Hijama Cupping Therapy ctg

Hijama Cupping Therapy  ctg সুন্নতি চিকিৎসাই জীবনকে করি স্বাস্থবান।

10/04/2024
দ্বিতীয় বিশ্ব/যু/দ্ধে/র সময় (১৯৪৫) "গভর্নমেন্ট অফ ইন্ডিয়াঃ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং  ডিপার্টমেন্ট" কতৃক 'দেশ' পত্রিকায় ...
13/02/2024

দ্বিতীয় বিশ্ব/যু/দ্ধে/র সময় (১৯৪৫) "গভর্নমেন্ট অফ ইন্ডিয়াঃ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট" কতৃক 'দেশ' পত্রিকায় প্রকাশিত।

The Six Different Classes of Fire
03/02/2024

The Six Different Classes of Fire

মাইগ্রেন/মাথাব্যথায় হিজামা বনাম ড্রাগস চিকিৎসা:তিনটি গবেষণা (210 অংশগ্রহণকারী) হিজামা বনাম ওষুধের (ফ্লুনারিজাইন, আইবুপ্...
21/01/2024

মাইগ্রেন/মাথাব্যথায় হিজামা বনাম ড্রাগস চিকিৎসা:

তিনটি গবেষণা (210 অংশগ্রহণকারী) হিজামা বনাম ওষুধের (ফ্লুনারিজাইন, আইবুপ্রোফেন, বা ডাইক্লোফেনাক সোডিয়াম) তুলনা করেছে। তিনটি গবেষণার নকশা ভিন্ন ছিল, এবং নিয়ন্ত্রণ চিকিৎসা এবং চিকিৎসার সংখ্যার মধ্যেও পার্থক্য ছিল। অতএব, অধ্যয়নগুলি গুণগতভাবে বর্ণনা করা হয়েছিল।

Jiang’s study-এর গবেষণা (৬০ জন অংশগ্রহণকারী) হিজামা বনাম ওষুধের (ফ্লুনারিজাইন) তুলনা করেছে। এটি TER (Treatment Emergent Response) এর ফলাফল রিপোর্ট করেছে। এই গবেষণায়, এটি পাওয়া গেছে যে হিজামা চিকিৎসায়ে TER-এর প্রভাব ওষুধের তুলনায় বেশি ছিল।

Song’s study (৯০ জন অংশগ্রহণকারী) হিজামা বনাম ওষুধের তুলনা করেছে (ফ্লুনারিজাইন এবং তীব্র আক্রমণে আইবুপ্রোফেন যোগ করুন)। এটি VAS এবং মাইগ্রেন স্কোর ব্যবহার করে TER, HI-এর ফলাফল রিপোর্ট করেছে। এই গবেষণায়, এটি পাওয়া গেছে যে হিজামা চিকিৎসায়ে TER-এর প্রভাব ওষুধের তুলনায় বেশি ছিল।

Chen’s study (৬০ জন অংশগ্রহণকারী) হিজামা বনাম ওষুধের তুলনা করেছে (তীব্র আক্রমণে ডাইক্লোফেনাক সোডিয়াম)। এটি VAS MF, MI, HD, এবং MAS ব্যবহার করে TER, HI-এর ফলাফল রিপোর্ট করেছে। এই গবেষণায়, এটি পাওয়া গেছে যে হিজামা চিকিৎসায়ে TER-এর প্রভাব ওষুধের তুলনায় বেশি ছিল। এবং হিজামা চিকিৎসায়ের বাকি ফলাফলগুলি ওষুধের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

দেশে অকার্যকর ৩৬ অ্যান্টিবায়োটিক; এক বছরে ২৬ হাজার মৃত্যু! |
21/01/2024

দেশে অকার্যকর ৩৬ অ্যান্টিবায়োটিক; এক বছরে ২৬ হাজার মৃত্যু! |

আইসিউ'র রোগীদের যেসব অ্যান্টোবায়েটিক দেয়া হয়, সেগুলো দেয়া হচ্ছে সাধারণ রোগীদের। বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের ব্...

22/11/2023

https://zoom.us/j/95111406515

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

হিজামা কিঃ*হিজামা থেরাপী একটি ইসলামিক চিকিৎসা ব্যবস্থা। হিজামা আরবী শব্দ আল-হাজম থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে লওয়া।...
19/10/2023

হিজামা কিঃ
*হিজামা থেরাপী একটি ইসলামিক চিকিৎসা ব্যবস্থা। হিজামা আরবী শব্দ আল-হাজম থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে লওয়া। আধুনিক পরিভাষায় কাপিং থেরাপী বলা হয়। হিজামা একধরনের চিকিৎসা যার মাধ্যমে দুষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংস পেশি সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। এর মাধ্যমে পেশী, চামড়া,ত্বক ও শরীরের ভিতরেরর অরগান সমূহের কার্যকারীতা বৃদ্ধি পায়।ফলে শরীর সতেজ ও বলবান হয়।
হিজামা বডি সিসটেমকে একটিব করে।
হিজামা থেরাপী মর্ডান মেডিক্যাল ট্রিটমেন্ট এর কার্যকারীতাকে সমৃদ্ধ ও তরান্বীত করে।

হিজামা কি সব রোগে কাজ করে:

* হিজামায় শরীরে করা হয় শত শত ক্ষুদ্র ছিদ্র, এই ক্ষত থেকে নিরাময় এর সময় naturally nitric oxide তৈরি হতে থাকে। আর এই নাইট্রিক অক্সাইড এর মাধ্যমে হিজামা সব রোগের প্রতিশোধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে আলহামদুলিল্লাহ।
*নাইট্রিক অক্সাইড নিয়ে বিজ্ঞানীরা গত দুই দশকে অনেক গবেষনা করেছেন,বিজ্ঞানীরা মেনে নিচ্ছেন যে, " It's the miracle molecule of life"
*প্রতি বছর বিশ্বের বিবিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে মিলিয়ন ডলার এর নাইট্রিক অক্সাইড বুস্টিং সাপ্লিমেন্টস। আশ্চর্য ব্যাপার হচ্ছে আজ থেকে ১৪০০ বছর পূর্বে মিরাজের রাতে মুহাম্মাদ (সা:) কে ফেরেশতারা এ আশ্চর্য চিকিৎসার খবর দিয়েছিলেন।যা সব রোগের চিকিৎসার ক্ষেত্রে, সব বয়সে কাজ করে। রাসূলুল্লাহ (সা:) বলেছেন" তোমরা যেসব চিকিৎসা গ্রহণ করে থাকো তার মধ্যে হিজামা হলো সর্বোত্তম চিকিৎসা"। ( আবু দাউদ,হা ৩৮৫৭;)

Address

Muradpur
Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Cupping Therapy ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby clinics


Other Medical & Health in Chittagong

Show All