
20/04/2025
- আলহামদুলিল্লাহ 🟥
৭ মাসের বাচ্চা রোগীর গলা থেকে তাবিজ, কড়ি এবং হাতে গিট দেওয়া সুতা কেটে ফেল্লাম এবং শিরক সম্পর্কে বুঝিয়ে বল্লাম ☝️
২০২৫ সালে এই নিয়ে ৬ টা তাবিজ খুল্লাম 📍
- তাওহিদ প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা-প্রয়াশ মানুষকে শির্ক থেকে বিরত রাখার মাধ্যমে ☝️
যেকোন পেশায় থেকে আপনি দাওয়াহ’র কাজ করতে পারবেন যদি আল্লাহর রহমতে অন্তরে বিশুদ্ধ নিয়ত আর থাকে চেষ্টা থাকে 🎓🥼🩺✅
💠 চেম্বারে পেশেন্ট আসলো স্বাভাবিকের ন্যায় সাধারন ভাবেই সমস্যা জেনে নিচ্ছিলাম মেডিসিন দিবার জন্য, পেশেন্ট ছিলো ৭ মাসের ছেলে বাচ্চা, মাশাল্লাহ বারাকাল্লাহ্ দেখলে যেই কেউ কোলে নিতে চাইবে।
- এরপর হটাৎ করে চোখের নজর গেলো বাচ্চার গলায়! দেখি কি যেনো একটা ঝুঁলানো গলায়, কাছে গিয়ে দেখি তাবিজ + কড়ি ভালো করে খুজার পর হাতেও গিট দেওয়া সুতা !!
- তারপর বাচ্চার মাকে জিজ্ঞেস করলাম কেনো এসব তাবিজ + কড়া ঝুলিয়েছেন বাচ্চার গলাতে ?
- বাচ্ছার মা উত্তর দিলো বাচ্চার সমস্যা হয় শুকিয়ে যায় দিন দিন, তাই অনেক দূর থেকে গিয়ে হুজুর দিয়ে পড়ায়া আনছি।
- উনাকে বল্লাম এসব লাগানোর পর শুকানো কমছে নি ?
শুকিয়ে যাওয়া আটকানোর কোন ক্ষমতা তাবিজের নেই নেই , বরং এটা ঝুলালেই যে সমস্যা ভালো হবে এমন কিছু বিস্বাস করলেই শিরক হবে আল্লাহর সাথে।
📍সাথে সাথে বল্লাম ওর সমস্যা বেশি হচ্ছে বদ নজর থেকে কারন দেখতে মাশাআল্লাহ সুন্দর সবার কোলে যায়, কেউ ঠিক মতো দোয়া করে না উল্টো অনেকই হিংস্র চোখে নজর দেয়।
আপনি নিজেই বাচ্চাকে ঝাড়ফুঁক করে দিবেন।
সূরা ফালাক এবং নাসের অর্থ মোবাইল থেকে বের করে দেখালাম এই সম্পর্কে বুঝালাম বিভিন্ন দোয়া কথা বলে দিলাম।
- রাসুলুল্লাহ (সাঃ) তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন। আল্লাহর উপর ভরসা করে নিজেরা যতোটুকু সম্ভব দোয়া করে ঝাড়-ফুঁক করবেন বেশি সমস্যা অনুভব হলে সাথে জানাবেন চিকিৎসা সেবা নিবেন সুন্নাহ সম্মত ভাবে।
- আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে উনি সহজ ভাবেই বুঝে গেছে, তারপর বল্লাম এখুনি খুলে ফেলেন দেন আমি আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা দিবো। সাথে সাথে কাছে সিজার/ক্যাচি দিয়ে কেটে ফেলেছি আলহামদুলিল্লাহ, মহান রবকে খুশি করানোর জন্য।
- গিট দেওয়া এগুলো খুলার পর অন্তরের কেমন যেনো একটা প্রশান্তিময় তৃপ্তি অনুভব করলাম যেটা দুনিয়াবি কোন কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না! 💔
🔰 হাদিসে এসেছে :
"শরিরে যেকোন প্রকার তাবিজ ঝুলানো শিরক"।
[মুসনাদে আহমদ: ১৭৪৫৮, সহিহ হাদিস:৪৯২]
- সবাই জানেন আল্লাহর ওয়াদা নিশ্চয়ই শিরককারীরা জান্নাতে প্রবেশ করবে না, যদি না তাওবা করে ক্ষমা চায় মৃত্যুর আগ পর্যন্ত।
আবদুল্লাহ বিন উকাইম থেকে মারফু হাদীছে বর্ণিত আছে,
«من تعلق شيئا وكل اليه»
- ‘‘যে ব্যক্তি কোন জিনিষ লটকায় সে উক্ত জিনিষের দিকেই সমর্পিত হয়’’। অর্থাৎ এর কুফল তার উপরই বর্তায়।
[ সহীহ সুনানে তিরমিযী, হাদীছ নং- ১৬৯১।]
🔰নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে, তিনি সাহাবীগণকে ঝাড়-ফুঁক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঝাড়-ফুঁকের বিভিন্ন দো‘আও প্রমাণিত আছে
- “আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি। প্রতিটি এমন রোগ আরোগ্যের জন্যে, যা তোমাকে কষ্ট দেয়। প্রতিটি মানুষের অকল্যাণ থেকে এবং হিংসুকের বদ নজর থেকে আল্লাহ তোমাকে শিফা দান করুন। আল্লাহর নামে তোমাকে ঝাড়-ফুঁক করছি।”
[সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]
- “আমি আল্লাহ এবং তাঁর কুদরতের উসীলায় আমার কাছে উপস্থিত ও আশংকিতকারী অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি”।
[ সহীহ মুসলিম, অধ্যায়: কিতাবুস সালাম]
- মহান আল্লাহ উত্তম শেফা দানকারী
- মহান আল্লাহ সুবহানাহু উত্তম ফয়সালাকারী
- মহান আল্লাহ সর্বোত্তম জ্ঞানী।
🔴 ওষুধের টাকা পরিশোধ করতে আসছে আর্থিক পরিস্থিতি বুঝার পর টাকা কম রেখেছি এবং দোয়া চাওয়াতে নিজেই বাচ্চাটাকে যতোটুকু সম্ভব দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করে দিছি 🔴
🏥 শ্রীপুর হোমিও হল 🏥
✒️ Dr. Md Abul Kashem - Sojib
------ D.H.M.S (Dhaka)
------ B.B.A (NU)
◾২০ - ০৪ - ২০২৫ 🌸