সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড

সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড "Serve with humanity"
Safe ideal health care ltd has 24 hrs hospital & diagnostic service to serve

12/10/2025

"চট্টগ্রামের একমাত্র মানবিক হাসপাতাল সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেডের তৃতীয় এজিএম সফলভাবে সম্পন্ন"

চট্টগ্রামের মানবিক সেবায় আস্থা অর্জনকারী সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতালের তৃতীয় বার্ষিক সাধারণ সভা হাসপাতালের বদ্দারহাট এর এক কিলোমিটার নিজস্ব ভবনে ১১ অক্টোবর ২৫ অনুষ্ঠিত হয়। হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সোহেল মফিজ স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ এজিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মান্যবর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডাক্তার মোঃ মাহমুদুর রহমান স্যার, হাসপাতালের ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা আব্দুল কাদের, হাসপাতালের ভাইস চেয়ারম্যান চট্টগ্রামের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডাক্তার আহমেদ রহিম, হাসপাতালের ডিরেক্টর ফাইন্যান্স চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ জুনায়েদ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান ই ইউ এম ইন্তিখাব, ডিরেক্টর ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার নুরুল আফসার মামুন, ডিরেক্টর অপারেশন হাসান মুরাদ চৌধুরী মামুন।

হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ফ্যামিলি মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার এম ওয়াই এফ পারভেজ দ্বিতীয় এজিএম পরবর্তী একাউন্টস উপস্থাপনা করে হাসপাতালের বিভিন্ন মানবিক সেবার প্যাকেজ বর্ণনা করে নির্ভুল ডায়াগনস্টিক রিপোর্ট এবং মেডিসিন সার্জারি গাইনি ও সকল বিভাগের অপারেশন সহ নিরাপদ বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নিশ্চিতে আইডিয়াল হাসপাতালের মানসম্মত সেবার কথা তুলে ধরে আগামী দিনে এন আই সি ইউ সহ আরো ভালোভাবে রোগীর সেবা-প্রদানে সংকল্পের কথা তুলে ধরে সেবা নিতে সবাইকে আহ্বান জানান।

চট্টগ্রামের মান্যবর সিভিল সার্জন মহোদয় পুরো চট্টগ্রামে সেইফ আইডিয়াল হাসপাতালকে মানবিক সেবা ও আস্থার ঠিকানা হিসেবে উল্লেখ করে আগামী দিনে বিশেষজ্ঞ চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে আইডিয়াল হাসপাতালের সফলতা কামনা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক
বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা এম এস মুস্তাকিম এর প্রাণবন্ত সঞ্চালনায় এ বার্ষিক সাধারণ সভায় হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান সকল রোগী এবং শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দদের অক্লান্ত সহযোগিতা, বিশ্বাস ও আন্তরিক সমর্থনের কারণেই আজ সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতাল একটি নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে গত কিছু বছর ছিল নানা চড়াই–উৎরাই ও চ্যালেঞ্জে ভরপুর। হাসপাতালের সংস্কারকাজ, নিরাপদ বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা ও অবকাঠামো উন্নয়ন এর প্রতিটি ধাপই আমাদের জন্য ছিল কঠিন, কিন্তু অনুপ্রেরণাদায়ক এক যাত্রা।
সকলের যৌথ প্রচেষ্টা, ব্যবস্থাপনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং সবার নিষ্ঠার ফলে আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি—হাসপাতালটি এখন আগের তুলনায় আরও সুসংগঠিত, সেবার মান উন্নত, এবং আর্থিক দিক থেকেও অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে - উল্লেখ করে বলেন এই অগ্রযাত্রা কেবল সংখ্যার নয়, এটি আমাদের আত্মবিশ্বাস, ঐক্য ও মানবসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।
এই ইতিবাচক ধারাকে আরও শক্তিশালী করে সেইফ আইডিয়াল হেলথ কেয়ারকে একটি উদাহরণযোগ্য হাসপাতাল হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন যেখানে সেবা, সততা ও সাফল্য একসাথে বিকশিত হবে ইনশাল্লাহ ।

11/10/2025

আগামীকাল ১২/১০/২৫ তারিখ প্রথম দিন যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

১। যেসব স্কুলে আগামীকাল ভ্যাক্সিন দেয়া হবে , সকল ভ্যাক্সিনেটর স্কুল প্রধান শিক্ষকের সাথে আজকে কথা বলতে হবে।

২। শিক্ষার্থীদের যেনো সকালে নাস্তা করে আসার জন্য নির্দেশনা দেয়া হয় এবং ঢিলে ঢালা জামা পড়ে আসার জন্য বলা হয়।

৩। কোনো অবস্থাতেই ক্লাস রুমে টীকা দেয়া যেনো না হয়। টীকা দেয়ার জন্য আলাদা রুম বা বড় রুমে ঘেরাও দিয়ে ব্যবস্থা থাকা আবশ্যিক। ক্লাস রুমে টীকা দিলে ভীতি জনিত AEFI এর ঝুকি বাড়বে।

৪। প্রতি কেন্দ্রে অবশ্যই এনাফাইলেক্সিস কীট ও উপজেলায় AEFI kit ফাইনাল চেক দিন। সকল চিকিৎসক ক্যাম্প সমন্ধে ও AEFI Management নিয়ে যেনো অবহিত থাকেন।

৫। কোনো স্কুল মাদ্রাসা টীকা গ্রহনে অনিচ্ছা প্রকাশ করলে অনতিবিলম্ব সিএস অফিসে কন্ট্রোল রুমে অবহিত করতে হবে। টিসিভি ক্যাম্পেইন কন্ট্রোল রুমের দায়িত্বশীল মেডিকেল অফিসারের সহায়তা নিবেন।
আদেশক্রমে- সিভিল সার্জন, চট্টগ্রাম।

10/10/2025

"সংকটাপন্ন যে কোন রোগীর আস্থার ঠিকানা আইডিয়াল হাসপাতাল ডায়াগনস্টিক লিমিটেড"

সুদূর চকরিয়াতে ভালো প্রাইভেট হাসপাতালে ভর্তি হওয়ার পরও এক মাস ধরে সুস্থ না হয়ে আরো সংকটাপন্ন অবস্থা তৈরি হয়ে কষ্ট পেয়ে ভালো চিকিৎসার উদ্দেশ্যে কর্ণফুলী নদী পেরিয়ে আস্থা নিয়ে বদ্দারহাটের সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড আসেন এবং চট্টগ্রামের সেরা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার Dr Muhammad Sohel Mofiz FCPS স্যারের তত্ত্বাবধানে সুস্থ হয়ে আজ বাড়ি যান আলহামদুলিল্লাহ।

গত পাঁচ বছরে ঘরে ঘরে এমন অনেক পরিবারের প্রিয়জনের অসুস্থতার গল্পের সুস্থতার প্রতীক এই মানবিক হাসপাতাল।
চট্টগ্রামের মানবিক সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবে আছে দেশ সেরা এফসিপিএস ও এমএস ডিগ্রিধারী চট্টগ্রামের প্রখ্যাত প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ধারা ২৪ ঘন্টা সেরা রেটে নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশন, জরায়ুর অপারেশন সহ যেকোনো ধরনের রোগে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, মহিলা সার্জন দিয়ে ব্রেস্ট সার্জারি, পাইলস অপারেশন সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর দ্বারা ব্রেইন-মেরুদন্ড, থাইরয়েড, পেট না কেটে ল্যাপরোস্কপিক মেশিনে পিত্তথলীর পাথর এপেন্ডিসাইটিস অপারেশন, রক্তপাত বিহীন পাইলসের লেজার অপারেশন, আর্থোস্কোপিক মেশিনের সাহায্যে না কেটে যেকোনো জয়েন্ট ও ছিঁড়ে যাওয়া লিগামেন্টের অপারেশন, পায়ু পথ না থাকা রিপেয়ার সহ শিশুদের যেকোনো ধরনের জটিল অপারেশন, তুরস্কের বিখ্যাত NERO ওয়ান টাইম কসমেটিক ডিভাইস দ্বারা রক্তপাত বিহীন খতনা সহ সকল সার্জারি ও চিকিৎসার ব্যবস্থা।

সকল বিষয়ের চট্টগ্রামের সেরা বিশেষজ্ঞ ডাক্তারের কোন ঝামেলা ছাড়াই অনলাইনে সিরিয়াল পেতে ওয়েবসাইট www.safeidealhcl.com ভিজিট করুন অথবা বারকোড স্ক্যান করুন।

কষ্ট ছাড়াই ঘরে বসে নিখুঁত প্যাথলজিক্যাল রিপোর্ট পেতে www.safeidealhcl.com অনলাইন ভিজিট করুন।

