14/07/2025
🧠স্ট্রোক মানেই জীবনের শেষ নয়
সময়মতো সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন, আবার ফিরুন আপনার স্বাভাবিক জীবনে।
স্ট্রোকের কারণে শরীরের এক পাশ অবশ বা অচল হয়ে গেলে, অনেকেই ভাবেন জীবনে আর ফিরে আসা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো—সময়মতো ফিজিওথেরাপি চিকিৎসাই পারে আপনাকে আবার হাঁটিয়ে দিতে, কথা বলাতে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে।
🔹 ফিজিওথেরাপি কেন জরুরি?
স্ট্রোকের পরে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশ ধীরে ধীরে কাজ শিখে নেয়। এই শেখানোর কাজটাই করে ফিজিওথেরাপি।
✅ অবশ হাত-পা সচল হয়
✅ হাঁটা-চলা স্বাভাবিক হয়
✅ ভারসাম্য ও শক্তি ফিরে আসে
✅ কথা বলার দক্ষতা উন্নত হয়
🔹 ফিজিওথেরাপি শুরু করবেন কখন?
স্ট্রোকের পর প্রথম ৩ থেকে ৬ মাস হলো সোনালী সময়। এই সময়ে সঠিক থেরাপি শুরু করলে দ্রুত উন্নতি সম্ভব।
🔹 স্থায়ী সমাধান কীভাবে?
নিয়মিত ও ধারাবাহিক চিকিৎসায় বহু রোগী আজ সম্পূর্ণ সুস্থ। শুধু ওষুধ নয়, নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসাই প্যারালাইসিস থেকে স্থায়ী মুক্তির মূল চাবিকাঠি।
📣 আজই যোগাযোগ করুন:
এডভান্স ফিজিওথেরাপি সেন্টার
কচুয়া ব্রাঞ্চঃ
কচুয়া বিশ্বরোড সংলগ্ন,ফায়ার সার্ভিসের উওর পাশে সাজেদা ফাউন্ডেশন এর নিছ তলায়,কচুয়া উপজেলা, চাঁদপুর।
মোবাইল 01782445210
এডভান্স ফিজিওথেরাপি সেন্টার
রহিমানাগর ব্রাঞ্চঃ
রহিমানগর দক্ষিণ বাজার
টি এন্ড টি রোড কৃষি ব্যাংকের পশ্চিম পাশে নিচ তলা।
মোবাইল 01897-093630