একটা সমস্যা হলো সব জায়গায় মুখ দেওয়া।
বাংলাদেশে বর্তমানে কয়েকশো Network marketing কম্পানি একটিভ আছে। এদের মধ্যে হাতে গোণা কয়েকটি শুধু বৈধ, আর বাকিগুলা সত্যিই নেগেটিভ ভাবে ব্রেনওয়াশ করছে। অনেকেই এরকম ভুগিচুগি বিভিন্ন কম্পানির অফার পাচ্ছেন, সাতপাঁচ না ভেবেই ওখানে দৌড় দিচ্ছেন, ফেসবুকে আপনি রাতারাতিই উদ্যোক্তা, মোটিভেশান স্পিকার হয়ে যাচ্ছেন। আর দুইদিন পর এই আপনিই বলছেন 'আমি প্রতারিত!'
অথচো ধনী হবার শর্টকাট কোন রাস্তা নেই।
বিজনেস গুরু পিটার এফ ড্রাকার একটা কথা বলেছেন, "বর্তমানে শুধু পণ্য নিয়ে প্রতিযোগিতা হয় না, হয় মডেল নিয়ে। আপনি ভাল একটা ব্যবসা খুজলে আগে সেটার মডেলটা যাচাই করুন"।
বিশেষ করে তরুণরা কোন যাচাইবাছাই না করে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নালু হয়ে ছালা বিহীন বিভিন্ন কম্পানিতে গিয়ে জয়েন করে আর দুইদিন পর প্রতারিত হয়। এরপর হেটে হেটে বলে, network marketing হল প্রতারণা।
ভাইরে, আপনারা এত বড় গরু কেন? একটু তাদের বিজনেস মডেলটা ঘেটে দেখতে পারেন না? আমি তানজিল গত প্রায় সাড়ে ৪ বছর তিয়ান্সির সাথে যুক্ত। এখানে জয়েনের আগে পুরো ১ টা সপ্তাহ আমি তানজিল তিয়ান্সি নিয়ে ঘাটাঘাটি করে সিদ্ধান্ত নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখনও সম্মানের সাথে টিকে আছি। আপনারা যাচাই করুন, এই মার্কেটিং এ অভিজ্ঞদের পরামর্শ নিন। তবে দয়া করে অনভিজ্ঞ কারো কাছে জিজ্ঞেস করতে যাবেন না। ডাক্তারের কাছে কি আপনি যাবেন জাল মেরে মাছ ধরা শিখতে? অথচো জেলের চেয়ে ডাক্তার বেশি শিক্ষিত।

শেষ পর্যায়ে এসে একটা পার্থক্য দেখাই এদেশে বৈধ আর অবৈধ কম্পানির মধ্যে। ফটকাবাজ কম্পানিগুলো পণ্যের দিকে ফোকাস না দিয়ে তারা শুধুই ফোকাস দেয় নতুন লোক জয়েন করানোর প্রতি। পণ্যের প্রতি এদের ভ্রূক্ষেপ নাই। আর রিয়েল কোম্পানিগুলো মূল ভিত্তিই হলো প্রোডাক্ট। প্রোডাক্ট সেল ছাড়া এখানে ইনকাম হয় না। আপনি কাওকে জয়েন করাতে না পারলেও শুধু পণ্য সেল করে ইনকাম করতে পারবেন।

সর্বশেষ কথা, মানব নির্মিত সকল সিস্টেমেই ফাঁকফোকড় থাকবেই, আপনি যদি ট্রেনিং না করেন, সিস্টেম না বুঝেন, আর অতি পাকনা হন, বৈধ কম্পানি সিস্টেমেও কিছু অসৎ লোক আপনাকে প্রতারিত করে ফেলবে। তাই যার তার সাথে, যারতার টিমে কাজ শুরু করবেন না।

সন্মানিত সুধী,আসসালামু আলাইকুম। (নিঃসন্দেহে এটি একটি সেরা বিজনেস প্লাটফর্ম, কারণ এটি স্বাস্থ্য ও সম্পদ অর্জনের চাবিকাঠি,...
23/08/2021

সন্মানিত সুধী,আসসালামু আলাইকুম।

(নিঃসন্দেহে এটি একটি সেরা বিজনেস প্লাটফর্ম, কারণ এটি স্বাস্থ্য ও সম্পদ অর্জনের চাবিকাঠি, তাই এটি পৃথিবীর যে কোন জায়গায় শোরুম ভিত্তিক হেলথ্ চেম্বার নিয়ে বা শোরুম ছাড়াও পার্টটাইম ফুলটাইম কাজ করার সুযোগ রয়েছে, তাই আগে বিস্তারিত জানুন, পরে সিদ্ধান্ত)

আসুন জেনে নেই👉👉

✍️একনজরে টিয়েন্স পরিচিতি👉👁️

👉কোম্পানির নামঃ টিয়েন্স গ্রুপ(Tiens Group)

👉হেড কোয়াটার্সঃ তিয়ানজিন, চীন।

👉মূলনীতিঃ স্বাস্থ্য ও সম্পদ

👉স্বাস্থ্যনীতিঃ TCM(Traditional Chinese Medicine)

👉স্বাস্থ্যবার্তাঃ Prevention is better than cure. (প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম)
👉পণ্যের ধরণঃ প্রাকৃতিক স্বাস্থ্য ও সৌন্দর্য পণ্য, খাদ্যপুষ্টি, সাপ্লিমেন্টারী এবং চাইনিজ আকুপাংচার থেরাপি ইকুইপমেন্টস/ডিভাইস।

👉পণ্যের বৈশিষ্ট্যঃ Health & Beauty (স্বাস্থ্য ও সৌন্দর্য)
👉পণ্যের গুণাবলিঃসম্পূর্ণ প্রাকৃতিক স্বাস্থ্য পণ্য। প্রতিরোধের মাধ্যমে সম্পূর্ণ রোগ দূরীকরণের প্রাকৃতিক উপায়।

👉বিশেষ বৈশিষ্ট্যঃঅসুস্থতা বা রোগ দেহে আসতে দেওয়া হবেনা,আগেই ব্যবস্থা নেওয়ার প্রাকৃতিক উপায়।

👉বিপনণ পদ্ধতিঃ ডিরেক্ট সেলিং/নেটওয়ার্ক মার্কেটিং বা সরাসরি ভোক্তা।

👉আমাদের চিকিৎসা বা সুস্থ থাকার ৪টি ধাপঃ
1.Cleansing.(পরিস্কারকরণ)
2. Replacing.(প্রতিস্থাপন)
3. Strengthening.(শক্তিশালীকরণ)
4. Balancing.(ভারসাম্য রক্ষাকরণ) এই চারটি ধাপ অনুসরণে আমাদের পণ্য ব্যবহার করা হলে ৩ থেকে ৪ মাসে সম্পূর্ণ সুস্থতা, ইনশাআল্লাহ!

👉কোম্পানির প্রতিষ্ঠাঃ১৯৯৫ সাল।

👉বহির্বিশ্বে পদার্পণঃ ১৯৯৭ সাল।

👉বর্তমান বিশ্বেঃ২০০ টিরও বেশি দেশে বিজনেস চলছে

👉সরাসরি কোম্পানির অফিসঃ ১৩৪টিরও বেশী দেশে।

👉পণ্য উৎপাদন ফ্যাক্টরীঃ প্রায় ২০টি দেশে।

👉সারাবিশ্বে ভোক্তা ও ডিসট্রিবিউটর সংখ্যাঃ প্রায় সাড়ে চার কোটি

👉পণ্য উৎপাদনে নিয়োজিতঃ প্রায় ১২০০+ ফুড বিজ্ঞানী (৪০জন+নোবেলবিজয়ী)

👉বাংলাদেশে বিজনেস শুরুঃ২০০৫ সাল থেকে।

👉বাংলাদেশে কোম্পানির নামঃ তিয়ানশি(বাংলাদেশ) কোং লিঃ নামে পরিচিত।

👉বাংলাদেশ হেডঅফিসঃ গুলশান-১,রোড #২৪, বাড়ি #৪১।

👉বাংলাদেশে সন্মান অর্জনঃ সর্বোচ্চ করদাতা হিসেবে তিনবার সার্টিফিকেট অর্জন।

👉বিশেষ সন্মানঃ মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের কাছ থেকে সরাসরি সম্মাননা পত্র গ্রহণ।

👉বাংলাদেশে ভোক্তা ও ডিসট্রিবিউটর সংখ্যাঃ প্রায় ১০ লক্ষাধিক।

👉 পণ্যের সর্বোচ্চ ব্যবহারঃ আমাদের স্পিরুলিনা ক্যাপসূল জাতিসংঘ ও নাসার অফিসিয়াল সাপ্লায়ার।

👉কোম্পানির কিছু মূল স্লোগানঃ
1. Prevention is better than cure.
2. Together we share.
3. Let's fly together.
4. One body, multiple wings.
5. Better Tiens, Better life.

👉কোম্পানির চেয়ারম্যানঃমি.লি জিনইউয়ান (সাবেক স্বাস্থ্য মন্ত্রী, চায়না হেলথ মিনিস্ট্রি, নাসার সায়েন্টিস্ট, টপ ২০ ধনী(চীন), ওয়ার্ল্ড বিগ বস খেতাব, ২০১৫ সাল)

👉তিয়ানশির রয়েছেঃISO, WHO, FDA,
WFDSA, NASA, NASDAQ, UNICEF, UN থেকে
স্বীকৃতি প্রাপ্ত সনদ, যা পৃথিবীর অন্য
কোনো কোম্পানি পারেনি।

👉তিয়ানশি তৈরি করেছেঃ বিশ্বের
সর্ববৃহৎ HEALTH INDUSTRIAL PARK, সেখানে রয়েছে
গবেষনা কেন্দ্র যার মধ্যে 1200+ সাইনটিষ্ট কাজ করে -
কী করা যায়, কীভাবে রোগ পৃথিবীর থেকে বিদায় করা যায় ইত্যাদি নিয়েই তাদের প্রতিনিয়ত গবেষণা।
যার আয়তন ৭,৭০,০০০ বর্গমিটার; যা বিশ্বের
সর্ববৃহৎ DIRECT SELLING COMPANY.

👉তিয়ানশি ৮ মে ২০১৫ তে ফ্রান্সের বুকে
তৈরী করেছে সর্ব বৃহৎ মানব বাক্য(The largest human sentence)
দিয়ে বিশ্ব রেকর্ড; যা পৃথিবীর বড় বড়
সংবাদ মাধ্যম ও পত্রিকায় এসেছে এবং
যা পৃথিবীর অন্য কোনো কোম্পানি
পারেনি।
👉সম্প্রতি নিউজঃসুখবর হলো আগামী ফেব্রুয়ারী মার্চের মাসের মধ্যে বাংলাদেশে আমাদর ই-কমার্স সাইট চালু হতে যাচ্ছে এবং কিছু পণ্য এ দেশেই তৈরি হতে যাচ্ছে, যা সরাসরি চায়না হেডকোয়ার্টারস দ্বারা নিয়ন্ত্রিত।যার কার্যক্রম ইতোমধ্যে শুরু।

👉পরিশেষে বলবো, আমরা এমন একজন বিজ্ঞানীর প্লাট ফরমে কাজ করি, যিনি সর্বদা চিন্তা করে পুরো বিশ্বকে নিয়ে, কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়, আর এমনও বিজ্ঞানী আছে যারা চিন্তা করে পৃথিবীকে কীভাবে ধ্বংস করা যায়।
👉টিয়েন্স কোম্পানি এই পর্যন্ত পৃথিবীর অসহায় মানুষকে দান করছেন 1.5 বিলিয়ন ডলার যা কোন কোম্পানি পারেনি।
তিয়ানশি তৈরী করেছে বিশ্বের
সবচেয়ে আধুনিক ও উন্নত
বিশ্ববিদ্যালয়, যা খুব দ্রুত বিশ্বের
প্রথম বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে।(কাজ প্রায় শেষ) যে
বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে একসাথে ৩০
হাজারের বেশি ছাত্রছাত্রী, ৬ জন
নোবেল বিজয়ী আছেন উপদেষ্টা, যার
আয়তন ৩.২ বর্গ কিলোমিটার।
তাই এই কোম্পানির একজন পরিবেশক হয়ে নিজেকে গর্ববোধ করছি।

👁️ARE YOU LOOKING FOR A GOOD BUSINESS???

INTRODUCING TO YOU TIENS A WONDERFUL BUSINESS!!!
*approximately more than 50million Tiens independent distributors in over 200 countries enjoying this advantage..
👉low start up cost
👉high returns
👉flexible working hours
👉no risk
👉no previuos experience needed
👉GLOBAL BUSINESS
Our business is all about people connecting people can help you to achieve your personal goals...

*We are providing distribution worldwide for all countries TIENS South Africa, TIENS Nigeria, TIENS Kenya, TIENS UK, TIENS USA, TIENS Pakistan, TIENS India, TIENS Bangladesh, TIENS Indonesia, TIENS Malaysia, TIENS Japan, Tianshi Philippines, TIENS Hungary, TIENS Peru, and TIENS Niegeria,TIENS cambodia,TIENS israel,TIENS russia.

সংগৃহীত...💐💐💐

Nite caile inbox korben Tiens ponno
28/01/2021

Nite caile inbox korben Tiens ponno

Address

Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Foysal Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md Foysal Gazi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram