সুস্থতা আল্লাহ্ পাকের সবচেয়ে বড় নেয়ামত
🤲আলহামদুলিল্লাহ🤲
আল্লাহ তা'আলা বলেন আমি যে রোগ দিয়েছি
তার শেফা ও চিকিৎসা দিয়েছি।
জ্বীন, যাদু, বদ নজর, শারীরিক ও মানুষিক
সকল সমস্যার কোরআনী চিকিৎসা প্রদান করা হয়।
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 - ⓪①⑦⑨⑥②①②⑦③⓪ "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ" প্রিয় দ্বীনি ভাই ও বোন আশা করি সবাই ভাল আছেন।
_"কুর'আন আল্লাহর নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ মহৌষধ। এখানে আমরা শেয়ার করি কুর'আনিক চিকিৎসার আলোকে জিন, যাদু, বদ'নজর, অশান্তি ও মানসিক কষ্ট থেকে মুক্তির পথ। আল্লাহ তায়ালা বলেছেন— “আমি কুরআনে যা নাযিল করি, তা মুমিনদের জন্য শিফা ও রহমত।”
আমাদের উদ্দেশ্য—মানুষকে শিরকমুক্ত, শরীয়তসম্মত ও নিরাপদ চিকিৎসা প্রদান করা, যাতে দুনিয়া ও আখিরাত দু’জগতে শান্তি লাভ করা যায়।
👉 কুর'আনের প্রতিটি আয়াতে আছে রহমত ও শিফা। তাই আমরা বিশ্বাস করি—আল্লাহর বাণীই হলো সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসা।
✨ মানুষকে জ্ঞান ও উপদেশ দিয়ে আলোকিত করা আমাদের দায়িত্ব। কারণ জ্ঞান হচ্ছে সেই আলো, যা অজ্ঞতার অন্ধকার দূর করে।
🤲 যে ব্যক্তি কুরআনকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের বিপদ থেকে হেফাজত করেন।
আমাদের বার্তা হলো—নিজে শিখুন, অন্যকে শেখান, সত্যের পথে চলুন এবং আল্লাহর বাণীকে জীবন ঘনিষ্ঠ করে তুলুন। মনে রাখবেন, দুনিয়ার সব সম্পদ ফুরিয়ে যাবে, কিন্তু কুরআনের জ্ঞান ও সৎকাজ চিরকাল মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।"_