কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা

কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা Blood

01/07/2024

আসসালামু আলাইকুম।
আমরা কৃতজ্ঞ, আমরা অনুপ্রাণিত, আমরা আশীর্বাদ তুষ্ট!
"ভালোবাসা ছড়িয়ে পড়ুক মানবতার কল্যাণে" এই স্লোগানকে বুকে ধারন করে সকলের ভালোবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা আজ ৫ম বছরে পদার্পণ করেছে। প্রথমেই ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের উপদেষ্টা, এলিট সদস্য, কার্যনির্বাহী পরিষদ এবং সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা "কাঠপেন্সিল ব্লাড ও যুব কল্যান সংস্থাকে" ভালবেসে সবসময় পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছেন তাদের সকলকে। কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের হাত ধরে "কাঠপেন্সিল ব্লাড ও যুব কল্যান সংস্থা" পথচলা শুরু হয়েছে।
"কাঠপেন্সিল ব্লাড ও যুব কল্যান সংস্থা" একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন।
মনে প্রাণে নতুন আশা জেগেছে, স্বপ্ন জেগেছে। এই আশা আর স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমাদের পথচলা। বড় বড় স্বপ্নগুলো আমাদের ভেতরে বেড়ে ওঠে, আমাদের সাহসী করে, উদ্যমী করে তোলে, এবং স্বপ্নগুলো অর্জিত হয়। স্বপ্নপূরণের পথে কিছু তরুণ-তরুণীর সম্মিলিত সাহসী উদ্যোগ "কাঠপেন্সিল ব্লাড ও যুব কল্যান সংস্থা" এর যাত্রা শুরু ১লা জুলাই, ২০২০ ইং।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১/ বিনামূল্যে রক্তদান সেবা।
২/ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা।
৩/ বিনামূল্যে অক্সিজেন সেবা।
৪/ অসহায় রুগীকে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা।
৫/ বৃক্ষরোপণ কর্মসূচি।
৬/ শীতবস্ত্র বিতরণ করা।
৭/ ঈদ উপহার সামগ্রী বিতরন।
৮/সেলাই মেশিন বিতরন।
৯/ অসহায়কে খাদ্য সহায়তা।
১০/ এতিমখানায় কোরআন শরীফ বিতরন।
আমরা আমাদের সকল কার্যক্রমগুলোকে আরো বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা ধন্য সমাজের জন্য কিছু করতে পেরে, আমরা ধন্য অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে।
আমরা আমাদের পথচলায় সবাইকে সাথে পেয়েছি, ভবিষ্যতেও সকলকে সাথে পাবো এবং সহযোগিতা পাবো এই প্রত্যাশা করছি। সকলের কাছে দোয়া এবং সুপরামর্শ কামনা করছি। ধন্যবাদ সকলকে।

১লা জুলাই ২০২৪ইং তারিখে প্রিয়  আবেগ ও ভালোবাসার স্পন্দন কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা  এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...
30/06/2024

১লা জুলাই ২০২৪ইং তারিখে প্রিয় আবেগ ও ভালোবাসার স্পন্দন কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল স্বেচ্ছাসেবী রক্তযোদ্ধা, এডমিন মডারেটর, উপদেষ্টা, সহযোগী সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।।

ফেব্রুয়ারির একুশ তারিখদুপুর বেলার অক্তবৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?বরকতের রক্ত।(একুশের কবিতা, আল মাহমুদ)আজ থেকে ৭২ বছর আ...
21/02/2024

ফেব্রুয়ারির একুশ তারিখ

দুপুর বেলার অক্ত

বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?

বরকতের রক্ত।

(একুশের কবিতা, আল মাহমুদ)

আজ থেকে ৭২ বছর আগের এক বৃহস্পতিবার, বাংলা তারিখ ছিল ৮ ফাল্গুন, ইংরেজি ২১ ফেব্রুয়ারি। ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ। আজ সেই দিনটিকে স্মরণ করার দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২০২৩ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন টিম অস্ট্রেলিয়া কে অভিনন্দন।
19/11/2023

২০২৩ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন টিম অস্ট্রেলিয়া কে অভিনন্দন।

বিসমিল্লাহির_রাহমানির_রহিম ''ভালোবাসা ছড়িয়ে পড়ুক মানবতার কল্যাণে " এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন @কাঠপেন্সি...
11/09/2023

বিসমিল্লাহির_রাহমানির_রহিম

''ভালোবাসা ছড়িয়ে পড়ুক মানবতার কল্যাণে " এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন @কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা এর উদ্যোগে একজন দুস্থ অসহায় মহিলাকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সফলভাবে একটি সেলাই মেশিন বিতরণ সম্পন্ন হয়।

কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন
৩ নং ওয়ার্ডের এক দুস্থ মহিলাকে এই সেলাই মেশিনটি বিতরণ করা হয়।

ধন্যবাদ কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা পরিবারকে।
ানবতার
_ কচুয়াবাসীর
আত্ন ও মানবতার কল্যাণে এগিয়ে আাসা প্রতিটি মানুষের
kathpencilbloodfoundation@gmail.com

কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা

কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন এর ঈদ উপহার বিতরণ । আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ  ঈদ ফুড প্যাকেজ সিজন -৩ এর আয়োজনে গরিব অ...
21/04/2023

কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন এর ঈদ উপহার বিতরণ ।

আসসালামু আলাইকুম,

আলহামদুলিল্লাহ
ঈদ ফুড প্যাকেজ সিজন -৩ এর আয়োজনে গরিব অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করে কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন এর সদস্যরা।। কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে চাঁদপুর জেলার ৮ টি উপজেলায় অসহায় গরিব দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পূর্ণ ।।
উক্ত আয়োজনে যারা কন্ট্রিবিউট করেছেন তাদের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই সাথে ঈদ ফুড প্যাকেজ সিজন -৩ সফল ভাবে আয়োজনের পেছনে যেসব স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি রইলো আন্তরিক ভালোবাসা।।

ধন্যবাদ,সবাইকে , ইনশাআল্লাহ আগামীতে ও যেকোন প্রয়োজনে আপনাদের পাশে পাবো।আপনাদের সেবা এবং অনুপ্রেরণা আমাদেরকে এগিয়ে যেতে উৎসাহিত করে।।
ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো সর্বত্র। কাঠপেন্সিল পরিবার এর স্বেচ্ছাসেবী, সহযোগী, শুভাকাঙ্ক্ষী ডোনার ভাইদেরকে মুনাজাতে রাখবেন সর্বদা এই প্রার্থনা করি

আসসালামুআলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের প্রিয় সংগঠন কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এইবারও অসহায় ম...
12/04/2023

আসসালামুআলাইকুম।
আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের প্রিয় সংগঠন কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এইবারও অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যাচ্ছে।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত পরিবারের জন্য ঈদ ফুড প্যাকেজ এর আয়োজন করা হয়েছে।
আমরা সুবিধা বঞ্চিত কিছু পরিবারের হাতে তুলে দিব একটি করে প্যাকেজ। যে প্যাকেজ এর মধ্যে থাকবে।
১/সেমাই
২/গুড়া দুধ,
৩/চিনি,
৪/সয়াবিন তেল
৫/ কিসমিস
৬/নুডুলস
ইত্যাদি।
প্রত্যেকটি প্যাকেজের জন্য মূল্যে নির্ধারন করা হয়েছে ৬০০ টাকা।
আপনার সামান্য কিছু দানে একটি সুবিধা বঞ্চিত পরিবার ঈদের আনন্দে হাসবে!
চাইলে আপনিও আপনার ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারেন একটি সুবিধা বঞ্চিত পরিবারের সাথে। একটি সুবিধা বঞ্চিত পরিবারের মুখে হাসি ফোঁটাতে মাত্র ৬০০ টাকার প্রয়োজন।

(চাইলে আপনারা আপনাদের যাকাতের টাকার অংশ দিতে পারেন)

সাহায্য পাঠানোর জন্য:
বিকাশ :01864034866
নগদ : 01518316285

টাকা পাঠিয়ে অবশ্যই আমাদের জানাবেন।

চলছে কাঠপেন্সিল পরিবারের টিশার্ট রেজিষ্ট্রেশন। Size Available: M, L, Xl, Xllশুভেচ্ছা মূল্যঃ ৩০০ টাকা মাত্র (সারাদেশে কোর...
03/01/2023

চলছে কাঠপেন্সিল পরিবারের টিশার্ট রেজিষ্ট্রেশন।

Size Available: M, L, Xl, Xll

শুভেচ্ছা মূল্যঃ ৩০০ টাকা মাত্র
(সারাদেশে কোরিয়ার এর মাধ্যমে নিলে কুরিয়ার চার্জ ১০০ টাকা প্রযোজ্য।)

রেজিষ্ট্রেশন ফি পাঠাতেঃ
বিকাশঃ 01864034866
নগদঃ 01518316285

নিবেদক,
কাঠপেন্সিল ব্লাড ফাউন্ডেশন
ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবখানে

নতুন বছরের প্রতিটি দিন সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।
31/12/2022

নতুন বছরের প্রতিটি দিন সকলের জন্য
বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি।

Address

Chandpur

Telephone

+8801864034866

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কাঠপেন্সিল যুব সমাজকল্যাণ সংস্থা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category