12/10/2025
"চট্টগ্রামের একমাত্র মানবিক হাসপাতাল সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেডের তৃতীয় এজিএম সফলভাবে সম্পন্ন"
চট্টগ্রামের মানবিক সেবায় আস্থা অর্জনকারী সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতালের তৃতীয় বার্ষিক সাধারণ সভা হাসপাতালের বদ্দারহাট এর এক কিলোমিটার নিজস্ব ভবনে ১১ অক্টোবর ২৫ অনুষ্ঠিত হয়। হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সোহেল মফিজ স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ এজিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মান্যবর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডাক্তার মোঃ মাহমুদুর রহমান স্যার, হাসপাতালের ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা আব্দুল কাদের, হাসপাতালের ভাইস চেয়ারম্যান চট্টগ্রামের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডাক্তার আহমেদ রহিম, হাসপাতালের ডিরেক্টর ফাইন্যান্স চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ জুনায়েদ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান ই ইউ এম ইন্তিখাব, ডিরেক্টর ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার নুরুল আফসার মামুন, ডিরেক্টর অপারেশন হাসান মুরাদ চৌধুরী মামুন।
হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ফ্যামিলি মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার এম ওয়াই এফ পারভেজ দ্বিতীয় এজিএম পরবর্তী একাউন্টস উপস্থাপনা করে হাসপাতালের বিভিন্ন মানবিক সেবার প্যাকেজ বর্ণনা করে নির্ভুল ডায়াগনস্টিক রিপোর্ট এবং মেডিসিন সার্জারি গাইনি ও সকল বিভাগের অপারেশন সহ নিরাপদ বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নিশ্চিতে আইডিয়াল হাসপাতালের মানসম্মত সেবার কথা তুলে ধরে আগামী দিনে এন আই সি ইউ সহ আরো ভালোভাবে রোগীর সেবা-প্রদানে সংকল্পের কথা তুলে ধরে সেবা নিতে সবাইকে আহ্বান জানান।
চট্টগ্রামের মান্যবর সিভিল সার্জন মহোদয় পুরো চট্টগ্রামে সেইফ আইডিয়াল হাসপাতালকে মানবিক সেবা ও আস্থার ঠিকানা হিসেবে উল্লেখ করে আগামী দিনে বিশেষজ্ঞ চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে আইডিয়াল হাসপাতালের সফলতা কামনা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক
বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা এম এস মুস্তাকিম এর প্রাণবন্ত সঞ্চালনায় এ বার্ষিক সাধারণ সভায় হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান সকল রোগী এবং শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দদের অক্লান্ত সহযোগিতা, বিশ্বাস ও আন্তরিক সমর্থনের কারণেই আজ সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতাল একটি নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে গত কিছু বছর ছিল নানা চড়াই–উৎরাই ও চ্যালেঞ্জে ভরপুর। হাসপাতালের সংস্কারকাজ, নিরাপদ বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা ও অবকাঠামো উন্নয়ন এর প্রতিটি ধাপই আমাদের জন্য ছিল কঠিন, কিন্তু অনুপ্রেরণাদায়ক এক যাত্রা।
সকলের যৌথ প্রচেষ্টা, ব্যবস্থাপনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং সবার নিষ্ঠার ফলে আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি—হাসপাতালটি এখন আগের তুলনায় আরও সুসংগঠিত, সেবার মান উন্নত, এবং আর্থিক দিক থেকেও অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে - উল্লেখ করে বলেন এই অগ্রযাত্রা কেবল সংখ্যার নয়, এটি আমাদের আত্মবিশ্বাস, ঐক্য ও মানবসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।
এই ইতিবাচক ধারাকে আরও শক্তিশালী করে সেইফ আইডিয়াল হেলথ কেয়ারকে একটি উদাহরণযোগ্য হাসপাতাল হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন যেখানে সেবা, সততা ও সাফল্য একসাথে বিকশিত হবে ইনশাল্লাহ ।