25/09/2025
নবজাতক রিফাত যখন জন্ম নিলো, দাদী বললেন,
“শিশুর শরীরে তেল না দিলে শরীর মজবুত হবে না!”
মা দ্বিধায় পড়ে গেলেন। ডাক্তার তো বলেছিলেন প্রথম দিকে কোনো তেল নয়। কিন্তু পরিবার-পরিজনের চাপে মা শেষমেশ রাজি হলেন।
রিফাতের ছোট্ট শরীরে সরিষার তেল মাখানো হলো। কয়েক ঘন্টার মধ্যেই দেখা দিলো লালচে দাগ, অস্বস্তি আর কান্না। মা ভেবেছিলেন সাধারণ কিছু। কিন্তু দিন না যেতেই শিশুর নাভির চারপাশে হলদে তরল বেরোতে শুরু করলো।
“এটা সংক্রমণ হয়েছে। নবজাতকের কোমল শরীরে তেল লাগানো ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে।”
মা তখন বুঝলেন, অল্পের জন্যই বড় বিপদ থেকে বেঁচেছে তার সন্তান।
চোখ ভিজে উঠলো অনুশোচনায়
“যদি ডাক্তার সাহেবের কথা আগেই মানতাম!”
নবজাতকের প্রথম ক’সপ্তাহ কোনো তেল নয়। বয়স বাড়লে ও শিশু সুস্থ থাকলে, চিকিৎসকের অনুমতিতে নিরাপদ বেবি অয়েল বা নারকেল তেল ব্যবহার করা যায়।
অন্ধ প্রথা বা অশিক্ষিত পরামর্শে নয়, শিশুর যত্ন হবে কেবল বৈজ্ঞানিক ও চিকিৎসকের নির্দেশনায়।
শেয়ার করুন, ভাঙুন কুসংস্কার,
হোন সচেতন
ছবি : ডা: মানিক মজুমদার