অাঁকা-বাঁকা দাঁত সোজা

অাঁকা-বাঁকা দাঁত সোজা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অাঁকা-বাঁকা দাঁত সোজা, Doctor, Chapai.

🦷 অঁাকা-বাঁকা দাঁত? চিন্তা নয়!
আমরা দিচ্ছি অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ব্রেস লাগানো, দাঁত সোজা করা ও প্রয়োজনীয় পরামর্শ।
📍 সাশ্রয়ী খরচে আধুনিক চিকিৎসা
📞 ইনবক্স করুন আজই অ্যাপয়েন্টমেন্টের জন্য! অঁাকা-বাঁকা দাঁত সোজা 🦷
আপনার হাসিকে করে তুলুন আত্মবিশ্বাসে ভরপুর!

🔹 দাঁতের ব্রেস (Braces) লাগানো
🔹 অঁাকা-বাঁকা দাঁত সোজা করার আধুনিক চিকিৎসা
🔹 অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের তত্ত্বাবধান
🔹 সাশ্রয়ী খরচে

মানসম্পন্ন সেবা
🔹 ব্যথাহীন ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি
🔹 কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্ক সবার জন্য পরিষেবা
🔹 স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা

📍 সঠিক সময়েই দাঁতের সমস্যার সমাধান করুন
📞 অ্যাপয়েন্টমেন্ট নিতে এখনই ইনবক্স করুন বা কল করুন!

14/07/2025

মেঘলা আকাশ আমাদের মনে এক অনন্য অনুভূতি জাগায়। কখনো তা গভীর চিন্তার উদ্রেক করে, আবার কখনো শান্তি ও রোমান্টিকতার ছোঁয়া নিয়ে আসে।

বিশ্ব জনসংখ্যা দিবস২০২৫পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন #চাঁপাই
14/07/2025

বিশ্ব জনসংখ্যা দিবস
২০২৫

পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন
#চাঁপাই

জীবন হচ্ছে সফলতা-ব্যর্থতার পালাবদলের এক অবিরাম ধারা। কোনো একটি কাজে ব্যর্থ হওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। এ জন্য আত্মহত্যা ...
13/07/2025

জীবন হচ্ছে সফলতা-ব্যর্থতার পালাবদলের এক অবিরাম ধারা। কোনো একটি কাজে ব্যর্থ হওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। এ জন্য আত্মহত্যা করাটা বোকামি। পরীক্ষায় ব্যর্থতা বা যেকোনো ব্যর্থতার পর কেউ ক্ষিপ্ত হয়ে ওঠে, কেউ তীব্র নেতিবাচক আবেগে বিস্ফোরিত হয় (এরাই আত্মহত্যার চেষ্টা নেয়), আবার কেউ সাময়িক আপসেট থাকে মাত্র। কে কোন ধরনের আবেগীয় প্রতিক্রিয়া দেখাবে, তা অনেক দেহ-মনো-সামাজিক কারণের ওপর নির্ভর করে।

‘তুমি ক্লাসে ফেল করেছ? তাহলে তুমি কিছুই করতে পারবে না’— এই ধারণা বহু শিক্ষার্থীকে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে দেয়। অথচ ইতিহাস বলছে, বিশ্বের অনেক সফল মানুষ একসময় পরীক্ষায় ফেল করেছিলেন বা পড়ালেখায় খুব একটা ভালো ছিলেন না। কিন্তু তারা হাল ছাড়েননি। ব্যর্থতাকে করেছেন মূলধন, আত্মবিশ্বাসকে করেছেন চালিকাশক্তি। শিক্ষা ও সনদকে ছাড়িয়ে তারা হয়ে উঠেছেন বিশ্বের অনুপ্রেরণা।
এই প্রতিবেদনে তুলে ধরা হলো এমনই কিছু মানুষের কথা— যারা পরীক্ষায় ফেল করেছিলেন, কিন্তু তারা প্রমাণ করে দিয়েছেন, জীবনে সফল হওয়ার জন্য নম্বর নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি, সাহস, আর পরিশ্রম।

জ্যাক মা:

চীনের বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা জীবনে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গণিতে পেয়েছিলেন মাত্র ১ নম্বর। তিনবার চেষ্টা করেও ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। শেষমেশ হ্যাংঝৌ নরমাল ইউনিভার্সিটিতে ভর্তি হন, যেটাকে তখন ‘চতুর্থ শ্রেণির’ বিশ্ববিদ্যালয় বলা হতো।

চাকরির ক্ষেত্রেও ভাগ্য তার সহায় হয়নি। কেএফসিতে চাকরির জন্য আবেদন করেছিলেন, যেখানে ২৪ জনের মধ্যে ২৩ জন চাকরি পান, বাদ পড়েন কেবল তিনি। পুলিশের চাকরির ক্ষেত্রেও একই অবস্থা।
কিন্তু জ্যাক মা হাল ছাড়েননি। ১৮ জন সহযোদ্ধাকে নিয়ে নিজ বাড়ি থেকে শুরু করেন আলিবাবা। প্রথম দিকে কেউ তাদের পরিকল্পনায় বিশ্বাস করেনি। এমনকি ৩০ জন বিনিয়োগকারী তাদের ফিরিয়ে দিয়েছিল। কিন্তু তিনি বিশ্বাস রেখেছিলেন নিজের ওপর। আজ তার প্রতিষ্ঠিত কোম্পানি আলিবাবা একটি বৈশ্বিক শক্তি, আর তিনি নিজে হয়ে উঠেছেন তরুণ উদ্যোক্তাদের জন্য এক জীবন্ত কিংবদন্তি।

স্টিভ জবস :

অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস কলেজে ভর্তি হলেও তা শেষ করেননি। পড়াশোনার প্রতি আগ্রহ কম থাকলেও প্রযুক্তি, নকশা আর উদ্ভাবনী চিন্তায় তিনি ছিলেন দুর্দান্ত। মাত্র ২০ বছর বয়সে গ্যারেজে বসেই তৈরি করেন অ্যাপল। যন্ত্রণা, চ্যালেঞ্জ, আর ব্যর্থতাকে সঙ্গী করেই এগিয়েছেন তিনি।

এক সময় তাকে নিজ প্রতিষ্ঠান থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু তিনি থেমে যাননি। ফিরে এসে আবার গড়েছেন এক অভাবনীয় প্রযুক্তির জগৎ। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক— সবকিছুর পেছনে রয়েছে তার দূরদর্শী চিন্তা।

বিল গেটস :

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস হার্ভার্ডে ভর্তি হয়েও তা শেষ করেননি। কলেজের গণ্ডি না পেরিয়েও তিনি তৈরি করেন মাইক্রোসফট, যা আজ বিশ্বজুড়ে প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান।

তিনি প্রমাণ করেছেন, ডিগ্রি থাকলেই মানুষ বড় হয় না— বড় হয় চিন্তা, উদ্ভাবন আর সাহসের মাধ্যমে।

ধীরুভাই আম্বানি :

ভারতের সবচেয়ে প্রভাবশালী শিল্পপতিদের একজন ছিলেন ধীরুভাই আম্বানি। স্কুলজীবনে লেখাপড়ায় ছিলেন একেবারেই গড়পড়তা। পড়াশোনা বেশি দূর এগোয়নি। কিন্তু তার বুদ্ধিমত্তা, ঝুঁকি নেওয়ার সাহস ও পরিশ্রম তাকে নিয়ে যায় সাফল্যের শিখরে। ছোট এক দোকান থেকে শুরু করে গড়ে তোলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ— যেটি আজ ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী।

উইনস্টন চার্চিল :

ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল স্কুলজীবনে ছিলেন একজন খারাপ ছাত্র। বারবার ফেল করতেন, শিক্ষকরা বলতেন— তিনি কিছুই করতে পারবেন না। অথচ তিনিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনকে নেতৃত্ব দিয়ে রক্ষা করেছিলেন।

চার্চিল জীবনে হাল ছাড়েননি। ইতিহাসে তিনি জায়গা করে নেন এক যুদ্ধনায়ক ও কূটনৈতিক বীর হিসেবে। পরবর্তীতে পান নোবেল পুরস্কারও।
_________________
শিক্ষাগত ব্যর্থতা অনেকের জীবনে এক ধাক্কা হতে পারে, কিন্তু সেটা জীবনের শেষ কথা নয়। উপরোক্ত উদাহরণগুলো প্রমাণ করে, যারা নিজের স্বপ্নে বিশ্বাস রাখে, যারা পরিশ্রমে ক্লান্ত হয় না, তারাই একদিন উঠে দাঁড়ায়।

আপনি পরাজয়ের পর কী করবেন, সেটাই গুরুত্বপূর্ণ। আপনি ব্যর্থ হয়ে কী শিখলেন, সেই শিক্ষাটাই আপনার ভবিষ্যতের ভিত্তি। সঠিক সময়, সঠিক দৃষ্টিভঙ্গি, আর সাহসিকতা—এই তিনটিই যেকোনো মানুষকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে।
___________________
সূত্র: যুগান্তর

#চাঁপাই

12/07/2025

দুপুর শুধু একটি সময় নয়, এটি দিনের এমন এক মুহূর্ত যখন ক্লান্তি আর প্রশান্তি পাশাপাশি থাকে। সকালটা ব্যস্ততায় কেটে গেলেও, দুপুর যেন একটু থেমে নিজেকে ফিরে দেখার সুযোগ দেয়। এই সময়টায় একটুখানি শুভেচ্ছা, একটুখানি ভালোবাসার বার্তা কারো মুখে হাসি এনে দিতে পারে, হালকা করে দিতে ভারক্লান্ত মনকে।

Address

Chapai

Website

Alerts

Be the first to know and let us send you an email when অাঁকা-বাঁকা দাঁত সোজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category