জীবন-তরী যুব ফাউন্ডেশন

  • Home
  • জীবন-তরী যুব ফাউন্ডেশন

জীবন-তরী যুব ফাউন্ডেশন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়

22/08/2025

"রক্তশূন্যতা একজন বাবার জন্য O+ রক্তের প্রয়োজন"

রক্তদানের স্থানঃ-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-শাহরাস্তি-চাঁদপুর।
রক্তদানের তাং-২৩/০৮/২৫ ইং (শনিবার)

রেফারেন্সঃ-ওমর ফারুক পাটোয়ারী

যোগাযোগঃ-01716391830

18/08/2025

"প্রসূতী একজন বোনের জন্য জরুরি B+ রক্তের প্রয়োজন"

রক্তদানের স্থানঃ-কুমিল্লা টাওয়ার হাসপাতাল।
রক্তদানের সময়ঃ-এখন থেকে যত দ্রুত সম্ভব।

রেফারেন্সঃ-জাহাঙ্গীর

যোগাযোগঃ-01716391830

13/08/2025

নোটিশঃ-

এত ধারা
"জীবন-তরী যুব ফাউন্ডেশন"
এর সকল সদস্য গনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,
আগামি-১৪/০৮/২৫ ইং (বৃহস্পতিবার), বিকাল- ০৫:০০ ঘটিকায় "সাধারণ সভা" আহবান করা হইছে।

স্থানঃ-"জীবন-তরী যুব ফাউন্ডেশন" প্রধান কার্যালয়,সাহেব বাজার,শাহরাস্তি, চাঁদপুর।

#সভার কার্যবিবরণীঃ-

১. চলতি কার্যনির্বাহী কমিটি (০১.০১.২২ - ৩১.১২.২৪ ইং পর্যন্ত) বিলুপ্তি করন।
২. বন্যার্তদের মাঝে সাহায্যে বিতরণ (২০২৪ সাল)
হিসাব-নিকাশ উপস্থাপন।
৩. অফিস মেরামত বিষয়ক আলোচনা।
৪. চলমান ব্লাড ডোনেশন, অক্সিজেন,নেবুলাইজার সেবা সমূহ বিষয়ক আলোচনা।
৫. আগামীর কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা।
৬. বিবিধ।

উক্ত সভায় সকল সদস্যগন কে আন্তরিকতার সহিত যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হইলো।

আহবাধান্তে
গোপাল চন্দ্র গোস্বামী
সাধারণ সম্পাদক
"জীবন-তরী যুব ফাউন্ডেশন"

10/08/2025

"জরুরি একজন রোগীর জন্য O+ রক্তের প্রয়োজন"

রক্তদানের স্থানঃ-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-ঢাকা।
রক্তদানের সময়ঃ-এখন থেকে যত দ্রুত সম্ভব।

রেফারেন্সঃ-রবিউল-
01788969013

যোগাযোগঃ-01716391830

"অভিনন্দন ও শুভকামনা""জীবন-তরী ব্লাড গ্রুপ"এর-৭৫৭ তম নিয়মিত রক্তদাতা-মোঃ মিলন পাটোয়ারী টামটা-শাহরাস্তি-চাঁদপুর।ব্যক্তিগত...
08/08/2025

"অভিনন্দন ও শুভকামনা"
"জীবন-তরী ব্লাড গ্রুপ"
এর-৭৫৭ তম নিয়মিত রক্তদাতা-

মোঃ মিলন পাটোয়ারী
টামটা-শাহরাস্তি-চাঁদপুর।
ব্যক্তিগত রক্তদানের সংখ্যা-০৫

গত-০৭/০৮/২০২৫ ইং
"মডেল হাসপাতাল-হাজীগন্জ-চাঁদপুর" এ
রক্তশূন্যতা রোগীকে B+ লাল ভালোবাসা দান করায়।

ধন্যবাদ
গ্রুপের সকল স্বেচ্ছাসেবকদের
রক্তদানে সার্বিক সহযোগিতা করায়।

#মোঃ মিলন পাটোয়ারী

05/08/2025

"প্রসূতী একজন বোনের জন্য B+ রক্তের প্রয়োজন"

রক্তদানের স্থানঃ-"মেমোরিয়াল হাসপাতাল-শাহরাস্তি-চাঁদপুর"
রক্তদানের সময়ঃ- এখন থেকে যত দ্রুত সম্ভব।

রেফারেন্সঃ- কাউসার আলম

যোগাযোগঃ- 01716391830

হারানো বিজ্ঞপ্তি "দয়া করে বিজ্ঞপ্তিটি বেশি করে শেয়ার দিন প্লিজ"২৮ জুলাই সকালে রিয়াদের দারুল শিফা এলাকা থেকে আরমানুল ই...
29/07/2025

