সেবা ডিজিটাল হেলথ এন্ড নিউট্রিশন কেয়ার সেন্টার

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • সেবা ডিজিটাল হেলথ এন্ড নিউট্রিশন কেয়ার সেন্টার

সেবা ডিজিটাল হেলথ এন্ড নিউট্রিশন কেয়ার সেন্টার চিকিৎসা ও পুষ্টি পরামর্শের জন্য একটি আধুনিক ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।।। ডাঃ নয়ন চন্দ্র বসু
চিকিৎসা ও পুষ্টি পরামর্শক

হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-❤️❤️❤️❤️❤️হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম। ✅ হার্টের কাজঃপুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ...
26/05/2025

হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-❤️❤️❤️❤️❤️
হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম।

✅ হার্টের কাজঃ
পুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে প্রায় ৭২ বার পাম্প করে।
হার্ট, প্রতিদিন প্রায় ১ লক্ষ বার পাম্প করে থাকে।
হার্ট একবার পাম্প করলো মানে পুরো বডি তে ব্লাড পৌঁছে গেলো।

✅ হার্ট এর অসুখ কী :-
হার্ট এর অসুখ মানে আর্টারি তে চর্বি জমে যাওয়া, কোলেষ্টেরোল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া।
এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্ট এর ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায়।
এটাকেই বলা হয় হার্টের অসুখ।
বর্তমানে হার্টের অসুখ টি বিশ্বের সব চেয়ে বড় অসুখ।
যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেদিন হার্ট টাও বন্ধ হয়ে যাবে, মানে হার্ট এট্যাক হয়ে যাবে।
হার্ট এর আর্টারি গুলো 3-4 mm মোটা হয়।
✅ হার্ট এ ব্লকেজ হতে কত সময় লাগে?
বছরের পর বছর ধরে ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরী হয়।
মানুষ জন্মের পর পর ই ব্লকেজ তৈরী শুরু হয় না।
18-20 বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরী হতে শুরু করে।
70%, 80%, 90% ব্লকেজ তৈরী হতে কম করে 30-40 বছর সময় লাগে।
50% ব্লকেজ হয়ে গেলেও মানুষ কোনো কষ্ট অনুভব করে না।
কারণ ব্লাড সাপ্লাই এর জন্য আরও 50% বাকি থাকে।
✅ ব্লাড সাপ্লাই এর জন্য হার্ট এর প্রয়োজন 10%, 20%, 30% জায়গা।
10% প্রয়োজন যখন মানুষ বসে থাকে।
20% প্রয়োজন যখন হাঁটা চলা করে।
30% প্রয়োজন যখন মানুষ দৌড়ায়।
যেদিন মানুষের ব্লকেজ 70% এর বেশি হয়ে যায় সেদিন থেকে মানুষ হার্ট এর সমস্যা অনুভব করতে থাকে। সেদিন থেকে কষ্ট শুরু হয়ে যায়।
✅ যদি দৌড়ালে বুকে ব্যাথা অনুভব হয় তবে বুঝতে হবে ব্লকেজ 70% ক্রস করেছে।
যদি হাঁটতে গিয়ে ব্যাথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ 80%।
যদি সামান্য 10 ধাপ হাঁটলেই ব্যাথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ 90%।
✅ এখানে বোঝা গেলো হার্ট এর পেশেন্ট 70% ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণত বুঝতে পারে না।
✅ হাঁটতে গিয়ে ব্যাথা হলে এই পর্যায়কে বলা হয় "এনজাইনা।"
2%/year ব্লকেজ তৈরী হতে শুরু করে 20 বছর বয়সের পর থেকে।
*** লেখাটা পড়ে হার্ট এর অসুখ সম্পর্কে বুঝতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট, কিন্তু আপনি যদি কোন হাসপাতাল কিংবা ক্লিনিক যান তাহলে উনারা আপনাকে এতো বিস্তারিত বোঝাবে না, শুধু বলবে আপনার "করোনারী আর্টারি ডিজিজ "এ আক্রান্ত।
✅ আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা, যেটা ও সঠিক নয়ঃ
আধুনিক যুগের ক্যার্ডিওলোজিস্ট রা ব্লকেজ এর পার্সেন্টেজ বোঝার জন্য তার ঢুকিয়ে এনজিওগ্রাফি করেন, যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার যেমন 70%, 80%, 90%।
আমাদের মতে যেটা সঠিক নয়। কারণ সঠিক হলে রাউন্ড ফিগার না হয়ে হতো 70.25%, 80.03%, 90.৮১%।

✅ হার্ট এট্যাক মানে কি?
70% ব্লকেজ এর পর ধীরে ধীরে ব্লকেজ বাড়তে থাকে। এই ব্লকেজ এর উপর একটা পর্দা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পর্দাটির উপরেও চাপ তৈরী হতে থাকে।
এই চাপ বাড়তে বাড়তে একদিন হঠাৎ পর্দাটা ছিঁড়ে যায়।
পর্দা ছিঁড়ার সাথে সাথে পর্দার নিচে থাকা কেমিক্যাল রক্তে গিয়ে মিশে যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়।
রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় "ক্লট"।
এটি আর্টারির রাস্তা পুরো পুরি ব্লক করে দেয়। ব্লক 100% হয়ে যায়, হার্ট এ রক্ত পৌঁছতে পারে না তখন এটাকেই বলা হয় "হার্ট অ্যাটাক"।

