Laser Physiotherapy Center, Chandpur

Laser Physiotherapy Center, Chandpur The best physiotherapy center in chandpur city, where the highly graduated physiotherapist will prov

সকালে শীতল কুয়াশার চাদরে ঢাকতে শুরু করেছে আমাদের প্রিয় চাদঁপুর শহর।শীতকালে সাধারনত আমরা কিছু শারিরীক সমস্যার সম্মুখীন হই...
12/11/2021

সকালে শীতল কুয়াশার চাদরে ঢাকতে শুরু করেছে আমাদের প্রিয় চাদঁপুর শহর।
শীতকালে সাধারনত আমরা কিছু শারিরীক সমস্যার সম্মুখীন হই।
ঋতু পরাবর্তনের কারনে জ্বর ঠান্ডা এবং কাশি দেখা দেয়।
তাই বাইরে গেলে গরম কাপড় পরিধান করুন।
পর্যাপ্ত পরিমানে পানি পান করুন।
শিশুদেরকে ঠান্ডা থেকে দূরে রাখুন।
প্রয়োজনে ডাক্তারের সাথে দেখা করুন।
আর এই শীতে বাত ব্যথা এবং মুখ বাকা (বেলস পালসি) হয়ে যাওয়ার প্রবনতা বৃদ্ধি পায় যা ফিজিওথেরাপী চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
ফিজিওথেরাপী নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৭০৩০৫৫৭৫৭ নাম্বারে।

সাবধান থাকুন, সুস্থ্য থাকুন।

07/02/2021

ধন্যবাদ ডাঃ সাকলায়েন রাসেল।
আশা করি আপনার মত সবাই একদিন সত্য কথা গুলো অনুধাবন করবে।

We consider little discount for those patient who are unable to paid full payment.For any query, feel free to contact us...
23/01/2021

We consider little discount for those patient who are unable to paid full payment.

For any query, feel free to contact us.
We are always at your service.

May Allah keep blessing on us.

09/12/2019

শীতকালের একটা কমন কন্ডিশন হলো,
"বেলস পালসি"

এটা সারা বছরই হয়,তবে শীতকালে একটু বেশি দেখা যায়।
এটা সাধারনত আমাদের মস্তিষ্কের ৭ম ক্রেনিয়াল নার্ভ ইনজুরির কারনে হয়,যার নাম ফেসিয়াল নার্ভ।যেই নার্ভ আমাদের ফেসায়াল এক্সপ্রেশন কন্ট্রোল করে।অর্থাৎ যেই নার্ভের কারনে আপনি হাসতে পারেন,চোখ বন্ধ করতে পারেন,ভ্রু কুচকাতে পারেন ইত্যাদি।

এই নার্ভটা skull এর খুবই সরু ক্যানাল দিয়ে pass হয়।তাই এই নার্ভে কোন ইনফ্লামেশন হলে নার্ভটা ফুলে যায় এবং skull এ চাপ লাগে।ফলে ইনজুরি হওয়ার চান্স থাকে বেশি।
এই কন্ডিশনে রোগীর মুখের একদিকের মাসল প্যারালাইজড হয়ে যায়।যার ফলে ফেসিয়াল এক্সপ্রেশন ঠিকমত কাজ করে না।হাসলে মনে হয় একদিকের মাসল উঠে আরেক দিকেরটা উঠে না ।কারন একদিকের মাসল কাজ করে ঠিকই,কিন্তু অপর দিকের মাসল কাজ করে না।

চোখ বন্ধ হয় না,
চোখ থেকে পানি পড়ে,
হাসি দেয়া যায় না,
ভ্রু নাচানো যায় না,
কানের নিচে,চিবুকের আশেপাশে ব্যথা হয়।
পানি খাওয়ার সময় মুখ থেকে পানি পড়ে যায়।

বেশিরভাগ সময়ই এটা হয় ঘুমের মধ্যে।
অনেক রোগীই কমপ্লেইন করেন যে, তিনি নাকি ঘুমের মধ্যে স্ট্রোক করেছে।
ব্যাপারটা আসলে এরকম নয়।
আমি যতটুকু জানতে পেরেছি তা হলো, এটার প্রধান কারন এখনও জানা যায় নি।
তবে ভাইরাল ইনফেকশনের কারনে এরকমটা হয় বলেই ধারনা করা হয়।
এক্ষেত্রে হার্পিস সিমপ্লেক্স 1 নামের একটা ভাইরাস ভূমিকা রাখে।যেটা কমন কল্ড সোর এর জন্য দায়ী।
ডায়বেটিসের থাকলেও এটা হওয়ার চান্স থাকে।
তাছাড়া কোন ধরনের সার্জারী বা ট্রমার কারনে যদি ৭ম ক্রেনিয়াল নার্ভ ইনজুরি হয় তখনও বেলস পালসি হওয়ার সম্ভাবনা থাকে।
স্ট্রোকের কারনেও বেলস পালসি হয়,তবে সেটা কেবল মুখে ইফেক্ট করবে না।সেই পাশের আপার এবং লোয়ার এক্সট্রিমিটির অন্যান্য মাসলও কিছুটা দুর্বল হবে।

এধরনের কন্ডিশনে একজন ভালো নিউরোলজিস্ট এবং একজন ভালো ফিজিওথেরাপিস্টের কনসালটেন্সি নেয়া উচিত।
নিয়মিত ফিজিওথেরাপী নিলে এবং তার এডভাইস গুলা মেনে চললে এবং তার দেখানো ব্যায়াম গুলো করলে খুব দ্রুতই রিকভার করা সম্ভব।সাধারনত, ১০-১৫ দিনের ভিতরেই সম্পূর্ন ঠিক হয়ে যায়।তবে কন্ডিশন ভেদে সময়টা আরেকটু বেশি লাগতে পারে।

[ ☠ বিঃদ্রঃ ভূয়া ফিজিওথেরাপিস্ট থেকে সাবধান।
গরম ছ্যাক আর মেশিনের ব্যবহারই ফিজিওথেরাপী নয়।ফিজিওথেরাপী নেয়ার আগে অবশ্যই তার কোয়ালিফিকেশন সমন্ধে জেনে নিন।
ভুল ফিজিওথেরাপী নিলে হিতে বিপরীতও হতে পারে।তাই কম টাকায় ফিজিওথেরাপী নেয়ার নামে ভুল চিকিৎসার শিকার হয়ে ফিজিওথেরাপীর দোষ দিবেন না।আপনার আর্থিক সমস্যা থাকলে অবশ্যই ফিজিওথেরাপিস্টকে অবহিত করুন।তিনি হয়তো আপনার বিষয়টি কনসিডার করবেন।দিনশেষে তারাও তো মানুষ,তাদের ও একটা সুন্দর হৃদয় রয়েছে ]

👨‍⚕️ "মোঃ জাহিদুল হাসান নয়ন"
🏥 লেজার ফিজিওথেরাপী সেন্টার,চাদঁপুর।

30/10/2019

সেরেজম নামক অপচিকিৎসার ফল।

ভুক্তভুগী যখন অভিযোগ করলো তখন তাকে বলা হলো এরকম নাকি মাঝেমধ্যেই হয়।এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।

আই মিন, সিরিয়াসলি???

বাঙালী নাকি ফ্রি তে আলকাতরা পাইলেও ছাড়ে না,
আর ফ্রি আলকাতরা ব্যবহার করতে গেলে এরকম তো হবেই....

সেরেজম কখনোই ফিজিওথেরাপী না।
এটা শুধুমাত্র একটা অপচিকিৎসা ছাড়া আর কিছুই না।
সময় থাকতে সাবধান হোন।

ধন্যবাদ।

04/10/2019
বিশ্ব ফিজিওথেরাপী দিবস উপলক্ষে লেজার ফিজিওথেরাপী সেন্টার,চাঁদপুর এর পক্ষ থেকে আমাদের সম্মানিত রোগী ও তাদের পরিবার এবং আম...
08/09/2019

বিশ্ব ফিজিওথেরাপী দিবস উপলক্ষে লেজার ফিজিওথেরাপী সেন্টার,চাঁদপুর এর পক্ষ থেকে আমাদের সম্মানিত রোগী ও তাদের পরিবার এবং আমাদের শুভাকাঙ্খীদেরকে মিষ্টিমুখ করানো।

আপনাদের ভালোবাসার ঋন আমরা কখনোই শোধ করতে পারবো না।
তবে আমরা আন্তরিকভাবে সচেষ্ট থাকবো যেন আপনারা খুব দ্রুত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

মহান সৃষ্টিকর্তা আপনাদের দ্রুত সুস্থ্যতা দান করুক।

আমীন.....

কেনো আমি ফিজিওথেরাপী নিবো???কিংবা,বর্তমান সময়ে ফিজিওথেরাপীর প্রয়োজনীয়তাই বা কতটুকু???প্রথমে বলে নেয়া ভালো, ফিজিওথেরাপী ক...
07/09/2019

কেনো আমি ফিজিওথেরাপী নিবো???
কিংবা,
বর্তমান সময়ে ফিজিওথেরাপীর প্রয়োজনীয়তাই বা কতটুকু???

প্রথমে বলে নেয়া ভালো, ফিজিওথেরাপী কেবল মাত্র প্যারালাইসিস অথবা স্ট্রোকের চিকিৎসা না।
এর বিস্তৃতি ব্যাপক।

তবে যদি আমি সহজ ভাষায় বলি তবে আমার কাছে ফিজিওথেরাপী এমন একটি চিকিৎসা যেটা কেবল একজন রোগীকে রোগমুক্তি দ্যায় না,বরং সেটা তাকে দৈনন্দিন জীবনে সাবলিল ভাবে ফিরিয়ে আনতে সাহায্য করে।
কেবল প্যারালাইসিসেরর কারনেই মানুষ ঘরবন্দি হয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয় না।
বিভিন্ন ব্যথার কারনেও মানুষ ঘরবন্দী বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তাদের সমাজে সুস্থ্য সবল ভাবে ফিরিয়ে আনাটাই হলো ফিজিওথেরাপীর প্রধান উদ্দেশ্য।

আজকাল ঘাড় এবং কোমড় ব্যথা একটি কমন সমস্যা হয়ে দাড়িয়েছে।
তার বড় একটা কারন হলো আমাদের আধুনিক লাইফ স্টাইল।
দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থেকে কাজ করা বা অতিরিক্ত সময় ঘাড় কাত করে স্মার্টফোন ব্যবহার করা বা একটানা বসে বসে কাজ করার কারনেই পোস্চারাল পেইন গুলা হয়ে থাকে।
আরো অনেক কারনেও হয় যা লিখে শেষ করা যাবে না।আমি কেবল একটার কথাই বল্লাম।

তো ব্যথা হলেই আমরা সাধারনত পাড়ার কোয়াক ডাক্তার কিংবা এমবিবিএস ডাক্তারের কাছে যাই।তারা কিছু মাসল রিলাক্সজেশন আর কিছু এনালজেসিক মেডিসিন দ্যায়।
কিছুদিন খাওয়ার পর ব্যথা কিছুটা কমে।
তারপর ঔষুধ বন্ধ করলে আবার বাড়ে।
বাধ্য হয়েই ঔষুধ গুলো দীর্ঘদিন কন্টিনিউ করতে হয়।

এভাবে যদি কোন ব্যথা ৩ মাসের অধিক থাকে তবে সেটাকে বলা হয় ক্রনিক পেইন বা দীর্ঘ মেয়াদী ব্যথা।

এই দীর্ঘমেয়াদি ব্যথার জন্য দীর্ঘদিন ব্যথার ওষুধ সেবনের ফলে আমাদের কিডনি ফেইলর কিংবা লিভার সিরোসিস এর মত ভয়ংকর অসুখে পড়তে হয়।
যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

তাই এবার বিশ্ব ফিজিওথেরাপী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো,

"ক্রনিক পেইন বা দীর্ঘমেয়াদি ব্যথা"

একমাত্র কোয়ালিফাইড ফিজিওথেরাপীস্টের তত্বাবধানে সঠিক ভাবে ফিজিওথেরাপী নিলে,
ফিজিওথেরাপীস্টের এডিএল বা এক্টিভিটিস অব ডেইলি লাইফ কিংবা সহজ ভাষায় বললে, ফিজিওথেরাপী চিকিৎসকের আদেশ নিষেধ গুলো মেনে চললে এবং তার দেখানো ব্যায়াম গুলো নিয়মিত করলেই কেবল এই দীর্ঘমেয়াদি ব্যথা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব।

তাই দীর্ঘ মেয়াদি ব্যথার জন্যে ফিজিওথেরাপী নিন,
সুস্থ্য থাকুন।

লেজার ফিজিওথেরাপী সেন্টার,চাদঁপুরের পক্ষ থেকে সবাইকে বিশ্ব ফিজিওথেরাপী দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা।

Happy birthday to Dr.Tohid Jewel (PT).The founder and consultant Physio of Laser Physiotherapy Center,Chandpur.Many many...
04/08/2019

Happy birthday to Dr.Tohid Jewel (PT).
The founder and consultant Physio of Laser Physiotherapy Center,Chandpur.

Many many Happy returns of the day...

পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর হাসি খুশি আর অনাবিল আনন্দ নিয়ে হাজির হলো ইদুল ফিতর।" #লেজার_ফিজিওথেরাপী_সেন্টার" এর ...
04/06/2019

পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর হাসি খুশি আর অনাবিল আনন্দ নিয়ে হাজির হলো ইদুল ফিতর।

" #লেজার_ফিজিওথেরাপী_সেন্টার" এর পক্ষ থেকে সকলকে জানাই ইদুল ফিতরের শুভেচ্ছা।

ইদ বয়ে আনুক আপনার জীবনে সুখ শান্তি আর অনাবিল আনন্দ।

োবারক

Address

Techno Hannan Complex (ex Chayabani Cinema Hall), Chandpur Sadar, Chandpur
Chandpur
3601

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801703055757

Alerts

Be the first to know and let us send you an email when Laser Physiotherapy Center, Chandpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram