29/03/2019
পিঠের ব্যথায় ডাক্তার দেখানো জরুরী যখন.
পিঠের ব্যথা তেমন অপরিচিত কিছু নয়। মাথাব্যথা বা পেটব্যথার মতোই সচরাচর এই ব্যথা দেখা দেয়, আবার তা চলেও যায়। ভারী ব্যাগ বহন করার কারণে, বেকায়দায় বসে বা শুয়ে থাকার কারণে এমনকি খেলাধুলার কারণেও হুটহাট পিঠে ব্যথা হতে পারে। এই ব্যথা সাধারণত সেঁক দিলে, তেল মালিশ করলে বা পেইনকিলার খেলেই চলে যায়। কিন্তু কিছু কিছু সময়ে এই ব্যথা হতে পারে বিপদের লক্ষণ। শরীরের গুরুতর কোনো সমস্যায় পিঠে ব্যথা হতে পারে। এ সময়ে মালিশ বা পেইনকিলার নয় বরং যত দ্রুত সম্ভব ডাক্তার দেখানো উচিত। দেখে নিন কী কী পিঠব্যথায় ডাক্তার দেখাবেন জরুরী ভিত্তিতে-
১) আপনি আহত হয়েছেন
এটা সহজেই বোঝা যায় যে, কোনো দুর্ঘটনায় আপনি আহত হয়েছেন, পিঠে বেশ চোট পেয়েছেন- তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। পড়ে গিয়ে বা গাড়ি দুর্ঘটনায়- যে কারণেই এই চোট লাগুক না কেন। মেরুদণ্ডে চোট লাগাটা মোটেই হেলাফেলার বিষয় নয়। দুর্ঘটনার পর হাসপাতালের জরুরী বিভাগে যাওয়াটাই সমীচীন।
২) আপনার ওজন কমে যাচ্ছে
হুট করে দৃশ্যত কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়াটা মোটেই ভালো লক্ষণ নয়। এর পাশাপাশি যদি পিঠে ব্যথা থাকে, তার কারণ হতে পারে মেরুদণ্ডে টিউমার। টিউমারের কারণে ভার্টেব্রা দুর্বল হয়ে যেতে পারে এবং ফ্র্যাকচার ও ব্যথা তৈরি করতে পারে। আপনার বা আপনার পরিবারে যদি ক্যান্সারের ইতিহাস থাকে বা আপনি যদি ধূমপায়ী হন, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরী।
৩) আপনি মুত্রত্যাগ নিয়ন্ত্রণ করতে পারেন না
প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারছেন না, পাশাপাশি আছে পিঠে ব্যথা এবং পা ও কোমরে অসাড়তা দেখা দিয়েছে, তাহলে এটি হতে পারে কডি ইকুইনা সিনড্রোম নামে একটি স্নায়বিক সমস্যা। এই সব উপসর্গ একত্রে দেখা দিলে ডাক্তার দেখাতে দেরি করবেন না।
৪) ব্যথায় ঘুম ভেঙে যায়
পিঠে ব্যথা বিরক্তিকর বটে। কিন্তু এই ব্যথার তীব্রতায় যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে এর পেছনে গুরুতর কোনো কারণ থাকতে পারে। তীব্র ব্যথার পাশাপাশি যদি ক্ষুধামন্দা, জ্বর ও দুর্বলতা থাকে, তাহলে ডাক্তার দেখান। কারণ এর কারণ হতে পারে টিউমার।
পেটের কোনো সমস্যার কারণে পেট ও পিঠ উভয় জায়গায় ব্যথা হতে পারে। ছবি: প্রিয়.কম
৫) পিঠের সাথে পেটেও ব্যথা রয়েছে
অনেক সময়ে পেটের কোনো সমস্যার কারণে পেট ও পিঠ উভয় জায়গায় ব্যথা হতে পারে। পেটের একটি বড় ধমনী অতিরিক্ত বড় হয়ে যাবার ফলে অনেক সময়ে পেট ও পিঠে ব্যথা হতে পারে। একে বলা হয় অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। যদি ব্যথা কিছুতেই না কমে তাহলে হাসপাতালের জরুরী বিভাগে যোগাযোগ করা উচিত।
৬) পিঠে ও কোমরে থেকে থেকে ব্যথা হচ্ছে
একটানা ব্যথা নয়, বরং পিঠ ও কোমরের পেছনের দিকে থেকে থেকে তীব্র ব্যথা হচ্ছে, তাহলে হয়তো আপনার কিডনিতে পাথরের সমস্যা আছে। ব্যথার পাশাপাশি মূত্রের সাথে রক্তপাতও হতে পারে। এর জন্য নিঃসন্দেহে হাসপাতালে যাওয়া উচিত।
৭) আপনার অস্টিওপোরোসিস আছে
আপনার ইতোমধ্যেই অস্টিওপোরোসিস আছে, এবং আপনি হুট করে পিঠে ব্যথায় ভুগছেন, তাহলে আপনার ভার্টেব্রায় ফ্র্যাকচার হয়ে থাকতে পারে। সাধারণত পড়ে যাওয়া, ভারী কিছু ওঠানো এমনকি জোরে কাশি দিলেও তা হতে পারে। ব্যথা নিজে থেকেই কমে আসতে পারে, কিন্তু তারপরেও ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো।
৮) ব্যথার পাশাপাশি রয়েছে অসাড় অনুভূতি
পিঠে ব্যথা এবং এর সাথে কোমর ও পা অসাড় হয়ে যাওয়ার অনুভূতি খুবই ভয়ের কথা। অনেক সময়ে মেরুদণ্ডের আশেপাশের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হলে এই অসাড় অনুভূতি দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না করলে আপনার পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। তাই ডাক্তার দেখাতে দেরি করবেন না।
সূত্র: রিডার্স ডাইজেস্ট