নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার

  • Home
  • Bangladesh
  • Chapainagar
  • নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার

নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার স্ট্রোকজনিত প্যারালাইসিস, মেরুদন্ড ও অস্থিসন্ধির ব্যথা, শিশু বিকাশ সমস্যা, স্পোর্টস ইনজুরি, অপারেশনের পর সুস্থতা ফেরাতে আধুনিক ফিজিওথেরাপি সেবা।

🦴 আজ ১২ অক্টোবর — বিশ্ব আর্থ্রাইটিস দিবস (World Arthritis Day) 🦴🦴 আর্থ্রাইটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যা আমাদের হাড় ও ...
12/10/2025

🦴 আজ ১২ অক্টোবর — বিশ্ব আর্থ্রাইটিস দিবস (World Arthritis Day) 🦴

🦴 আর্থ্রাইটিস এমন একটি দীর্ঘমেয়াদি রোগ, যা আমাদের হাড় ও জোড়াগুলোকে প্রভাবিত করে।
এর ফলে দেখা দেয় ব্যথা, ফোলা, শক্তভাব ও চলাফেরায় অসুবিধা। বয়স, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা, বা জেনেটিক কারণেও এই সমস্যা হতে পারে।

🌍 দিবসের তাৎপর্য:
বিশ্ব আর্থ্রাইটিস দিবসের লক্ষ্য হলো — এই রোগ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি, সময়মতো সঠিক চিকিৎসার গুরুত্ব বোঝানো এবং আর্থ্রাইটিস আক্রান্ত ব্যক্তিদের জীবনমান উন্নত করা।

💪 সঠিক চিকিৎসা, নিয়মিত ব্যায়াম, ফিজিওথেরাপি ও স্বাস্থ্যকর জীবনযাপনই পারে আর্থ্রাইটিসের কষ্ট কমাতে।

🦴 ব্যথা লুকিয়ে না রেখে বিশেষজ্ঞের পরামর্শ নিন — কারণ প্রাথমিক পর্যায়ে চিকিৎসাই সবচেয়ে কার্যকর।

✨ আজকের বার্তা:
“সচেতন হোন, জয়েন্ট রাখুন সুস্থ
জীবন হোক ব্যথামুক্ত ও সক্রিয়।”

আপনার সুস্থতায় আমরা সব সময় আপনার পাশে আছি।
🏥 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📍 রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ।
🗓️ প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
ফেসবুক পেজ: নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📞 যোগাযোগ: ০১৭৬৮৯৬৭৬৭৮

😣 ঘাড় ব্যথায় কষ্ট পাচ্ছেন?এখনই আসুন 🩺 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার-এ!ঘাড়ে ব্যথা অনুভব করছেন? 😣দীর্ঘ সময় মোবাইল ...
10/10/2025

😣 ঘাড় ব্যথায় কষ্ট পাচ্ছেন?
এখনই আসুন 🩺 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার-এ!

ঘাড়ে ব্যথা অনুভব করছেন? 😣
দীর্ঘ সময় মোবাইল 📱 বা কম্পিউটার 💻 ব্যবহার, ভুল ভঙ্গিতে বসা, কিংবা সারভাইক্যাল স্পন্ডাইলোসিস–এর কারণে ঘাড়ে ব্যথা হওয়া খুবই সাধারণ একটি সমস্যা।

👉 আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে:
✅ ব্যথা নিয়ন্ত্রণ ও পেশি শিথিলকরণ
✅ Manual Therapy ও Individual Exercise Program
✅ সঠিক ভঙ্গি (Posture) সংশোধন ও পরামর্শ।

🌸 নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে ঘাড় ব্যথা কমে যায় এবং আপনি ফিরে পান স্বাভাবিক, ব্যথামুক্ত জীবন!

