
27/12/2023
🩸জয় হোক মানবতার🩸
🩸জয় হোক র*ক্ত দাতার🩸
🩸র*ক্তের অভাবে আর নয় মৃ*ত্যু🩸
মানবতার মিছিলে দাড়িয়ে, মানবতার স্লোগান দেওয়ার সৌভাগ্য কজনেই বা অর্জন করতে পারে?
যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি বলবো তারাই সফল,যারা অসহায় মানুষের পাশে দাড়িয়ে নিজের শরীরের মহামুল্যবান র*ক্ত দিয়ে। মুমূর্ষু রোগীর মুখে হাসি ফুটায়, র*ক্ত দিয়ে বাঁচায় জীবন।
র*ক্তদাতাঃ শামীম
র-ক্তের গ্রুপঃ (A+) পজেটিভ
রোগীর সমস্যাঃ কিডনি সমস্যা
র*ক্তদানে তারিখঃ 27/12/2023
ডোনার নংঃ(19)