03/04/2025
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞরা এক বছর ধরে ঝুঁকি বেশি দেশের আট জেলায় গবেষণা চালিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক নিউরোলজি বিশেষজ্ঞরা অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম এ গবেষণা পরিচালনা করেন।
ওই গবেষণায় দেখা গেছে, নারীর চেয়ে পুরুষের স্ট্রোকের ঝুঁকি বেশি। তবে সর্বাধিক ঝুঁকিতে আছে মাদকাসক্তরা। স্ট্রোকের জন্য ৫০ ভাগ দায়ী উচ্চ রক্তচাপ। ৩৬ শতাংশের অনিয়মিত জীবনযাপন, ২৩ শতাংশের জাঙ্কফুডে আসক্তি এবং ১৭ শতাংশের মানসিক চাপের কারণে স্ট্রোক হয়। দেশের ময়মনসিংহ জেলায় স্ট্রোকের হার সবচেয়ে বেশি। আর স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে কম রাজশাহীতে। দেশে হাজারে ১১ জন স্ট্রোকে আক্রান্ত হয়। অথচ উন্নত বিশ্বে স্ট্রোকে আক্রান্ত হাজারে ২ থেকে ৩ জন।
তাই টাকার পরবর্তী প্যারালাইসিস আছে চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
এডভান্স ফিজিওথেরাপি সেন্টার। বাত, ব্যথা, স্ট্রোক,প্যারালাইসিস এর আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
ঠিকানা:
কচুয়া:
কচুয়া বিশ্বরোড সংলগ্ন,ফায়ার সার্ভিসের উওর পাশে সাজেদা ফাউন্ডেশন এর নিছ তালায়,কচুয়া উপজেলা, চাঁদপুর।
মোবাইল নাম্বার 01782445210
রহিমানাগর:
ঠিকানা:রহিমানগর দক্ষিণ বাজার টিএনটি রোড কৃষি ব্যাংকের পশ্চিম পাশে নিচ তালা।
মোবাইল নাম্বার 01897-093630
and Neurological conditions
's disease
,
palsy
's palsy
Shoulder
pain - ( PLID, Spondylosis, Sciatica, strain)
pain - ( Cervical , Stiff Neck, Strain)
Surgical Rehabilitation
pain and weakness.
and Neurological conditions
kind of Physiotherap Conditions