07/10/2025
#বহির্বিভাগ_লাইফ_জেনারেল_হাসপাতাল
#বক্ষব্যাধি
◾ বক্ষব্যাধি কথার সরল অর্থ বুকের রোগ অর্থ্যাৎ মানুষের বুকে যত রকমের রোগ হতে পারে তার প্রায় সবই বক্ষব্যাধির অন্তর্ভুক্ত। অন্যতমগুলো হল-
🔹অ্যাজমা বা হাঁপানি ও সিওপিডি
🔸কফ, কাশি, ঠান্ডা ও শ্বাসকষ্ট
🔹টিবি বা টিউবারকুলোসিস
🔸বুকে পানি জমা
🔹ফুসফুসের ক্যান্সার, লিম্ফোমা ইত্যাদি
🔹 সবধরনের বক্ষব্যাধিতেই শ্বাসকষ্ট প্রধান উপসর্গ হলেও সব শ্বাসকষ্টই কিন্তু হাঁপানি নয়। অ্যাজমার কারণে শ্বাসকষ্ট এবং হার্ট ফেইলিউরের শ্বাসকষ্টের চিকিৎসা হবে সম্পূর্ণ ভিন্ন।শুধুমাত্র একজন দক্ষ চিকিৎসকই পারেন তা নির্ণয় করে পৃথক চিকিৎসা দিতে।
🔹 সুপ্রিয় ফরিদগঞ্জবাসী, এ্যাজমা, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি ও টিবি সংক্রান্ত যে কোন অসুস্থতায় চিকিৎসা দিতে প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এর ডাঃ তানভীর আহমেদ চৌধুরী।
সিরিয়াল বা যে কোন ধরণের তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করুন-
📱 01 888 043 111
☎️ 09 611 677 778