CU Delivery Service

CU Delivery Service এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আন্তঃবিশ্ববিদ্যালয় ডেলিভারি সার্ভিস।

আমাদের আজকের ডেলিভারি ছিল হাটহাজারীর হোটেল জামান থেকে তিনটা মোরগ পোলাও আর একটা মোজো। আপুর টাইম লিমিট ছিল দুপুর একটা। ঠিক...
23/09/2024

আমাদের আজকের ডেলিভারি ছিল হাটহাজারীর হোটেল জামান থেকে তিনটা মোরগ পোলাও আর একটা মোজো। আপুর টাইম লিমিট ছিল দুপুর একটা। ঠিক টাইমেই খাবার পৌঁছে গেছে আপুর হাতে।

এটা ছিল আমাদের আজকের ডেলিভারি। আমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কখন অর্ডার করছেন?
22/09/2024

এটা ছিল আমাদের আজকের ডেলিভারি। আমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা কখন অর্ডার করছেন?

19/09/2024

আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে আমাদের ডেলিভারি!
আপনারা আপনাদের অর্ডার পাঠাতে শুরু করুন।

22/05/2024

খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সকলের প্রিয় ডেলিভারি সার্ভিস এর কাজ শুরু করতে যাচ্ছি আমরা।
বিস্তারিত আপডেট পেতে পেইজের সঙ্গেই থাকুন।

16/06/2023

আসসালামু আলাইকুম।
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ সুবিধা। আর সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঝে ডেলিভারি দেওয়া। আমাদের ক্যাম্পাসটা ২২০০ একরের হওয়ায় এবং সবকিছু হাতের কাছে না থাকায় আমাদেরকে বিভিন্ন সময়ে নানা রকম ঝামেলায় পরতে হয়। সেজন্যই আমরা থাকছি আপনাদের পাশে। সবসময়। আমাদের সার্ভিস চালু থাকবে বিকেল ৪ঃ০০ থেকে রাত ১ঃ০০ পর্যন্ত। শুক্রবার এবং শনিবারে সারাদিনই থাকছে আপনাদের জন্য এই সার্ভিস। ক্যাম্পাসের যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু অর্ডার করলে আপনাকে সেটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।
আমরা সপ্তাহে দুইদিন শহর থেকে আনা-নেওয়ার কাজটা করবো।
কারো যে কোনো ওষুধ থেকে শুরু করে যে কোনো কিছু নিয়ে আসা এবং আপনাদের যে কোনো কিছু শহরে পৌঁছে দেওয়া হবে এই দুইদিন। সোমবার ও বুধবার।
তাছাড়া আমাদের এই সার্ভিসটা চালু করার পিছনে মূল উদ্দেশ্য হলো মূলত মেয়েদের হলগুলো থেকে মেয়েদেরকে রাত্রে বের হতে দেয় না। নানা রকম জিনিস কিমবা অনেক সময় যে কোনো কিছুর ইমার্জেন্সি প্রয়োজনও হতে পারে। সবসময় আপনারা আপনাদের পাশে পাবেন CU Delivery Service কে।

নিয়মঃ

👉 পুরো ক্যাম্পাসের যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু আমরা কিনে নিয়ে আপনাকে পৌঁছে দেব। সেটা হতে পারে কোনো কিছু কেনা আছে আপনাকে শুধু এনে দিতে হবে। সেটা হতে পারে খাবার, ওষুধ অথবা যে কোনো প্রয়োজনীয় কিছু। এক নং গেইট এবং দুই নং গেইট অবধি ডেলিভারি চার্জ মাত্র ৩৫৳ এছাড়াও ক্যাম্পাসের ভেতরে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ মাত্র ৩৫ টাকা।

👉জিনিসের ওজন ৩ কেজির উপরে হলে ডেলিভারি চার্জ ৪৫ টাকা। ৫ কেজি হলে ৫৫ টাকা আর এর বেশি হলে ৬৫ টাকা। প্রতি ২ কেজিতে ১০ টাকা করে বাড়বে। শহরেও তাই। শহরে বা ক্যাম্পাসের বাইরে ৩ কেজির উপরে হলে ডেলিভারি চার্জ ১১০ এবং প্রতি ২ কেজিতে ১০ টাকা করে বাড়বে।

👉 যদি শহরে কিছু ডেলিভারি দিতে হয় বা শহর থেকে কিছু আনতে হয়, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ১০০ টাকা (যেহেতু আমরা শাটলে যাবো এবং বিষয়টা অনেক সময় সাপেক্ষ)

👉ক্যাম্পাসে এক নং অথবা দুই নং গেইট পার হলেই ডেলিভারি চার্জ ৭০ টাকা।

👉 সপ্তাহে দুইদিন আমাদের শহরের সার্ভিসটা থাকবে। সোমবার ও বুধবার।

👉বাজারঘাট থেকে শুরু করে যে কোনো কিছু করে দেওয়া যাবে

👉কোনো নির্দিষ্ট দোকান থেকে আপনাদের জিনিস প্রয়োজন হলে তা উল্লেখ করে দিতে হবে। অন্যথায় আমরা সবচেয়ে কাছের দোকান থেকে এনে দিবো।

👉কোনো ধরণের অবৈধ জিনিস আমরা বহন করি না বা করবো না। কেউ এমন কিছু করতে চাইলে তার বিরুদ্ধে কৎোর ব্যাবস্থা নেওয়া হবে এবং সম্পূর্ণ দায়ভার তার।

আশা করি সিইউ ডেলিভারির সাথেই থাকবেন।

হ্যাপি ডেলিভারি 🥰🥰🥰

Qআপনাদের সবার প্রয়োজনে এভাবেই পাশে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা৷
15/06/2023

Qআপনাদের সবার প্রয়োজনে এভাবেই পাশে থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা৷

13/06/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।
©️Copeid
সাংবাদিক- জয়নুল আবেদীন

সবসময় এভাবেই পাশে থেকে সেবা দিতে চাই🥰
09/06/2023

সবসময় এভাবেই পাশে থেকে সেবা দিতে চাই🥰

07/06/2023

আজকে থেকে আবারও শুরু করছি আমাদের ডেলিভারি সার্ভিসের কার্যক্রম।
আমাদের সার্ভিসের প্রাইজিংটা নতুন করে করেছি।
অর্ডারের আগে চেক করে নেবেন।

পেইজ লিংকঃ CU Delivery Service
আমার নতুন স্বপ্ন৷

আসসালামু আলাইকুম।
আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ সুবিধা। আর সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঝে ডেলিভারি দেওয়া। আমাদের ক্যাম্পাসটা ২২০০ একরের হওয়ায় এবং সবকিছু হাতের কাছে না থাকায় আমাদেরকে বিভিন্ন সময়ে নানা রকম ঝামেলায় পরতে হয়। সেজন্যই আমরা থাকছি আপনাদের পাশে। সবসময়। আমাদের সার্ভিস চালু থাকবে বিকেল ৪ঃ০০ থেকে রাত ১ঃ০০ পর্যন্ত। শুক্রবার এবং শনিবারে সারাদিনই থাকছে আপনাদের জন্য এই সার্ভিস। ক্যাম্পাসের যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু অর্ডার করলে আপনাকে সেটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।
আমরা সপ্তাহে দুইদিন শহর থেকে আনা-নেওয়ার কাজটা করবো।
কারো যে কোনো ওষুধ থেকে শুরু করে যে কোনো কিছু নিয়ে আসা এবং আপনাদের যে কোনো কিছু শহরে পৌঁছে দেওয়া হবে এই দুইদিন। সোমবার ও বুধবার।
তাছাড়া আমাদের এই সার্ভিসটা চালু করার পিছনে মূল উদ্দেশ্য হলো মূলত মেয়েদের হলগুলো থেকে মেয়েদেরকে রাত্রে বের হতে দেয় না। নানা রকম জিনিস কিমবা অনেক সময় যে কোনো কিছুর ইমার্জেন্সি প্রয়োজনও হতে পারে। সবসময় আপনারা আপনাদের পাশে পাবেন CU Delivery Service কে।

নিয়মঃ

👉 পুরো ক্যাম্পাসের যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু আমরা কিনে নিয়ে আপনাকে পৌঁছে দেব। সেটা হতে পারে কোনো কিছু কেনা আছে আপনাকে শুধু এনে দিতে হবে। সেটা হতে পারে খাবার, ওষুধ অথবা যে কোনো প্রয়োজনীয় কিছু। এক নং গেইট এবং দুই নং গেইট অবধি ডেলিভারি চার্জ মাত্র ৩৫৳ এছাড়াও ক্যাম্পাসের ভেতরে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ মাত্র ৩৫ টাকা।

👉জিনিসের ওজন ৩ কেজির উপরে হলে ডেলিভারি চার্জ ৪৫ টাকা। ৫ কেজি হলে ৫৫ টাকা আর এর বেশি হলে ৬৫ টাকা। প্রতি ২ কেজিতে ১০ টাকা করে বাড়বে। শহরেও তাই। শহরে বা ক্যাম্পাসের বাইরে ৩ কেজির উপরে হলে ডেলিভারি চার্জ ১১০ এবং প্রতি ২ কেজিতে ১০ টাকা করে বাড়বে।

👉 যদি শহরে কিছু ডেলিভারি দিতে হয় বা শহর থেকে কিছু আনতে হয়, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ১০০ টাকা (যেহেতু আমরা শাটলে যাবো এবং বিষয়টা অনেক সময় সাপেক্ষ)

👉ক্যাম্পাসে এক নং অথবা দুই নং গেইট পার হলেই ডেলিভারি চার্জ ৭০ টাকা।

👉 সপ্তাহে দুইদিন আমাদের শহরের সার্ভিসটা থাকবে। সোমবার ও বুধবার।

👉বাজারঘাট থেকে শুরু করে যে কোনো কিছু করে দেওয়া যাবে

👉কোনো নির্দিষ্ট দোকান থেকে আপনাদের জিনিস প্রয়োজন হলে তা উল্লেখ করে দিতে হবে। অন্যথায় আমরা সবচেয়ে কাছের দোকান থেকে এনে দিবো।

👉কোনো ধরণের অবৈধ জিনিস আমরা বহন করি না বা করবো না। কেউ এমন কিছু করতে চাইলে তার বিরুদ্ধে কৎোর ব্যাবস্থা নেওয়া হবে এবং সম্পূর্ণ দায়ভার তার।

আশা করি সিইউ ডেলিভারির সাথেই থাকবেন।

হ্যাপি ডেলিভারি 🥰🥰🥰

01/06/2023

লোক রিক্রুট করা হবে। যাদের সাইকেল বা বাইক আছে, ছেলে মেয়ে যে কেউ এপ্লাই করতে পারবেন।

কাজ হচ্ছে ডেলিভারি করা🥰

Address

Chittagong University
Chittagong

Telephone

+8801711978595

Website

Alerts

Be the first to know and let us send you an email when CU Delivery Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram