আমার স্বাস্থ্যকথা

আমার স্বাস্থ্যকথা নির্ভর বিশ্বাসযোগ্য বার্তাবাহক

দৈনন্দিন জীবনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের সাথে ই থাকুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেখা গেছে সম্পূর্ণ পৃথিবীর শতকরা ৮০ ভাগ
মানুষ জীবনের কোন নাকোন সময় প্রাথমিক চিকিৎসা হিসেবে ভেষজ উপাদান ব্যবহার করেছে।
তাছাড়া বাচ্চাদের জন্য চিকিৎসার ক্ষেত্রে মায়েদের প্রথম পছন্দ থাকে ভেষজ উপাদান দিয়ে ঘরোয়া চিকিৎসা।

পার্শ্বপ্রতিক্রিয়া থাকার সম্ভাবনা খুবই কম বলে ভেষজ চিকিৎসা খুবই জনপ্রিয়

➤নবী করিম ( সঃ) ইরশাদ করেন- হিজামাহ দ্বারা চিকিৎসা কারী কতই না উত্তম ব্যক্তি, যে খারাপ রক্ত বের করে ফেলে এবং দেহকে ঝড়ঝড়ে হালকা করে দেয় এবং দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় ( তিরমিজী শরীফ,হাদিস নং- ২১৯১)
➤ নবী করিম (সঃ) কে বলতে শুনেছি- নিশ্চয়ই হিজামাহ লাগানোর মধ্যে আরোগ্য রয়েছে ( সহীহ বুখারী, কিতাবুত-তিব্ব,হাদিস নং-৫৬৯৭)

নির্ভর বিশ্বাসযোগ্য বার্তাবাহক

দৈনন্দিন জীবনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের সাথে ই থাকুন।

07/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

নাভী.... অনেকের মনে প্রশ্ন, মানবদেহে নাভির কাজ কী?নাভি মানব দেহের বহিরাঙ্গের একটি বিশেষ স্থান। মাতৃগর্ভে থাকা কালে মানব ...
04/06/2024

নাভী....

অনেকের মনে প্রশ্ন, মানবদেহে নাভির কাজ কী?
নাভি মানব দেহের বহিরাঙ্গের একটি বিশেষ স্থান। মাতৃগর্ভে থাকা কালে মানব ভ্রূণে যে নাড়ির মাধ্যমে মায়ের শরীর থেকে খাদ্য সংবাহিত হয় শিশুর জন্মকালে তা কেটে ফেলা হয়। তারপর একটি প্যাঁচ দিয়ে কাটা মুখ বন্ধ করা হয়।

নাভি আপনার শরীরের কতটা গুরুত্বপূর্ণ অঙ্গ! নাভির যত্ন নিলে শরীরের অধিকাংশ রোগকেই দূরে রাখা যায়। নাভির যত্নই আপনি সুস্থ থাকবেন।

পেটে ব্যথার জন্যে নাভিতে তেল দেওয়া খুবই কার্যকরি একটি উপশম। বিশেষ করে হজমে সমস্যা, ডায়রিয়া, ফুড পয়জনিং এর মতো সমস্যাগুলো থেকে মুক্তি পেতে নাভির ভূমিকা অনস্বীকার্য।

নাভির আকৃতি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু ইঙ্গিত করে থাকে। আমাদের বাহ্যিক আচরণ এবং মানসিক গঠন ও ব্যক্তিত্ব ইত্যাদি।

মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নোংরা জায়গা হলো নাভি। শরীর থেকে ঘাম চুঁয়ে জড়ো হয় আপনার নাভিতে। দিনের পর দিন নাভি গর্ভেই সেই ঘাম শুকায়। ঘামের সঙ্গেই মেশে নোংরা-ধুলো। রয়েছে মরা ত্বক। গায়ে লোশন মাখলেও তা জমে এই নাভিতেই।

মেয়েদের পেটের নাভি সম্পর্কে আশ্চর্যজনকভাবে বেলি বাটন বায়োডাইভার্সিটি প্রজেক্টে কাজ করতে গিয়ে গবেষকরা এই নাভির মধ্যে ৬৭ রকমের ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন। যা এতদিন আমাদের অজানাই ছিল।

এইসব ব্যাক্টেরিয়া কোনোভাবে শরীরের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেলে কী হবে- বুঝতে পারছেন নিশ্চয়! তাই রোগের হাত থেকে বাঁচতে অবশ্যই আপনার পরিবারের সকল সদস্যের নাভির প্রতি যত্নবান হওয়ার উপদেশ দিতে পারেন।

নাভি দেখে ব্যক্তিত্ব চেনা

নাভির আকৃতি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু ইঙ্গিত করে থাকে। আমাদের বাহ্যিক আচরণ এবং মানসিক গঠন ও ব্যক্তিত্ব সম্পর্কে নাভি থেকে এমন অনেক ধারনাই পাওয়া সম্ভব।

১. বড় এবং গভীর: নাভির আকৃতি যদি হয় বেশ বড় এবং তা যদি হয় গভীর, তাহলে জেনে নিন আপনি মনের দিক থেকেও অনেকটা উদার।

২. ছোট এবং অগভীর: আপনার নাভির আকৃতি যদি হয় ছোট এবং অগভীর, তাহলে তা আপনার ব্যক্তিত্বের নেগেটিভ দিকটিকেই বেশি চিহ্নিত করে। আপনার চোখে সচরাচর একজন মানুষের মনের নেতিবাচক দিকগুলোই আগে নজরে আসে।

৩. নিম্নাভিমুখী: আপনার নাভির আকৃতি যদি হয় একটু লম্বা বা নিম্নাভিমুখী, তাহলে কিন্তু তা আপনার লো এনার্জি লেভেলকেই ইঙ্গিত করে। অর্থাৎ, আপনার পরিশ্রম করার ক্ষমতা হবে কম।

৪. ওভাল আকৃতি: যদি আপনার নাভি হয় ওভাল শেপের তাহলে আপনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। আপনি কখনোই কাজ না করে বসে থাকায় পছন্দ করে না এবং সময়ের সদব্যবহার করেন।

৫. চওড়া আকৃতি: আপনার নাভির আকৃতি যদি হয় চওড়া, তাহলে আপনি মানুষকে অত্যন্ত তাড়াতাড়ি এবং গভীরভাবে বিশ্বাস করে ফেলেন।

৬. বহির্মুখী: আপনার নাভি যদি খানিকটা বাইরে বেরিয়ে থাকে, তাহলে আপনি অত্যন্ত একরোখা প্রকৃতির। পাশাপাশি আপনি খুবই অধ্যাবসায়ের সঙ্গে যে কোনো কাজ করেন।

নাভি থেকে সাবধান!

মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নোংরা জায়গা হলো নাভি। শরীর থেকে ঘাম চুঁয়ে জড়ো হয় আপনার নাভিতে। দিনের পর দিন নাভি গর্ভেই সেই ঘাম শুকায়। ঘামের সঙ্গেই মেশে নোংরা-ধুলো। রয়েছে মরা ত্বক। গায়ে লোশন মাখলেও তা জমে এই নাভিতেই।

মেয়েদের পেটের নাভি সম্পর্কে আশ্চর্যজনক কিছু তথ্য জেনে নিন দ্য বেলি বাটন বায়োডাইভার্সিটি প্রজেক্টে কাজ করতে গিয়ে গবেষকরা এই নাভির মধ্যে ৬৭ রকমের ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন। যা এতদিন আমাদের অজানাই ছিল।

এইসব ব্যাক্টেরিয়া কোনোভাবে শরীরের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেলে কী হবে- বুঝতে পারছেন নিশ্চয়! রোগের হাত থেকে বাঁচতে চাইলে নাভি থেকে সাবধান!

আমাদের লেখা ভালো লাগলে শেয়ার করুন।
আমাদের পেজে বন্ধুদের আমন্ত্রন জানান।

14/02/2024

যাদের এলার্জির সমস্যা আছে

৭-৮ টি হরিতকী গরম পানিতে জাল দিয়ে প্রতিদিন সকালে ঐ পুটানো পানি পান করুন। এলার্জি থেকে অনেকটা প্রতিকার পাবেন

14/02/2024

রক্তের কোলেস্টেরল কমাতে লেবু চা খুবই উপকারী

14/02/2024

অতিরিক্ত চিনিযুক্ত খাবার থেকে বিরত থাকুন

সুস্থ্য থাকুন

14/02/2024

গাড়িতে চলাচল করার সময় যাদের বমি হয় বা বমি বমি ভাব থাকে।

গাড়িতে উঠার আগে লবঙ্গ মুখে রেখে চিবাতে থাকুন

সমস্যা সমাধান পেয়ে যাবে

09/02/2024
 #কোলেস্টেরল  #স্বাস্থ্যসেবা
09/02/2024

#কোলেস্টেরল
#স্বাস্থ্যসেবা

জ্বর হলে আমাদের করনীয় কি কি এবং জ্বরের সময় আমরা প্রাথমিক চিকিৎসা কিভাবে করবো সে বিষয়ে জানতে ভিডিও টি সম্পূর্ণ দেখুন
04/02/2024

জ্বর হলে আমাদের করনীয় কি কি এবং জ্বরের সময় আমরা প্রাথমিক চিকিৎসা কিভাবে করবো সে বিষয়ে জানতে ভিডিও টি সম্পূর্ণ দেখুন

#জ্বরের_প্রাথমিক_চিকিৎসা #জ্বরের_চিকিৎসা #জ্বর_হলে_কি_কি_করণীয় #আমার _স্বাস্থ্যকথা #জ্বরের_ঔষধ #জ্বরের_ঘর.....

https://youtu.be/1RlXAVqkG8E
01/02/2024

https://youtu.be/1RlXAVqkG8E

হালকা গরম কুসুম পানি পান করার উপকরিতা || আমার স্বাস্থ্যকথা || Health Tips 2024|| Medical Tips 2024 #বিশ্বব্রণের_চিকিৎসা #উচ্চ_রক্ত_চাপে_করণী...

Address

Chandpur
3600

Telephone

+8801752200022

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার স্বাস্থ্যকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আমার স্বাস্থ্যকথা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram