10/09/2025
🔴 পর্ব ৭: প্রসবের সময় (লেবার টাইম) করণীয় ও বর্জণীয়।
🔵 বিষয়বস্তু: লেবার টাইমে কী করা উচিত, কী থেকে বিরত থাকতে হবে, দোয়া, আমল এবং চিকিৎসা সহায়তা।
♾️ মেডিক্যাল দৃষ্টিতে করণীয় :
১. গভীর নিঃশ্বাস নেওয়া ও ধীরে ধীরে শ্বাস ত্যাগ: ব্যথার সময় রিল্যাক্সেশন টেকনিকস কাজে দেয়। গাইডেড ব্রিদিং প্রসবকে সহজ করে।
২. চিকিৎসকের নির্দেশনা অনুসরণ:
✅ নিয়মিত চেকআপ অনুযায়ী হাসপাতাল পৌঁছানো।
✅ পেইন ম্যানেজমেন্ট (প্রাকৃতিক বা মেডিক্যাল) নিয়ে আগেই পরিকল্পনা করা উচিত।
3. সমর্থনকারী সঙ্গে থাকা:
একজন ঘনিষ্ঠ আত্মীয় বা স্বামী পাশে থাকলে মানসিক শক্তি বৃদ্ধি পায়।
4. নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।
মেডিক্যাল দৃষ্টিতে বর্জনীয় :
✅ আতঙ্কিত হওয়া বা চিৎকার করে শক্তি নষ্ট করা।
✅ ব্যথার সময় ঘন ঘন শ্বাস বন্ধ রাখা (hyperventilation) ক্ষতিকর হতে পারে।
✅ পানি বা খাবার না খেয়ে দুর্বল হয়ে পড়া (যদি ডাক্তার অনুমতি দেন তবে হালকা তরল গ্রহণ করা যায়)।
✅ অনুমতি ছাড়া যেকোনো ওষুধ গ্রহণ করা উচিত নয়।
বিশেষ টিপস: কোন লক্ষণ দেখা দিলে সাথে সাথে হাসপাতালে যেতে হবে
📌 পানির থলি ফেটে যাওয়া
📌 নিয়মিত ব্যথা শুরু হওয়া
📌 শিশুর নড়াচড়া কমে যাওয়া
📌 রক্তপাত শুরু হলে
♾️ ইসলামের দৃষ্টিতে প্রসবকাল:
ইসলামে মা হওয়া একটি সম্মানজনক অবস্থান। প্রসবকালীন কষ্ট ও ধৈর্য সম্পর্কে রাসুল (সা.) বলেন:
“একজন মায়ের গর্ভধারণ, প্রসব ও স্তন্যদান – সবই আল্লাহর কাছে পূণ্যময় আমল।” (সহীহ হাদীস)
লেবার টাইমে করণীয় আমল ও দোয়া:
১. দোয়া ও জিকির:
اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت تجعل الحزن إذا شئت سهلا
অর্থ: হে আল্লাহ! যা তুমি সহজ করো, তা ছাড়া কিছুই সহজ নয়। তুমি চাইলে দুঃখকেও সহজ করে দিতে পারো। (ইবন হিব্বান)
সুরা মারইয়াম – প্রসবের সময় পড়লে সাহস ও ধৈর্য বৃদ্ধি পায়।
আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইনশিরাহ – ব্যথা সহ্য করার শক্তি ও সুরক্ষার জন্য।
২. তাওয়াক্কুল:
আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা এবং বারবার “ইয়া আল্লাহ, ইয়া রহীম” বলা।
৩. আযান ও তকবির:
যদি প্রসবের মুহূর্তে পরিবেশ অনুকূল থাকে, উচ্চস্বরে আযান ও তকবির পড়া যেতে পারে।
সোর্স (মেডিক্যাল):
Mayo Clinic – Stages of labor and delivery
https://www.mayoclinic.org/healthy-lifestyle/labor-and-delivery
NHS UK – What happens in labour
https://www.nhs.uk/pregnancy/labour-and-birth/
PubMed Central – Breathing techniques and pain relief during labour
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6077694/
✒️উপস্থাপনায়
Dr. Md Abul Kashem 🩺 🎓
সহকারী➡️ শ্রীপুর হোমিও হল
- ডি.এইচ. এম. এস (ঢাকা )
- বি.বি.এ (জাতীয় বিশ্ববিদ্যালয় )
⭕মেডিসিন বিভাগ ⭕
চাঁদপুর স্পেশালইজড হোমিওপ্যাথিক হাসপাতাল, মতলব ধনাপাড়, চাঁদপুর।
+8801829-230430 (Imo+ WhatsApp)
#প্রসবকালীনদোয়া #লেবারটাইম #ইসলামিকপ্রসব #মায়েরজন্যদোয়া #গর্ভাবস্থারজ্ঞান