Dr. Md Abul Kashem

Dr. Md Abul Kashem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md Abul Kashem, Doctor, Bakila Hajiganj Chandpur, Chandpur.

Assistant Physician at
'Sʀᴇᴇᴘᴜʀ Hᴏᴍᴇᴏ Hᴀʟʟ'
🅓︎🅗︎🅜︎🅢︎ (Dhaka) 🎓
B.B.A -National University (Cont.)
✅ Medical Officer- 💊 Medicine Defertment 🩺
Chandpur Specialized Homeopathic Hospital, Motlob

- আলহামদুলিল্লাহ 🟥৭ মাসের বাচ্চা রোগীর গলা থেকে তাবিজ, কড়ি এবং হাতে গিট দেওয়া সুতা কেটে ফেল্লাম এবং শিরক সম্পর্কে বুঝিয়ে...
20/04/2025

- আলহামদুলিল্লাহ 🟥
৭ মাসের বাচ্চা রোগীর গলা থেকে তাবিজ, কড়ি এবং হাতে গিট দেওয়া সুতা কেটে ফেল্লাম এবং শিরক সম্পর্কে বুঝিয়ে বল্লাম ☝️

২০২৫ সালে এই নিয়ে ৬ টা তাবিজ খুল্লাম 📍

- তাওহিদ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা-প্রয়াশ মানুষকে শির্ক থেকে বিরত রাখার মাধ্যমে ☝️
যেকোন পেশায় থেকে আপনি দাওয়াহ’র কাজ করতে পারবেন যদি আল্লাহর রহমতে অন্তরে বিশুদ্ধ নিয়ত আর থাকে চেষ্টা থাকে 🎓🥼🩺✅

💠 চেম্বারে পেশেন্ট আসলো স্বাভাবিকের ন্যায় সাধারন ভাবেই সমস্যা জেনে নিচ্ছিলাম মেডিসিন দিবার জন্য, পেশেন্ট ছিলো ৭ মাসের ছেলে বাচ্চা, মাশাল্লাহ বারাকাল্লাহ্ দেখলে যেই কেউ কোলে নিতে চাইবে।

- এরপর হটাৎ করে চোখের নজর গেলো বাচ্চার গলায়! দেখি কি যেনো একটা ঝুঁলানো গলায়, কাছে গিয়ে দেখি তাবিজ + কড়ি ভালো করে খুজার পর হাতেও গিট দেওয়া সুতা !!

- তারপর বাচ্চার মাকে জিজ্ঞেস করলাম কেনো এসব তাবিজ + কড়া ঝুলিয়েছেন বাচ্চার গলাতে ?

- বাচ্ছার মা উত্তর দিলো বাচ্চার সমস্যা হয় শুকিয়ে যায় দিন দিন, তাই অনেক দূর থেকে গিয়ে হুজুর দিয়ে পড়ায়া আনছি।

- উনাকে বল্লাম এসব লাগানোর পর শুকানো কমছে নি ?
শুকিয়ে যাওয়া আটকানোর কোন ক্ষমতা তাবিজের নেই নেই , বরং এটা ঝুলালেই যে সমস্যা ভালো হবে এমন কিছু বিস্বাস করলেই শিরক হবে আল্লাহর সাথে।

📍সাথে সাথে বল্লাম ওর সমস্যা বেশি হচ্ছে বদ নজর থেকে কারন দেখতে মাশাআল্লাহ সুন্দর সবার কোলে যায়, কেউ ঠিক মতো দোয়া করে না উল্টো অনেকই হিংস্র চোখে নজর দেয়।
আপনি নিজেই বাচ্চাকে ঝাড়ফুঁক করে দিবেন।

সূরা ফালাক এবং নাসের অর্থ মোবাইল থেকে বের করে দেখালাম এই সম্পর্কে বুঝালাম বিভিন্ন দোয়া কথা বলে দিলাম।

- রাসুলুল্লাহ (সাঃ) তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন। আল্লাহর উপর ভরসা করে নিজেরা যতোটুকু সম্ভব দোয়া করে ঝাড়-ফুঁক করবেন বেশি সমস্যা অনুভব হলে সাথে জানাবেন চিকিৎসা সেবা নিবেন সুন্নাহ সম্মত ভাবে।

- আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি সহজ ভাবেই বুঝে গেছে, তারপর বল্লাম এখুনি খুলে ফেলেন দেন আমি আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা দিবো। সাথে সাথে কাছে সিজার/ক্যাচি দিয়ে কেটে ফেলেছি আলহামদুলিল্লাহ, মহান রবকে খুশি করানোর জন্য।

- গিট দেওয়া এগুলো খুলার পর অন্তরের কেমন যেনো একটা প্রশান্তিময় তৃপ্তি অনুভব করলাম যেটা দুনিয়াবি কোন কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না! 💔

🔰 হাদিসে এসেছে :
"শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক"।
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]

- সবাই জানেন আল্লাহর ওয়াদা নিশ্চয়ই শিরককারীরা জান্নাতে প্রবেশ করবে না, যদি না তাওবা করে ক্ষমা চায় মৃত্যুর আগ পর্যন্ত।

আবদুল্লাহ বিন উকাইম থেকে মারফু হাদীছে বর্ণিত আছে,
«من تعلق شيئا وكل اليه»

- ‘‘যে ব্যক্তি কোন জিনিষ লটকায় সে উক্ত জিনিষের দিকেই সমর্পিত হয়’’। অর্থাৎ এর কুফল তার উপরই বর্তায়।
[ সহীহ সুনানে তিরমিযী, হাদীছ নং- ১৬৯১।]

🔰নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে, তিনি সাহাবীগণকে ঝাড়-ফুঁক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঝাড়-ফুঁকের বিভিন্ন দো‘আও প্রমাণিত আছে

- “আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি। প্রতিটি এমন রোগ আরোগ্যের জন্যে, যা তোমাকে কষ্ট দেয়। প্রতিটি মানুষের অকল্যাণ থেকে এবং হিংসুকের বদ নজর থেকে আল্লাহ তোমাকে শিফা দান করুন। আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি।”
[সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- “আমি আল্লাহ এবং তাঁর কুদরতের উসীলায় আমার কাছে উপস্থিত ও আশংকিতকারী অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।
[ সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- মহান আল্লাহ উত্তম শেফা দানকারী
- মহান আল্লাহ সুবহানাহু উত্তম ফয়সালাকারী
- মহান আল্লাহ সর্বোত্তম জ্ঞানী।

🔴 ওষুধের টাকা পরিশোধ করতে আসছে আর্থিক পরিস্থিতি বুঝার পর টাকা কম রেখেছি এবং দোয়া চাওয়াতে নিজেই বাচ্চাটাকে যতোটুকু সম্ভব দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করে দিছি 🔴

🏥 শ্রীপুর হোমিও হল 🏥
✒️ Dr. Md Abul Kashem - Sojib
------ D.H.M.S (Dhaka)
------ B.B.A (NU)

◾২০ - ০৪ - ২০২৫ 🌸

- আলহামদুলিল্লাহ 🟥৮ মাসের বাচ্চা রোগীর গলা থেকে তাবিজ নামক গিট দেওয়া সুতা কেটে ফেল্লাম এবং শিরক সম্পর্কে বুঝিয়ে বল্লাম ☝...
20/04/2025

- আলহামদুলিল্লাহ 🟥
৮ মাসের বাচ্চা রোগীর গলা থেকে তাবিজ নামক গিট দেওয়া সুতা কেটে ফেল্লাম এবং শিরক সম্পর্কে বুঝিয়ে বল্লাম ☝️

২০২৫ সালে এই নিয়ে ৫ টা তাবিজ খুল্লাম 📍

- তাওহিদ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা-প্রয়াশ মানুষকে শির্ক থেকে বিরত রাখার মাধ্যমে ☝️
যেকোন পেশায় থেকে আপনি দাওয়াহ’র কাজ করতে পারবেন যদি আল্লাহর রহমতে অন্তরে বিশুদ্ধ নিয়ত আর থাকে চেষ্টা থাকে 🎓🥼🩺✅

💠 চেম্বারে পেশেন্ট আসলো স্বাভাবিকের ন্যায় সাধারন ভাবেই সমস্যা জেনে নিচ্ছিলাম মেডিসিন দিবার জন্য, পেশেন্ট ছিলো ৮ মাসের মেয়ে বাচ্চা, সাথে ছিলো বাবুর মা এবং নানু।

- এরপর হটাৎ করে চোখের নজর গেলো বাচ্চার গলায়! দেখি সুতোর মতো কি যেনো একটা ঝুঁলানো গলায়, কাছে গিয়ে দেখি রশি গিট বাধা নামক তাবিজ !!

- তারপর বাচ্চার নানুকে জিজ্ঞেস করলাম কেনো গিট দেওয়া রশি/কাইতন ঝুলিয়েছেন বাচ্চার গলাতে ?
- বাচ্ছার নানু উত্তর দিলো বাচ্চার সমস্যা হয় মাঝে মাঝে, কান্না করে রাতে তাই ঝুলিয়েছি, হুজুর থেকে আনছি।

- তাদেরকে বল্লাম তো এটক ঝুলানোর পর কান্না করা কমছে নি? কান্না না পাওয়ার জন্য এটার কোন ক্ষমতা নেই , বরং এটা ঝুলালেই যে সমস্যা ভালো হবে অথবা কান্না করবে না এমন কিছু বিস্বাস করলেই শিরক হবে আল্লাহর সাথে।

- রাসুলুল্লাহ (সাঃ) তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন। আল্লাহর উপর ভরসা করে নিজেরা যতোটুকু সম্ভব দোয়া করে ঝাড়-ফুঁক করবেন বেশি সমস্যা অনুভব হলে সাথে জানাবেন চিকিৎসা সেবা নিবেন সুন্নাহ সম্মত ভাবে।

- আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনারা সহজ ভাবেই বুঝে গেছে, তারপর বল্লাম এখুনি খুলে ফেলেন দেন তা নাহলে আমিও চিকিৎসা দিবো না। সাথে সাথে কাছে সিজার/ক্যাচি দিয়ে কেটে ফেলেছি আলহামদুলিল্লাহ, মহান রবকে খুশি করানোর জন্য।

- গিট দেওয়া রশিটা খুলার পর অন্তরের কেমন যেনো একটা প্রশান্তিময় তৃপ্তি অনুভব করলাম যেটা দুনিয়াবি কোন কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না! 💔

🔰 হাদিসে এসেছে :
"শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক"।
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]

- সবাই জানেন আল্লাহর ওয়াদা নিশ্চয়ই শিরককারীরা জান্নাতে প্রবেশ করবে না, যদি না তাওবা করে ক্ষমা চায় মৃত্যুর আগ পর্যন্ত।

আবদুল্লাহ বিন উকাইম থেকে মারফু হাদীছে বর্ণিত আছে,
«من تعلق شيئا وكل اليه»

- ‘‘যে ব্যক্তি কোন জিনিষ লটকায় সে উক্ত জিনিষের দিকেই সমর্পিত হয়’’। অর্থাৎ এর কুফল তার উপরই বর্তায়।
[ সহীহ সুনানে তিরমিযী, হাদীছ নং- ১৬৯১।]

🔰নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে, তিনি সাহাবীগণকে ঝাড়-ফুঁক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঝাড়-ফুঁকের বিভিন্ন দো‘আও প্রমাণিত আছে

- “আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি। প্রতিটি এমন রোগ আরোগ্যের জন্যে, যা তোমাকে কষ্ট দেয়। প্রতিটি মানুষের অকল্যাণ থেকে এবং হিংসুকের বদ নজর থেকে আল্লাহ তোমাকে শিফা দান করুন। আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি।”
[সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- “আমি আল্লাহ এবং তাঁর কুদরতের উসীলায় আমার কাছে উপস্থিত ও আশংকিতকারী অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।
[ সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- মহান আল্লাহ উত্তম শেফা দানকারী
- মহান আল্লাহ সুবহানাহু উত্তম ফয়সালাকারী
- মহান আল্লাহ সর্বোত্তম জ্ঞানী।

🏥 শ্রীপুর হোমিও হল 🏥
✒️ Dr. Md Abul Kashem - Sojib
------ D.H.M.S (Dhaka)
------ B.B.A (NU)

◾১৭ - ০৩ - ২০২৫ 🌸

🫂🌃 Eid Mubarak 🌙 Eid Mubarak 🌙 Eid Mubarak 🌙~ সবাইকে শ্রীপুর হোমিও হল  এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন🌸 তাকাব্বালাল্লাহ...
30/03/2025

🫂🌃 Eid Mubarak 🌙 Eid Mubarak 🌙 Eid Mubarak 🌙

~ সবাইকে শ্রীপুর হোমিও হল এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন🌸 তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলেহাল আ'মাল 🤲🍁

🏥 শ্রীপুর হোমিও হল 🏥
প্রতিষ্ঠাতা: ডা মোঃ আবু তাহের মিয়াজি
--------------------------------------------------

রোগী দেখেন ⤵️
Dr. Md Abul Kashem 🎓🩺
ডি.এইচ. এম. এস (ঢাকা )
বি.বি.এ (জাতীয় বিশ্ববিদ্যালয়)
💊 মেডিসিন বিভাগ 💊
চাঁদপুর স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতাল, মতলব ধনাপাড়, চাঁদপুর।
+8801829-230430 (Imo+ WhatsApp)
---------------------------------------------------
🪧 ঠিকানা: বাকিলা বাজার (সরকারি হাসপাতাল গেইট পশ্চিম পার্শ্ব )
হাজিগঞ্জ, চাঁদপুর।
📌 সময়: সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত

যোগাযোগ-📞
+8801843-208956

- জন্ডিস বা হলদে আলং🟡🩺🫀🔻 জন্ডিস (Jaundice) কী?⭕জন্ডিস হল এমন একটি শারীরিক অবস্থা যেখানে ত্বক, চোখের সাদা অংশ এবং মিউকাস ...
18/03/2025

- জন্ডিস বা হলদে আলং🟡🩺🫀
🔻 জন্ডিস (Jaundice) কী?
⭕জন্ডিস হল এমন একটি শারীরিক অবস্থা যেখানে ত্বক, চোখের সাদা অংশ এবং মিউকাস ঝিল্লি হলুদ বর্ণ ধারণ করে। এটি মূলত রক্তে বিলিরুবিন (Bilirubin) নামে এক ধরনের পিগমেন্টের মাত্রা বেড়ে যাওয়ার ফলে হয়।

🔻জন্ডিসের লক্ষণ:
১. ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হওয়া
২. প্রস্রাব গাঢ় হলুদ বা কমলা হওয়া
৩. মল ফ্যাকাশে বা ধূসর বর্ণের হওয়া
4. অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
5. বমি বমি ভাব ও খাবারে অরুচি
6. পেট ব্যথা, বিশেষ করে ডান দিকের উপরের অংশে
7. শরীরে চুলকানি

⭕জন্ডিস নির্ণয়ের জন্য বেশ কিছু পরীক্ষার প্রয়োজন হয়। মূলত রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এবং লিভারের কার্যকারিতা মূল্যায়ন করা হয়। নিচে গুরুত্বপূর্ণ কিছু টেস্টের নাম দেওয়া হলো:

১. রক্ত পরীক্ষা (Blood Test):
✅ বিলিরুবিন টেস্ট: রক্তে বিলিরুবিনের মাত্রা নির্ণয় করা হয় (সরাসরি ও পরোক্ষ বিলিরুবিন)।
✅ লিভার ফাংশন টেস্ট (LFT): লিভারের কার্যকারিতা যাচাই করা হয়।
✅ কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC): সংক্রমণ বা রক্তের সমস্যা চিহ্নিত করতে ব্যবহৃত হয়।
✅ হেপাটাইটিস টেস্ট: হেপাটাইটিস A, B, C, D, E ভাইরাস আছে কি না তা চেক করা হয়।
✅ প্রোথ্রোম্বিন টাইম (PT/INR): রক্ত জমাট বাঁধার সময় পরীক্ষা করা হয়।

২. প্রস্রাব পরীক্ষা (Urine Test):
✅ ইউরিন বিলিরুবিন: প্রস্রাবে বিলিরুবিনের পরিমাণ চেক করা হয়।
✅ ইউরোবিলিনোজেন: পিত্তনালী ব্লকেজ বা লিভার ডিজঅর্ডার আছে কি না তা নির্ণয় করা হয়।

৩. ইমেজিং টেস্ট (Imaging Test):
✅ আল্ট্রাসোনোগ্রাফি (USG): লিভার, পিত্তথলি এবং পিত্তনালির কোনো ব্লকেজ আছে কি না তা দেখা হয়।
✅ সিটিস্ক্যান (CT Scan) বা এমআরআই (MRI): লিভারের গঠনগত সমস্যা বা টিউমার চেক করা হয়।
✅ ERCP (Endoscopic Retrograde Cholangiopancreatography): পিত্তনালীতে কোনো বাধা আছে কি না তা পরীক্ষা করা হয়।

৪. বায়োপসি (Liver Biopsy - প্রয়োজন হলে)
✅ লিভারের টিস্যু সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়, বিশেষ করে সিরোসিস বা ক্যান্সারের সন্দেহ থাকলে।

কখন টেস্ট করা দরকার?
যদি ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়।
যদি প্রস্রাব গাঢ় রঙের হয় এবং মল ফ্যাকাশে হয়ে যায়।
যদি খাবারে অরুচি, বমি বমি ভাব ও দুর্বলতা অনুভূত হয়।
যদি পেট ব্যথা হয়, বিশেষ করে লিভারের কাছে।

জন্ডিসের কারণ বুঝতে এসব টেস্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করানো উচিত।

জন্ডিস কেন হয়?
জন্ডিস মূলত লিভার, পিত্তথলি বা রক্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। সাধারণ কারণগুলো হলো—

✅ লিভারের সমস্যা:
- হেপাটাইটিস (ভাইরাসজনিত লিভারের প্রদাহ)
- লিভার সিরোসিস (লিভারের দীর্ঘস্থায়ী ক্ষতি)
- লিভার ক্যান্সার

✅ রক্তজনিত সমস্যা:
হেমোলাইটিক অ্যানিমিয়া (রক্তকণিকা দ্রুত ভেঙে যাওয়া)
থ্যালাসেমিয়া

✅ পিত্তনালী ও গলব্লাডারের সমস্যা:
পিত্তনালিতে পাথর বা অবরোধ
গলব্লাডার সংক্রমণ

✅ নবজাতকের জন্ডিস:
জন্মের পর কিছু নবজাতকের লিভার পুরোপুরি কার্যকর হতে দেরি করায় অস্থায়ী জন্ডিস হয়।

জন্ডিস হলে করণীয়:
✔ পর্যাপ্ত বিশ্রাম নেওয়া
✔ প্রচুর পানি ও তরল পান করা
✔ লিভারের জন্য ভালো খাবার খাওয়া (যেমন: ফল, শাকসবজি)
✔ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা
✔ সংক্রমণ এড়াতে পরিচ্ছন্নতা বজায় রাখা

জন্ডিস হলে যা বর্জনীয়:
❌ চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার
❌ অ্যালকোহল ও ধূমপান
❌ প্রসেসড ও ফাস্টফুড
❌ অতিরিক্ত শারীরিক পরিশ্রম
❌ নিজে নিজে ওষুধ সেবন

সতর্কতা:
যদি তীব্র জন্ডিস হয় বা দীর্ঘদিন স্থায়ী থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

✒️ Dr. Md Abul Kashem 🩺 🎓
সহকারী⤵ শ্রীপুর হোমিও হল
- ডি.এইচ. এম. এস (ঢাকা )
- বি.বি.এ (জাতীয় বিশ্ববিদ্যালয় )
⭕মেডিসিন বিভাগ ⭕
চাঁদপুর স্পেশালইজড হোমিওপ্যাথিক হাসপাতাল, মতলব ধনাপাড়, চাঁদপুর।
+8801829-230430 (Imo+ WhatsApp)
---------------------------------------------------
⤵️ ঠিকানা
বাকিলা বাজার (সরকারি হাসপাতাল গেইট পশ্চিম পার্শ্ব )
হাজিগঞ্জ, চাঁদপুর।
📌 সময়: সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত

- আলহামদুলিল্লাহ 🟥১৭ দিনের বাচ্চা রোগীর গলা থেকে তাবিজ নামক গিট দেওয়া সুতা কেটে ফেল্লাম এবং দোয়া পড়ে ঝাড়ফুক করতে বল্লাম ...
18/03/2025

- আলহামদুলিল্লাহ 🟥
১৭ দিনের বাচ্চা রোগীর গলা থেকে তাবিজ নামক গিট দেওয়া সুতা কেটে ফেল্লাম এবং দোয়া পড়ে ঝাড়ফুক করতে বল্লাম 🎀

২০২৫ সালে এই নিয়ে ৪ টা তাবিজ খুল্লাম 📍

- তাওহিদ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা-প্রয়াশ মানুষকে শির্ক থেকে বিরত রাখার মাধ্যমে ☝️
যেকোন পেশায় থেকে আপনি দাওয়াহ’র কাজ করতে পারবেন যদি আল্লাহর রহমতে অন্তরে বিশুদ্ধ নিয়ত আর থাকে চেষ্টা থাকে 🎓🥼🩺✅

💠 চেম্বারে পেশেন্ট আসলো স্বাভাবিকের ন্যায় সাধারন ভাবেই সমস্যা জেনে নিচ্ছিলাম মেডিসিন দিবার জন্য, পেশেন্ট ছিলো ১৭ দিনের ছেলে বাচ্চা, সাথে ছিলো বাবুর মা এবং নানু।

- এরপর হটাৎ করে চোখের নজর গেলো বাচ্চার গলায়! দেখি সুতোর মতো কি যেনো একটা ঝুঁলানো গলায়, কাছে গিয়ে দেখি রশি গিট বাধা নামক তাবিজ !!

- তারপর বাচ্চার নানুকে জিজ্ঞেস করলাম কেনো গিট দেওয়া রশি/কাইতন ঝুলিয়েছেন বাচ্চার গলাতে ?
- বাচ্ছার নানু উত্তর দিলো বাচ্চার সমস্যা হয় মাঝে মাঝে, ভয় পায় রাতে ঝুলিয়েছি, বড় হুজুর কাছ থেকে পড়ায় আনছি।

- তাদেরকে বল্লাম তো এটক ঝুলানোর পর ভয় পাওয়া কমছে নি? ভয় না পাওয়ার জন্য এটার কোন ক্ষমতা নেই , বরং এটা ঝুলালেই যে সমস্যা ভালো হবে অথবা ভয় পাবে না এমন কিছু বিস্বাস করলেই শিরক হবে আল্লাহর সাথে।

- রাসুলুল্লাহ (সাঃ) তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন। সম্ভব হলে কুরআন হাদিসের দুয়া গুলো দিয়ে আপনারাই ঝাড়-ফুঁক কইরেন। আল্লাহর উপর ভরসা করে নিজেরা যতোটুকু সম্ভব দোয়া করে ঝাড়-ফুঁক করবেন বেশি সমস্যা অনুভব হলে সাথে জানাবেন চিকিৎসা সেবা নিবেন সুন্নাহ সম্মত ভাবে।

- আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনারা সহজ ভাবেই বুঝে গেছে, তারপর বল্লাম এখুনি খুলে ফেলেন দেন তা নাহলে আমিও চিকিৎসা দিবো না। সাথে সাথে কাছে সিজার/ক্যাচি দিয়ে কেটে ফেলেছি আলহামদুলিল্লাহ, মহান রবকে খুশি করানোর জন্য।

- গিট দেওয়া রশিটা খুলার পর অন্তরের কেমন যেনো একটা প্রশান্তিময় তৃপ্তি অনুভব করলাম যেটা দুনিয়াবি কোন কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না! 💔

বাচ্চার মা পজিটিভ রেসপন্স করেছে, আর বাচ্ছার মায়ের রেসপন্স দেখে মনে হচ্ছিলো তিনি যথেষ্ট সচেতন, কিন্তু তিনি বয়ষ্ক মুরুব্বিদের চাপে পড়ে কিছু বলতে পারেন না।📎

🔰 হাদিসে এসেছে :
"শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক"।
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]

- সবাই জানেন আল্লাহর ওয়াদা নিশ্চয়ই শিরককারীরা জান্নাতে প্রবেশ করবে না, যদি না তাওবা করে ক্ষমা চায় মৃত্যুর আগ পর্যন্ত।

আবদুল্লাহ বিন উকাইম থেকে মারফু হাদীছে বর্ণিত আছে,
«من تعلق شيئا وكل اليه»

- ‘‘যে ব্যক্তি কোন জিনিষ লটকায় সে উক্ত জিনিষের দিকেই সমর্পিত হয়’’। অর্থাৎ এর কুফল তার উপরই বর্তায়।
[ সহীহ সুনানে তিরমিযী, হাদীছ নং- ১৬৯১।]

🔰নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে, তিনি সাহাবীগণকে ঝাড়-ফুঁক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঝাড়-ফুঁকের বিভিন্ন দো‘আও প্রমাণিত আছে

- “আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি। প্রতিটি এমন রোগ আরোগ্যের জন্যে, যা তোমাকে কষ্ট দেয়। প্রতিটি মানুষের অকল্যাণ থেকে এবং হিংসুকের বদ নজর থেকে আল্লাহ তোমাকে শিফা দান করুন। আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি।”
[সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- “আমি আল্লাহ এবং তাঁর কুদরতের উসীলায় আমার কাছে উপস্থিত ও আশংকিতকারী অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।
[ সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- মহান আল্লাহ উত্তম শেফা দানকারী
- মহান আল্লাহ সুবহানাহু উত্তম ফয়সালাকারী
- মহান আল্লাহ সর্বোত্তম জ্ঞানী।

🏥 শ্রীপুর হোমিও হল 🏥
✒️ Dr. Md Abul Kashem - Sojib
------ D.H.M.S (Dhaka)
------ B.B.A (NU)

◾১০ - ০৩ - ২০২৫ 🌸

বাচ্চা হওয়ার কতদিন পর মিলন করলে আবার পুনরায় বাচ্চা আসবে❓✅ নরমালে বা সিজারে যে পদ্ধতিতেই বাচ্চা হোক না কেন বাচ্চা জন্মের ...
12/03/2025

বাচ্চা হওয়ার কতদিন পর মিলন করলে আবার পুনরায় বাচ্চা আসবে❓

✅ নরমালে বা সিজারে যে পদ্ধতিতেই বাচ্চা হোক না কেন বাচ্চা জন্মের সাথে সাথেই মেয়েদের পিরিয়ড শুরু হয়ে যায়।এই পিরিয়ড সাধারণত ৪০ দিনের মতো স্থায়ী থাকে।অনেকের স্বাস্থ্যভেদে এই সময়ের কমবেশি হতে পারে। অনেকের ৪০ দিনের পিরওয়ড শেষে আবার পরেরদিন থেকেই গতানুগতিক প্রত্যেক মাসে যে পিরিয়ড হতো সেটা শুরু হয়ে যায়। এটাকে বলে বেলা ফেরা। আবার অনেকের ৪০ দিনের পর বেলা ফিরতে সময় লাগতে পারে। ৪০ দিনের এই পিরি*য়ড শেষে কোনো প্রকার পদ্ধতি ছাড়া যদি যৌনমিলন করা হয় এবং যদি মহিলাদের ডিম্বাণু তৈরী হয়ে যায় এবং শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে আবার গর্রভধাণ হয়।

✅ তবে বিশেষজ্ঞ মতে, একবার প্রসবের পর পুনরায় গর্ভধারণের আগে কমপক্ষে ১৮ মাস অপেক্ষা করা উচিত। কাজেই দুই সন্তানের মাঝে কমপক্ষে ১৮ মাস সময় নিন এবং সন্তান জন্মদানের পর প্রতিবার সহবাসের সময় যেকোনো একটি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন।

বিস্তারিত জানতে মেসেজ করুন 🔖

🏥 শ্রীপুর হোমিও হল 🏥
✒️ Dr. Md Abul Kashem - Sojib
------ D.H.M.S (Dhaka)
------ B.B.A (NU)

#সন্তানপ্রসব #গর্বঅবস্থা #স্বাস্থ্যটিপস #সিজার #বাচ্চাগর্বেআসা #যৌনমিলনটিটস #পরিবারটিপস
#সুন্দরসতেজজীবন #রোগমুক্তি #স্বাস্থ্যসেবা

- আলহামদুলিল্লাহ 🟥৫ দিনের বাচ্চা রোগীর হাত থেকে তাবিজ নামক গিট দেওয়া সুতা কেটে ফেল্লাম এবং দোয়া পড়ে ঝাড়ফুক করে দিলাম নিজ...
10/03/2025

- আলহামদুলিল্লাহ 🟥
৫ দিনের বাচ্চা রোগীর হাত থেকে তাবিজ নামক গিট দেওয়া সুতা কেটে ফেল্লাম এবং দোয়া পড়ে ঝাড়ফুক করে দিলাম নিজেই 🎀

২০২৫ সালে এই নিয়ে ৩ টা তাবিজ খুল্লাম 📍
- তাওহিদ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা-প্রয়াশ মানুষকে শির্ক থেকে বিরত রাখার মাধ্যমে ☝️
যেকোন পেশায় থেকে আপনি দাওয়াহ’র কাজ করতে পারবেন যদি আল্লাহর রহমতে অন্তরে বিশুদ্ধ নিয়ত আর চেষ্টা থাকে 🎓🥼🩺✅

💠 চেম্বার থেকে পেশেন্ট দেখার জন্য বাসায় গেলাম, সাধারণত আত্নীয় স্বজন কিংবা ক্লোজ কোন শুভাকাঙ্ক্ষী হলে বাসায় গিয়ে দেখে আসি তাছাড়া বাসায় গিয়ে রোগী দেখাটা খুব একটা কম্পোটেবল ফিল করি না। যাইহোক রোগী হলো ক্লোজ দ্বীনি বন্ধুর বাচ্চা তাই যেতে হলো বাসায়।

সবকিছু শেষ এরপর হটাৎ করে চোখের নজর গেলো বাচ্চার বাহুতো ! দেখি সুতোর মতো কি যেনো একটা গিট বাধা ভালো করে দেখে বুঝলাম রশি নামক গিট বাধা তাবিজ !!

- তারপর বাচ্চার নানুকে জিজ্ঞেস করলাম কেনো গিট দেওয়া রশি/কাইতন ঝুলিয়েছেন বাচ্চার হাতে ?
- বাচ্ছার নানু উত্তর দিলো বাচ্চার সমস্যা হয় মাঝে মাঝে, খুব কান্না করে রাতে তাই ঝুলিয়েছি, বড় হুজুর কাছ থেকে পড়ায়া আনছে।

- তাদেরকে বল্লাম তো এটা ঝুলানোর পর কমছে নি কান্না-কাটি? এটার কোন ক্ষমতা নেই , বরং এটা ঝুলালেই যে সমস্যা ভালো হবে অথবা ভয় পাবে না এমন কিছু বিস্বাস করলেই শিরক হবে আল্লাহর সাথে।

- রাসুলুল্লাহ (সাঃ) তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন। সম্ভব হলে কুরআন হাদিসের দুয়া গুলো দিয়ে আপনারাই ঝাড়-ফুঁক কইরেন।
এবং কুরআনের কয়েক্টা সূরা এবং দোয়ার কথা স্বরন করিয়ে দিলাম বাচ্চাকে সেহেতু সে কুরআনের ছাত্র। আল্লাহর উপর ভরসা করে নিজেরা যতোটুকু সম্ভব দোয়া করে ঝাড়-ফুঁক করবেন বেশি সমস্যা অনুভব হলে সাথে জানাবেন চিকিৎসা সেবা নিবেন সুন্নাহ সম্মত ভাবে।

- আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এতো কিছু বুঝানোর পর উনারা কিছুটা বুঝে গেছে, তারপর বল্লাম এখুনি খুলে ফেলেন দেন তা নাহলে আমিও চিকিৎসা দিবো না। সাথে সাথে কাছে সিজার/ক্যাচি দিয়ে কেটে ফেলেছি আলহামদুলিল্লাহ, মহান রবকে খুশি করানোর জন্য।

- গিট দেওয়া রশিটা হাতে থেকে খুলার পর অন্তরের কেমন যেনো একটা প্রশান্তিময় তৃপ্তি অনুভব করলাম যেটা দুনিয়াবি কোন কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না! 💔

বাচ্চার বাবা-মা পজিটিভ রেসপন্স ছিলো কারন বন্ধু হওয়াতে তাকে তাওহিদ সম্পর্কে অনেক থেকেই দাওয়াত দিয়ে সতর্ক করেছি, আর বাচ্ছার মায়ের রেসপন্স ছিলো তিনি যথেষ্ট সচেতন, কিন্তু তিনি বয়ষ্ক মুরুব্বিদের চাপে পড়ে কিছু বলতে পারেন না।📎

🔰 হাদিসে এসেছে :
"শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক"।
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]

- সবাই জানেন আল্লাহর ওয়াদা নিশ্চয়ই শিরককারীরা জান্নাতে প্রবেশ করবে না, যদি না তাওবা করে ক্ষমা চায় মৃত্যুর আগ পর্যন্ত।

আবদুল্লাহ বিন উকাইম থেকে মারফু হাদীছে বর্ণিত আছে,
«من تعلق شيئا وكل اليه»

- ‘‘যে ব্যক্তি কোন জিনিষ লটকায় সে উক্ত জিনিষের দিকেই সমর্পিত হয়’’। অর্থাৎ এর কুফল তার উপরই বর্তায়।
[ সহীহ সুনানে তিরমিযী, হাদীছ নং- ১৬৯১।]

🔰নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে, তিনি সাহাবীগণকে ঝাড়-ফুঁক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঝাড়-ফুঁকের বিভিন্ন দো‘আও প্রমাণিত আছে

- “আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি। প্রতিটি এমন রোগ আরোগ্যের জন্যে, যা তোমাকে কষ্ট দেয়। প্রতিটি মানুষের অকল্যাণ থেকে এবং হিংসুকের বদ নজর থেকে আল্লাহ তোমাকে শিফা দান করুন। আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি।”
[সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- “আমি আল্লাহ এবং তাঁর কুদরতের উসীলায় আমার কাছে উপস্থিত ও আশংকিতকারী অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।
[ সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- মহান আল্লাহ উত্তম শেফা দানকারী
- মহান আল্লাহ সুবহানাহু উত্তম ফয়সালাকারী
- মহান আল্লাহ সর্বোত্তম জ্ঞানী।

🏥 শ্রীপুর হোমিও হল 🏥
✒️ Dr. Md Abul Kashem - Sojib
------ D.H.M.S (Dhaka)
------ B.B.A (NU)

◾২৮ - ০২ - ২০২৫ 🌸

- আলহামদুলিল্লাহ এক পেশেন্টর গলা থেকে তাবিজ ছিড়ে ফেল্লাম, এবং কুরআন তেলওয়াত করে শুনাতে বল্লাম 🎀২০২৫ সালে এই নিয়ে ২ টা তা...
28/02/2025

- আলহামদুলিল্লাহ এক পেশেন্টর গলা থেকে তাবিজ ছিড়ে ফেল্লাম, এবং কুরআন তেলওয়াত করে শুনাতে বল্লাম 🎀

২০২৫ সালে এই নিয়ে ২ টা তাবিজ খুল্লাম 📍
- তাওহিদ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা-প্রয়াশ মানুষকে শির্ক থেকে বিরত রাখার মাধ্যমে ☝️

- যেকোন পেশায় থেকে আপনি দাওয়াহ’র কাজ করতে পারবেন যদি আল্লাহর রহমতে অন্তরে বিশুদ্ধ নিয়ত আর থাকে চেষ্টা থাকে। 🎓🥼🩺✅

💠 চেম্বারে পেশেন্ট আসলো স্বাভাবিকের ন্যায় সাধারন ভাবেই সমস্যা জেনে নিচ্ছিলাম মেডিসিন দিবার জন্য, পেশেন্ট ছিলো ৮ বছরের ছেলে বাচ্চা মানুষ সাথে ছিলো পেশেন্টের বাবা। ছেলেটা পড়াশোনা করতেছে মাদ্রাসায়। খুব শিগগিরই নজোরানা থেকে কুরআন হিফজ নিবে। এটা শুনে মন থেকে দোয়া করতেছিলাম।
কারন তলেবুল ইলমদের জন্য অন্তরের আলাদা একটা দোয়া ভালোবাসা চলে আসে। রোগী ছিলো পূর্ব পরিচিত। তাই মহব্বত একটু বেশি তার অবশ্য একটা কারন হলো ছেলে বয়সের তুলনায় যথেষ্ট মেছিউড (মাশাআল্লাহ বারাকাল্লাহু লাকুম ) হিফয শুরু করবে জানার পর কুরআন তেলওয়াত করে শুনাতে বলায় সাথে সাথে সূরা ফাতেহা তিলওয়াত করে শুনালো।

- এরপর হটাৎ করে চোখের নজর গেলো বাচ্চার গলায়! দেখি সুতোর মতো কি যেনো একটা ঝুঁলানো গলায়, কাছে গিয়ে দেখি তাবিজ !!

-তারপর ওর বাবাকে জিজ্ঞেস করলাম কেনো তাবিজ ঝুলিয়েছেন বাচ্চার গলাতে ?
- বাচ্ছার বাবা উত্তর দিলো বাচ্চার সমস্যা হয় মাঝে মাঝে, তাই তাবিজ ঝুলিয়েছি।

- তাদেরকে বল্লাম দেখুন তাবিজের কোন ক্ষমতা নেই সমস্যা ভালো করার, বরং তাবিজ ঝুলালেই যে সমস্যা ভালো হবে এটা বিস্বাস করলেই শিরক হবে আল্লাহর সাথে।

বুঝানোর জন্য উদহারন স্বরুপ বল্লাম আমি যদি ওষুধ না দিয়ে এগুলো গলায় ঝুলিয়ে দেই আপনি মানবেন তো?
বল্লো না তাহলে তো লাভ নেই!
ঠিক তখন বল্লাম তাবিজ ঝুলিয়ে তেমন লাভ নেই তুবে কুরআন হাদিসের আলোকে দোয়া দিয়ে ঝাড়ফুঁক করলে লাভ আছে।

- রাসুলুল্লাহ (সাঃ) তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন। সম্ভব হলে কুরআন হাদিসের দুয়া গুলো দিয়ে আপনারাই ঝাড়-ফুঁক কইরেন।
এবং কুরআনের কয়েক্টা সূরা এবং দোয়ার কথা স্বরন করিয়ে দিলাম বাচ্চাকে যেহেতু সে কুরআনের ছাত্র। আল্লাহর উপর ভরসা করে নিজেরা যতোটুকু সম্ভব দোয়া করে ঝাড়-ফুঁক করবেন বেশি সমস্যা অনুভব হলে সাথে জানাবেন চিকিৎসা সেবা নিবেন সুন্নাহ সম্মত ভাবে।

- আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনারা সহজ ভাবেই বুঝে গেছে এবং বলতেছে এখুনি খুলে ফেলি দেন আমিও সাথে সাথে বল্লাম মহান আল্লাহকে খুশি করানোর নিয়তে, যে যদি তাবিজ না খোলেন আমি চিকিৎসা দিবো না ।

- তাবিজটা খুলার পর অন্তরের কেমন যেনো একটা প্রশান্তিময় তৃপ্তি অনুভব করলাম যেটা দুনিয়াবি কোন কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না! 💔

- যাওয়ার পূ্র্বে আবার ও তেলাওয়াত শুনাতে বল্লাম এবং সাথে সাথে রাজী হলো আমিও শুনলাম এবং রেকর্ড করে রাখলাম বার বার শুনার জন্য, কারন তেলওয়াত ছিলো শ্রুতিমধুর।
তাকে প্রশ্ন করলাম কি হতো চাও সাথে উত্তর দিলো ভালো কুরআনে হাফেজ এবং ভালো আলেম হতে চায়, আমিও আমিন বলে দোয়া করলাম রবের নিকট, বল্লাম সম্ভব হলে তুমি প্রতিযোগিতায় সুযোগ পেলে অংশগ্রহণ করিও তোমার কুরআনের খেদমত আল্লাহ কবুল করুক 🤲

- ছেলের বাবা গ্রামের সহজ সরল মানুষ এবং খুব আন্তরিক, ছেলেকে মোহাব্বত করি দেখে কেমন যেনো আবেগময় হয়ে গেলো বার বার ছেলের জন্য দুয়া চাইলো। আমি পারিবারিক আর্থিক অবস্থা অবগত থাকায় আস্বস্ত করলাম যেকোন সমস্যা আসলে আল্লাহর রহমতে চিকিৎসা সেবা দিয়ে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। শেষে বল্লাম ছেলের যত্ন নিয়েন ঠিকঠাক মতো।

🔰 হাদিসে এসেছে :
"শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক"।
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]

- সবাই জানেন আল্লাহর ওয়াদা নিশ্চয়ই শিরককারীরা জান্নাতে প্রবেশ করবে না, যদি না তাওবা করে ক্ষমা চায় মৃত্যুর আগ পর্যন্ত।

আবদুল্লাহ বিন উকাইম থেকে মারফু হাদীছে বর্ণিত আছে,
«من تعلق شيئا وكل اليه»

- ‘‘যে ব্যক্তি কোন জিনিষ লটকায় সে উক্ত জিনিষের দিকেই সমর্পিত হয়’’। অর্থাৎ এর কুফল তার উপরই বর্তায়।
[ সহীহ সুনানে তিরমিযী, হাদীছ নং- ১৬৯১।]

🔰নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে, তিনি সাহাবীগণকে ঝাড়-ফুঁক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঝাড়-ফুঁকের বিভিন্ন দো‘আও প্রমাণিত আছে

- “আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি। প্রতিটি এমন রোগ আরোগ্যের জন্যে, যা তোমাকে কষ্ট দেয়। প্রতিটি মানুষের অকল্যাণ থেকে এবং হিংসুকের বদ নজর থেকে আল্লাহ তোমাকে শিফা দান করুন। আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি।”
[সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- “আমি আল্লাহ এবং তাঁর কুদরতের উসীলায় আমার কাছে উপস্থিত ও আশংকিতকারী অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।
[ সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

-মহান আল্লাহ উত্তম শেফা দানকারী
-মহান আল্লাহ সুবহানাহু উত্তম ফয়সালাকারী
-মহান আল্লাহ সর্বোত্তম জ্ঞানী।

🏥 শ্রীপুর হোমিও হল 🏥
✒️ Dr. Md Abul Kashem - Sojib
------ D.H.M.S (Dhaka)
------ B.B.A (NU)

◾২৮ - ০২ - ২০২৫ 🌸

~বিবাহিতদের উত্তম খাবার 🍌🥕🍇দিন শুরু হোক (যথাসম্ভব আগুনের স্পর্শবিহীন) প্রাকৃতিক জীবন্ত খাবারের সমারোহ দিয়ে...!🌼✅ আজকের ...
06/02/2025

~বিবাহিতদের উত্তম খাবার 🍌🥕🍇

দিন শুরু হোক (যথাসম্ভব আগুনের স্পর্শবিহীন) প্রাকৃতিক জীবন্ত খাবারের সমারোহ দিয়ে...!🌼

✅ আজকের রংধনু নাস্তায় রয়েছে খেজুর, আনার দানা, কালো কিসমিস, পাকা পেঁপে, পাকা কলা, আপেল কুঁচি, টমেটো, পেঁয়াজ-আদা-রসুন-কাঁচা হলুদ কুচি, পানিতে ভেজানো ডাল বীজ, পঞ্চবাদাম, কাঁচা ছোলা, টক দই, ধনেপাতা-পুদিনা পাতা-লেটুস পাতা, গোলমরিচের গুঁড়া সহকারে কোয়েল পাখির ডিম সিদ্ধ এবং মধু। গ্লাসে রয়েছে ছাদ বাগানের কচি গমের চারার রস ও লেবু।

- আলহামদুলিল্লাহ এক পেশেন্টর গলা থেকে তাবিজ কেটে ফেল্লাম তাদের অনুমতিতে! ⭕- তাওহিদ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা-প্র...
04/01/2025

- আলহামদুলিল্লাহ এক পেশেন্টর গলা থেকে তাবিজ কেটে ফেল্লাম তাদের অনুমতিতে! ⭕

- তাওহিদ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা-প্রয়াশ মানুষকে শির্ক থেকে বিরত রাখার মাধ্যমে 🕋

