হ্যোমিওপ্যাথিক চিকিৎসা

হ্যোমিওপ্যাথিক চিকিৎসা Dr.Basudeb Das

21/06/2021

#নির্দিষ্ট লক্ষণের হোমিওপ্যাথিক
ওষুধের তালিকা - ↓

ü ১) পেট ফাঁপার সদৃশ ঔষধ- লাইকোপোডিয়াম, কার্বভেজ ইত্যাদি।

ü ২) ভয়ের সদৃশ ঔষধ- একোনাইট, ওপিয়াম, আর্সেনিক ইত্যাদি।

ü ৩) সোরার সদৃশ ঔষধ- সালফার, সোরিনাম, গ্রাফাইটিস ইত্যাদি।

ü ৪) সিফিলিসের সদৃশ ঔষধ- মার্কসল, সিফিলিনাম, নাইট্রিক এসিড ইত্যাদি।

ü ৫) সাইকোসিসের সদৃশ ঔষধ- থুজা, মেডোরিনাম, নেট্টাম সালফ ইত্যাদি।

ü ৬) পিপাসা হীনতা সদৃশ ঔষধ- পালসেটিলা, এপিস, ইপিকাক ইত্যাদি।

ü ৭) বাম দিকের আক্রান্ত রোগীর সদৃশ ঔষধ- ল্যাকেসিস, থুজা, এপিস ইত্যাদি।

ü ৮) যানবাহনে চড়লে বমির সদৃশ ঔষধ- পেট্টলিয়াম, কুকুলাস ইন্ডিকা, কার্বলিক এসিড ইত্যাদি।

ü ৯) হুপিং কাশি সদৃশ ঔষধ- ড্রসেরা, পারটুসিন, বেলেডোনা ইত্যাদি।

ü ১০) প্রলাপ বকার রোগীর সদৃশ ঔষধ- বেলেডোনা, স্ট্র্যোমোনিয়াম, হাইয়োসিয়েমাস ইত্যাদি।

ü ১১) আক্ষেপের রোগীর সদৃশ ঔষধ- ক্যাম্ফর, কুপ্রাম মেট, সাইকুটা ভেরোসা ইত্যাদি।

ü ১২) মাথায় ঘাম এর রোগীর সদৃশ ঔষধ- ক্যালকেরিয়া কার্ব, সাইলেসিয়া, ক্যালকেরিয়া ফস ইত্যাদি।

ü ১৩) আলু অসহ্য রোগীর সদৃশ ঔষধ- থুজা, এলুমিনা, কলোসিন্থ ইত্যাদি।

ü ১৪) বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত রোগের বৃদ্ধি সদৃশ ঔষধ- লাইকোপোডিয়াম, চেলেডোনিয়াম, নেট্টাম সাল্ফ ইত্যাদি।

ü ১৫) বিকাল ৩ টায় রোগের বৃদ্ধি রোগীর সদৃশ ঔষধ- বেলেডোনা, এপিস, থুজা ইত্যাদি।

ü ১৬) সর্বাঙ্গীন শীর্ণতা রোগীর সদৃশ ঔষধ- নেট্টাম মিউর, সার্সাপ্যারিলা, আয়োডিন ইত্যাদি।

ü ১৭) সরলান্ত্রের নিষ্ক্রিয়তা জনিত কোষ্ঠবদ্ধতা রোগীর সদৃশ ঔষধ- এলুমিনা, ভিরিট্টাম এল্বাম, সাইলেশিয়া ইত্যাদি।

ü ১৮) নিচের দিকে ঠেলা মারা বেদনার সদৃশ ঔষধ- বেলেডোনা, লিলিয়াম টিগ, সিপিয়া ইত্যাদি।

ü ১৯) খিলধরা বেদনার রোগীর সদৃশ ঔষধ- কুপ্রাম মেট, কলোসিন্থ, ম্যাগ ফস ইত্যাদি ।

ü ২০) থেতলে যাওয়ার ন্যায় বেদনার রোগীর সদৃশ ঔষধ- আর্নিকা, ইউপেটোরিয়াম পার্ফ, ব্যাপ্টিসিয়া ইত্যাদি।

ü ২১) সঞ্চরণশীল বেদনার রোগীর সদৃশ ঔষধ- পালসেটিলা, ল্যাক ক্যান, টিউবারকুলিনাম ইত্যাদি।

ü ২২) বেদনায় অতি সংবেদনশীল রোগীর সদৃশ ঔষধ- একোনাইট, ক্যামোমিলা, কফিয়া ইত্যাদি।

ü ২৩) স্পর্শে অতিসংবেদনশীল রোগীর সদৃশ ঔষধ- হিপার সালফ, ল্যাকেসিস, চায়না ইত্যাদি।

ü ২৪) দপ দপ করা বেদনার রোগীর সদৃশ ঔষধ- বেলেডোনা, গ্লোনইন, মেলিলোটাস ইত্যাদি।

ü ২৫) মাসিকের আগে স্তনে ব্যথার রোগীনির সদৃশ ঔষধ- থুজা, ল্যাক ক্যান, কোনিয়াম ইত্যাদি।

ü ২৬) সরলান্ত্র নির্গমন বাথরুমের রাস্তা বের হয়ে যাওয়া রোগীর সদৃশ ঔষধ- পডোফাইলাম, এলো, রুটা ইত্যাদি।

ü ২৬) চোখের অতি পরিশ্রম জনিত দৃষ্টিহীনতায় রোগীর সদৃশ ঔষধ- রুটা, নেট্টাম মিউর, সেনেগা ইত্যাদি।

ü ২৭) শীর্ণতা শরীরের উপর হতে নীচের দিকের আক্রান্ত রোগীর সদৃশ ঔষধ- নেট্টাম মিউর, লাইকোপোডিয়াম, স্যানিকিউলা ইত্যাদি।

ü ২৮) মুখের কোনগুলো ফাঁটা রোগীর সদৃশ ঔষধ- নাইট্রিক এসিড, কন্ডুরাঙ্গো, গ্রাফাইটিস ইত্যাদি।

ü ২৯) কাশি দিলে প্রসাব বের হয়ে যাওয়ার রোগীর সদৃশ ঔষধ- কস্টিকাম, পালসেটিলা, নেট্টাম মিউর ইত্যাদি।

ü ৩০) নিদ্রালুতার রোগীর সদৃশ ঔষধ- ওপিয়াম, এন্টিম টার্ট, নাক্স মস্কেটা ইত্যাদি।

ü ৩১) পেট ফাঁপার রোগীর সদৃশ ঔষধ- চায়না, লাইকোপোডিয়াম, কার্বভেজ ইত্যাদি।

ü ৩২) আস্তে আস্তে প্রশ্নের উত্তর দেয়া রোগীর সদৃশ ঔষধ- জেলসিমিয়াম, হেলিবোরাস, মার্ক সল, এসিড ফস, ফসফরাস।

ü ৩৩) খুব দ্রুত উত্তর দেয়া রোগীর সদৃশ ঔষধ- হিপার সালফ, লাইকো।

ü ৩৪) চুপ থাকার পর আচমকা উত্তর দেয়া রোগীর সদৃশ ঔষধ- নাক্স ভোম, সালফার।

ü ৩৫) হ্যাঁ/না মোটামুটি এইরকম ভাবে উত্তর দেয়া রোগির সদৃশ ঔষধ- এসিড ফস।

ü ৩৬) বড্ড বেশী কথা বা বকবক করতে করতে উত্তর দেয়া রোগির সদৃশ ঔষধ- সিমিসিফিউগা, হায়োসিয়ামাস, ল্যাকেসিস

ü ৩৭) প্রশ্নের প্রতি উত্তর করে না এমন রোগীর সদৃশ ঔষধ- আর্নিকা, ফসফরাস , সালফার

ü ৩৮) বোকার মতো উত্তর দেয়া রোগীর সদৃশ ঔষধ- ব্যারাইটা কার্ব, এসিড ফস।

ü ৩৯) বুদ্ধিমত্তার সহিত উত্তর দেয়া রোগীর সদৃশ ঔষধ- লাইকো, ফসফরাস

ü ৪০) দুই তিনবার একই প্রশ্ন করার পর উত্তর দেয়া রোগীর সদৃশ ঔষধ- কষ্টিকাম, মেডোরিনাম, জিঙ্কাম মেট

ü ৪১) বিস্ময়ের ছলে উত্তর দেয়া রোগীর সদৃশ ঔষধ- আর্নিকা, ব্যাপ্টিসিয়া, হেলিবোরাস, হায়োসিয়ামাস, এসিড ফস ইত্যাদি।

ü ৪২) নোংরা ড্রেসে একগাল দাড়ি নিয়ে ঢুকেই লম্বা চওড়া ফিলজফি মার্কা লেকচার আরম্ভ করা রোগীর সদৃশ ঔষধ- সালফার

ü ৪৩) খুব বিষন্ন বা মনমরা, চেহারার মধ্যে হতাশার ছাপ যুক্ত রোগীর সদৃশ ঔষধ- ইগ্নেশিয়া, নেট্রাম সাল্ফ, এসিড ফস, সোরিনাম, সিপিয়া।

ü ৪৪) সাহসী বা ভয়হীন কথা বলার সময় সাহসীকতা ফুটে উঠা রোগীর সদৃশ ঔষধ- স্টাফিসেগ্রিয়া

ü ৪৫) উদ্বিগ্ন বা দুশ্চিন্তার ছাপ গ্রস্থ রোগীর সদৃশ ঔষধ- একোনাইট, আর্সেনিক, কষ্টিকাম।

ü ৪৬) শিশু খুব অস্থির প্রকৃতির, একজায়গায় স্থির থাকে না এরকম শিশুর সদৃশ ঔষধ- কেলি ব্রোম, ফসফরাস, টেরেন্টুলা হিস

ü ৪৭) শিশুরা গান বাজনায় নাচতে শুরু করে এরকম রোগীর সদৃশ ঔষধ- টেরেন্টুলা হিস

ü ৪৮) ধার্মিক দৃষ্টিভঙ্গি দেখাবে, অতিরিক্ত রিলিজিয়াস মেনিয়ার রোগীর সদৃশ ঔষধ- হায়োসিয়ামাস, ল্যাকেসিস, লিলিয়াম টিগ, স্ট্রামোনিয়াম।

ü ৪৯) উচ্চাকাঙ্খা এবং অহংকারী রোগীর সদৃশ ঔষধ- লাইকো, প্লাটিনাম।

ü ৫০) খুবই পরিস্কার পরিচ্ছন্ন রোগীর সদৃশ ঔষধ- আর্সেনিক, কার্সিনোসিন, নাক্স ভুমিকা।

ü ৫১) অধৈর্য রোগীর সদৃশ ঔষধ- ক্যামোমিলা, নাক্স ভোম, সালফার।

ü ৫২) আত্মহত্যার কথা বলা রোগীর সদৃশ ঔষধ- অরাম মেট, নেট্রাম সালফ, সোরিনাম।

ü ৫৩) খুবই সিম্প্যাথিটিক, দরদ সহকারে কথা বলা রোগীর সদৃশ ঔষধ- কার্সিনোসিন, কষ্টিকাম, ফসফরাস।

ü ৫৪) ঘ্যানঘ্যান করা শিশুর সদৃশ ঔষধ- এন্টিম ক্রুড, এন্টিম টার্ট, আর্সেনিক

ü ৫৫) রোগীর শরীর থেকে ঘামের বাজে দূর্গন্ধ পাওয়া যায় এমন রোগীর সদৃশ ঔষধ- মার্ক সল, সাইলেসিয়া

ü ৫৬) কোন ঘা বা আলসার থেকে বিশ্রী পঁচা দুর্গন্ধ বেরুচ্ছে এমন রোগীর সদৃশ ঔষধ- ব্যাপ্টিসিয়া, মার্ক সল।

16/06/2021

#ছন্দে_ছন্দে_হোমিওপ্যাথি :

A(a)=Aconite (একোনাইট)=একোনাইট খাব রাশি রাশি হঠাৎ হলে ঠান্ডা কাশি।

B(b)=Belladonna (বেলেডোনা)= বেলেডোনাতে যাবে মাথা ব্যাথা থাকবে না আর দুঃখ গাঁথা ।

C(c) =Capsicum (ক্যাপ্সিকাম) =ক্যাপ্সিকামের আছে কাম গলা জ্বালায় দেয় যে আরাম।

D (d) = Dulcamara (ডালকামারা) =ডাল্কামারাই হয় না বাশি শরত কালের সর্দি কাশি।

E(e)= Euphresia (ইউফ্রেসিয়া)=ইউ ফ্রেসিয়া থাকলে কাছে চোখ উঠলে মারো তাতে ।

F (f)=Ficus indica (ফিকাস ইন্ডিকা)= ফিকাস ইন্ডিকার কথা মনে পড়ে যখন গায়ে গতরে রক্ত ঝরে ।

G(g)=Gelsemium (জেলসেমিয়াম)=জেলসেমিয়াম
মিলে তাতে জ্বরের সঙ্গে সকল অংগ নিস্তেজ যাতে।

H(h)=Hypericum (হাইপেরিকাম)=হাইপেরিকামের
নাইকো আরাম পেরেক ফুটলে দেয় যে আরাম । হাইপেরিকামে হয় যে ব্যাঘাত স্নায়ুর শেষ প্রান্তে পাইলে
আঘাত।

