Al—Makka Medicine Park And Health care.

Al—Makka Medicine Park And Health care. অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য
আল-ম?

রবিবার চেম্বার করবেন....
29/05/2022

রবিবার চেম্বার করবেন....

*****কোমর ব্যথা রোগীদের পরামর্শ ১.অতিরিক্ত ভারী জিনিস তোলা নিষেধ।২.অনেকক্ষন টানা বসে/ দাঁড়িয়ে  থাকা নিষেধ।৩.সঠিক নিয়মে ব...
31/12/2021

*****কোমর ব্যথা রোগীদের পরামর্শ

১.অতিরিক্ত ভারী জিনিস তোলা নিষেধ।
২.অনেকক্ষন টানা বসে/ দাঁড়িয়ে থাকা নিষেধ।
৩.সঠিক নিয়মে বসবেন/ দাঁড়াবেন।
৪.ঝুঁকে কাজ নিষেধ।
৫. অতিরিক্ত ভ্রমণ নিষেধ।
৬.উঁচু নিচু রাস্তা/ যানবাহন পরিহার করবেন।
৭. চেয়ার টেবিলে কাজ/ পড়াশোনা করবেন। হাঁটু ভাজ করে নিচে বসবেন না।
৮.কোমরে দুইবেলা ২০মিনিট করে গরম পানির (Hot Water Bag) সেক দিবেন।
৯. ভ্রমণ ও কাজের সময় কোমরে Lumber corset বেল্ট ব্যাবহার করবেন। অন্য সময় খুলে রাখবেন।
১০.পায়খানায় হাই কমোড/ চেয়ার কমোডে করবেন।
১১.মোটা ব্যাক্তি ওজন কমাবেন।
১২.খাবার চেয়ার/ মোড়ায় বসে খাবেন। বেশি অসুবিধা হলে নামাজ চেয়ারে বসে পড়বেন।
১৩.ফোমে শোয়া নিষেধ। পাতলা বেডিং/তোশকের উপর শুবেন।
১৪.কোমরে মালিশ নিষেধ।
১৫.নিয়মিত সঠিক নিয়মে চিকিৎসকের পরামর্শমত ব্যায়াম করবেন।

অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য
আল-ম�

28/12/2021
করোনা পরিস্থিতি নাগালের মধ্যে কবে আসবে কেউ জানে না।হাসপাতালে উপচে পড়া রোগী, প্রায় দিনই হাসপাতালে তো বটেই, বিভিন্ন পরিচিত...
19/12/2021

করোনা পরিস্থিতি নাগালের মধ্যে কবে আসবে কেউ জানে না।
হাসপাতালে উপচে পড়া রোগী, প্রায় দিনই হাসপাতালে তো বটেই, বিভিন্ন পরিচিত জনের আত্মীয় স্বজনের মৃত্যুসংবাদ আসছে।
এই অবস্থায় স্বাস্থ্য বিধি মানাটা যেমন অত্যন্ত জরুরি, তেমনিভাবে করণীয় কিছু বিষয় তুলে ধরছি-
১। বাসা থেকে বাইরে না যেতে পারলেই ভাল, যদি যেতে হয় অবশ্যই মাস্ক পরে যাবেন। বর্তমানে মাস্কের দামও আগের মত নিয়ন্ত্রণে চলে এসেছে৷
২। হাত পরিষ্কার রাখা এবং নাকে-মুখে -চোখে হাত না দেয়া জরুরি।
৩। করোনার জন্য নিম্ন আয়ের মানুষ কষ্টে পড়েছে। যারা কোরবানি দেবেন এবার গরীবের ভাগটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন।
৪। বর্তমানে অনেক ভ্যাক্সিন এসেছে এবং সামনে আরো আসবে। কিন্তু তাও ষোল কোটি মানুষের দেশে চার ভাগের একভাগ মানুষ ভ্যাক্সিন পাবেন, বাকিদের জন্য কবে ব্যবস্থা করা যাবে আমরা জানি না।
তাই কোন দেশের ভ্যাক্সিন সেসব চিন্তা না করে যে যেখানে আছেন সেখানেই ভ্যাক্সিন গ্রহণ করুন।
আপনাদের আশেপাশে যারা ভ্যাক্সিন নেয়ার যোগ্য(৩৫ বছরের বেশি), কাজের মানুষ বা যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে জানেন না তাদের দয়া করে রেজিষ্ট্রেশন করিয়ে দিন এবং টিকা নিতে উৎসাহিত করুন। টিকা নিলে অসুখ হলেও তা আশা করা যায় অল্পতেই সেরে যাবে ইনশাআল্লাহ।
৫। প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা থাকলেও টিকা নেয়া যাবে।
৬। অসুস্থ হলে অবশ্যই এমবিবিএস ডাক্তার এর পরামর্শ নিন।

জনসচেতনতায়-
ডা. আলী আজগর
এমবিবিএস, বিসিএস
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।
চেম্বার -কিউল্যাব ডায়াগনস্টিক সেন্টার
কাপ্তাই রাস্তার মাথা(বিকাল ৪-৭টা)

নিকট আত্মীয় থেকে রক্ত নিলে এমন বিপদ হতে পারে!আপন ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে, ৩ ব্যাগ।আমাদের কাছে রোগী এসেছে ...
15/12/2021

নিকট আত্মীয় থেকে রক্ত নিলে এমন বিপদ হতে পারে!
আপন ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে, ৩ ব্যাগ।আমাদের কাছে রোগী এসেছে এইভাবে... রক্ত পরিসঞ্চালনের একটু rare এবং delayed complication , TRANSFUSION ASSOCIATED GRAFT VERSUS HOST DISEASE, যদিও বই বলে এটা খুব rare complication, কিন্তু বাস্তবে এখন আর এটা এতো rare নাই এবং এর পরিণতি ৯৭-৯৯% ক্ষেত্রে খুব খারাপ, মৃত্যু।
তাই সাবধান হোন, নিকট আত্মীয় ( বিশেষত 1st degree relatives) থেকে রক্ত নেয়া ও আত্মীয় কে রক্ত দেয়া থেকে বিরত থাকুন।

courtesy:
Dr. Nirjharini Joarder
Consultant
Transfusion Medicine.

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সেবন করিবেন না
15/12/2021

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সেবন করিবেন না

প্রতিষ্ঠাতা মোঃ আনিছ উল্লাহ  আল-মক্কা মেডিসিন পার্ক এর..... সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি...
11/12/2021

প্রতিষ্ঠাতা মোঃ আনিছ উল্লাহ
আল-মক্কা মেডিসিন পার্ক এর..... সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি...

যোগাযোগ: শাহ মোহছেন আউলিয়া সড়ক মহাল খান বাজার কাফকো সেন্টার আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রামমোবাইল নাম্বার: 01878715497
06/12/2021

যোগাযোগ: শাহ মোহছেন আউলিয়া সড়ক মহাল খান বাজার কাফকো সেন্টার আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম
মোবাইল নাম্বার: 01878715497

Address

Chittagong

Telephone

+8801878715497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al—Makka Medicine Park And Health care. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Other Medical & Health in Chittagong

Show All

You may also like