Aid Foundation

Aid Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aid Foundation, Blood bank, Chandpur Sadar, Chandpur.

AID Foundation এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির কাজ সমাজে নিঃস্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া। এটি ব্লাড ডোনেট, সামাজিক উন্নয়ন ও দরিদ্রদের জন্য কাজ করে। এটি ধর্ম, গুষ্টি, জাতি কোন কিছুতেই ভেদাভেদ রাখবে না।

🌍 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫আয়োজনে: Aid Foundation আজ ৫ ডিসেম্বর – আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।এই দিনে আমরা শ্...
04/12/2025

🌍 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫

আয়োজনে: Aid Foundation

আজ ৫ ডিসেম্বর – আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।
এই দিনে আমরা শ্রদ্ধা জানাই সেই সব স্বেচ্ছাসেবকদের, যারা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে নিজেদের সময়, শ্রম ও মনোযোগ উৎসর্গ করেন।

🌿 স্বেচ্ছাসেবীরা সমাজের নীরব নায়ক। প্রতিদান না চেয়েও যারা মানুষের পাশে দাঁড়ায়, তারাই মানবতার আসল আলো।

🤝 আপনার একটি ছোট কাজ কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এটাই স্বেচ্ছাসেবার শক্তি।

❤️ স্বেচ্ছাসেবা শুধু কাজ নয়—এটা ভালোবাসার প্রকাশ। মানবতার জন্য সময়, শ্রম ও হৃদয় উজাড় করে দেওয়া।

🌟 একজন স্বেচ্ছাসেবীর হাসি হাজার মানুষের মন বদলে দিতে পারে। কারণ দয়া সবসময় ছড়িয়ে পড়ে।

🌍 আপনার কাজ পৃথিবীকে একটু হলেও সুন্দর করে তোলে। আপনাদের কারণেই সমাজ এগিয়ে যায়, আশা টিকে থাকে।

✨AID Foundation এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা মানুষের প্রতি মানুষের এই মানবিকতা ধরে রাখার জন্য।

💟💟💟💟 ইনশাআল্লাহ 💟💟💟💟"রক্তের অভাবে ঝরবেনা আর একটিও প্রাণ   আমরা সবাই মিলে করবো রক্তদান" 🌸আলহামদুলিল্লাহ, প্রিয় জিহাদ ইসল...
28/11/2025

💟💟💟💟 ইনশাআল্লাহ 💟💟💟💟
"রক্তের অভাবে ঝরবেনা আর একটিও প্রাণ
আমরা সবাই মিলে করবো রক্তদান" 🌸

আলহামদুলিল্লাহ,
প্রিয় জিহাদ ইসলাম নীরব ভাই নিজের অমূল্য ( AB+) লাল ভালোবাসা দান করল।🩸

সবাই দোয়া করবেন।আল্লাহ যেন এই দান কবুল করেন এবং রুগীকে সুস্থতা দান করেন..❤️

#রক্তদান

অনিয়মিত রক্তদাতাদের নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। ব্লাড Request পাওয়ার পর একজন ডোনার খুজতে    আমরা আমাদের দিক থে...
20/10/2025

অনিয়মিত রক্তদাতাদের নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি।
ব্লাড Request পাওয়ার পর একজন ডোনার খুজতে আমরা আমাদের দিক থেকে সব সময় সর্বোচ্চ চেষ্টা চলমান রাখি। মাঝে মাঝে সফলতা পাই আবার মাঝে মাঝে ব্যর্থ হই। অনেক ব্যর্থতা কাটিয়ে উঠার পর আমরা সফলতা অর্জন করতে পারি।
ব্যর্থতাগুলি যদি আপনাদের বলি...!
১.রক্তদানের সময় হওয়া সত্বেও রক্তদিতে আগ্রহী প্রকাশ না করা।
২.শরীর সুস্থ থাকা সত্ত্বেও অসুস্থতার ভান করা।
৩.আমাদেরকে ভুল নাম্বার প্রোভাইড করা।
৪.রক্ত গ্রহণকারীর লোকেশনে থাকা
সত্ত্বেও আমাদেরকে ভুল লোকেশন প্রোভাইড করা।
৫.রক্তদানের জন্য কল দিলে বিরক্ত বোধ করা।
৬. আমাদের কাছে সকল ইনফরমেশন থাকা সত্ত্বেও একটি ব্লাড ম্যানেজ করতে আমাদের অনেকজনকে ফোন করতে হয়। যার ভিতরে অনেকে রক্তদানে আগ্রহী প্রকাশ করেও ভয়ে আমাদের ফোন রিসিভ না করা।
৭.আমরা যারা রেগুলার রক্তদান করি তারাও মাঝেমধ্যে রক্তদানে অনীহা প্রকাশ করি।
৮.ইমারজেন্সিতে মাঝে মাঝে এরকমও হয়, রক্তদাতার হাতে পায়ে ধরা বাকি থাকে।
৯.নিজের রক্ত দেওয়ার সময় হলে অন্যকে চাপিয়ে দেওয়া।
১০.নিজে রক্ত দিতে আগ্রহ প্রকাশ না করা বা ভয় পাওয়া এবং অন্যদেরকে রক্ত দিতে উৎসাহিত না করা,ইত্যাদি।

আমাদের ব্যর্থতা গুলো না বলার মত। কিন্তু এই সাধারণ ব্যর্থতাগুলোই আমাদের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যার কারনে রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবী ভাই বোনদের সুন্দর মনোবল নষ্ট হচ্ছে । তাদের কাজ করার আগ্রহকে বাধা গ্রস্থ করছে।তারা কিছু কিছু ক্ষেত্রে বিরক্ত হয়ে কাজ না করার প্রস্তাবও দিচ্ছে। এর থেকে কষ্টদায়ক আর কিছুই হতে পারে না।

সত্যিকার অর্থে, স্বেচ্ছাসেবী হওয়াটা খুব সাধারন একটি বিষয় কিন্তু এর দায়িত্ব পালন করাটা অনেকটাই কষ্টসাধ্য। এই সমাজে অর্থবিহীন কাজ করে একমাত্র স্বেচ্ছাসেবী ভাই বোনরাই। তাদের এই ঋণ আমরা সাধারণ মানুষ কখনোই পরিশোধ করতে পারবোনা।

সৃষ্টিকর্তা সবাইকে হেদায়েত দেওয়ার তৌফিক দান করুক (আমিন )
আমরা জানি, বাংলাদেশে মাত্র ৩০-৩২ শতাংশ রক্ত আসে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে। বাকি ৬৮-৭০ শতাংশ রক্ত আসে আত্মীয়স্বজন ও ব্লাড ব্যাংক থেকে। আমাদের দেশের সিংহ ভাগ অসাধু ব্লাড ব্যাংক গুলো ১ ব্যাগ রক্তকে ১০ ব্যাগ করে বিক্রি করার জন্য ব্যস্ত থাকে। রক্ত সংকটের কারণে সাধারণ মানুষ অসহায় হয়ে ওদের দিকেই অগ্রসর হচ্ছে এবং নানান রোগে ভুগছে। অসাধু ব্যবসায়ীরা এটিকে সুযোগ হিসাবে কাজে লাগাচ্ছে। (এটির নিন্দা ও প্রতিবাদ জানাই)

২০২৫ এর সমীকরণ অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন প্রায় ১০ হাজার ব্যাগ রক্তের প্রয়োজন। এই বিশাল চাহিদা নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে পূরণ করা একেবারেই সম্ভব নয়। কারণ নিয়মিত রক্তদাতার চেয়ে অনিয়মিত রক্তদাতা সংখ্যা অনেক বেশি। এই সমস্যা গুলি নির্মূল হবে, যদি আমরা সবাই নিয়মিত রক্তদাতাদের পাশে দাঁড়াই ,তাদের অনুসরণ করি, নিজের সব টুকু দিয়ে তাদেরকে সহযোগিতা করি। তাদের মতো আমরাও নিজেদেরকে নিয়মিত রক্তদাতা হিসেবে ঘোষিত করি।

রক্তদান কোনো ধর্মভিত্তিক নয় —এটি মানবতার ধর্ম।

সব ধর্মই শেখায় — “মানুষের উপকার করো, জীবন বাঁচাও, মানুষের জন্য দোয়া করো।”

তাই রক্তদান এক সেতুবন্ধন — মানুষের জন্য মানুষ হওয়ার সবচেয়ে সুন্দর প্রকাশ।

সবশেষ বলা যায়, দানের সর্বোচ্চ স্তরে রয়েছে রক্তদান। যার কাছে পৃথিবীর সকল দানকৃত সম্পদ অতি সাধারণ।
আমরা নিয়মিত রক্তদাতা হই এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

নিয়মিত রক্তদানে আগ্রহী হলে অবশ্যই নিচে কমেন্টে আপনার ঠিকানা ও রক্তের গ্রুপটি বলে যাবেন।

বিঃদ্রঃ এটি প্রচার করার মাধ্যমেই সংশোধনের প্রথম ধাপ শুরু করতে পারি।( ভুল ত্রুটি সংশোধন যোগ্য)

07/10/2025
আপনি কি চান ??
06/10/2025

আপনি কি চান ??

💟💟💟💟 ইনশাআল্লাহ 💟💟💟💟"রক্তের অভাবে ঝরবেনা আর একটিও প্রাণ   আমরা সবাই মিলে করবো রক্তদান" 🌸আলহামদুলিল্লাহ, প্রিয় মোঃ ফাহিম...
04/10/2025

💟💟💟💟 ইনশাআল্লাহ 💟💟💟💟
"রক্তের অভাবে ঝরবেনা আর একটিও প্রাণ
আমরা সবাই মিলে করবো রক্তদান" 🌸

আলহামদুলিল্লাহ,
প্রিয় মোঃ ফাহিম দেওয়ান ভাই নিজের অমূল্য (O+) লাল ভালোবাসা দান করল।🩸

সবাই দোয়া করবেন।আল্লাহ যেন এই দান কবুল করেন এবং রুগীকে সুস্থতা দান করেন..❤️

#রক্তদান

"আলহামদুলিল্লাহ্‌"মানবতার ডাকে সারা দিয়ে Ali Ahmed ভাই ব্লাড ডোনেট করলেন।আমরা তার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি।জীবন আমা...
31/08/2025

"আলহামদুলিল্লাহ্‌"
মানবতার ডাকে সারা দিয়ে Ali Ahmed ভাই ব্লাড ডোনেট করলেন।

আমরা তার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি।

জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।
Aid Foundation

"আলহামদুলিল্লাহ্‌"মানবতার ডাকে সারা দিয়ে Nahin Rabbani ভাই (A+) ব্লাড ডোনেট করলেন।আমরা তার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি...
27/08/2025

"আলহামদুলিল্লাহ্‌"
মানবতার ডাকে সারা দিয়ে Nahin Rabbani ভাই (A+) ব্লাড ডোনেট করলেন।

আমরা তার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি।

জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।
Aid Foundation

"আলহামদুলিল্লাহ্‌"মানবতার ডাকে সারা দিয়ে Khaled Miazi ও Habibur Rahman Pehor ভাই ব্লাড ডোনেট করলেন।আমরা তার সুস্থতা ও দী...
09/08/2025

"আলহামদুলিল্লাহ্‌"
মানবতার ডাকে সারা দিয়ে Khaled Miazi ও Habibur Rahman Pehor ভাই ব্লাড ডোনেট করলেন।

আমরা তার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করি।

জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।
Aid Foundation

Address

Chandpur Sadar
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Aid Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category