UK Laser Dental and Implant Center

UK Laser Dental and Implant Center Trusted and high quality dental treatment with reasonable cost first time in Hathazari,Chittagong,Bangladesh..

A sophisticated center for High quality dental implant treatment with reasonable cost....

06/02/2023
সকল চিকিৎসায় ৩০%ছাড়!দাঁতের মাঝের ফাঁকা পূরন করুন মাত্র ১ঘন্টায়।ফেলে দেওয়া দাঁত প্রতিস্থাপন করুন সল্প খরচে।          :- 0...
20/09/2022

সকল চিকিৎসায় ৩০%ছাড়!

দাঁতের মাঝের ফাঁকা পূরন করুন মাত্র ১ঘন্টায়।

ফেলে দেওয়া দাঁত প্রতিস্থাপন করুন সল্প খরচে।

:- 01626149496

কসমেটিক ফিলিং এর মাধ্যমে ভাল দাঁতের কোনো ক্ষতি না করে এবং দাঁতের কালারের সাথে ম্যাচিং করতে ফাঁকা পূরন করুন। (বিস্তারিত জানতে ইনবক্স করুন)

আমাদের সেবা সমূহঃ

১. দাঁতের ক্ষয়, ভাঙা দাঁত ও দাঁতের গর্তের জন্য কসমেটিক ফিলিং(দাঁতের কালারের সাথে ম্যাচিং)

২.আঁকা-বাঁকা দাঁত সোজা করা।

৩. রুট-ক্যানেল ও ক্যাপ

৪. দাঁত ক্লিন (স্কেলিং পলিশিং)

★আমাদের আরো সেবা সমূহ :

)

*Ultrasonic Scaling(দাঁত পরিস্কার করা)
*Scaling with Polishing(দাঁত সাদা করা) *Gingivectomy(Gum Surgery)
*Periodontal Curettage



*Partial Denture (আলগা দাঁত অাংশিক লাগানো) *Complete Denture (যাদের মুখে একটিও দাঁত নেই তাদের সবগুলা দাঁত লাগানো)
*Fixed Bridge (স্থায়ী দাঁত লাগানো)
*Flexible Denture
*Inlay/Onlay
*Porcelain Veneer Crown
*Metal Crown
*Porcelain fused metal crown
*Ceramic crown




*Orthodontic (আঁকা-বাঁকা দাঁত সোজা করা)

Dentistry

*GI Restorative(দাঁতের স্থায়ী ফিলিং)
*Light Cured Restoration(দাঁতের রং এর সাথে মিল রেখে ফিলিং করা)/কসমেটিক ফিলিং।



*Root Canal Treatment(ব্যথাযুক্ত এবং ক্ষতিগ্রস্ত দাঁতকে সম্পুর্ণ ব্যাথা মুক্ত করে পূর্বের ব্যথামুক্ত অবস্থায় ফিরিয়ে দেওয়া)
*Re-RCT
*Custom Metal Post
*Fiberglass Optic Post

Surgery

*Regular Extraction(দাঁত তোলা)
*Surgical Extraction of Wisdom teeth (আক্কেল দাঁতের অপারেশন)
*Root Resection
*Minor Surgery
*Tumer and Cyst Operation..

Dentistry(বাচ্চাদের দাঁতের যত্ন)

*Restoration of milk tooth(deciduous teeth)
*Pulpectomy(Root Canal treatment of deciduous teeth)
*Night guard for botulism
*Space Maintcrown
*Night gaurd for patient of bruxism
(বাচ্চাদের দাঁত নির্দিষ্ট বয়সের অাগে নষ্ট হয়ে গেলে/পরে গেলে স্থায়ী দাঁত সঠিকভাবে অাসার জন্য /যাতে স্থায়ী দাঁত অাকাবাকা না উঠে এজন্য ব্যবহৃত হয়।)
*Metal Crown for grossly decayed milk teeth (deciduous teeth)..
প্রত্যেকেটি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আমাদের ইনবক্স করুন।

বিঃদ্রঃ
চিকিৎসার খরচ রোগীর দাঁতের অবস্থার উপর নির্ভর করে,তাই পোস্টে নির্দিষ্ট খরচ উল্লেখ করা সম্ভব নয়।
ইনবক্সে আপনার সমস্যা নির্বাচন করে খরচ জেনে নিন।

আমাদের বৈশিষ্টঃ
১. অত্যন্ত মনরম পরিবেশ।
২. সর্বাধুনিক ডেন্টাল ইনস্ট্রুমেন্ট(যন্ত্রপাতি)।
৩. দক্ষ, অভিজ্ঞ এবং আন্তরিক ডেন্টাল সার্জন দ্বারা পরিচালিত।
৪. সকল যন্ত্রপাতি অটোক্লেভে জ্বীবানুমুক্ত করে UV স্টোরে সংরক্ষন করা হয়।
৫.ব্যাথামুক্ত ভাবে সকল চিকিৎসা করা হয়।

আমাদের ঠিকানা -ঃ
ইউকে লেজার ডেন্টাল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার।

চেম্বার ১ -ঃ ইদ্রিস টাওয়ার,দোকান নং ১০,হাটহাজারি বাস স্ট্যান্ড, হাটহাজারি, চট্রগ্রাম।

চেম্বার২ -ঃ হামজারবাগ মেইন রোড,সিটি ফার্মেসীর ২য় তলায়।আজাদ ক্লাবের বিপরীতে,হামজাবাগ চট্টগ্রাম।

আত্মবিশ্বাস জন্ম নেয় সুস্থ দাঁতের সতেজ হাসি থেকে।শুভ অপরাহ্ন।
13/09/2022

আত্মবিশ্বাস জন্ম নেয় সুস্থ দাঁতের সতেজ হাসি থেকে।
শুভ অপরাহ্ন।

আলহামদুলিল্লাহ।
11/04/2022

আলহামদুলিল্লাহ।

29/03/2022

We let you smile brightly!!
For Brighter smile Contact us!
❤️❤️❤️

07/02/2022
■□ আক্কেল দাঁত এর সমস্যা ও প্রতিকার■□ প্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর*****************************************■ আক্কেল দাঁত কি...
27/09/2021

■□ আক্কেল দাঁত এর সমস্যা ও প্রতিকার
■□ প্রাসঙ্গিক প্রশ্ন ও উত্তর

*****************************************
■ আক্কেল দাঁত কি ? কয়টি ? কত বছর বয়সে ওঠে ?
□ মানুষের উপরের ও নিচের চোয়ালের , ডান ও বাম দিকের মাড়ির শেষ দাঁতটি কে আক্কেল দাঁত বলে | আক্কেল দাঁত আরো কয়েকটি নামে পরিচিত , উইস ডোম টিথ (Wisdom Teeth), থার্ড মোলার (Third Molar, 3rd Molar) , নামবার এইট টিথ (Number 8 Teeth), ৮ নম্বর দাঁত।

□ আক্কেল দাতঁ সাধারণত ৪টি হয়ে থাকে, তবে ক্ষেত্র বিশেষ এ একটি, দুটি এমনকি নাও থাকতে পারে |
□ আক্কেল দাতঁ সাধারনত ১৭ থেকে ২৪ বছরের মধ্যে উঠে থাকে। কারো কারো এটি নাও উঠতে পারে; কারো সবগুলোই (৪টি) উঠতে পারে।

■ আক্কেল দাঁত এর কি ধরনের সমস্যা হয় ? কেন হয় ?
□ আক্কেল দাঁত উঠলেই তার আক্কেল-বুদ্ধি বেশি থাকবে, আর না উঠলে কম থাকবে তার কোনো কারণ নেই।
□ আক্কেল দাঁতে খুব ব্যাথা হয় এবং খেতে কষ্ট হয়। অনেক সময় কান, চোখ, মাথা ও ব্যাথা করতে পারে।
□ আক্কেল দাঁত ওঠার সময় তার উপরের মাঢ়ি ফুলে যায়- ফলে তার ভেতর খাবার ঢুকে এই ব্যাথার সৃষ্টি করে। (Infection, Pain)
□ ঢোক গিলতে কষ্ট অথবা হাঁ করতে কষ্ট হয়।
□ অনেক সময় আবার আক্কেল দাঁত তার পাশের দাঁতেরও ক্ষতি করে।
□ সুস্থ্য ও স্বাভাবিক আবস্থানের আক্কেল দাঁত কোন সমস্যা তৈরী করে না। কিন্তু যদি দাঁতটি ওঠার জন্য পর্যাপ্ত জায়গা না থাকে বা দাঁতটির আকৃতি বা অবস্থানের জন্য অবরুদ্ধ হয়ে থাকে; তবে বিভিন্ন উপসর্গ ও সমস্যা দেখা দিতে পারে।
□ ঠিকমতো জায়গা না পাওয়াতে আক্কেল দাঁত অর্ধেক উঠে আর উঠতে পারে না। মাঝে মাঝে মুখে আলসার (Ulcer) হতে পারে যেইটা বয়স বেশি হলে কিছু কিছু ক্ষেত্রে ওরাল ক্যান্সার রূপধরন করতে পারে।

■ সমস্যা হলে কী করানো উচিত ?
□ আক্কেল দাঁতের যে কোন সমস্যার ক্ষেত্রে শুরুতেই একটি এক্স-রে করানো প্রয়োজন।
□ এক্স-রে তে দাঁতটির আকৃতি ও অবস্থান ভালোভাবে দেখে চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়।
□ আক্কেল দাঁতের সমস্যার ধরন বুঝে বেশিরভাগ সময়েই দাঁতটি ফেলে দেয়ার পরামর্শ দেয়া হয়।

■ আক্কেল দাঁত তুললে ভবিষ্যতে কোনো সমস্যা হয় কি ?
□ আক্কেল দাঁত তুলে ফেললে ভবিষ্যতে খেতে বা কথা বলতে কোন সমস্যা হয়না।
□ চোখ বা ব্রেইনের গুরুতর কোনো সমস্যা হয় না |
□ তবে মনে রাখা উচিত যে, “আক্কেল দাঁত তোলা” একটি বড় ও গুরুত্বপূর্ন অপারেশন। (Surgical Wisdom Tooth Extraction) কিছু কিছু ক্ষেত্রে জেনারেল এনেসথেসিয়া এর মাধ্যমে হসপিটাল এ ভর্তি হয়ে অপারেশন করতে হয়ে।

■ দাঁতের রোগ হলে তার চিকিৎসা না করালে তা থেকে তো ব্যাথা হবেই। আর যদি দাঁতের যত্ন না নেন, দাঁত মজবুত রাখতে প্রয়োজনীয় খাবার না খান, দাঁতের যে কোন বিষয়ে অবহেলা করেন তাহলে দাঁতের সমস্যা তো হবেই। আর সাথে দাঁতের অসহ্য ব্যাথা তো আছেই কিন্তু আক্কেল দাঁত এর ব্যাথা সম্পর্কে অনেকেরই ধারণা আছে। এই ব্যাথা যে কী কষ্টদায়ক তা যাদের আক্কেল দাঁত উঠেছে তারাই বলতে পারবেন।

■ প্রতিদিন রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাতে যান। সকালের নাস্তার পরে আবার দাঁত করুন।

■ প্রতি ৬ মাস অন্তর একবার বিডিএস ডিগ্রিধারী দন্ত বিশেষজ্ঞ এর কাছে ডেন্টাল চেকআপ করুন।

■ UK Laser Dental & Implant Center,

হাটহাজারি ব্রাঞ্চ -ঃ
ইদ্রিস টাওয়ার,নিচ তলা,লিফটের উত্তর পাশে,
হাটহাজারি বা স্ট্যান্ড,চট্টগ্রাম।

সাক্ষাৎ-ঃ

শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

হামজারবাগ ব্রাঞ্চ -ঃ
হামজারবাগ মেইন রোড,অাজাদ কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে,চট্টগ্রাম।

সাক্ষাৎ -ঃ
শুক্রবার বাদে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা।

আসসালামুওয়ালাইকুম।ইউকে লেজার ডেন্টাল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টারের হাটহাজারি ব্রাঞ্চ -ঃ(ইদ্রিস টাওয়ার,নিচ তলা,লিফটের উত্তর ...
26/09/2021

আসসালামুওয়ালাইকুম।

ইউকে লেজার ডেন্টাল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টারের হাটহাজারি ব্রাঞ্চ -ঃ
(ইদ্রিস টাওয়ার,নিচ তলা,লিফটের উত্তর পাশে।)
এবং হামজারবাগ ব্রাঞ্চঃ
(হামজারবাগ মেইন রোড,অাজাদ কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে,সিটি ফার্মেসির ২য় তলা।)
এ চলছে অাসন্ন শীতকালীন মওসুম উপলক্ষে সকল কসমেটিক ডেন্টাল চিকিৎসায় চলছে ২০% ডিসকাউন্ট।

১.দুই দাঁতের মাঝখানের ফাকা পূরণ করুন
মাত্র ২ঘন্টায়।

২.ভাবুনতো বিয়েতে মেকওভার আর ফটোগ্রাফিতে হাজার হাজার টাকা খরচ করলেন,
কিন্তু আপনার হলদে দাতের হাসি সব ম্লান করে দিলো,তাই দাঁতগুলো কে মুক্তার মতো সুন্দর ও ঝকঝকে করতে করুন টুথ হোয়াইটেনিং।

৩.দাঁত শিরশির করা,দাঁত থেকে রক্ত পড়া,দাঁত নড়া,মুখে দুর্গন্ধ ও দাতের পাথর,দাগ দূর করুন স্কেলিং পলিশিং এর মাধ্যমে ২০% ছাড়ে।

৪.বিয়ের অনুষ্ঠানের পূর্বে নব দম্পতির সতেজ নিঃশ্বাস এবং অাত্ম-বিশ্বাসী হাসি ফিরে পেতে করুন ডেন্টাল স্পা ট্রিটমেন্ট।

এই অফার সীমিত সময়ের জন্য 😊😊।

Dr Md Shahidul Karim
BDS,MPH(C),
CCID(Implant-Thailand)

চীফ কনসালট্যান্ট,

UK Laser Dental & Implant Center...

হাটহাজারি ব্রাঞ্চ -ঃ
(ইদ্রিস টাওয়ার,নিচ তলা,লিফটের উত্তর পাশে।)

সাক্ষাৎ -ঃ শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত।

হামজারবাগ ব্রাঞ্চঃ
(হামজারবাগ মেইন রোড,অাজাদ কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে,সিটি ফার্মেসির ২য় তলা।)

সাক্ষাৎ -ঃ
শুক্রবার বাদে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

যোগাযোগ -ঃ

01626149496

New design of visiting card... Hope you will get us in touch!
09/09/2021

New design of visiting card...
Hope you will get us in touch!

Address of our new Branch!! Happy to invite you all...☺☺
23/06/2021

Address of our new Branch!!
Happy to invite you all...
☺☺

সবার দোয়া ও সহযোগিতা চাই।
16/12/2020

সবার দোয়া ও সহযোগিতা চাই।

13/10/2020

Have to assist Doctor in all the ways to deal the patients with managing the Dental Office....
Female will get priority...

07/09/2020

দুইটা গল্পঃ
১। ইয়াহু নামমাত্র দামে গুগলকে কিনে ফেলার প্রস্তাব পেলেও কিনে নি।
২। নোকিয়া এন্ড্রোয়েডকে কিনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।
শিক্ষণীয়ঃ
১। সময়ের সাথে নিজেকে আপডেট রাখুন, নয়তো আপনি অচলের হিসেবে নাম লেখাবেন।
২। কোন রিস্ক না নেওয়াটা হচ্ছে বড়ো রিস্ক। নতুন রিস্ক গ্রহণ করুন এবং সব সময় আপডেট থাকুন।

আরো দুইটা গল্পঃ
১। গুগল দুইটা সম্ভাবনাময়ী প্রজেক্ট ইউটিউব এবং এন্ড্রোয়েডকে কিনে নিয়েছে।
২। ফেসবুকে কিনে নিয়েছে ইন্সট্রাগ্রাম এবং হোয়াটসএপকে।
শিক্ষণীয়ঃ
১। শত্রুকে ঘৃণা না করে তার সাথে সংযুক্ত হয়ে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করুন।
২। দ্রুত এগিয়ে যান এবং শত্রুকে প্রতিহত করার চেষ্টা করুন।

আরো দুইটা গল্পঃ
১। বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২। এলন মাস্ক ছিলেন একজন লকার রুম গার্ড।
শিক্ষণীয়ঃ
১। ব্যাক্তিকে তার পূর্বের কাজের মাধ্যমে যাচাই করবেন না।
২। আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার চেষ্টা এবং পরিশ্রম।

আরো দুইটা গল্পঃ
১। কর্নেল স্যান্ডার্‌স ৬৫ বছর বয়সে KFC প্রতিষ্ঠা করেন।
২। জ্যাক মা কেএফসিতে চাকুরির আবেদন করেও কম যোগ্যতা সম্পন্ন মনে করায় চাকুরি পান নি।
শিক্ষণীয়ঃ
১। বয়স শুধু একটি সংখ্যা মাত্র, আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন।
২। কখনো হার মানবেন না। তারাই হেরে যায় যারা মেনে নেয়।

শেষ দুইটা গল্পঃ
১। Ferrari এর মালিক একজন ট্রাক্টর তৈরি করার কারিগরকে অপমান করেছিলেন।
২। সেই ট্রাক্টর তৈরি করার কারিগর Lamborghini প্রতিষ্ঠা করেন।
শিক্ষণীয়ঃ
১। কাউকে অবজ্ঞা করবেন না।
২। সফলতা হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ।

আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন। এর জন্য কোন বয়স কিংবা কোন ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক নয়।
-

©"সাইবার ৭১"

আমাদের এই শহরে লাইফস্টাইলে প্রব্লেম ছিলো। শো অফ বেশি ছিলো। নইলে অন্তত ছয় মাস বসে খাওয়ার মতো টাকা সব পরিবারেই জমে থাকার ক...
22/06/2020

আমাদের এই শহরে লাইফস্টাইলে প্রব্লেম ছিলো। শো অফ বেশি ছিলো। নইলে অন্তত ছয় মাস বসে খাওয়ার মতো টাকা সব পরিবারেই জমে থাকার কথা। যতটুকু ইনকাম, কালের স্রোতে গা ভাসাতে যেয়ে খরচ তারচেয়ে বেশি হয়েছে। যতটুকু স্ট্যাটাস, যতটুকু সামর্থ্য, মানুষ নগদে তার চেয়ে উঁচু তলায় বাস করেছে।

আমি আমার এলাকায় একসাথে এত টু-লেট কখনো দেখিনি। প্রায় সব বাড়িতেই টু-লেটের নোটিশ। অজস্র মানুষ ঢাকা ছাড়ছে। দুঃখজনক।

৯০ দশকে মানুষ অনেক গরীব ছিলো। কিন্তু এই গরীব মানুষদেরই আজীবন যথেস্ট সেভিংস ছিলো, খেয়ে না খেয়ে শহরের কোনায় এক টুকরো জমি ছিলো। গ্রামে একটা স্থায়ী ঠিকানা ছিলো। পরিবার গরীবি হালে চললেও মায়ের আঁচলের গিঁট আর ডানোর খালি ডিব্বাতেও কয়েক গাছি টাকা থাকতো।

আর এখনকার মানুষদের কার্ড ভর্তি লোন, ইন্সটলমেন্ট, ব্যাংক লোন। জমি জিরাতের খবর নেই অথচ শহরের প্রাণকেন্দ্রে টাইলসওয়ালা ফ্ল্যাটে ভাড়া থাকতে পারলেই খুশি। সঞ্চয়ের খবর নেই অথচ ঘোরাঘুরি আর রেস্টুরেন্টে খেতে পারলেই খুশি। পকেটে টাকা নেই তাই মন মানসিকতা মলিন, অথচ পার্লারে / সেলুনে হাজার টাকা খরচে ফেসিয়াল করে চামড়া চকচকে করতে পারলেই হলো। এটা কোন লাইফ?

কেউ এখন আর ঘরের ড্রইংরুমে আড্ডা দেয়না। পাঁচ দশ টাকার বাদাম কিনে ছাদে গোল হয়ে বসে গল্পগুজব করেনা। সবার ফাস্টফুডের দোকানে যেতে হবে। মাল্টিপ্লেক্সেই মুভি দেখতে হবে। শখের সব খেলনাই কিনতে হবে। এফেয়ার করতেই হবে, ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করে চকলেট ডে কিস ডে সব সেলিব্রেট করতে হবে। অথচ বিশ বছর আগেও রেস্পন্সিবল লাইফ কাটাতে হবে দেখে অনেক ছেলে চাকরী পাবার আগে মেয়েদের ধারে কাছেও যেতোনা। এখন সবাই হিরো, পাপাস প্রিন্স, মাম্মাস প্রিন্সেস।

এসব করে মাসে মাসে যে পাঁচ সাত হাজার টাকা বেশি খরচ করেছে, সেটা জমালে বছরে ৬০-৭০ হাজার টাকা অতিরিক্ত জমতো। দশ বছরে ৬-৭ লাখ টাকা। যেটি দিয়ে এখন ঘরে বসে ছয় সাত মাস বড়লোকের মতোই পরিবারগুলো কাটাতে পারতো।

অথচ এসব করেনি, গর্বভরে মিম শেয়ার করেছে যে মানিব্যাগে পাঁচশো নিয়ে বের হলে এক ঘন্টা পরে ভাংতি বিশ ত্রিশ টাকার বেশি থাকেনা।

একটু রোজগার করতে পারলেই একান্নবর্তী পরিবার থেকে সবাই আলাদা হয়ে গেছে। ইউনিটি কি জিনিস ভুলে গেছে। গ্রামের শেকড় ভুলে গেছে গর্বের সাথে, অথচ গ্রাম থেকে আসা বছরে দু চার বস্তা ভর্তি আম কাঠাল বা চাল / মুড়ির কি বরকত সেটা বুঝতে চায়নি। ছুটিতে কক্সবাজারের ফাইভ স্টার হোটেলে খরচ না করে গ্রামের বাড়িও যে বেড়ানো যায় সেটা বুঝেনি। আগে মানুষ কয়েক বছরে এক আধবার লাক্সারি ট্যুর দিতো। আর এখন প্রতি বছর লাখ টাকা খরচ করে ইন্সটমেন্টে হলেও ট্যুরিসম করেছে দুইটা ফটো তোলার জন্য।

আমি গত পাঁচ সাত বছরে এই শহরে মধ্যবিত্ত বলে কিছু দেখিনি। সবার ঠাট বাট প্রায় একরকম। তবে এখন দেখছি, গত কয়েক মাস ধরে।

এত খরুচে আর ভোগপণ্যদাস হয়ে আজীবন বর্তমানে বেঁচে থাকতে যেয়ে দুই তিন মাসের ভবিষ্যত নিরাপত্তাটা নিয়েও ভাবার ক্ষমতা হারানো এই শহরবাসীদের এখনকার বাস্তবতা খুব দুঃখজনক।

Collected

Address

Hathazari-Rangamati Road, Impressive Hathazari Shopping Complex
Chittagong
4330

Opening Hours

Monday 10:00 - 14:00
Tuesday 10:00 - 14:00
Wednesday 10:00 - 14:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 14:00
Sunday 10:00 - 14:00

Telephone

+8801626149496

Website

Alerts

Be the first to know and let us send you an email when UK Laser Dental and Implant Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to UK Laser Dental and Implant Center:

Share

Category