Qur'anic Shifa - কুর'আনিক শিফা

Qur'anic Shifa - কুর'আনিক শিফা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Qur'anic Shifa - কুর'আনিক শিফা, Medical and health, Chandpur.
(1)

সুস্থতা আল্লাহ্ পাকের সবচেয়ে বড় নেয়ামত
🤲আলহামদুলিল্লাহ🤲
আল্লাহ তা'আলা বলেন আমি যে রোগ দিয়েছি
তার শেফা ও চিকিৎসা দিয়েছি।
জ্বীন, যাদু, বদ নজর, শারীরিক ও মানুষিক
সকল সমস্যার সুন্নতি চিকিৎসা প্রদান করা হয়।
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 - ⓪①⑦⑨⑥②①②⑦③⓪ `````আশ-শিফা কুরআনী চিকিৎসালয়।`````
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
কুরআন সুন্নাহের আলোকে সু-চিকিৎসা দেওয়া হয়।
বদ জিন, যাদু-টোনা , বদনজর , ভুত , প্রেত আত্মা বন্দী করন। অবৈধ ভালবাসা বিচ্ছেদ করা, জিন, ভুত ছাড়ানো ও বন্দি করা। স্বামী স্ত্রীকে বাধ্য করন, ঘরবাড়ি বন্ধ করা, ব্যবসা-বাণিজ্যে উন্নতি, বন্ধ বিবাহকে খোলা সহ সকল কাজ করে থাকি।

✅জ্বীন ও পরির পরিচয় (নাম, গোত্র ও আকার)👉👉👉 প্রথম পর্বে ৫টি জ্বীন1. আমির বিন শিমর।   গোত্র: ইফরিতআকার: আগুনের শিখার মতো ...
30/08/2025

✅জ্বীন ও পরির পরিচয় (নাম, গোত্র ও আকার)

👉👉👉 প্রথম পর্বে ৫টি জ্বীন

1. আমির বিন শিমর। গোত্র: ইফরিত

আকার: আগুনের শিখার মতো দেহ,
উচ্চতা ১৫–২০ ফুট, জ্বলন্ত লাল চোখ।

2. মারিদ আল-সাইফ। গোত্র: মারিদ

আকার: সমুদ্রের মতো নীল চামড়া,
দেহ জলীয় কুয়াশার মতো, দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট।

3. শায়তান আল-খবিস। গোত্র: শায়তান জ্বীন

আকার: কালো ছায়ার মতো, লম্বা হাত-পা,
১২ ফুট উচ্চতা, মুখ নেই, শুধু দুটি জ্বলন্ত চোখ।

4. গুল আল-জাহিম। গোত্র: গুল (Ghoul)

আকার: হাড়সার, নখ লম্বা, দাঁত ধারালো, ৮ ফুট উচ্চতা।

5. কারীন আল-নফস। গোত্র: কারীন

আকার: মানুষের আকারে, ছায়ার মতো অস্পষ্ট,
প্রায় ৬ ফুট, মানুষের রূপ নকল করতে পারে।

•••👉👉👉দ্বিতীয় পর্বে ৫টি পরি

1. শাহপরি। গোত্র: আকাশপরি

আকার: রূপালি আলোতে ঝলমলে দেহ,
পাখার ডানার প্রস্থ ১০ ফুট, উচ্চতা ৭ ফুট।

2. নূরপরি। গোত্র: আলোকপরি

আকার: শরীর থেকে সাদা ও সোনালি আলো নির্গত হয়,
উচ্চতা ৬ ফুট, কণ্ঠ স্বচ্ছ ও সুরেলা।

3. চাঁদপরি। গোত্র: চন্দ্রপরি

আকার: ফ্যাকাশে নীলাভ দেহ, গায়ে চাঁদের আলোয় ঝিকিমিকি, উচ্চতা ৫.৫ ফুট।

4. গুলপরি। গোত্র: ফুলপরি

আকার: দেহে ফুলের সুগন্ধ, চুলে ফুলের মালা,
উচ্চতা ৫ ফুট, রঙ গোলাপি ও সবুজ।

5. সোনাপরি। গোত্র: স্বর্ণপরি

আকার: শরীর সোনালি ধাতবের মতো ঝকমক,
পাখা সূর্যের মতো উজ্জ্বল, উচ্চতা ৬.৫ ফুট।

#জ্বীনপরি #রহস্যজনকপ্রাণী #ইফরিত #মারিদ #শায়তান #ঘুল #কারীন #শাহপরি #নূরপরি #চাঁদপরি #গুলপরি #সোনাপরি #অলৌকিকজগত #রহস্যময়

