Dr. Sabrina Rabby Tanjila

Dr. Sabrina Rabby Tanjila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sabrina Rabby Tanjila, Doctor, লোহাগড়া চট্টগ্রাম, Chittagong.
(1)

23/11/2024

Prepared by a cmcian

22/08/2024
আরো ১টি ভবিষ্যৎ বাণী, যা হয়ে গেছে,, এড করব- সূরা রূম:আয়াত-১-৪
26/06/2024

আরো ১টি ভবিষ্যৎ বাণী, যা হয়ে গেছে,, এড করব-
সূরা রূম:আয়াত-১-৪

পরকাল যে রয়েছে তার Scientific ব্যাখ্যা কেমন হতে পারে এবং কোরআনের সাথে বিজ্ঞান ও বাইবেলের যেসব বিষয়ে অমিল ছিল, সেগুলো পরব.....

আজকাল আবারও করোনার উপদ্রব দেখা দিচ্ছে। ঘরে ঘরে জ্বর, শরীর ও মাথা ব্যাথা। এবং বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ সিজোনে সিজোন...
25/06/2024

আজকাল আবারও করোনার উপদ্রব দেখা দিচ্ছে। ঘরে ঘরে জ্বর, শরীর ও মাথা ব্যাথা। এবং বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ সিজোনে সিজোনে ঢাকা সহ কিছু এলাকায় প্রকোপ দেখায়।
ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক এর রোল কি আছে?
- না।
এন্টিবায়োটিক বলতে আমরা আম ভাষায় দোকানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে পাওয়া ঔষধ কেই বুঝায়। সে হ্মেত্রে ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কাজ করবেনা কেননা তা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ভাইরাস এর বিরূদ্ধে নয়।
দেখা যায় ভাইরাস জ্বরে যে তীব্র জ্বর হয় তাতে অনেকে জ্বর না পড়ায় না বুঝে, ডাক্তারের পরামর্শ ব্যতীতই এন্টিবায়োটিক শুরু করে দেন।এবং এহ্মেত্রে সবচেয়ে বেশি জ্বরের জন্য যে এন্টিবায়োটিক তারা ফার্মেসি আলার পরামর্শে/ নিজ হতেই শুরু করে দেয় তা হল:- জিম্যাক্স/ জিথ্রিন ইত্যাদি। যা হল এজিথ্রোমাইসিন।
আবার ভাইরাস জ্বরে একটা জিনিস থাকেই তা হল স্বর্দি।স্বর্দির ঔষধ কে বলে এন্টিহিস্টামিন।
এখুন দেখুন একজন ভাইরাল ফিভারের পেশেন্ট যখন নিজে থেকে সর্দির জন্য এন্টিহিস্টামিন বিশেষ করে ফেক্সোফেনাডিন (fexo)/ সেটিরিজিন গ্রুপেরই হোক(citin) etc, এবং জ্বরের জন্য জিম্যাক্স ইত্যাদি খায় তখন তার Cardiac arrest পর্যন্ত হয়ে যেতে পারে, এক সাথে ২ঔষধের ইন্টারেকশনে। হার্ট রিদম নষ্ট হয়ে এরেস্ট থেকে হতে পারে মৃত্যু ও!
মানে সামান্য স্বর্দি, জ্বর থেকে নিজ অবহেলায় মৃত্যু?
আর জিম্যাক্স বারবার অস্বাভাবিক ভাবে ব্যবহার করার ফলে রেসিসটেন্স তথা পরবর্তী আসল ব্যাকটেরিয়াজনিত / অন্য রোগে কাজ না করা তো আছেই।
তাহলে ভাইরাস জ্বরে কি করবেন।
মূলত:- ভাইরাস জ্বরের চিকিৎসা ই হলো :- বিশ্রাম, বেশি বেশি পানি পান ও উপসর্গ অনুযায়ী চিকিৎসা, যাকে বলা হয় - symptomatic treatment.
কেননা বেশি ভাগ ভাইরাসের বিরূদ্ধে কোন কার্যকরী ঔষধ নেই, ভ্যাকসিন ও খুব কম ভাইরাসের বিরূদ্ধে আছে।সুতরাং ডাক্তারের কাছে যাবেন, প্রয়োজনীয় পরীহ্মা লাগলে দিবে, সরকারী হাসপাতালে যাবেন।

আর উপরের নিয়ম মেনে চলবেন। ধন্যবাদ।
©Dr. Sabrina

https://youtu.be/kU7svuAB3N8?si=M0t_4MqU5Y8OdC-x
12/03/2024

https://youtu.be/kU7svuAB3N8?si=M0t_4MqU5Y8OdC-x

২১ মিনিটে শিখুন কুরআনের ১৪,৯২৭ শব্দ।😮 অডিও শুনুন ‘কুরআনের শব্দাবলি’ বইয়ের 🔊📞বইটি সংগ্রহ করতে কল করুন: 01971368905"কুরআন...