আপনার সুস্থতায় আমরা আপনার পাশে আছি:
🏥 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📍 রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ।
🗓️ প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
ফেসবুক পেজ: নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📞 যোগাযোগ: ০১৭৬৮৯৬৭৬৭৮

🌍 বিশ্ব সেরিব্রাল পালসি দিবস ২০২৫🗓️ তারিখ: ৬ অক্টোবর💚 থিম: Inclusion, Equality, and Opportunity for Allআজ বিশ্ব সেরিব্রা...
06/10/2025

🌍 বিশ্ব সেরিব্রাল পালসি দিবস ২০২৫
🗓️ তারিখ: ৬ অক্টোবর
💚 থিম: Inclusion, Equality, and Opportunity for All

আজ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস —
এই দিনে আমরা স্মরণ করি সেই সব শিশু ও মানুষদের,
যাদের জীবনের প্রতিটি পদক্ষেপে লড়াই করতে হয় একটি অদৃশ্য কিন্তু বাস্তব চ্যালেঞ্জ — Cerebral Palsy (CP)।

🧠 সেরিব্রাল পালসি হলো একটি স্নায়বিক অবস্থা যা শিশুর মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলে।
এর ফলে চলাফেরা, ভারসাম্য ও সমন্বয়ে সমস্যা দেখা দেয়।
কিন্তু—
👉 সঠিক চিকিৎসা,
👉 ফিজিওথেরাপি,
👉 এবং সমাজের ভালোবাসা ও সহানুভূতি
তাদের জীবনেও আনতে পারে নতুন আলো।

💚 আসুন, আজকের দিনে আমরা অঙ্গীকার করি—
> “প্রতিটি শিশুর অধিকার আছে সম্মান, সুযোগ ও ভালোবাসা পাওয়ার।”

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Waliullah, RS Khan
01/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Waliullah, RS Khan

❤️ ২৯শে সেপ্টেম্বর = World Heart Day / বিশ্ব হার্ট দিবস ❤️🫀এক নজরে কিছু সত্য (Facts) ও করণীয় (Actions) — শেয়ার করে সবাইক...
29/09/2025

❤️ ২৯শে সেপ্টেম্বর = World Heart Day / বিশ্ব হার্ট দিবস ❤️

🫀এক নজরে কিছু সত্য (Facts) ও করণীয় (Actions) — শেয়ার করে সবাইকে সচেতন করতে পারেন 💡

🩺 কিছু গুরুত্বপূর্ণ তথ্য (Facts):
✅ Cardiovascular diseases (CVDs) বিশ্বব্যাপী সবচেয়ে বড় হত্যাকারী: বছরে প্রায় ২০.৫ মিলিয়ন প্রাণ হারানো হয় এই কারণে। (world-heart-federation.org)

✅ CVD deaths-এর প্রায় ৮৫% ঘটে coronary heart disease ও stroke থেকে। (world-heart-federation.org)

✅ সর্বশেষ গবেষণায় দেখা গেছে, 1990 থেকে 2021 সাল পর্যন্ত CVD-জনিত মৃত্যুর সংখ্যা প্রায় ৬০% বেড়েছে। (world-heart-federation.org)

✅ প্রতি বছর, ৪ জনের মধ্যে ১ জনের (one in four) মৃত্যু হৃদয় ও রক্তনালীর রোগে ঘটে। (bhf.org.uk)

✅ যুক্তরাষ্ট্রে, প্রতি ৩৪ সেকেন্ডে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। (cdc.gov)

✅ নিম্ন ও মধ্যম আয়ের দেশে ঝুঁকি বেশি — কারণ স্বাস্থ্যসেবা ও সচেতনতায় ঘাটতি রয়েছে। (pmc.ncbi.nlm.nih.gov)

🛡️ আপনার হৃদয়কে সুস্থ রাখার করণীয় (What You Can Do)
1. নিয়মিত শারীরিক কার্যকলাপে মন দিন
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি, জগিং, সাইক্লিং ইত্যাদি করুন 🌿
এমনকি মাত্র কয়েক মিনিট দ্রুত হাঁটাও ভালো প্রভাব ফেলতে পারে।
2. খাবারে সচেতন থাকুন
অতিরিক্ত তেল, লবণ ও চিনি কমান
বেশি করে ফল, শাকসবজি, পুরো শস্য (whole grains) ও ফাইবার খান
স্বাস্থ্যকর চর্বি (বাদাম, অলিভ অয়েল ইত্যাদি) ব্যবহার করুন
3. রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার (Blood Sugar) নিয়মিত পরীক্ষা করুন
উচ্চ রক্তচাপ (Hypertension) CVD-এর সবচেয়ে বড় ঝুঁকি — এটি প্রতি বছর লক্ষাধিক মৃত্যুর কারণ।
4. ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকুন
ধূমপান ধমনীগুলোকে ক্ষতিগ্রস্ত করে ও হৃদয়ের উপর চাপ বাড়ায়
মদ্যপান সীমিত রাখাও জরুরি
5. মানসিক চাপ ও ঘুমের যত্ন নিন
স্ট্রেস কমানোর জন্য ধ্যান, যোগব্যায়াম ও আনন্দময় সময় কাটান
প্রতিরাতে পর্যাপ্ত (৭–৮ ঘণ্টা) ঘুম নিশ্চিত করুন
6. নিজে সচেতন হোন এবং অন্যদের সচেতন করুন
পরিবার ও বন্ধুদের হৃদযন্ত্রের যত্ন নিতে উৎসাহ দিন
নিয়মিত হেলথ চেকআপ করুন

🌐 থিম / মেসেজ (Theme / Message)
“My Heart, Your Heart” — “আমার হৃদয়, আপনার হৃদয়”
→ নিজের হৃদয়ের যত্ন নিন এবং প্রিয়জনকেও উৎসাহিত করুন সুস্থ জীবনযাপনে।

জনসচেতনতায়:
🏥 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📍 রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ।
🗓️ প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
ফেসবুক পেজ: নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📞 যোগাযোগ: ০১৭৬৮৯৬৭৬৭৮

World Heart Federation's is formally recognised by WHO, with the mission to fight Cardiovascular disease globally promoting heart health.

⚡ হাঁটতে গিয়ে পা মচকে গেছে? ভয় নেই!জানুন আঙ্কেল স্প্রেইনের ৫ ধাপের সহজ প্রাথমিক চিকিৎসা 👇✅ Rest – ক্ষতিগ্রস্ত পা বিশ্রাম...
11/09/2025

⚡ হাঁটতে গিয়ে পা মচকে গেছে? ভয় নেই!

জানুন আঙ্কেল স্প্রেইনের ৫ ধাপের সহজ প্রাথমিক চিকিৎসা 👇

✅ Rest – ক্ষতিগ্রস্ত পা বিশ্রামে রাখুন
✅ Ice – বরফ সেঁক (১৫-২০ মিনিট, প্রতি ২-৩ ঘণ্টায়)
✅ Compression – ইলাস্টিক ব্যান্ডেজে পা বাঁধুন
✅ Elevation – বালিশে পা উঁচু করে রাখুন
✅ Pain relief – প্রয়োজন হলে ডাক্তার অথবা ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিন

❌সঠিক চিকিৎসা না নিলে দীর্ঘমেয়াদি যে সকল সমস্যা হতে পারে:
✅ ক্রনিক গোড়ালি ব্যথা ও ফোলা
✅ গোড়ালি দুর্বল হওয়া
✅ বারবার মচকানোর ঝুঁকি
✅ জয়েন্ট স্টিফনেস (কঠিন হয়ে যাওয়া)
✅ আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

আমরা আছি আপনার পাশে সব সময় ♥️

পরামর্শের জন্য যোগাযোগ করুন :
🏥 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📍 রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ।
🗓️ প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
ফেসবুক পেজ: নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📞 যোগাযোগ: ০১৭৬৮৯৬৭৬৭৮

10/09/2025
✨ হাঁটু ব্যথার সাধারণ লক্ষণ কি আপনারও আছে?✔ হাঁটতে গেলে হাঁটুতে কট কট শব্দ হয়?✔ হাটু ভাঁজ ও সোজা করতে অসুবিধা হয়?✔ নামা...
09/09/2025

✨ হাঁটু ব্যথার সাধারণ লক্ষণ কি আপনারও আছে?

✔ হাঁটতে গেলে হাঁটুতে কট কট শব্দ হয়?
✔ হাটু ভাঁজ ও সোজা করতে অসুবিধা হয়?
✔ নামাজে বসা ও সিজদায় কষ্ট হয়?
✔ সিঁড়িতে উঠা-নামা করতে কষ্ট হয়?
✔ হাঁটুর ব্যথায় রাতে ঘুমাতে পারেন না?
✔ হাঁটুর ব্যথা দিন দিন বাড়ছে?

👉 এসব লক্ষণ অবহেলা করলে হাঁটু আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

🩺 সমাধান আছে ফিজিওথেরাপি
চিকিৎসায়। যেখানে:-
✅ ওষুধ ছাড়াই ব্যথা নিয়ন্ত্রণ
✅ হাঁটু শক্তি ও নমনীয়তা বৃদ্ধি
✅ হাঁটার ক্ষমতা পুনরুদ্ধার
✅ স্বাভাবিক জীবনযাত্রায় ফেরা

📞 আজই যোগাযোগ করুন:
🏥 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📍 রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ।
🗓️ প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
ফেসবুক পেজ: নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📞 যোগাযোগ: ০১৭৬৮৯৬৭৬৭৮

"ব্যথা নয়, সুস্থ জীবনই আমাদের লক্ষ্য"

🌟 ৮ই সেপ্টেম্বর – বিশ্ব ফিজিওথেরাপি দিবস 🌟💪 ব্যথামুক্ত জীবন, শক্তিশালী শরীর!🧑‍⚕️ ফিজিওথেরাপি = সুস্থতার চাবিকাঠি 🔑👵 বার্...
08/09/2025

🌟 ৮ই সেপ্টেম্বর – বিশ্ব ফিজিওথেরাপি দিবস 🌟
💪 ব্যথামুক্ত জীবন, শক্তিশালী শরীর!
🧑‍⚕️ ফিজিওথেরাপি = সুস্থতার চাবিকাঠি 🔑
👵 বার্ধক্য বা দুর্বলতা? ফিজিওথেরাপি প্রতিরোধ করে!
✨ আজই শুরু করুন সুস্থ জীবন যাত্রা!
#সুস্থজীবন

🎉 ৮ই সেপ্টেম্বর – বিশ্ব ফিজিওথেরাপি দিবস 🎉🌍 এবারের প্রতিপাদ্য:“সুস্থ বার্ধক্য, শারীরিক দুর্বলতা ও পড়ে যাওয়া প্রতিরোধে ...
07/09/2025

🎉 ৮ই সেপ্টেম্বর – বিশ্ব ফিজিওথেরাপি দিবস 🎉

🌍 এবারের প্রতিপাদ্য:
“সুস্থ বার্ধক্য, শারীরিক দুর্বলতা ও পড়ে যাওয়া প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা”

👵👴 বার্ধক্যে সাধারণ সমস্যা:
💪 পেশি দুর্বল হয়ে যাওয়া
⚖️ ভারসাম্যহীনতা (Balance Problem) :
👉 বয়স বাড়লে চোখ, কান, স্নায়ু ও মাংসপেশির সমন্বয় কমে যায়।
👉 এতে হাঁটার সময় হোঁচট খাওয়া বা পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।
👉 ভারসাম্যহীনতা বার্ধক্যে আঘাত ও হাড় ভাঙার সবচেয়ে বড় কারণ।
🚶‍♂️ হাঁটাচলায় অসুবিধা
🦴 হাড় ক্ষয় ও পড়ে যাওয়ার ঝুঁকি

👉 এ পরিস্থিতিতে ফিজিওথেরাপি হলো সুস্থ বার্ধক্যের নির্ভরযোগ্য সঙ্গী।

🧩 ফিজিওথেরাপির ভূমিকা বার্ধক্যে:
1️⃣ শারীরিক দুর্বলতা কমায় – নিয়মিত এক্সারসাইজ ও থেরাপি পেশি শক্তিশালী করে।
2️⃣ ভারসাম্য ও সমন্বয় বাড়ায় – বিশেষ ব্যালেন্স ট্রেনিং পড়ে যাওয়ার ঝুঁকি কমায়।
3️⃣ ব্যথা নিয়ন্ত্রণ করে – হাড়, জয়েন্ট ও মাংসপেশির ব্যথা কমিয়ে স্বাভাবিক জীবনযাপন সহজ করে।
4️⃣ সক্রিয় জীবনধারা গড়ে তোলে – হাঁটা, সিঁড়ি ভাঙা, দৈনন্দিন কাজকর্ম সহজ করে।
5️⃣ স্বাধীনতা বজায় রাখে – বার্ধক্যেও সক্রিয় ও স্বনির্ভর থাকতে সাহায্য করে।
6️⃣ মানসিক স্বাস্থ্য উন্নত করে।

✨ বার্ধক্য মানেই দুর্বলতা নয় –
ফিজিওথেরাপি আপনাকে রাখতে পারে সক্রিয়, নিরাপদ ও সুস্থ।

💚 এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আমাদের অঙ্গীকার –
👉 “বার্ধক্য হোক সুস্থ, সক্রিয় ও নিরাপদ।”

সঠিক তথ্য ও ফিজিওথেরাপি গাইডলাইনের জন্য:
🏥 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📍 রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ।
🗓️ প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
ফেসবুক পেজ: নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📞 যোগাযোগ: ০১৭৬৮৯৬৭৬৭৮

🖥️ কর্মক্ষেত্রে এরগোনোমিক্স (Ergonomics) এরগোনোমিক্স মানে হলো কাজের পরিবেশ ও সরঞ্জামকে এমনভাবে সাজানো যাতে শরীর কম চাপের...
06/09/2025

🖥️ কর্মক্ষেত্রে এরগোনোমিক্স (Ergonomics) এরগোনোমিক্স মানে হলো কাজের পরিবেশ ও সরঞ্জামকে এমনভাবে সাজানো যাতে শরীর কম চাপের মধ্যে থেকে কার্যকরভাবে কাজ করতে পারে।

🔹 এরগোনোমিক্সের গুরুত্ব:
👉 শারীরিক ব্যথা ও আঘাতের ঝুঁকি কমায়
👉 কর্মদক্ষতা ও মনোযোগ বাড়ায়
👉 দীর্ঘসময় কাজের পর ক্লান্তি কম হয়
👉 মেরুদণ্ড, ঘাড় ও কাঁধ সুস্থ রাখে

🔹 অফিসে এরগোনোমিক্স টিপস:
1. চেয়ার এমন হতে হবে যাতে কোমর ভালোভাবে সাপোর্ট পায়।
2. কম্পিউটার স্ক্রিন চোখের সমতলে রাখুন।
3. কীবোর্ড ও মাউস এমনভাবে ব্যবহার করুন যাতে কব্জি বাঁকা না হয়।
4. প্রতি ৩০-৪০ মিনিট পর ছোট বিরতি নিয়ে উঠে দাঁড়ান বা স্ট্রেচিং করুন।
5. পা মাটিতে সোজা রাখুন বা ফুটরেস্ট ব্যবহার করুন।

😌 কর্মক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্ট (Stress Management):
দীর্ঘ সময় কাজ, চাপ বা ডেডলাইন মানসিক চাপ তৈরি করে। সঠিকভাবে ম্যানেজ না করলে শারীরিক অসুস্থতা হতে পারে।
🔹 স্ট্রেসের প্রভাব মনোযোগে ঘাটতি
বিরক্তি, ক্লান্তি ঘুমের সমস্যা উচ্চ রক্তচাপ বা মাথাব্যথা।

🔹 স্ট্রেস ম্যানেজমেন্ট টিপস
1. কাজের তালিকা তৈরি করুন, গুরুত্বপূর্ণ কাজ আগে করুন।
2. কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখুন।
3. দিনে অল্প সময়ের জন্য হলেও হাঁটুন বা ব্যায়াম করুন।
4. মেডিটেশন, ডিপ ব্রিদিং বা রিলাক্সেশন টেকনিক ব্যবহার করুন।
5. পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন।
6. সহকর্মীদের সাথে ইতিবাচক যোগাযোগ রাখুন।

👉 সারাংশ:
এরগোনোমিক্স শরীরকে সুরক্ষা দেয়, আর স্ট্রেস ম্যানেজমেন্ট মনকে শান্ত রাখে। দুটোই কর্মক্ষেত্রে সুস্থ ও উৎপাদনশীল জীবনযাপনের জন্য জরুরি।

সঠিক তথ্য ও ফিজিওথেরাপি গাইডলাইনের জন্য:
🏥 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📍 রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ।
🗓️ প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
ফেসবুক পেজ: নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📞 যোগাযোগ: ০১৭৬৮৯৬৭৬৭৮

🏢 অফিসে স্বাস্থ্য সচেতনতা 🏢অফিসে স্বাস্থ্য সচেতনতা বলতে কর্মক্ষেত্রে নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প...
05/09/2025

🏢 অফিসে স্বাস্থ্য সচেতনতা 🏢
অফিসে স্বাস্থ্য সচেতনতা বলতে কর্মক্ষেত্রে নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় অভ্যাস ও নিয়মাবলী মেনে চলাকে বোঝায়।
অফিসে দীর্ঘ সময় বসে কাজ করা আপনার শরীর ও মনের জন্য ক্ষতিকর হতে পারে। সুস্থ ও সক্রিয় থাকতে চাইলে কিছু সহজ অভ্যাস মেনে চলুন 👇

🖥️ শারীরিক স্বাস্থ্য:

👉 সঠিক ভঙ্গি বজায় রাখুন – চেয়ারে সোজা হয়ে বসুন, স্ক্রিন চোখের সমতলে রাখুন।
👉 প্রতি ৩০-৪৫ মিনিট পর দাঁড়ান/হাঁটাহাঁটি করুন – দীর্ঘক্ষণ বসে থাকা কোমর ও ঘাড়ের জন্য ক্ষতিকর।
👉 স্ট্রেচিং ব্যায়াম করুন – ঘাড়, কাঁধ, হাত ও কোমরের হালকা স্ট্রেচ করুন।
👉 চোখের যত্ন নিন – ২০-২০-২০ নিয়ম মেনে চলুন (প্রতি ২০ মিনিটে, ২০ ফুট দূরে ২০ সেকেন্ড তাকান)।

🥗 খাদ্যাভ্যাস:
👉 বেশি চা–কফির পরিবর্তে পর্যাপ্ত পানি পান করুন।
👉 অফিসে ঝাল-তেলেভাজা ফাস্টফুড কমিয়ে হালকা ও স্বাস্থ্যকর খাবার খান।
👉 ফল, বাদাম বা দইয়ের মতো হেলদি স্ন্যাকস রাখতে পারেন।

😌 মানসিক স্বাস্থ্য:
👉 অতিরিক্ত চাপ এড়াতে ছোট ছোট বিরতি নিন।
👉 সহকর্মীদের সাথে ইতিবাচক যোগাযোগ রাখুন।
👉 মাইন্ডফুলনেস বা ছোট মেডিটেশন করলে মানসিক চাপ কমে।

🚶‍♂️ ছোট অভ্যাস:
👉 লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন।
👉 ফোনে কথা বলার সময় দাঁড়িয়ে হাঁটুন।
👉 প্রতিদিন অন্তত ২০–৩০ মিনিট শারীরিক ব্যায়ামের অভ্যাস করুন।

👉 অফিসে স্বাস্থ্য সচেতনতা শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো টিমের জন্য উৎপাদনশীলতা ও সুস্থতার মূল চাবিকাঠি।

সঠিক তথ্য ও ফিজিওথেরাপি গাইডলাইনের জন্য:
🏥 নূর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📍 রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ।
🗓️ প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
ফেসবুক পেজ: নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার ।
📞 যোগাযোগ: ০১৭৬৮৯৬৭৬৭৮

#অফিসস্বাস্থ্য
#সুস্থঅফিস



#সুস্থথাকি


#সুস্থজীবন



Address

Ramchandraput
Chapainagar
6302

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when নুর ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category