08/05/2024
২৭ বছরের সম্ভাবনাময় এক টগবগে যুবক। পেশায় প্রকৌশলী। জাপানে যাবার সব কাগজপত্র রেডি। বিয়ের কথাবার্তা চলছে। এক কথায় সমানে স্বপ্নময় এক ভবিষ্যত।
রমজানে কনস্ট্রাকশন সাইট ভিজিট করার সময় গায়ের উপর ক্রেন পড়ছে।
লাম্বার রিজিওনে স্পাইনাল কর্ড ট্রান্সেকশান নিয়ে আমাদের কাছে এসেছে।
ছেলেটা বেঁচে থাকবে, তবে আর কোনদিন শরীরের নিচের অংশ নাড়াতে পারবে না।
আর কোনদিন সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, আর কোনদিন সে সিজদা দিতে পারবে না।
ছেলেটার জন্য এখন স্বপ্নহীন একটা হুইলচেয়ার অপেক্ষা করছে।
এইতো জীবন। পদ্মপাতায় জলের মত।
কীসের এত অহংকার?
দাপটে তোমার পা মাটিতে পড়ে না?
হতে পারে একটু পরেই তোমার পা তুলে হাঁটার ক্ষমতা-ই কেড়ে নেয়া হবে।
خُلِقَ الۡاِنۡسَانُ ضَعِیۡفًا
এতটা অসহায় ভালনারেবল এক মাখলুকের বড়াই করা সাজে না।
সিজদাহ করার ক্ষমতা হারিয়ে ফেলার আগেই বেশি বেশি সিজদাহ করা দরকার।
সুস্থতা যে কতবড় নেয়ামত এইসব মানুষগুলোকে দেখলে সেটা উপলব্ধিতে আসে।
- ডা. মেহেদী হাসান।