✅ হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায়ঃ
ব্লকেজ 70%, 80%, 90% হয়ে গেলেও চেষ্টা করতে হবে ব্লকেজকে রুখে দেয়া।
ব্লকেজ না বাড়লে পর্দাটা ছিঁড়বে না, হার্ট অ্যাটাকও হবে না।
আরও ভালো হয় পর্দার নিচে জমে থাকা কিছু চর্বি যদি ধীরে ধীরে বের করে দেয়া যায়। সেজন্য নিয়মিত কমকরে হলেও ৪০ মিনিট হাঁটতে হবে। চর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে, ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে।
শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে।
✅ বুকে ব্যাথা অনুভব করলে ডাক্তারের পরামর্শ নিন।
সংকলিত....

সবাই এই পোস্টটি শেয়ার করবেনজাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনআগামী ১৫|০৩|২৫ শনিবার, ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নী...
14/03/2025

সবাই এই পোস্টটি শেয়ার করবেন

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

আগামী ১৫|০৩|২৫ শনিবার,
০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল ক্যাপসুল এবং
১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

💚ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা:

১. শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক এবং রাতকানা রোগ প্রতিরোধ করে।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে।
৩. শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে।
৪. ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায়।
৫. ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির সুরক্ষা নিশ্চিত করে।

💚যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো

✅শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে।

✅কাঁচি দিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মুখ কেটে এর ভেতরে থাকা সবটুকু তরল ওষুধ চিপে খাওয়ানো হবে।

❌জোর করে বা কান্নারত অবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

❌৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

আজকের বাবুটার বয়স মাএ ৫ মাস।  খুব সুন্দর ভাবে কসমেটিক খৎনা সম্পন্ন হলো।।। সর্বাধুনিক এই পদ্ধতিতে আপনার সন্তানকে খৎনা করা...
19/02/2025

আজকের বাবুটার বয়স মাএ ৫ মাস। খুব সুন্দর ভাবে কসমেটিক খৎনা সম্পন্ন হলো।।।

সর্বাধুনিক এই পদ্ধতিতে আপনার সন্তানকে খৎনা করাতে আজই যোগাযোগ করুন।

🌹🌹 ডিভাইস কসমেটিক খৎ্নার সুবিধা হলো-
👉যে কোন বয়সের বাচ্চাকে খৎনা করা যায়।
👉সেলাই লাগেনা।
👉বেন্ডেজ লাগেনা।
👉রক্তপাত হবেনা।
👉বিশ্রামর প্রয়োজন নাই।
👉প্রথম দিন থেকে পেন্ট পড়তে পারবে।
👉প্রতিদিন গোছল করতে পারবে।
👉গ্লেন্ড পেনিশ, ফ্লানেল আর্টারী সহ পুরো পেনিশকে শতভাগ নিরাপদ রাখতে বিশেষ টেকনিক প্রয়োগ করা হয়।
👉প্রাপ্ত বয়স্করা স্বাভাবিক সকল কাজ কর্ম করতে পারবেন।
👉এই খৎ্না পদ্ধতি শতভাগ নিরাপদ যা Alisklamp Device দ্বারা পরিচালিত হচ্ছে।
যোগাযোগঃ
সেবা ডিজিটাল হেলথ এন্ড নিউট্রিশন সেন্টার
খোকন প্লাজা( নিচতলা), চান্দ্রা বাজার,ফরিদগঞ্জ
মোবাইলঃ01676214150; 01874622538(What's app)

স্ট্রোক কি, স্ট্রোকের ঝুঁকিতে কারা, ও স্ট্রোক প্রতিরোধের উপায়স্ট্রোক কি?• মস্তিষ্কের অংশ বিশেষে স্বাভাবিক রক্ত প্রবাহ বা...
14/12/2024

স্ট্রোক কি, স্ট্রোকের ঝুঁকিতে কারা, ও স্ট্রোক প্রতিরোধের উপায়

স্ট্রোক কি?
• মস্তিষ্কের অংশ বিশেষে স্বাভাবিক রক্ত প্রবাহ বাঁধাগ্রস্ত হয়ে অক্সিজেন ঘাটতির কারনে স্ট্রোক সংঘটিত হয়।
• বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, স্ট্রোক বর্তমান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) বয়স বৃদ্ধির সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ৫৫ বছর বয়সের পর প্রতি ১০ বছরে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়।

স্ট্রোকের ঝুঁকিতে কারা?
● উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চর্বি, অনিয়ন্ত্রিত জীবন যেমন স্থুলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ধূমপান ও মদ্যপান ইত্যাদি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
● বয়স বৃদ্ধির সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ৫৫ বছর বয়সের পর প্রতি ১০ বছরে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়।
● একতৃতীয়াংশ স্ট্রোক ৫৫ বছরের নিচে এমনকি জীবনের যেকোনো পর্যায়ে সংঘটিত হতে পারে। নারী-পুরুষ উভয়েরই সমান ঝুঁকিঃ যদিও নারীদের ক্ষেত্রে স্ট্রোক সংঘটনের বয়স পুরুষের তুলনায় প্রায় ১০ বছর বেশি।
● বার্ধক্য ও সামাজিক অনগ্রসরতার কারনে স্ট্রোকজনিত মৃত্যুঝুঁকি পুরুষের তুলনায় নারীদের অধিক ।

স্ট্রোকের বিপদ চিহ্ন গুলো কি?
● মুখ বা চোয়ালের একপাশ ঝুলে যাওয়া
● মুখ, হাত বা পায়ের একাংশে( অধিকাংশ ক্ষেত্রে শরীরের যেকোনো একপাশে) আকস্মিক দুর্বলতা, অবশভাব বা ঝিমঝিম অনুভূতি
● তীব্র মাথাব্যথা
● কথা বলতে আড়ষ্টতা বা অস্পষ্টতা
● হাঁটতে অসুবিধা, ভারসাম্যহীনতা
● এক বা উভয় চোখে ঝাপসা দেখা

স্ট্রোক প্রতিরোধে করণীয়ঃ
● নিয়মিত ব্যায়াম বা দৈনিক ১ ঘণ্টা দ্রুতগতিতে হাঁটা
● স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
● ওজন নিয়ন্ত্রণ
● রক্তচাপ নিয়ন্ত্রণ
● ডায়াবেটিস নিয়ন্ত্রণ
● ধূমপান ও অতিরিক্ত মদ্যপান পরিহার
● স্ট্রোকের ঝুঁকি সমূহ সম্পর্কে সম্যক ধারনা
● স্ট্রোকের বিপদজনক লক্ষণ সম্পর্কে জানুন।

রক্তের গ্রুপ জানা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনার রক্তের গ্রুপ জেনে  নিতে পারেন খুবই সীমিত খরচে। সেবা ডিজিটাল হেলথ এ...
04/12/2024

রক্তের গ্রুপ জানা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ।
আপনার রক্তের গ্রুপ জেনে নিতে পারেন খুবই সীমিত খরচে।

সেবা ডিজিটাল হেলথ এন্ড নিউট্রিশন কেয়ার সেন্টার
চান্দ্রা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর।

03/12/2024

প্রায়ই বাচ্চার মারা এসে বলে যে আমার বাচ্চা খেতে চায় না। ওই সব মায়েদের জন্য আজকের এই পরামর্শটি।

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনআগামী ১ জুন ২০২৪ ইং রোজ শনিবার, দেশব্যাপী ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।ঐদ...
31/05/2024

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন

আগামী ১ জুন ২০২৪ ইং রোজ শনিবার, দেশব্যাপী ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ঐদিন সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত, আপনার নিকটস্থ সকল কমিউনিটি ক্লিনিক,সকল টিকাদান কেন্দ্রে,ইউনিয়ন সাব সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

🔵 ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল, এবং

🔴 ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

✅ ভিটামিন 'এ' ক্যাপসুল শিশুর অন্ধত্ব ও রাতকাণা রোগ প্রতিরোধ করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল কমায়, দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।

অসাবধানতা বশত টিনের চালে লেগে এই দূর্ঘটনা।।।  রোগীর ভাগ্য এতটাই ভালো যে এতো গভীরে কাটা গিয়েও নার্ভ কাটা যায় নি।। যাই হো...
10/04/2024

অসাবধানতা বশত টিনের চালে লেগে এই দূর্ঘটনা।।। রোগীর ভাগ্য এতটাই ভালো যে এতো গভীরে কাটা গিয়েও নার্ভ কাটা যায় নি।।
যাই হোক নরমাল সেলাইন দিয়ে পরিস্কার করে লোকাল অনুভূতি নাশক দিয়ে খুব সুন্দর ভাবে রিপেয়ার করে দিলাম। আশা করি কোন জটিলতা ছাড়া রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে।।

নিয়মিত ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা পরামর্শ নিতে চলে আসুন   সেবা ডিজিটাল হেলথ এন্ড নিউট্রিশন কেয়ার সেন্টার  এ +++++®®®
16/03/2024

নিয়মিত ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা পরামর্শ নিতে চলে আসুন সেবা ডিজিটাল হেলথ এন্ড নিউট্রিশন কেয়ার সেন্টার এ +++++®®®

Address

খোকন প্লাজা, , রবি টাওয়ার রোড, চান্দ্রা বাজার
Chandpur
3651

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 15:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when সেবা ডিজিটাল হেলথ এন্ড নিউট্রিশন কেয়ার সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সেবা ডিজিটাল হেলথ এন্ড নিউট্রিশন কেয়ার সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram