09/12/2019
শীতকালের একটা কমন কন্ডিশন হলো,
"বেলস পালসি"
এটা সারা বছরই হয়,তবে শীতকালে একটু বেশি দেখা যায়।
এটা সাধারনত আমাদের মস্তিষ্কের ৭ম ক্রেনিয়াল নার্ভ ইনজুরির কারনে হয়,যার নাম ফেসিয়াল নার্ভ।যেই নার্ভ আমাদের ফেসায়াল এক্সপ্রেশন কন্ট্রোল করে।অর্থাৎ যেই নার্ভের কারনে আপনি হাসতে পারেন,চোখ বন্ধ করতে পারেন,ভ্রু কুচকাতে পারেন ইত্যাদি।
এই নার্ভটা skull এর খুবই সরু ক্যানাল দিয়ে pass হয়।তাই এই নার্ভে কোন ইনফ্লামেশন হলে নার্ভটা ফুলে যায় এবং skull এ চাপ লাগে।ফলে ইনজুরি হওয়ার চান্স থাকে বেশি।
এই কন্ডিশনে রোগীর মুখের একদিকের মাসল প্যারালাইজড হয়ে যায়।যার ফলে ফেসিয়াল এক্সপ্রেশন ঠিকমত কাজ করে না।হাসলে মনে হয় একদিকের মাসল উঠে আরেক দিকেরটা উঠে না ।কারন একদিকের মাসল কাজ করে ঠিকই,কিন্তু অপর দিকের মাসল কাজ করে না।
চোখ বন্ধ হয় না,
চোখ থেকে পানি পড়ে,
হাসি দেয়া যায় না,
ভ্রু নাচানো যায় না,
কানের নিচে,চিবুকের আশেপাশে ব্যথা হয়।
পানি খাওয়ার সময় মুখ থেকে পানি পড়ে যায়।
বেশিরভাগ সময়ই এটা হয় ঘুমের মধ্যে।
অনেক রোগীই কমপ্লেইন করেন যে, তিনি নাকি ঘুমের মধ্যে স্ট্রোক করেছে।
ব্যাপারটা আসলে এরকম নয়।
আমি যতটুকু জানতে পেরেছি তা হলো, এটার প্রধান কারন এখনও জানা যায় নি।
তবে ভাইরাল ইনফেকশনের কারনে এরকমটা হয় বলেই ধারনা করা হয়।
এক্ষেত্রে হার্পিস সিমপ্লেক্স 1 নামের একটা ভাইরাস ভূমিকা রাখে।যেটা কমন কল্ড সোর এর জন্য দায়ী।
ডায়বেটিসের থাকলেও এটা হওয়ার চান্স থাকে।
তাছাড়া কোন ধরনের সার্জারী বা ট্রমার কারনে যদি ৭ম ক্রেনিয়াল নার্ভ ইনজুরি হয় তখনও বেলস পালসি হওয়ার সম্ভাবনা থাকে।
স্ট্রোকের কারনেও বেলস পালসি হয়,তবে সেটা কেবল মুখে ইফেক্ট করবে না।সেই পাশের আপার এবং লোয়ার এক্সট্রিমিটির অন্যান্য মাসলও কিছুটা দুর্বল হবে।
এধরনের কন্ডিশনে একজন ভালো নিউরোলজিস্ট এবং একজন ভালো ফিজিওথেরাপিস্টের কনসালটেন্সি নেয়া উচিত।
নিয়মিত ফিজিওথেরাপী নিলে এবং তার এডভাইস গুলা মেনে চললে এবং তার দেখানো ব্যায়াম গুলো করলে খুব দ্রুতই রিকভার করা সম্ভব।সাধারনত, ১০-১৫ দিনের ভিতরেই সম্পূর্ন ঠিক হয়ে যায়।তবে কন্ডিশন ভেদে সময়টা আরেকটু বেশি লাগতে পারে।
[ ☠ বিঃদ্রঃ ভূয়া ফিজিওথেরাপিস্ট থেকে সাবধান।
গরম ছ্যাক আর মেশিনের ব্যবহারই ফিজিওথেরাপী নয়।ফিজিওথেরাপী নেয়ার আগে অবশ্যই তার কোয়ালিফিকেশন সমন্ধে জেনে নিন।
ভুল ফিজিওথেরাপী নিলে হিতে বিপরীতও হতে পারে।তাই কম টাকায় ফিজিওথেরাপী নেয়ার নামে ভুল চিকিৎসার শিকার হয়ে ফিজিওথেরাপীর দোষ দিবেন না।আপনার আর্থিক সমস্যা থাকলে অবশ্যই ফিজিওথেরাপিস্টকে অবহিত করুন।তিনি হয়তো আপনার বিষয়টি কনসিডার করবেন।দিনশেষে তারাও তো মানুষ,তাদের ও একটা সুন্দর হৃদয় রয়েছে ]
👨⚕️ "মোঃ জাহিদুল হাসান নয়ন"
🏥 লেজার ফিজিওথেরাপী সেন্টার,চাদঁপুর।