হারানো বিজ্ঞপ্তি

"দয়া করে বিজ্ঞপ্তিটি বেশি করে শেয়ার দিন প্লিজ"

২৮ জুলাই সকালে রিয়াদের দারুল শিফা এলাকা থেকে আরমানুল ইসলাম নামে এক প্রবাসী হারিয়ে গেছে।
মানসিকভাবে সে অসুস্থ ছিল, প্রবাসে নতুন এসেছেন। হারিয়ে যাওয়া প্রবাসীর বাড়ি চাঁদপুর জেলার, শাহরাস্তি উপজেলার পৌর-১১ নং ওয়ার্ড ভাটনিখোলা (মুন্সিবাড়ি), পিতা- হেদায়েতুল ইসলাম মুন্সী।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের মোবাইল নাম্বারে 0560299539 (ফারুখ) জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।

22/07/2025

"কিডনী ডায়ালাইসিস রোগীর জন্য B+ রক্তের প্রয়োজন"

রক্তদানের স্থানঃ-"বিসমিল্লাহ হাসপাতাল-হাজীগঞ্জ-চাঁদপুর"
রক্তদানের তাং-২৩.০৭.২৫ ইং (বুধবার)
রক্তদানের সময়ঃ-সকাল-০৮:০০

রেফারেন্সঃ-মঞ্জু

যোগাযোগঃ-
01716391830

21/07/2025

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
কুয়েত মৈত্রী হাসপাতাল
উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন।।

"অভিনন্দন ও শুভকামনা""জীবন-তরী ব্লাড গ্রুপ"এর-৭৫৬ তম নিয়মিত রক্তদাতা-মোঃ শাহজান পাটোয়ারী টামটা-শাহরাস্তি-চাঁদপুর।ব্যক্তি...
18/07/2025

"অভিনন্দন ও শুভকামনা"
"জীবন-তরী ব্লাড গ্রুপ"
এর-৭৫৬ তম নিয়মিত রক্তদাতা-

মোঃ শাহজান পাটোয়ারী
টামটা-শাহরাস্তি-চাঁদপুর।
ব্যক্তিগত রক্তদানের সংখ্যা-০২

আজ-১৮/০৭/২০২৫ ইং
"মেডিল্যাব হাসপাতাল-শাহরাস্তি-চাঁদপুর" এ
প্রসূতী বোনকে AB+ লাল ভালোবাসা দান করায়।

ধন্যবাদ
গ্রুপের সকল স্বেচ্ছাসেবকদের
রক্তদানে সার্বিক সহযোগিতা করায়।

17/07/2025

"রক্তশূন্যতা একজন বোনের জন্য O+ রক্তের প্রয়োজন"

রক্তদানের স্থানঃ-"হাজীগঞ্জ (প্রাঃ) হাসপাতাল-হাজীগন্জ-চাঁদপুর"
রক্তদানের সময়ঃ-ডোনার ম্যানেজ সাপেক্ষে।

রেফারেন্সঃ-ফাতেমা আক্তার রত্না

যোগাযোগঃ-01716391830

"অভিনন্দন ও শুভকামনা""জীবন-তরী ব্লাড গ্রুপ"এর-৭৫৫ তম নিয়মিত রক্তদাতা-মোঃ রিফাত টামটা-শাহরাস্তি-চাঁদপুর।ব্যক্তিগত রক্তদান...
13/07/2025

"অভিনন্দন ও শুভকামনা"
"জীবন-তরী ব্লাড গ্রুপ"
এর-৭৫৫ তম নিয়মিত রক্তদাতা-

মোঃ রিফাত
টামটা-শাহরাস্তি-চাঁদপুর।
ব্যক্তিগত রক্তদানের সংখ্যা-০৫

গত-১৩/০৭/২০২৫ ইং
"মা ও শিশু হাসপাতাল-শাহরাস্তি-চাঁদপুর" এ
প্রসূতী বোনকে B+ লাল ভালোবাসা দান করায়।

ধন্যবাদ
Md RaKib সহ
গ্রুপের সকল স্বেচ্ছাসেবকদের
রক্তদানে সার্বিক সহযোগিতা করায়।

Address

সাহেব বাজার, টামটা-৩৬২০, শাহরাস্তি, চাঁদপুর।

3620

Telephone

+8801841909080

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীবন-তরী যুব ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জীবন-তরী যুব ফাউন্ডেশন:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram