Nutritionist Rasheda Afrin

  • Home
  • Nutritionist Rasheda Afrin

Nutritionist Rasheda Afrin A healthy and fit body is the only key of success...

"Don't miss a Beat"...Your healthy heart means your happiness.সব বুকের ব্যাথাকে গ্যাস্ট্রিকের ব্যাথা মনে করবেন না। প্রত্...
29/09/2025

"Don't miss a Beat"...Your healthy heart means your happiness.

সব বুকের ব্যাথাকে গ্যাস্ট্রিকের ব্যাথা মনে করবেন না। প্রত্যেকটা রোগ হওয়ার আগে থেকেই শরীরে লক্ষণ দেখা দেয়। নিজেকে ভালোবাসুন, হৃদয়কে ভালো রাখুন।

ডায়েট মানেই ওজন কমানো বা বাড়ানো না। এই ভুল ধারনা থেকে বের হয়ে আসতে হবে। বর্তমানে যা খাচ্ছেন তার প্রতিফলনই কিন্তু হচ্ছে আ...
28/09/2025

ডায়েট মানেই ওজন কমানো বা বাড়ানো না। এই ভুল ধারনা থেকে বের হয়ে আসতে হবে। বর্তমানে যা খাচ্ছেন তার প্রতিফলনই কিন্তু হচ্ছে আপনার আগামি দিনের স্বাস্থ্য। তাই অন্য সবকিছুর মত আপনার প্রতিদিনের খাবারও হতে হবে পরিকল্পিত।

বয়স ও রোগ অনুযায়ী বা সুস্বাস্থ্য বজায় রাখতে যেকোন খাদ্য বা পুষ্টি সংক্রান্ত সেবায় আমাকে পাবেন প্রতি শনি, সোম ও বুধবার রাত ৬টা থেকে ৮টা পর্যন্ত মেডিঅরা ওয়েলনেস সেন্টার এ।

এপেয়েন্টমেন্ট নাম্বার- 01339860717

....Nothing tastes as good as healthy feels🌊🌞
19/11/2023

....Nothing tastes as good as healthy feels🌊🌞

02/02/2023
31/10/2022

আসুন একটু জেনে নেই অনেক দ্রুত ওজন কমানো যায় কিভাবে???

🙅‍♀️🙅‍♂️এক কথায় ওজন কামানোর কোন সংক্ষিপ্ত রাস্তা নাই বরং চাইলে দ্রুত ওজন বাড়ানো যায় তবে কমানো ততটা সহজ না।

****লেবু পানি, জিরা পানি, আদা সিদ্ধ পানি, গ্রীন টি, হারবাল চা/কফি,ওটস, রুটি, টক দই বা সাপ্লিমেন্ট কোনটায় এককভাবে ওজন কমাতে পারে না। অবশ্যই পরিমিত খাবারের সাথে এসব খাবার সঠিক সময়ে খাওয়ার মাধ্যমে জিম না করেও ওজন কমানো সম্ভব। ****

আলহামদুলিল্লাহ আবার পুষ্টি সেবায় নতুন পথ শুরু হল। প্রতি শুক্র,রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৫ টার পর থেকে কিউম্যাক্স হে...
28/10/2022

আলহামদুলিল্লাহ আবার পুষ্টি সেবায় নতুন পথ শুরু হল। প্রতি শুক্র,রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৫ টার পর থেকে কিউম্যাক্স হেলথ কেয়ার এ থাকছি আমি।

11/09/2022

একজন পুষ্টিবিদের আত্তকাহিনী....

নিউট্রিশনিস্ট হওয়াতে ভালোর পাশাপাশি খারাপ দিকও অনেক 🤪

ভারী কিছু খাওয়ার সময় নিজেকে অপরাধী মনে হই আর খাওয়ার পর মনে হই এত ক্যালরি খেয়ে ফেললাম এখন কি
হবে আমার? চোখের সামনে কোনটার কত ক্যালরি, কি কি আছে সব ভেসে উঠে😗 আর তারপর মনের অবস্থা নাই বা বললাম...

আর পরিবারের কাউকে না পারি নিষেধ করতে না পারি তাদের বিভিন্ন খাবার মেনে নিতে🤐

নিজে রান্না করার সময় তেল কম দিতে গিয়ে করতে হই আরেক নাটক..

এত এত চাপাকষ্ট নিয়ে আমাদের বাকি জিবনটাও যাবে বুজতেছি...

Take care of your body, It's only HOME you have
20/07/2022

Take care of your body, It's only HOME you have

কোভিড ভাইরাস এ আক্রান্ত অনেকেরেই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ আগের চেয়ে কমে যায় এবং যারা আগে থেকেই রক্তস্বল্পতায় ভুগছেন ত...
29/04/2021

কোভিড ভাইরাস এ আক্রান্ত অনেকেরেই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ আগের চেয়ে কমে যায় এবং যারা আগে থেকেই রক্তস্বল্পতায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই রমযানে সাপলিমেন্ট এর পাশাপাশি প্রতিদিন আয়রন সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেতে হবে।

পরামর্শ দিয়েছেন রাশেদা আফরিন মেরিনা, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, এনরাউট ইন্টারন্যাশনাল লিমিটেড। রমজানে বিভিন্.....

 রমযানে কিভাবে সাস্থ্যকর খাবার খেয়েও করোনা মোকাবিলা করা যাবে?????এই রমযানে পরিমিত এবং সাস্থ্যকর খাবার গ্রহণ করে রোযা রেখ...
13/04/2021



রমযানে কিভাবে সাস্থ্যকর খাবার খেয়েও করোনা মোকাবিলা করা যাবে?????

এই রমযানে পরিমিত এবং সাস্থ্যকর খাবার গ্রহণ করে রোযা রেখেও আমরা আমদের রক্তের চাপ , সুগার, ক্রিয়েটিনিন, ইউরিক এসিড এবং কোলেস্টেরল নিয়ন্ত্রনে রাখার পাশাপাশি রোগ-প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারি। আবার অপরিকল্পিত এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবার যেমন অনেকের বিভিন্ন অসুস্থতা থেকে শুরু করে মৃত্যুর কারণও হতে পারে এই করোনাকালে।

ইফতারিতে ডুবো তেলে ভাজা নাস্তা যেমন বেগুনি, পিয়াজু এবং আলুর চপ পরিহার করতে হবে।পাশাপাশি আঁশযুক্ত কাচা খাবার যেমন ফল, বিভিন্ন রকম সালাদ, খেজুর, বাদাম, প্রাকৃতিক তবে চিনি ছাড়া সরবত(বেলের/তরমুজ/আমের/পেপের/লেবুর ইত্যাদি) বা দই বা দই এর লাচ্ছি ও ছোলা (কম তেলে রান্না) খাওয়া যাবে। একসাথে অনেক ইফতারি একই দিনে না করে সপ্তাহে ভাগ করে বিভিন্ন ধরণ এর ইফতারি তৈরি করতে পারেন। এতে করে অতিরিক্ত ক্যালরি নেয়ার ফলে ওজন বাড়ার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন।

যেহেতু রাতে কম সময়ের মধ্যে ২ বার খাওয়া হয়ে যাচ্ছে তাই রমযানে রাতের খাবার হতে হবে হাল্কা। নামায শেষে মাল্টিগ্রেইন রুটির সাথে সবজি বা ওটস-বাদাম-দুধের মিক্স খেতে পারেন। কিন্তু অবশ্যই এই সময় কলা বা অনান্য মিষ্টি ফল বা মিষ্টি নাস্তা এড়িয়ে যেতে হবে।

সেহেরীতে ভাল আমিষ জাতীয় খাবার প্রতিদিন রাখবেন, যেমন সামুদ্রিক মাছ, সিদ্ধ ডিম, ডাল বা কম তেলে রান্না মাংস। পাশাপাশি সামান্য হলেও সব্জী বা সালাদ খেতে হবে কোষ্ঠকাঠিন্য রোধে। যেহেতু সেহেরীতে আয়রন জাতীয় খাবার বেশি থাকে তাই ভাতের সাথে কয়েক টুকরো লেবু খেতে পারেন আয়রন শরীরে বেশি শোষিত হওয়ার জন্য অথবা খাওয়া শেষে আমলকী/কমলা/মাল্টা/পেয়ারা খেতে পারেন ভিটামিন সি এর উৎস হিসাবে।

একসাথে অনেক পানি না খেয়ে ইফতার থেকে সেহেরী পর্যন্ত ১০-১২ গ্লাস পানি অল্প অল্প করে খেতে হবে।

15/03/2021

বর্তমানে আমি UNHCR প্রজেক্টে কক্সবাজার সদর হাস্পাতালে ক্লিনিকাল নিউট্রিশনিস্ট হিসাবে আছি। কাজের কারনেই আমাকে প্রতিদিন ICU এবং HDU রোগি দেখতে হচ্ছে। এখানে ভর্তি রোগীরা আগে থেকেই ডায়াবেটিস, হ্রদরোগ, কিডনি সমস্যাসহ আরো বিভিন্ন সমস্যায় ভোগছিল। পাশাপাশি কোভিড পজিটিভ যারা তাদের বেশিরভাগ ই শারীরিক অবস্থার আরো অবনতি ঘটছে এবং লাইফ সাপোর্ট এ রাখতে হচ্ছে।

বয়স্ক মানুষজন অসুস্থ হয়ে হাস্পাতালের বেডে পড়ে থাকার চেয়ে আমি মনে করি সুস্থ থাকাকালীন সাবধানতা মেনে চলে বেশিরভাগ সময় ঘরে থাকাটাই এই সময় বুদ্ধিমানের কাজ হবে।

কিশোর - কিশোরীরা যারা নিজেদের সুপার হিউমেন ( super human) ভাবে এবং সাস্থ্যবিধি মানেনা তারাও দয়া করে সঠিক নিয়মে মাস্ক পড়ে বাহিরে যেতে হবে।কারন একই পরিবারের ৫ জনকেও আমি একসাথে HDU তে ভর্তি হতে দেখেছি।

আবার গরিবদের কোভিড হয় না এই কথাটিও সত্য না।সরকারি হাস্পাতালে গেলে আসল চিত্রটা দেখতে পাবেন। তাই, নিজে ভালো থাকুন, পরিবারের সবাইকেও ভালো রাখুন...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Rasheda Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram