
31/08/2025
মিলনের সময় সঙ্গীনিকে যে কথাগুলো বলা একেবারেই অনুচিত 😶❌
🤫 মিলন শুধু শারীরিক বিষয় নয়, এটি একে অপরকে মানসিকভাবে বোঝার সময়ও। তাই কিছু ভুল শব্দ বা মন্তব্য মুহূর্তটিকে অস্বস্তিকর করে তুলতে পারে।
🔻 যে কথাগুলো বলা উচিত নয়:
❌ "তোমার শরীরটা বদলে গেলে ভালো হতো"
🔹 এটা সঙ্গিনীর আত্মবিশ্বাস নষ্ট করতে পারে।
❌ "তোমার আগের সঙ্গীর মতো তুমি তেমন পারো না"
🔹 তুলনা কখনোই স্বাস্থ্যকর নয়, বরং সম্পর্কের মধ্যে তিক্ততা আনতে পারে।
❌ "দ্রুত করো, আমার কাজ আছে"
🔹 এতে সঙ্গীনির প্রতি অসম্মান প্রকাশ পায় এবং মিলন হয়ে পড়ে দায়সারা।
❌ "তুমি আসলে কিছুই জানো না"
🔹 এটি তাকে অপমানিত ও হীনমন্য করে তোলে।
❌ "তুমি এত মোটা/চিকন হয়ে গেছো"
🔹 শরীর নিয়ে কটাক্ষ নয়, ভালোবাসা ও গ্রহণযোগ্যতা প্রকাশ জরুরি।
❌ "তুমি কি আগেও এমন করেছিলে?"
🔹 অতীত তুলে এনে বর্তমান ক্ষতিগ্রস্ত করবেন না।
🌸 মিলনের সময় মধুর ও ইতিবাচক কথা বললে সম্পর্ক আরও গভীর হয়।
💞 সম্মান, ভালোবাসা ও অনুভূতির প্রকাশই হলো একটি সফল দাম্পত্য জীবনের চাবিকাঠি।
📢 এই পোস্টটি শেয়ার করে সম্পর্ক নিয়ে সঠিক সচেতনতা ছড়িয়ে দিন।
#দাম্পত্যসম্পর্ক #সুখীজীবন #ভালোবাসা #সম্পর্কেরশিক্ষা 💑💬