
16/09/2025
#বহির্বিভাগ_লাইফ_জেনারেল_হাসপাতাল
#মেডিসিন_হৃদরোগ_ডায়াবেটিস_থাইরয়েড_হরমোন
🔹 সাধারণত আমরা আমাদের রোগ নিয়ে উদাসীন। রোগের লক্ষণ শুরু হওয়া থেকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো পর্যন্ত আমরা অপেক্ষা করি রোগীর অবস্থা দেখার জন্য। ফলে একটি রোগ থেকে বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দেয়। তাই রোগের লক্ষণ দেখা দেওয়ার শুরুতেই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেওয়া প্রয়োজন। কিন্তু তাৎক্ষণিক একজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে।
🔹সুপ্রিয় ফরিদগঞ্জবাসী মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন সম্পর্কিত যে কোন সমস্যায় চিকিৎসা দিতে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ও বিকাল ৪টা থেকে চেম্বার করছেন ডাঃ খালেদ ইমতিয়াজ আহমেদ (দোলন)
🔹এপয়েনমেন্ট বা যে কোন ধরণের তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারসমূহে যোগাযোগ করুন-
📱 01 888 043 111
☎️ 09 611 677 778