সেবা ফিজিওথেরাপি সেন্টার

সেবা ফিজিওথেরাপি সেন্টার সেবা নিন সুস্থ থাকুন

Consulting Back Pain Patient(Hazigonj Brunch)
07/10/2025

Consulting Back Pain Patient
(Hazigonj Brunch)

23/09/2025
Shoulder Pain প্যাশনেটকে আইচ বা বরফের ব্যবহার হচ্ছে।বরফ সাধারণত তীব্র বা নতুনভাবে শুরু হওয়া ব্যথা কমাতে ব্যবহার করা হয়। ...
20/09/2025

Shoulder Pain প্যাশনেটকে আইচ বা বরফের ব্যবহার হচ্ছে।

বরফ সাধারণত তীব্র বা নতুনভাবে শুরু হওয়া ব্যথা কমাতে ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় Cold Therapy বা Cryotherapy।

👉 বরফ ব্যবহার করা হয় যখন –

আকস্মিক চোট বা ইনজুরি হয় (যেমন মচকানো, টান লেগে যাওয়া, পড়ে গিয়ে ব্যথা পাওয়া)।

ফোলা, লালচে ভাব বা প্রদাহ থাকে।

রক্তক্ষরণ থামাতে বা ভেতরে রক্ত জমাট বাঁধা কমাতে।

অপারেশন বা দাঁত তোলার পর ব্যথা ও ফোলা নিয়ন্ত্রণে রাখতে।

মাথাব্যথা বা মাইগ্রেনের কিছু ক্ষেত্রে সাময়িক আরাম দিতে।

⚠️ তবে খেয়াল রাখবেন:

একটানা ১৫–২০ মিনিটের বেশি বরফ দেবেন না।

কাপড় বা তোয়ালে দিয়ে বরফ মুড়ে ব্যবহার করবেন, সরাসরি ত্বকে লাগাবেন না (ত্বক পুড়ে যেতে পারে)।

দীর্ঘস্থায়ী বা পুরোনো ব্যথা (যেমন বাতের ব্যথা, পেশীর জড়তা) এর ক্ষেত্রে বরফ নয়, বরং গরম সেঁক বেশি উপকারী।

10/09/2025

(GBS আক্রান্ত শিশু আলহামদুলিল্লাহ এখন পূর্ণ সুস্থ)

(Guillain–Barré Syndrome) হলো একটি বিরল কিন্তু গুরুতর স্নায়বিক রোগ, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুলবশত নিজের স্নায়ুকে আক্রমণ করে। এটি সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের পরে দেখা দিতে পারে।
---

🧠 রোগের বৈশিষ্ট্য

এটি মূলত পেরিফেরাল নার্ভাস সিস্টেমে (মস্তিষ্ক ও মেরুদণ্ডের বাইরে থাকা স্নায়ু) আক্রমণ করে।

ধীরে ধীরে হাত-পা দুর্বল হয়ে যায় এবং প্যারালাইসিস পর্যন্ত হতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রেই রোগী সংক্রমণের ১–৩ সপ্তাহ পরে উপসর্গ অনুভব করে।

---

🔍 উপসর্গ

হাত ও পায়ে ঝিনঝিনি বা অবশভাব (tingling sensation)

মাংসপেশির দুর্বলতা (প্রথমে পা → পরে হাত → শরীরের অন্যান্য অংশ)

হাঁটতে অসুবিধা, ভারসাম্য হারানো

মুখমণ্ডলের স্নায়ুতে সমস্যা → চোখ-মুখ নাড়াতে অসুবিধা, কথা জড়ানো

শ্বাসকষ্ট (যদি শ্বাস-প্রশ্বাসের পেশি আক্রান্ত হয়)

রক্তচাপ ও হৃদস্পন্দনের অনিয়ম (অটোনোমিক নার্ভ ক্ষতিগ্রস্ত হলে)

---

⚠️ কারণ

GBS-এর সঠিক কারণ অজানা, তবে সাধারণত দেখা যায়:

সংক্রমণ (Campylobacter jejuni ব্যাকটেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, সাইটোমেগালোভাইরাস, জিকা ভাইরাস ইত্যাদি)

টিকা নেওয়ার পরে (খুব বিরলভাবে)

সার্জারির পরে

---

🧪 ডায়াগনোসিস

ডাক্তাররা সাধারণত নিচের মাধ্যমে শনাক্ত করেন:

নার্ভ কন্ডাকশন স্টাডি / EMG → স্নায়ুর কার্যকারিতা দেখা হয়।

লম্বার পাঙ্কচার (CSF পরীক্ষা) → সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে প্রোটিন বেশি থাকে।

ক্লিনিকাল ইতিহাস ও শারীরিক পরীক্ষা।

---

💊 চিকিৎসা

GBS একটি মেডিকেল ইমার্জেন্সি। দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি।
প্রধান চিকিৎসা:

1. ইমিউনোথেরাপি

IVIG (Intravenous Immunoglobulin)

প্লাজমাফেরেসিস (রক্ত থেকে ক্ষতিকর অ্যান্টিবডি বের করে দেওয়া)

2. সহায়ক চিকিৎসা

শ্বাসকষ্ট হলে ভেন্টিলেটর সাপোর্ট

ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন

ব্যথা নিয়ন্ত্রণ ও স্নায়ু সাপোর্টিভ ওষুধ

---

📈 প্রগনোসিস (ভবিষ্যৎ)

অধিকাংশ রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে (কয়েক মাস থেকে ১ বছর সময় লাগতে পারে)।

প্রায় ১৫–২০% রোগীর স্থায়ী দুর্বলতা থাকতে পারে।

খুব কম ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে, বিশেষত শ্বাসযন্ত্র আক্রান্ত হলে।

14/08/2025

PLID বা ডিস্ক প্রলাপ্স ;
কোমরে রগ চাপ খেয়ে পায়ের দিকে ব্যথা নামে,
ঝিন ঝিন করে,
পায়ের পাতা পর্যন্ত যায় অনেক সময়,
অবস অবস লাগে,
পিঠের দিকেও ব্যথা যেতে পারে।
ওষুধের পাসাপাসি নিয়মিত ব্যয়াম ফিজিওথেরাপি নিলে ইনশাআল্লাহ ব্যথা নিরাময় হয়ে যায়।

14/08/2025

ধন্যবাদ ধলাইতুলি জেলা প্রশাসন

Address

Chandpur

Telephone

+8801735671135

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেবা ফিজিওথেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সেবা ফিজিওথেরাপি সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram