নারায়ণপুরর হিজামা পয়েন্ট

নারায়ণপুরর হিজামা পয়েন্ট digital marketing email marketing and video creator

23/07/2022
19/04/2021

পূর্বের মূল্য:2200Tk
বর্তমান মূল্য:1600Tk ফিক্সড প্রাইস { 01859451503 }
ড্রেস কোড সহ আপনার ঠিকানা ও ফোন নম্বর আমাদের ইনবক্স করুন।
অথবা অর্ডার করতে ফোন করুন- 01859451503

Same As Piceture .. খুচরা ও পাইকারী বিক্রি হয়

Fabrics Details:
Body:Very Soft Gorgette
Wark:Embroideri
Dupatta:Shiffon AND Embroidery
Selowar:Butterflay/Shatton
Style:Semi Stiched Gawon

ঢাকা সিটিতে হোম-ডেলিভারী চার্জ ১০০ টাকা ।
ঢাকার বাহিরে S.A পরিবহন,সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পন্য ডেলিভারী করা হয় চার্জ ১৫০ টাকা । অগ্রিম বিকাশ করতে হবে ।
পার্সোনাল বিকাশ নাম্বার -01827048622

03/03/2021
Sobi Ellipse tools are khela
11/02/2021

Sobi Ellipse tools are khela

29/09/2017

দাঁত থাকতে দাঁতের মর্ম অনেকেই বুঝে না। তাই দাঁতের সাথে মুখের ভেতরের অনেক অসুখই হয়ে থাকে মানুষের। মাড়ি এবং দাঁতের নানা সমস্যাই প্রায় প্রত্যেককে সহ্য করতে হয়। একটু সতর্ক হলেই দাঁতের সকল সমস্যা নিমিষেই শেষ হয়ে যায়। প্রয়োজন সচেতনতা।

>সমস্যা

মাড়ি দিয়ে রক্ত পড়া
ঠান্ডা পানি খেলে শিরশির করা
মুখে দূর্গন্ধ হওয়া
অকালে দাঁত পড়া
দাঁতের ক্ষয় হওয়া
আক্কেল দাঁত উঠা
মাড়ি ফুলে যাওয়া
দাতেঁর সামনে ও পেছনে দাগ পড়া
দাঁতে পাথর হওয়া

>করণীয়

-উপরোক্ত সমস্যা দেখা দিলে দেরী না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো।
-সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত -------ভালো করে ব্রাশ করা।
-তিন মাসের বেশী টুথ ব্রাশ ব্যবহার করা উচিত নয়।
-মাঝে মাঝে টুথপেস্ট পরিবর্তন করা ভালো।
-আলপিন, সেপটিপিন বা এ জাতীয় শক্ত কোন কিছু দিয়ে দাঁত বা মাড়ি খোঁচানো ভালো নয়।
-ধূমপান, পান এবং তামাক জাতীয় খাবার সম্পূর্ণরুপে পরিহার করা উচিত। কারণ এতে করে মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ১০০% থেকে যায়।
-যেকোন কিছু খাওয়ার পর ভালো করে কুলি করে মুখ পরিষ্কার করা উচিত। এতে দাঁতের ফাঁকে খাদ্যকণা জমার আশংকাও থাকে না এবং দূর্গন্ধ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।

>দাঁতের চিকিৎসা

দাঁতের রুট ক্যানেল, সিলভার এলয় ফিলিং আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে কম্পোটিক ফিলিং, দাঁতের রং মিলিয়ে সিরামিক ফিলিং এবং দাঁতের পাথর ও দাগ সহ মাড়ির সব ধরনের চিকিৎসা।
অকালে পড়ে যাওয়া এবং নষ্ট হয়ে যাওয়া দাঁত ক্রাউন এবং ব্রীজের মাধ্যমে স্থায়ী ভাবে লাগানো হয়। এছাড়াও পড়ে যাওয়া দাঁতের মাপে অস্থায়ী ডেনচার তৈরি করা হয়।

>দাঁত তোলার করণীয়

-দাঁত তোলার পর ঐখানে তুলা বা গজ ১ ঘন্টা চেপে ধরে রাখতে হয়।
-তুলা ফেলার পর ঠান্ডা পানি দিয়ে কুলি করা ভালো।
-দাঁত তোলার পর ২৪ ঘন্টার মধ্যে গরম দুধ, চা বা অন্য গরম কিছু না খাওয়া।
-তরল ও ঠান্ডা খাবার খাওয়া।
-২৪ ঘন্টা পর অল্প গরম পানিতে সামান্য লবন দিয়ে ১ সপ্তাহ ধরে ----দিনে ৩/৪ বার কুলি করা ভালো।
-দাঁত ফিলিং করার পর করণীয়
-অস্থায়ী ফিলিং করার পর ২ ঘন্টা শক্ত কিছু খাওয়া যাবে না।
-ফিলিং করার পর দাঁতের মধ্যে উঁচু বোধ করলে অবশ্যই আপনার ---চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।
-লাইট কিউর বা অন্যান্য ফিলিং এর স্থানে টুথপিক দিয়ে খোচান যাবে না।
-স্থায়ী ফিলিং করার পরবর্তী ১২ ঘন্টা খুব শক্ত, খুব গরম এবং খুব -----ঠান্ডা খাবার না খাওয়াই ভালো।

>দাঁত বাঁধানোর পর করণীয়

-দাঁত বাঁধানোর পর প্রথম কিছু দিন কথা বলতে বা খেতে সাময়িকভাবে অসুবিধা হয়, তাই বলে দাঁতের ব্যবহার বন্ধ না রাখাই ভালো।
-নতুন দাঁত ব্যবহারে অনেক সময় ক্ষতের সৃষ্টি হয়, এতে ডাক্তার দিয়ে দাঁত এডাজাস্ট করিয়ে নিতে হয়।
-রাতে ঘুমানোর সময় অবশ্যই দাঁত খুলে পানি ভিজিয়ে রাখতে হবে এবং দাঁত ভালো করে পরিস্কার করে ব্যবহার করতে হবে।
স্থায়ী ভাবে দাঁত লাগিয়ে নিলে এই ঝামেলা থাকে না।

প্রতি ছয় মাস অন্তর একজন অভিজ্ঞ ডেন্টাল ডাক্তার দিয়ে নিজের মুখ ও দাঁতের স্বাস্থ্য চেক-আপ করানো ভালো।

23/01/2017
before work
27/08/2016

before work

Address

Chandpur
3800-3812

Telephone

+8801818819775

Website

Alerts

Be the first to know and let us send you an email when নারায়ণপুরর হিজামা পয়েন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নারায়ণপুরর হিজামা পয়েন্ট:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram