Durgapur Agroho

Durgapur Agroho Durgapur Agroho - attempt by a group of volunteers to uplift lives of villagers in and around Durgapur. For Humanity ..By Humanity

'DURGAPUR AGROHO' works towards empowerment of the village for leading a life with dignity by implementing the following :

1) EDUCATION
· Literacy Campaign-To reduce illiteracy & promote literacy
· Providing education to the literate women & children
· Assist in further education by providing monetary assistance & scholarship to meritorious students.

2) HEALTH
· Arranging medical camps for regular health check up
· Providing free medicines by coordinating with medicine banks & other sources

3) SKILL ENHANCEMENT – SELF EMPLOYMENT-VOCATIONAL TRAINING
· Conducting sewing classes
· Providing training to able bodied for being employed as security guards in conjunction with private security agencies
· Conducting classes for Organic farming – v.i.z., mushrooms , herbal plants etc to enhance family income


4) Providing clothes to the needy & distribution of blankets & warm clothes during winter

5) Involving villagers in conducting Blood donation camps to make them feel involved in contributing to social causes.

দুর্গাপুর ইস্পাত কারখানার সি.এস.আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে দুর্গাপুর আগ্রহ পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা...
24/10/2025

দুর্গাপুর ইস্পাত কারখানার সি.এস.আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে দুর্গাপুর আগ্রহ পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হলো ২৪ শে অক্টোবর, ২০২৫, শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের S.N.Banerjee Road এর বিধান স্পোর্টিং ক্লাবে।

যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ। প্রতিটি ক্যাম্পে মহিলাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার সিএসআর বিভাগের সাহায্যে।
আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি 🙏🙏🙏

আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার দিদি ডাক্তার দেবশ্রী ভট্টাচার্য্যের প্রতি ও বিধান স্পোর্টিং ক্লাবের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের ক্লাবে প্রতিমাসে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে।

দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী কর্মসূচি : বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির :২৪ শে অক্টোবর , ২০২৫, শুক্রবার  বিধান স্পোর্টিং...
22/10/2025

দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী কর্মসূচি :

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির :

২৪ শে অক্টোবর , ২০২৫, শুক্রবার
বিধান স্পোর্টিং ক্লাব
কুরুড়িয়া ডাঙ্গাল মোড়
এস.এন. ব্যানার্জি রোড, দুর্গাপুর ৪
সময় : দুপুর ২:০০ থেকে বিকাল ৫:০০


দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় অনুষ্ঠিত এই শিবির।

এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না।

এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনা পয়সায় চিকিৎসা তো হয়ই, বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। ডিএসপি'র সিএসআর বিভাগের উদ্যোগে প্রতিটি ক্যাম্পে মহিলাদের বিনামূল্যে ন্যাপকিনও দেওয়া হয়।

এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে বাইরের কাজ করেন, বাড়িতে বাড়িতে রান্না করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারারের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবির।

এই শিবিরে দেখাতে গেলে আধার কার্ডের জেরক্স আনতেই হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।

স্বাস্থ্য শিবিরের তারিখ : ২৪শে অক্টোবর, ২০২৫ , শুক্রবার

স্বাস্থ্য শিবিরের স্থান : বিধান স্পোর্টিং ক্লাব, , কুড়ুড়িয়া ডাঙ্গাল মোড় , এস. এন. ব্যানার্জি রোড, এ- জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪

সময় : দুপুর ২.০০ থেকে বিকাল ৫.০০

20/10/2025

দুর্গাপুর আগ্রহর পক্ষ থেকে সকলকে জানাই শ্যামা পূজা ও শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

আজ দুর্গাপুর আগ্রহর নিজস্ব সেবা কেন্দ্র 'বিবেকানন্দ সেবা কেন্দ্র', ১০ নং স্ট্রিট, আকবর রোড এ-জোন দুর্গাপুর-৪ এ বিনামূল্য...
17/10/2025

আজ দুর্গাপুর আগ্রহর নিজস্ব সেবা কেন্দ্র 'বিবেকানন্দ সেবা কেন্দ্র', ১০ নং স্ট্রিট, আকবর রোড এ-জোন দুর্গাপুর-৪ এ বিনামূল্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরীক্ষা শিবির সুন্দরভাবে পালিত হল।

একটি কর্মসূচি সফল হওয়া মানেই পরবর্তী কর্মসূচির দিকে এগিয়ে যাওয়া।

দুর্গাপুর আগ্রহর পক্ষ থেকে Indian Dental Association দুর্গাপুর শাখার চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

দুর্গাপুর আগ্রহর আগামীকালের সেবামূলক কর্মসূচ -'বিনামূল্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরীক্ষা শিবির'  তারিখ : ১৭ ই অক্টোবর ২০...
16/10/2025

দুর্গাপুর আগ্রহর আগামীকালের সেবামূলক কর্মসূচ -

'বিনামূল্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরীক্ষা শিবির'

তারিখ : ১৭ ই অক্টোবর ২০২৫, শুক্রবার
স্থান : 'বিবেকানন্দ সেবা কেন্দ্র'
১০ নং স্ট্রিট, আকবর রোড, এ-জোন,
দুর্গাপুর-৪

আগামীকালের শিবিরে উপস্থিত থাকছেন
INDIAN DENTAL ASSOCIATION, Durgapur Branch এর প্রখ্যাত চিকিৎসকগণ।

যাঁরা আর্থিকভাবে অসচ্ছল, অথবা চিকিৎসা করানোর মতো আর্থিক সমর্থ্য নেই, শুধুমাত্র তাঁদের জন্যই দুর্গাপুর আগ্রহর এই উদ্যোগ।

দুর্গাপুর আগ্রহ আয়োজিত পরবর্তী সেবামূলক কর্মসূচি : 'বিনামূল্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরীক্ষা শিবির'  তারিখ : ১৭ ই অক্ট...
16/10/2025

দুর্গাপুর আগ্রহ আয়োজিত পরবর্তী সেবামূলক কর্মসূচি :

'বিনামূল্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরীক্ষা শিবির'

তারিখ : ১৭ ই অক্টোবর ২০২৫, শুক্রবার
স্থান : 'বিবেকানন্দ সেবা কেন্দ্র'
১০ নং স্ট্রিট, আকবর রোড, এ-জোন,
দুর্গাপুর-৪

আগামীকালের শিবিরে উপস্থিত থাকছেন
INDIAN DENTAL ASSOCIATION, Durgapur Branch এর প্রখ্যাত চিকিৎসকগণ।

যাঁরা আর্থিকভাবে অসচ্ছল, অথবা চিকিৎসা করানোর মতো আর্থিক সমর্থ্য নেই, শুধুমাত্র তাঁদের জন্যই দুর্গাপুর আগ্রহর এই উদ্যোগ।

দুর্গাপুর ইস্পাত কারখানার সি এস আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে এবং দুর্গাপুর আগ্রহর পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য ...
16/10/2025

দুর্গাপুর ইস্পাত কারখানার সি এস আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে এবং দুর্গাপুর আগ্রহর পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হলো ১৫ ই অক্টোবর,২০২৫, বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের আকবর রোডের ১০ নম্বর স্ট্রিটে দুর্গাপুর আগ্রহ পরিচালিত 'বিবেকানন্দ সেবা কেন্দ্রে' ( দুর্গাপুর আগ্রহর নিজস্ব সেবা কেন্দ্র )

যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না বা আর্থিক দিক দিয়ে অসচ্ছল, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ।
প্রতিটি হেল্থ ক্যাম্পে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের ব্যবস্থাও করে দিয়েছেন CSR বিভাগ । আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি🙏🙏🙏

আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করি আমাদের প্রিয় ডাক্তারদিদি ডাক্তার দেবশ্রী ভট্টাচার্য্যর প্রতি 🙏🙏🙏

দুর্গাপুর আগ্রহ পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর পরবর্তী তারিখ,স্থান ও সময় :

২৪ শে অক্টোবর, ২০২৫ , শুক্রবার
এস এন ব্যানার্জি রোডে কুরুড়িয়া ডাঙ্গাল মোড়ের বিধান স্পোর্টিং ক্লাবে।
সময় : দুপুর ২.০০ টো থেকে বিকেল ৫.০০ টা

আগামী ১৭ ই অক্টোবর, ২০২৫ শুক্রবার দুর্গাপুর আগ্রহ পরিচালিত বিবেকানন্দ সেবা কেন্দ্র, ১০ নম্বর স্ত্রীট, দুর্গাপুর ৪ এ দুর্গাপুর আগ্রহর উদ্যোগে আয়োজিত হতে চলেছে একটি বিনামূল্যে দাঁতের পরীক্ষা শিবির।

এই শিবিরে উপস্থিত থাকবেন 'ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন', দুর্গাপুর শাখার প্রখ্যাত চিকিৎসকগণ।
সময় : দুপুর ২:৩০ মিনিট

দুর্গাপুর আগ্রহর পরবর্তী কর্মসূচি :আগামীকাল অর্থাৎ ১৫ ই অক্টোবর,২০২৫, বুধবার দুর্গাপুর আগ্রহ পরিচালিত বিবেকানন্দ সেবা কে...
14/10/2025

দুর্গাপুর আগ্রহর পরবর্তী কর্মসূচি :

আগামীকাল অর্থাৎ ১৫ ই অক্টোবর,২০২৫, বুধবার দুর্গাপুর আগ্রহ পরিচালিত বিবেকানন্দ সেবা কেন্দ্র, ১০ নম্বর স্ট্রিট, আকবর রোড, এ-জোন, দুর্গাপুর-৪ ( পুরনো মুকুল নার্সারি স্কুল ) এ আয়োজিত হবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ।

দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর কর্মসূচি আগামীকাল অর্থাৎ ১৫ ই অক্টোবর, ২০২৫, বুধবার ।স্ব...
14/10/2025

দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর কর্মসূচি
আগামীকাল অর্থাৎ ১৫ ই অক্টোবর, ২০২৫, বুধবার ।

স্বাস্থ্য শিবিরের স্থান : দুর্গাপুর আগ্রহ পরিচালিত 'বিবেকানন্দ সেবা কেন্দ্র', ১০ নম্বর স্ট্রিট, আকবর রোড, এ-জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪

সময় : দুপুর ২:০০ টো থেকে বিকেল ৫:০০ টা

দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ বিতরণ শিবির ।

এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না।

এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনামূল্যে চিকিৎসা তো হয়ই, সম্পুর্ন বিনামূল্যে ওষুধও দেওয়া হয় এবং ব্লাড সুগার এবং ব্লাড প্রেসারও চেক করা হয়।

এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে বাইরের কাজ করেন, রান্নার কাজ করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারার ও ডেকোরেটরের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার সিএসআর বিভাগ ।

এই শিবিরে চিকিৎসা পরিষেবা পেতে হলে আধার কার্ডের জেরক্স আনতেই হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।

সিএসআর বিভাগের উদ্যোগে প্রতিটি ক্যাম্পে মহিলাদের আবার বিনামূল্যে সেনেটারি ন্যাপকিন বিতরণের ব্যবস্থা হয়েছে।

স্বাস্থ্য শিবিরের তারিখ : ১৫ ই অক্টোবর , ২০২৫ , বুধবার

স্বাস্থ্য শিবিরের স্থান : দুর্গাপুর আগ্রহ পরিচালিত 'বিবেকানন্দ সেবা কেন্দ্র', ১০ নম্বর স্ট্রিট , আকবর রোড, এ-জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪

সময় : দুপুর ২.০০ টো থেকে বিকেল ৫.০০ টা


দুর্গাপুর আগ্রহর নিজস্ব ভবন 'বিবেকানন্দ সেবা কেন্দ্রে' এই প্রথমবার খুব ই উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হলো বিজয়া সম্মিলনী...
12/10/2025

দুর্গাপুর আগ্রহর নিজস্ব ভবন 'বিবেকানন্দ সেবা কেন্দ্রে' এই প্রথমবার খুব ই উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হলো বিজয়া সম্মিলনী অনুষ্ঠান । আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্যরা, অতিথি সদস্যরা এবং স্বল্প সংখ্যক অতিথিরা । সুন্দর সঞ্চালনা, গান আবৃত্তি, স্মৃতিচারণ, কৌতুক নকশা এবং পরিশেষে সমবেত নাচের অনুষ্ঠান সবাইকে আনন্দে ভরিয়ে রেখেছিল । সঙ্গে ছিল মনের মত জলযোগের আয়োজন অপূর্ব স্বাদের চা সহ।

দুর্গাপুর ইস্পাত কারখানার সি এস আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে এবং দুর্গাপুর আগ্রহর পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য ...
08/10/2025

দুর্গাপুর ইস্পাত কারখানার সি এস আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে এবং দুর্গাপুর আগ্রহর পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হলো ৮ ই অক্টোবর,২০২৫, বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের টেগোর এভিনিউ এর Fine Arts Club এ ।

যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ। CSR বিভাগের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ হয় প্রতিটি ক্যাম্পে । আমরা দুর্গাপুর ইস্পাত কারখানার সিএসআর বিভাগের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি🙏🙏🙏

আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিয় ডাক্তার দিদি ডাক্তার দেবশ্রী ভট্টাচার্য্যর প্রতি এবং
ফাইন আর্টস ক্লাবের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের ক্লাবে প্রতিমাসে কোনরকম ভাড়া না নিয়ে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে🙏🙏🙏

দুর্গাপুর আগ্রহ পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর পরবর্তী তারিখ,স্থান ও সময় :

১৫ই অক্টোবর, ২০২৫ , বুধবার
দুর্গাপুর আগ্রহর নিজস্ব ভবন
১০ নম্বর ট্রিট, আকবর রোড, এ জোন
দুর্গাপুর - ৪
সময় : দুপুর ২.০০ টো থেকে বিকেল ৫.০০ টা

দুর্গাপুর আগ্রহর পরবর্তী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আগামীকাল অর্থাৎ ৮ ই অক্টোবর, ২০২৫, বুধবার।স্থান : এ জোন এর ট...
07/10/2025

দুর্গাপুর আগ্রহর পরবর্তী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আগামীকাল অর্থাৎ

৮ ই অক্টোবর, ২০২৫, বুধবার।

স্থান : এ জোন এর টেগোর এভিনিউ এর ফাইন আর্টস ক্লাবে

সময় : দুপুর ২:০০ টো থেকে বিকেল ৫:০০ টা

দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান শিবির ।

এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো রকম চিকিৎসার সুযোগ সুবিধা পান না বা চিকিৎসা করার মত আর্থিক ক্ষমতা নেই ।

দুর্গাপুর ইস্পাত কারখানার CSR Dept. সেই সমস্ত
মানুষদের জন্য নিয়ে এসেছেন বিনামূল্যে চিকিৎসার এক সুবর্ণ সুযোগ।

এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে বিনা পয়সায় চিকিৎসার সঙ্গে সঙ্গে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। এছাড়াও মহিলাদের জন্য বিনামূল্যে সেনিটারি ন্যাপকিনও দেওয়া হয় প্রতিটি ক্যাম্পে । এর ব্যবস্থাও করে দিয়েছেন সিএসআর বিভাগ।

এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে কাজ করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ডেকোরেটর এবং ক্যাটারারের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবির।

এই শিবিরে দেখাতে গেলে আধার কার্ডের জেরক্স অবশ্যই আনতে হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।

স্বাস্থ্য শিবিরের তারিখ : ৮ ই অক্টোবর, ২০২৫ , বুধবার

স্বাস্থ্য শিবিরের স্থান : ফাইন আর্টস ক্লাব, টেগোর এভিনিউ, এ জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪
সময় : দুপুর ২.০০ টো থেকে বিকেল ৫.০০ টা

Address

10th Street Akbar Road
Chittagong Division

Telephone

7908472458

Website

Alerts

Be the first to know and let us send you an email when Durgapur Agroho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Durgapur Agroho:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram