Dr.Md Saiful Islam

Dr.Md Saiful Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md Saiful Islam, Doctor, Chandpur.

এমবিবিএস বিসিএস
সিসিডি বারডেম
এমডি কোর্স বিএসএমএমইউ
এফসিপিএস নিউরোমেডিসিন (এফপি)
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।
01712922978(ব্যাক্তিগত/হোয়াটসঅ্যাপ)

আল্লাহ ওদের দ্রুত সুস্থতা দান করুক।এসব নেওয়া যাচ্ছেনা 😭
21/07/2025

আল্লাহ ওদের দ্রুত সুস্থতা দান করুক।এসব নেওয়া যাচ্ছেনা 😭

19/06/2025

Tipple Threat: COVID-19, DENGUE,CHIKUNGUNYA!!
May Allah Save Us.

এটা কোন সিনেপ্লেক্স না।রংপুর মেডিকেল কলেজের একটা অডিটোরিয়াম। আগামীকাল নতুন এমবিবিএস ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানেই...
16/06/2025

এটা কোন সিনেপ্লেক্স না।
রংপুর মেডিকেল কলেজের একটা অডিটোরিয়াম। আগামীকাল নতুন এমবিবিএস ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানেই অনুষ্ঠিত হবে।সবার জন্য শুভকামনা।
ছবিটি প্লাটফর্ম গ্রুপ থেকে নিয়েছি।

28/05/2025

আমি এক সময় ফরিদগঞ্জে চেম্বার করতাম।এখন আর করিনা।

প্রায় রুগীরা আমার ফরিদগঞ্জ চেম্বারের এড্রেস চান ফোন করে।আবার কমন নাম হওয়াতে অনেকেই বিভ্রান্ত হন।

সবার জ্ঞাতার্থে বলছি আমার একটাই চেম্বার।
আমি শুধুমাত্র ল্যাব কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মিশন রোড, চাঁদপুর চেম্বার করি।প্রতি বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা।শুক্রবার সারাদিন।

অন্য কোথাও আমার কোন চেম্বার নেই।

আমার বর্তমান সরকারি কর্মস্থল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল,ঢাকা।

আমার সাথে যোগাযোগ করতে
০১৭১২৯২২৯৭৮ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে।

আমরা প্রায়ই শুনে থাকি অমুকে "হার্ট স্ট্রোক" করে মারা গেছে।আদতে মেডিকেল সাইন্সে "হার্ট স্ট্রোক" বলতে কোন শব্দ নাই।শব্দটি ...
18/04/2025

আমরা প্রায়ই শুনে থাকি অমুকে "হার্ট স্ট্রোক" করে মারা গেছে।
আদতে মেডিকেল সাইন্সে "হার্ট স্ট্রোক" বলতে কোন শব্দ নাই।

শব্দটি "হার্ট স্ট্রোক" নয়, সঠিক শব্দ "হার্ট অ্যাটাক" (Heart Attack)

ভুল করে সবাই "হার্ট স্ট্রোক" (Heart Stroke) বলে থাকেন, কিন্তু মেডিকেল সাইন্সে এই শব্দটি ভুল। আসলে "হার্ট অ্যাটাক" (Myocardial Infarction বা MI) এবং "স্ট্রোক" (Stroke) সম্পূর্ণ আলাদা দুটি মেডিকেল ইমার্জেন্সি।

---

# # # ১. হার্ট অ্যাটাক (Heart Attack/Myocardial Infarction - MI)
- কারণ: করোনারি আর্টারি ব্লক হলে হার্টের মাসলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়।
- *সিম্পটমস (Symptoms):*
- বুকে চাপ বা ব্যথা (বাম হাত, চোয়াল বা পিঠে ছড়াতে পারে)
- শ্বাসকষ্ট (Shortness of breath), ঘাম, বমি বমি ভাব
- জরুরি চিকিৎসা: দ্রুত হাসপাতালে গিয়ে **ECG করাতে হবে।

# # #২.স্ট্রোক (Stroke/Cerebrovascular Accident - CVA)
ব্রেইনে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে ব্রেইনের কোন অংশ ড্যামেজ হয়ে যাওয়া।

- কারণ:
- ইস্কেমিক স্ট্রোক (Ischemic Stroke): ব্রেনের রক্তনালী ব্লক হলে (মেজরিটি স্ট্রোক কেস)
- হেমোরেজিক স্ট্রোক (Hemorrhagic Stroke): ব্রেনে রক্তক্ষরণ হলে
- সিম্পটমস (FAST লক্ষণ):

- Face (মুখ বেঁকে যাওয়া)
- Arm (হাত দুর্বল হয়ে যাওয়া)
- Speech (কথা জড়িয়ে যাওয়া)
- Time (অবিলম্বে হাসপাতালে যেতে হবে)

# # # কেন মানুষ "হার্ট স্ট্রোক" বলে ভুল করে?
- অনেকের ধারণা হার্ট ও ব্রেনের সমস্যা একই।
- শব্দগত বিভ্রান্তি: "স্ট্রোক" শব্দটি বেশি পরিচিত বলে হার্টের সাথে জুড়ে দেয়।

-

# # # সঠিক টার্ম ব্যবহার কেন জরুরি?
- দ্রুত চিকিৎসা:হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ট্রিটমেন্ট আলাদা।চিকিৎসকও ভিন্ন।হার্ট এটাকের চিকিৎসা দিবেন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ। আর ব্রেইন স্ট্রোক এর চিকিৎসা দিবেন একজন নিউরোলজিস্ট।তাই সঠিক রেফারেল এর জন্য সঠিক টার্ম ব্যবহার জরুরি।

In a nutshell

✅ হার্ট অ্যাটাক (Heart Attack/MI): হার্টে রক্ত কমে গেলে (বুক ব্যথা, ঘাম)
✅ স্ট্রোক (Stroke/CVA): ব্রেনে রক্ত কমে বা রক্তক্ষরণ হলে (মুখ বেঁকে যাওয়া, কথা না বলা)

ভুল শব্দ ব্যবহারে চিকিৎসায় দেরি হতে পারে! সঠিক তথ্য শেয়ার করে অন্যকে বাঁচাতে সাহায্য করুন।





---
এই পোস্ট শেয়ার করে অন্য সবাইকে জানিয়ে দিতে পারেন! 💙

১১ এপ্রিল।🌍 বিশ্ব পারকিনসন দিবস ২০২৫ 🌍এই বছরের থিম: "Together Against Parkinson's: Research, Collaboration, Hope"একসাথে ...
12/04/2025

১১ এপ্রিল।
🌍 বিশ্ব পারকিনসন দিবস ২০২৫ 🌍

এই বছরের থিম: "Together Against Parkinson's: Research, Collaboration, Hope"

একসাথে পারকিনসনের বিরুদ্ধে:গবেষণা, সহযোগিতা, আশা।

বর্তমানে বিশ্বে ১০ মিলিয়নেরও বেশি মানুষ পারকিনসন ডিজিজ (Parkinson's Disease/পারকিনসন রোগ)-এর সাথে বসবাস করছেন।

আজ আমরা সম্মান জানাই সেই সব অসাধারণ মানুষদের, যারা প্রতিদিন পারকিনসন ডিজিজ (Parkinson's Disease/পারকিনসন রোগ)-এর বিরুদ্ধে তাদের সাহসী লড়াই চালিয়ে যাচ্ছেন।এই বিশেষ দিনে আসুন আমরা সবাই মিলে এই নিউরোলজিক্যাল ডিজঅর্ডার (Neurological Disorder/স্নায়বিক ব্যাধি) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করি।

*পারকিনসন রোগ কী?

পারকিনসন একটি ক্রনিক নিউরোডিজেনারেটিভ ডিজঅর্ডার (Chronic Neurodegenerative Disorder/দীর্ঘমেয়াদী স্নায়বিক অবক্ষয়জনিত রোগ) যা প্রধানত ব্রেনের ডোপামিন-প্রডিউসিং নিউরনস (Dopamine-producing neurons/ডোপামিন উৎপাদনকারী স্নায়ুকোষ)-এর ক্ষতির কারণে হয়। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে:

- ট্রেমর (Tremor/কম্পন)
- ব্র্যাডিকাইনেসিয়া (Bradykinesia/ধীর গতিতে চলাচল)
- মাসকুলার রিজিডিটি (Muscular rigidity/পেশীর অনমনীয়তা)
- পোস্টুরাল ইনস্ট্যাবিলিটি (Postural instability/ভারসাম্যহীনতা)

*কেন এই দিবস পালন করি?*
বিশ্ব পারকিনসন দিবসের মূল উদ্দেশ্য হলো:
1. এই রোগ সম্পর্কে পাবলিক অ্যাওয়ারনেস (Public awareness/সাধারণ সচেতনতা) বৃদ্ধি করা
2. আক্রান্ত ব্যক্তিদের জন্য সাপোর্ট সিস্টেম (Support system/সহায়তা ব্যবস্থা) গড়ে তোলা
3. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (Research and development গবেষণা ও উন্নয়ন)-কে উৎসাহিত করা

*আমরা কীভাবে সাহায্য করত পারি?
পারকিনসন রুগীদের প্রতি Empathy/সহানুভূতি দেখানো।
- তাদের ডেইলি লাইভিং অ্যাক্টিভিটিজ (Daily living activities/দৈনন্দিন কাজকর্ম)-তে সাহায্য করা
- সোশ্যাল স্টিগমা (Social stigma/সামাজিক কুসংস্কার) দূর করা।

💙 একটু সহানুভূতি, একটু সহযোগিতা

যাদের হাত কাঁপে, পা টলে, কথা আটকে যায়—তাদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেশি। সামান্য ধৈর্য্য, ভালোবাসা আর উৎসাহ দিলে তাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে উঠতে পারে।

🚶♂️ *"ধীরে হাঁটলেও চলা থামে না,
মনের জোরই সবচেয়ে বড় শক্তি!"

"পারকিনসন একজন ব্যক্তির চলাফেরাকে হয়তো ধীর করে দিতে পারে, কিন্তু তার স্বপ্ন, আশা আর আত্মমর্যাদাকে কখনই দমিয়ে রাখতে পারে না।"

আজকের দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে আজকে।




আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব।এই ভুলটি সবাই করে থাকেন।📢 সঠিক ডাক্তার বাছাই করুন: পুরুষদের যৌন ও প্রজনন স্বাস্...
10/04/2025

আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব।এই ভুলটি সবাই করে থাকেন।

📢 সঠিক ডাক্তার বাছাই করুন: পুরুষদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য কোন বিশেষজ্ঞ প্রয়োজন?

অনেকেই পুরুষদের যৌন বা প্রজনন সংক্রান্ত সমস্যা (যেমন: ইরেক্টাইল ডিসফাংশন, প্রি-ম্যাচুর ইজাকুলেশন,যৌনরোগ, বন্ধ্যাত্ব ইত্যাদি)নিয়ে
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ (Dermatologist & Venereologist)এর শরণাপন্ন হন,যা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল।

কারণ,চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ মূলত ত্বকের যৌনরোগ (যেমন: সিফিলিস, গনোরিয়া, হার্পিস,এইচআইভি) এর চিকিৎসা করেন, কিন্তু পুরুষদের যৌন স্বাস্থ্য বা হরমোনাল ইস্যু তাদের এক্সপার্টাইজের বাইরে।

# # # 🩺 কোন সমস্যায় কোন ডাক্তার দেখাবেন?

# # # # 1. ইউরোলজিস্ট (Urologist) – পুরুষদের জন্য সঠিক বিশেষজ্ঞ।উনারা মূলত পুরুষদের প্রজননতন্ত্র এবং মূত্রতন্ত্রের বিশেষজ্ঞ।গঠনগত(structural) সমস্যার কারনে
✅ ইরেক্টাইল ডিসফাংশন (ED)
✅ স্পার্ম কাউন্ট কম, বন্ধ্যাত্ব
✅ প্রোস্টেট বা টেস্টিকুলার সমস্যা
✅ মূত্রনালির ইনফেকশন (UTI) ইত্যাদি হয়ে থাকলে উনারা এসব চিকিৎসা দেন।

# # # # 2. এন্ডোক্রিনোলজিস্ট (Endocrinologist) – হরমোনাল সমস্যা জনিত কারনে যদি কারও যৌন সমস্যা দেখা দেয় তাহলে উনারা চিকিৎসা দিবেন।যেমন

✅ টেস্টোস্টেরন লেভেল কম
✅ থাইরয়েড বা ডায়াবেটিস জনিত যৌন সমস্যা

# # # # 3. সেক্সোলজিস্ট/সাইকিয়াট্রিস্ট – মানসিক কারণে যদি কারনে যদি কারও কোন যৌন সমস্যা দেখা দেয়।

✅ অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস
✅পার্টনারের সাথে সম্পর্কজনিত সমস্যা

# # # #4. চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ (Dermatologist & Venereologist) – শুধুমাত্র যৌনবাহিত রোগের জন্য
✅ সিফিলিস, গনোরিয়া, হার্পিস, এইচআইভি**
✅ যৌনাঙ্গে ঘা, ফুসকুড়ি বা ইনফেকশন

# # # ❌কেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন না সাধারণ যৌন সমস্যায়?
- তারা ইরেক্টাইল ডিসফাংশন, প্রি-ম্যাচুর ইজাকুলেশন বা বন্ধ্যাত্বের বিশেষজ্ঞ নন।
- তারা মূলত ইনফেকশন বা STD (যৌনবাহিত রোগ) টেস্ট ও চিকিৎসা করেন।
- ভুল ডাক্তারের কাছে গেলে সঠিক চিকিৎসা পেতে বিলম্ব** হয়।

# # # 📌 করণীয়:
🔹 প্রথমে একজন ইউরোলজিস্ট এর পরামর্শ নিন।
🔹 হরমোন টেস্ট প্রয়োজন হলে এন্ডোক্রিনোলজিস্ট দেখান।
🔹 মানসিক কারণ থাকলে সাইকোলজিস্ট/সেক্স থেরাপিস্ট কনসাল্ট করুন।
🔹 যৌন বাহিত রোগ (STD) সন্দেহ থাকলে তবেই চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ দেখান।

#সঠিক_চিকিৎসা #পুরুষস্বাস্থ্য #যৌনস্বাস্থ্য #স্বাস্থ্য_সচেতনতা




(পোস্টটি শেয়ার করে অন্যকে সচেতন করুন!)

📢 সচেতনতা জরুরি: ছোট ছেলেরাও যৌন নির্যাতনের শিকার হয়!** আজকে একটা সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলব।গতকাল মিটফোর্ডের নিউরোলজি ব...
09/04/2025

📢 সচেতনতা জরুরি: ছোট ছেলেরাও যৌন নির্যাতনের শিকার হয়!**

আজকে একটা সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলব।গতকাল মিটফোর্ডের নিউরোলজি বহির্বিভাগে ৭ বছরের একটা ছেলেকে তার মা নিয়ে আসে আমার কাছে।
মায়ের ভাষায় ছেলেটার সমস্যা সে হঠাৎ করে একদম চুপচাপ হয়ে গেছে।কারও সাথে তেমন কথা বলেনা।সমবয়সী বাচ্চাদের সাথে আগের মত খেলেনা।অপরিচিত কাউকে দেখলেই ভয় পেয়ে যায়।আগে সুন্দরমত স্কুলে যেত এখন আর আগের মত স্কুলেও যেতে চায়না।পরে হিস্ট্রি নিয়ে যেটা জানলাম ছেলেটার সম্পর্কে আন্টি লাগে এমন একজন মহিলা তাকে সে*ক্সুয়াল এভিউজ করছে।তারপর থেকে সে এরকম আচরণ করে।

আমরা প্রায়ই শুনি মেয়েশিশুরা যৌন নির্যাতনের শিকার হয়, কিন্তু ছোট ছেলেরাও যে একইভাবে নির্যাতনের শিকার হয়, তা অনেকেই স্বীকার করতে চান না বা মাথায় আনেননা।

সমাজে এই ভুল ধারণা রয়েছে যে "ছেলেদের কিছু হয় না," কিন্তু বাস্তবতা ভিন্ন।

*ছেলেশিশুরাও* পরিবার, আত্মীয় বা পরিচিতজন দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়,যা তাদের *মেন্টাল ট্রমা*, ডিপ্রেশন, রাগ বা ভবিষ্যতে সম্পর্কে ভীতির কারণ হয়ে দাঁড়ায়।
অবস্থা যা দেখতেছি আপনার ছোট সন্তানরাই নিরাপদ না হউক সে ছেলে কিংবা মেয়ে।তাই তাকে যার তার সাথে মিশতে দেওয়া যাবেনা।

বাবা-মায়ের করণীয়:*

✅ ছেলে-মেয়ে সব শিশুকেই গুড টাচ-ব্যাড টাচ শেখান।
✅ তাদের ভালো-খারাপ স্পর্শ বোঝার শিক্ষা দিন।
✅ শিশুরা যদি কোনো অস্বস্তিকর ঘটনার কথা বলে,তাকে অবিশ্বাস করবেন না বা হালকা ভাবে নেবেন না।
✅ তাদের সঙ্গে খোলামেলা কথা বলুন ,আগে থেকেই আভাস দিয়ে রাখুন,যাতে তারা কোনো সমস্যায় আপনাকে জানাতে পারে।
✅ সচেতন থাকুন—যেকোনো অস্বাভাবিক আচরণ (হঠাৎ চুপ হয়ে যাওয়া, রাগান্বিত হওয়া, ভয় পাওয়া) লক্ষ্য করলে কারণ খুঁজে বের করুন।

শিশুর নিরাপত্তা আমাদের সবার হাতে।আসুন, এই বিষয়ে সচেতন হই, কথা বলি এবং সমাজের এই ট্যাবুকে ভাঙি। ছেলেশিশুরাও সমান গুরুত্বপূর্ণ।

#শিশুর_সুরক্ষা #যৌন_নির্যাতন_বন্ধ_করি
#স্বাস্থ্য_সচেতনতা




(স্ট্যাটাসটি শেয়ার করে সবাইকে সচেতন করতে সাহায্য করুন।)

** স্বাস্থ্য সচেতনতা: ডায়রিয়া ও বমির সময় সতর্কতা** ~আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব।সম্প্রতি আমার একজন নিকটাত্মীয়ের ...
05/04/2025

** স্বাস্থ্য সচেতনতা: ডায়রিয়া ও বমির সময় সতর্কতা**


~আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব।

সম্প্রতি আমার একজন নিকটাত্মীয়ের প্রচণ্ড পাতলা পায়খানা(ডায়রিয়া) ও বমি হচ্ছিল।অসুস্থতায় তাড়াহুড়ো করে ফার্মেসি থেকে Omidon(Domperidone) ট্যাবলেট এনে খাওয়ানো হয়,কিন্তু ফলাফল হয় বিপরীত পায়খানার পরিমাণ আরও বেড়ে যায় !!

কেন এমন হলো ??

Domperidone মূলত বমি কমাতে ব্যবহৃত হয়,কিন্তু এটি খাদ্যনালীর(অন্ত্র/ইনটেসটাইন)গতিবিধি বাড়িয়ে ডায়রিয়ার পরিমান বাড়িয়ে দিতে পারে,বিশেষ করে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে।ফলশ্রুতিতে বিপজ্জনক অবস্থার তৈরি হতে পারে।তাই এই কাজটি ভুলেও করা যাবেনা।
বমি কমাতে অবশ্য বিকল্প ঔষধ ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে।

**সঠিক করণীয়**

1. ওআরএস খান:ডায়রিয়া ও বমির প্রধান ঝুঁকি হলো পানিশূন্যতা।পানিশূন্যতা থেকে শরীরে লবন কমে যাওয়া এমনকি কিডনির বিকল পর্যন্ত হতে পারে।ঘরে তৈরি স্যালাইন বা ওআরএস বারবার খাওয়াতে হবে।

2. খাদ্যাভ্যাস: হালকা খাবার (যেমন: ভাত, মুড়ি, কলা) দিন। তেল-মসলাযুক্ত বা ভারী খাবার এড়িয়ে চলুন।

3. ওষুধ সতর্কতা: বমি কমাতে Domperidone বা অন্যান্য ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না।কিছু ক্ষেত্রে এন্টিবায়োটিক প্রয়োজন হতে পারে,যা শুধু চিকিৎসকই নির্ধারণ করবেন।

4. ঝুঁকির লক্ষণ:যদি জ্বর,রক্তযুক্ত পায়খানা,অতিরিক্ত দুর্বলতা বা ২৪ ঘণ্টার বেশি উপসর্গ থাকে,অবশ্যই হাসপাতালে যেতে হবে।

মনে রাখবেন,ডায়রিয়া-বমি সাধারণ সমস্যা মনে হলেও ভুল চিকিৎসা জীবনঝুঁকি বাড়াতে পারে।ওষুধের লেবেল বা ফার্মাসিস্টের পরামর্শের চেয়ে একজন ডাক্তারের নির্দেশনা সর্বদা প্রাধান্য পাবে।

**সুস্থ থাকুন, সচেতন থাকুন!**

সচেতনতা বাড়াতে পোস্টটি শেয়ার করুন।

#স্বাস্থ্য_সচেতনতা #ডায়রিয়া #বমি #চিকিৎসা_সতর্কতা



04/04/2025

💊 হঠাৎ প্রেসারের ওষুধ বন্ধ? হতে পারে বড় বিপদ! 💊

আজ চেম্বারে ধরাধরি করে একজন রুগীকে নিয়ে আসা হলো—হঠাৎ এক পাশ দুর্বল হয়ে গেছে, কথাও অস্পষ্ট। প্রেসার মেপে দেখি ২০০/১২০ mmHg!
হিস্ট্রি নিতে গিয়ে জানলাম, তিনি দীর্ঘদিন ধরেই হাই প্রেসারের রুগী এবং নিয়মিত ওষুধ খেতেন।
একদিন ফার্মেসিতে প্রেসার মেপে দেখেন প্রেসার নরমাল। ফার্মেসির লোক বললেন, “আপনার আর ওষুধ লাগবে না।”
তারপর থেকেই উনি ওষুধ বন্ধ করে দেন।
আর আজকের এই ভয়ানক পরিণতি—স্ট্রোকের লক্ষণ!

⚠️ অনেকেই ভুলভাবে মনে করেন, প্রেসার নরমাল থাকলে ওষুধ বন্ধ করা যায়।
কিন্তু বাস্তবতা হলো—প্রেসার নিয়ন্ত্রণে থাকাটা ওষুধেরই কৃতিত্ব।
হঠাৎ ওষুধ বন্ধ করলে প্রেসার আবার বেড়ে যেতে পারে, যার ফলে হতে পারে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এমনকি কিডনি ক্ষতিও।

✅ মনে রাখবেন:
✔ প্রেসারের ওষুধ শুধু ডাক্তারি পরামর্শে খাওয়া বন্ধ বা পরিবর্তন করতে হয়।
✔ প্রেসার নরমাল থাকলেও নিয়মিত চেকআপ ও ফলোআপ দরকার।
✔ ওষুধের পাশাপাশি লাইফস্টাইল পরিবর্তন (কম লবণ,অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার, নিয়মিত ব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট) অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🩺 স্বাস্থ্য সচেতন হোন—নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান।
ভালো লাগলে শেয়ার করে সচেতনতা ছড়ান।

#হাইপারটেনশন #স্বাস্থ্য_সচেতনতা #প্রেশার_কন্ট্রোল



Address

Chandpur

Telephone

+8801712922978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md Saiful Islam:

Share

Category