Dr. Nesarul Hoque

Dr. Nesarul Hoque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Nesarul Hoque, Doctor, Chittagong.

08/05/2024

২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্বপ্নময় এক ভবিষ্যত।

রমজানে কনস্ট্রাকশন সাইট ভিজিট করার সময় গায়ের উপর ক্রেন পড়ছে।

লাম্বার রিজিওনে স্পাইনাল কর্ড ট্রান্সেকশান নিয়ে আমাদের কাছে এসেছে।

ছেলেটা বেঁচে থাকবে, তবে আর কোনদিন শরীরের নিচের অংশ নাড়াতে পারবে না।

আর কোনদিন সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর কোনদিন সে সিজদা দিতে পারবে না।

ছেলেটার জন্য এখন স্বপ্নহীন একটা হুইলচেয়ার অপেক্ষা করছে।

এইতো জীবন। পদ্মপাতায় জলের মত।
কীসের এত অহংকার?
দাপটে তোমার পা মাটিতে পড়ে না?

হতে পারে একটু পরেই তোমার পা তুলে হাঁটার ক্ষমতা-ই কেড়ে নেয়া হবে।

خُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا

এতটা অসহায় ভালনারেবল এক মাখলুকের বড়াই করা সাজে না।
সিজদাহ করার ক্ষমতা হারিয়ে ফেলার আগেই বেশি বেশি সিজদাহ করা দরকার।

সুস্থতা যে কতবড় নেয়ামত এইসব মানুষগুলোকে দেখলে সেটা উপলব্ধিতে আসে।

- ডা. মেহেদী হাসান।

26/04/2024

" নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ,আমার মৃত্যু, সবই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামীনের জন্য,, সূরা আল আন আম-১৬২

09/04/2024

প্রবাসে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধা ভাইদের প্রতি ঈদের শুভেচ্ছা রইল ।
ঈদ মোবারক 🌙

In Heart  ♥ always
23/01/2024

In Heart ♥ always

ট্রান্সজেন্ডার হলো সৃষ্টির বিকৃতি। যারা সৃষ্টির বিকৃতি চায়  বা সমর্থন করে,  তারা মস্তিষ্ক বিকৃত। আর মস্তিষ্ক বিকৃত লোকের...
22/01/2024

ট্রান্সজেন্ডার হলো সৃষ্টির বিকৃতি। যারা সৃষ্টির বিকৃতি চায় বা সমর্থন করে, তারা মস্তিষ্ক বিকৃত। আর মস্তিষ্ক বিকৃত লোকেরা মূলত মানবতার জন্য হুমকি।

15/01/2024

অন্তর যদি পরিশুদ্ধ হতো তাহলে সামান্য সতর্কবানীতেই আমরা ভয় পেতাম! কিন্তু কলুষিত অন্তরের কারণে বিশাল আযাবের ভয়ও আমাদের কাছে তুচ্ছ মনে হয় !

[ইবনে কুদামাহ (রাহিমাহুল্লাহ্)]

20/12/2023
চঞ্চলতায় ভরপুর রেখো রোজ আমলের খাতা;এই কোলাহল ভাঙবে তোমার কবরের নীরবতা।
04/11/2023

চঞ্চলতায় ভরপুর রেখো রোজ আমলের খাতা;
এই কোলাহল ভাঙবে তোমার কবরের নীরবতা।

05/10/2023

বিশ্ব শিক্ষক দিবস।
সকল শিক্ষকের প্রতি রইল অসীম শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা।

ইনশাআল্লাহ আজ বাদে যোহর থেকেই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছেন ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ)।আজ প্রথ...
27/09/2023

ইনশাআল্লাহ
আজ বাদে যোহর থেকেই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে যাচ্ছেন ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ)।
আজ প্রথম দিবসের অনুষ্ঠান কর্মসূচি।

66 Glorious years of CMC!I still miss my days there. I'm grateful for the incredible journey from a student to doctor as...
20/09/2023

66 Glorious years of CMC!
I still miss my days there. I'm grateful for the incredible journey from a student to doctor as a CMCian

19/09/2023

বর্তমান সমাজে যে অসুখগুলো মহামারি আকার ধারন করেছে (যেমন, ডায়াবেটিস , স্থূলতা , রক্তে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি লিভার, মেয়েদের পলিসিস্টিক ওভারী) এগুলোর পেছনে ৪টি লাইফ স্টাইল দায়ী বলে গবেষণায় প্রমাণিত-

১. রাতে দেরি করে খাওয়া
২. কম ঘুমানো এবং রাতে দেরি করে ঘুমাতে যাওয়া
৩. শারিরীক পরিশ্রম না করা
৪. অতিরিক্ত পরিমাণ Refined & Processed Carbohydrate (যেমন, চিনি, High fructose corn syrup, সাদা চাল/আটা, ময়দা বা এগুলো থেকে তৈরী খাবার) বেশি খাওয়া

মাত্র ১ মাস এই অভ্যস্তগুলো পরিবর্তন করে দেখুন।
নিজেই এর ফলাফল বুঝতে পারবেন

৪ টি পরিবর্তন অনুন আর নিজেকে আবিষ্কার করতে পারবেন নতুন করে।

১. রাতে ৭-৮ টার মধ্যে রাতের খাবার শেষ করুন
২. রাতে ৭ ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন
৩. প্রতিদিন ৭,৫০০-১০,০০০ কদম/স্টেপস হাটুন বা অন্য ব্যায়াম করুন
৪. Refined & Processed Carbohydrate বন্ধ করে Whole grain খাবার (যেমন বাদামী চাল/আটা, ওটস ইত্যাদি ) খাওয়া শুরু করুন।

বিশ্বাস করার দরকার নাই নিজেই নিজের পরিবর্তনের সাক্ষী হোন।

Dr Rakibul Hasan
Associate Professor
Endocrinology

04/09/2023

Dr. Faten Al-Dahshan! জাপানে বেস্ট পিএইচডি থিসিস এওয়ার্ড রিসিভ করছেন তার পূর্ণ ধর্মীয় অনুশাসন মেনেই।
একটি অমুসলিম দেশে একজন মুসলমান ছাত্রী হিজাব,
নেকাব পরিধান করে সম্মাননা গ্রহন করছেন কিন্তু ৯০% মুসলমানদের বঙ্গদেশের মুসলমান নামধারী কলা বিজ্ঞানীরা চেহেরা না দেখলে ভাইবা নিতে পারেনা! হিজাব/নেকাব দেখলে তাদের এলার্জি হয়😡😡 বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার কেড়ে নিতে চায়!

উনার পিএইচডি গবেষণা টপিক ছিল Agricultural pest control without chemicals

Congratulations, doctor.

collected.

একজন আদর্শবান শিক্ষক, যিনি হাজার হাজার ছাত্রের জীবনবোধ পাল্টিয়ে দিয়েছেন,  যিনি একটা বিদ্যালয়, একটা জনপদ পরিবর্তনের জন্য ...
31/08/2023

একজন আদর্শবান শিক্ষক, যিনি হাজার হাজার ছাত্রের জীবনবোধ পাল্টিয়ে দিয়েছেন, যিনি একটা বিদ্যালয়, একটা জনপদ পরিবর্তনের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, ছাত্র-ছাত্রীর জন্য নিবেদিত, ত্যাগী, দায়িত্বশীল শিক্ষক, বড়হাতিয়া -লোহাগাড়ার স্বর্বজন শ্রদ্বেয় বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব Mohammad Bazlur Rahman স্যারের বিরুদ্ধে কথিত স্কুল সভাপতির সকল ষড়যন্ত্র প্রত্যাহার করে স্যারকে স্বপদে বহাল করার অনুরোধ করছি।

25/06/2023

ALLAH (SWT) says:
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ

"And your Lord(Allah) is going to give you, and you will be satisfied."

"আর শীঘ্রই তোমার রব তোমাকে দেবেন যে , তুমি সন্তুষ্ট হয়ে যাবে."

(Surah Ad-Dhuhaa)

21/04/2023

ঈদ মোবারক!🌙🎉

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি!

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

23/03/2023

আহলান সাহলান, মাহে রামাদান।

Address

Chittagong

Telephone

+8801851272236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nesarul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nesarul Hoque:

Videos

Share

Category