২৪ ঘন্টা জরুরী সেবা ও এমবুলেন্স পেতে কল করুন @01969 908 808

04/10/2025

চট্টগ্রামের মানবিক সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবে আছে দেশ সেরা এফসিপিএস ও এমএস ডিগ্রিধারী চট্টগ্রামের প্রখ্যাত প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ধারা ২৪ ঘন্টা সেরা রেটে নরমাল ডেলিভারি, সিজারিয়ান অপারেশন, জরায়ুর অপারেশন সহ যেকোনো ধরনের রোগে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, মহিলা সার্জন দিয়ে ব্রেস্ট সার্জারি, পাইলস অপারেশন সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর দ্বারা ব্রেইন-মেরুদন্ড, থাইরয়েড, পেট না কেটে ল্যাপরোস্কপিক মেশিনে পিত্তথলীর পাথর এপেন্ডিসাইটিস অপারেশন, রক্তপাত বিহীন পাইলসের লেজার অপারেশন, আর্থোস্কোপিক মেশিনের সাহায্যে না কেটে যেকোনো জয়েন্ট ও ছিঁড়ে যাওয়া লিগামেন্টের অপারেশন, পায়ু পথ না থাকা রিপেয়ার সহ শিশুদের যেকোনো ধরনের জটিল অপারেশন, তুরস্কের বিখ্যাত ওয়ান টাইম কসমেটিক ডিভাইস দ্বারা রক্তপাত বিহীন খতনা সহ সকল সার্জারি ও চিকিৎসার ব্যবস্থা।

সকল বিষয়ের চট্টগ্রামের সেরা বিশেষজ্ঞ ডাক্তারের কোন ঝামেলা ছাড়াই অনলাইনে সিরিয়াল পেতে ওয়েবসাইট www.safeidealhcl.com ভিজিট করুন অথবা বারকোড স্ক্যান করুন।

২৪ ঘন্টা জরুরী সেবা ও এমবুলেন্স পেতে কল করুন @01969 908 808

রক্ত দাতা হিসেবে আপনজন:~~~~~~~~~~~~~~~~~~~~অনেকেই মনে করেন খুব কাছের তথা পরিবারের সদস্যদের থেকে রক্ত গ্রহন ভাল। আসলে ডোন...
04/10/2025

রক্ত দাতা হিসেবে আপনজন:
~~~~~~~~~~~~~~~~~~~~
অনেকেই মনে করেন খুব কাছের তথা পরিবারের সদস্যদের থেকে রক্ত গ্রহন ভাল। আসলে ডোনার হিসেবে closed family member দের এড়িয়ে চলাই উচিত। কারণ:

কাছের আত্নীয় থেকে রক্তগ্রহন করলে গ্রহীতার বিরল কিন্তু মারাত্নক এক ধরনের সমস্যা হয় তাকে বলে TA- GVHD. ( Transfusion associated graft versus host disease)

রক্ত গ্রহনের সাথে সাথে এ রোগের লক্ষন প্রকাশিত হয় না। কয়েক সপ্তাহের পর এ রোগ চামড়া, লিভার, খাদ্যনালীতে মারাত্নক সমস্যার সৃষ্টি করে। যার ফলশ্রুতিতে মৃত্যু প্রায় অবধারিত।

Xray or gamma irradiation এবং lymphocyte filtration করে এ সমস্যা প্রতিরোধ করা যায়। কিন্তু এসব কিছু অত সোজা না। সব জায়গায় হয়ও না। তার চেয়ে উত্তম হলো ডোনার হিসেবে খুব কাছের আত্নীয় দের পরিহার করা।

Dr. Mohammad Shah Solaiman.
MBBS (CMC). BCS, MCPS, MD MACP.
Medicine Specialist.
Chmber সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড
4/10/25

03/10/2025
আমরা শোকাহত সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতালের সম্মানিত পরিচালক চট্টগ্রামের প্রখ্যাত এনেস্থেসিওলজিস্ট ডা মোহাম...
01/10/2025

আমরা শোকাহত

সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতালের সম্মানিত পরিচালক চট্টগ্রামের প্রখ্যাত এনেস্থেসিওলজিস্ট ডা মোহাম্মদ রেজাউল হাসান এর শ্রদ্ধেয় মা'র ইন্তেকালে আইডিয়াল পরিবার শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন ।

সেইফ আইডিয়াল পরিবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আল্লাহ রোগীর এ সেবার বিনিময়ে মরহুম মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন

01/10/2025
সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতালের নতুন ওয়েবসাইটে ভিজিট করে ক্লিক করার মাধ্যমে অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তারের সির...
01/10/2025

সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতালের নতুন ওয়েবসাইটে ভিজিট করে ক্লিক করার মাধ্যমে অনলাইনে বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল নামা কিংবা নিজের প্যাথলজিতে রিপোর্ট দেখা সহ নিত্য নতুন সেবা গ্রহণ করুন।

ইতিমধ্যে ২৫ হাজার রুগী সেবা গ্রহণ করেছেন এবং অনলাইনে ১০০০ এর বেশি রুগী ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে সন্তুষ্ট চিত্তে আইডিয়ালের সেবা গ্রহণ করেছেন।

আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

Welcome all to this website of Safe Ideal Health Card Ltd. In Sha Allah we are committed to care the community the better hospital & laboratory service with humanity at affordable cost round the clock.

Address

Bahaddarhat
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সেইফ আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category