I(i)=Ignatia (ইগ্নেসিয়া)=ইগ্নেসিয়ার অনেক কথা মনে যখন অনেক ব্যাথা।

J(j)=Justicea (জাস্টেসিয়া)=জা স্টেসিয়া থাকলে ঘরে ঘুংড়ী (তীব্র)কাশি যাবে মরে।

K(k)=kreosot(ক্রিয়জট)=ক্রিয়জট অনেকেই কয় মুখে যখন দন্ত ক্ষয়।

K(k)=kalmegh(কালমেঘ)=কালমেঘ মনে পড়ে কালাজ্বর থাকলে পড়ে।

L(l)=Lycopo dium(লাইকোপোডিয় াম)=লাইকোপোডিয়াম দিলে ক’বার জন্ডিস(যকৃত) পীড়া হবে সাবাড়।/ লাইকোপোডিয়াম দিলে পরে স্মৃতি
শক্তি বাড়ে বটে।

M(m)=Momordica charantia (মমোরডিকা ক্যারান্টিয়া)= মমোরডিকা ক্যারান্টিয়ার ভেষজ ক্রিয়া থাকেনা আর হাম পীড়া ।

N (n)=Nux vomica (নাক্স ভমিকা)=নাক্স ভমিকা খেলে পরে পেট ব্যাথা আর কোষ্ঠ্যকাঠিন্য শিথিল করে।

O(o)=O***m (ওপিয়াম)=ওপিয়াম খেলে পরে দু চোখ
ঘুমে ঢলে পরে।/ওপিয়ামের কথা মনে পড়ে নাক ডেকে কেউ ঘুমে পড়ে।

P (p)=Pulsatilla(পালসাটিলা)=পালসা টিলার অনেক গীত লাজুক লাজুক চেহারাতে যত ব্যাথা তত শীত ।

Q (q)=Quassia amara(কোয়াসিয়া আমারা)=
কোয়াসিয়া দিলে পরে পরিপাক ক্রিয়া সবল কারে।/ কোয়াসিয়াই আছে ক্রিয়া থাকবেনা আর পেটের
পীড়া/কীড়া ।

{Q(q)=Quinia Indica(কুইনিয়া ইন্ডিকা)=কুইনিয়া খাইলে ক্ষণে প্রতি ম্যালেরিয়া জ্বর ছাড়বে অতি।}

R (r)=Rhus tox(রাস টক্স)=রাস টক্স দিলে যাবে চলে সারা অংগে ব্যাথা আর ফোস্কা পূর্ণ উদ্ভেদ হলে।

S(s)=Sizygium Jambolinum(সিজিজিয়াম
জাম্বোলিনাম)=সিজিজিয়াম দিব তাদের ডায়াবেটিস আছে যাদের।

T (t)=Terebinthina(টেরেবি ন্থিনা)=টেরেবিন্থিনা দিব
(খাওয়া্বো)তাদের মূত্র শূলে রক্ত যাদের।

U(u)=Urtica urens(আরটিকা ইউরেন্স)=আর্টিকা ইউরেন্স দিব তখন তখন আমবাত হবে যখন যখন।

V(v)=Verbascum(ভার্বাস্কাম)=ভা র্বাস্কাম তেলের নাম যাতে আছে কর্নশুলের কাম।

W(w)=Withania sominifera (উইদানিয়া সমিনিফেরা)= উইদানিয়া সমিনিফেরার নাইকো জুরী যাতে বল শক্তি সবল করি ।

X(x)=Xanthoxylum (এক্সান্থক্সাইলাম/জ্যান্থক্সাইলাম)
=এক্সান্থক্সাইলাম দিব সাথে সাথে বাধক ব্যাথার তৎখনাতে ।

Y(y)=Youhimbinum (ইউহিম্বিনাম)=ই উহিম্বিনাম এমনই নাম যাতে বাড়ে (পুরুষের)স্নায়ুর কাম ।

Z(z)=Zingiber (জিঞ্জিবার)=জিঞ্জিবার খেলে গিলে বদহজম জাবে মিলে ।/ জিঞ্জিবার রাখো সাথে বদহজম থাকলে সাথে। / জিঞ্জিবার খাবে না যারা বদহজমে থাকবে তার।

#সংগ্রহীত

16/06/2021

কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ন/বিরল ১/২ টি লক্ষনের উপর ঔষধ প্রয়োগ করে চমৎকার রেজাল্ট পাওয়া যায়।

📝 সুচ ফুটে যাওয়া– হাইপেরিকাম ২০০।

📝 শিশুদের বমি– ইপিকাক ৩০,২০০।

📝শিশুদের দুধ খেলেই বমি– ইথুজা ৩০,২০০।

📝 আঘাতের সাথে কালো দাগ থাকলে - আর্ণিকা, লিডাম ৩০,২০০।

📝আঘাত লেগে কেটে যাওয়া- ক্যালেন্ডুলা ছয় (বাহ্যিক ব্যবহার) ৩০ সেবন।

📝পেরেক, লোহার তারকাটা ফুটলে– লিডাম পল ৩০,২০০ ।

📝নাক দিয়ে হঠাৎ রক্ত, স্রাব– মিলিফোলিয়াম ৩০।

📝 হঠাৎ জ্বর, কারণ জানা নেই– একোনইট ৩০। জ্বরের প্রথম অবস্থা বেলেডোনা ৩০ ।

📝হঠাৎ করে শিশুদের পেট ব্যথা– ক্যামমিলা ৩০ ।

📝 ট্রেনে বা বাসের ধারে বসার কারনে ঠাণ্ডা লাগা– একোনাইট ৩০, হিপার ৩০।

📝 তেল জাতীয় খাবার খেয়ে পেট খারাপ– পালসেটিলা ৩০ ।

📝মহিলাদের দেরিতে মাসিক, মাসিক বন্ধ, অল্প পরিমাণ মাসিক হওয়া– এমিল নাইট্রেট ৩০ ।

📝মাসিকের সময় কোমরে ব্যথাসহ চাপ চাপ রক্তস্রাব– স্যাবাইনা ২০০।

📝 মাসিকের রক্তস্রাব অল্পমাত্রায় হয়, কিন্তু অধিক সময় স্থায়ী হয়– এব্রোমা আগস্টা ৬। অনিয়মিত মাসিক– জনোসিয়া অশোকা ৬। ডিমের সাদা অংশের মতো সাদাস্রাব– বোরাক্স

📝 সাদাস্রাব ঘন, ক্রিমের মতো ঘন– পালসেটিলা ৩০।

📝যৌনিদারে অসম্ভব চুলকানি– ফ্যাগোপাইরাম ৩০।

📝অতিরিক্ত স্বপ্নদোষ– চায়না ৩০। লম্বা যুবকের নিয়মিত স্বপ্নদোষ– এ্যাসিডফস ২০০।

📝 লিঙ্গের দুর্বলতা, ধজভঙ্গ, উত্তেজনা কম– টার্নেরা ৬ ।

📝মাংস খেয়ে পেটের গোলমাল– নাক্স ভোমিকা ৩০ ।

📝হঠাৎ মানসিক উত্তেজনা– ইগ্নেসিয়া ৩০,২০০

📝হঠাৎ ভয় পাওয়া, আক্ষেপ, একোনাইট ৬ ।

📝 কাজ করতে করতে হঠাৎ পায়ে হাতে খিল ধরা– ম্যাগফস ৩০।

📝 স্তনে আঘাত– কনিয়াম ২০০ ।

📝দাঁত তোলার পর রক্ত স্রাব হেমামেলিস Q, ৩০

📝ধোয়ার কারণে শ্বাসকষ্ট- আর্ণিকা ৩০, বোভিস্টা ২০০

📝জুতা পরার কারণে ফোস্কা পরলে– এলিয়ামসেপা ৩০

📝 মশা, বোলতা ও কীটপতঙ্গ কামড় দিলে– লিডাম ৩০, এনথ্রাক্স ৩০।

📝 গলায় মাছের কাটা ফুটলে– এনাগেলিস ৩০, সাইলেসিয়া ৩০।

16/06/2021

Agnus Castus.
এগ্নাস ক্যাসটাস।
%পরিচয়ঃ ইউরোপের একপ্রকার গুল্মের পাকা ফল থেকে টিংসার প্রস্তুত।
%উৎসঃ চেস্ট গাছ।
%প্রুভারঃ ডাঃ হ্যানিম্যান সহ ৬ জন।
%কাতরতাঃ ২য় শ্রেণীর শীত কাতর।
%মায়াজমঃ সাইকোটিক।
%ক্রিয়াস্হলঃ মন,যৌনাঙ্গ, মলদ্বার,স্নায়ু,চোখ।
এগ্নাসের নারী -পুরুষের বৈশিষ্ট্যঃ
"""""""''''''''''''''''''''''''''''''''''':::::''''''':::::::'''''::
হস্তমৈথুনের অভ্যাসে সম্পূর্ণ ধ্বজভঙ্গ,যাদের কাছে নাই স্পন্দন,কম্পন,উত্তেজনা,অনুুভূতি। এই অভ্যাসে পুরুষের পাশাপাশি নারীও বাদ যায়নি।তাই বিবাহ করতে ভয়,বিবাহ জীবনে শুধু বিড়ম্বনা।বিবাহের পর আত্মগ্লানি ও অনুশোচনা সাথে নিয়ে জীবনের পথ চলা।
মানসিক ও চরিত্রগত লক্ষণে নারী-পুরুষঃ
::::::::::::::::::::::::::;;;;;;;;;;;;;;;;;;;;;
%মানসিক ও স্নায়ু সবসময় দুর্বল।
%হস্তমৈথুনের যত কুফল।
%প্রায়ই সময় অন্যমনস্ক, বিষাদ ভাব।
%স্মৃতিশক্তিতে খুবই দুর্বল,এতে করে একটা কথা ২ বার বলা লাগে।
%অকালে বার্ধক্যের মত লাগে।
খুব শীগ্রই মারা যাবে, এই ভয়ে মৃত্যুভয়কে সব সময় লালন করে।
%বমি ভাবের সাথে মনে করে নাড়ী ভূড়ি নীচের দিকে নামিয়া যাইবে।
%পেটের মধ্যে অতিরিক্ত বায়ু।
%পেটে প্লীহার বিবৃদ্ধি।
%অতিরিক্ত ধুমপান জনিত হৃৎপিন্ডের গতিদ্রুত।
%অতিরিক্ত ভ্রমনের কারণে বা হাঁটা চলার কারণে কুচকিতে ছাল উঠা।
%নারীর বা যুবতীর লিউকুরিয়া স্বচ্ছ কিন্তু কাপড়ে হলুদ দাগ লাগে।
%জরায়ু অত্যন্ত শিথিল থাকার কারণে প্রায় সময় স্রাব নির্গত হয়।
%স্তন্য দুগ্ধ কম থাকায় বাচ্চা দুগ্ধ পান করার পর কান্না করে,তাই মায়ের বিষাদ ভাব।
%পুরুষের মত স্ত্রীলোকের ও মৃত্যুভয় থাকে।
%একধরনের মৃগনাভির গন্ধ বা মাছের গন্ধ অনুভব করে।
%ক্রিয়াকালঃ ৭ থেকে ১২ দিন।
%ক্রিয়া নাশকঃ নাক্স,ক্যাম্ফার।
আজকে মতে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ

06/06/2021

এক কথায় হোমিওপ্যাথিক শিক্ষা :-----
******************************

১. আঘাত পেয়ে যেকোন রোগ হলে- Arnica
২. হঠাৎ আসা তরুণ বা যেকোন রোগে- Aconite
৩. গলায় মাছের কাটা বিধলে-Silicia 200
৪. ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে-Staphysagria
৫. পিন , তারকাটা , পেরেক , লোহা বিধলে-Ledum Pal 200
৬. অতিরিক্ত হাঁচি আসলে-Natrum Mur 30
৭. যানবাহনে চড়ে বমি হলে-Cocculus Ind
৮. ঘুমের মাঝে নাক ডাকলে- O***m
৯. ঘুম না আসলে- O***m
১০. অত্যধিক ঘুমের জন্য লেখা পড়ার‌ ক্ষতি হলে-Ferrum Phos 3x
১১. চোখের পাতায় বার বার অঞ্জলি/তেলেঙ্গা হলে-Staphysagria
১২. যেকোন স্থানে , যেকোন ব্যথায় -Mag phos 6x
১৩. ক্ষুধা ও বলশক্তি বৃদ্ধির জন্য-Nux Vom‌ Q
১৪. খাবারে রুচি না থাকলে-Amloki Q
১৫. শরীরের কোন স্থান কেটে রক্তপাত ঘটলে-Calendula Q ( বাহ্যিক )
১৬. বর্ষা/বৃষ্টির কারণে যেকোন রোগ হলে-Rhus Tox
১৭. আমাশয় হলে-Merc Sol
১৮. আমাশয়ে রক্ত গেলে-Merc Cor
১৯. শরীরের যেকোন স্থান দিয়ে টাটকা লাল রক্ত স্রাব হলে-Sinaberis
২১. কি ঔষধ প্রয়োগ করবেন না জানলে-NuxVom- 30
২২. নড়াচড়া বা চাপলে আরাম-RhusTox
২৩. চুপচাপ থাকলে আরাম-Bryonia Alb
২৪. স্কুল কলেজ/অবিবাহিত যুবকদের কামরিপু দমনের জন্য Cantharis
২৫. গায়ক/বক্তার স্বর ভেঙ্গে গেলে-Custicum/Arg Nit
২৬. স্মরণশক্তি লোপ পেলে-Anacardium
২৭. খিটখিটে মেজাজ বদ-রাগি লোকদের যেকোন রোগে-Camomila
২৮. আগুন, গরম ও রৌদ্রজনিত যেকোনো রোগে বা সমস্যায়-Glonoine
২৯. শুঁচিপায়ি রোগির জন্য- Syphillinum-10m
৩০. বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে-Cina
৩১. মৌমাছি হুল ফুটালে-Apis Mel
৩২. চুন খেয়ে জিহ্বা পুড়লে/সমস্যা হলে-Causticum
৩৩. পিঠে ব্যথায়-Lycopodium
৩৪. ঘাড় ব্যথার জন্য-Conium
৩৫. দুরগন্ধযুক্ত যেকোন স্রাব হলে-Achinesia
৩৬. সোরাইসিসের জন্য-Gynocardium Q
৩৭. যা খায় তাই বমি করে , কোন খাবার হজম হয়না-Symphoricur pus 30
৩৮. মাথায় যন্ত্রনা বা ব্রেনের যেকোন সমস্যায় - Kali Phos 6x
৩৯. মহিলাদের জরায়ু ঝুলে গেলে-Sipia 200
৪০. মহিলাদের তল পেটে ব্যথা হলে-Colophylom Q
৪১. প্রস্রাব ধারনে অক্ষমতা-Causticum 200
৪২. গুরুপাক খাবার খেয়ে অসুখ হলে-Pulsitilla
৪৩. যেকোনো বাতের জন্য -Guacum
৪৪. শরীরে ক্যালসিয়ামের অভাব হলে-Calcaria phos-6x
৪৫. শরীরে আইরনের অভাব হলে-Ferum phos-6x
৪৬. শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন হলে- Five Phos
৪৭. ছাত্র-ছাত্রীদের পড়তে গেলে মাথাব্যথা-Calcaria phos
৪৮. রোগী কথায় কথায় “ যদি ” শব্দ থাকলে- Arg Nit 200
৪৯. মুখ ও গলার ভিতর যেকোন রোগে- Marc Sol
৫০. ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঔষধ- Eupatorium Perfoliatum
৫১. হৃদরোগের মহা ঔষধ- Crataegus Oxyacanth.

ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা
উচিত ।collected

Skip to contentLifocytex.comLifocytex.comMain Menuপথ্য অপথ্যপথ্য অপথ্য – হোমিওপ্যাথিক ঔষধ সেবন কালে করণীয়-বর্জনীয় সম্পর্...
08/11/2020

Skip to content
Lifocytex.com
Lifocytex.com
Main Menu
পথ্য অপথ্য
পথ্য অপথ্য – হোমিওপ্যাথিক ঔষধ সেবন কালে করণীয়-বর্জনীয় সম্পর্কে জানুন
5 Comments / হোমিও ঔষধ / By Dr. shah Md. Mahabubar Rahman
পথ্য অপথ্য
নিচে কিছু হোমিওপ্যাথিক ঔষধের ঔষধ সেবনকালীন পথ্য অপথ্য ,বর্জনীয়- করনীয় এর তালিকা দেয়া হলো এ সংক্রান্ত একটি পিডিএফ তৈরি করতেছি শতাধিক ঔষধের তালিকা মাত্র কয়েক পৃষ্ঠায় দেয়া থাকবে । কাছে থাকলে রোগীকে ঔষধ দেয়ার সময় সতর্ক করতে পারেতেন । এই তালিকা মুখস্থ রাখা সম্ভব না । মনগড়া কয়েকটি বিষয় আমরা নিষেধ করে থাকি , গরুর মাংস , ইলিশমাছ , চিংড়িমাছ । দেখুন তালিকায় তাদের সংখ্যা কয়টি । অথচ দুধ, চিনি , লবন , পিঁয়াজ , আলু, ফল, কলা, আচার ইত্যাদি বিষয়ের কথা মাথায় আসেই না ।

পথ্য – অপথ্য , বর্জনীয়- করণীয়

নম্বর ঔষধের নাম অপথ্য বর্জনীয় পথ্য করণীয়
৫২ ক্লিমেটিস কর্পূর , ধুমপান ঠাণ্ডা জলে স্নানা মুখে ঠান্ডা জল রাখা খোলা বাতাস
৫৩ ককিউলাস কফি কর্পূর ধুম পান জাহাজ , গাড়ীতে ভ্রমণ স্থির ভাবে শয়ন্
৫৪ কফিয়া কর্পূর , , মাদক ঔষধ নিদ্রাকারক ঔষধ ঠান্ডা জল পান শয়ন করা
৫৫ কিলচিকাম চিনি মধু , কর্পূর রান্নার গন্ধ , কঠোর অধ্যায়ন স্থির ভাবে শয়ন্
৫৬ কলোসিন্থ গরম দুধ , কর্পুর বেদনাহীন পার্শ্ব শয়ন কফি ও ধুমপান চাপ , পেটে চাপ
৫৭ কোনিয়াম দুধ , মদ চলন্ত গাড়ী বা বস্তু দেখা উপবাস অন্ধকার
৫৮ কোপেভা ঝিনুক চলাফেড়া করা
৫৯ ক্রোটেলাস অম্ল , কর্পূর , মদ তাপ , চিত ও ডানপাশে শয়ন সঞ্চালন
৬০ ক্রোটোন টিগ লেবুর রস , ফল , মিষ্টি গরম পানীয় আস্তে আস্তে ঘর্ষন
৬১ কুপ্রাম মেট দুধ , চিনি , ডিম , কর্পূর ঠান্ডা বায়ুপ্রবাহ ঠান্ডা জল পান
৬২ ডিজিটেলিস ঠান্ডা পানীয় , অম্ল , ভিনেগার , কর্পূর সঙ্গীত সকালে সেব্য চিৎ হয়ে শয়ন
৬৩ ডিপথেরিনাম দুধ ঠান্ডা
৬৪ ডালকামারা কর্পূর সব কিছুই ঠাণ্ডা নড়াচড়া
৬৫ ড্রোসেরা ঠান্ডা পানীয় ও খাদ্য , কর্পূর স্থির ভাবে শয়ন্
৬৬ ফেরাম মেট ডিম ,চা , বিয়ার গোলমাল মানসিক শ্রম
৬৭ ফেরাম ফস গরম পানি রাতে নিম্ন শক্তি ঠান্ডা পানীয় ঠান্ডা প্রয়োগ
৬৮ ইস্কুলাস হিপ কর্পূর
৬৯ জেলসিমিয়াম লবণ , কফি , ধুমপান , আফিং , মদ চিন্তা ভাবনা , জন সমাগম উঁচু বালিসে মাথা রাখা
৭০ গ্লনইনাম ঠান্ডা জল , কফি , কর্পূর , মদ রোদ মাথা অনাবৃত রাখা
৭১ গ্রাফাইটিস গরম পানি , ঠান্ডা খাদ্য , তৈলাক্ত , চর্বি , মদ সঙ্গীত গরম দুধ খোলা বাতাসে ভ্রমণ
৭২ হেলিবোরাস কর্পূর সান্ত্বনা
৭৩ হিপার সালফ ঠান্ডা পানাহার নড়াচড়া ,স্পর্শ্ গরম কপড়ে আবৃত রাখা
৭৪ হাইড্রোফোবিনাম গাড়ীতে ভ্রমন জল বা জলের শব্দ
৭৫ হায়োসিয়াম কর্পূর , ভিনেগার . কফি , তামাক অবনত হয়ে বসে থাকা
৭৬ হ্যামামেলিস কর্পূর গাড়ীতে ভ্রমণ স্থির শয়নে
৭৭ আয়োডাম উপবাস , রুটি , জল মিশ্রিত ময়দা ঘোড়ায় চড়া ঠান্ডা জলে স্নান
৭৮ ইপিকাক দুধ , কর্পূর জলোহাওয়া খোলা বাতাস
৭৯ ইগ্নেশিয়া কর্পূর , কফি , তামাক , ব্রান্ডি উগ্রগন্ধ বেদনা পার্শ্ব চেপে শয়ন
পথ্য – অপথ্য , বর্জনীয়- করণীয়
নম্বর ঔষধের নাম অপথ্য বর্জনীয় পথ্য করণীয়
৮০ কেলি বাইক্রম আম্ল , দুধ , খড়িমাটি সঙ্গম ঠাণ্ডা ও খোলা বাতাস
৮১ ক্যালি কার্ব ঠান্ডা জলপান বাম বা আক্রান্ত পার্শ্ব চাপিয়া শয়ন গরম্ পনাহার আক্রান্ত পার্শ্বে শয়ন না করা
৮২ ক্যালি ফস ঠান্ডা পানাহার গোলমাল , মানসিক শ্রম উপবাস উত্তাপ , লোকসঙ্গি
৮৩ কালি ব্রোম লবণ , অম্ল বা টক সঙ্গম ঘুমানোর পূর্বে সেব্য
৮৪ কেলি আয়োডো ঠান্ডা দুধ গরম পানীয় খোলাবাতাসে সঞ্চালন
৮৫ কেলি মিওর ঠান্ডা পানীয় , চর্বি , ঘৃত-পক্ক খাদ্য ঘর্ষন , ঠান্ডা প্রয়োগ
৮৬ কেলি সালফ কফি , তৈলাক্ত , গরম পানীয় ,তামাক টকফল ঠান্ডা পানাহার বেদনা পার্শ্ব চেপে শয়ন
৮৭ ক্রিয়োজট ঠান্ডা খাবার ঠান্ডাজলে স্নান গরম খাদ্য চাপ ও উত্তাপ
৮৮ লোবেলিয়া ঠান্ডা জলে ধোওয়া
৮৯ ল্যাকেসিস লবণ , আম্ল ,মদ স্নান , উত্তাপ ঠান্ডা পানীয় ঢিলা করে কাপড় পরিধান
৯০ লিডাম কর্পুর , ডিম , মদ ভ্রমণ , বাতে বরফ ঠান্ডা জল বা বরফ প্রয়োগ
৯১ ল্যাক ক্যান ঠান্ডা পানীয়
৯২ লাইকোপডিয়াম কফি , ঝিনুক ,শামুক , কর্পূর টাইট পোশাক গরম পানাহার মস্তক অনাবৃত
৯৩ মিলিফোলিয়াম কফি কঠিন শ্রম মদ্যপান
৯৪ মেডোরিনাম মিষ্টি দ্রব্য বদ্ধঘর ঘর্ষন , মুক্তবাতাসে ভ্রমণ
৯৫ ম্যাগ ফস গরম দুধ গরম খাদ্য খোলাবাতসে ভ্রমণ
৯৬ ম্যাগ কার্ব দুধ , গরম খাদ্য ঠান্ডাজলে স্নান ঘর্ষন , তাপ ,চাপ
৯৭ মেজেরিয়াম দুধ , অম্ল , কর্পূর ঠান্ডাজলে ধোয়া,আগুনের তাপ পাগড়ী বাঁধা
৯৮ মার্ক সল দুধ বাহ্যিক ঠান্ডা আক্রান্ত পার্শ্বে শয়ন না করা
৯৯ নাক্স ভুমিকা দুধ( ক্রিমি) ,কফি ,আচার ,কর্পুর , আফিং , মদ মানসিক শ্রম গরম পানীয় কাপড় ঢিলা করে দেয়া
১০০ ন্যাট – সালফ মাছ ভিজা আবহাওয়া খোলাবাতাসে ভ্রমণ
১০১ ন্যাট কার্ব দুধ , শাকসব্জি রোদ ও গরম আহার করা
১০২ ন্যাট মিওর রুটি , মাখন , টক , চর্বি , কর্পূর , মদ সমুদ্রতীর উপবাস ঠান্ডা জলে স্নান , মর্দন
১০৩ অপিয়াম মদ উত্তেজনা কফি ( কম্পন ছাড়া ) ভ্রমণে
১০৪ পডোফাইলাম লবণ মিষ্টি ( ক্রিয়া বাড়ায়) উবু হয়ে শয়ন
১০৫ ফস্ফরাস উপবাস ছোটমাছ, ঠান্ডা পানাহার চুম্বন, ঘর্ষন , অন্ধকার
১০৬ ফাইটোলক্কা গরম পানি , দুধ, লবণ ঝড়বৃষ্টি ঠান্ডা পানীয় উবু হয়ে শয়ন
১০৭ পেট্রোলিয়াম উপবাস , বাধাকপি , শাকসব্জি গাড়ীতে ভ্রমণ মাথা উঁচু করে শয়ন
পথ্য – অপথ্য , বর্জনীয়- করণীয়
নম্বর ঔষধের নাম অপথ্য বর্জনীয় পথ্য করণীয়
১০৮ প্লাটিনা ক্রোধ খোলাবাতসে থাকা
১০৯ প্লাম্বাম মেট লেমনড মদ্যপান ঘর্ষন
১১০ পাইরোজিনাম ঠান্ডা পানাহার ঠান্ডা ও ভিজা বাতাস গরম পানীয় গরমজলে স্নান
১১১ পালসেটিলা দুধ ,ক্ষীর, ডিম, চর্বিযুক্ত খাবার,বরফ ,টনিক ঠান্ডা পানাহার বাহ্যিক ঠান্ডা প্রয়োগ
১১২ রাস টক্স ঠান্ডা জল , কফি , কর্পূর ঝড়োহাওয়া গরম জলপানে ঘর্ষন , তাপ প্রয়োগ
১১৩ রেডিয়াম ধুমপান দাড়ি কামানো গরম জলে স্নান , তাপ প্র
১১৪ রুটা কর্পূর সূচের কাজ চিৎ শয়নে
১১৫ সাবাডিলা দুধ ( ক্রিমি) , ঠান্ডা জল গন্ধ গরম জল পান তাপ প্রয়োগ
১১৬ স্যানিকুলা গাড়ী বা নৌকা ভ্রমণ ডানপার্শ্ব শয়ন
১১৭ সেলিনিয়াম লেমনড , মদ রোদ ঠান্ডা জল পান ঠান্ডা প্রয়োগ
১১৮ সার্সাপারিলা ঠান্ডা আবহাওয়া ঘার ও বুকের আবরণ খুলে
১১৯ সিপিয়া সাক্কাস দুধ , অম্ল ঝড়ো – বিদ্যুৎ ঠান্ডা পানীয় পরিশম করা
১২০ সিকেলি কর উত্তাপ ঘর্ষন , ঠান্ডা জলে স্নান
১২১ সাইলিসিয়া দুধ(কৃমি) ,গরম পানি ,ঠান্ডাখাদ্য(পাকস্থলী পীড়া) স্নান , উপবাস কর্পূর ঠান্ডা পানীয় মাথা ও শরীর আবৃত রাখা
১২২ সোরিনাম কফি উলের গরম গরম খাদ্য মাথানিচু শয়ন
১২৩ স্পঞ্জিয়া ঠান্ডা পানাহার , মিষ্টি , কর্পূর , ধুমপান গরম পানাহার ডানপাশে মাথা নিচু শয়ন
১২৪ স্পাইজেলিয়া দুধ(কৃমি) ,ঠান্ডা পানাহার ,মিষ্টি ,কর্পূর , ধুমপান গোলমাল , শব্দ ডানপাশে মাথা উঁচু শয়ন
১২৫ স্ট্যানাম মেট দুধ(কৃমি) গরম পানি গান বাজনা, গরম পানীয় চিৎ শয়ন
১২৬ স্ট্যাফিসেগ্রিয়া ঠান্ডাপানি , কফি , কর্পূর , তামাক হস্থমৈথুন গরম পানাহার বিশ্রাম
১২৭ স্ট্রামোনিয়াম লেবুর রস , কফি উজ্জ্বল আলো বা বস্তু ঠান্ডা জল লোকসঙ্গ , উত্তাপ
১২৮ সালফার দুধ , মদ বদ্ধ ঘর ঝড়বিদ্যুত পরিহার ডান পার্শ্ব শয়ন ,
১২৯ সিফিলিনাম গরম জলে স্নান পাহাড়ে ভ্রণ
১৩০ ট্যাবেকাম কর্পুর আপেল , ভিনেগার , মদ, গোলমাল গাড়িতে ভ্রমণ ,আলো ,
১৩১ টিউক্রিয়াম কর্পূর
১৩২ টিউবারকুলিনাম দধি ,ফল, মিষ্টি ,আটা,চর্বিযুক্ত খাদ্য,ডিম , মাংস ভিনেগার , ভ্রমণ , সঙ্গীত ব্যায়াম , উষ্ণ জলে স্নান
১৩৩ থুজা অক্সি কর্পূর , তামাক , মদ কাচা পিঁয়াজ গরম পরিবেশে থাকা
১৩৪ ভিরেট্রাম আল্ব গরম কফি ভ্রমণ করা
১৩৫ জিঙ্কাম মেট মিষ্টি , কর্পূর , মদ শব্দ ও গোলমাল মর্দন
১। এ সম্পর্কে আরও বিস্তারির কিছু জানিতে পড়ুন

২। পিডিএফ কপি পেতে এখানে ক্লিক করুন

Post navigation
← Previous Post
Next Post →
5 thoughts on “পথ্য অপথ্য – হোমিওপ্যাথিক ঔষধ সেবন কালে করণীয়-বর্জনীয় সম্পর্কে জানুন”
Pingback: হোমিওপ্যাথিক ঔষধ সেবন কালে পথ্য-অপথ্য ,করণীয়-বর্জনীয় - lifocyte.com

Pingback: এসিডিটি বা গ্যাস্ট্রিক এর হোমিওপ্যাথিক চিকিৎসা ও আমার অভিজ্ঞতা - Lifocytex.com

Pingback: ন্যাট্রাম মিউর ( Natrum Mur ) হোমিওপ্যাথ ও বায়োকেমিষ্টের পরম বন্ধু - Lifocytex.com

Pingback: টিউমার চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য (বিনা অপারেশনে ) - Lifocytex.com

Pingback: কস্টিকাম ( Causticum ) – মেটেরিয়া মেডিকার পরশমণি [পক্ষাঘাত ও আঁচিল ] - Lifocytex.com

Leave a Comment
Your email address will not be published. Required fields are marked *

Type here..
Type here..
Name*
Name*
Email*
Email*
Website
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর_১৪,বাংলাদেশ
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর_১৪,বাংলাদেশ
2 days agoNo Comments
শিশুর বিছানায় প্রস্রাব -এর হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চিকিৎসা
শিশুর বিছানায় প্রস্রাব -এর হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চিকিৎসা
3 days agoNo Comments
কস্টিকাম ( Causticum ) – মেটেরিয়া মেডিকার পরশমণি [পক্ষাঘাত ও আঁচিল ]
কস্টিকাম ( Causticum ) – মেটেরিয়া মেডিকার পরশমণি [পক্ষাঘাত ও আঁচিল ]
4 days agoNo Comments
যৌন অক্ষমতার হোমিওপ্যাথিক চিকিৎসা ও লক্ষণভিত্তিক আলোচনা (পর্ব- ২)
যৌন অক্ষমতার হোমিওপ্যাথিক চিকিৎসা ও লক্ষণভিত্তিক আলোচনা (পর্ব- ২)
5 days agoNo Comments
যৌন দুর্বলতার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ১৩ টি ঔষধের আলোচনা (পর্ব- ১)
যৌন দুর্বলতার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ১৩ টি ঔষধের আলোচনা (পর্ব- ১)
6 days agoNo Comments
Home About Contact
Copyright © 2020 Lifocytex.com | Powered by [S. M TAMIM ABDULLAH]

ডাঃ এম রহমানের সাথে কথা বলুন (4)

Recent Posts সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর_১৪,বাংলাদেশ শিশুর বিছানায় প্রস্রাব -এর হোমিওপ্যাথিক ও বায়োকেমিক চ....

02/11/2020

MIND - মন
1. ABANDONED - পরিত্যাক্ত বোধ।
2. ABRUPT - সহসা ত্বরান্বিত।
3. ABSENT- MINDED - অন্যমনস্ক।
4. ABSORBED - অভিনিবিষ্ট।
5. ABSTRACTION - বিক্ষিপ্তভাব।
6. ABUSIVE - কটুভাষী।
7. ACTIVITY - কর্মশীলতা।
8. ACUTENESS - তীক্ষ্ণ বুদ্ধি।
9. ADMONITION - মৃদু তিরস্কার।
10. AFFECTATION - রোগের ভান করে।
11. AFFECTIONATE - স্নেহশীল।
12. AGITATION - মনের উত্তেজিত অবস্থা।
13. AIR castles - আকাশ কুসুম কল্পনা।
14. AMBITION - উচ্চাকাঙ্খা।
15. AMOROUS - সহজেই প্রেমে পড়ে।
16. AMUSEMENT - আমোদ।
17. ANGER - খিটখিটে ভাব।
18. ANGUISH - তীব্র মনঃকষ্ট।
19. ANSWERS - উত্তর।
20. ANTAGONISM - বিরোধভাব।
21. ANTHROPOPHOBIA - মনুষ্য ভীতি।
22. ANTICIPATION - অমঙ্গল আশঙ্কা ।
23. ANTICS - উৎকট।
24. ANXIETY - উৎকন্ঠা।
25. APATHY - উৎসাহ-হীনতা।
26. APHASIA - বাকরোধ।
27. APPREHENSIONS - আকাঙ্খা।
28. ARDENT - অতি আগ্রহান্বিত।
29. ARROGANCE - ঔদ্ধত্য।
30. ASKS - চাহে।
31. ATTENTION - মনসংযোগ।
32. ATTITUDES - ভাবভঙ্গি।
33. AUDACITY - ধৃষ্টতা।
34. AUTOMATIC - অনিচ্ছাকৃত।
35. AVARICE - ধনলিপ্সা।
36. AVERSION - বিতৃষ্ণা।
37. BAD - খারাপ।
38. BARKING -কুকুরের ন্যায় চিৎকার করে
39. BASHFUL - লাজুক।
40. BATTLES - যুদ্ধ।
41. BEGGING - সাহায্য প্রার্থনা করে।
42. BELLOWING - গোঁ গোঁ শব্দ করে।
43. BEMOANING - আক্ষেপ /বিলাপ করে
44. BENEVOLENCE - দানশীলতা।
45. BENUMBED - অসাড় ভাব।
46. BEWILDERED - মনের বিশৃঙ্খ অবস্থা।
47. BITING - দংশন প্রবৃত্তি।
48. BLACK - কালো।
49. BLINDNESS - অন্ধত্ব।
50. BLOOD - রক্ত।
51. BOLDNESS - সাহস।
52. BREAK - ভাঙ্গা।
53. BROODING - গুম হয়ে চিন্তা করে।
54. BUFFOONERY - বোকার ন্যায় ব্যবহার
55. BUSINESS - বিষয়কর্ম।
56. BUSY - সদাব্যস্ত।
57. CALMNESS - শান্তভাব।
58. CALUMNIATE - মিথ্যা দোষারোপ।
59. CAPRICIOUSNESS - খামখেয়ালি
ভাব।
60. CAREFULNESS - সতর্কতা।
61. CARELESS - অসাবধান।
62. CARES - দুশ্চিন্তা।
63. CARPHOLOGIA - সয্যাবস্ত্র খোঁটে।
64. CARRIED - কোলে উঠে।
65. CAUTIOUS - সতর্ক।
66. CENSORIOUS - ছিদ্রান্বেষী/ দোষদর্শী।
67. CHAGRIN - মনকষ্ট।
68. CHANGEABLE - পরিবর্তনশীলতা।
69. CHAOTIC - চরম বিশৃঙ্খলা।
70. CHASES - কাল্পনিক।
71. CHEERFUL - আনন্দিত।
72. CHILDISH - শিশুসুলভ।
73. CHILDREN - শিশু।
74. CIRCUMSPECTION - অবিবেচনা।
75. CLAIRVOYANCE - অলিক দৃষ্টি।
76. CLINGING - আঁকড়ে ধরা।
77. CLOSING - বন্ধ ।
78. CLOUDINESS- মনের বিশৃঙ্খলা অবস্থা
79. COLOR - বর্ণ।
80. COMPANY - লোকসঙ্গ।
81. COMPLAINING - দুঃখ করে।
82. CONCENTRATION - মনঃসংযোগ।
83. CONFIDENCE - আত্মাবিশ্বাস।
84. CONFIDING - পূর্ণ বিশ্বাস করার প্রবৃত্তি
85. CONFOUNDING - বিভ্রান্ত।
86. CONFUSION - বিশৃঙ্খল অবস্থা।
87. CONSCIENTIOUS - অতি সচেতন।
88. CONSOLATION - সান্ত্বনা।
89. CONTEMPTUOUS - ঘৃণাপরায়ণ।
90. CONTENTED - সন্তষ্ট।
91. CONTENTIONS - ঝগড়াটে।
92. CONTRADICT - প্রতিবাদ।
93. CONTRADICTION - প্রতিবাদ।
94. CONTRARY - একগুঁয়ে।
95. CONVERSATION- আলাপ আলোচনা
96. COSMOPOLITAN - ভ্রমণ।
97. COUNTING - গণনা।
98. COURAGEOUS - সাহসী।
99. COVETOUS - লোভ।
100. COWARDICE - ভীরুতা।
101. CRAWLING - হামাগুড়ি।
102. CRAZY - বিকৃত বুদ্ধি।
103. CRITICAL - সমালোচনা প্রবণ।
104. CROAKING - কোঁ কোঁ শব্দকারী।
105. CRUELTY - নিষ্ঠুরতা।
106. CURSING - অভিসম্পাত দেয়।
107. CUT - কাটা।
108. DANCING - নৃত্য করে।
109. DARKNESS - অন্ধকার।
110. DEAFNESS - বধিরতা।
111. DEATH - মৃত্যু।
112. DECEITFUL - প্রতারণা পরায়ণ।
114. DEFIANT - প্রকাশ্যভাবে অবাধ্য।
115. DEJECTION - অবসাদ।
116. DELIRIUM - প্রলাপ।
117. DELUSIONS - ভ্রান্তবিশ্বাস।
118. DESERTED - পরিত্যক্ত।
119. DESIRES - ইচ্ছা।
120. DESPAIR - নৈরাশ্য।
121. DESPISES - ঘৃণা করে।
122. DESPONDENCY - হতাশ ভাব।
123. DESTRUCTIVENESS - ধ্বংস প্রবৃত্তি
124. DICTATORIAL -প্রভুত্বব্যঞ্জক।
125. DIPSOMANIA - অতি মদ্যপান প্রবৃত্তি
126. DISAGREEABLE - উত্তেজনা প্রবণ।
127. DISCONCERTED - উদ্বিগ্ন।
128. DISCONTENTED - অসন্তুষ্ট।
129. DISCOURAGED - নিরুৎসাহ।
130. DISGUST - বিতৃষ্ণা।
131. DISOBEDIENCE - অবাধ্যতা।
132. DISPLEASED - অসুখী।
133. DISSATISFIED - অসুখী।
134. DISTANCE - দুরত্ব।
135. DISTRACTION - মনের বিশৃঙ্খলা
অবস্থা।
136. DISTRUSTFUL - সন্দেহযুক্ত।
137. DISTURBED - অন্যের দ্বারা বিরক্ত
138. DIVERSION - কর্মরত থাকা।
139. DOGMATIC - নিজ মতে দৃঢ় বিশ্বাসী
140. DOMINEERING - প্রভুত্ব ব্যঞ্জক।
141. DOUBTFUL - সন্দেহপূর্ণ।
142. DREAD - আতঙ্ক।
143. DREAM - স্বপ্ন।
144. DRINKING - পান করা।
145. DRUNKEN - মাতালের মত।
146. DULLNESS - বিমুঢ়ভাব।
147. DUPLICITY - ছলনা।
148. DWELLS - চিন্তা করে।
149. EARNESTNESS - ভাবগম্ভীর।
150. EAT - আহার।
151. ECCENTRICITY - খামখেয়ালি।
152. ECSTASY - উল্লাস।
153. EGOTISM - অহমিকা।
154. EMBARRASSED - ভীরুতা।
155. EMBRACES - আলিঙ্গন।
156. EMOTIONAL - আবেগপূর্ণ।
157. ENNUI - জীবনে বিতৃষ্ণা।
158. ENTERTAINMENT - কর্মব্যস্ততা।
159. ENVY - হিংসা।
160. ESCAPE - পলায়ন।
161. ESTRANGED - বিছিন্ন।
162. EXALTATION - উল্লাস।
163. EXCITEMENT - উত্তেজনা।
164. EXCLAMATION - চিৎকার।
165. EXERCISE - দৈহিকশ্রম।
166. EXERTION - পরিশ্রম।
167. EXHILARATION - উল্লাস।
168. EXTRAVAGANCE - অমিতব্যয়িতা।
169. FACETIOUSNESS - রহস্যপ্রিয়তা।
170. FACES - মুখ।
171. FANATICISM - ধর্মোন্মাদ।
172. FANCIES - কল্পনা।
173. FASTIDIOUS - খুত খুতে।
174. FAULTFINDING - ছিদ্রান্বেষী।
175. FEAR - ভয়।
176. F***S - মল।
177. FEIGNING - ভান করে।
178. FICKLE - চঞ্চল।
179. FIDGETY - অস্থির।
180. FIGHT - যুদ্ধ।
181. FIRE - আগুন।
182. FITFUL - খেয়ালী।
183. FIXED - স্থির।
184. FLATTERY - তোষামোদ।
185. FOOLISH - শিশুসুলভ।
186. FOREBODINGS - উৎকন্ঠা।
187. FORGETFUL - বিস্মৃতপরায়ণ।
188. FORGOTTEN - ভুল।
189. FORSAKEN - পরিত্যক্ত।
190. FRANTIC - ক্রোধ।
191. FRETFUL - খিটখিটে।
192. FRIGHT - ভয়।
193. FRIGHTENED - চমকাইয়া উঠে।
194. FRIVOLOUS - লঘু চেতন।
195. FROWN - ভ্রুকুটি।
196. FUR - গরম।
197. FURY - প্রচন্ড ক্রোধ।
198. GAIETY - আনন্দভাব।
199. GENTLENESS - নম্রতা।
200. GESTURES - অঙ্গভঙ্গী।
201. GIGGLING - হাস্য করে।
202. GLOOMY - বিষন্নতা।
203. GODLESS - নাস্তিক।
204. GOING - বাহিরে।
205. GOOD - প্রসন্ন।
206. GOSSIPING - বাচালতা প্রকাশ করে।
207. GRAVITY - গাম্ভীর্য।
208. GRIEF - বিষাদ।
209. GRIMACES - মুখভঙ্গী করে ।
210. GROANING - আর্তনাদ করে।
211. GROPING - হাতড়ানো।
212. GROWLING - বিকট শব্দ।
213. GRUMBLING - অভিযোগ করে।
214. GRUNTING - ঘোঁৎঘোঁৎ করে।
215. HAPPY - সুখী।
216. HARDHEARTED - নিষ্ঠুরতা।
217. HASTINESS - তাড়াতাড়ি।
218. HATRED - ঘৃণা।
219. HAUGHTY - উদ্ধত প্রকৃতি।
220. HEADSTRONG - একগুঁয়ে।
221. HEADLESS - অমনোযোগী।
222. HELPLESSNESS - অসহায়ভাব।
223. HIDE - লুকানো।
234. HIDES - লুকায়।
235. HIGH - উচ্ছ।
236. HIGH- SPIRITED - তেজস্বী।
237. HILARITY - উল্লাস।
238. HOME - বাড়ি।
239. HOME - SICKNESS - গৃহ কাতরতা।
240. HONOR - সম্মান।
241. HOPEFUL - আশাযুক্ত।
242. HOPELESS - আশাশূন্য।
243. HORRIBLE - ভয়ংকর ব্যাপার।
244. HORROR - উৎকন্ঠা।
245. HOWLING - আতর্নাদ করে।
246. HUMOR - রসিকতা।
247. HUMOROUS - রসিকতাপ্রিয়।
248. HURRY - তাড়াতাড়ি করে।
249. HUSBAND - স্বামী।
250. HYDROPHOBIA - জলাতঙ্ক।
251. HYPOCHONDRIACAL - বিষন্নতা।
252. HYPOCRISY - ভণ্ডামি।
253. HYSTERIA - গুল্মবায়ু রোগ।
254. IDEAS - ধারনা।
255. IDIOCY - নির্বুদ্ধিতা।
256. IMBECILITY - মানসিক দুর্বলতা।
257. IMPATIENCE - অধৈর্যভাব।
258. IMPERIOUS - দাম্ভিক ।
259. IMPERTINENCE - অসৌজন্যমূলক ।
260. IMPETUOUS - দ্রুত ক্রিয়াশীল
261. IMPRUDENCE - অবিবেচনা ।
262. IMPULSE - আত্মহত্যা।
263. IMPULSIVE - আবেগ প্রবণ।
264. INCITING - উত্তেজিত।
265. INCONSOLABLE - অপ্রবোধনীয়।
266. INCONSTANCY - অস্থির সংকল্প।
267. INDIFFERENCE - ঔদাস্য।
268. INDIGNATION - ঘৃণামিশ্রিত ক্রোধ।
269. INDISCRETION - অবিবেচনা।
270. INDOLENCE - আলস্য।
271. INDUSTRIOUS - পরিশ্রমী।
272. INHUMANITY - নিষ্ঠুরতা।
273. INJURE - আঘাত।
274. INQUISITIVE - অনুসন্ধিৎসু।
275. INSANITY - উম্মাদ।
276. INSENSIBILITY - সংজ্ঞাহীনতা।
277. INSOLENT - উদ্ধৃত।
278. INSTABILITY - দৃঢ়তার অভাব।
279. INTOXICATION - মাতলামি।
280. INTROSPECTION - অন্তর্দশন।
281. IRASCIBILITY - কোপণ স্বভাব।
282. IRKSOME -বিরক্তিকর।
283. IRRESOLUTION - অব্যবস্থিত চিত্ততা
284. IRRITABILITY - উত্তেজনা প্রবণত।
285. ISOLATION - পরিত্যক্ত।
286. JEALOUSY - হিংসা।
287. JESTING - রহস্যপ্রিয়।
288. JOY - আনন্দ।
289. JOYLESS - নিরানন্দ।
290. JOYOUS - প্রফুল্লতা।
291. JUMPING - লন্ফদান করা।
292. KICKS - লাথি মারে।
293. KILL - হত্যা।
294. KILLED - নিহত।
295. KISSES - চুম্বন।
296. KLEPTOMANIA - চুরি করা।
297. KNEELING - হাঁটু গেড়ে বসা।
298. LAMENTING - বিলাপ করে
299. LASCIVIOUSNESS - কামুকতা।
300. LAUGHING - হাস্য করে।।
301. LEWDNESS - লজ্জাহীন।
302. LIBERTINISM-শিষ্টাচার ভঙ্গের প্রবৃত্তি
303. LIE - মিথ্যাচার।
304. LIGHT - আলো।
305. LISTLESS - অমনোযোগী।
306. LIVELY - আনন্দ।
307. LOATHING - বিতৃষ্ণা।
308. LOCALITY - স্থান।
309. LONELINESS - পরিত্যক্ত।
310. LONGING - কামনা।
311. LOOKED - তাকানো।
312. LOQUACITY - বাচালতা।
313. LOVE - প্রেম।
314. LOW - MINDED - নীচমনা।
315. LOW - SPIRITS - বিষন্নতা।
316. LUDICROUS - শিশুসুলভ।
317. MAGNETIZED - চুম্বকস্পৃষ্ঠ।
318. MALICIOUS - হিংসুক।
319. MANIA - পাগলামি।
320. MANIA-POYU-মদ্যপানজনিতউম্মাদ।
321. MANUAL WORK - হস্তকৃত কার্য।
322. MARRIAGE - বিবাহ।
323. MEDDLESOME- অনধিকার চর্চাশীল
324. MEDITATION - প্রগাঢ় চিন্তা ।
325. MELANCHOLY - বিষাদ।
326. MEMORY - স্মৃতিশক্তি।
327. MEN - মনুষ্য।
328. MENTAL - মানসিক।
329. MESMERIZED - চম্বুকস্পৃষ্ট।
330. MILDNESS - নম্রতা।
331. MIRTH - আনন্দ।
332. MISANTHROPY - ঘৃণা।
333. MISCHIEVOUS - অনিষ্টকারক।
334. MISERLY - কৃপণ।
335. MISTAKES - ভুল।
336. MOANING - আর্তনাদ করে।
337. MOCKING - ব্যঙ্গ করে করে।
338. MONOMANIA- কোন এক বিষয়ে
পাগলামি।
339. MOOD - মনোভাব।
340. MOONLIGHT - চন্দ্রালোক।
341. MORAL - নৈতিক।
342. MOROSE - বিষাদিত।
343. MORTIFICATION - মনঃকষ্ট।
344. MOTIONS - সঞ্চলন।
345. MURDER - খুন।
346. MUSIC - সঙ্গীত।
347. MUTILATING - অঙ্গচ্ছেদ।
348. MUTTERING - বিড়বিড় করে বলা।
349. NAKED - উলঙ্গ।
350. NARRATING - বর্ণনা।
351. NEW - নতুন।
352. NOISE - গোলমাল।
353.NYMPHOMANIAস্ত্রীগনের কামোন্মাদ
354. OBSCENE - দুশ্চরিত্রতা।
355. OBSTINATE - একগুঁয়ে।
356. OCCUPATION - পেশা।
357. OFFENDED- অপরাধ।
358. OVER - SENSITIVE - অত্যনুভূতিযুক্ত
359. PERSISTS - জিদ।
360. PERTINACITY - অবাধ্যতা।
361. PETULANT - খিটখিটে।
362. PHLEGMATIC - জড়তাভাবাপন্ন।
363. PICKING - অঙ্গভঙ্গি।
364. PIETY - ধর্মভাব।
365. PITIES - করুনা প্রকাশ করে।
366. PLANS - মতলব।
367. PLAYFUL - ক্রিয়াশীল।
368. PLEASURE - আনন্দ।
369. POSITIVENESS - কৃতনিশ্চয়তা।
370. POWER - ক্ষক্ষমতা।
371. PRAYING - প্রার্থনাশীল।
372. PRECOCITY - অকালপক্বতা।
373. PRE - OCCUPIED - অমনোযোগীতা।
374. PRESUMPTUOUS - নিশ্চিত বিশ্বাসী।
375. PRIDE - গর্ব
376. PROPHESYING - ভবিষ্যৎবানী করা।
377. PROSTRATION - অবসাদ।
378. PULL - টেনে ধরা।
379. QUARRELSOME - কলহপ্রিয়।
380. QUESTIONS - প্রশ্ন।
381. QUICK - দ্রুত।
382. QUIET - শান্ত।
383. RAGE - প্রচন্ড ক্রোধ।
384. RASHNESS - হঠকারিতা।
385. READING - পড়া।
386. RECOGNIZE - চিন্তে না পারা।
387. REFUSES - অস্বীকার।
388. RELIGIOUS - ধর্মানুরাগ।
389. REMORSE - অনুশোচনা।
390. REPROACHES - ভর্ৎসনা করে।
391. REPULSIVE - ন্যক্কারজনক।
392. RESENTMENT - হিংসুক
393. RESERVED - সংযতবাক।
394. RESOLUTE - সাহসী।
395. REST - বিশ্রাম।
396. RESTLESSNESS - অস্থিরতা।
397. REVEALS - প্রকাশ করে
398. REVENGEFUL - হিংসুক।
399. REVERENCE - সম্ভ্রমবোধ।
400. RIDICULE -
401. RIDICULOUS - অঙ্গভঙ্গী।
402. RIDING - চড়া।
403. ROCKING - দোল খাওয়া।
404. ROLLING - গড়াগড়ি।
405. ROVING - ঘুড়া।
406. RUDENESS - অশিষ্ট ব্যবহার।
407. RUNS - ছুটে বেড়ায়।
408. SADNESS - বিষন্নতা।
409. SCOLDING - কলহপ্রিয়।
410. SCORN - ঘৃণা।
411. SCRATCHES - আঁচড়ানো।
412. SCREAM - চিৎকার করে।
413. SCRUPULOUS - খুঁতখুঁতে।
414. SEARCHING - খোজা।
415. SECRETIVE - চিন্তা গোপন করে।
416. SECRETS - গোপন।
417. SELFISHNESS - স্বার্থপরতা।
418. SENSES - সংজ্ঞা
419. SENSITIVE - অত্যনুভূতিযুক্ত।
420. SENTIMENTAL - ভাব প্রবণ।
421. SERENE - প্রশান্ত।
422. SERIOUS - ভাবগম্ভীর।
423. SEXUAL - ইন্দ্রিয়ভোগ।
424. SHAMELESS - লজ্জাহীন।
425. SHINING - উজ্জ্বল।
426. SHRIEKING - উচ্চস্বরে চিৎকার করে
427. SHY - লাজুক।
428. SIGHING - দীর্ঘশ্বাস ফেলে।
429. SILENT - নির্বাক।
430. SILLY - নির্বোধ।
431. SINGING - গান করে।
432. SIT - বসা।
433. SITTING - বসে থাকা।
434. SIZE - আকার।
435. SLANDER - কুৎসা।
436. SLOWNESS - ধীরতা।
437. SLUGGISHNESS - মূঢ়ভাব।
438. SMALLER - ক্ষুদ্রতর।
439. SMILING - মৃদু হাস্য করে।
440. SNEERS - ঘৃণা।
441. SOBBING-ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদে
442. SOCIETY - সমাজ
443. SOLEMN - গম্ভীর।
444. SOLITUDE - নির্জনতা।
445. SOMNAMBULISM - স্বপ্নসঞ্চরণ।
446. SORROWFUL - বিষন্নতা।
447. SPEECH - কথা বলা।
448. SPITEFUL - হিংসুক।
449. SPITS - থু থু।
450. SPOKEN - কথা বলা।
451. SQUANDERS - অপব্যয়।
452. STARTING - চমকে উঠে।
453. STORIES - ভয়ংকর।
454. STRANGE - অদ্ভুত।
455. STRANGER - অপরিচিত।
456. STRIKING - আঘাত করে।
457. STUBBORN - একগুঁয়ে।
458. STUDY - অধ্যয়ন।
459. STUNNED - অভিভূত।
460. STUPEFACTION - স্তম্ভিতভাব।
461. STUPIDITY - মূঢ়ভাব।
462. STUPOR - অজ্ঞানতা।
463. SUCCEEDS - কৃতকার্য।
464. SUGGESTIONS - পরামর্শ।
465. SUICIDAL - আত্মহত্যা।
466. SULKY - অপ্রসন্ন।
467. SULLEN - রুষ্ট স্বভাব।
468. SUPERSTITIOUS - কুসংস্কারাচ্ছন্ন।
469. SURPRISES - বিস্মিত
470. SUSPICIOUS - সন্দেহযুক্ত।
471. SWEARING - শপথ করে।
472. SYMPATHETIC - সহানুভূতিশীল।
473. TALK - কথা।
474. TALKATIVE - বাচাল।
475. TALKING - কথা বলা।
476. TEARS - ছিড়ে ফেলা।
477. THEORIZING - কল্পনাবিলাস।
478. THINKING - চিন্তা করা।
479. THOUGHTS - চিন্তা।
480. THREATENINGS - ভয় দেখায়।
481. THROWS - ছুড়ে ফেলে।
482. THUNDER -
483. TIME - সময়।
484. TIMIDITY - ভীরুতা।
485. TORMENTS - ক্লেশদয়।
486. TORPOR - ইন্দ্রিয়ের অসাড়তা।
487. TOUCH - স্পর্শ।
488. TOUCHED - স্পর্শ।
489. TRANQUILITY - প্রশান্তি।
490. TRAVEL - ভ্রমণ।
491. TRIFLES - সামান্য।
492. UNATTRACTIVE-আকর্ষণযোগ্য নহে
493. UNCONSCIOUSNESS - অজ্ঞানতা।
494. UNDERTAKES - কর্মগ্রহন করে।
495. UNFEELING - অনুভূতিহীন।
496. UNFORTUNATE - দুর্ভাগা।
497. UNFRIENDLY
498. UNOBSERVING - লক্ষ্যহীন।
499. UNREAL - অবাস্তব।
500. UNSYMPATHETIC - সহানুভূতিশূন্য।
501. UNTRUTHFUL - অসত্যবাদী।
502. UNWORTHY - অযোগ্য।
503. VACILLATION - দ্বিধাভাব।
504. VENERATION - গভীর শ্রদ্ধা।
505. VERSES - কবিতা।।
506. VEXATION - বিরক্তি।
507. VINDICTIVE - হিংসুক।
508. VIOLENT - প্রচন্ড।
509. VISIONS - স্বপ্ন দর্শন।
510. VIVACIOUS - প্রাণবন্ত।
511. WAILING - চিৎকার করে কাঁদে।
512. WALKING - চলা।
513. WANDER - অস্থির।
514. WANTS - চায়।
515. WASHING - ধোঁয়া।
516. WEAKNESS - দুর্বলতা।
517. WEARISOME - ক্লান্তিযুক্ত।
518. WEARY - বিতৃষ্ণা।
519. WEEPING - ক্রন্দন।
520. WELL -ভালো।
521. WHIMSICAL- খামখেয়ালি।
522. WHINING - ঘিন ঘিন করে।
523. WHISTLING - শিস দেয়।
524. WICKED - দুষ্টু।
525. WILD - দুষ্টবুদ্ধি।
526. WILDNESS - দুর্দান্তভাব।
527. WILL - ইচ্ছাশক্তি।
528. WITTY - রসিক।
529. WOMEN - স্ত্রীলোক।
530. WORK - কার্য।
531. WRITING - লেখা
532. WRONG - অন্যায়।

VERTIGO - শিরোঘূর্ণন।
1. MORNING - প্রাতঃকালে।
2. FORENOON - পূর্বাহ্নে।
3. NOON - মধ্যাহ্নে।
4. AFTERNOON - অপরাহ্নে।
5. EVENING - সন্ধ্যাকালে।
6. NIGHT - রাতে।
7. ALCOHOLIC - মদ্য।
8. ASCENDING- উপরে উঠা।
9. BACK - পিঠ।
10. BALANCING - এপাশ ওপাশ ।
11. BATHING - গোসল।
12. BED - শয্যা।
13. BEER - বিয়ার।
14. BENDING - নত।
15. BLOWING - ঝাড়া।
16. BREAD - রুটি।
17. BREAKFAST - প্রাতঃকালীন আহার।
18. BREATH - নিঃশ্বাস।
19. CHILD - শিশু।
20. CHILL - শীত।
21. CHILLNESS - শীত শীত ভাব।
22. CHRONIC - পুরাতন।
23. COFFEE - কফি।
24. COITION - সঙ্গম।
25. COLD - ঠান্ডা।
26. COLIC - পেটব্যথা।
27. CONCUSSION - সঙ্ঘাত।
28. CONSTIPATION - কোষ্ঠবদ্ধতা।
29. CONTINUOUS - সদাস্থায়ী।
30. CORYZA - সর্দি।
31. COUGHING - কাশি।
32. CROSSING - পার হওয়া।
33. CROWD - জনতা।
34. DAMP - আর্দ্র।
35. DARK - অন্ধকার।
36. DESCENDING - নীচে নামা।
37. DILATED -
38. DINNER - রাতের খাবার।
39. DIPLOPIA - দ্বিত্ব দর্শন।
40. ELEVATED - উচ্চ।
41. EMISSION - শুক্রপাত।
42. EPILEPSY - মৃগী।
43. EPILEPTIC - মৃগী।
44. ERECTIONS - লিঙ্গথন।
45. ERUCTATIONS - ঢেকুর।
46. ERUPTION - উদ্ভেদ।
47. FLOATING - শূন্যে ভাসিয়ে বেড়ান।
48. FULNESS - পূর্ণতাবোধ।
49. GARGLING - গড়গড় করা।
50. GASLIGHT - গ্যাসের আলোক।
51. HEADACHE - শিরঃপীড়া।
52. HEAT - উত্তাপ।
53. HOUSE - বাড়ি।
54. HUNGRY - ক্ষুধার্ত।
55. INSPSNEEZING
56. KNEADING -
57. KNEELING - হাটু গেড়ে বসা।
58. LEANING - হেলান।
59. LEFT - বাম।
60. LOSS - ক্ষয়।
61. LYING - শয়ন।
62. ME**ES - ঋতুস্রাব।
63. MIRROR - আয়না।
64. MOVING - নড়াচড়া।
65. NAUSEA - বমনভাব।
66. OBJECTS - বস্তসমূহ।
67. OCCIPITAL - মস্তিষ্কের পিছনদিকে।
68. ODOR - গন্ধ।
69. OLD PEOPLE - বৃদ্ধ ব্যক্তি।
70. OPENING - খোলা।
71. PAINFUL - কষ্টকর।
72. PAROXYSMAL - আবেশে আবেশে।
73. PERIODICAL - নির্দিষ্ট সময়ে প্রত্যাবৃত্ত।
74. PREGNANCY - গর্ভ।
75. RAISING - উঠা।
76. REACHING - পৌছলে।
77. READING - পড়া।
78. REELING - লাটিমের মতো ঘোরা।
79. RELAXATION - আমোদ প্রমোশনের।
80. RIGHT - ডান।
81. RISING - উঠলে।
82. RUBBING - ঘর্ষণ।
83. SEWING - সেলাই।
84. SHAKING - ঝাঁকি।
85. SHAVING - দাঁড়ি কামানো।
86. SLEEP - ঘুম।
87. SLEEPINESS - ঘুম ঘুম ভাব।
88. SMOKING - তামাক সেবন।
89. SNEEZING - হাঁচি।
90. SPRING - বসন্তকা।
91. SWARMERING - টলমল করা।
92. STANDING - দাঁড়ানো।
93. STARS - তারকা।
94. STOMACH - পাকস্থলী।
95. STOOL - মল।
96. STOOPING - অবনত।
97. STRETCHING - আড়মোড়া
98. STUPEFACTION - নিমূঢ়ভাব।
89. SUDDEN - হঠাৎ।
90. SUMMER - গ্রীষ্ম।
91. SUNLIGHT - সূর্যলোক।
92. SUPPORTING - কিছুর উপরে।
93. SUSPENSION - সাময়িক বিরতি।
94. SWIMMING - সাঁতরানো।
95. SWINGING - দোল খাওয়া।
96. SYNCOPE - হঠাৎ সংজ্ঞালোপ।
97. SYPHILITIC - সিফিলিস।
98. TEA - চা।
99. TREMBLING - কাঁপতে থাকে।
100. TURNED - পরিবর্তন।
101. TURNING - ঘুরছে
102. URINATION - মূত্রত্যাগ।
103. VERTEX - মস্তক শীর্ষ।
104. VOMITING - বমি।
105. WALLS - দেওয়াল।
106. WARM - গরম।
107. WARMTH - উত্তাপ।
108. WATCHING - জাগরণ।
109. WATER - পানি।
110. WINDY - ঝোড়ো।
111. WINE - মদ্যপান।
112. WIPING - মুছলে।
113. WRITING - লিখা।
114. YAWNING - হাই তুলা।

HEAD - মাথা।
1. ABSCESS - ফোড়া
2. ADHESION - সেঁটে থাকা।
3. ALIVE - জীবন্ত।
4. ANAEMIA - রক্তাল্পতা।
5. ASLEEP - নিদ্রা।
6. BALANCING - উঁচু নিচু।
7. BALDNESS - টাকপড়া।
8. BALL - গোল।
9. BAND - সঙ্কোচনবোধ।
10. BEATS - খোঁড়ে।
11. BEND - বাঁকান
12. BOARD OR BAR - তক্তা বা কাঠ।
13.BOILING - ফুটছে।
14. BORES - ঘষে।
15. BUBBLING - বুদবুদ।
16. CARIES - অস্থিক্ষত।
17. CEPHALIC MA TOMA - শিরারক্তার্বুদ
18. CEREBRAL HEMORRHAGE - মস্তিষ্কে রক্তস্রাব।
19. CLUCKING - মুরগি ডাকার ন্যায় শব্দ।
20. COMMOTION
21. COMPRESSION - চাপিয়া ধরা।
22. CONCUSSION - বিকম্পন।
23. CONGESTION - রক্তাধিক্য।
24. CONSTRICTION - সঙ্কোচনবোধ।
25. CONTRACTION - টেনে ধরা।
26. CONVULSION - আক্ষেপ।
27. COVERS - ঢাকা।
28. CRAWLING - পোকা হাঁটার ন্যায়।
29. DANDRUFF - খুষ্কি।
30. DISTENTION - স্ফীতি।
31. DRAGGING - টেনে ধরে রেখেছে।
32. DRAWN - আকৃষ্ট।
33. ELONGATED - লম্বা।
34. EMPTY- শূন্যতা।
35. ENLARGED - বড়।
36. ERYSIPELAS - ইরিসিপেলাস।
37. EXOSTOSES - অস্থিবৃদ্ধি।
38. EXPANDED - বর্ধিত।
39. FALLING - পড়ে যাওয়া।
40. FLATTENED - চেপ্টা।
41. FLUCTUATION - উঠা নামার অনুভূতি।
42.FONTANELLES-কপালেরঅস্থিসংযোগ
43. FOREIGN - বহিরাগত।
44.FORMICATION-সুড়সুড় করারঅনুভূতি
45. FULLNESS - পূর্ণতাবোধ।
46. FUNGUS - ছত্রাক।
47. GURGLING - বুদবুদ।
48. HAIR - চুল।
49. HANDS - হাত।
50. HAT - টুপি।
51. HEAVINESS - ভারবোধ।
52. HEAVING - উঠা নামা।
53. HOLD - ধরা।
54. HOLLOW - শূন্য।
55. HORRIPILATION
56.HYDROCEPHALUS-মস্তিষ্কে জলসঞ্চয়
57. INFLAMMATION - প্রদাহ।
58. ITCHING - চুলকানি।
59. JERKING - ঝাঁকি।
60. KNOCKING - দপদপ।
61. KNOCKS - খোড়ে।
62. LARGE - বৃহৎ।
63. LEAN - ঠেস দেয়া।
64. LICE - উঁকুন
65. LIFTING - তোলা।
66. LIGHTNESS - উজ্জ্বল।
67. LOOSENESS - শিথিলতা।
68. LUMP - পিন্ড।
69. LUPUS - বৃক রোগ।
70. MARBLE - মার্বেল।
71. NODDING - ঘাড় বাঁকালে।
72. NODES - অস্থিগুল্ম।
73. NUMBNESS - অসাড়তা।
74. OEDEMA - শোথ।
75. OILY - তৈলাক্ত।
76. PAIN - ব্যথা।
77. PARALYSIS - পক্ষাঘাত।
78. PERSPIRATION - ঘাম।
79. PITHY - অসাড়তা।
80. PRICKLING-কন্টকবিদ্ধ।
81. PULSATING - দপদপ করা।
82. PUSHED - ঠেলা দেওয়া।
83. PUSHING - ধাক্কা।
84. QUIVERING - কম্পন।
85. RAISE THE HEAD - মাথা তুলা।
86. REMOVED - ত্যাগ করা।
87.RIGID - দৃঢ়তা।
88. RISING - উঠা।
89. SEPARATED - বিচ্ছিন্ন।
90. SHOCKS - সঙ্ঘাত।
91. SINKING - ডুবে যাওয়া
92. SKULL- CAP - মাথার খুলির উপর টুপি
93. SOFTENING - কোমলতা।
94. SPLASHING - ছলছল জল।
95. STIFFNESS - আড়ষ্ট।
96. STIRRED - নাড়া।
97. STONE - পাথর।
98. SUNSTROKE - সর্দিগর্মি।
99. SURGING - তরঙ্গ
100. SWASHING - পানি পড়া
101. SWOLLEN - স্ফীত। ।
102. TENSION - সঙ্কোচন।
103. THIN - সরু।
104. THROBBING - দপদপ করা
105. TICKLING - সুড় সুড় করা।
106. TIED - বাধা।
107. TIGHTNESS - আঁট ভাব।
108. TINGLING - ঝিনঝিন করে।
109. TIRED - ক্লান্তি।
110. TREMBLING - কম্পন।
111. TURNED - ঘুড়া।
112. TURNING - ঘুরছে।
113. TWITCHING - ঝাঁকি দিয়ে উঠা।
114. ULCERS - ক্ষত।
115. UNCOVERING - অনাবৃত।
116. UNSTEADY - অস্থিরতা।
117. VACANT - শূন্যতা।
118. VIBRATING - ঝাঁকি লাগা।
119. WAVING - ঢেউ।
120. WEIGHT - ভারবোধ।
121. WENS - অর্বুদ।
122. WRAPPED -আবৃত থাকার অনুভূতি।
123. WRINKLING - কোঁচকান।

EYE - চোখ।
1. AGGLUTINATED - জুড়ে যায়।
2. AMAUROSIS - পক্ষাঘাত।
3. ANXIOUS - উৎকন্ঠা।
4. ARCUS SENILIS - অস্বচ্ছতা।
5. ASTIGMATISM - বিষম দৃষ্টি।
6. ATROPHY - ছোট।
7. BAND - বন্ধনী।
8. BLEEDING - রক্তস্রাব
9. BLINKING - অনৈচ্ছিক স্পন্দন।
10. BLOATED - স্ফীত।
11. BLOODSHOT - আরক্ত চক্ষু।
12. BLUENESS - নীলিমা।
13. BOILS - ফোঁড়া।
14. BRILLIANT - উজ্জ্বল।
15. CANCER - ক্যান্সার।
16. CATARACT - ছানিরোগ।
17. CHALLAZAE - অর্বুদ।
18. CHEMOSIS - অর্জুনরোগ।
19. CONDYLOMATA - শ্লেষ্মাগুটি।
20. CONICAL - ক্রমসূক্ষাগ্র।
21. CONTORTED - আকুঞ্চিত।
22. CONTRACTIVE - সঙ্কোচন।
23. CONVULSIVE - আক্ষেপিক।
24. CRACKS - ফাটা।
25. CROOKED - বাঁকা।
26. CRUSTY - উদ্ভেদ।
27. DEGENERATE - অপকর্ষ।
28. DETACHMENT - বিচ্ছিন্ন।
29. DILATATION - বিস্তৃতি।
30. DISCHARGES - স্রাব।
31. DISCOLORATION - বিবর্ণতা।
32. DISTORTED - বিকৃতি।
33. DRYNESS - শুষ্কতা।
34. DULLNESS - ঔজ্জ্বল্যের অভাব।
35. ECCHYMOSIS - কালশিরা।
36. ESOPHORIA - পক্ষাঘাত।
37. EVERSION - উল্টাইয়া যাওয়া।
38. EXCORIATION - ছাল উঠা।
39. EXCRESCENES - উপমাংস।
40. EYE GUM - আঠা আঠা চোখ।
41. EYE LASHES - চক্ষুপত্র।
42. FILMY - পর্দা।
43. FIRE - আগুন।
44. FISSURE - ফাটা।
45. FISTULA - নালীক্ষত।
46. GLASSY - কাচপ্রভ।
47. GLAUCOMA - ধুসরমন্থর রোগ।
48. GLAZED - চকচকে।
49. GLISTENING - জ্বলজ্বল করে।
50. GRANULAR - দানাময়।
51.GREEN - সবুজ।
52. HAGGARD - উদভ্রান্ত।
53. HEMORRHAGE - রক্তস্রাব।
54. HORDE OLA - আঞ্জনি
55. HYPER AESTHESIA - অত্যনুভূতি।
56. IMMOBILITY -
57. INDURATION - কঠিনতা।
58. INFANTS - শিশু।
59. INFILTRATION - রস সঞ্চার।
60. INJECTED - অনুপ্রবিষ্ট।
61. INVERSION - উল্টানো।
62. IRRITATION - উপদাহ।
63. LACHRYMATION - অশ্রুস্রাব।
64. LUSTRELESS - উজ্জ্বলতার অভাব।
65. MELANOSIS - কৃষ্ণবর্ণ কর্কট রোগ।
66. MEMBRANE - পর্দা।
67. NARROWING -
68. NODULES - গুটিকা
69.NYSTAGMUS-চোখেরতারা নড়তেথাকা
70. ONYX - পুঁজসঞ্চয়।
71. OPACITY - অস্বচ্ছতা।
72.PANNUS - কনিকা আরক্ত ও উপমাংস
73. PARALYSIS - পক্ষাঘাত।
74. PHOTOMANIA - আলোক উম্মত্ততা।
75. PHOTOPHOBIA - আলোকাতঙ্ক।
76. POLYPUS - বহুপাদ অর্বুদ।
77. PROTRUSION - বহিনির্গমন।
78. PTERYGIUM - অনুপক্ষ রোগ।
79. PUPILS - টানিয়া ধরা।
80. QUIVERING - কম্পিত হওয়া।
81. SARCOMA - মাংসার্বুদ।
82. SCROFULOUS - গন্ডমালাশ্রিত।
83. SPASMODIC - আক্ষেপ প্রবণ।
84. SPASMS - আক্ষেপ।
85. SPOTS - দাগ।
86.STAPHYLOMA-চোখের তারার বহির্নিঃসরণ
87. STARING - একদৃষ্টে তাকিয়ে থাকা।
88. STRABISMUS - বক্র দৃষ্টি
89. STRICTURES - অবরোধ।
90. STYES - আঞ্জনি।
91. SUFFUSED - অশ্রুস্রাব।
92. SUGGILATIONS - কালশিরা।
93. SUNKEN - কোটরাগত।
94. TEARS - অশ্রু।
95. TUMORS - অর্বুদ।
96. UNSTEADY - অস্থির।
97. VACILLATE - উঠাপড়া করে।
98. VEINS - শিরাজাল।
99. VESICLES - ফোস্কা।
100. WANDERING - উদ্দেশ্যহীন।
101. WARTS - আঁচিল।
102. WATERY - পানিপূর্ণ।
103. WINKING - চোখের মিট মিট করা।
104. WIPE - মোছা।
105. WRINKLED -
106. YELLOWNESS - হরিদ্রাবর্ণ।

VISION - দৃষ্টিশক্তি
2. BLIND - অন্ধ
3. BLURRED - ধূম্রকার দৃষ্টি
4. BRIGHT - উজ্জ্বল
5. CHANGING - পরিবর্তনশীল
6. CIPHERS - অঙ্কবাচক শূন্যচিহ্ন
7. CIRCLES - বৃত্তসমূহ
8. CLOUDY - মেঘাচ্ছন্ন
9. COBWEBS - মাকড়সার জাল
10. CONFUSED - বিশৃঙ্খল
11. DAZZLING - ঝকঝক করে
12. DIM - ক্ষীণ দৃষ্টি
13. DIPLOPIA - দ্বিত্বদর্শন
14. DISTANT - দূরত্ব
15. FEATHERY - কোমল ও লঘু দৃষ্টি
16. FIERY - জলন্ত দেখে
17. FLAMES - অগ্নিশিখা
18. FLASHES - আলোকের আকস্মিক স্ফুরণ দেখে
19. FLICKERING - আলোকের কম্পন দেখে
21. FOGGY - কুয়াসাচ্ছন্ন
22. GAUZE - কুয়াসাচ্ছন্ন
23. GLITTERING - উজ্জ্বল
24. HEMIOPIA - অন্ধদৃষ্টি
25. HYPERMETROPIA - দূরে দেখতে পায়
27. LOSS OF VISION - অন্ধত্ব
28. MYOPIA - অদূর দৃষ্টি
29. NEARER - অতি নিকটে
30. NET - জাল
31. OBLIQUITY - তির্যক দেখে
32. PALE - বিবর্ণ
33. RAINBOW - রংধনু
35. RAYS - রশ্মি
36. RECEDING - সঞ্চারণশীল
37. SCINTILLATIONS - স্ফুলিঙ্গ দৃষ্টি
38. SCOTOMA - কৃষ্ণবিন্দু দর্শন
39. SHADOWS - ছায়া
40. SMOKY - কুয়াশাচ্ছন্ন
41. SNAKE - সর্প
42. SNOW - বরফ
43. SPARKS - অগ্নি স্ফুলিঙ্গ
44. STARS - তারকা
45. STRIPES - ডোরা ডোরা
46. TRIPLOPIA - ঝকঝক করে
47. WHIRLING - ঘূর্ন্যমান
48. ZIGZAGS - আঁকাবাকা

EAR - কান
1. BORING - খোঁটা
2. FROZEN - শীতে অবরুদ্ধ
3. MOISTURE - আর্দ্রতা
4. OBSTRUCTION অবরোধ
5. ODOR - গন্ধ
6. SCRATCHING - নখ দিয়ে আঁচড়নো
7. SENSIBILITY - অনুভূতি প্রবণতা
8. STEATOMA - অর্বুদ
9. STENOSIS - সঙ্কোচন
10. STOPPED - অবরুদ্ধ
11. SUPPURATION - পুঁজ উৎপত্তি
12. SURGING - তরঙ্গ উঠার ন্যায় অনুভূতি
13. VALVE - কপাটিকা
14. WAX - কর্ণমল
15. WORMS - পোকা

HEARING - শ্রবণশক্তি
1. ACUTE - তীক্ষ্ণ
2. IMPAIRED - ক্ষীণ

NOSE - নাক
1. ANOSMIA - ঘ্রানশক্তিহীনতা
2. CATARRAH - তরুণ সর্দি
3. CHAPPED - ফেটে যাওয়া
4. CORYZA -পুরাতন সর্দি
5. DENTED - খাঁজকাটা
6. DESQUAMATION - ছাল উঠা
7. DIPHTHERIA - ডিপথেরিয়া রোগ
8. DIRTY - ময়লা
9. DOUBLE - দ্বিত্ব
10. EPISTAXIS - নাসাপথে রক্তস্রাব
11. EXHALATIONS - প্রশ্বাস
12. EXPANSION
13. FAN-LIKE - পাখার ন্যায়
14. FLUIDS - জলের মত স্রাব
15. FOOD - খাদ্য
16. HAY FEVER - ঔষধি গন্ধ জ্বর
17. KNOBBY - গোলাকার গুটি
18. LACERATION - বিদারণ
19. LIPOMA - মেদার্বুদ
20. LIQUIDS - পানির মতো স্রাব
21. NECROSIS - অস্থিক্ষয়
22. NODOSITIES - অস্থিগুল্ম
23. OZAENA - পুতিনস্য
24. PICKING - খোঁটা
25. SCURFY - খুসকি
26. SHINY - চকচকে
27. SMELL - ঘ্রাণশক্তি
28. SNEEZING - হাঁচি
29. SNUFFLES - অবরোধ
30. SOOTY - ঝুলে পড়ে
31. SUNKEN - অন্তঃপ্রবিষ্ট
32. TENDERNESS - স্পর্শকাতরতা
33. THICK - মোটা/ঘন

FACE - মুখমন্ডল
1. BLOATED - শোথবৎ স্ফীত
2. CHLOROTIC - হরিৎ পান্ডুরোগগ্রস্ত
3. CHOREA - নর্তনরোগ
4. CRAMP - খিলধরা
5. DISTORTION - আকারগত বিকৃতি
6. DROPPING - ঝুলে পড়া
7. EMACIATION - শীর্ণতা
8. EXPRESSION - মুখশ্রী
9. FRECKLES - তামাটে দাগ
10. GANGRENE - গ্যাংগ্রিন
11. GREASY - চর্বিমাখানোর মতো
12. HANGING - ঝুলে পড়া
13. HIPPOCRATIC - অনুপ্রবিষ্ট
14. INVOLUNTARILY - অসাড়ে/অনিচ্ছায়
15. JAUNDICE - জন্ডিস রোগ
16. LINEA - রেখাকার দাগ
17. LOCKJAW -দাঁত লাগা
18. PEELING - ছাল উঠা
19. TRISMUS - দাঁত লাগা
20. WAXY - মোমবৎ

MOUTH - মুখগহবর
1. APHTHAE - মাড়ি ক্ষত
2. BLISTERS - ফোস্কা
3. CLAMMY - চটচটে
4. EROSION - ক্ষতকর
5. FLABBY - থলথলে
6. FROTH - ফেনা
7. INDENTED - খাঁজ পড়া
8. MAPPED - ম্যাপের মতো তালি তালি
9. MERCURIAL - পারদজনিত
10. NOMA - বিগলিত ক্ষত
11. PASTY - চটচটে
12. PUSTULES - পুঁজবটী
13. RATTLING - খটখট শব্দ করে
14. ROUGHNESS - এবড়ো থেবড়ো ভাব
15. SALIVA - লালা
16. SALIVATION - লালাস্রাব
17. SPEECH - কথা বলা
18. STOMACACE
19. TASTE - স্বাদ
20. TUBERCLES - গুটিকা
21. VARICOSE - স্ফীতি

TEETH - দাঁত
1. BREAKING - ভেঙ্গে পড়ে
2. CHATTERING - দাঁত ঠকঠক করে
3. CRUMBLING - গুঁড়া হয়ে পড়ে
4. DENTITION - দন্তোদগম
5. ELONGATION - লম্বা
6. GRINDING - দাঁতে দাঁতে ঘর্ষণ করে
7. WISDOM - আক্কেল দাঁত

THROAT - গলনালী
1. CHOKING - কন্ঠরোধ
2. HAWK - খেঁকারি
3. MUCUS - শ্লেষ্মা
4. NARROW - সঙ্কীর্ণ
5. RELAXATION - শিথিলতা

EXTERNAL THROAT - বাহ্য গলদেশ
1. CLOTHING - কাপড় জড়ালে
2. GOITRE - গলগণ্ড

STOMACH - পাকস্থলী
1. APPETITE - ক্ষুধা
2. DISORDERED - বিশৃঙ্খলা
3. EMPTINESS - শূন্যতা
4. GAGGING - বমিবমি ভাব
5. GURGLING - গলগল শব্দ
6. HEARTBURN - বুকজ্বালা
7. HICCOUGH - হিক্কা
8. INACTIVITY - ক্রিয়াহীনতা
9. INDIGESTION - অর্জীনতা
10. LOATHING - বিতৃষ্ণা
11. RETCHING - উকি উঠা/বমিভাব
12. THIRST - পিপাসা
13. THIRSTLESS - পিপাসাহীনতা

ABDOMEN - পেট
1. BORBORYGMI-পেট ডাকা/গড়গড় করা
2. BUBO - বাগী
3. DIARRHOEA - উদরাময়
4. FERMENTATION-গেঁজে ওঠা/গড়গড়
করা
5. FLATULENCE - পেটফাঁপা
6. HERNIA - অন্ত্রবৃদ্ধি
7. IMPACTION - কষে ধরা
8. LIVER - যকৃত
9. PANCREAS - ক্লোম গ্রন্থির
10. PENDULOUS - ঝুলে পড়া
11. RETRACTION - ভিতর দিকে টেনে ধরে
12. RUMBLING - গড়গড় শব্দ
13. SPLEEN - প্লীহার

RE**UM - সরলান্ত্র
1. APTHOUS - উপক্ষত
2. CAULIFLOWER - ফুলকপি
3. CHOLERA - কলেরা
4. CONSTIPATION - কোষ্ঠবদ্ধতা
5. DYSENTERY - আমাশয়
6. FLATUS - অধঃবায়ু
7. HEMORRHOIDS - অর্শবলি
8. URGING - কোঁথ দেওয়ার প্রবৃত্তি

STOOL - মল
2. ALBUMINOUS - এলবুমেনযুক্ত
3. BILIOUS - পিত্তযুক্ত
4. COPIOUS - প্রচুর
5. CRUMBLING - ভেঙ্গে ভেঙ্গে পড়ে
6. CURDLED - ছানাকাটার ন্যায়
7. FLAT - চ্যাপ্টা
8. FREQUENT - পুনঃ পুনঃ
9. KNOTTY - গাঁট গাঁট
10. LIENTERIC - ভুক্তদ্রব্যযুক্ত
11. SCANTY - সামান্য

BLADDER - মূত্রস্থলী
1. CALCULI - পাথুরি
2. DROPS - ফোঁটা ফোঁটা
3. RETENTION - মূত্রাবরোধ
4. RHEUMATIC - বাতজ উপসর্গ
5. URINATION - মূত্রক্রিয়া

KIDNEYS - মূত্রগ্রন্থি

PROSTATE GLAND - প্রস্টেট গ্রন্থি
1. ONANISM - হস্তমৈথুন

URETHRA - মূত্রমার্গ
1. CHORDEE - কষ্টকর লিঙ্গোচ্ছ্বাস
2. VOLUPTUOUS - কামোদ্দীপক

URINE - মূত্র
1. ALKALINE - ক্ষারধর্মী
2. BRICK-DUST - ইটের গুড়া
3. FROTHY - ফেনাযুক্ত
4. LIMPID - স্বচ্ছ
5. SEDIMENT - তলানি
6. VISCID - চটচটে
7. WHEY-LIKE - ছানার জলের ন্যায়

GENITALIA - পুরুষ জননেন্দ্রিয়
1. FLACCIDITY - শিথিলতা
2. HANDLES - হাত দিয়ে নাড়ে
3. HYDROCELE - কোরন্ড জলদোষ
4. IMPOTENCY - ধ্বজভঙ্গ
5. MA********ON - হস্তমৈথুন
6. SARCOCELE - মাংস বৃদ্ধি
7. SEMEN - শুক্র
8. SEXUAL PASSION - কামপ্রবৃত্তি
9. VARICOCELE - শিরার্বুদ

GENITALIA FEMALE - স্ত্রী জননেন্দ্রিয়
1. ABORTION - গর্ভস্রাব
2. CYSTS - কৌষিক অর্বুদ
3. DIPHTHERITIC - ডিপথেরিয়া
4. DISPLACEMENT - বিচ্যুতি
5. LEUCORRHEA - প্রদর স্রাব
6. LOCHIA - প্রসবান্তিক স্রাব
7. MENOPAUSE - স্থায়ীভাবে ঋতুলোপ
8. METRORRHAGIA - অতি রজঃস্রাব
9. MOLES -
10. PLACENTA
11. STERILITY - বন্ধ্যাত্ব

LARYNX ANDTRACHEA-শ্বসনালী ও কন্ঠ
1. CROUP - ক্রুপ কাশি
2. CRUMB - খিল ধরা
3. DOWNY - পালক
4. DUST - ধূলা
5. HOARSENESS - স্বরভঙ্গ
6. PHTHISIS - ক্ষয়রোগ
7. SCRAPING - খেঁকারি দেওয়া
8. VELVETY - পালক
9. VOICE - কন্ঠস্বর
10. WHISTLING - বাঁশির মতো স্বর নির্গত হয়

RESPIRATION - শ্বাসক্রিয়া
1. ABDOMINAL - পেট উঠা পড়া করে
2. ACCELERATED - বর্দ্ধিত
3. ARRESTED - বাধাপ্রাপ্ত
4. ASPHYXIA - শ্বাসরোধ
5. ASTHMATIC - হাঁপানির ন্যায়
6. DEEP - গভীর
7. DIFFICULT - কষ্টকর
8. FEEBLE - ক্ষীণ
9. FORCIBLE - বেগে নির্গত
10. GASPING - খাবি খাওয়ার ন্যায়
11. IMPEDED - বাধাপ্রাপ্ত
12. IRREGULAR - অনিয়মিত
13. PANTING - হাঁপানির ন্যায়
14. PAROXYSMAL - আবেশে আবেশে
15. SIGHING - দীর্ঘনিঃশ্বাস
16. SNORING - নাক ডাকা
17. SOBBING- ফোঁপাইয়া কাদা
18. STERTOROUS - নাক ডাকা

COUGH - কাশি
1. CARBON - কার্বন
2. CHICKEN-POX - জল বসন্ত
3. COAL - কয়লা
4. CONSTANT - অবিরত
5. DEBAUCH - রাত জাগর
6. DISTRESSING - কষ্টদায়ক
7. DRUNKARDS - মাতাল
8. FASTING - উপবাস
9. HOARSE - স্বরভঙ্গযুক্ত
10. HYSTERICAL - হিষ্টিরিয়া
11. LACTATION - দুগ্ধদান
12. LOOSE - সরল/শিথিল
13. MEASLES - হামরোগ
14. METALLIC - ধাতব স্বাদ
15. NERVOUS - স্নায়ুবিক
16. PERSISTENT - দীর্ঘস্থায়ী
17. PIANO - পিয়ানো
18. PREGNANCY - গর্ভ
19. SPRING - বসন্তকাল
20. STORM - ঝড়
21. SUFFOCATIVE - শ্বাসরুদ্ধকর
22. SYMPATHETIC - সহানুভূতিসূচক
23. VARIOLA - বসন্ত রোগ

EXPECTORATION - গয়ের ওঠা
1. GRANULAR - ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার ন্যায়
2. ROPY - দঁড়ির ন্যায়

CHEST -বক্ষদেশ
3. CYANOSIS - নীলরোগ
4. EMPHYSEMA - বায়ুস্ফীতি
5. EMPYEMA - পুঁজসঞ্চায়
6. HEPATIZATION - যকৃৎবৎ অবস্থা
7. HYPERTROPHY - বিবৃদ্ধি
8. OPPRESSION - চাপবোধ
9. PALPITATION - ধড়ফড় করা
10. RETRACTION - ভিতরে ঠুকে যায়

BACK - পিঠ
1. CURVATURE - বক্রতা
2. OPISTHOTONOS - পশ্চাৎ বক্রতা
3. SHIVABDUCTED - থরথর কম্পন
4. STIFFNESS - আড়ষ্টতা
5. WAVE - ঢেউ

EXTREMITIES - হস্তপদাদি
1. ABDUCTED - স্বস্থানচ্যুতি
2. ARTHRITIC - সন্ধিবাতজ
3. AWKWARDNESS - হস্তপদাদির ব্যবহারে শৃঙ্খলা শূন্যতা
4. BRITTLE - ভঙ্গুর
5. BUNIONS - নরম কড়া
6. BURSAE - সঞ্চারণশীল দেহাংশ সংযোগ কোষ জন্মানো
7. CALLOSITIES - শক্ত কড়া
8.CORN - কড়া
9. FELON - আঙ্গুলহাড়া

SLEEP - নিদ্রা
1. COMATOSE - আচ্ছন্নবৎ
2. DREAMS - স্বপ্ন
3. SEMI-CONSCIOUS - অর্দ্ধ সজ্ঞান
4. SLEEPINESS - ঘুম ঘুম ভাব
5. SLEEPLESSNESS - নিদ্রাহীনতা
6. UNREFRESHING - অতৃপ্তিকর

CHILL - শীতাবস্থা
1. EXPOSURE - বাইরের হাওয়া লাগানো
2. EXTERNAL - বাহ্যিক
3. INTERNAL - আভ্যন্তরীণ
4. SUMMER - গ্রীষ্মকাল

FEVER - জ্বর
1. ALTERNATING - পর্যায়ক্রমে
2. CONVERSATION - কথাবার্তা
3. INTENSE - প্রবল
4. INTERMITTENT - সবিরাম
5. REMITTENT - স্বল্প বিরাম
6. SEPTIC - রক্তদুষ্টি
7. TROPICAL - গ্রীষ্ম প্রধান দেশে

PERSPIRATION - ঘাম
1. STAINING - দাগ লাগে

SKIN - চর্ম
1. ANESTHESIA - বোধশূন্যতা
2. CICATRICES - ক্ষতচিহ্ন
3. FILTHY - বিশ্রী
4. SORE - ক্ষত
5. SPLINTER - গোঁজ
6. UNHEALTHY - অস্বাস্থ্যকর

GENERALITIES - সাধারণ লক্ষণ
1. APOPLEXY - সন্ন্যাস রোগ
2. CHLOROSIS - হরিৎপান্ডুরোগ
3. COLLAPSE - হিমাঙ্গ অবস্থা
4. DWARFISHNESS - খর্বতা
5. FAINTNESS - মুর্চ্ছাকল্পতা
6. LASSITUDE - আলস্য
7. LEUKEMIA - রক্তে শ্বেতকণিকার আধিক্য
8. MAGNETISM - চুম্বক
9. MEASLES - অসুস্থতাবোধ
10. METASTASIS - রোগান্তর প্রাপ্তি
11. NARCOTICS - নিদ্রাকারক ঔষধ
12. NURSING - স্তনদুগ্ধপায়ী
13. OBESITY - মেদ প্রবণতা
14. SCURVY - ভিটামিন সি এর অভাব
জনিত রোগ

ডা. মোঃ জুয়েল রানা।
প্রশিক্ষক --- H.S.R.F
সাংগঠনিক সম্পাদক
হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি
কেন্দ্রীয় কমিটি
সাধারণ সম্পাদক
হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি
কোটালীপাড়া উপজেলা শাখা।
চেম্বার --- আদর্শ হোমিও হল
মতিরমোড়, কোটালীপাড়া, গোপালগঞ্জ
মোবাইল নম্বর ----- 01727641525

Address

Chandpur

Telephone

01739537952

Website

Alerts

Be the first to know and let us send you an email when হ্যোমিওপ্যাথিক চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হ্যোমিওপ্যাথিক চিকিৎসা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram