24/10/2025
দুর্গাপুর ইস্পাত কারখানার সি.এস.আর বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে দুর্গাপুর আগ্রহ পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হলো ২৪ শে অক্টোবর, ২০২৫, শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের S.N.Banerjee Road এর বিধান স্পোর্টিং ক্লাবে।
যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ। প্রতিটি ক্যাম্পে মহিলাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার সিএসআর বিভাগের সাহায্যে।
আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি 🙏🙏🙏
আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার দিদি ডাক্তার দেবশ্রী ভট্টাচার্য্যের প্রতি ও বিধান স্পোর্টিং ক্লাবের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের ক্লাবে প্রতিমাসে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে।