Department of Cardiology Chattogram Maa-Shishu O General Hospital

Department of Cardiology Chattogram Maa-Shishu O General Hospital সেবা সমুহঃ অত্যাধুনিক ক্যাথল্যাবে সল্প খরচে CAG, PTCA, Primary PCI, PPM, TPM এবং ২৪ ঘন্টা জরুরী সেবা।

14/01/2024

চট্রগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগে
হাতের রক্তনালীর মাধ্যমে একটি রোগীর হার্টের ১০০% বন্ধ দুইটি গুরুত্বপুর্ণ রক্তনালীতে সফলভাবে রিং (স্টেন্টিং) লাগানোর ভিডিও ফুটেজ।

14/01/2024
হার্টের সমস্যা যে কোন সময় দেখা দিতে পারে। এটি একটি জটিল সমস্যা। উচ্চ রক্তচাপ,ধূমপান,ডায়াবেটিস, ইত্যাদি হার্ট অ্যাটাকের ক...
10/01/2024

হার্টের সমস্যা যে কোন সময় দেখা দিতে পারে। এটি একটি জটিল সমস্যা। উচ্চ রক্তচাপ,ধূমপান,ডায়াবেটিস, ইত্যাদি হার্ট অ্যাটাকের কারণ। পাশাপাশি ব্যথাটি হাতে বাঁ কাঁধে ছড়িয়ে পড়তে পারে, প্রচন্ড ঘামও হতে পারে এসময়। ঠিক সময় চিকিৎসা না নিলে হার্ট বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমাদের প্রত্যেকেরই খাদ্যাভাসে পরিবর্তন আনার পাশাপাশি শরীর চর্চার দিকেও নজর দিতে হবে।

এছাড়া হার্ট অ্যাটাক হলে প্রত্যেকেরই কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও ধারণা থাকা দরকার। আপনি একা থাকা অবস্থায় আপনার যদি হার্ট অ্যাটক হয় কিংবা অন্য যে কোন সময় যদি হার্ট অ্যাটাক হয় তাহলে আপনি কি করবেন? জেনে নিন এর বিস্তারিত-

হার্ট অ্যাটাকের লক্ষণ:

অ্যাটাকের সাধারণ লক্ষণ বুকের বাম দিকের একেবারে মাঝে প্রচণ্ড যন্ত্রণা হয়। হার্ট অ্যাটাকের এটাই সবচেয়ে প্রাথমিক লক্ষণ। সাধারণভাবে প্রায় ২০ মিনিট ব্যথা থাকে।

বুকে বাম দিকে ক্রমাগত ব্যথা অনুভব হওয়া, ব্যথা বাড়তে বাড়তে ছড়িয়ে পড়তে পারে কাঁধ, চোয়াল, গলা, দাঁত ও হাতে
হঠাৎ পালস রেট খুব বেড়ে যায় বা একেবারে কমে যায়
অতিরিক্ত ঘাম হওয়া
বুকের মাঝখানে ভারি ভারি ভাব, অস্বস্তিকর চাপ অনুভব করা
নিশ্বাস নিতে কষ্ট হওয়া
মাথা ঘোরা বা জ্ঞান হারানো
ধীরে ধীরে চারদিক অন্ধকার মনে হতে থাকে।
বমি বমি ভাব হওয়া
সাধারণভাবে প্রায় ২০ মিনিট ব্যথা থাকে।
এসব লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। একা থাকলে এরকম কোন লক্ষণ বুঝলে কখনই অবহেলা করবেন না। তাই পরিচিতদের সঙ্গে সঙ্গে জানিয়ে রাখুন। হার্টের রোগীদের সবসময় অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিসেবার নম্বর হাতের কাছে রাখা উচিৎ যেকোন মুহূর্তে দরকার পড়তে পারে। বাইরে রাস্তায় কোথাও থাকলে সঙ্গে সঙ্গে পাশের কারও সাহায্য নিন।

এসময় মাথা ঠাণ্ডা রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ঠাণ্ডা মাথায় রোগীকে ফার্স্ট এইড দিতে পারবেন ঝুঁকি তত কমবে। খেয়াল রাখতে হবে যেন রোগীর সাথে সারাক্ষণ কেউ থাকে। আক্রান্ত ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি জ্ঞ্যান ধরে রাখতে না পারলে তার মৃত্যু অবধারিত। কাজেই হার্ট অ্যাটাক হলে প্রাথমিক চিকিৎসা দিতে হবে যাতে ডাক্তারের কাছ না নিয়ে যাওয়া পর্যন্ত তিনি বেঁচে থাকেন।

১। প্রথমেই রিল্যাক্সড ঠাণ্ডা কোন অবস্থায় যেয়ে বসুন। দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসুন। ঘাড়, কাঁধ, মাথা হেলান দিয়ে হাঁটু মুড়ে বসলে রক্তচাপ কমবে।

২। অ্যাসপিরিন সবসময় সাথে রাখুন হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন নিলে অনেকটা উপকার হয়। প্রাথমিকভাবে একা থাকা অবস্থায় অ্যাসপিরিন যদি নেয়া যায় অনেকটা সমস্যা কাটিয়ে ওঠা যায়।

৩।জোরে জোরে শ্বাস নিন। চিকিৎসকরাও জানিয়েছেন, জোরে জোরে শ্বাস নিলে হার্ট অ্যাটাকের সময় অনেকটা রিলাক্সেশন পাওয়া যায়।

৪। হার্ট অ্যাটাকের সময় দুই হাত দিয়ে বুকে উপরে চাপ দিন। চিকিৎসকরা এই পদ্ধতি অবলম্বন করে যাতে হৃকম্পনের স্বাভাবিক গতিতে ফিরে আসে।

৫। অনেক সময় হার্টের সমস্যায় জোরে জোরে কাশলে কোনো জায়গায় সামান্য ব্লক থাকলে তা খুলে যায়।

যদি বুঝতে পারেন যে হার্টের কোন সমস্যা হচ্ছে, তাহলে দেরি না করে ধারের কাছের চিকিৎসককে দেখাতে পারেন বা যেকোন কাছাকাছি একটি হাসপাতালে যেতে হবে। হাসপাতালে যেয়ে দ্রুত নিশ্চিত হতে হবে যে হার্ট অ্যাটাক হয়েছে কি না এবং দ্রুত চিকিৎসা নিতে হবে। নাহলে যেকোন সময় হার্ট ফেইল হয়ে যেতে পারে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়।

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdullah Al Mamun, Belayet Hossain
10/01/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdullah Al Mamun, Belayet Hossain

স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা সেবা পেতে চট্রগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগে যোগাযোগ করুন।
09/01/2024

স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা সেবা পেতে চট্রগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগে যোগাযোগ করুন।

27/07/2023
03/06/2023
20/05/2023

হৃদরোগ বিভাগ
চট্রগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল

সেবা সমুহঃ

অত্যাধুনিক ক্যাথল্যাবে সল্প খরচে
১। করোনারী অ্যাঞ্জিওগ্রাফী (CAG),
২। করোনারী অ্যাঞ্জিওপ্লাস্টি (PTCA),
৩। পেসমেকার স্থাপন (PPM, TPM),
৪। ২৪ ঘন্টা প্রাইমারী পিসিআই করানোর সুবিধা।

18/05/2023

হৃদরোগের অন্যতম প্রধান কারণ হল ডায়াবেটিস। গবেষণা বলছে ৭০ শতাংশ ডায়াবেটিসের রোগী হৃদরোগে আক্রান্ত হয়েই অকালে মৃত্যুবরণ করে থাকেন। ডায়াবেটিস ও হৃদরোগ—এ দুটো পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে বিষয়গুলো ডায়াবেটিসের ঝুঁকি হিসেবে বিবেচিত, যেমন: অতি ওজন, ধূমপান, মন্দ খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা বা বংশগতি। এগুলো হৃদরোগেরও ঝুঁকি। তাই এ দুটো সমস্যা পরস্পরের হাত ধরেই চলে। একটির ঝুঁকি কমালে অপরটির ঝুঁকিও কমে আসে।

বর্তমানে ডায়াবেটিসের কারণে অপেক্ষাকৃত কম বয়সী মানুষের হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

17/05/2023
17/05/2023

Address

Chittagong Port

Alerts

Be the first to know and let us send you an email when Department of Cardiology Chattogram Maa-Shishu O General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Department of Cardiology Chattogram Maa-Shishu O General Hospital:

Share

Category