Health of beauty

Health of beauty আমাদের পণ্য আপনার সম্পূর্ণ ন্যাচারাল ফর্মূলা দিয়ে তৈরি তৈরি।

√√ আর নয় চিন্তা "ও'জন" নিয়ে√√ হাজার হাজার মানুষ মে-দ -ভূ-,ড়ি ও ও-জন, থেকে চিন্তা মুক্ত হচ্ছে। √  আপনি ও চিন্তা মুক্ত হবে...
06/10/2022

√√ আর নয় চিন্তা "ও'জন" নিয়ে√√
হাজার হাজার মানুষ মে-দ -ভূ-,ড়ি ও ও-জন, থেকে চিন্তা মুক্ত হচ্ছে।
√ আপনি ও চিন্তা মুক্ত হবেন
কথা বলতে পারেন স্পেশালিস্টের সাথে।
📞📞 01858432852
অথবা সেন্ড মেসেজ এ আপনার সমস্যার কথা বলতে পারেন।

এটি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ই...
03/10/2022

এটি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে। এক বা দুইবার টমেটো খেলে রক্তস্বল্পতার সমস্যা অনেকটাই দূর হতে পারে। সর্দি-কাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর

শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি এটি জ্বর নিরাময়ে, পেটের সমস্যা দূর করতে, গ্যাস্ট্রিক এব...
03/10/2022

শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি এটি জ্বর নিরাময়ে, পেটের সমস্যা দূর করতে, গ্যাস্ট্রিক এবং বদহজমেও অনেক উপকারী। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম থাকে। এতে কেমোপেইন, প্যাপিন, পাইপাইন ও সাইমোপ্যাপিনের মতো উপাদান থাকে। এগুলো কার্বোহাইড্রেট ও প্রোটিন চর্বি দূর করতে সাহায্য করে।

কলা পটাসিয়ামের ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে।...
03/10/2022

কলা পটাসিয়ামের ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে।” তিনি আরও বলেন, “ভালো মাত্রায় পটাশিয়াম খাবার তালিকায় যোগ করা হৃদ স্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।”

ফিটনেস কি?মানুষের ফিজিক্যাল ফিটনেস মূলত ৫ টা শারিরীক সক্ষমতা।১) স্ট্যামিনাঃ  আপনি অল্পতে হাঁপিয়ে উঠবেন না। সিঁড়ি বাইতে, ...
02/10/2022

ফিটনেস কি?

মানুষের ফিজিক্যাল ফিটনেস মূলত ৫ টা শারিরীক সক্ষমতা।

১) স্ট্যামিনাঃ আপনি অল্পতে হাঁপিয়ে উঠবেন না। সিঁড়ি বাইতে, হাঁটতে, সাইকেল চালাতে, সাঁতার কাঁটতে গিয়ে অল্পতেই দম ফুরিয়ে যাবে না। অকর্ষিক কোন বিপদে দৌড়ে পালাতে পারবেন। আপনার ফুসফুস দরকারি অক্সিজেন হার্টকে সরবরাহ করবে। হার্ট অক্সিজেনের সাহায্যে শরিরের সব কোষে দরকার মত রক্ত সরবরাহ করতে পারবে।

যে কোন কার্ডিও ওয়ার্কাউট আমাদের স্ট্যামিনা বাড়ায়।

২) মাসল স্ট্রেন্থঃ দৈনন্দিন জীবনে আমাদেরকে এমন সব কাজ করতে হয় যা করতে শক্তি লাগে। যেমন কোন ভারি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নেয়া। বাচ্চাদের কোলে তোলা, অন্য স্থানে রাখা ইত্যাদি। এই কাজের জন্য শক্তি লাগে।

যে কোন ওয়েট ট্রেনিং, সেটা বডি ওয়েট ও হতে পারে, আমাদের মাসল স্ট্রেন্থ বাড়ায়।

৩) মাসল এন্ডিউরেন্সঃ দীর্ঘ সময় একটানা কাজ করে যাবার সক্ষমতা হলো মাসল এনডিউরেন্স। যেমন বাজারের ব্যাগ হাতে দীর্ঘ পথ পাড়ি দেয়া। কেউ মই বেয়ে উঠছে নীচে দাঁড়িয়ে মই শক্ত করে ধরে থাকা ইত্যাদি।

প্ল্যাঙ্ক, আইসোমেট্রিক হোল্ড, ১৫-৩০ রেপস ট্রেনিং আমাদের মাসল এন্ডিউরেন্স বাড়াতে সাহায্য করে।

৪) ফ্ল্যাগজিবিলিটিঃ মাসেলের নমনীয়তা। মাটি থেকে ঝুঁকে কিছু তোলা, লাফিয়ে পার হওয়া, ছুঁড়ে মারা এসবের জন্য মাসল স্ট্রেস করতে হয়। মাসলে নমনীয়তা না থাকলে শরীর শক্তি ঠিকভাবে ট্রান্সফার করতে পারে না। ব্যালেন্স কমে যা আবার ইনজুরির প্রবনতা বাড়ায়।

ইয়োগা এবং স্ট্রেচিং প্র‍্যাক্টিসের ফলে আমাদের ফ্ল্যাগজিবিলিটি বাড়ে।

৫) বডি কম্পোজিশনঃ আপনার শরীরে মাসেল ম্যাস ও ফ্যাট ম্যাসের অনুপাত। এটা ঠিক রাখার জন্য আপনার টোটাল লাইফস্টাইলের দিকে নজর দিতে হবে। আপনার ফুড হ্যাবিট, ঘুম, স্ট্রেস, এক্টিভিটি সব কিছুই বডি কম্পোজিশনের উপরে প্রভাব ফেলে।

ড্রাগ ফ্রি হেলদি ডায়েট, এক্টিভ লাইফস্টাইল, স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি বডি কম্পোজিশন ঠিক রাখতে পারবেন।

এখানে বলে রাখি, একজন সুপার মাসকুলার লোক, একজন সিক্সপ্যাকওয়ালা মডেল উপরের ক্রাইটেরিয়াতেই ফিট নাও হতে পারেন। অন্যদিকে একজন স্কুল শিক্ষক বা আইসক্রিম বিক্রেতা উপরের ক্রাইটেরিয়াতে ফিট হলেও হতে পারেন।

02/10/2022

১ মিনিট একটু সময় নিয়ে দেখুন।

02/10/2022

খুব গুরুত্বপূর্ণ বিষয়।
১ মিনিট সময় নিয়ে দেখুন।

02/10/2022
02/10/2022

Address

Nasirabad, Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Health of beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share