Rafsan Homeo Health Medicare

Rafsan Homeo Health Medicare Homeo Doctor

07/12/2024

বিস্তারিত কমেন্টে

27/08/2023

#বিষয়ঃ পর্নোগ্রাফি আসক্তি কি?

#যৌন উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে যৌনসংক্রান্ত বিষয়বস্তুর প্রতিকৃতি বা ঘটনা ক্রমান্বয়ে বিবরণ দেওয়াই হলো পর্নোগ্রাফি।

#সহজভাবে বলতে গেলে- অভিনয়ের মাধ্যমে যৌনচারণ ও যৌনসঙ্গম খোলামেলা প্রদর্শন করা অথবা উগ্র ছবি, ভিডিওই হলো পর্নোগ্রাফি। আর এই পর্নোগ্রাফি দেখার যে তীব্র বাসনা, অভ্যাস সেটাই হলো পর্নোগ্রাফি আসক্তি।

#পর্নোগ্রাফি আসক্তি সম্পূর্ণ মাদকের মতো যা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে এবং মাদকের ন্যায় শারীরিক, মানসিক ও সামাজিক নানাধরণের ক্ষতি করে।

#পর্নোগ্রাফি আসক্তি এর কারণঃ পর্নোগ্রাফিতে আসক্তি হওয়ার নানাবিধ কারণ রয়েছে। যার কারণে খুব অল্প সময়েই যে কেউ এতে আসক্ত হয়ে পড়তে পারে। চলুন কিছু কারণ দেখা যাক-
১) ধর্মীয় শিক্ষা চর্চা না করার অভ্যাস।
২) ইন্টারনেটের সহজলভ্যতাঃ ইন্টারনেটের এই যুগে পুরো বিশ্ব এখন একজনের নিজ হাতের মুঠোয়। তাতে একজন ইচ্ছে করলেই যেকোনো পর্নো সাইট থেকে পর্নো ভিডিও,অডিও, স্থির চিত্র নামাতে পারে।
৩) একাকিত্বঃ পরিবারের লোকজন বিশেষ করে বাবা মা থেকে সন্তানেরা নির্দিষ্ট সময় না পাওয়ার কারণে তারা একাকিত্বে ভোগে। যেসময় তারা পর্নোগ্রাফিসহ নানারকম অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। এছাড়াও, স্বামী -স্ত্রী নিজেরা নিজেদেরকে সময় না দেওয়ার কারণে হয়ে থাকে।
৪) চারপাশের অসামাজিক পরিবেশের প্রভাব।
৫) ব্যাক্তিত্বের ধরণ।
৬) সুস্থ -স্বাভাবিক বিনোদনের অভাব।
৭) মানসিক চাপ।
৮) সমবয়সীদের প্রভাব।
৯) অল্প বয়স থেকে অত্যাচার, মারধরের শিকার হওয়া।
১০) অসৎ সঙ্গ দোষে।
১১) পরিবারের সদস্যদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর অভাব।
১২) মাদকাসক্ত হওয়া।

#চিকিৎসা পরামর্শঃ
১) শুরুতেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পর্নোগ্রাফিকে না বলুন।
২) ভালো ভালো বই পড়ুন।
৩) নিজেকে ব্যস্ত রাখুন।
৪) পর্নোগ্রাফির কথা সহজেই মাথায় না আনুন।
৫) ধর্মীয় চর্চা করুন।
৬) একা একা থাকা পরিহার করুন।
৭) পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। এক্ষেত্রে, বাবা -মায়েরও উচিত সন্তানদের সময় দেওয়া
৮) পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ায় হীনমন্যতায় ভুগগবেন না।
৯) অসৎ সঙ্গ ত্যাগ করুন। এক্ষেত্রে, পরিবারের বাকি সদস্যদেরও নজরে রাখা উচিত কার সাথে আসক্তসম্পন্ন ব্যাক্তিটি মেলামেশা করছে।
১০) একা একা ঘুমোবেন না, নির্জন নিরিবিলি এলাকায় থাকবেন না। তাতে মুহূর্তেই আপনার পর্নো দেখার ইচ্ছে জেগে উঠতে পারে।
১১) ডিভাইস থেকে দূরে থাকুন।
১২) ইন্টারনেট ব্যব

16/03/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমতে আজ ১৬ মার্চ ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মারকাযু তাহরিকে খাতমে নুবুওয়্যাত কারামাতিয়া মাতলাউল উলুম মাদরাসার ১৪৪৩-৪৪ হিজরি শিক্ষাবর্ষের খাতমে বুখারী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে দরস ও মুনাজাত করবেন আমীর, তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ শাইখুল হাদীস আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।

15/03/2023
14/03/2023

১৫ দিন আগেও এই ছোলা বিক্রি হয়েছে মণপ্রতি তিন হাজার ৪০০ থেকে তিন হাজার ৫০০ টাকায়। কেজি বিক্রি হয়েছিল ৯০ টাকায়।

আবু সুফিয়ান ভাইয়ের অলিমা (বৌভাত)।
25/12/2022

আবু সুফিয়ান ভাইয়ের অলিমা (বৌভাত)।

খেজুরের রস খাবেন, ফুটিয়ে পান করুন।
25/12/2022

খেজুরের রস খাবেন, ফুটিয়ে পান করুন।

24/12/2022

সাধারণত শুক্রাণুর গুণগত মান কম হলে পুরুষের বন্ধ্যত্ব হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি মিলিলিটারে ১৫ মিলিয়....

22/12/2022

একবার এক লোক ভুট্টার চাষ করে বেশ সফল হলেন।

তিনি জাতীয় পুরষ্কারও পেলেন।
সবাই তাকে চিনল।
পরের বছর তার জমির আশেপাশে যারা ভুট্টার চাষ করবেন তাদের সবাইকে তিনি ডেকে নিজের কাছে থাকা ভালো বীজ সবাইকে দিলেন।
সে বছর সবারই আরও ভালো ভুট্টার ফলন হলো।
এই ঘটনাও ছড়িয়ে পড়লো।

সাংবাদিক এসে তাকে জিজ্ঞেস করলেন,
"আপনি সবাইকে ভালো বীজ না দিয়ে একা চাষ করলে এবছরেও পুরষ্কার পেতেন!"

উত্তরে তিনি বললেন, "আমার জমির চারিদিকে যদি ভালো ভুট্টার চাষ না হয়, তাহলে আমারও ভালো ফলন না হওয়ার সম্ভবনা রয়ে যায়।
কারণ যখন পরাগায়ন হবে তখন বাতাসে আশেপাশের খারাপ মানের পরাগরেনুও আসবে।
তাই আমি যদি ভালো মানের ভুট্টা চাষ করতে চাই তাহলে আমার আাশেপাশেও ভালো মানের ভুট্টার চাষ হতে হবে।"

অশিক্ষিত দরিদ্র প্রতিবেশীর শিশুটি স্কুলে যায় না,
সারাদিন টো টো করে ঘুরে বেড়ায়।
পাড়ার মোড়ে চায়ের দোকানে বিড়ি ফোঁকে এ বয়সেই।
আমরা দেখেও না দেখার ভান করে নিজেকে নিয়েই ব্যস্ত থাকি।
কিন্তু কখনই ভাবিনা এই ছেলেটি একটু বড় হয়ে কিশোর গ্যাং এ যোগ দেবে,
আরেকটু বড় হয়ে সন্ত্রাসী কিংবা ছিঁচকে চোর হবে কিংবা মাদকাসক্ত হবে।
তারপর সুবিধাবঞ্চিত এই শিশুটিই একদিন গা বাঁচিয়ে চলা পাড়ার শিক্ষিত ভদ্রলোকদের ঘুৃম হারাম করে দেবে!

একা একা এ জগতে কখনও সুখী হওয়া যায়না।
তাই সামর্থ্যবানদের দায়িত্ব নিতে হবে সমাজের পিছিয়ে পড়া পরিবারটির।

নিজের বাড়ির সাথে লাগোয়া প্রতিবেশীর বাড়ির দেয়ালটা হেলে পড়েছে।
প্রতিবেশীর সামর্থ্য নাই দেয়াল ঠিক করার। আমি কি বসে থাকবো?
অবশ্যই থাকবো না,
কারণ এই হেলে পড়া দেয়াল আমার বাড়ির উপর আঘাত হানবে!

Address

Bholdigi Bazar. Shahrasti. Chandpur. Chittago
Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafsan Homeo Health Medicare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category