13/08/2025
নোটিশঃ-
এত ধারা
"জীবন-তরী যুব ফাউন্ডেশন"
এর সকল সদস্য গনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,
আগামি-১৪/০৮/২৫ ইং (বৃহস্পতিবার), বিকাল- ০৫:০০ ঘটিকায় "সাধারণ সভা" আহবান করা হইছে।
স্থানঃ-"জীবন-তরী যুব ফাউন্ডেশন" প্রধান কার্যালয়,সাহেব বাজার,শাহরাস্তি, চাঁদপুর।
#সভার কার্যবিবরণীঃ-
১. চলতি কার্যনির্বাহী কমিটি (০১.০১.২২ - ৩১.১২.২৪ ইং পর্যন্ত) বিলুপ্তি করন।
২. বন্যার্তদের মাঝে সাহায্যে বিতরণ (২০২৪ সাল)
হিসাব-নিকাশ উপস্থাপন।
৩. অফিস মেরামত বিষয়ক আলোচনা।
৪. চলমান ব্লাড ডোনেশন, অক্সিজেন,নেবুলাইজার সেবা সমূহ বিষয়ক আলোচনা।
৫. আগামীর কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা।
৬. বিবিধ।
উক্ত সভায় সকল সদস্যগন কে আন্তরিকতার সহিত যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হইলো।
আহবাধান্তে
গোপাল চন্দ্র গোস্বামী
সাধারণ সম্পাদক
"জীবন-তরী যুব ফাউন্ডেশন"