Life General Hospital Ltd.

Life General Hospital Ltd. Opened 12th August 2020

 #বহির্বিভাগ_লাইফ_জেনারেল_হাসপাতাল #মেডিসিন_হৃদরোগ_ডায়াবেটিস_থাইরয়েড_হরমোন 🔹 সাধারণত আমরা আমাদের রোগ নিয়ে উদাসীন। রোগের ...
16/09/2025

#বহির্বিভাগ_লাইফ_জেনারেল_হাসপাতাল
#মেডিসিন_হৃদরোগ_ডায়াবেটিস_থাইরয়েড_হরমোন
🔹 সাধারণত আমরা আমাদের রোগ নিয়ে উদাসীন। রোগের লক্ষণ শুরু হওয়া থেকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো পর্যন্ত আমরা অপেক্ষা করি রোগীর অবস্থা দেখার জন্য। ফলে একটি রোগ থেকে বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দেয়। তাই রোগের লক্ষণ দেখা দেওয়ার শুরুতেই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেওয়া প্রয়োজন। কিন্তু তাৎক্ষণিক একজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে।
🔹সুপ্রিয় ফরিদগঞ্জবাসী মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন সম্পর্কিত যে কোন সমস্যায় চিকিৎসা দিতে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ও বিকাল ৪টা থেকে চেম্বার করছেন ডাঃ খালেদ ইমতিয়াজ আহমেদ (দোলন)
🔹এপয়েনমেন্ট বা যে কোন ধরণের তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করুন-
📱 01 888 043 111
☎️ 09 611 677 778

 #বহির্বিভাগ_লাইফ_জেনারেল_হাসপাতাল #মেডিসিন_ও_পরিপাকতন্ত্র 🔹 জ্বর, সর্দি কিংবা হাঁচি, কাশি বা পেটের নানা রকম সমস্যা সারা...
08/09/2025

#বহির্বিভাগ_লাইফ_জেনারেল_হাসপাতাল
#মেডিসিন_ও_পরিপাকতন্ত্র

🔹 জ্বর, সর্দি কিংবা হাঁচি, কাশি বা পেটের নানা রকম সমস্যা সারাবছরই পরিবারের কারো না কারো লেগেই থাকে। এ সকল সমস্যা পুষে না রেখে, যেকোন অসুস্থতাতেই অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ, অনেক সময় অসুস্থতার কারণগুলো সাধারণ মনে হলেও তা জটিল রোগের প্রাথমিক উপসর্গ হতে পারে।

🔹 জটিল রোগ শুরুতেই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে চিকিৎসার মাধ্যমে অনেকটাই কিংবা পুরোপুরিও সারিয়ে তোলা সম্ভব।

🔹 প্রিয় ফরিদগঞ্জবাসী মেডিসিন, পরিপাকতন্ত্র, শিশুরোগ সংক্রান্ত যে কোন অসুস্থতায় চিকিৎসা দিতে প্রতি বুধবার বিকাল ৩ থেকে চেম্বার করছেন ডা. ফয়সাল রানা।

🔹 আপনাদের এ সংক্রান্ত যে কোন সমস্যায় চিকিৎসা নিতে সিরিয়ালের জন্য নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করুন-
📱 01 888 043 111
☎️ 09 611 677 778

 #প্রসূতি_ও_মাতৃস্বাস্থ্য_সেবায়_লাইফ_জেনারেল_হাসপাতাল👶👶 দ্বিগুণ হাসি, দ্বিগুণ আনন্দ!🔹 আমাদের অভিজ্ঞ গাইনী ডা. নুসরাত জা...
07/09/2025

#প্রসূতি_ও_মাতৃস্বাস্থ্য_সেবায়_লাইফ_জেনারেল_হাসপাতাল

👶👶 দ্বিগুণ হাসি, দ্বিগুণ আনন্দ!

🔹 আমাদের অভিজ্ঞ গাইনী ডা. নুসরাত জাহান বিন্তী এবং দক্ষ নার্সিং টিমের আন্তরিক প্রচেষ্টায় সিজারের মাধ্যমে পৃথিবীতে জন্ম নিলো সুস্থ টুইন বেবি।

🔹 এটি আমাদের জন্য শুধুই একটি চিকিৎসা সেবা নয়—বরং নতুন দুটি জীবনের নিরাপদ আগমনের সাক্ষী হওয়া, যা আমাদের কাছে সত্যিই গর্ব ও আনন্দের।

🔹 আল্লাহর অশেষ রহমতে মা ও নবজাতকরা সুস্থ আছেন। হাসপাতালের পক্ষ থেকে নবজাতক পরিবারের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন এবং দীর্ঘায়ু, সুস্থ-সবল জীবনের শুভকামনা। 🌸💖

📞 এপয়েন্টমেন্ট বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
📱 01888 043 111
☎️ 09611 677 778

 #লাইফ_জেনারেল_হাসপাতাল #জরুরি_বিভাগ ্টা_চিকিৎসা_সেবা🟥 জীবন কখন থেমে যেতে পারে, কেউ জানে না!দুর্ঘটনা কিংবা হঠাৎ অসুস্থতা...
07/09/2025

#লাইফ_জেনারেল_হাসপাতাল
#জরুরি_বিভাগ
্টা_চিকিৎসা_সেবা

🟥 জীবন কখন থেমে যেতে পারে, কেউ জানে না!
দুর্ঘটনা কিংবা হঠাৎ অসুস্থতা—এসে পড়ে একদম অপ্রস্তুত সময়ে।
তখনই দরকার হয় একজন প্রস্তুত ডাক্তার, এক ছুটে পৌঁছে যাওয়ার মতো হাসপাতাল।

🎯 লাইফ জেনারেল হাসপাতাল আছে সেই প্রস্তুতি নিয়েই — ২৪ ঘন্টা!

🏥 আমাদের জরুরি বিভাগে থাকছে:
🔸 দিন-রাত অভিজ্ঞ ডাক্তার ও ট্রেইনড নার্সদের নিরবিচ্ছিন্ন সেবা
🔸 অত্যাধুনিক ইকুইপমেন্টে সাজানো জরুরি বিভাগ
🔸 সাথে ২৪ ঘন্টা খোলা ডায়াগনস্টিক এবং ফার্মেসি

⏳ সময়ের আগে কেউ প্রস্তুত থাকে না, কিন্তু আমরা আছি —
আপনার জরুরি মুহূর্তের সবচেয়ে বড় ভরসা হয়ে।

📞 প্রয়োজনে যোগাযোগ করুন এখনই:
📱 01 888 043 111
☎️ 09 611 677 778

 #প্রসূতি_ও_মাতৃস্বাস্থ্য_সেবায়_লাইফ_জেনারেল_হাসপাতাল #নরমাল_ডেলিভারি 🔹 "নরমাল" ডেলিভারি হলো এমন একটি ডেলিভারি পদ্ধতি য...
06/09/2025

#প্রসূতি_ও_মাতৃস্বাস্থ্য_সেবায়_লাইফ_জেনারেল_হাসপাতাল
#নরমাল_ডেলিভারি

🔹 "নরমাল" ডেলিভারি হলো এমন একটি ডেলিভারি পদ্ধতি যেখানে কোন প্রকার অস্ত্রোপচার বা সার্জিক্যাল প্রক্রিয়া জড়িত নয়। একটি "নরমাল" ডেলিভারি মা ও শিশু উভয়ের জন্যই ভালো।

🔹 আপনি যদি মন থেকে নরমাল ভেজাইনাল ডেলিভারি করাতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনি এই টিপসগুলির ফলো করতে পারেন যার মাধ্যমে নরমাল ডেলিভারির চান্স বৃদ্ধি পেতে পারে।
১. মানুষিক চাপ কমান
২. স্বাস্থ্যকর ও সুষম খাবার খান
৩. নিয়মিত ব্যায়াম করুন
৪. পর্যাপ্ত ঘুমান
৫. পর্যাপ্ত পানি পান করুন
৬. সন্তান জন্ম সম্পর্কে জ্ঞান অর্জন করুন
৭. পরিবারের সবাইকে নিয়ে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করুন
৮. গাইনকোলজিস্ট সাথে আপনার নরমাল ডেলিভারির আগ্রহের কথা শেয়ার করুন
৯. ডেলিভারি জন্য প্রস্তুতি নিন।

🔹 লাইফ জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। এখানে অভিজ্ঞ ডাক্তার, দক্ষ মিডওয়াইফ এবং প্রশিক্ষিত নার্স টিমের সমন্বয়ে ২৪*৭ নরমাল ডেলিভারি করা হয়।

স্ত্রী রোগ ও গর্ভবতী মায়েদের যে কোন তথ্য, পরামর্শ প্রদানে আমরা প্রতিদিনই আছি আপনার পাশে।
এপয়েনমেন্ট বা যে কোন ধরণের তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করুন-
📱 01 888 043 111
☎️ 09 611 677 778

06/09/2025

#লাইফ_জেনারেল_হাসপাতাল
#মাত্র_১০০_টাকায়_চিকিৎসা_সেবা

🔹 শায়েস্তা খাঁর আমল সম্পর্কে আমরা সবাই অল্প-বিস্তর জানি, টাকায় নাকি ৮ মণ চাল পাওয়া যেত! কিন্তু সে আমলের সাথে চিকিৎসা সেবার যোগসূত্র কি!?!

🔹 সুপ্রিয় ফরিদগঞ্জবাসী, সকল স্তরের মানুষগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে শুক্র ও শনিবার বাদে সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত মাত্র ১০০ টাকায় লাইফ জেনারেল হাসপাতালের নিজস্ব ডাক্তার গণের মাধ্যমে আপনাদের চিকিৎসাসেবা প্রদান হবে।

এপয়েনমেন্ট বা যে কোন ধরণের তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করুন-
📱 01 888 043 111
☎️ 09 611 677 778

Opened 12th August 2020

 #প্রসূতি_ও_মাতৃস্বাস্থ্য_সেবায়_লাইফ_জেনারেল_হাসপাতাল #নরমাল_ডেলিভারি👶 নরমাল ডেলিভারিতে আমাদের সাফল্য🔹 আলহামদুলিল্লাহ! ...
05/09/2025

#প্রসূতি_ও_মাতৃস্বাস্থ্য_সেবায়_লাইফ_জেনারেল_হাসপাতাল
#নরমাল_ডেলিভারি

👶 নরমাল ডেলিভারিতে আমাদের সাফল্য

🔹 আলহামদুলিল্লাহ! লাইফ জেনারেল হাসপাতালে সফলভাবে আরও একটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

🔹 আমাদের অভিজ্ঞ গাইনী ডা. নুসরাত জাহান বিন্তী এবং দক্ষ নার্সিং টিমের আন্তরিক প্রচেষ্টায় এক রাজকন্যার জন্ম হয়েছে। মা ও শিশু উভয়েই আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন।

🔹 লাইফ জেনারেল হাসপাতালে রয়েছে—
✅ আধুনিক প্রসূতি বিভাগ
✅ ২৪/৭ অভিজ্ঞ ডাক্তার ও মিডওয়াইফ সার্ভিস
✅ নিরাপদ ও সাশ্রয়ী নরমাল ডেলিভারির সুব্যবস্থা

📞 এপয়েন্টমেন্ট বা তথ্যের জন্য যোগাযোগ করুন:
📱 01 888 043 111
📠 09 611 677 778

 #ডায়াগনস্টিক_এন্ড_ইমেজিং_লাইফ_জেনারেল_হাসপাতাল🔹 রোগ নির্ণয়ে সঠিক ও দ্রুত সেবা: যত দ্রুত সঠিকভাবে রোগ নির্ণয় করা যায়, তত...
05/09/2025

#ডায়াগনস্টিক_এন্ড_ইমেজিং_লাইফ_জেনারেল_হাসপাতাল

🔹 রোগ নির্ণয়ে সঠিক ও দ্রুত সেবা: যত দ্রুত সঠিকভাবে রোগ নির্ণয় করা যায়, তত দ্রুত চিকিৎসা শুরু হয়, আর ক্ষতির সম্ভাবনা নেমে আসে শূন্যের কোটায়।

🔹 ২৪/৭ সেবা: দিন-রাত, গভীর রাত বা ভোর—আমাদের দক্ষ বিএসসি এবং ডিপ্লোমা ল্যাব টেকনোলজিস্টরা ২৪ ঘণ্টা সেবায় প্রস্তুত। আপনি যে কোনো সময় আমাদের ডায়াগনস্টিক সেবা পেতে পারেন।

🔹 সর্বাধুনিক প্রযুক্তি: সর্বাধুনিক মেশিনে সঠিক তাপমাত্রায় সংরক্ষিত রি-এজেন্ট ব্যবহার করে, আমরা নিশ্চিত করি রোগ নির্ণয়ের পরীক্ষার ১০০% নির্ভুল ফলাফল।

এপয়েন্টমেন্ট অথবা আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
📱 01 888 043 111
☎️ 09 611 677 778

 #লাইফ_জেনারেল_হাসপাতাল #আমাদের_সেবা_সমূহ  #অন্তঃবিভাগ  #দন্তবিভাগ  #ফার্মেসি  #বহির্বিভাগ  #ডায়াগনস্টিক_এন্ড_ইমেজিং  #জ...
05/09/2025

#লাইফ_জেনারেল_হাসপাতাল
#আমাদের_সেবা_সমূহ
#অন্তঃবিভাগ #দন্তবিভাগ #ফার্মেসি #বহির্বিভাগ #ডায়াগনস্টিক_এন্ড_ইমেজিং #জরুরি_বিভাগ

আমাদের রয়েছে-
🔹 ২৪ ঘন্টা ফার্মেসি ও ডায়াগনস্টিক সেবা
🔹 ২৪ ঘন্টা জরুরি সেবা ও ডাক্তার
🔹 প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানে অভিজ্ঞ গাইনি সার্জন
🔹 দাঁত ও মুখের চিকিৎসায় ডেন্টাল সার্জন
🔹 প্রতি শনিবার থেকে শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক
🔹 স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পরিবর্তনে আমরা সর্বদা সচেষ্ট।

◾ এছাড়াও লাইফ_জেনারেল_হাসপাতাল গর্ভবতীদের জন্য স্বপ্ল মূল্যে উন্নতমানের সার্বিক চিকিৎসা দিচ্ছি, তাছাড়া এখানে গর্ভবতী মায়ের স্বাস্থ্য, পুষ্টি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।

এপয়েনমেন্ট বা যে কোন ধরণের তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করুন-
📱 01 888 043 111
☎️ 09 611 677 778

04/09/2025

#বহির্বিভাগ_লাইফ_জেনারেল_হাসপাতাল
#চক্ষু_বিভাগ

👁️ চোখের যত্নে আমরা আছি আপনার পাশে।

ডা. ফারহান ইবনে লতিফ
এমবিবিএস (জেআরআরএমসি)
সিনিয়র মেডিকেল অফিসার
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর

📅 প্রতি শনিবার
🕒 বিকাল ৩টা – সন্ধ্যা ৬টা

🔹 যে সকল রোগের চিকিৎসা করবেন
✅ চোখে ঝাপসা দেখা
✅ চশমা পাওয়ার মাপ
✅ চোখে চুলকানি বা লাল হওয়া
✅ চোখে পানি পড়া বা চোখের ব্যথা
✅ শিশু ও বয়স্কদের চোখের সমস্যা
➡️ সব সমস্যার সমাধানে এখন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক আছেন আপনার সেবায়।

📍 লোকেশন:
লাইফ জেনারেল হাসপাতাল
কালির বাজার, চৌরাস্তার সন্নিকটে, ফরিদগঞ্জ, চাঁদপুর

📞 এপয়েনমেন্ট ও বিস্তারিত জানতে:
📱 01 888 043 111
☎️ 09 611 677 778

Opened 12th August 2020

 #লাইফ_জেনারেল_হাসপাতাল #আমাদের_সেবা_সমূহ  #অন্তঃবিভাগ  #দন্তবিভাগ  #ফার্মেসি  #বহির্বিভাগ  #ডায়াগনস্টিক_এন্ড_ইমেজিং  #জ...
04/09/2025

#লাইফ_জেনারেল_হাসপাতাল
#আমাদের_সেবা_সমূহ
#অন্তঃবিভাগ #দন্তবিভাগ #ফার্মেসি #বহির্বিভাগ #ডায়াগনস্টিক_এন্ড_ইমেজিং #জরুরি_বিভাগ

আমাদের রয়েছে-
🔹 ২৪ ঘন্টা ফার্মেসি ও ডায়াগনস্টিক সেবা
🔹 ২৪ ঘন্টা জরুরি সেবা ও ডাক্তার
🔹 প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানে অভিজ্ঞ গাইনি সার্জন
🔹 দাঁত ও মুখের চিকিৎসায় ডেন্টাল সার্জন
🔹 প্রতি শনিবার থেকে শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক
🔹 স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পরিবর্তনে আমরা সর্বদা সচেষ্ট

◾ এছাড়াও লাইফ_জেনারেল_হাসপাতাল গর্ভবতীদের জন্য স্বপ্ল মূল্যে উন্নতমানের সার্বিক চিকিৎসা দিচ্ছি, তাছাড়া এখানে গর্ভবতী মায়ের স্বাস্থ্য, পুষ্টি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।

এপয়েনমেন্ট বা যে কোন ধরণের তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করুন-
📱 01 888 043 111
☎️ 09 611 677 778

 #কালচার_ও_সেনসিটিভিটি_লাইফ_জেনারেল_হাসপাতাল🔹 কালচার ও সেনসিটিভিটি হলো হাইলি সেনসিটিভ মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট যা রোগীর...
04/09/2025

#কালচার_ও_সেনসিটিভিটি_লাইফ_জেনারেল_হাসপাতাল

🔹 কালচার ও সেনসিটিভিটি হলো হাইলি সেনসিটিভ মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট যা রোগীর জীবন রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ।

🔹 জীবাণু (যেমন ব্যাকটেরিয়া বা ছত্রাক) যা রোগ সংক্রমণের কারণ তা খুঁজে বের করার পরীক্ষা হলো কালচার।

🔹 রোগ সংক্রমণের চিকিৎসার জন্য কোন ওষুধ (মূলত এন্টিবায়োটিক) সবচেয়ে ভাল কাজ করবে তার জন্য সেনসিটিভিটি পরীক্ষা করা হয়।

🔹 সাধারণত রোগীর শরীরের বিভিন্ন স্যাম্পলের উপর এ পরীক্ষা করা হয়ে যেমন- রক্ত, পস্রাব, কফ, পুঁজ, লালা, এবডোমিনাল ফ্লুইড ইত্যাদি।

🔹 এ পরীক্ষা করার জন্য একটি কালচার মিডিয়ায় রোগীর স্যাম্পল নিয়ে জীবাণু বৃদ্ধিকে উৎসাহিত করা হয়। যখন জীবাণু জন্মলাভ করে তখন ঐখান থেকে স্পেসিমেন নিয়ে আবার বিভিন্ন ধরণের স্টেইন করা হয় এবং নিশ্চিত করা হয় এটি কোন ধরণের জীবাণু। তারপর ঐ কালচার প্লেটে নির্দিষ্ট দূরত্বে বিভিন্ন এন্টিবায়োটিক রেখে পর্যবেক্ষণ করা হয় যে কোন ওষুধটা সেনসিটিভ অর্থ্যাৎ ঐ ওষুধে রোগীর উপর কাজ হবে।

🔹 এ পরীক্ষার ফলাফল পেতে একেক জীবাণুর একেক সময় লাগে। বেশির ভাগ ক্ষেত্রেই ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে ফলাফল পাওয়া যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে ২ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

🔹 অত্র এলাকার রোগীদের সুবিধার্থে ফরিদগঞ্জে সর্বপ্রথম আমরাই এ ল্যাব টেস্ট শুরু করেছি।

এপয়েনমেন্ট বা যে কোন ধরণের তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করুন-
📱 01 888 043 111
📠 09 611 677 778

Address

Near Kalirbazar Chowrasta Faridganj
Chandpur
3650

Alerts

Be the first to know and let us send you an email when Life General Hospital Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Life General Hospital Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category