-যেকোন পেশায় থেকে আপনি দাওয়াহ’র কাজ করতে পারবেন যদি আল্লাহর রহমতে অন্তরে বিশুদ্ধ নিয়ত আর থাকে চেষ্টা থাকে। 🎓🥼🩺✅

💠 চেম্বারে পেশেন্ট আসলো স্বাভাবিকের ন্যায় সাধারন ভাবেই সমস্যা জেনে মেডিসিন দেওয়া হলো, পেশেন্ট ছিলো ২০ বছরের মহিলা মানুষ সাথে ছিলো পেশেন্টের 'মা এবং ছোট ছেলে বাবু ২ বছর বয়স (দেখতে অনেক কিউট ছিলো মাশাআল্লাহ বারাকাল্লাহু লাকুম 🤲)

- তো বাচ্চাটা সচারাচর বাকি ৮/১০ টা বাচ্চাদের তুলনায় একটু বেশি দুষ্টামি করে। বাচ্চার মা আর নানু মিলে বাচ্চাটাকে সামলাতে পারছে না তাই বাচ্ছাকে চুপচাপ বসে থাকার জন্য চকোলেট খাওয়ানোর প্রতিস্রুতি দেই। মেডিসিন দেওয়া শেষ এখন প্রতিস্রুতি অনুযায়ী চকোলেট হিসাবে হোমিওপ্যাথিক বড়ি ওষুধ গুলো দিলাম খেতে (মেডিসিন ছাড়াই)। পেশেন্টরা মেডিসিনের টাকা পেমেন্ট করছে এখন চলে যাবে, এই মুহুর্তে বাচ্চাকে জিজ্ঞেস করলাম আর কিছু খাবা চিপস বা অন্য কিছু?
বাচ্চাটা উত্তর দিলো চিপ খাবো, তারপর বল্লাম চুপচাপ বসো চিপস এনে দিচ্ছি। তো বাচ্চার জন্য চিপস আনলাম এবং বাচ্চার মা আর নানুর জন্য বিস্কিট নিলাম যতোটুকু সম্ভব আতিথিয়েতার জন্য। এরপর হটাৎ করে চোখের নজর গেলো বাচ্চার গলায়!
দেখি সুতোর মতো কি যেনো একটা ঝুঁলানো গলায়, কাছে গিয়ে দেখি তাবিজ !!

-তারপর জিজ্ঞেস করলাম কেনো তাবিজ ঝুলিয়েছেন বাচ্চার গলাতে ?
- উনারা উত্তর দিলো বাচ্চার শ্বাসকষ্ট, তাই তাবিজ ঝুলিয়েছি।

-তাদেরকে বল্লাম দেখুন তাবিজের কোন ক্ষমতা নেই শ্বাসকষ্ট ভালো করার, বরং তাবিজ ঝুলালেই যে শ্বাসকষ্ট ভালো হবে এটা বিস্বাস করলেই শিরক হবে আল্লাহর সাথে ।

-রাসুলুল্লাহ (সাঃ) তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন। সম্ভব হলে কুরআন হাদিসের দুয়া গুলো দিয়ে আপনারাই ঝাড়-ফুঁক কইরেন।
এবং কুরআনের কয়েক্টা সূরা এবং দোয়ার কথা স্বরন করিয়ে দিলাম।

- উনারা জাস্ট সহজেই বল্লো হুজুরেরাই তো তাবিজ দিতে কইলো আর হুজুরই এটা দিলো।
আমি বল্লাম যারা তাবিজ নিয়ে ব্যাবসা ঐ রকম হুজুর এটা বলবে এটাই স্বাভাবিক বেপার।

-অথচ রাসুলুল্লাহ (সঃ) রুকিয়া এবং সুন্নাহ সম্মত ভাবে চিকিৎসা নিতে বলেছেন। আপনারা আল্লাহর উপর ভরসা করে নিজেরা যতোটুকু সম্ভব দোয়া করে ঝাড়-ফুঁক করবেন এবং সম্ভব হলে সাথে শ্বাসকষ্টের জন্য ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াবেন।

-আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনারা সহজ ভাবেই বুঝে গেছে বিষয়টি এবং বলতেছে আপনার কাছে তো ক্যাঁচি আছে ওটা দিয়ে এখুনি কেটে দেন আমিও সাথে সাথে মহান আল্লাহকে খুশি করানোর নিয়তে কেটে তাবিজের রশিটি নামিয়ে নিলাম ।

- অন্তরের কেমন যেনো একটা প্রশান্তিময় তৃপ্তি অনুভব করলাম যেটা দুনিয়াবি কোন কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না! 💔

🔰 হাদিসে এসেছে :
"শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক"।
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]

- সবাই জানেন আল্লাহর ওয়াদা নিশ্চয়ই শিরককারীরা জান্নাতে প্রবেশ করবে না, যদি না তাওবা করে ক্ষমা চায় মৃত্যুর আগ পর্যন্ত।

আবদুল্লাহ বিন উকাইম থেকে মারফু হাদীছে বর্ণিত আছে,
«من تعلق شيئا وكل اليه»

- ‘‘যে ব্যক্তি কোন জিনিষ লটকায় সে উক্ত জিনিষের দিকেই সমর্পিত হয়’’। অর্থাৎ এর কুফল তার উপরই বর্তায়।
[ সহীহ সুনানে তিরমিযী, হাদীছ নং- ১৬৯১।]

🔰নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে, তিনি সাহাবীগণকে ঝাড়-ফুঁক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঝাড়-ফুঁকের বিভিন্ন দো‘আও প্রমাণিত আছে

- “আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি। প্রতিটি এমন রোগ আরোগ্যের জন্যে, যা তোমাকে কষ্ট দেয়। প্রতিটি মানুষের অকল্যাণ থেকে এবং হিংসুকের বদ নজর থেকে আল্লাহ তোমাকে শিফা দান করুন। আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি।”
[সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

- “আমি আল্লাহ এবং তাঁর কুদরতের উসীলায় আমার কাছে উপস্থিত ও আশংকিতকারী অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।
[ সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]

-মহান আল্লাহ উত্তম শেফা দানকারী
-মহান আল্লাহ সুবহানাহু উত্তম ফয়সালাকারী
-মহান আল্লাহ সর্বোত্তম জ্ঞানী।

🏥 শ্রীপুর হোমিও হল 🏥
✒️ Dr. Md Abul Kashem - Sojib
------ D.H.M.S (Dhaka)
------ B.B.A (NU)

০৪ - ০১ - ২০২৫ 🌸

Address

Bakila Hajiganj Chandpur
Chandpur

Telephone

+8801829230430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Abul Kashem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md Abul Kashem:

Share

Category