 সূরা মাঊনের এই আয়াতটি নিয়ে কখনো ভেবে দেখেছেন?আল্লাহ তা'আলা বলেছেন:وَيَمْنَعُونَ الْمَاعُونَ“এবং (ধ্বং*স হোক তারা, যারা)...
27/02/2024



সূরা মাঊনের এই আয়াতটি নিয়ে কখনো ভেবে দেখেছেন?

আল্লাহ তা'আলা বলেছেন:
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
“এবং (ধ্বং*স হোক তারা, যারা) ছোট-খাট গৃহসামগ্রী দানে নিষেধ করে।”

এখানে ‘মাঊন’ অর্থ কেউ বলেছেন যাকাত। তবে গ্রহণযোগ্য মত হলো ঘরের টুকটাক জিনিস, যা সাধারণত প্রতিবেশীরা চেয়ে থাকে।
যেমন—লবণ, পানি, আ*গুন, কিংবা ব্যবহারের জন্য চাকু, কোদাল, শাবল, স্ক্রু-ড্রাইভার ইত্যাদি।

চিন্তার করুন! কতটুকু কৃপণ হলে মানুষ এগুলো দিতে অমত করে। অথচ এসবে সম্পদে ঘাটতি হয় না। অতএব এদের দ্বারা যাকাত, সাদাকা, কা*ফ*ফারা আদায় না হওয়াটাই স্বাভাবিক। আর নফল দান তো অনেক দূরের ব্যাপার!

হাদিসে এসেছে, আইশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন:

: আল্লাহর রাসূল! কোন বস্তু, যা কেউ চাইলে নিষেধ করা বৈধ নয়?

: আ*গুন, পানি, লবণ।

: পানি না হয় বুঝলাম, কিন্তু আ*গুন ও লবণের বিষয়টা ঠিক বুঝলাম না।

: আইশা! কেউ যদি আ*গুন দেয়, তবে সে আ*গুন দিয়ে যা যা রান্না হবে, তা সাদকা করার সাওয়াব সে পাবে।
আর লবণ দিলে, এই লবণের কারণে খাবারে যে স্বাদ হয়, তার সাওয়াবও পায়।
যদি এমন ব্যক্তিকে পানি পান করায়, যার অতটা পানি চাহিদা নেই, তাহলে ৬০ টি গোলাম আযাদের সাওয়াব পাবে। আর যদি এমন কাউকে পান করায়, যার পানির চাহিদা প্রচন্ড, তাহলে যেন সে একজন মানুষের জীবন বাঁচাল। আর যে একজন মানুষের জীবন বাঁচাল সে যেন পুরো মানবজাতির জীবন বাঁচাল।”
[তাফসীরে কুরতুবি]
[একটি মজার তাফসীর বই থেকে নেয়া হয়েছে]

দয়ালু আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান-সদকাহ করার তাওফিক দান করুন,
আমিন।

27/02/2024
  & dairy products-গর্ভাবস্থায় যেকোনো দুগ্ধজাত জিনিস খাবার আগে তা অবশ্যই সঠিক ভাবে গরম করে খেতে হবে।ফ্রিজে রাখার পরেও সে...
01/02/2024

& dairy products-

গর্ভাবস্থায় যেকোনো দুগ্ধজাত জিনিস খাবার আগে তা অবশ্যই সঠিক ভাবে গরম করে খেতে হবে।
ফ্রিজে রাখার পরেও সেখানে ১টি ব্যাক্টেরিয়া সার্ভাইভ করতে পারে। যার নাম:- লিস্টেরিয়া। এই ব্যাকটেরিয়া দুগ্ধজাত খাবারে কহ্ম তাপমাত্রায় যেমন টিকে থাকতে পারে তেমনি ফ্রিজের নিম্ন তাপমাত্রায় ও টিকে থাকতে পারে।
তাই এধরণের খাবারকে ভালো মতো গরম করে ( পাস্তুরাইজ করে) খেতে হবে।।গর্ভাবস্থায় দুগ্ধজাত খাবার, চকলেট সরাসরি ফ্রিজ থেকে বের করে খেতে পারবেননা। ( ফ্রিজে চকলেট রেখে গর্ভবতী কে তা দেওয়া যাবেনা)।

যদি কেউ গরম না করে তা গর্ভবতী মহিলাকে দিয়ে দেয়, তাহলে তা গর্ভপাত ( miscarriage) করে ফেলতে পারে।( কেননা ব্যাকটেরিয়া কম তাপমাত্রায় বৃদ্ধি হয়ে বিষাক্ত পদার্থ সৃষ্টি করবে খাবারে)।

01/02/2024

from-
Dr.Ratindra nath mondol-sir.

এখন দেখি ৫ দিনের জ্বর হলে কি কি কারন হতে পারে?

১) Seasonal ভাইরাল ফিভার
২) ডেঙ্গু
৩) করোনা
৪) প্রসাবে ইনফেকশন
৫) টনসিলের ইনফেকশন
৬) শ্বাসনালীর ইনফেকশন
৭) নিউমোনিয়া
৮) যক্ষ্মা
৯) কিডনিতে ইনফেকশন
১০) ম্যালেরিয়া
১১) ব্লাড ক্যান্সার
১২) ব্রেনে ইনফেকশন

এতগুলো সম্ভবনা থেকে একটি কারণ বের করা কি খুব সহজ? এগুলোর জন্য রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা করা দরকার। এবং রোগীর রক্ত, প্রসাব, এক্সরে, আল্ট্রা পরীক্ষা ইত্যাদি জ্বরের কারণ বের করতে প্রধান ভূমিকা পালন করে।

জ্বরের কারণ বের করার পর চিকিৎসা। কিন্তু এই চিকিৎসা কিছুদিন পর পর পরিবর্তন হয়। যেমনঃ পূর্বে যে এন্টিবায়োটিক দিয়ে নিউমোনিয়ার চিকিৎসা করা হত, সেগুলো এখন কিছুটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন না জানলে সঠিক, যুগোপযোগী চিকিৎসা প্রদান করা সম্ভব হয় না। তাই একজন ডাক্তারকে শুধু পাস করার জন্য নয়, মৃত্যুর পূর্ব পর্যন্ত রেগুলার পড়াশোনা করতে হয়।

এজন্যই সারা পৃথিবীতে সবচেয়ে পরিশ্রমী ও মেধাবী ছাত্রছাত্রীদের মেডিকেল কলেজে পড়ার জন্য মনোনীত করা হয়।

আমার মেয়েকে ছোট থেকেই অনেকে জিজ্ঞাসা করতো- বড় হয়ে কি হতে চাও। ও উত্তর দিতো- উদ্যোগতা, কখনো বিউটিশিয়ান, কখন পুলিশ অফিসার, কখনো ব্যবসায়ী। বোঝার মত বয়স হবার পর ভুল করেও সে একবার বলে নাই যে সে ডাক্তার হতে চায়। অনেকেই দ্বিতীয়বার জিজ্ঞাসা করে কেন তুমি কি ডাক্তার হতে চাও না? ওর উত্তরঃ আমি আমার জীবনটা পড়তে পড়তে শেষ করে ফেলতে চাই না।

একথা বলার পিছনে ওর যুক্তি হলো- ও আমাদের এখনো পড়তে দেখে। আমি ও ওর মা প্রতিদিন পড়ি। বিশেষজ্ঞ হবার এক যুগ পার হয়েছে, কিন্তু এখনো মনে হয় কিছুই জানি না। সব নতুন নতুন মনে হয়। প্রতিনিয়ত বইগুলো চেন্জ হচ্ছে, চিকিৎসার পদ্ধতি, ঔষধ পরিবর্তন হচ্ছে, যারা সব সময় পড়তে পারবে, এমবিবিএস পাস করার পর বিশেষজ্ঞ হবার লেখাপড়া করতে পারবে, বার বার ফেল করেও নতুন উদ্যোগে পড়াশোনা করবে, বিশেষজ্ঞ হয়েও নিয়মিত পড়াশোনা করতে পারবে- তাদেরই মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা পোষণ করা উচিত। কারণ একজন মানুষের একটি সমস্যার অসংখ্য কারণ থাকতে পারে, সে কারণ খুঁজে বের করে মান সম্মত, আধুনিক চিকিৎসা দেয়া খুব সহজ কোন কাজ নয়।

লেখকঃ

ডা. রতীন্দ্র নাথ মন্ডল
সহযোগী অধ্যাপক
মেডিসিন বিভাগ
প্রাইম মেডিকেল কলেজ
প্রতিষ্ঠাতা- ডাক্তারখানা (জিপি সেন্টার)

কোন একটা খাবারের ইনগ্রেডিয়েন্ট পড়ে তার কোড দেওয়া থাকলে তা থেকে হালাল নাকি হারাম তা বের কিভাবে করব?স্টেপ বাই স্টেপ তা বের...
01/02/2024

কোন একটা খাবারের ইনগ্রেডিয়েন্ট পড়ে তার কোড দেওয়া থাকলে তা থেকে হালাল নাকি হারাম তা বের কিভাবে করব?
স্টেপ বাই স্টেপ তা বের করার নিয়ম নিচে দিলাম।

কেন জরুরি হালাল না হারাম দেখা? পণ্য কিনার আগে বা কেউ দিল খাবার আগে তা মিলিয়ে দেখা?
খাবার হালাল না হলে:- শরীরে নানাবিধ সমস্যা সৃষ্টি করবে।
আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা জানি,হারাম খাদ্য গ্রহণ করলে ইবাদত পূর্ণ হয়না, হারামে প্রতিপালিত দেহের দূআও কবুল হয়না, আর হারাম খাদ্য গৃহীত দেহ জান্নাতেও যায়না।
সেহ্মেত্রে এটা খুব জরুরি, যে নিজ অজান্তেই হারাম কিছু খেয়ে ফেলছি কিনা! নিচের ছবিগুলো ও ভিডিওটা দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে বলে আশা করি!

https://youtu.be/5FHdcMCuN68?si=PmQc6liYOQMQPPJ4

 ১ বছরের নিচের শিশুদের কি মধু (honey) দেওয়া যাবে/?উত্তর :- " না"।কারণ:- মধু তে কিছু স্পোর তৈরি কারী( স্পোর মানে ব্যাকটের...
28/01/2024



১ বছরের নিচের শিশুদের কি মধু (honey) দেওয়া যাবে/?

উত্তর :- " না"।
কারণ:- মধু তে কিছু স্পোর তৈরি কারী( স্পোর মানে ব্যাকটেরিয়া নামক জীবাণুর বৈরী আবহাওয়াতে অভিযোজনের বিশেষ হ্মমতা মূলক অবস্থা) কিছু ব্যাকটেরিয়া থাকে।
ইনফ্যান্ট(

 #শুকরের_মাংসইসলামে যে কইটি জিনিস হারাম করা হয়েছে- তার ১টি হল:- শূকরের মাংস ভহ্মণ।আমরা জানি যে প্রাণী আহার করা হয়, তার ক...
27/01/2024

#শুকরের_মাংস
ইসলামে যে কইটি জিনিস হারাম করা হয়েছে- তার ১টি হল:- শূকরের মাংস ভহ্মণ।
আমরা জানি যে প্রাণী আহার করা হয়, তার কিছু বৈশিষ্ট্য আমাদের মাঝে চলে আসে।ঠিক তেমনই আসা যাক - শূকরের মাংসের হ্মেত্রে।
শূকরের মাংস খাওয়ার কারণে পাশ্চাত্য দেশের মানুষের মাঝে কি বৈশিষ্ট্য আসে তা সার্চ করে দেখে নিলেই হবে, তারা শূকরের মাংস গ্রহণ করে বলে তাদের কিকি আচরণ দেখে নেওয়া যেতে পারে!

এবার আসি শূকরের মাংস খেলে মেডিকেল এর দৃষ্টি কোণ থেকে কি সমস্যা হবে??

শূকরের মাংস (pork) খেলে মানবদেহে ৫০ থেকে ততোধিক রোগ বাঁধবে।এর মধ্যে একটি হল:-
cysticercosis. যা শূকর ( pig) এর কারণে হয়।
এটি ভয়াবহ রোগ।
একই taenia saginata( beef/ গরু মাংস) রেঁধে না খেলে ঠিকমতো, যেখানে শুধু intestinal taeniasis হয়, সেখানে taenia solium এর বাচ্চা প্রজাতি ( larvae). খেলে, এমনকি দেখা যায় ঠিক মতো রেঁধে খেলেও তা রোগ ছড়ায়! এবং এ হ্মেত্রে তা শুধু পেটের অসুখেই( intestinal taeniasis) সীমাবদ্ধ থাকেনা। এটি মস্তিষ্কে গিয়ে সিরিয়াস সমস্যা করে যাকে বলে - neurocysticercosis.
যার ফলে পেশেন্ট এর মৃত্যু ও হতে পারে।
এছাড়াও হৃদরোগ সহ ইত্যাদি সমস্যা হয়, যা কিন্তু
গরুর মাংস শুধু মাত্র আনকুকড অবস্হায় খেলেও হয় না!

আল্লাহ যা হারাম করেছে তার ব্যাখ্যা না খুঁজলেও হবে।
কিন্তুু যা বাসিরাহ দিয়ে অনুধাবন হবে,আপনার সামনে আসবে, আপনি জানবেন, তখন আপনার আমার উচিত হবে নিজের মধ্যে তা সীমাবদ্ধ না রাখা!

আলহামদুলিল্লাহ।

27/01/2024

I hate from the bottom of my heart the abomination called transgender.

Address

লোহাগড়া চট্টগ্রাম
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sabrina Rabby Tanjila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category