রুকইয়াহ & হিজামা চাঁপাইনবাবগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Chapai
  • রুকইয়াহ & হিজামা চাঁপাইনবাবগঞ্জ

রুকইয়াহ & হিজামা চাঁপাইনবাবগঞ্জ জ্বীন-জাদুর সমস্যায় শরিয়ত সম্মত উপায়ে রুকইয়াহ করা হয়।সিরিয়াল নিতে যোগাযোগ:০১৭০১০৮৯০২২

আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে বশীকরণ বা আসক্তির জাদু (মোহন জাদু, প্রেম-জাদু) করেছে কিনা—এটি বোঝা কখনো কখনো কঠি...
23/06/2025

আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে বশীকরণ বা আসক্তির জাদু (মোহন জাদু, প্রেম-জাদু) করেছে কিনা—এটি বোঝা কখনো কখনো কঠিন, তবে কিছু লক্ষণ বা উপসর্গ আছে যেগুলোর মাধ্যমে নিশ্চিত করা যায়। নিচে সেই উপসর্গগুলো তুলে ধরা হলো—ইসলামি রুকিয়াহ চিকিৎসা ও অভিজ্ঞতা অনুযায়ী।

⚫ বশীকরণ বা আসক্তির জাদুর লক্ষণসমূহ:

১-অস্বাভাবিকভাবে কাউকে নিয়ে অতিরিক্ত ভাবনা।
🔶 সব সময় তার মুখ, কণ্ঠ, বা স্মৃতি মনে আসা।
🔶 নামায, কাজ, পড়ালেখা—কোন কিছুতেই মন না বসা।

২-তার প্রতি অযৌক্তিক টান ও আনুগত্য।
🔶 সে যদি কষ্টও দেয় বা অপমান করে, তবুও তাকে ছাড়তে না পারা।
🔶 তার নির্দেশ অমান্য করতে অস্থিরতা, অপরাধবোধ।

৩-হঠাৎ তার জন্য সব কিছু ত্যাগ করতে ইচ্ছা হওয়া।
🔶 পরিবার, ধর্ম, ক্যারিয়ার—সব কিছুকে পিছনে ফেলে তার কাছে ছুটে যেতে মন চাওয়া।

৪- ঘন ঘন স্বপ্নে দেখা।
🔶 তাকে নিয়ে অশ্লীল স্বপ্ন, অথবা সে আপনাকে ডাকছে—এমন ধরনের স্বপ্ন বারবার দেখা।

৫-নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা।
🔶 নিজের চিন্তা, সিদ্ধান্ত, আবেগ—সবই তার হাতে চলে গেছে মনে হয়।
🔶 ইচ্ছার বিরুদ্ধে তার সাথে মিশতে বাধ্য বোধ করা।

৫- অসুস্থতা বা মানসিক অবস্থা।
🔶 মাথা ব্যথা, চোখে জ্বালা, ঘন ঘন শ্বাস কষ্ট।
🔶 হঠাৎ হঠাৎ কান্না পাওয়া বা গভীর বিষণ্ণতা।

ব্ল্যাক ম্যাজিকের কমন আরো কিছু লক্ষ
১- অতিরিক্ত মাথা যন্ত্রণা করা।
২- অদ্ভুত স্বপ্ন দেখা।
৩- ভয়ংকর সাপ কুকুর ও হিংস্র প্রাণী স্বপ্ন দেখা।
৪- ঘুম থেকে ওঠার পর শরীর অনেক দুর্বল লাগা।
৫- ভয় ও আতঙ্ক বেড়ে যাওয়া।

বশীকরণ ও আসক্তির জাদুর কমন লক্ষণ
১- অতিরিক্ত উত্তেজিত থাকা।
২- অশ্লীল গল্প ভিডিও ও অশ্লীল কাজের প্রতি বুকে পরা।

নোট:- অবৈধ সম্পর্কের জড়িত থাকা প্রতিটা যুবক যুবতী সারাক্ষণ কবিরা গুনাহে লিপ্ত থাকে, যার ফলে তারা প্রথমত
দুষ্টু জ্বীন/আশিক জ্বীনে আক্রান্ত হয়।(আমার রুক্বইয়্যাহ অভিজ্ঞতা থেকে এটার বাস্তবতা দেখছি) আরএমত অবস্থায় যদি কোন ব্যক্তির উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলে তার অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে।

وَلَـٰكِنَّ ٱلشَّيَـٰطِينَ كَفَرُوا۟ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ...
"কিন্তু শয়তানরাই কুফরি করেছিল, তারা মানুষকে যাদু শিক্ষা দিত..." (সূরা বাকারা: ১০২)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
اجتنبوا السبع الموبقات" قالوا: وما هن يا رسول الله؟ قال: الشرك بالله، والسحر، ...

“তোমরা সাতটি ধ্বংসকারী (গুনাহ) থেকে বেঁচে থাকো।”
সাহাবীরা বললেন: হে আল্লাহর রাসূল! সেগুলো কী?
তিনি বললেন: আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, ...”
— (সহীহ বুখারী: 2766, সহীহ মুসলিম: 89)

আপনার মূল সমস্যা যাচাই করতে এবং চিকিৎসা ও পরামর্শ পেতে যোগাযোগ করুন। (শুধু সালাম দিয়ে বসে না থেকে আপনার সমস্যা সম্পর্কে বিস্তারিত বাংলায় লিখবেন অথবা ভয়েস করবেন)

➡️ 01786-608897

পোস্ট উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করবেন, তবে কেউ কপি করলে অবশ্যই আমাদের পেইজের নাম অথবা আইডির নাম উল্লেখ করবেন।

শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য জাযাকুমুল্লাহ 🌿
-

 #সেলফ_রুকইয়াহ: বদনজরের লক্ষণ ও রুকইয়াহ"বদনজর" বা নজর লাগা" কুসংস্কার নয়। বরং চরম তিক্ত বাস্তবতার নাম বদনজর। কোনো জিন...
27/04/2025

#সেলফ_রুকইয়াহ: বদনজরের লক্ষণ ও রুকইয়াহ

"বদনজর" বা নজর লাগা" কুসংস্কার নয়। বরং চরম তিক্ত বাস্তবতার নাম বদনজর। কোনো জিনিস দেখে আশ্চর্য বা মুগ্ধ হওয়া কিংবা হিংসা প্রকাশের কারণে নজরের কুপ্রভাব লেগে যায়। জীবনে একবারও বদনজরে আক্রান্ত হয়নি এমন মানুষ পাওয়া দুষ্কর। দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত এই বাস্তবতার সম্মুখীন হচ্ছেন অনেকেই। শরীর স্বাস্থ্য ও চেহারা নষ্ট হয়ে যাওয়া, অস্থিরতা, জ্বর, সর্দি-কাশি, শরীরে ব্যথা সহ দুরারোগ্য বিভিন্ন সমস্যায় ভুগছেন নজর-হাসাদ এর কারণে। কিন্তু না জানার কারণে সঠিক নিতে নেওয়া হচ্ছে না। মেডিকেল চিকিৎসা করেও কোনো ভালো হচ্ছে না। বদনজর সংক্রান্ত হাদিসগুলো যতই পড়বেন ততই অবাক হবেন এবং এর তিক্ত বাস্তবতা সহজে বুঝতে পারবেন।

*নজর সংক্রান্ত হাদীস:
১.
আবু হুরাইরা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বদনজর (এর কুপ্রভাব) সত্য। (বুখারী ৫৭৪০, মুসলিম, আবু দাউদ, ইবনু মাজাহ)

২.
হুমাইদ ইবনু কাইস মক্কী (র) থেকে বর্ণিতঃ জা‘ফর (রা)-এর দুই ছেলেকে দেখে রাসূল (সাঃ) তাদের আয়া'কে বললেন, এই ছেলেরা এত জীর্ণশীর্ণ (দুর্বল) কেন? আয়া উত্তর দিল, ইয়া রসূলাল্লাহ! তাদের উপর খুব দ্রুত (খুব সহজেই) বদ নজর লেগে যায়। অতঃপর রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে রুকইয়াহ কর। (তিরমিযী, ইবনু মাজাহ)

৩.
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, বদনজর সত্য। বদনজর মানুষকে কবরে পৌঁছে দেয় এবং উটকে পাতিলে। মুসনাদুশ শিহাব)

৪.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে তাকদিরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদনজর লাগার দ্বারা। (মুসনাদু তয়ালুসি)

৫.
নবী কারীম (সা:) বলেছেন, বদনজর বাস্তব। যদি কোনো বস্তু তাকদিরকে অতিক্রম করত; তবে বদনজর তা অতিক্রম করত। সুতরাং তোমাদের কাছে যখন ( এর প্রভাব থেকে মুক্তি পেতে) গোসলের জন্য পানি চাওয়া হয় তখন পানি দিবে। (মুসলিম)

৬.
আয়িশা রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। কেননা বদনজর সত্য বা বাস্তব ব্যাপার।

৭.
সাহল ইবনু হুনাইফ (রা.) এর ওপর একবার আমির ইবনু রাবিআ (রা.) এর নজর লেগে যায়। সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান এবং প্রচন্ড জ্বর চলে আসে। তখন রাসূল (সা.) আমিরকে ওযুর পানি দিয়ে গোসল করার পরামর্শ দিলেন। গোসলের পর সাহল রা. পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। (মুআত্তা মালিক ১৬৮৮)

এসব হাদিসে বদনজরের কুপ্রভাব এবং তার ভয়ংকর পরিণতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এসব সমস্যার চিকিৎসা সম্পর্কেও নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন। আয়িশা রাদিআল্লাহু আনহা বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বদনজরের কুপ্রভাব থেকে আরোগ্য লাভের জন্য রুকইয়াহ করার নির্দেশ দিতেন।

*বদনজরের সম্ভাব্য লক্ষণ ও রোগব্যাধি:

বদনজরের কারণে বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। কুরআন-হাদীস, বিশেষজ্ঞ রাকী ও আমাদের অভিজ্ঞতা থেকে নিচে কিছু সাধারণ লক্ষণ ও সমস্যার তালিকা দেওয়া হলো:

** শারীরিক দুর্বলতা: কোনো কারণ ছাড়াই দুর্বল ও ক্লান্ত অনুভব করা।
* মাথাব্যথা: ঘন ঘন মাথাব্যথা করা এবং ওষুধেও সহজে ভালো না হওয়া।
* অলসতা: কাজে বা কোনো কিছুতেই আগ্রহ না পাওয়া এবং সবসময় ঘুমঘুম ভাব থাকা।
* মেজাজ পরিবর্তন: হঠাৎ করে রেগে যাওয়া বা মন খারাপ হওয়া।
* অনিদ্রা: রাতে ঘুমাতে অসুবিধা হওয়া।
* ঘন ঘন অসুস্থ হওয়া: কোনো কারণ ছাড়াই বারবার অসুস্থ হয়ে পড়া।
* সৌন্দর্যহানি: চেহারার ঔজ্জ্বল্য কমে যাওয়া বা মলিন হয়ে যাওয়া।
* সম্পর্কের অবনতি: পরিবার বা বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হওয়া।
* কাজে বাধা: কোনো কাজ শুরু করতে না পারা বা কাজ শেষ করতে অসুবিধা হওয়া।
* আর্থিক ক্ষতি: ব্যবসায় বা চাকরিতে হঠাৎ করে লোকসান হওয়া।
* হিংসা ও বিদ্বেষ: আপনার প্রতি মানুষ খারাপ ধারণা পোষণ করা বা উন্নতিতে কষ্ট পাওয়া।
* অতিরিক্ত হাই তোলা ও ঢেকুর আসা: বিনা কারণে অতিরিক্ত হাই তোলা বা ঢেকুর আসা।
* বমি বমি ভাব: কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব হওয়া।
* হার্টবিট বেড়ে যাওয়া: হঠাৎ করে বুক ধড়পড় করা।
* শরীরে ঠান্ডা বা গরম অনুভব: হঠাৎ করে শরীরে ঠান্ডা বা গরম লাগা।

*বদনজরের রুকইয়াহ ও প্রতিকার:

*রুকইয়াহ পাঠ করা

১. প্রতিদিন দিন ও রাতে দুইবার সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, ইখলাস ফালাক ও সূরা নাস এবং নজরের আয়াত পাঠ করবেন।
২. সূরা ফালাক ও সূরা নাস আধঘন্টা করে প্রতিদিন একবার বা দুইবার তিলাওয়াত করবেন।
৩. সূরা বাকারাহ পাঠ করুন। সম্ভব হলে প্রতিদিন একবার কিংবা তিনদিন বা সাতদিনে একবার সম্পূর্ণ সূরা পড়ুন।
৪. মাসনূন দুআ'র কয়েকটি পাঠ করবেন।

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَّامَّةٍ
আউযু বিকািলমাতিল্লাহিত তা-ম্মাহ্, মিং কুল্লি শাইতানিও ওয়া হা-ম্মাহ্, ওয়া মিং কুল্লি আইনিল লা-ম্মাহ্।

بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ
বিসমিল্লা-হি আরক্কীক, মিং কুল্লি শাইয়িঈ ইউ’যীক, মিং শাররি কুল্লি নাফসিন আও ‘আইনি হা-সিদ, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আরক্কীক।

بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ

বিসমিল্লা-হি ইউবরীক, ওয়া মিং কুল্লি দা-ঈই ইয়াশফীক, ওয়া মিং শাররি হা-সিদিন ইযা-হাসাদ, ওয়া শাররি কুল্লি যী ‘আঈন।

*রুকইয়াহ'র অডিও শোনা
প্রতিদিন একবার বা দুইবার করে নিচের অডিও গুলো শুনবেন।
১. রুকইয়াহ নজর-হাসাদ
২. রুকইয়াহ আযান
৩. ঘুমের সমস্যা থাকলে রাতে ঘুমের পূর্বে রুকইয়াহ আট সূরা।

*রুকইয়াহ'র পানি পান
প্রতিদিন রুকইয়াহ'র পড়া পানি পান করবেন। দৈনিক অন্তত তিনবার বা এর বেশি যতবার ইচ্ছা পান করুন। প্রতিদিনের পানি প্রতিদিন তৈরি করতে পারেন অথবা বেশি পরিমাণে বা ৭ দিন যতদিন লাগে ততদিনের জন্য তৈরি সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে নিচের আয়াত গুলো পাঠ করতে পারেন।

সূরা ফাতিহা আয়াতুল কুরসি সূরা কাফিরুন ইখলাস ফালাক ও সূরা। সাথে নজর-হাসাদ এর কিছু আয়াত। যেমন সূরা বাকারাহ ১-৪, ১০৯, সূরা নিসা ৫৪, সূরা কাহাফ ৩৯, সূরা সফফাত ১-১০, সূরা মূলক ৪, সূরা কলম ১-৫, ৫১-৫২ নং আয়াত।

*রুকইয়াহ গোসল করা
একাধারে ৭ দিন বদনজরের রুকইয়াহ গোসল করবেন। বদনজরের রুকইয়াহ গোসলের নিয়ম -

এক বালতি পানিতে কব্জি পর্যন্ত দুই হাত ডুবিয়ে উপরোক্ত আয়াতগুলো ৩/৭ বার করে ফুঁ দিন। সম্ভব না হলে শুধু সূরা ফাতিহা আয়াতুল কুরসি ও চারকুল ৭ বার করে ফুঁ দিন। এরপর সেই পানি দিয়ে গোসল করুন। সম্ভব হলে গোসলের পূর্বে একটু পানি পান করুন।

*রুকইয়াহ'র তেল ব্যবহার করা।
উপরোক্ত আয়াত গুলো পড়ে অলিভ অয়েল বা কালোজিরার তেলে ফুঁ দিন। এরপর গোসলের পর বা সকাল দুপুর রাতে শরীরের ব্যবহার করুন। বিশেষ করে মাথা, ঘাড়, কাঁধ, কান, বুক, হাত-পা, এবং এলার্জি, চুলকানি ও ব্যথার স্থানে।

*হেফাজতের মাসনূন দুআ
জ্বীনের অনিষ্ট, বদনজর হাসাদ ও জাদু এবং নতুন করে জাদু করলে তা যে প্রভাব না ফেলে, এসবের ক্ষতি থেকে সুরক্ষা, নিরাপত্তা ও হেফাজতের উদ্দেশ্যে সকাল সন্ধ্যার মাসনূন আমলগুলো নিয়মিত পালন করবেন। কোনদিন যেন মিস না হয়। সুস্থ হয়ে গেলেও স্থায়ীভাবে এইগুলো চালিয়ে যেতে হবে।

তাবিজ কবজ, হারাম ও কুফরী-শিরকি ঝাড়ফুঁক এবং কুসংস্কার পরিহার করুন।

*রুকইয়াহ'র ইফেক্ট বোঝা
রুকইয়াহ'র আয়াত ও দুআ পাঠ করার সময় এবং অডিও শোনার সময় নজর-হাসাদ কেন্দ্রিক সাময়িক বিভিন্ন ইফেক্ট হতে পারে। রুকইয়াহ করলে সমস্যা গুলো বিভিন্ন ইফেক্ট প্রকাশ হওয়ার মধ্য দিয়ে ধ্বংস হয়ে যায়, সমস্যাগুলো চলে যায় এবং পেশেন্ট সুস্থ হয়ে যায়। কি ধরনের ইফেক্ট হতে পারে ধারণার জন্য নিচে কিছু কিছু ইফেক্টের ধরণ উল্লেখ করছি।

নজরের ইফেক্ট– ঘুমঘুম ভাব হওয়া। বারবার হাই উঠা। শরীর ভার ভার লাগা। অস্বাভাবিক গরম লাগা। ঘাম বের হওয়া। শরীর, মাথা, কান দিয়ে গরম বের হওয়া। কখনও কখনও পুরো শরীর বা কোনো অঙ্গ ঠান্ডা লাগা। জ্বর আসা, সর্দি লেগে যাওয়া। প্রস্রাব বা টয়লেটের চাপ সৃষ্টি হওয়া। চোখ দিয়ে পানি আসা। রুকইয়াহ'র পর শরীর হালকা লাগা।

*প্রতিদিনের অভিজ্ঞতা লিখে রাখা:

প্রতিদিন কি ধরণের ইফেক্ট হচ্ছে, শারীরিক মানসিক এবং সুস্থতার ধরন লিগে রাখুন।

▼ রুকইয়াহ করার পর কেমন অনুভব হচ্ছে?
▼ মানসিক পরিবর্তন হচ্ছে কি না?
▼ শারীরিক পরিবর্তন হচ্ছে কিনা?

*কোনো বাধা অনুভব করলে করণীয়:
* ধৈর্য রাখা এবং নিয়মিত আমল চালিয়ে যাওয়া।
* শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, তাই নিয়মিত রুকইয়াহ করা।
* বিরক্ত, অনিহা, অনাগ্রহ লাগতে পারে। পাত্তা দিবেন না।
* মনে হতে পারে যে, অসুস্থ হয়ে গেছি চিকিৎসা করে সুস্থ হয়ে তারপর আবার রুকইয়াহ করবো।
* এমন হলে বন্ধ না করে রুকইয়াহ চালিয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন। ইনশাআল্লাহ।
* আল্লাহর উপর ভরসা রাখা। বিশ্বাস রাখবে- কুরআনে শিফা আছে, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন।

*ফলাফল ও সফলতা:
এভাবে ৭ দিন রুকইয়াহ করবেন। এর মধ্যে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরও সমস্যা থাকলে আরো ৭ বা ১৪ দিন রুকইয়াহ করবেন।

রুকইয়াহ'র পরামর্শ!  যাদু আক্রন্ত অনেকেই হয় এটা পারিবারিক শত্রু বা বাহিরে শত্রু দ্বারা হয়ে থাকে। রুকইয়াহ মূল উৎস গুলোর অন...
27/04/2025

রুকইয়াহ'র পরামর্শ!

যাদু আক্রন্ত অনেকেই হয় এটা পারিবারিক শত্রু বা বাহিরে শত্রু দ্বারা হয়ে থাকে।

রুকইয়াহ মূল উৎস গুলোর অন্যতম গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের দোয়া পাশাপাশি [ অতিরিক্ত নফল নামাজ,দোয়া,জিকির আজকার ] করা।

সেল্ফ রুকইয়াহ প্রথমে আপনি দুরুদ শরিফ,ইস্তেগফার করা উচিত। পাশাপাশি নামাজ পড়া কয়েক রাকাত। রুকইয়াহ নিয়ম হচ্ছে প্রথম সালাত পড়ে সাহায্য চেয়ে তার পর কোরআন পড়া শুরু করা।

সালাতের মধ্যে সাহায্য চাইলে দ্রুত রুকইয়াহ শারীয়া ফলাফল আসে।

সব সময় অজু অবস্থা থাকা এতে ঈমান বৃদ্ধি পাবে শয়তান জ্বিন যাদু বিরক্ত কম করবে।

১.বেশি বেশি ইস্তিগফার। (আস্তাগফিরুল্লহ)

২. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী সুবহানাল্লহিল আজীম,

প্রতিটি ফজর ১০০ বার করে তসবিহ পড়া।

◉ রুকইয়া শুরু করা প্রথম সুরা ফাতেহা,সুরা নাস ও সুরা ফালাক দিয়ে।

নোট: আপনি কারো সমস্যা ভয়ংকর আকার ফেসবুকে দেখলে বিচলিত হবেন না কারন তার সমস্যা সাথে আপনার সমস্যা কোন সম্পর্ক নাই আর এসব পোস্ট আপনি দেওয়া থেকে বিরত থাকুন কারন অন্য রোগীর মৃত্যু কারন আপনি হবেন,আমাকে কিছু বোন ভাই কয়েকবার দেখায়ছে, কয়েকটা মেয়ে সারাক্ষণ তার এ সমস্যা সে সমস্যা নানান কথা ফেসবুক লিখে আসলে তারা কোন সমাধান চায়না,বা কোন রাক্বীর চিকিৎসা করেনি। এরা মার্কেটিং এর জন্য এই কাজগুলো করে থাকে।

মনে রাখবেন শত শত মানুষ আমাদের মেসেঞ্জার whatsapp টেলিগ্রাম instagram ইমুতে sms দিয়ে থাকে তবে এর মধ্যে কয়েকজন রুকইয়াহ করার জন্য sms দিয়ে থাকে আর বাকি গুলা সুদু ফাও আলাপ করার জন্য নক করে থাকে সেটাও আমরা বোঝি আলহামদুলিল্লাহ -

সিহরুল মাদফুন তথা দাফন করা বা পুঁতে রাখা যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ!১/ স্বপ্নে বারবার কবর দেখা। যেমন এই যাদুতে আক্রান্ত...
27/04/2025

সিহরুল মাদফুন তথা দাফন করা বা পুঁতে রাখা যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ!

১/ স্বপ্নে বারবার কবর দেখা। যেমন এই যাদুতে আক্রান্ত ব্যক্তি স্বপ্নে নিজেকে করবে শুয়ে থাকতে দেখা,ঘুমাতে বা কবরে বসে থাকতে দেখে।

২/ স্বপ্নে বারবার মৃত মানুষ বা মৃত দেহ বা মরা লা-শ দেখা কবরে বা অন্য কোন স্থানে।

৩/ ঘুমাইলে মরার মতো ঘুমানো মানে ঘুমাইলে দুনিয়ার আর কোন হুঁশ থাকে না। এবং ঘুম থেকে উঠে নরমাল হতে অনেক কষ্ট হয় এবং দীর্ঘ সময় লাগে।

৪/ সর্বদা মাথার পিছনে কোন কিছু বিদ্ধ হওয়া বা কোন কিছুর খোঁচা অনুভূত হওয়া। ইত্যাদি

রাক্বীরা তার পেশেন্টকে রুকইয়ার যাবতীয় কার্যক্রম যেমন:

ইস্তেফরাগ (বমি করা) ও ইসহাল (ডায়রিয়া ছুটানো) করানো,তাদমীর সেশন কমপ্লিট করানো, শরীরে পড়া অলিভ অয়েল ব্যবহার করানো, সরাসরি রুকইয়াহ গ্রহণ করানো,হিজামা করানো,বাসাবাড়িতে পড়া পানি ছিটানো ইত্যাদি ইত্যাদি সবকিছু করানোর পরেও জ্বীন শরীরে শক্তিশালী রয়ে যায় এবং কোনভাবেই বের না হওয়াটাও সিহরুল মাদফুনে আক্রান্ত হওয়ার একটা লক্ষণ। ©

সমস্যার মূল পয়েন্ট গুলো এসেমেস অথবা ভয়েজ করে বলবেন অযথা কোন কথা/প্রশ্ন করবেন না প্রোয়েজন ছাড়া৷ এতে আপনার সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট হয়।

প্রশ্ন:আমি দীর্ঘ সময় রুকইয়াহ করে আসতেছি, কোন ফলাফল পাচ্ছিনা কেন? মোহতারাম:আপনি রুকইয়াহ শ্যারঈয়া চিকিৎসা বহু বছর ধরে করে ...
27/04/2025

প্রশ্ন:আমি দীর্ঘ সময় রুকইয়াহ করে আসতেছি, কোন ফলাফল পাচ্ছিনা কেন?

মোহতারাম:
আপনি রুকইয়াহ শ্যারঈয়া চিকিৎসা বহু বছর ধরে করে আসছেন,যতক্ষন রাক্বী দিয়ে করাচ্ছেন ততক্ষণে ভালো থাকেন,আর সরাসরি রুকইয়াহ না করালে আগের মত হয়ে যান। প্রথমে আমরা বলবো আপনার ঈমানি শক্তি বাড়াতে হবে, তাওয়াক্কুল সুদু রবের উপর করতে হবে,আল্লাহ মূখী হতে হবে,পাশাপাশি রুকইয়াহ নফল ইবাদতে মশগুল হতে হবে। আল্লাহর উপর বিশ্বাস রেখে রুকইয়াহ করতে হবে। একটা সময় আপনার সমস্যা গুলো কোন দিগ থেকে সমাধান হবে আপনি বোঝতেই পারবেন না ইনশাআল্লাহ।

একজন রাক্কি আপনাকে রুকইয়াহ করলে আপনি সুস্থ হয়ে যাবেন এটাও শির্ক যুক্ত নিয়াত। রাক্কি আপনার সমস্যার উপর ভিত্তি করে প্রেসক্রিপশন এবং সেল্ফ রুকইয়াহ আমল দিবে ওইটা আপনাকে ফলো করতে হবে ভালো করে। আপনি সেল্ফ আমল করবেন না গুনাহ ছাড়বেন না, সালাত আদায় করবেন না, সকাল সন্ধ্যার আজগার গুলো করবেন না, তাহলে তো আপনার জন্য রুকইয়াহ সুস্থতার পথ হতে পারে না৷

আমি একটা কথা সবসময়ই বলি যে রোগে আক্রান্ত হইছেন আপনি! এবং এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থ হতে আপনার রবের কাছে চাওয়ার মত করে চাইতে হবে৷ রব ছাড়া অন্য কারো কাছে সুস্থতা চাওয়া যাবে না। এটা শির্ক!

পৃথিবীতে যত বড়ই রাক্কি হক না কেন যত বড়ই চিকিৎসক হক না কেন, কেউ আপনাকে সুস্থ করতে পারবেন না একমাত্র রব ব্যতীত। তাই আসুন আমরা নিয়াত কে পরিশুদ্ধ করে রুকইয়াহ চিকিৎসা গ্রহণ করি। আল্লাহ তায়ালা আমাদের পরিপূর্ণ বোঝার তাওফিক দান করেন।

যাদুতে আক্রান্ত হওয়ার রোগীদের জন্য নিদের্শনা! 🔰 ঘর পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। কোন ভাবেই নোংরা করা যাবে না। সুগন্ধি ...
27/04/2025

যাদুতে আক্রান্ত হওয়ার রোগীদের জন্য নিদের্শনা!

🔰 ঘর পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। কোন ভাবেই নোংরা করা যাবে না। সুগন্ধি ব্যবহার করুন বাসায়।

🔰 সম্ভব হলে খেজুর পাতার ঝাড়ু ও খেজুর পাতার বিছানার পাটি ব্যবহার করা এতে যাদু ভয় পায় মারাত্মক ভাবে কাটা যুক্ত গাছ। বিছানা পরিস্কার রাখা আল্লাহর রাসূল সাঃ বিছানায় ঘুমানোর পূর্ব পরিস্কার করতেন এটা সুন্নাহ।

🔰 বিছানার নিচে কোন যাদুর কিছু আছে কিনা খোঁজার চেষ্টা করা। যদি পেয়ে যান তাহলে সন্দেহ যুক্ত কিছু তাহলে রুকইয়াহ করা পানি গোলাপজ্বল সামান্য একটু লবণ পড়া আতর ভিজিয়ে রাখুন এবং সুরা নাস ও ফালাক ৭ পড়ে পানি তে থুথু সহকারে ফুঁ দিয়ে ওই পানি তে চুবিয়ে রাখুন এতে যাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।

🔰 বাথরুম টয়লেট কর্পূর ব্যবহার করুন এটা জ্বিন যাদুর জন্য মারাত্মক হুমকি কষ্ট পায়। ফ্রীজে সন্দেহ যুক্ত খাবার পেলে,ফেলেদিন।

🔰 আত্নীয়সজন বাসায় আসলে যদি তাদের সন্দেহ জনক মনে হয় তাহলে একটু শর্তক অবলম্বন করুন এবং তাদের হাদিয়া দেওয়া খাবার গুলোর মধ্যে রুকইয়াহ করা পানি ছিটিয়ে তার পর খাবেন।

🔰 রাতে নোংরা জামাকাপড় বালতিতে ভিজিয়ে না রাখা উওম এতে বাথরুম গন্ধ হবে জ্বিন যাদু প্রভাব বিস্তার হবে। কেননা জ্বীন শয়তান দুর্গন্ধযুক্ত স্থান কি পছন্দ করে।

🔰 রুকইয়াহ করা পানির মধ্যে হালকা লবন মিশিয়ে ওই পানি টা বাসায় ছিটাবেন মাঝে মাঝে। বাড়ির আশেপাশে কাঁটাযুক্ত গাছ লাগান।

♦️ সদাকায় যারিয়ার নিয়াতে পোস্ট শেয়ার করে দিন জাজাকাল্লাহ খাইরান।

সহজ ও দ্রুত বিয়ের জন্য কার্যকরী রুকইয়াহ পরামর্শ!বিয়ে সংক্রান্ত দেরি, বদনজর, যাদু, এবং জিন-শয়তানের প্রভাব থেকে মুক্তি পেত...
02/02/2025

সহজ ও দ্রুত বিয়ের জন্য কার্যকরী রুকইয়াহ পরামর্শ!

বিয়ে সংক্রান্ত দেরি, বদনজর, যাদু, এবং জিন-শয়তানের প্রভাব থেকে মুক্তি পেতে রুকইয়াহ শারইয়াহ অত্যন্ত কার্যকরী। যারা বিয়ে কেন্দ্রিক সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত নিম্নোক্ত অডিও রুকইয়াহগুলো থেকে প্রতিদিন সিরিয়াল অনুযায়ী একটি করে শুনবেন এবং শোনা শেষে বিয়ের উপর পতিত হওয়া সকল, বদনজর, হাসাদ, যাদু এবং জিন-শয়তানের সকল প্রভাব ধ্বংস করার এবং বিয়ে সহজ হওয়ার নিয়তে রুকইয়াহর গোসল করবেন ইনশাআল্লাহ।

🛁 কার্যকরী রুকইয়াহর গোসলের নিয়ম

✅ উপকরণ:

১ বালতি পানি

এক চিমটি পিংক সল্ট (পাঁচ আঙুল দিয়ে)

১০ চা চামচ গোলাপজল

৩-৭ চা চামচ অলিভ ওয়েল

৭টি বরই পাতা বেটে পেস্ট করে পানিতে মেশান

✅ পড়া হবে:
➤ সূরা ফাতিহা (৩ বার)
➤ আয়াতুল কুরসি (৩ বার)
➤ নিচের আয়াতগুলো (৩ বার)

📖 সুরা আ'রাফ: ১১৭-১২২
📖 সুরা ইউনুস: ৮১-৮২
📖 সুরা ত্বহা: ৬৯
📖 সুরা ইখলাস, ফালাক, নাস (৩ বার)

➡ উক্ত সূরা ও আয়াতগুলো পড়া শেষে পানিতে থুথু মিশ্রিত ফুঁ দিন।

✅ গোসলের ধাপ:
১️⃣ প্রথমে রুকইয়াহ পড়া পানি দিয়ে সম্পূর্ণ শরীর ধুয়ে নিন।
২️⃣ এরপর স্বাভাবিক পানি দিয়ে সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করে গোসল শেষ করুন।
3️⃣ শরীরের ব্যথার স্থান বা যেসব জায়গায় প্রতিক্রিয়া হয়, সেখানে বেশি করে পানির ফ্লো পড়তে দিন।

📌 অতিরিক্ত উপকারের জন্য:
🔹 ঝরনার নিচে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকুন।
🔹 পানির প্রবাহ যেন শরীরের প্রতিটি স্থানে পৌঁছে।

🔹 নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ বিয়ে সংক্রান্ত সকল বাঁধা দূর হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কুদরতে সহজেই বিয়ের ব্যবস্থা হবে।

📞 সরাসরি রুকইয়াহ করাতে চান?

✅ অভিজ্ঞ শরয়ী রাকীর মাধ্যমে নির্ভরযোগ্য রুকইয়াহ সেশন নিতে এখনই যোগাযোগ করুন!

✨ আল্লাহ আমাদের সবার জন্য কল্যাণ বরাদ্দ করুন। আমীন!

#বিয়ে_সংক্রান্ত_রুকইয়াহ #বিয়ে_রুকইয়াহ #রুকইয়াহ_শরীয়া #বিবাহিক_জীবন_শান্তি #বিয়ে_ব্যাধি_প্রতিকার #রুকইয়াহ_সেশন #ম্যাচমেকিং_রুকইয়াহ #বিয়ের_প্রতিকার #বিয়ে_সুখ_রুকইয়াহ #রুকইয়াহ_দ্বারা_শান্তি #বিয়ে_এবং_পারিবারিক_শান্তি #মনের_শান্তি_বিয়েতে #রুকইয়াহ_দ্বারা_বিয়ের_আশীর্বাদ #দাম্পত্য_জীবনের_শান্তি #রুকইয়াহ_লাভ_ম্যারেজ

আপনি কিভাবে বুঝবেন আপনার বিয়ে আটকে আছে? যাদুর মাধ্যমে কারো বিয়ে আটকে দেওয়া বা বিয়েতে বাধা সৃষ্টি করা বাস্তব জীবনে একটি ...
02/02/2025

আপনি কিভাবে বুঝবেন আপনার বিয়ে আটকে আছে?

যাদুর মাধ্যমে কারো বিয়ে আটকে দেওয়া বা বিয়েতে বাধা সৃষ্টি করা বাস্তব জীবনে একটি সাধারণ সমস্যা, যা অনেক মানুষের জীবনে চরম বাস্তব। এটি সাধারণত বিয়ে সংক্রান্ত বাধা (Marriage Blockage) বা সিহরুত তাতিল আনিজ জাওয়াজ (سحر التعطيل عن الزواج) নামে পরিচিত।

যাদুর কারণে বিয়ে বন্ধ থাকার কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে, যা ব্যক্তি নিজেও অনুভব করতে পারে বা আশপাশের মানুষ লক্ষ্য করতে পারে। যেভাবে জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ করা থাকে, ঠিক এভাবে বদনজর, হাসাদ অথবা শুধু শয়তানের প্রভাবেও জাদু বন্ধ থাকতে পারে। আমরা এখানে সংক্ষিপ্ত কিছু লক্ষণ উল্লেখ করছি। এর বাইরেও আরো লক্ষণ থাকতে পারে।

---

🔹১. বিয়ে সংক্রান্ত সকল প্রচেষ্টা বারবার ব্যর্থ হওয়া

✅ বিয়ের আলোচনা ঠিকঠাকভাবে শুরু হলেও হঠাৎ করেই ভেঙে যায়
✅ একের পর এক ভালো প্রস্তাব আসলেও তা কোনো কারণ ছাড়াই নষ্ট হয়ে যায়
✅ দুই পরিবারের মধ্যে অনর্থক ভুল বোঝাবুঝি হয় এবং আলোচনা বন্ধ হয়ে যায়
✅ দীর্ঘদিন ধরে কোনো ভালো প্রস্তাবই আসে না, যদিও ব্যক্তি বিবাহযোগ্য

---

🔹২. বিয়েতে অস্বাভাবিক অনাগ্রহ বা ভয়

✅ হঠাৎ করেই বিয়ের প্রতি অস্বাভাবিক অনীহা জন্মায়
✅ মন চাইবে না বিয়ে করতে, অথচ আগেও স্বাভাবিক চিন্তা ছিল
✅ মনে হবে বিয়ে করলে জীবন নষ্ট হয়ে যাবে বা দাম্পত্য কলহ হবে
✅ কখনো কখনো বিয়ের কথা বললেই মাথাব্যথা, শরীরে ক্লান্তি বা বিরক্তি লাগে

---

🔹৩. সম্পর্ক গড়তে না পারা বা ভেঙে যাওয়া

✅ কাউকে পছন্দ হলেও সম্পর্কে টিকে থাকা সম্ভব হয় না
✅ আকস্মিকভাবে প্রস্তাবদাতার মন পরিবর্তন হয়ে যায়
✅ হঠাৎ করেই অনর্থক সন্দেহ, রাগ বা তিক্ততা জন্ম নেয়
✅ যিনি বিয়ে করতে চাচ্ছেন, তাকে বিনা কারণে অবজ্ঞা করা হয়

---

🔹৪. শারীরিক ও মানসিক লক্ষণ

✅ যখনই বিয়ে বা সম্পর্কের বিষয়ে কথা হয়, তখন শরীরে অদ্ভুত প্রতিক্রিয়া হয়
✅ মাথাব্যথা, বুক ধড়ফড় করা, শরীর ভারী লাগা বা শ্বাসকষ্ট হওয়া
✅ হঠাৎ করে বিষণ্নতা বেড়ে যাওয়া, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা
✅ রাতে ঘুমের মধ্যে ভয় পাওয়া বা অদ্ভুত দুঃস্বপ্ন দেখা
✅ অল্পতেই রেগে যাওয়া বা মানসিক চাপ অনুভব করা
✅ চেহারা ফ্যাকাসে হয়ে যাওয়া এবং বিশ্রী লাগে। অথচ প্রস্তাব করি প্রস্থান করার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
✅ বিয়ের কথা উঠলে অকারনে ভেতর থেকে প্রচন্ড কান্না বা চিৎকার আসে।

---

🔹৫. স্বপ্নে অস্বাভাবিক কিছু দেখা

✅ ঘুমের মধ্যে অদ্ভুত দুঃস্বপ্ন দেখা, যেমন—

সাপ, কালো বিড়াল বা কুকুরের আক্রমণ

অপরিচিত লোকের দ্বারা বাধা পাওয়া

নিজেকে বারবার অন্ধকার জায়গায় বন্দি অবস্থায় দেখা

অজানা ব্যক্তির দ্বারা নির্যাতিত বা আটকানো অনুভব করা
✅ কেউ কেউ বলে থাকেন যে, স্বপ্নে তারা বিয়ে করছেন, কিন্তু হঠাৎ করে ভেস্তে যাচ্ছে

---

🔹৬. অস্পষ্ট বাধা অনুভব করা

✅ বিয়ের জন্য সব কিছু ঠিক থাকলেও মনে হয় যেন কিছু একটা আটকে আছে
✅ কোনোরকম যুক্তিসঙ্গত কারণ ছাড়াই দেরি হতে থাকে
✅ আত্মীয়-স্বজন, পরিবার বা সমাজ থেকেও অযথা বাধার সম্মুখীন হওয়া
✅ কেউ কেউ মনে করে যে, কারও দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং নিজের ইচ্ছাশক্তি কমে যাচ্ছে
এগুলো ছাড়াও আরো এক লক্ষন থাকতে পারে।

---

✅ করণীয় সমাধান

নিয়মিত রুকইয়াহ করা ও কুরআনের আয়াত দ্বারা শারীরিক ও মানসিক সুরক্ষা নেওয়া

বিয়ের বিষয়ে দেরি না করে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আমল ও দু'আ করা

যদি সন্দেহ থাকে যে, যাদু বা শয়তানের কারণে বিয়ে হয়ে আছে, তাহলে অভিজ্ঞ শরয়ী রাকীর কাছে রুকইয়াহ করানো উচিত।

🔹শেষ কথা

যাদু, বদনজরের কারণে বিয়ে আটকে থাকার ঘটনা বাস্তবে ঘটে থাকে, তবে এর প্রতিকার রয়েছে। যদি কেউ উপরোক্ত লক্ষণগুলো অনুভব করেন, তাহলে আল্লাহর ওপর ভরসা রেখে সঠিক ইসলামী পদ্ধতিতে রুকইয়াহ করা এবং নিয়মিত কুরআন-হাদিসের আমল করা জরুরি।

আল্লাহ আমাদের সবাইকে শয়তানি যাদু ও বাধা-বিপত্তি থেকে রক্ষা করুন এবং নেককার জীবনসঙ্গী দান করুন। আমীন!

🔗 মাসনূন লাইফ: আপনার সুন্নাহ সম্মত সেবা ও সুন্নাহ লাইফ স্টাইলের নির্ভরযোগ্য সঙ্গী!

রুকইয়াহ শারইয়াহ এবং আপনার প্রয়োজনীয় শরয়ী সুচিকিৎসা পেতে এপয়েন্টমেন্ট এর জন্য মাসনূন লাইফের নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করুনঃ

আমাদের সেবাসমূহ:

💠 রুকইয়াহ শারইয়াহ সেবা

💠 হিজামা বা কাপিং থেরাপি

💠 জীবন ঘনিষ্ঠ সঠিক ইসলামি পরামর্শ ও দিকনির্দেশনা

💠 মানসিক প্রশান্তি ও শারীরিক অসুস্থতার সমাধান

💠 কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের গাইডলাইন

আপনার জীবনের যেকোনো চ্যালেঞ্জের শরয়ী সমাধানে আমরা আছি আপনার পাশে। সঠিক পরামর্শ ও সেবার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

📢 যেকোনো প্রয়োজন বা তথ্যের জন্য আমাদের নির্ধারিত মাধ্যমগুলোতে যোগাযোগ করুন।
জাযাকাল্লাহু খাইরান!

সন্তান না হওয়ার সমস্যায় হতাশা নয়? বরং রুকইয়াহ করুন!আপনি কি দীর্ঘদিন ধরে সন্তান লাভের আশায় আছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্...
02/02/2025

সন্তান না হওয়ার সমস্যায় হতাশা নয়? বরং রুকইয়াহ করুন!

আপনি কি দীর্ঘদিন ধরে সন্তান লাভের আশায় আছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন?
❌ কনসিভ হতে সমস্যা?
❌ মিসক্যারেজ হয়ে যাচ্ছে?
❌ ইরেগুলার পিরিয়ড বা হরমোনাল ইমব্যালেন্স?
❌ চিকিৎসা নিচ্ছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না?

এমন অনেক বোনই বছরের পর বছর সন্তান নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, অথচ শরয়ী রুকইয়াহ গ্রহণের মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা মা হয়েছেন!

✅ রুকইয়াহ কুরআন-সুন্নাহভিত্তিক চিকিৎসা
✅ অদৃশ্য বাঁধা তথা জিন-যাদু, বদনজর, হাসাদ ও তাদের নেতিবাচক প্রভাব দূর করে
✅ আল্লাহর রহমতে অন্তরের প্রশান্তি এনে দেয় এবং রোগ-বালাই ও সমস্যা দূর করে।

➡️ আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে দেরি না করে সরাসরি রুকইয়াহ সেশন নিন!
➡️ সঠিক পদ্ধতিতে সেল্ফ রুকইয়াহ গাইডলাইন অনুসরণ করুন!
➡️ আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুল রাখুন!

আল্লাহর রহমতে অনেকেই এই সমস্যার সমাধান পেয়েছেন, এবার আপনার পালা ইনশাআল্লাহ!

মাসনূন লাইফ: আপনার সুন্নাহ সম্মত সেবা ও সুন্নাহ লাইফ স্টাইলের নির্ভরযোগ্য সঙ্গী!

রুকইয়াহ শারইয়াহ এবং আপনার প্রয়োজনীয় শরয়ী সুচিকিৎসা পেতে এপয়েন্টমেন্ট এর জন্য মাসনূন লাইফের নির্ভরযোগ্য যোগাযোগ ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করুন:

আমাদের সেবাসমূহ:

💠 রুকইয়াহ শারইয়াহ সেবা

💠 হিজামা বা কাপিং থেরাপি

💠 জীবন ঘনিষ্ঠ সঠিক ইসলামি পরামর্শ ও দিকনির্দেশনা

💠 মানসিক প্রশান্তি ও শারীরিক অসুস্থতার সমাধান

💠 কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের গাইডলাইন

আপনার জীবনের যেকোনো চ্যালেঞ্জের শরয়ী সমাধানে আমরা আছি আপনার পাশে। সঠিক পরামর্শ ও সেবার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

📢 যেকোনো প্রয়োজন বা তথ্যের জন্য আমাদের নির্ধারিত মাধ্যমগুলোতে যোগাযোগ করুন।
জাযাকাল্লাহু খাইরান!

আমাদের কাছে #রুকইয়াহ করতে যোগাযোগ করুনঃ-
🇧🇩 #হিজামা সেন্টার চাঁপাইনবাবগঞ্জ
☎️সিরিয়াল নিতে যোগাযোগঃ ০১৭৮৬৬০৮৮৯৭
🏥ঠিকানাঃ চাঁন্দলাই ক্লাব মোড়, চাঁপাইনবাবগঞ্জ সদর।
বিঃদ্রঃ মহিলাদের জন্য মহিলা চিকিৎসক দ্বারা পরিপূর্ণ পর্দার সাথে হিজামা করা হয়।
#রুকইয়াহ_চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জ_রুকইয়াহ #রুকইয়াহ_চাঁপাই #চাঁপাই_রুকইয়াহ #রুকিয়া_চাঁপাই #চাঁপাই_রুকিয়া

বদনজর থেকে বাঁচার জন্য ইসলামি শরীয়তে নির্ধারিত কিছু রুকইয়াহ (রুকইয়াহ শরইয়াহ) ও প্রতিকার রয়েছে। নিচে কুরআন ও সুন্নাহর আলো...
02/02/2025

বদনজর থেকে বাঁচার জন্য ইসলামি শরীয়তে নির্ধারিত কিছু রুকইয়াহ (রুকইয়াহ শরইয়াহ) ও প্রতিকার রয়েছে। নিচে কুরআন ও সুন্নাহর আলোকে বদনজর থেকে মুক্তির জন্য করণীয় রুকইয়াহ ও চিকিৎসা দেওয়া হলো—

১. কুরআন ও দোয়ার মাধ্যমে রুকইয়াহ:

কুরআনি রুকইয়াহ:

✅ সূরা ফাতিহা (৭ বার)
✅ আয়াতুল কুরসি (সুরা বাকারা: ২৫৫)
✅ সূরা ফালাক ও সূরা নাস (৩ বার করে)
✅ সূরা ইখলাস (৩ বা ৭ বার)
✅ সুরা ইউসুফ (১২:৬৭) থেকে: "وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ"
✅ সুরা কাহফ (১৮:৩৯): "مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ"

হাদিসে প্রমাণিত দোয়া:

১.
> "بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ، بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ"
(তিরমিজি, আবু দাউদ)

অর্থ: "আল্লাহর নামে তোমার রুকইয়াহ করছি, যা কিছু তোমাকে কষ্ট দিচ্ছে, প্রতিটি মন্দ আত্মা ও হিংসুক দৃষ্টির অনিষ্ট থেকে। আল্লাহ তোমাকে শিফা দান করুন। আল্লাহর নামে আমি তোমাকে রুকইয়াহ করছি।"

২.
> "أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ"
(মুসলিম)

অর্থ: "আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের মাধ্যমে আমি তাঁর কাছে আশ্রয় চাই, তাঁর সৃষ্টি করা সব কিছুর অনিষ্ট থেকে।"

বদনজর আক্রান্ত হলে উপরে উল্লিখিত আয়াত ও দোয়া পড়ে রুকইয়াহ করা এবং আক্রান্ত ব্যক্তি নিজের ওপর ফুঁ দেওয়া এবং পানিতেও ফুঁ দিয়ে সে পড়া পানি পান করা ও তা দিয়ে গোসল করা। এসব করলে বদনজর ও তার প্রভাব থেকে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ।

এসবের পাশাপাশি রুকইয়ার অডিও শুনুন—

আইন ও হাসাদের অডিও-

১/ https://youtu.be/ej04PRuhwsE

২/ https://youtu.be/Ud5FtxKBVEM

৩/ https://youtu.be/UCpNYHA0XMM

৪/ https://youtu.be/pjfLCFfXRUc

৫/ https://youtu.be/bdJFqcmudQg

৬/ https://youtu.be/nI-AhJSXteY

৭/ https://youtu.be/YD0gLrrrIGw

৮/ https://youtu.be/d9A8l8OX3lQ

সূরা বাকারাহ'র অডিও। জীন-শয়তান, যাদু ও নজরের সমস্যা থেকে শিফা পেতে প্রতিদিন রাতে ঘুমানোর সময় শুনতে শুনতে ঘুমাবেন।

https://youtu.be/0lEqVulMtY4

; নোটঃ উপরিউক্ত অডিওগুলো থেকে প্রতিদিন একটা করে অডিও সিরিয়াল অনুযায়ী দিনের বেলা কমপক্ষে একবার শুনবেন। আর অবশ্যই রাতের বেলা সূরা বাকারাহ'র অডিও টি শুনবেন।

বদনজরের জন্য রুকইয়ার গোসল করার সঠিক পদ্ধতি

বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য শরীয়তে নির্ধারিত রুকইয়ার গোসলের একটি বিশেষ পদ্ধতি আছে, যা হাদিস দ্বারা প্রমাণিত। এটি দুইভাবে করা যায়—

প্রথম পদ্ধতি: যদি বদনজর দেওয়া ব্যক্তির ওজুর পানি পাওয়া যায়

রাসূল ﷺ বলেছেন:

> "যদি তোমাদের কারও বদনজর লাগে, তবে সে যেন ওজু করে। তারপর সেই পানি আক্রান্ত ব্যক্তির ওপর ঢেলে দেওয়া হোক।"
(আবু দাউদ, নাসাঈ, আহমদ, সহিহ)

পদ্ধতি:

1. যে ব্যক্তি বদনজর দিয়েছে, তাকে ওজু করতে বলবে।

2. তার ওজুর পানি বা গোসলের পানি সংগ্রহ করবে।

3. সেই পানি আক্রান্ত ব্যক্তির মাথার পেছনে থেকে ঢালবে।

4. সম্পূর্ণ শরীরে পানি ঢেলে গোসল করবে।

✅ হাদিস অনুযায়ী, এটি করলে আল্লাহর ইচ্ছায় বদনজরের প্রভাব দূর হয়ে যায়।

দ্বিতীয় পদ্ধতি: সাধারণ রুকইয়ার গোসল (যদি বদনজর দাতার পানি না পাওয়া যায়)

যদি বদনজর দাতার ওজুর পানি পাওয়া না যায়, তাহলে নিজেই কুরআন-হাদিসের আমল করে রুকইয়ার পানি তৈরি করে গোসল করা যায়।

পদ্ধতি:

✅ ১. বিশুদ্ধ পানি সংগ্রহ করা – এক বালতি বা বোতলে পানি নিন।

✅ ২. নিচের আয়াত ও দোয়া পড়ে পানিতে ফুঁ দিন:

সুরা ফাতিহা (১ বার বা ৭ বার)

আয়াতুল কুরসি (সুরা বাকারা: ২৫৫) – ১ বার বা ৩ বার

সুরা ফালাক ও সুরা নাস (৩ বার করে)

সুরা ইখলাস (৩ বার)

"أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ" (৩ বার)

"بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ..." (১ বার)

✅ ৩. এই পানি দিয়ে সম্পূর্ণ শরীর ধুয়ে গোসল করা।

✅ ৪. গোসলের সময় আল্লাহর কাছে বদনজর থেকে মুক্তির জন্য দোয়া করা।

✅ ৫. এই আমল কয়েকদিন চালিয়ে যাওয়া (৩ বা ৭ দিন পর্যন্ত)।

🔹 বিশেষ পরামর্শ:

সকাল-সন্ধ্যার দোয়া পড়ার অভ্যাস গড়ে তুলুন।

বদনজর থেকে সুরক্ষার জন্য "মাশাআল্লাহ" ও "বারাকাল্লাহ" বলার অভ্যাস করুন।

✦ আল্লাহর ইচ্ছায় এই পদ্ধতিতে গোসল করলে বদনজরের প্রভাব কেটে যাবে।

✦ এরপরেও বদনজর দূর না হলে সরাসরি কোন রাকীর মাধ্যমে রুকইয়াহ করুন ইনশাআল্লাহ।

✦ মাসনূন লাইফ: আপনার সুন্নাহ সম্মত সেবা ও সুন্নাহ লাইফ স্টাইলের নির্ভরযোগ্য সঙ্গী!

আমাদের সেবাসমূহ:

💠 রুকইয়াহ শারইয়াহ সেবা

💠 হিজামা বা কাপিং থেরাপি

💠 জীবন ঘনিষ্ঠ সঠিক ইসলামি পরামর্শ ও দিকনির্দেশনা

💠 মানসিক প্রশান্তি ও শারীরিক অসুস্থতার সমাধান

💠 কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের গাইডলাইন

আপনার জীবনের যেকোনো চ্যালেঞ্জের শরয়ী সমাধানে আমরা আছি আপনার পাশে। সঠিক পরামর্শ ও সেবার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

📢 যেকোনো প্রয়োজন বা তথ্যের জন্য আমাদের নির্ধারিত মাধ্যমগুলোতে যোগাযোগ করুন।
জাযাকাল্লাহু খাইরান!
রুকইয়াহ শারইয়াহ এবং আপনার প্রয়োজনীয় শরয়ী সুচিকিৎসা পেতে এপয়েন্টমেন্ট এর জন্য মাসনূন লাইফের নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করুন:

আমাদের কাছে #রুকইয়াহ করতে যোগাযোগ করুনঃ-
🇧🇩 #হিজামা সেন্টার চাঁপাইনবাবগঞ্জ
☎️সিরিয়াল নিতে যোগাযোগঃ ০১৭৮৬৬০৮৮৯৭
🏥ঠিকানাঃ চাঁন্দলাই ক্লাব মোড়, চাঁপাইনবাবগঞ্জ সদর।
বিঃদ্রঃ মহিলাদের জন্য মহিলা চিকিৎসক দ্বারা পরিপূর্ণ পর্দার সাথে হিজামা করা হয়।
#রুকইয়াহ_চাঁপাইনবাবগঞ্জ #চাঁপাইনবাবগঞ্জ_রুকইয়াহ #রুকইয়াহ_চাঁপাই #চাঁপাই_রুকইয়াহ #রুকিয়া_চাঁপাই #চাঁপাই_রুকিয়া

15/01/2025

Address

Chapai

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Friday 07:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Telephone

+8801701089022

Website

Alerts

Be the first to know and let us send you an email when রুকইয়াহ & হিজামা চাঁপাইনবাবগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রুকইয়াহ & হিজামা চাঁপাইনবাবগঞ্জ:

Share