Oli Ullah

Oli Ullah Alhamdulillah for everything ❣️ Mirpur Genarel Hospital
physiotherapy an Rehabilitation Service

27/04/2025

আপনার কন্যাসন্তানের নিরাপত্তার জন্য নিচের নীতিগুলো মেনে চলুন! 👩‍

১। ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না।

২। প্রা\প্তবয়স্ক কোন ব্যক্তি যদি আপনার সন্তানকে মজা করে বলে- "তুমি আমার বউ হবে?" এটা কখনোই প্রশ্রয় দেবেন না।

৩। আপনার কন্যাকে কখনোই কোন ব্যক্তির কোলে বসতে দেবেন না, সে যেই হোক না কেন।

৪। কখনো কারো বাড়িতে একা যেতে দেবেন না।

৫। যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায়, আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে।

৬। বাচ্চা যদি মোবাইল ফোন ইউজ করে তাহলে সময়ে সময়ে মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি চেক করুন সে গুগলে কী সার্চ করছে। [ জানা-অজানা 360 ]

৭। নিজের সন্তানকে কমপক্ষে ২ টি ফোন নাম্বার মনে রাখতে বলবেন, এবং আপনি নিজেও মনে রাখবেন।

৮। পরিবারের সবাই একসাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন, বিশেষ করে রাতের খাবার, এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন।

৯। প্রেম/ভালোবাসা/চটুল টাইপের সিনেমা দেখতে না দিয়ে সব সময় প্রেরণাদায়ক ছবি দেখার জন্য, সন্তানকে উৎসাহিত করুন।

১০। কোন রকম জাংকফুড বা ফাস্টফুড খাওয়ানোর অভ্যাস করবেন না। স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান।

১১। কোন প্রকার নে&শার প্রতি যাতে আস%ক্ত না হয়, সেদিকে খেয়াল রাখুন।

১২। আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোন ধরনের নে%শা করা থেকে এমনকি ধূমপান করা থেকে বিরত থাকুন।

১৩। সাচ্ছন্দ্য বোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্যাসন্তানকে জোর করবেন না।

১৪। একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার সন্তান বিশেষ কোন প্রা/প্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কিনা।

১৫। আপনার মেয়েকে পুরুষ মানুষ আছে এমন কোন বাড়িতে খেলতে যেতে দেবেন না। [fb.com/janaojanaa360]

১৬। নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করে, ফ্রি হবার চেষ্টা করবেন।

১৭। নিজের বাড়িতে লাঠি জাতীয় কোন বস্তু অবশ্যই রাখুন, এবং আপনার সন্তানকে কোন ফাঁকা জায়গায় বা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন, যাতে বি*পদের সময় প্রয়োগ করতে পারে।

১৮। পারিবারিক কোন অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান, এতে তার মানসিক বিকাশ ঘটবে।

১৯। আপনার কন্যাসন্তান বিয়ের উপযুক্ত হলেই (বিয়ের বয়স ক্ষেত্রবিশেষে কম বেশি হতে পারে) তাকে বিয়ে দেওয়ার জন্য নিজেকে মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুন।

২০। এই নীতি গুলোর বাইরে আরও কোন পরামর্শ থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে।

©ollected

পোস্টটি বেশি করে শেয়ার করে দিন, অনেকেই উপকৃত হতে পারেন!

04/02/2025
03/02/2025

IQAir এর রিপোর্ট অনুযায়ী দুষিত শহরের তালিকায় ঢাকা শহর এখন বিশ্বে প্রথম!
(২ ফেব্রুয়ারী ২০২৫)
বিষয়টা জানিয়ে দেয়া হল...এখন দেখেন আপনারা যা ভাল মনে করেন।

10/01/2025
23/12/2024

Address

Mirpur 2 Number Love Road
Char Mirpur
1216

Telephone

+8801758890255

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oli Ullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Oli Ullah:

Share