10/04/2025
আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব।এই ভুলটি সবাই করে থাকেন।
📢 সঠিক ডাক্তার বাছাই করুন: পুরুষদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য কোন বিশেষজ্ঞ প্রয়োজন?
অনেকেই পুরুষদের যৌন বা প্রজনন সংক্রান্ত সমস্যা (যেমন: ইরেক্টাইল ডিসফাংশন, প্রি-ম্যাচুর ইজাকুলেশন,যৌনরোগ, বন্ধ্যাত্ব ইত্যাদি)নিয়ে
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ (Dermatologist & Venereologist)এর শরণাপন্ন হন,যা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল।
কারণ,চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ মূলত ত্বকের যৌনরোগ (যেমন: সিফিলিস, গনোরিয়া, হার্পিস,এইচআইভি) এর চিকিৎসা করেন, কিন্তু পুরুষদের যৌন স্বাস্থ্য বা হরমোনাল ইস্যু তাদের এক্সপার্টাইজের বাইরে।
# # # 🩺 কোন সমস্যায় কোন ডাক্তার দেখাবেন?
# # # # 1. ইউরোলজিস্ট (Urologist) – পুরুষদের জন্য সঠিক বিশেষজ্ঞ।উনারা মূলত পুরুষদের প্রজননতন্ত্র এবং মূত্রতন্ত্রের বিশেষজ্ঞ।গঠনগত(structural) সমস্যার কারনে
✅ ইরেক্টাইল ডিসফাংশন (ED)
✅ স্পার্ম কাউন্ট কম, বন্ধ্যাত্ব
✅ প্রোস্টেট বা টেস্টিকুলার সমস্যা
✅ মূত্রনালির ইনফেকশন (UTI) ইত্যাদি হয়ে থাকলে উনারা এসব চিকিৎসা দেন।
# # # # 2. এন্ডোক্রিনোলজিস্ট (Endocrinologist) – হরমোনাল সমস্যা জনিত কারনে যদি কারও যৌন সমস্যা দেখা দেয় তাহলে উনারা চিকিৎসা দিবেন।যেমন
✅ টেস্টোস্টেরন লেভেল কম
✅ থাইরয়েড বা ডায়াবেটিস জনিত যৌন সমস্যা
# # # # 3. সেক্সোলজিস্ট/সাইকিয়াট্রিস্ট – মানসিক কারণে যদি কারনে যদি কারও কোন যৌন সমস্যা দেখা দেয়।
✅ অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস
✅পার্টনারের সাথে সম্পর্কজনিত সমস্যা
# # # #4. চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ (Dermatologist & Venereologist) – শুধুমাত্র যৌনবাহিত রোগের জন্য
✅ সিফিলিস, গনোরিয়া, হার্পিস, এইচআইভি**
✅ যৌনাঙ্গে ঘা, ফুসকুড়ি বা ইনফেকশন
# # # ❌কেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন না সাধারণ যৌন সমস্যায়?
- তারা ইরেক্টাইল ডিসফাংশন, প্রি-ম্যাচুর ইজাকুলেশন বা বন্ধ্যাত্বের বিশেষজ্ঞ নন।
- তারা মূলত ইনফেকশন বা STD (যৌনবাহিত রোগ) টেস্ট ও চিকিৎসা করেন।
- ভুল ডাক্তারের কাছে গেলে সঠিক চিকিৎসা পেতে বিলম্ব** হয়।
# # # 📌 করণীয়:
🔹 প্রথমে একজন ইউরোলজিস্ট এর পরামর্শ নিন।
🔹 হরমোন টেস্ট প্রয়োজন হলে এন্ডোক্রিনোলজিস্ট দেখান।
🔹 মানসিক কারণ থাকলে সাইকোলজিস্ট/সেক্স থেরাপিস্ট কনসাল্ট করুন।
🔹 যৌন বাহিত রোগ (STD) সন্দেহ থাকলে তবেই চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ দেখান।
#সঠিক_চিকিৎসা #পুরুষস্বাস্থ্য #যৌনস্বাস্থ্য #স্বাস্থ্য_সচেতনতা
(পোস্টটি শেয়ার করে অন্যকে সচেতন করুন!)