লিভার, পাকস্থলী, হৃদকম্পন বৃদ্ধি, বক্ষ ও হৃদ রোগের চিকিৎসায়গোলাপজল ও জাফরানের কালি দ্বারা সাদা পাত্রে তিনবার আয়াতুল কুরস...
30/08/2025

লিভার, পাকস্থলী, হৃদকম্পন বৃদ্ধি, বক্ষ ও হৃদ রোগের চিকিৎসায়

গোলাপজল ও জাফরানের কালি দ্বারা সাদা পাত্রে তিনবার আয়াতুল কুরসী লিখবে। যমযমের পানি হলে উত্তম নতুবা যেকোনো পানি দ্বারা তা ধৌত করে খালী পেটে এক সপ্তাহ যাবৎ পান করবে।

যমযমের পানির মধ্যে সাতবার সূরা ফাতেহা পড়বে (আমীন ব্যতিত, কেননা তা কেবল নামাযে বলা হয়)। অতঃপর খালি পেটে ঐ পানি পান করবে।

হৃদ রোগে করণীয়ঃ

আবূ জাফর মোহাম্মদ বিন আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি স্বীয় অন্তরে কাঠিন্য অনুভব করে, সে যেন একটি পাত্রে জাফরানের কালি দ্বারা সূরা ইয়াসিন লিখে তা পান করে।'

হৃদয়কে শক্তিশালী করতে এবং এতে প্রফুল্লতা দান করতে পরীক্ষিত

তদবীরের অন্যতম হচ্ছেঃ

রাত্রে ঘুমানোর পূর্বে স্বীয় ডান হাত বুকের উপর রেখে সূরা গাফের পড়বে। আর সকালে সাতটি খেজুর নিয়ে (মদিনা মোনাওয়ারার খেজুর হলে বেশি উত্তম) তার উপর সাতবার সূরা ফাতিহা পড়বে, আল্লাহর নাম নিয়ে তাঁর বরকতে সেগুলো খেয়ে ফেলবে। আর তিনটি কাজ সম্পূর্ণরূপে পরিহার করবে- অপচয়, রাতজাগা ও আল্লাহর যিকর থেকে গাফেল হওয়া।

মহান আল্লাহ বলেন,

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ ﴿ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ )

"জেনে রেখ, আল্লাহর যিকরেই অন্তর প্রশান্ত হয়।”
(সূরা ১৩; রাদ ২৮) সুতরাং, হে আল্লাহর বান্দা! তোমার জিহ্বাকে সর্বদা আল্লাহর যিকর-এর দ্বারা সজিব ও তাজা রাখ।

কোরআন সুন্নাহ ভিত্তিক নির্ভরযোগ্য গাইডলাইন পেতে
আমাদের সঙ্গেই থাকুন, জাযাকাল্লাহ খায়ের

***
#লিভার_চিকিৎসা #পাকস্থলী_চিকিৎসা #হৃদকম্পন #বক্ষ_ও_হৃদরোগ #হার্ট_কেয়ার #প্রাকৃতিক_চিকিৎসা #আধ্যাত্মিক_চিকিৎসা #ইসলামিক_চিকিৎসা #রোগমুক্তি #শিফা #সুস্থ_জীবন #কুরআনিক_হিলিং #স্বাস্থ্য_সচেতনতা #দোয়া_ও_চিকিৎসা #হার্ট_ডিজিজ_সাপোর্ট Qur'anic Shifa

💧 পেটে যাদু হওয়ার কারণসমূহ ও লক্ষণসমূহ 💧👉খুবই গুরুত্বপূর্ণ পোস্ট প্লিজ সবাই শেয়ার করুন।পেটে যাদু হওয়ার লক্ষণ জানার আগে ...
27/08/2025

💧 পেটে যাদু হওয়ার কারণসমূহ ও লক্ষণসমূহ 💧
👉খুবই গুরুত্বপূর্ণ পোস্ট প্লিজ সবাই শেয়ার করুন।

পেটে যাদু হওয়ার লক্ষণ জানার আগে আমরা জানবো — পেটে যাদু হওয়ার কারণসমূহ কী কী।
কোন কোন কারণে মানুষ পেটে যাদুর দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তা হলো:

🔹 পেটে যাদু হওয়ার কারণসমূহ

1. হিংসা ও ঈর্ষা (হাসাদ):
কারও অকল্যাণ কামনা করে বা ঈর্ষার কারণে শত্রুরা জাদুর মাধ্যমে ক্ষতি করে।

2. শত্রুতা ও প্রতিশোধ:
ব্যক্তিগত শত্রুতা বা প্রতিশোধের মানসে কারও ওপর যাদু করা হয়।

3. অন্যের দাম্পত্য বা পারিবারিক সম্পর্ক নষ্ট করতে:
স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করতে বা সংসার ভাঙতে জাদুকররা পেটে যাদু করে।

4. আহারে জাদু মেশানো:
খাবার বা পানীয়তে যাদু করা হয়, যা খেলে সরাসরি পেটে প্রবেশ করে এবং নানা রোগের মতো উপসর্গ সৃষ্টি করে।

5. সাধারণ ক্ষতি করার উদ্দেশ্যে:
কেউ যেন স্বাভাবিক জীবন যাপন করতে না পারে, অসুস্থ থাকে, কাজ করতে না পারে — এজন্যও জাদু করা হয়।

6. আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার সুযোগ নেয়া:
যখন কেউ নামাজ-কালাম, দোয়া-যিকির থেকে গাফেল হয় তখন শয়তান ও জাদুর প্রভাব সহজেই আঘাত হানে।

-------------•©

🔴 এখন আমরা জানবো পেটে যাদু থাকার লক্ষণঃ কি কি?💧

১. দুধ খেলে পেটে সহ্য না হওয়া।
২. স্বপ্নে বারবার খেতে দেখা বা খাবার দেখতে পাওয়া।
৩. তৈলাক্ত খাবার খেতে না পারা।
৪. দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকা বা নরম পায়খানা হওয়া।
৫. পিঠে সবসময় ভার অনুভূত হওয়া।
৬. কোনো কারণ ছাড়াই প্রচুর ঢেকুর আসা।
৭. রোজা রাখলে অসুস্থ হয়ে পড়া।
৮. প্রায়ই বমি বমি লাগা বা পেটে গ্যাস/ব্লোটিং হওয়া।
৯. গাড়িতে উঠলে বমি হওয়া।
১০. শরীরের তুলনায় খুব কম খাবার খেতে পারা বা হঠাৎ অতিরিক্ত খাওয়া।
১১. পেটে বারবার নানান সমস্যা দেখা দেওয়া।
১২. কোনো খাবার ঠিকমতো ধরে রাখতে না পারা বা সামান্য খেলেই পেট খারাপ হয়ে যাওয়া।

25/08/2025

🎥 রুহানি তদবির শিক্ষা কোর্স – দ্বিতীয় ব্যাচ সমাপ্তি রিভিউ ভিডিও 🎓 আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের সফল সমাপ্তি ও অভিজ্ঞতার ঝলক এই ভিডিওতে।
📖 জ্ঞান অর্জনের এই যাত্রা হোক সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

---

Part 3

🌸 জীবন সুন্দর করতে চান?তাহলে আপনার জন্য কিছু উপদেশঃ✅ (১) সবকিছু আল্লাহর জন্য করুন — তবে অবশ্যই বৈধতার মধ্যে থাকতে হবে।✅ ...
25/08/2025

🌸 জীবন সুন্দর করতে চান?
তাহলে আপনার জন্য কিছু উপদেশঃ

✅ (১) সবকিছু আল্লাহর জন্য করুন — তবে অবশ্যই বৈধতার মধ্যে থাকতে হবে।
✅ (২) সকল হারাম কাজ থেকে বিরত থাকুন।
✅ (৩) নিজ লক্ষ্য বাস্তবায়নে প্রাচীরের মতো দৃঢ় থাকুন।
✅ (৪) কেউ ক্ষতি করলে ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে সাহায্য চান।
✅ (৫) অসুস্থ হলে সুন্নতি চিকিৎসার উপর অটল থাকুন।
✅ (৬) যে কোনো সমস্যায় ইসলামিক সমাধান খুঁজে নিন।

💖 ইনশাআল্লাহ আপনার জীবন সুন্দর হয়ে যাবে!




25/08/2025

🎥 রুহানি তদবির শিক্ষা কোর্স – দ্বিতীয় ব্যাচ সমাপ্তি রিভিউ ভিডিও 🎓 আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের সফল সমাপ্তি ও অভিজ্ঞতার ঝলক এই ভিডিওতে।
📖 জ্ঞান অর্জনের এই যাত্রা হোক সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

---

Part 2

প্রশ্ন ১: তুলা রাশির দুষ্টু জিন্নাত সরিয়ে কিভাবে কাজ করবেন?উত্তর:তুলা রাশি কয়েক প্রকার হয়ে থাকে। কাজ করানো যায় এমন তুলা ...
24/08/2025

প্রশ্ন ১: তুলা রাশির দুষ্টু জিন্নাত সরিয়ে কিভাবে কাজ করবেন?

উত্তর:
তুলা রাশি কয়েক প্রকার হয়ে থাকে। কাজ করানো যায় এমন তুলা রাশির ক্ষেত্রে যদি দুষ্টু জিন্নাত কাজ করানোর সময় ঝামেলা করে, তবে করণীয় হলো—
প্রথমে একটি চাকু, কিছু আগরবাতি, মোমবাতি, একটি চালভর্তি পাত্র এবং একটি চক সামনে রাখবেন। পাক-পবিত্র অবস্থায় আগে দুরুদে ইব্রাহিম ও ইস্তেগফার পড়বেন। এরপর আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে নিয়ত করবেন।
তারপর আয়াতুল কুরসি সাতবার পড়বেন এবং প্রতিবারই সমস্ত জিনিসে দম দিবেন। এরপর সূরা জিন তিনবার পড়বেন এবং প্রতিবারই সবগুলোতে দম দিবেন।
এরপর চক দিয়ে গোল করে পুরো দায়রা দিবেন। মোটা কিছু বিছাবেন, আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে দিবেন এবং বাতি বন্ধ করে দিবেন। চাকুটি চালভর্তি পাত্রে গেড়ে দিবেন। এরপর আপনার শাহাদাত আঙুল তুলা রাশির বুকে বরাবর রাখবেন এবং নিয়ত করবেন—
“হে আল্লাহ, এই তুলা রাশির উপর যত ধরনের দুষ্টু জিন্নাত রয়েছে, সবগুলোকে শরীর থেকে বের করে দিন এবং স্থায়ীভাবে হিসারের ব্যবস্থা করে দিন। যতক্ষণ পর্যন্ত কাজ করব তাদের সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দিন।”
এরপর আয়াতুল কুরসি একবার পড়ে ফুঁ দিবেন। ইনশাআল্লাহ, রাশির যতই শক্তিশালী দুষ্টু জিন্নাত থাকুক না কেন, কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, ঝামেলাও করবে না এবং রাশির উপর কোনো চাপও পড়বে না।

---

প্রশ্ন ২: তুলা রাশির হাত চলা বন্ধ হয়ে গেলে কিভাবে পুনরায় চালু করবেন?

উত্তর:
এক্ষেত্রে ৪১ বার সূরা মুজাম্মিল পড়ে একটি বোতলের পানিতে ফুঁ দিবেন। ইসমে আযম ১১ বার পড়ে ফুঁ দিবেন এবং দুরুদে ইব্রাহিম ১১ বার পড়ে ফুঁ দিবেন।
একটি কাগজে লিখবেন:

با فاح أن القوة لله جميعا

এরপর দিনে ৩ বার, প্রতিবার ১৫ মিনিট করে আমল করবেন। এভাবে— একটি নতুন কাঁসার বা স্টিলের বাটিতে লিখিত কাগজটি রাখবেন। তুলা রাশি তার ডান হাত বাটির উপর হালকা করে রাখবে। আর বোতলের পড়া পানি বাটি থেকে ৩ হাত দূরে রেখে তুলা রাশি বোতলের দিকে তাকিয়ে থাকবে।
এইভাবে ৪১ দিন আমল করলে ইনশাআল্লাহ হাত পুনরায় চালু হয়ে যাবে।

👉তদবির জগতের এ টু জেড কমপ্লিট শিখার জন্য আমাদের রুহানি তদবির শিক্ষা কোর্স এর ব্যবস্থা রয়েছে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন whatsapp 01796-212730



24/08/2025

🎥 রুহানি তদবির শিক্ষা কোর্স – দ্বিতীয় ব্যাচ সমাপ্তি রিভিউ ভিডিও 🎓 আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের সফল সমাপ্তি ও অভিজ্ঞতার ঝলক এই ভিডিওতে।
📖 জ্ঞান অর্জনের এই যাত্রা হোক সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

---

24/08/2025

🎥 রুহানি তদবির শিক্ষা কোর্স – দ্বিতীয় ব্যাচ সমাপ্তি রিভিউ ভিডিও 🎓 আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের সফল সমাপ্তি ও অভিজ্ঞতার ঝলক এই ভিডিওতে।
📖 জ্ঞান অর্জনের এই যাত্রা হোক সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

---

Part 1

রাতারাতি 2k থেকে 12k আলহামদুলিল্লাহ
22/08/2025

রাতারাতি 2k থেকে 12k আলহামদুলিল্লাহ

22/08/2025

Health is the greatest blessing of Allah.

⬇️
Alhamdulillah 🤲

নজর " আইন " হাসত " সিহর  এই চারটা-ই শ য় তা ন আপনাকে পরাস্ত করার মূল মাধ্যম...
24/03/2025

নজর " আইন " হাসত " সিহর এই চারটা-ই
শ য় তা ন আপনাকে পরাস্ত করার মূল মাধ্যম...

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qur'anic Shifa - কুর'আনিক শিফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram