19/12/2021
করোনা পরিস্থিতি নাগালের মধ্যে কবে আসবে কেউ জানে না।
হাসপাতালে উপচে পড়া রোগী, প্রায় দিনই হাসপাতালে তো বটেই, বিভিন্ন পরিচিত জনের আত্মীয় স্বজনের মৃত্যুসংবাদ আসছে।
এই অবস্থায় স্বাস্থ্য বিধি মানাটা যেমন অত্যন্ত জরুরি, তেমনিভাবে করণীয় কিছু বিষয় তুলে ধরছি-
১। বাসা থেকে বাইরে না যেতে পারলেই ভাল, যদি যেতে হয় অবশ্যই মাস্ক পরে যাবেন। বর্তমানে মাস্কের দামও আগের মত নিয়ন্ত্রণে চলে এসেছে৷
২। হাত পরিষ্কার রাখা এবং নাকে-মুখে -চোখে হাত না দেয়া জরুরি।
৩। করোনার জন্য নিম্ন আয়ের মানুষ কষ্টে পড়েছে। যারা কোরবানি দেবেন এবার গরীবের ভাগটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন।
৪। বর্তমানে অনেক ভ্যাক্সিন এসেছে এবং সামনে আরো আসবে। কিন্তু তাও ষোল কোটি মানুষের দেশে চার ভাগের একভাগ মানুষ ভ্যাক্সিন পাবেন, বাকিদের জন্য কবে ব্যবস্থা করা যাবে আমরা জানি না।
তাই কোন দেশের ভ্যাক্সিন সেসব চিন্তা না করে যে যেখানে আছেন সেখানেই ভ্যাক্সিন গ্রহণ করুন।
আপনাদের আশেপাশে যারা ভ্যাক্সিন নেয়ার যোগ্য(৩৫ বছরের বেশি), কাজের মানুষ বা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে জানেন না তাদের দয়া করে রেজিষ্ট্রেশন করিয়ে দিন এবং টিকা নিতে উৎসাহিত করুন। টিকা নিলে অসুখ হলেও তা আশা করা যায় অল্পতেই সেরে যাবে ইনশাআল্লাহ।
৫। প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা থাকলেও টিকা নেয়া যাবে।
৬। অসুস্থ হলে অবশ্যই এমবিবিএস ডাক্তার এর পরামর্শ নিন।
জনসচেতনতায়-
ডা. আলী আজগর
এমবিবিএস, বিসিএস
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।
চেম্বার -কিউল্যাব ডায়াগনস্টিক সেন্টার
কাপ্তাই রাস্তার মাথা(বিকাল ৪-৭টা)