Dr. Nesarul Hoque

Dr. Nesarul Hoque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Nesarul Hoque, Doctor, Chittagong.

জোরে ব্রাশ করলেই যে দাঁত ভালোভাবে পরিষ্কার হয় — এটা কিন্তু ভুল ধারণা।অতিরিক্ত চাপ দিয়ে ব্রাশ করলে দাঁতের সবচেয়ে গুরুত্বপ...
20/08/2025

জোরে ব্রাশ করলেই যে দাঁত ভালোভাবে পরিষ্কার হয় — এটা কিন্তু ভুল ধারণা।

অতিরিক্ত চাপ দিয়ে ব্রাশ করলে দাঁতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষাকবচ “এনামেল “ ধীরে ধীরে ক্ষয়ে যায়। এই এনামেল একবার ক্ষয়ে গেলে সেটা আর কখনোই ফিরে আসে না।
ফলে দাঁত হয় সংবেদনশীল, রঙ হয় হলদেটে,
আর ক্যাভিটির ঝুঁকি অনেক বেড়ে যায়।

এমনকি জোরে ব্রাশ করলে মাড়িরও ক্ষতি হয়।
মাড়ি সরে যেতে শুরু করে,
আর তাতে দাঁতের গোড়া বেরিয়ে পড়ে —
যা খুব সংবেদনশীল অংশ।

দীর্ঘমেয়াদে এতে মাড়ির স্থায়ী ক্ষয় হতে পারে, এমনকি দাঁতের আশেপাশের সাপোর্টও দুর্বল হয়ে যেতে পারে।

সঠিক ব্রাশিং মানে শক্তি নয়, বরং টেকনিক।
সবসময় নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করুন এবং হালকা চাপ দিয়ে ছোট ছোট গোলাকার ঘূর্ণনে ব্রাশ করুন।

আপনার ব্রাশের ব্রিসেল যদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাহলে বুঝে নিন আপনি বেশি জোরে ব্রাশ করছেন।

সচেতন হন — দাঁতের যত্ন নিতে হলে কোমল হতে হয়।

@

ব্রাশ করার পরও মুখের দুর্গন্ধ না যাওয়া মাড়িতে ইনফেকশন/রোগের লক্ষণ।
16/08/2025

ব্রাশ করার পরও মুখের দুর্গন্ধ না যাওয়া মাড়িতে ইনফেকশন/রোগের লক্ষণ।

শহীদ আল্লামা সাঈদী(রহঃ)কে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ সম্মান দান করুন।
14/08/2025

শহীদ আল্লামা সাঈদী(রহঃ)কে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ সম্মান দান করুন।

সাধারণ একটি আক্কেল দাঁতের প্রবলেমকে অবহেলা করলে কি মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে তার একটি উদাহরণ এই কেসটি।৩০ বছরের স্বাস...
09/08/2025

সাধারণ একটি আক্কেল দাঁতের প্রবলেমকে অবহেলা করলে কি মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে তার একটি উদাহরণ এই কেসটি।

৩০ বছরের স্বাস্থ্যবান টগবগে যুবক সোহেল। বাড়িতে বউ-বাচ্চা নিয়ে সুখের সংসার। মাড়ির দাঁতে ব্যথা করতো কিছুদিন পরপর, তেমন একটা পাত্তা দিতো না। ফার্মেসি থেকে ওষুধ খেয়ে ব্যথা কমাতো। তারপর আবার ভুলে যেতো। এভাবেই চলতে থাকে কয়েক মাস।

হঠাৎ তার ডান পাশের গাল কিছুটা ফুলে ওঠে এবং গলার কাছ থেকে পুঁজপানি যাওয়া শুরু করে। এরপর সে আমাদের কাছে আসে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তার নীচের চোয়ালের পুরা ডান পাশটা নষ্ট করে ফেলেছে এক ধরনের আগ্রাসী চোয়ালের টিউমার। এর সাথে ইনফেকশন ও ভয়াবহ হয়ে গেছে।

ফলে আমাদের বাধ্য হয়ে তার ডান পাশের চোয়াল পুরোটাই অপারেশনের মাধ্যমে ফেলে দিতে হয়। এত অল্প বয়সে সামান্য একটু অবহেলার জন্য এত বড় অপূরণীয় ক্ষতি কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়।

তাই অহেতুক কালক্ষেপণ না করে আক্কেল দাঁত সহ মুখ ও দাঁতের যেকোনো সমস্যায় যত দ্রুত সম্ভব নিকটস্থ ডেন্টাল সার্জনের পরামর্শ নিন ও সে অনুযায়ী চিকিৎসা নিন।

ডাঃ রায়হান-উল আরেফীন

06/06/2025

"ত্যাগই ঈদের মূল শিক্ষা।
ইবরাহিম (আ.) এর আত্মত্যাগ আমাদের শেখায়—আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে কুরবানি করতে হয়।
আসুন, এই ঈদে শুধু পশু নয়, কোরবানি দিই আমাদের অহংকার, হিংসা ও ঈর্ষার।
আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন এবং মানবতার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।
ঈদুল আজহা মোবারক!"

07/04/2025
02/03/2025

আহলান ওয়া সাহলান মাহে রামাদান!

পবিত্র রমজানে চেম্বার সময়সূচি :
সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা।

08/05/2024

২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্বপ্নময় এক ভবিষ্যত।

রমজানে কনস্ট্রাকশন সাইট ভিজিট করার সময় গায়ের উপর ক্রেন পড়ছে।

লাম্বার রিজিওনে স্পাইনাল কর্ড ট্রান্সেকশান নিয়ে আমাদের কাছে এসেছে।

ছেলেটা বেঁচে থাকবে, তবে আর কোনদিন শরীরের নিচের অংশ নাড়াতে পারবে না।

আর কোনদিন সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর কোনদিন সে সিজদা দিতে পারবে না।

ছেলেটার জন্য এখন স্বপ্নহীন একটা হুইলচেয়ার অপেক্ষা করছে।

এইতো জীবন। পদ্মপাতায় জলের মত।
কীসের এত অহংকার?
দাপটে তোমার পা মাটিতে পড়ে না?

হতে পারে একটু পরেই তোমার পা তুলে হাঁটার ক্ষমতা-ই কেড়ে নেয়া হবে।

خُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا

এতটা অসহায় ভালনারেবল এক মাখলুকের বড়াই করা সাজে না।
সিজদাহ করার ক্ষমতা হারিয়ে ফেলার আগেই বেশি বেশি সিজদাহ করা দরকার।

সুস্থতা যে কতবড় নেয়ামত এইসব মানুষগুলোকে দেখলে সেটা উপলব্ধিতে আসে।

- ডা. মেহেদী হাসান।

26/04/2024

" নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ,আমার মৃত্যু, সবই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামীনের জন্য,, সূরা আল আন আম-১৬২

09/04/2024

প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধা ভাইদের প্রতি ঈদের শুভেচ্ছা রইল ।
ঈদ মোবারক 🌙

Address

Chittagong

Telephone

+8801851272236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nesarul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nesarul Hoque:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category