Blood Bank Chittagong

Blood Bank Chittagong রক্তদান মানি
মানবতার বন্ধন

আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গ...
18/05/2023

আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন।
হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেলো রাস্তার পাশের একটি কবর দেখে।মুখ থেকে বেরিয়ে গেলো_

"আসসালামু আ'লাইকুম ইয়া আহলাল কুবুর"
অর্থঃ হে কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।

ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিলো আযাবের ফেরেশতাদের দখলে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিলো সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য! আপনার কয়েক সেকেন্ডর এই দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো।

প্রায় ২০/৩০ বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরেও চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করেই তারা আঘাত করা বন্ধ করে দিলো। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন।

আপনার মনে পড়ে গেলো ওই যে সেই দিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দুয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকের ও আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও সেই ছোট্ট দুয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণ এর জন্য আযাব থেকে মুক্তি দিলো।

আপনি যে দুয়া করবেন তা আপনার জন্যও আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা, আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন।

প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি।অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করতো। দৈনিক রাস্তা পার হতে ততক্ষন কবর দেখে দুয়া করুন, যতক্ষন আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান।

আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের তৌফিক দিন।

#আমিনা

09/11/2021

পিরি’য়ড চলাকালীন সময়ে নিচের চারটি কাজ অবশ্যই ব’র্জন করুন ? ( লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে )

১। পি’রিয়ড চলা’কালীন সময়ে ঠান্ডা জল, কোমল পানীয় এবং নারিকেল খাবেন না।

২। এইসময় মাথায় শ্যাম্পু ব্যাবহার করবেন না। কারণ পি’রিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে।শ্যাম্পু ব্যবহার এসময় অত্যন্ত ঝুঁ’কিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী মাথাব্যথার কারণ হতে পারে।

৩। এইসময় শশা খাবেন না। কারণ শশার মধ্যে থাকারস পি’রিয়ডের রক্ত’কে জ’রায়ু প্রাচীরে আটকে দিতে পারে। যার ফলে আপনার বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৪। এছাড়াও লক্ষ্য রাখবেন, পি’রিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময়টায় জ’রায়ু খুব নাজুক থাকে ফলে অল্প আঘা’তেই মা/ qরা’ত্মক ক্ষ’তিগ্রস্থ হতে পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার, জ’রায়ুতে ঘাঁ কিংবা বন্ধ্যাত্যের ঝুঁকি থাকে।

গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জ’মাট বাঁধতে পারে। যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের মধ্যে জ’রায়ু টিউ’মার বা ক্যা’ন্সারের আকার ধারণ করতে পারে। তাই কুসুম কুসুম গরম জল খাবেন।

দয়াকরে এই তথ্যটুকু আপনার স্ত্রী, , বোন, কন্যা সকলের কাছে পৌঁছে দিন যেকোন কিংবা কারো মাধ্যমে। আপনার মাধ্যমে যদি একজন নারীও উপকৃত হয় সেটাও পরম পাওয়া।

30/03/2021

চট্টগ্রামের বি পজেটিভ রক্তদাতা এগিয়ে আসুন🗣️
💁রোগীর সমস্যা:- ডায়ালাইসিস রোগী
🔴রক্তের গ্রুপ:- বি পজেটিভ
💉রক্তের পরিমাণ:- ১ব্যাগ
📆রক্তদানের তারিখ:- ৩০/০৩/২০২১
⌚রক্তদানের সময়:-যত তারাতাড়ি, ডোনার মিসিং
🏥রক্তদানের স্থান:- আগ্রাবাদ মা ও শিশু হসপিটাল
☎যোগাযোগ:-+8801936992318
👬রেফারেন্স:- Mohammad Emon

“56 girls died because of using whisper, stayfree, ETC."Don't used one single pad for the whole day. The chemical used i...
19/02/2021

“56 girls died because of using whisper, stayfree, ETC."

Don't used one single pad for the whole day. The chemical used in Ultra Napkins which converts liquid into gel, it causes cancer in bladder & uterus.

So please try to use cotton made pads and if you are using ultra pads. Please change that with in 5 hours, per day, at least.

If the time is prolonged the blood becomes green & the fungus formed gets inside the uterus & body.

Please don't feel shy to forward this message to all girls and even boys so that they can share with their wives and friends, whom they care.

Awareness is important.
Stay safe, healthy and blessed.

05/02/2021

রক্তদান করা যে কি আনন্দের,আপনি না করলে বুঝতে পারবেন না।❤️🥀
BLOOD BANK CHITTAGONG

 #আলহামদুলিল্লাহ💉💝প্রিয় বোন Taz Nin আপুর ১ম বারের মত বি+ লাল ভালোবাসা দান 💉❤️🥀BLOOD BANK CHITTAGONG এর পক্ষ থেকে প্রিয় ব...
24/01/2021

#আলহামদুলিল্লাহ💉💝

প্রিয় বোন Taz Nin আপুর ১ম বারের মত বি+ লাল ভালোবাসা দান 💉❤️🥀

BLOOD BANK CHITTAGONG
এর পক্ষ থেকে প্রিয় বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা 🖤🥀

সুখবর!  সুখবর!  সুখবর!কাট্টলী বাসীর জন্য সুখবর। BLOOD BANK CHITTAGONG  পরিবার আসছে আপনাদের এলাকায়।মহান বিজয় দিবস উপলক্ষে...
12/12/2020

সুখবর! সুখবর! সুখবর!

কাট্টলী বাসীর জন্য সুখবর। BLOOD BANK CHITTAGONG পরিবার আসছে আপনাদের এলাকায়।

মহান বিজয় দিবস
উপলক্ষে 🇧🇩

কাট্টলী ব্লাড ডোনার্স ক্লাব এর আয়োজনে- BLOOD BANK CHITTAGONG পরিবারের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী নিয়ে আমরা আসছি কাট্টলী বাসীর কাছে।

বর্তমানে নিজের রক্তের গ্রুপ যেনে রাখা খুবই জরুরী, তাই যারা নিজেদের রক্তের গ্রুপ জানেন না বিনামূল্যে মূল্যবান রক্তের গ্রুপ জেনে নিতে চলে আসুন কাট্টলী ব্লাড ডোনার্স ক্লাব এর ফ্রী রক্ত পরীক্ষার কর্মসূচিতে।

আয়োজনেঃকাট্টলী ব্লাড ডোনার্স ক্লাব
একটি সেচ্ছাসেবী সংগঠন।

সহযোগীতায়ঃ BLOOD BANK CHITTAGONG
একটি সেচ্ছাসেবী সংগঠন।

স্থানঃ কাট্টলী কমিউনিটি সেন্টার মোড়

তারিখঃ১৬-১২-২০ ইং
সকাল ১০ টা থেকে।
সার্বিক যোগাযোগ +8801833291717

03/09/2020

প্রতিটি পরিবার থেকে,,,রক্তদাতা গড়ে উঠুক।
শতভাগ রক্তের চাহিদা পূরন হোক☺☺

BLOOD BANK CHITTAGONG 🌺❤

ব্লাড দিয়েছে ভালকথা,ফেসবুকে ছবি দিয়ে লোক দেখানো হচ্ছে কেন?এই লোক দেখানো কাজটা দেখেই অনেকেই রক্তদানে উৎসাহিত হবে। লোক দেখ...
18/08/2020

ব্লাড দিয়েছে ভালকথা,ফেসবুকে ছবি দিয়ে লোক দেখানো হচ্ছে কেন?

এই লোক দেখানো কাজটা দেখেই অনেকেই রক্তদানে উৎসাহিত হবে। লোক দেখানো থেকে না হয় শুরু হোক রক্তদান! চলুন গর্বের সাথে সবাই নিয়মিত এই লোক দেখানো কাজটা করি। লোক দেখানো কাজটা থেকেই যদি বেঁচে যেতে পারে একটি প্রাণ,তাহলে লোক দেখানো কাজটিই ভালো..

যদি প্রশ্ন করি আচ্ছা আপনি প্রতিনিয়ত খাওয়ার ছবি, ঘুরার ছবি ফেসবুকে আপলোড দিচ্ছেন কেন! এগুলার কাজ কি, কি লাভ হয় এর মাধ্যমে।সে উত্তর দেওয়ার কেউ নেই। রক্তদাতার ছবি নিয়েই যতো চুলকানি।

আমার রক্তে বাঁচুক প্রাণ💝নিরাপদ হোক রক্তদান💗
𝙂𝙞𝙫𝙚 𝘽𝙡𝙤𝙤𝙙 𝙎𝙖𝙫𝙚 𝙇𝙞𝙛𝙚💉❤

Address

Chittagong
CHITTAGONG

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Bank Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Blood Bank Chittagong:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category