23/08/2021
https://www.facebook.com/106448854985889/posts/125135993117175/
একাত্তর টিভিতে দেয়া ডঃ লি জিন ইউয়ানের সাক্ষাৎকার।
" বাংলাদেশ ভিক্ষা বা সাহায্য চায়না, বিনিয়োগ চায়.. "---প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহবান সাড়া দিয়ে টিয়েন্স গ্রুপের চেয়ারম্যান ডাঃ লি জিন ইউয়ান বাংলাদেশের ৭ টি গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন। গত ১৩ জুলাই রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।
ড. মি লি জিন ইউয়ান সাংবাদিকদের জানান, টিয়েন্স গ্রুপ উদীয়মান বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে চায়। তিনি বলেন, বায়োটেকনোলজি, স্বাস্থ্য, হোটেল এন্ড ট্যুরিজম, শিল্প, শিক্ষা, প্রশিক্ষণ ও
ই -কমার্স খাতে আমরা বিনিয়োগ করতে চাই। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমাদের এই বিনিয়োগের আগ্রহ দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। সাংবাদিক সম্মেলনে।
তিনি জানান, টিয়েন্স গ্রুপ ২০০৫ সাল থেকে বাংলাদেশে শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু করলেও অন্যকোন ব্যবসায় আগ্রহ দেখায়নি। গত ১৩ বছরে এখানে নেটওয়ার্ক বিজনেসে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এক্ষেত্রে বাংলাদেশের টিয়েন্স নেতৃবৃন্দের অবদানের কথা তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এই ব্যবসায়িক সাফল্যের কারণে টিয়েন্স গ্রুপ বাংলাদেশে টিয়েন্স স্বাস্থ্য পণ্যের ব্যাপক উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এখানে একটি বৃহৎ কারখানা নির্মাণের ঘোষণা দেন তিনি।
ডঃ লি জিন ইউয়ান আরো বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ১০ লাখ স্টোর নির্মাণ করা হবে।
এ ছাড়া শিক্ষা খাতে বিনিয়োগের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা আলোচনার জন্য গত ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আকতারুজ্জামানের সাথে এক বৈঠকে মিলিত হন। উপাচার্যের সাথে মিঃ লি'র ফলোপ্রসু আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।