Jin & Jadur Doctor

Jin & Jadur Doctor -জিন ও যাদুর চিকিৎসা প্রধান করা আমাদের উদ্দেশ্য।

যোগাযোগ:- 01706264695
[ Imo & WhatsApp ]

09/12/2023

অতিরিক্ত বাজে স্বপ্ন দেখা,,
অতপর ঘুম থেকে উঠার পর শরীর ব্যথা করা।

এটা জিন যাদুতে আক্রান্ত থাকার অন্যতম একটি লক্ষণ।

জিনের আছর থেকে রক্ষার আমল:-প্রতিদিন সকাল/ফজরের পর,,  এবং মাগরিবের নামাজের পর/ রাতে ঘুমানোর আগে,,,,- একবার দুরুদ শরীফ,, -...
22/10/2023

জিনের আছর থেকে রক্ষার আমল:-

প্রতিদিন সকাল/ফজরের পর,, এবং মাগরিবের নামাজের পর/ রাতে ঘুমানোর আগে,,,,

- একবার দুরুদ শরীফ,,

- ১বার সূরা ফাতিহা,,

- ৩বার সূরা ইখলাস,,

- ৩বার সূরা ফালাক,,

- ৩বার সূরা নাস,,

- ১বার আয়াতুল কুরসি পড়বে,,,

অতপর দুই হাতে পুঁ দিয়ে শরীরে মাসেহ করে নিবে।

= প্রত্যেক ফরজ নামাজের পর
~ আয়াতুল কুরসি পড়ে,,
পূর্বের নিয়মে শরীর মাসেহ করে নিবে।

= মাসনূন দোয়া গুলো পড়ার চেষ্টা করবে। যেমন:-

- ঘুমানোর পূর্বের দোয়া,, & ঘুম থেকে উঠার পরের দোয়া।

- বাথরুমে প্রবেশের দোয়া,, & বাথরুম থেকে বের হওয়ার পরের দোয়া।

- খাবার শুরুর দোয়া,, & খাবার শেষের দোয়া।

- ঘরে প্রবেশের সময়, সালাম দেওয়া এবং বিসমিল্লাহ বলা।

- ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া। ~ইত্যাদি

= এক কথায় রাসূল সা. এর সুন্নাহ মুতাবেক নিজেকে পরিচালনা করার চেষ্টা করবে ~ইনশাআল্লাহ

এইসব আমলের সময় অবশ্যই মাথায় রাখতে হবে,
একমাত্র শেফার মালিক আল্লাহ তাআলা।
আর বাকি যতো দোয়া আমল আছে সব উসিলা।

মুহা. তানজিম ইলিয়াস
Jin & Jadur Doctor

মনের উপর জিনের প্রভাবের ১০টি লক্ষণ:-১) মনে ইসলাম বিদ্বেষী চিন্তা আসা। যেমন-নামাজ, রোজা, আল্লাহ ও রাসূল সা. ইত্যাদিকে নিয়...
29/09/2023

মনের উপর জিনের প্রভাবের ১০টি লক্ষণ:-

১) মনে ইসলাম বিদ্বেষী চিন্তা আসা। যেমন-
নামাজ, রোজা, আল্লাহ ও রাসূল সা. ইত্যাদিকে নিয়ে।

২) কারণ ছাড়া কারো সাথে ঝগড়া করা, দেখলে রাগ উঠা, বিরক্ত বোদ করা।

৩) কারণ ছাড়া মেজাজ গরম হওয়া।

৪) কারণ ছাড়া হতাশায় ভোগা, জীবন অস্বস্তি কর লাগা।

৫) মানুষকে শুধু সন্দেহ করা।

৬) কারণ ছাড়া মরে যেতে মন চাওয়া।

৭) ইবাদত করতে মন না চাওয়া।

৮) দিনে বা রাতে একা থাকা অবস্থায়, কেউ ডাকছে এমন অনুভব হওয়া।

৯) রাতে একা ঘুমানোর সময় অনুভব হওয়া, কেউ পাশে শুয়ে রয়েছে।

১০) মনে সব সময় ভয় কাজ করা।

✍️ মুহা. তানজিম ইলিয়াছ
Jin & Jadur Doctor

24/09/2023

কেউ যদি অধিক পরিমাণে হাতাশায় ভুগে,
মৃত্যুর কথা বার বার মনে পরে,
আত্মা হত্যা করার চিন্তা বার বার মাথায় আসে।
তাহলে বুঝে নিতে হবে,
হয়তো সে ব্যাক্তির উপর জিনের আছর রয়েছে।

20/09/2023
20/09/2023
জীবন পরিচালনা  - সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা - অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা সহ যাই কিছু করেন সেটায় নবী ﷺ এর আ...
15/09/2023

জীবন পরিচালনা - সমাজ ব্যবস্থা,
রাজনৈতিক ব্যবস্থা - অর্থনৈতিক ব্যবস্থা,
বিচার ব্যবস্থা সহ যাই কিছু করেন সেটায় নবী ﷺ এর আর্দশকে ফলো করেবন - ইনশাআল্লাহ।
যেখানে নবী ﷺ এর আদর্শ ছাড়বেন, সে জায়গা হতে ভন্ডামি, জাহিলিয়াত, আল্লাহদ্রোহিতা পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে।

-- সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️

08/09/2023

মোবাইলে থাকা যাদু।
মে*রে ফেলার যাদু।
Jin & Jadur Doctor

বদনজর থেকে বাঁচার দোয়া, বদনজরে আক্রান্ত ব্যক্তিকে ঝাঁর-ফুক এর সময় এই দোয়া পড়া-আল্লাহর নামে ঝাঁড়-ফুক করছি। (বুখারি ও মুসল...
25/08/2023

বদনজর থেকে বাঁচার দোয়া, বদনজরে আক্রান্ত ব্যক্তিকে ঝাঁর-ফুক এর সময় এই দোয়া পড়া-
আল্লাহর নামে ঝাঁড়-ফুক করছি। (বুখারি ও মুসলিম)

أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মাহ।

Address

Chandpur

Telephone

+8801706264695

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jin & Jadur Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category