Work overseas EU Nations

Work overseas EU Nations জরুরী মেডিসিন সরবরাহ.

09/01/2025
19/12/2024

দেশের নাম ঃ লাটভিয়া(সেনজেনভুক্ত দেশ)

-উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব তীরে লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার মধ্যস্থলে অবস্থিত রাষ্ট্র। ঢেউ খেলানো পাহাড়ের সারি ও ঘণ অরণ্যে এবং এগুলির মধ্যে অবস্থিত বহু নদনদী, হ্রদ ও জলাভূমি নিয়ে লাতভিয়ার নয়নাভিরাম ভূ-প্রকৃতি গঠিত। এখানে লাতভীয় জাতির লোকেরা সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ, তবে রুশ সংখ্যালঘু সম্প্রদায়ের আকার বেশ বড়। রিগা বৃহত্তম শহর, প্রধান বন্দর ও রাজধানী।

জিডিপি (পিপিপি)
আনুমানিক
$৫৩.৪৬৭ বিলিয়ন
• মাথাপিছু
$২৯,৪৮৯ জিডিপি আনুমানিক
• মোট $৩০.১৭৬ বিলিয়ন
• মাথাপিছু আয় $23,184মুদ্রা ইউরো
Job offer for construction site:
Latvia offer visa for 1 year
Time preparing work permit: 1 month
Documents needded for applying: passport scan all the pages, full
addres of living, scan trc or visa.
Documents which customers will receive from the company:
1. Work permit ( duration od permit is 2 years )
2. Accomodation letter
3. Guarantee letter
After receiving work permit from our side, will be needed to search for
appointment in embassy ( or VFS ), then for application form for visa will be
needed to prepare:
1. Your email address
2. Phone number
3. Photo 3,5x4,5
4. Health insuarance for 1 year
Time waiting from embassy ( or VFS ) is till 15 days.

18/12/2024

সাধ্যের মধ্যে ব্যায় আর তুলনা মূলক অনেক অল্প সময়ের মধ্য ইউরোপের কয়েকটি দেশের ওয়ার্ক-পারমিটের জন্য কাজ শুরু হবে জানুয়ারি থেকে ইনশাল্লাহ্!

27/08/2019

This was the first time robots lead a fire and rescue drill in China.

পিঠের ব্যথায় ডাক্তার দেখানো জরুরী যখন.পিঠের ব্যথা তেমন অপরিচিত কিছু নয়। মাথাব্যথা বা পেটব্যথার মতোই সচরাচর এই ব্যথা দেখা...
29/03/2019

পিঠের ব্যথায় ডাক্তার দেখানো জরুরী যখন.
পিঠের ব্যথা তেমন অপরিচিত কিছু নয়। মাথাব্যথা বা পেটব্যথার মতোই সচরাচর এই ব্যথা দেখা দেয়, আবার তা চলেও যায়। ভারী ব্যাগ বহন করার কারণে, বেকায়দায় বসে বা শুয়ে থাকার কারণে এমনকি খেলাধুলার কারণেও হুটহাট পিঠে ব্যথা হতে পারে। এই ব্যথা সাধারণত সেঁক দিলে, তেল মালিশ করলে বা পেইনকিলার খেলেই চলে যায়। কিন্তু কিছু কিছু সময়ে এই ব্যথা হতে পারে বিপদের লক্ষণ। শরীরের গুরুতর কোনো সমস্যায় পিঠে ব্যথা হতে পারে। এ সময়ে মালিশ বা পেইনকিলার নয় বরং যত দ্রুত সম্ভব ডাক্তার দেখানো উচিত। দেখে নিন কী কী পিঠব্যথায় ডাক্তার দেখাবেন জরুরী ভিত্তিতে-

১) আপনি আহত হয়েছেন

এটা সহজেই বোঝা যায় যে, কোনো দুর্ঘটনায় আপনি আহত হয়েছেন, পিঠে বেশ চোট পেয়েছেন- তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। পড়ে গিয়ে বা গাড়ি দুর্ঘটনায়- যে কারণেই এই চোট লাগুক না কেন। মেরুদণ্ডে চোট লাগাটা মোটেই হেলাফেলার বিষয় নয়। দুর্ঘটনার পর হাসপাতালের জরুরী বিভাগে যাওয়াটাই সমীচীন।

২) আপনার ওজন কমে যাচ্ছে

হুট করে দৃশ্যত কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়াটা মোটেই ভালো লক্ষণ নয়। এর পাশাপাশি যদি পিঠে ব্যথা থাকে, তার কারণ হতে পারে মেরুদণ্ডে টিউমার। টিউমারের কারণে ভার্টেব্রা দুর্বল হয়ে যেতে পারে এবং ফ্র্যাকচার ও ব্যথা তৈরি করতে পারে। আপনার বা আপনার পরিবারে যদি ক্যান্সারের ইতিহাস থাকে বা আপনি যদি ধূমপায়ী হন, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরী।

৩) আপনি মুত্রত্যাগ নিয়ন্ত্রণ করতে পারেন না

প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারছেন না, পাশাপাশি আছে পিঠে ব্যথা এবং পা ও কোমরে অসাড়তা দেখা দিয়েছে, তাহলে এটি হতে পারে কডি ইকুইনা সিনড্রোম নামে একটি স্নায়বিক সমস্যা। এই সব উপসর্গ একত্রে দেখা দিলে ডাক্তার দেখাতে দেরি করবেন না।

৪) ব্যথায় ঘুম ভেঙে যায়

পিঠে ব্যথা বিরক্তিকর বটে। কিন্তু এই ব্যথার তীব্রতায় যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে এর পেছনে গুরুতর কোনো কারণ থাকতে পারে। তীব্র ব্যথার পাশাপাশি যদি ক্ষুধামন্দা, জ্বর ও দুর্বলতা থাকে, তাহলে ডাক্তার দেখান। কারণ এর কারণ হতে পারে টিউমার।

পেটের কোনো সমস্যার কারণে পেট ও পিঠ উভয় জায়গায় ব্যথা হতে পারে। ছবি: প্রিয়.কম

৫) পিঠের সাথে পেটেও ব্যথা রয়েছে

অনেক সময়ে পেটের কোনো সমস্যার কারণে পেট ও পিঠ উভয় জায়গায় ব্যথা হতে পারে। পেটের একটি বড় ধমনী অতিরিক্ত বড় হয়ে যাবার ফলে অনেক সময়ে পেট ও পিঠে ব্যথা হতে পারে। একে বলা হয় অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম। যদি ব্যথা কিছুতেই না কমে তাহলে হাসপাতালের জরুরী বিভাগে যোগাযোগ করা উচিত।

৬) পিঠে ও কোমরে থেকে থেকে ব্যথা হচ্ছে

একটানা ব্যথা নয়, বরং পিঠ ও কোমরের পেছনের দিকে থেকে থেকে তীব্র ব্যথা হচ্ছে, তাহলে হয়তো আপনার কিডনিতে পাথরের সমস্যা আছে। ব্যথার পাশাপাশি মূত্রের সাথে রক্তপাতও হতে পারে। এর জন্য নিঃসন্দেহে হাসপাতালে যাওয়া উচিত।

৭) আপনার অস্টিওপোরোসিস আছে

আপনার ইতোমধ্যেই অস্টিওপোরোসিস আছে, এবং আপনি হুট করে পিঠে ব্যথায় ভুগছেন, তাহলে আপনার ভার্টেব্রায় ফ্র্যাকচার হয়ে থাকতে পারে। সাধারণত পড়ে যাওয়া, ভারী কিছু ওঠানো এমনকি জোরে কাশি দিলেও তা হতে পারে। ব্যথা নিজে থেকেই কমে আসতে পারে, কিন্তু তারপরেও ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো।

৮) ব্যথার পাশাপাশি রয়েছে অসাড় অনুভূতি

পিঠে ব্যথা এবং এর সাথে কোমর ও পা অসাড় হয়ে যাওয়ার অনুভূতি খুবই ভয়ের কথা। অনেক সময়ে মেরুদণ্ডের আশেপাশের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হলে এই অসাড় অনুভূতি দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না করলে আপনার পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। তাই ডাক্তার দেখাতে দেরি করবেন না।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

চুলে রং করা থেকে সাবধান!চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ জীবনানন্দের ‘বনলতা সেন’ আর নেই। ঘন কালো চুলের চেয়ে এখনকার ম...
22/03/2019

চুলে রং করা থেকে সাবধান!
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ জীবনানন্দের ‘বনলতা সেন’ আর নেই। ঘন কালো চুলের চেয়ে এখনকার মেয়েদেরে বাহারি রংয়ের চুলের প্রতি ভালবাসা বেশি। কালো চুলের জায়গা কেড়ে নিয়েছে নানা রংয়ের চুল। চুলকে নানা রং-এ রঙ্গিন করতে নিজের যে সর্বনাশ বয়ে আনছে তা জানেনা অনেকই। চুলে রং করতে যা যা ব্যবহার করা হয় তা মূলত নানা রাসায়নিকে তৈরী। আর এগুলো শুধু চুল নয়, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

১. অনেকেরই অ্যালার্জির সমস্যা আছে। চুলে রং করার সময় রাসায়নিকের সংস্পর্শে আসা মাত্রই অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায়। চুল রঙ করার প্রসাধনে পিপিডি থাকে যা অনেক বেশি অ্যালার্জি উদ্রেককারী। আর এই রাসায়নিকের প্রভাবে মাথার ত্বকে চুলকানি, জ্বালা, ফুলে যাওয়া, র‌্যাশ ওঠা, খুশকি সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অ্যালার্জি যদি মারাত্মক পর্যায়ে চলে যায় তাহলে চোখ ফুলে যাওয়া, চোখ, নাক ও মুখের চারপাশের ত্বকে অ্যালার্জির প্রকোপে র‌্যাশ দেখা দিতে পারে।

২. চুল উঠে যাওয়া একটি মারাক্তক সমস্যা যা চুলে রং করলে হতে পারে। চুল রংয়ের ক্ষতিকর রাসায়নিক চুলের ফলিকল একেবারেই নষ্ট করে দেয়। ফলে চুলের মাঝখান থেকে চুল ভেঙে যেতে শুরু করে এবং নতুন চুল গজানোতেও বাধা সৃষ্টি করে।

৩. চুল রং করার কারণে হাঁপানির সমস্যা দেখা দিতে পারে বা হাঁপানি আগে থেকে থাকলে তা বাড়তে পারে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত চুল রং করেন, তাদের ত্বকে অ্যালার্জি বা হাঁপানি হওয়ার প্রবণতা অনেকটাই বেশি। এখানেও কাজ করে সেই একই ক্ষতিকর রাসায়নিক পিপিডি।

৪. অবাক মনে হলেও চুলে রং করলে ক্যান্সার হতে পারে। ‘দ্য অ্যামেরিকান ক্যান্সার সোসাইটি’র গবেষণায় দেখা গিয়েছে, পিপিডি (paraphenylenediamine) মানুষের ডিএনএ সেল নষ্ট করে ক্যান্সারের কোষ উৎপন্ন করতে পারে। এই রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতেও সক্ষম। যার ফলে স্তন ক্যান্সারের আশঙ্কাও অনেকটাই বেড়ে যায়।

Address

Chauddagram Girls High School
Chauddagram

Telephone

+0088018132695918

Website

Alerts

Be the first to know and let us send you an email when Work overseas EU Nations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Work overseas EU Nations:

Share