01/07/2024
আসসালামু আলাইকুম।
আমরা কৃতজ্ঞ, আমরা অনুপ্রাণিত, আমরা আশীর্বাদ তুষ্ট!
"ভালোবাসা ছড়িয়ে পড়ুক মানবতার কল্যাণে" এই স্লোগানকে বুকে ধারন করে সকলের ভালোবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা আজ ৫ম বছরে পদার্পণ করেছে। প্রথমেই ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের উপদেষ্টা, এলিট সদস্য, কার্যনির্বাহী পরিষদ এবং সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা "কাঠপেন্সিল ব্লাড ও যুব কল্যান সংস্থাকে" ভালবেসে সবসময় পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছেন তাদের সকলকে। কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের হাত ধরে "কাঠপেন্সিল ব্লাড ও যুব কল্যান সংস্থা" পথচলা শুরু হয়েছে।
"কাঠপেন্সিল ব্লাড ও যুব কল্যান সংস্থা" একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন।
মনে প্রাণে নতুন আশা জেগেছে, স্বপ্ন জেগেছে। এই আশা আর স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমাদের পথচলা। বড় বড় স্বপ্নগুলো আমাদের ভেতরে বেড়ে ওঠে, আমাদের সাহসী করে, উদ্যমী করে তোলে, এবং স্বপ্নগুলো অর্জিত হয়। স্বপ্নপূরণের পথে কিছু তরুণ-তরুণীর সম্মিলিত সাহসী উদ্যোগ "কাঠপেন্সিল ব্লাড ও যুব কল্যান সংস্থা" এর যাত্রা শুরু ১লা জুলাই, ২০২০ ইং।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১/ বিনামূল্যে রক্তদান সেবা।
২/ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা।
৩/ বিনামূল্যে অক্সিজেন সেবা।
৪/ অসহায় রুগীকে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা।
৫/ বৃক্ষরোপণ কর্মসূচি।
৬/ শীতবস্ত্র বিতরণ করা।
৭/ ঈদ উপহার সামগ্রী বিতরন।
৮/সেলাই মেশিন বিতরন।
৯/ অসহায়কে খাদ্য সহায়তা।
১০/ এতিমখানায় কোরআন শরীফ বিতরন।
আমরা আমাদের সকল কার্যক্রমগুলোকে আরো বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা ধন্য সমাজের জন্য কিছু করতে পেরে, আমরা ধন্য অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে।
আমরা আমাদের পথচলায় সবাইকে সাথে পেয়েছি, ভবিষ্যতেও সকলকে সাথে পাবো এবং সহযোগিতা পাবো এই প্রত্যাশা করছি। সকলের কাছে দোয়া এবং সুপরামর্শ কামনা করছি। ধন্যবাদ সকলকে।