Advance Physiotherapy Center

Advance Physiotherapy Center নির্ভুল রোগ নির্নয় এবং সঠিক চিকিৎসা নিশ্চয়তায় আপনার পাশে আছে এডভান্স ফিজিওথেরাপি সেন্টার।

14/07/2025

🧠স্ট্রোক মানেই জীবনের শেষ নয়
সময়মতো সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন, আবার ফিরুন আপনার স্বাভাবিক জীবনে।

স্ট্রোকের কারণে শরীরের এক পাশ অবশ বা অচল হয়ে গেলে, অনেকেই ভাবেন জীবনে আর ফিরে আসা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো—সময়মতো ফিজিওথেরাপি চিকিৎসাই পারে আপনাকে আবার হাঁটিয়ে দিতে, কথা বলাতে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে।

🔹 ফিজিওথেরাপি কেন জরুরি?
স্ট্রোকের পরে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত অংশ ধীরে ধীরে কাজ শিখে নেয়। এই শেখানোর কাজটাই করে ফিজিওথেরাপি।
✅ অবশ হাত-পা সচল হয়
✅ হাঁটা-চলা স্বাভাবিক হয়
✅ ভারসাম্য ও শক্তি ফিরে আসে
✅ কথা বলার দক্ষতা উন্নত হয়

🔹 ফিজিওথেরাপি শুরু করবেন কখন?
স্ট্রোকের পর প্রথম ৩ থেকে ৬ মাস হলো সোনালী সময়। এই সময়ে সঠিক থেরাপি শুরু করলে দ্রুত উন্নতি সম্ভব।

🔹 স্থায়ী সমাধান কীভাবে?
নিয়মিত ও ধারাবাহিক চিকিৎসায় বহু রোগী আজ সম্পূর্ণ সুস্থ। শুধু ওষুধ নয়, নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসাই প্যারালাইসিস থেকে স্থায়ী মুক্তির মূল চাবিকাঠি।

📣 আজই যোগাযোগ করুন:
এডভান্স ফিজিওথেরাপি সেন্টার
কচুয়া ব্রাঞ্চঃ
কচুয়া বিশ্বরোড সংলগ্ন,ফায়ার সার্ভিসের উওর পাশে সাজেদা ফাউন্ডেশন এর নিছ তলায়,কচুয়া উপজেলা, চাঁদপুর।
মোবাইল 01782445210
এডভান্স ফিজিওথেরাপি সেন্টার
রহিমানাগর ব্রাঞ্চঃ
রহিমানগর দক্ষিণ বাজার
টি এন্ড টি রোড কৃষি ব্যাংকের পশ্চিম পাশে নিচ তলা।
মোবাইল 01897-093630









12/07/2025

🌟 মাত্র ৭ দিনেই মুখ বাঁকার স্থায়ী সমাধান! 🌟
🎉 সফল চিকিৎসার বাস্তব প্রমাণ – মোঃ শরীফ হোসেন, কচুয়া, চাঁদপুর।
প্রয়োজনের রোগীর মুখ থেকে শুনেন সফলতার গল্প:01840-256215
---

🧑‍⚕️ চেম্বার: এডভান্স ফিজিওথেরাপি সেন্টার
💡 আধুনিক ফিজিওথেরাপি ও যত্নের ছোঁয়ায় শত শত রোগী ফিরে পেয়েছেন সুস্থ জীবন।

---

📍 কচুয়া শাখা
📌 ঠিকানা: কচুয়া বিশ্বরোড সংলগ্ন, ফায়ার সার্ভিসের উত্তর পাশে, সাজেদা ফাউন্ডেশনের নিচতলা, কচুয়া উপজেলা, চাঁদপুর।
📱 মোবাইল: 01782-445210 (ইমো / হোয়াটসঅ্যাপ)

📍 রহিমানগর শাখা
📌 ঠিকানা: রহিমানগর দক্ষিণ বাজার, টিএনটি রোড, কৃষি ব্যাংকের পশ্চিম পাশে, নিচতলা।
📱 মোবাইল: 01897-093630
🕘 রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

✅ কেন আমাদের চিকিৎসা আলাদা?
• মাত্র ৭ দিনে মুখ বাঁকার স্থায়ী সমাধান
• দক্ষ ও অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা চিকিৎসা
• ব্যথাহীন, আধুনিক ও নিরাপদ থেরাপি
• সাশ্রয়ী খরচে উন্নত সেবা
---
📞 এখনই যোগাযোগ করুন এবং প্রিয়জনকে দিন সুস্থ জীবনের উপহার।



#বেলসপালসি

08/07/2025

মাত্র ১৫ দিনে কোমর ব্যথার চিরস্থায়ী সমাধান।
রোগীর নাম: মোতালেব হোসেন।
রোগের ঠিকানা :বুড়িচং উপজেলা,কুমিল্লা জেলা।
মোবাইল নাম্বার :01301611916
চেম্বারঃএডভান্স ফিজিওথেরাপি সেন্টার।
ঠিকানা:
কচুয়া:
কচুয়া বিশ্বরোড সংলগ্ন,ফায়ার সার্ভিসের উওর পাশে সাজেদা ফাউন্ডেশন এর নিছ তালায়,কচুয়া উপজেলা, চাঁদপুর।
01782445210(ইমু/ হোয়াটসঅ্যাপ)
রহিমানাগর:
ঠিকানা:রহিমানগর দক্ষিণ বাজার টিএনটি রোড কৃষি ব্যাংকের পশ্চিম পাশে নিচ তালা।
+8801897-093630
রোগী দেখার সময়ঃপ্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

আপনাদের সকললে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা।আসুন, আমরা শুধু কোরবানির পশু নয়, আমাদের ভেতরের অহংকার, হিংসা ...
06/06/2025

আপনাদের সকললে জানাচ্ছি পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা।

আসুন, আমরা শুধু কোরবানির পশু নয়, আমাদের ভেতরের অহংকার, হিংসা ও আত্মকেন্দ্রিকতাকেও কোরবানি দিই। সেবার মাধ্যমে সমাজ গঠনে এগিয়ে আসি, একে অপরের পাশে দাঁড়াই।

ঈদ-উল-আযহা হোক স্বাস্থ্য, সহানুভূতি ও ভালোবাসার মিলনমেলা।

ঈদ মোবারক!

🧑‍⚕️গোড়ালি ব্যথা কী? চিকিৎসকদের ভাষায় এই অবস্থাটির নাম প্লান্টার ফাসাইটিস। এতে পায়ের তলায় বিশেষ করে হিল বা গোড়ালিতে...
04/04/2025

🧑‍⚕️গোড়ালি ব্যথা কী? চিকিৎসকদের ভাষায় এই অবস্থাটির নাম প্লান্টার ফাসাইটিস।
এতে পায়ের তলায় বিশেষ করে হিল বা গোড়ালিতে খোঁচা দেয়ার মতো ব্যথা অনুভূত হয়। এতে সাধারণত সকালে ঘুম থেকে উঠে পা ফেললে তীব্র ব্যথা অনুভূত হয়
কারন:
40 থেকে 70 বছর বয়সের মধ্যে সক্রিয় পুরুষ এবং মহিলারা প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে সামান্য বেশি সাধারণ। যে মহিলারা গর্ভবতী তারা প্রায়শই প্লান্টার ফ্যাসাইটিসের সম্মুখীন হন, বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে। আপনার ওজন বেশি প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার ঝুঁকি বেশি। বিশেষ করে যদি আপনার হঠাৎ ওজন বৃদ্ধি পায়। আপনি যদি দীর্ঘ দূরত্বের দৌড়বিদ হন তবে আপনার প্লান্টার ফ্যাসিয়া সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। আপনিও ঝুঁকির মধ্যে আছেন যদি আপনার যেমন একটি কারখানায় কাজ করা বা একটি রেস্তোরাঁর সার্ভার হওয়া। আপনার যদি পায়ের গঠনগত সমস্যা থাকে, যেমন খুব উঁচু খিলান বা খুব সমতল ফুট, আপনি প্লান্টার ফ্যাসাইটিস বিকাশ করতে পারেন। টাইট অ্যাকিলিস টেন্ডন, যা আপনার পায়ের পেশীগুলিকে আপনার হিলের সাথে সংযুক্ত করে।

🧑‍⚕️এই বিষয়ে এডভান্স ফিজিওথেরাপি সেন্টারে এক্সাপার্ট ফিজিওথেরাপিস্ট দেখাতে চাইলে যোগাযোগ করুন।

কচুয়া ব্রাঞ্চঃ
কচুয়া বিশ্বরোড সংলগ্ন,ফায়ার সার্ভিসের উওর পাশে সাজেদা ফাউন্ডেশন এর নিছ তলায়,কচুয়া উপজেলা, চাঁদপুর।
মোবাইল 01782445210
এডভান্স ফিজিওথেরাপি সেন্টার
রহিমানাগর ব্রাঞ্চঃ
রহিমানগর দক্ষিণ বাজার
টি এন্ড টি রোড কৃষি ব্যাংকের পশ্চিম পাশে নিচ তলা।
মোবাইল 01897-093630



#গোড়ালি ব্যথা

03/04/2025

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞরা এক বছর ধরে ঝুঁকি বেশি দেশের আট জেলায় গবেষণা চালিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক নিউরোলজি বিশেষজ্ঞরা অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম এ গবেষণা পরিচালনা করেন।

ওই গবেষণায় দেখা গেছে, নারীর চেয়ে পুরুষের স্ট্রোকের ঝুঁকি বেশি। তবে সর্বাধিক ঝুঁকিতে আছে মাদকাসক্তরা। স্ট্রোকের জন্য ৫০ ভাগ দায়ী উচ্চ রক্তচাপ। ৩৬ শতাংশের অনিয়মিত জীবনযাপন, ২৩ শতাংশের জাঙ্কফুডে আসক্তি এবং ১৭ শতাংশের মানসিক চাপের কারণে স্ট্রোক হয়। দেশের ময়মনসিংহ জেলায় স্ট্রোকের হার সবচেয়ে বেশি। আর স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে কম রাজশাহীতে। দেশে হাজারে ১১ জন স্ট্রোকে আক্রান্ত হয়। অথচ উন্নত বিশ্বে স্ট্রোকে আক্রান্ত হাজারে ২ থেকে ৩ জন।
তাই টাকার পরবর্তী প্যারালাইসিস আছে চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
এডভান্স ফিজিওথেরাপি সেন্টার। বাত, ব্যথা, স্ট্রোক,প্যারালাইসিস এর আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
ঠিকানা:
কচুয়া:
কচুয়া বিশ্বরোড সংলগ্ন,ফায়ার সার্ভিসের উওর পাশে সাজেদা ফাউন্ডেশন এর নিছ তালায়,কচুয়া উপজেলা, চাঁদপুর।
মোবাইল নাম্বার 01782445210
রহিমানাগর:
ঠিকানা:রহিমানগর দক্ষিণ বাজার টিএনটি রোড কৃষি ব্যাংকের পশ্চিম পাশে নিচ তালা।
মোবাইল নাম্বার 01897-093630
and Neurological conditions


's disease
,
palsy


's palsy
Shoulder


pain - ( PLID, Spondylosis, Sciatica, strain)
pain - ( Cervical , Stiff Neck, Strain)
Surgical Rehabilitation
pain and weakness.
and Neurological conditions
kind of Physiotherap Conditions








03/04/2025

🧑‍⚕️ব্যাথা কমাতে সাহায্য করে। সম্পূর্ণ লিখা মনোযোগ দিয়ে পড়ুন আসা করছি অনেক কিছু জানতে পারবেন💥💥
💥আদাঃ জনপ্রিয় আইবুপ্রোফেনের মতো বেদনানাশক বৈশিষ্ট্যযুক্ত আদা হল সেরা ব্যথানাশক। এতে রয়েছে কোয়ার্টেট, জিঞ্জেরোল, প্যারাডল, শোগাওল এবং জিঞ্জেরন যা ব্যথা কমাতে সক্রিয় উপাদান। বর্ষা ও শীতে আদা চা পান করুন বারবার হওয়া ব্যথা থেকে মুক্তি পেতে।
💥হলুদঃএই উপাদান আমাদের সবার কাছে খুবই পরিচিত এটির পাউডার সব সবজি এবং তরকারিতে ব্যবহার করা হয়। এতে রয়েছে কারকিউমিন যা স্তনের ব্যথায় সাহায্য করে
💥অলিভ অয়েলঃএটি অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল সমৃদ্ধ যা শরীরের সাধারণ ব্যথা-সৃষ্টিকারী প্রক্রিয়া কমাতে সাহায্য করে। অলিভ অয়েলও মাখনের একটি ভালো বিকল্প, যেটিতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা হাড়ের শক্তি কমায় এবং ব্যথা শুরু করে। তবে এটি সাবধানে ব্যবহার করুন কারণ এতে প্রতি টেবিল চামচে 120 ক্যালোরি রয়েছে।
আপনারা এই খাবার খাবান ইনশাআল্লাহ উপকার পাবেন।





👨‍💼গলফার এলবো যা মিডিয়াল এপিকন্ডাইলাইটিস নামেও পরিচিত, আমাদের কব্জি এবং আঙ্গুলগুলি নিয়ন্ত্রণ করে এমন পেশী এবং টেন্ডনের...
03/04/2025

👨‍💼গলফার এলবো যা মিডিয়াল এপিকন্ডাইলাইটিস নামেও পরিচিত, আমাদের কব্জি এবং আঙ্গুলগুলি নিয়ন্ত্রণ করে এমন পেশী এবং টেন্ডনের ক্ষতির কারণে ঘটে।
🧑‍⚕️যদি কোন রোগী এই ধরনের সমস্যা ভুগে থাকেন এবং ওষুধ খেয়ে বা অন্যান্য চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছেন না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ফিজিওথেরাপি চিকিৎসা এর ভালো ফলাফল আশে।
এডভান্স ফিজিওথেরাপি সেন্টার
কচুয়া ব্রাঞ্চঃ
কচুয়া বিশ্বরোড সংলগ্ন,ফায়ার সার্ভিসের উওর পাশে সাজেদা ফাউন্ডেশন এর নিছ তলায়,কচুয়া উপজেলা, চাঁদপুর।
মোবাইল 01782445210
এডভান্স ফিজিওথেরাপি সেন্টার
রহিমানাগর ব্রাঞ্চঃ
রহিমানগর দক্ষিণ বাজার
টি এন্ড টি রোড কৃষি ব্যাংকের পশ্চিম পাশে নিচ তলা।
মোবাইল 01897-093630







👨‍⚕️সম্মানিত রোগীদের দৃষ্টি আকর্ষণ করছি। 🧑‍⚕️যদি কোন রোগী নিম্নলিখিও সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজ...
03/04/2025

👨‍⚕️সম্মানিত রোগীদের দৃষ্টি আকর্ষণ করছি।
🧑‍⚕️যদি কোন রোগী নিম্নলিখিও সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন। আর্থিক অসুবিধা কারনে চিকিৎসা নিতে পারছেন না। চেম্বারে এসে আমাকে আলাদা ভাবে বলতে পারেন। রোগীর পরিচয় ও আর্থিক অসুবিধার কথা গোপন রাখা হবে ইনশাআল্লাহ।
💥জনস্বার্থে পোস্টটি শেয়ার করে দিন ও সাধারণ মানুষকে চিকিৎসার সুযোগ করে দিন।
💥যে সকল রোগের চিকিৎসা করা হয়।
👉স্ট্রোক জনিত প্যারালাইসিস।
👉স্ট্রোক পরবর্তী পুনর্বাসন।
👉কোমর ব্যথা।
👉ঘাড় ব্যথা।
👉হাটু ব্যথা।
👉পিঠ ব্যথা।
👉অপারেশনে পরবর্তী ব্যথা।
👉মাংস পেশীর ব্যথা, টান লাগা।
👉ফ্রোজেন সোল্ডার।
👉লিগামেন্ট ইনজুরি।
👉হাড় ভাঙ্গা পূর্নাবাসন।
👉বেলস পালসি।
👉সারভাইকাল স্পন্ডিলাইটিস।
👉 পি.এল.আই.ডি।
👉হাত-পা ঝিনঝিন, ভার ভার, অবশ অবশ লাগা।
👉সায়াটিকা (নার্ভ) পেইন।
👉পায়ের গোড়ালি ব্যাথা।
👉ফুট ড্রপ।
👉স্পাইনাল কর্ড ইনজুরি।
👉পেরিফেরাল নিউরোপ্যাথি।
👉মোটর নিউরন ডিজিজ।
👉মস্তিষ্কে অস্ত্রোপচারের পর স্নায়ু 👉আঘাত।
👉অটিজম।
👉সেরিব্রাল পালসি।

একজন ফিজিওথেরাপি চিকিৎসক নিন্ম লিখিত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকে। এটি তথাকথিত মেশিন থেরাপি ...
03/04/2025

একজন ফিজিওথেরাপি চিকিৎসক নিন্ম লিখিত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকে। এটি তথাকথিত মেশিন থেরাপি চিকিৎসা নয়, তাই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট দিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিবেন
যেমনঃ
01) Meckenzy concept
02) Cyriax concept
03) Muligan concept
04) Active Release Techniques
05) Neurodynamics
06) Bobath approach
07) Mobilization
08) Manipulation
09) Therapeutic Exercise
কোন কোন রোগীর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি কোনটি প্রয়োজন এবং কোন concept এর নির্ভর করে চিকিৎসা করতে হবে সেটা একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকই কেবলমাত্র এসেসমেণ্ট করার পর বুঝতে সক্ষম হবে।

আপনার সার্জন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সার্জন হলেও পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন অথবা অপারেশনের পরবর্তী পূর্নবাসন এর জন্য  ফিজ...
03/04/2025

আপনার সার্জন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সার্জন হলেও পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন অথবা অপারেশনের পরবর্তী পূর্নবাসন এর জন্য ফিজিওথেরাপি এর বিকল্প নেই। আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে।






Address

Kachua
Cumilla
3630

Telephone

+8801782445210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advance Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advance Physiotherapy Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram