Doctor’s Point, Chapanawabganj.
সঠিক ডাক্তারের পরামর্শ নিন, সুস্থ্য থাকুন।
’’ ডাক্তারের পরামর্শ নিন, সুস্থ্য থাকুন ‘’ এই শ্লোগান নিয়ে আপনাদের পাশে আছেন - ‘’Doctor’s Point, Chapanawabganj’’ সাস্থ্য সেবাই আপনার প্রযোনীয় ডাক্তারের পরামর্শ নিতে আমাদের সাথে থাকুন। আপনাদের সেবাই নিয়োজিত থাকতে আমরা সর্বদাই প্রস্তুত। “ ডাক্তার’স পয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ ”
অসুস্থ হলে কি করবেন? কোন ডাক্তার দেখাবেন? কোথায় দে
খাবেন? অ্যাপয়েন্টমেন্ট নিবেন কিভাবে? জরুরী রক্তের প্রয়োজন কোথায় পাবেন? এ্যাম্বুলেন্স প্রয়োজন যোগাযোগের নাম্বার নেই? এমন হাজারো প্রশ্ন আর তার সমস্যার সমাধানে পাশে পাবেন "Doctor’s Point, Chapanawabganj." ঘরে বসেই আপনার কাঙ্ক্ষিত ডাক্তারের খোঁজ পেতে অ্যাপয়েন্টমেন্ট নিতে এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ” ডক্টর'স পয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ” পেজের সাথে যুক্ত থাকুন।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে মানুষ প্রতারিত হচ্ছে । প্রতারিত হচ্ছে দুইভাবে ।
প্রথমত , ভুল পরামর্শে ।
দ্বিতীয়ত , ভুল চিকিৎসায় ।
এই দুয়ের মধ্যে প্রথমটির গুরুত্ব সবচেয়ে বেশি । কোন রােগের জন্য কোন ডাক্তার দেখানাে উচিত , কোন জায়গায় কোন রােগের চিকিৎসা ভালাে হয় , কোন রােগের ক্ষেত্রে বিদেশে যেতে হতে পারে , কোথায় তার ভালাে চিকিৎসা মিলবে , এগুলাে সাধারণ মানুষ বুঝবে না এটাই স্বাভাবিক । কিন্তু এ ক্ষেত্রেই মানুষ ভুলটা করে । কয়েকজন ডাক্তার দেখানাের পরেও উক্ত রােগের সঠিক ডাক্তারের সন্ধান পায় না। সময়, অর্থের অপচয় ও ভােগান্তির স্বীকার হন । আমরা আপনাদের এই বিষয়ে সঠিক নির্দেশনা দিতে চাই ।
আমরা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ , চিকিৎসা সংশ্লিষ্ট ডাক্তারের নাম , চেম্বারের ঠিকানা ,রক্তদাতার সন্ধান, এ্যাম্বুলেন্স সার্ভিস ইত্যাদি বিষয়ে সহযােগিতা করার চেষ্টা করব, ইনশা আল্লাহ।
আপনাদের কাছে আমাদের অনুরােধঃ
ভুল পরামর্শ দেওয়া থেকে বিরত থাকবেন । যদি কোন রােগের হিস্ট্রি আপনার সাথে মিলে যায় তবে পরামর্শ দিবেন ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ ডাক্তারি সহায়তা পেতে আপনার বন্ধুদেরকে ইনভাইট দিয়ে এড করুন এবং যেকোন মেডিকেল সহায়তা পেতে আমাদের সাথে যোগাযোগ রাখুন।