Physiotherapy Home Service

Physiotherapy Home Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Physiotherapy Home Service, Medical and health, Shahrasti Chandpur, Chandpur.

27/12/2024

☘️ ফিজিওথেরাপি কি?
🌲ফিজিওথেরাপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। শারীরিক ব্যথা, আঘাত, পক্ষাঘাত সহ বিভিন্ন সমস্যা নিরাময়ে সাহায্য করে এটি।
☘️ফিজিওথেরাপির সুবিধা কি?
🌲ফিজিওথেরাপিতে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নেই, এটি দীর্ঘস্থায়ী সমাধান দেয়, পুনরাবৃত্তির ঝুঁকি কমায় এবং স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করে।

20/03/2024

ফিজিওথেরাপি চিকিৎসা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর বাত-ব্যথা বা আঘাতজনিত ব্যথার মতো স্বাস্থ্যসমস্যা নির্ণয় করে পরিপূর্ণ চিকিৎসাসেবা দেন।

বাংলাদেশে বাত-ব্যথা ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের যথাযথ চিকিৎসা হয় না। এ কারণে কর্মহীন মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রোগ নিরাময় ও প্রতিরোধে প্রয়োজন যথাযথ ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন। দীর্ঘমেয়াদি রোগ, বিশেষ করে বাত-ব্যথা ও পক্ষাঘাতের রোগীদের সমস্যা ওষুধ দিয়ে নিরাময় সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ফিজিওথেরাপি চিকিৎসা।
ফিজিওথেরাপি নিতে যোগাযোগ করুন-০১৮৪৫৪২৩৬৭২(বাড়িতে গিয়ে থেরাপি দেওয়া হয়)

18/03/2024

🍁ফ্রোজেন শোল্ডারে ফিজিওথেরাপি🍁
শোল্ডার জয়েন্ট বা কাঁধের জোড়ের একটি পরিচিত সমস্যা হলো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা পেরি-আর্থ্রাইটিস বা ফ্রোজেন শোল্ডার। কাঁধের জয়েন্ট বা সংযোগস্থল শক্ত হয়ে গেলে এ অবস্থাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। এ অবস্থায় জয়েন্টের মধ্যকার সাইনোভিয়োল ফ্লুইড নামে এক ধরনের তরল পদার্থ কমে যেতে থাকে। ফলে শোল্ডার জয়েন্ট ধীরে ধীরে শক্ত হয়ে যেতে থাকে বা ফুলে যায়।
🍁উপসর্গ 🍁
✨হাতের সংযোগস্থলে ঘাড়ের জয়েন্টে ব্যথা,
✨জয়েন্ট শক্ত হয়ে যাওয়া,
✨ জয়েন্ট নাড়ানোর ক্ষমতা কমে যাওয়া,
✨ আক্রান্ত পাশে শুতে না পারা,
✨ হাতে দুর্বলতা চলে আসা ইত্যাদি।
🌴ফ্রোজেন শোল্ডার যে কারণে হয় 🌴 রোগের প্রধান কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে এ রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে। যেমন–
👉ডায়াবেটিস মেলাইটাস,
👉 ঘাড়ের জয়েন্টে আঘাত পেলে,
👉কোনো কারণে জয়েন্ট অনেক দিন নাড়ানো না হলে,
👉ফুসফুস, হৃৎপিণ্ড কিংবা হাতের অপারেশনের পরবর্তী অবস্থায়।
👉থাইরয়েডের রোগ হলে।
👉চিকিৎসা 👇
ফ্রোজেন শোল্ডার রোগীর কাছে ব্যথা প্রধান সমস্যা মনে হলেও তার আসল সমস্যা হলো জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। রোগী যত ব্যথার ভয় করে হাত নাড়ানো বন্ধ রাখবে, তার জয়েন্ট তত বেশি শক্ত হয়ে যাবে। তাই রোগীকে বোঝাতে হবে, ব্যথার ওষুধের চেয়ে হাত নাড়ানোর চিকিৎসা করা বেশি জরুরি। এ ক্ষেত্রে রোগীর ব্যথা নিয়ন্ত্রণে রেখে হাত নাড়ানোর ক্ষমতা ফিরে পাওয়ার প্রধান চিকিৎসা পদ্ধতি হলো সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা।
👉তবে মনে রাখতে হবে👈 ফিজিওথেরাপি দিলেই রাতারাতি ব্যথা কমে যায় না। এ জন্য চাই ওষুধ আর ব্যায়াম বা ফিজিওথেরাপির যুগপৎ চিকিৎসা।
এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। 🙏চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন না।🙏ফিজিওথেরাপি নিতে যোগাযোগ করুনঃ ০১৮৪৫৪২৩৬৭২.

17/03/2024

🍁ফিজিওথেরাপি🍁 শব্দটির সাথে আজকাল আমরা সবাই কম বেশি পরিচিত। ফিজিওথেরাপি শব্দটিতে রয়েছে দুটি অংশ, ফিজিও বা ফিজিকাল এবং থেরাপি। কেমোথেরাপিতে যেমন হয় ওষুধ দিয়ে রোগের উপশম করা হয়, সেরকমই ফিজিও থেরাপিতে নানান শারীরিক ব্যায়ামের মাধ্যমে রোগ নিরাময় করা হয়।
🌿ফিজিওথেরাপির মূল লক্ষ্য হলো দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরা যেন ব্যথামুক্ত হয়। 🌿
🍂ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যেসব সমস্যা থেকে নিরাময় পেতে পারি সেগুলো হলো–

☘️বিভিন্ন ধরনের মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর ও হাঁটুর ব্যথা,

🍀 বাত-ব্যথা,

🍀আঘাতজনিত ব্যথা,

🍀 প্যারালাইসিস,

🍀সড়ক দুর্ঘটনার আঘাত,

🍀শারীরিক প্রতিবন্ধতা,

🍀 বিকলাঙ্গতা,

🍀 পক্ষাঘাত,

🍀স্পোর্টস ইনজুরির।

🌴এ ছাড়াও বড়ো কোনো অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার অন্যতম প্রধান চিকিৎসাই হলো ফিজিওথেরাপি।
ফিজিওথেরাপি নিতে যোগাযোগ করুন-০১৮৪৫৪২৩৬৭২

14/03/2024

🦋ফিজিওথেরাপি হোম সার্ভিস 🦋🍁🍁আপনি কি বাসায় থেকে ফিজিওথেরাপি নেয়ার জন্য কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট খুজছেন?
🍁Physiotherapy_Home_Service
🌼ঘরে বসেই ফিজিওথেরাপি নিন🌼
01845423672
🌴শাহরাস্তি উপজেলায় সবচেয়ে নির্ভরযোগ্য ফিজিওথেরাপি হোম সার্ভিস। আপনার বাসাই গিয়ে আপনার সমস্যার যুগোপযোগী এসেসমেন্ট করে ম্যানুয়াল থেরাপি ও অত্যাধুনিক থেরাপিউটিক যন্ত্রপাতির সমন্বয়ে ফিজিওথেরাপির সমাধান করা হয়।

🌿🌿যে সব সমস্যায় বাসাই ফিজিওথেরাপি নিতে পারেন-
🍀স্ট্রোক/পারিকসন/জিবিএস
🍀সেরিব্রাল পালসি/প্রতিবন্ধী শিশু
🍀ঘার,কোমড়(PLID or LBP)ও পিঠের ব্যথা
🍀ফ্রোজেন শোল্ডার/কাধের ব্যথা
🍀আথ্রাইটিস/হাটু-গোড়ালির ব্যথা
🍀লিগামেন্ট ইন্জুরি/স্পোর্টস ইনজুরি
🍀সিজার ও অন্যান্য অপারেশন পরবর্তি ব্যথা ও জয়েন্ট স্টিফনেস।
🎆বাসাই বসে ফিজিওথেরাপি সেবা নিতে এখুনই যোগাযোগ করুন 01845423672🎆

12/03/2024

বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি দেওয়া হয়। যোগাযোগ করুনঃ ০১৮৪৫৪২৩৬৭২

Address

Shahrasti Chandpur
Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy Home Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram