ফিজিওথেরাপি হোম সার্ভিস চট্রগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ফিজিওথেরাপি হোম সার্ভিস চট্রগ্রাম

ফিজিওথেরাপি হোম সার্ভিস চট্রগ্রাম welcome to our Physiotherapy Home Service In Chittagong

✅বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন মানুষ আর সনাতনী চিকিৎসাতে আগ্রহী না। তথাকথিত ঔষধ সেবন করে রোগের চিকিৎসা থেকে বের হয়ে আধুনিক চিকিৎসা গ্রহণ করছে মানুষ। তাতে উপকারীও হচ্ছে।

✅আপনি ঔষধ খেয়েছেন এক রোগের এটাতে উপকারী হলেও আপনার শরীরে অন্য রোগ থাকলে সেটার জন্য আবার খারাপ প্রভাব পড়ছে। তাই সনাতনী ঔষধি চিকিৎসা থেকে মানুষ বের হয়ে এখন আধুনিক চিকিৎসা গ্রহণ কারছে মানুষ।

✅বিশ্বে এখন আর্থাইটিস রোগী থেকে শুরু করে স্ট্রোক এন্ড প্যারালাইসিস, ব্যাক পেইন, অস্ট্রিও আর্থাইটিস, জয়েন্ট পেইনসহ নানান রকম রোগের বাসা বাধছে মানুষের মধ্যে। আর এই ধরনের চিকিৎসায় মানুষ এখন ফিজিওথেরাপি চিকিৎসাকে ভালোভাবে গ্রহণ করছে এবং এটাতে মানুষ উপকারও পাচ্ছেন ভালোভাবে।

✅ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বিশ্বের উন্নত দেশে এখন সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা হলো পিজিওথেরাপি।

✅আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের সুবিধার্থে চট্রগামে নিয়ে এসেছি একটি পিজিওথেরাপি প্রতিষ্ঠান যার নাম (পিজিওথেরাপি হোম সার্ভিস চট্রগ্রাম) নামে একটি প্রতিষ্ঠান।
✅যেখানে আপনি হয়তো আপনার নিজের বা স্বজনের জন্য পিজিওথেরাপি দরকার কিন্তু রোগী বৃদ্ধ বা অনেক বেশি ব্যাথা অথবা শারীরিক অসুস্থতা বেশি হওয়ার কারনে বাসার বাইরে গিয়ে থেরাপি নেয়া প্রায় অসম্ভব। তাই আমরা আপনাদের কথা চিন্তা করে ফিজিওথেরাপি হোম সার্ভিস দিচ্ছি।

✅আপনি হয়তো ভাবছেন হোম সার্ভিস নিতে গেলে হয়তো টাকা খরচ বেশি হতে পারে কিন্তু না আমরা স্বাভাবিক প্রাইজেই আপনাদের জন্য নিয়ে এসেছি এই সার্ভিসটি।

✅আমরা সর্বোচ্ছ ডিগ্রিধারী- বি পি টি ও এম পি টি দ্বারা পিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি। এবং অত্যাধুনিক যন্ত্রপাতি যা দ্বারা আপনার থেরাপি হবে আধুনিক মানের।

✅আমাদের সেবা সমূহঃ
1. স্ট্রোক এন্ড প্যারালাইসিস
2. ব্যাক পেইন
3. অস্ট্রিও আর্থাইটিস
4. জয়েন্ট পেইনসহ
5. স্পিস থেরাপি
6. ফ্রোজেন সোল্ডার
7. সায়াটিকা
8. ট্রান্সবার্স মাইলাইটিজ
9. পলি আর্থাইটিস
10. অটিজম এন্ড সেরিব্রাল পালসি
11. রিমোট্রয়েড আর্থাইটিস
12. প্রতিবন্ধ রিহ্যাবিলিটেশন
13. ম্যাসেল স্পাজম
14. পোস্ট সার্জিক্যাল
15. ডায়াবেটিস রোগীরদের ফিজিওথেরাপি
16. জয়েন্ট পেইন
17. নেক পেইন
18. পলি নিউরোপ্যাথি
19. চেস্ট পিজিওথেরাপি
20. স্পোর্টস ইনজুরি
21. জি বি এস
22. পোস্ট ডেলিভারি।

🌐যোগাযোগঃ
রোড নং ২/১, ব্লক-বি, (একুশে হাসপাতালের বিপরীত গলি) সুগন্ধা আ/এ, পাঁচলাইশ, চট্রগ্রাম।
মোবাইলঃ 01315907669
হোয়াট্সএ্যাপঃ 01315907669
ইমেইলঃ Riturhasan815@gmail.com

সঠিক ও উন্নত মানের ফিজিওথেরাপি হোম সার্ভিস পেতে যোগাযোগ করুন ০১৩১৫৯০৭৬৬৯
23/02/2023

সঠিক ও উন্নত মানের ফিজিওথেরাপি হোম সার্ভিস পেতে যোগাযোগ করুন

০১৩১৫৯০৭৬৬৯

💢💢স্ট্রোক(প্যারালাইসিস)⭕📂মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার ফলে যে অব্যবস্থা দ্রুত জন্ম নেয় তাকে বলা হয় স্ট...
20/02/2023

💢💢স্ট্রোক(প্যারালাইসিস)⭕
📂মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার ফলে যে অব্যবস্থা দ্রুত জন্ম নেয় তাকে বলা হয় স্ট্রোক।
দেহের রক্তের মাত্র ২% মস্তিষ্ক ব্যবহার করে থাকে। কিন্তু মস্তিষ্ক কোষসমূহ অত্যন্ত সংবেদনশীল অক্সিজেন বা শর্করা সরবরাহে সমস্যা হলে দ্রুত এই কোষগুলো নষ্ট হয়ে যায়। ওই কোষগুলো শরীরের যেই অংশ নিয়ন্ত্রণ করত ওই অংশ গুলো প্যারালাইসিস হয়ে যেতে পারে।
🛑ব্রেইন স্ট্রোক তিন ধরনেরঃ
1️⃣ ইচকেমিক স্ট্রোক ( Ischemic stroke) : মস্তিষ্কের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যায় ফলে ব্রেইনের কিছু টিস্যূ যাকে বলা হয় নিউরন সেখানে রক্তসরবরাহ হয় না। রক্তে মিশে থাকে অক্সিজেন যেহেতু রক্ত পৌছে না তারা মানে সেইসকল অংশে অক্সিজেনও পৌছে না , ফলে ব্রেনের টিস্যু বা নিউরন ক্ষতিগ্রস্ত হয়। এটাই ইশকেমিক স্ট্রোক।
2️⃣ হেমোরেজিক স্ট্রোক ( Hemorrhagic Stroke) : মস্তিষ্কের কোন রক্তনালী ছিড়ে বা ফেটে যায় এইভাবে হেমোরেজিক স্ট্রোক হয়।
3️⃣ছোট স্ট্রোক ( Mini Stroke or Transient Ischemic Attack - TIA): মস্তিষ্কের রক্তনালীতে অস্থায়ীভাবে অল্প কিছু সময়ের জন্য রক্ত জমাট বেধে এই স্ট্রোক সৃষ্টি করে । যেটা দ্রুতই আবার ২৪ ঘন্টার ভিতরে ভাল হয়ে যায়।
💥স্ট্রোক নির্ণয়ের জন্য পরিক্ষা :
📈ফিজিক্যাল এক্সামিনেশন :
রোগির রক্তচাপ, পালস্ , রিফলেক্স , ইত্যাদি পরিক্ষার মাধ্যমে নিনর্য় করে থাকেন।
এছাড়া অনেক ধরনের রেডিওলোজী এ্যন্ড ইমেজিং টেস্ট করা হয়ে থাকে।
📈Computerized tomography (CT) scan. ( সিটি স্ক্যান)
📈 Magnetic resonance imaging (MRI) ( এমআরআই)
📈 Carotid ultrasound.
📈Cerebral angiogram
📈Echocardiogram
🛑যাদের স্ট্রোক হবার সম্ভবনা বেশি :
📌উচ্চ রক্তচাপ।
📌ডায়াবেটিস
📌মদ্যপায়ী
📌ধূমপায়ী
📌কায়িকশ্রম যারা কম করে
📌স্থলতা অর্থ্যাৎ অতিরিক্ত ওজনের মানুষ
📌রক্তে বেশি পরিমান কোলেস্টেরল থাকলে
📌হার্টের রোগ থাকলে
জন্মবিরতিকরণ পিল খেলে
🗂️স্ট্রোকের লক্ষন:
🔴স্ট্রোকের মারাত্মক উপসর্গ হচ্ছে
📎অজ্ঞান হওয়া
📎খিঁচুনি
📎তীব্র মাথাব্যথা
📎মাথা ঝিমঝিম লাগা
📎 বমি
🔴একপাশ অবশ হয়ে যায় ফলে হাত পায়ে কোন ধরনের শক্তি থাকে না বা শক্তি কিছু কমে যায়।
🔴হাঁটতে পারে না।
🔴হাত দিয়ে কোন ধরনের কাজকর্ম করতে পারে না।
🔴অনেকে বসে থাকতেও পারে না
🔴মুখের সমস্যা:
🔑মুখের একপাশ বাঁকা হয়ে যায়

ফিজিওথেরাপি সেবা নিতে কল করুন ০১৩১৫৯০৭৬৬৯

PLID কি? কেন হয়, উপসর্গ ও চিকিৎসা।PLID means Prolaps Lumber Intervertebral Disc । Prolaps শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া, L...
19/02/2023

PLID কি? কেন হয়, উপসর্গ ও চিকিৎসা।
PLID means Prolaps Lumber Intervertebral Disc । Prolaps শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া, Lumber শব্দের অর্থ হচ্ছে কোমড়, Inter শব্দের অর্থ হচ্ছে মাঝ খানের, Vertebra শব্দের অর্থ হচ্ছে মেরুদন্ডের হাড়সমূহ এবং Disc শব্দের অর্থ হচ্ছে কুশন। সুতরাং প্রলাপ্স লাম্বার ইন্টার ভার্টিব্রাল ডিস্ক এর অর্থ হচ্ছে কোমড়ে অবস্থিত হাড় সমূহের মাঝের ডিস্কের স্থানচ্যুতি। ডিস্ক বা কুশন এর স্থানচ্যুত হওয়া বা সরে যাওয়াকে ডিস্ক প্রলাপ্স বলে।
★★কারণ বা কেন হয়ঃ
১. কোমরে আঘাত পেলে; যেমন- রোড ট্রাফিক এ্যাকসিডেন্ট।
২. অনেক বছর ধরে দাঁড়িয়ে, বসে বা সামনে ঝুঁকে কাজ করলে; যেমন;সেলাই কাজ করলে,নিয়মিত গাড়ি চালালে।
৩. শরীরের ওজন উচ্চতা অনুযায়ী বেশি হলে।
৪. কোমড়ে অতিরিক্ত প্রেসার বা চাপের কারণে; যেমন-হঠাৎ ভারি কোনো বস্তু তুলতে গিয়ে, ওভার লোডের কারণে- যেমন চাউল বা আটার বস্তা বহন করার সময় সঠিক নিয়ম না মানা বা হঠাত্ নিচু হতে ভারী কোন বস্তু সঠিক নিয়মে না টেনে মাথায় তোলার কারণে কোমরে অতিরিক্ত প্রেসার বা চাপ পরে।
৫. কোমড়ের লিগামেন্ট সমূহের সঠিক কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে- যেমন সঠিক নিয়মে না বসা বা দাঁড়ানোর কারণে হতে পারে।
৬. কোমড়ে অবস্থিত মাংশপেশী-সমূহের শক্তি বা সাপোর্ট কমে যাওয়ার কারণে।
৭. কোমড়ের মাংশপেশীসমূহের টাইটনেসের জন্য।
৮. কোমড়ের বিভিন্ন উপাদানের অপুষ্টিজনিত কারণে।
★★উপসর্গঃ
১. প্রথম দিকে কোমড়ে ব্যথা হয়। পরে ব্যথা কোমড় হতে পায়ের দিকে ছড়িয়ে পরে।
২. শোয়া অবস্থায় ব্যথার তীব্রতা কম থাকে।
৩. বসে থাকলে ব্যথার তীব্রতা বাড়তে থাকে।
৪. দাঁড়িয়ে থাকলে ব্যথার তীব্রতা বসার চেয়ে বেশি অনুভব হয়।
৫. হাটতে শুরু করলে, কিছুক্ষন পর ব্যথার কারণে রোগীর পা অসার হয়ে বন্ধ হয়ে আসে এবং রোগী বসে পড়তে বাধ্য হয়।
৬. মাঝে মাঝে পায়ের ব্যথার স্থানসমূহে জ্বালা পোড়া অনুভব হতে পারেl ব্যথা কোমড় হতে পায়ের দিকে যায়। কখনও মনে হয় কাটা দিয়ে খোচানো অনুভূতি হয়।
★★ফিজিওথেরাপি চিকিৎসাঃ
★Electrotherapy:
1.Lumber Traction.
2.UST.
3. TENS.
4. IFT.
★Manual Therapy:
1. Mechanical Correction.
2. Mobiziation and Manipulation.
3. Mulligan technique.
4. Meckenzie Technique.
★★ Manual Therapy Must be applied by The Physical Therapy Doctor.
★★★অনেকে ফিজিওথেরাপি মানে ইলেক্ট্রোথেরাপিকে বুঝে যেমন SWD, UST, TRACTION ।

14/11/2022
13/11/2022

Address

রোড নং ২/১, ব্লক-বি, (একুশে হাসপাতালের বিপরীত গলি) সুগন্ধা আ/এ, পাঁচলাইশ, চট্রগ্রাম।
Chittagong
4203

Telephone

+8801315907669

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফিজিওথেরাপি হোম সার্ভিস চট্রগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফিজিওথেরাপি হোম সার্ভিস চট্রগ্রাম:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Nearby clinics