Shefa Homoeo Health Care

Shefa Homoeo Health Care Shefa Homeo Health Care provides homeopathic treatment for all diseases, specializing in skin and sexual disorders, tumors, and warts.

We offer safe, natural care both online and offline for your healthy, happy life

বাচ্চার গলার ভাঁজে লালচে ক্ষত: মা-বাবার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।একজন মা-বাবা হিসেবে সন্তানের সামান্য কষ্টও সহ্য কর...
17/08/2025

বাচ্চার গলার ভাঁজে লালচে ক্ষত:
মা-বাবার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।

একজন মা-বাবা হিসেবে সন্তানের সামান্য কষ্টও সহ্য করা কতটা কঠিন, তা শুধু তারাই বোঝেন। অনেক সময় দেখা যায়, ছোট্ট বাচ্চার গলার ভাঁজে হঠাৎ করে লালচে ক্ষত, ফাটল কিংবা সাদা আস্তরণের মতো কিছু তৈরি হয়েছে। প্রথমে হয়তো মনে হয় সামান্য ঘষা বা ঘামাচি, কিন্তু কিছুদিন পরেই সেটা ব্যথা, জ্বালা আর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

এই অবস্থার নাম হলো "ইন্টারট্রাইগো (Intertrigo)", যা মূলত ভাঁজে ঘর্ষণ, ঘাম জমা এবং মাঝে মাঝে ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে।

---

✨ কেন হয়?

শিশুর কোমল ত্বক সবসময় ভাঁজে ভাঁজে ভেজা থাকে।

দুধ খাওয়ানোর সময় তরল ভাঁজে জমে থাকে।

বাতাস না লাগার কারণে ভেজাভাব শুকায় না।

ঘর্ষণ ও উষ্ণ পরিবেশ ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াকে সহজেই জন্ম দেয়।

---

🏡 ঘরোয়া উপায়

✔ প্রতিবার দুধ খাওয়ানোর পর গলার ভাঁজ নরম কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার করতে হবে।
✔ ভাঁজ সবসময় শুকনো রাখতে হবে।
✔ তুলোর কাপড় ব্যবহার করুন, সিনথেটিক এড়িয়ে চলুন।
✔ খুব গরমে শিশুকে হালকা জামা পরান যাতে ঘাম কম হয়।
✔ নারকেল তেলের হালকা প্রলেপ দেওয়া যেতে পারে, কারণ এতে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য আছে।

---

🌿 হোমিওপ্যাথিক চিকিৎসা

হোমিওপ্যাথি শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি। এই ধরনের সমস্যায় সাধারণত যে ওষুধগুলো ব্যবহৃত হয়ঃ

Graphites – যদি ভাঁজে আঠালো নিঃসরণ হয়, চামড়া ফাটে এবং সাদা আস্তরণ দেখা যায়।

Calcarea Carb – যেসব শিশুর শরীরে অতিরিক্ত ঘাম হয়, বিশেষ করে মাথা ও ঘাড়ে।

Rhus Tox – চুলকানি, জ্বালা এবং ফুসকুড়ি হলে।

Sulphur – যদি স্থানটি বারবার রেকার হয়, ত্বক লালচে গরম হয়ে যায়।

👉 অবশ্যই শিশুর শারীরিক গঠন ও উপসর্গ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করলে দ্রুত আরোগ্য সম্ভব

সন্তানের সুস্থতা মা-বাবার সবচেয়ে বড় সুখ। তাই শিশুর গলার ভাঁজে ক্ষতকে অবহেলা করবেন না। দ্রুত যত্ন ও সঠিক চিকিৎসা নিলে এটি সহজেই ভালো হয়ে যাবে।
C.P.
ডাঃ রহিম উদ্দীন চৌধুরী
প্রয়োজনে: 01716-111726

07/08/2025

🌿 হোমিওপ্যাথি কি সত্যিই ত্বকের দীর্ঘদিনের একজিমা সারাতে পারে?"🌿
যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগে থাকেন এবং প্রাকৃতিক সমাধানের খোঁজ করেন, তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি দেখুন এবং জেনে নিন কীভাবে হোমিওপ্যাথি এই সমস্যার স্থায়ী সমাধানে সাহায্য করতে পারে।

📞 যোগাযোগ করুন:

শেফা হোমিও হেলথ কেয়ার

☎ মোবাইল: +880 1835-454041 (WhatsApp available)

🏢 ঠিকানা: জাবেদ বিল্ডিং, বাদামতলা, কলসি দিঘী রোড, ফ্রি পোর্ট, ইপিজেড, চট্টগ্রাম

#হোমিওপ্যাথি #একজিমা_চিকিৎসা #প্রাকৃতিক_সমাধান #শেফা_হোমিও_হেলথ_কেয়ার #সুস্থ_ত্বক

👉 ভিডিওটি দেখুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

প্রিয় রোগী ভাই ও বোনেরা, আপনি কি যৌন সমস্যা, দুর্বলতা বা মানসিক চাপে ভুগছেন? অনেকেই লজ্জা বা ভয়ে এই সমস্যা গোপন রাখেন – ...
03/08/2025

প্রিয় রোগী ভাই ও বোনেরা,
আপনি কি যৌন সমস্যা, দুর্বলতা বা মানসিক চাপে ভুগছেন? অনেকেই লজ্জা বা ভয়ে এই সমস্যা গোপন রাখেন – কিন্তু এতে শারীরিক ও মানসিক ক্ষতি বাড়ে!

শেফা হোমিও হেলথ কেয়ার এ আমরা আপনার সমস্যার মূল কারণ খুঁজে বের করি:
✔️ শারীরিক অসুস্থতা নাকি মানসিক ভুল ধারণা?
✔️ পুষ্টির অভাব নাকি হরমোনাল ইমব্যালান্স?
✔️ স্ট্রেস/অ্যাংজাইটি থেকে কি সমস্যা হচ্ছে?

আমাদের বিশেষত্ব:
✅ ১০০% প্রাকৃতিক হোমিওপ্যাথিক চিকিৎসা (জার্মানির অরিজিনাল মেডিসিন)।
✅ অভিজ্ঞ ডাক্তার দ্বারা লং টার্ম সলিউশন।
✅ গোপনীয়তা রক্ষা করে ভার্চুয়াল/ফিজিক্যাল কনসাল্টেশন।

📞 এখনই কল করুন: 01835-454041
💬 WhatsApp: [এই লিংক থেকে মেসেজ করুন](https://wa.me/01835-454041 )

📍 চেম্বার তথ্য:
🏥 শেফা হোমিও হেলথ কেয়ার, বাদাম তলা, কলসিদিঘি রোড বন্দর চট্টগ্রাম ।
📅 প্রতিদিন

আপনার লজ্জা নয়, সমাধান চাই!"
#যৌন_স্বাস্থ্য #হোমিওপ্যাথি #সমস্যার_স্থায়ী_সমাধান

18/07/2025

"এই শিশুটির আঁচিল একজিমা ছিল – দেখুন হোমিওপ্যাথি কিভাবে তাকে সুস্থ করে তুলল!

আমাদের তৃতীয় ফলোআপের সাফল্যের গল্পে আপনাকে স্বাগতম! এই ছোট্ট যোদ্ধাটি মারাত্মক আঁচলে একজিমায় ভুগছিল, কিন্তু আজ সে সম্পূর্ণ সুস্থ।

কিভাবে সম্ভব হলো?
✔️ ব্যক্তিগতকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা
✔️ প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ
✔️ অভিজ্ঞ বিশেষজ্ঞদের তত্ত্বাবধান

👨‍⚕️ আপনার সন্তানও কি ত্বকের সমস্যায় ভুগছে?
📍 আজই পরামর্শ নিন:
শেফা হোমিও হেলথ কেয়ার
বাদাম তলা, কলসিদিঘি রোড, বন্দর, চট্টগ্রাম

📞 কল করুন: +880 1835-454041
📲 WhatsApp: +880 1835-454041

✨ "প্রতিটি শিশুর সুস্থ জীবনই আমাদের অঙ্গীকার!"

📢 শেয়ার করুন – অন্য বাবা-মায়েদের জানাতে সাহায্য করুন! 💙

#হোমিওপ্যাথি #শিশুর_স্বাস্থ্য #একজিমা_সমাধান #চট্টগ্রাম"

10/07/2025

📌যৌন রোগ সম্পূর্ণভাবে ভালো হওয়া কি সম্ভব?

হ্যাঁ, সম্ভব! তবে শর্ত আছে:
✅ সঠিক ডায়াগনোসিস
✅ পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান
✅ ধৈর্য্য ও নিয়মানুবর্তিতা

স্বাস্থ্য সেন্টারে আমরা যা অফার করি:
✔️ বিজ্ঞানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসা
✔️ ১০০% গোপনীয়তা
✔️ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ

📞 কল করুন এখনই: 0 1835-454041
🌐 ওয়েবসাইট: www.shefahcare.com

আপনার লজ্জা নয়, সমাধান চাই!"
#যৌন_স্বাস্থ্য #হোমিওপ্যাথি #সমস্যার_স্থায়ী_সমাধান

★সকল মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন হোন, সুস্থ থাকুন।🙂 Be positive, think positive 😘 #মেয়েদের_যোনি_নিয়ে_একটি_গুরুত্বপ...
08/07/2025

★সকল মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন হোন, সুস্থ থাকুন।
🙂 Be positive, think positive 😘

#মেয়েদের_যোনি_নিয়ে_একটি_গুরুত্বপূর্ণ_তথ্যঃ ❤
টাটা ক্যান্সার হাসপাতালের মেডিকেল অনুশীলন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জরায়ু ক্যান্সার বেড়ে যাওয়ার কারন শীর্ষক আলোচনায় তারা গবেষনা করে দেখেছে যে,যেসব নারীরা সঠিক পন্থা অবলম্বন করে না তাদের যোনি তে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। যাহাতে একাধিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে নিমেষের ভিতরে।
❌দয়া করে আপনার যোনি সাবান দিয়ে ধোবেন না।শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে ফেলুন, সাবানের মধ্যে একটি নির্দিষ্ট রাসায়নিক আছে, সাধারণত এটা খুবই বিপজ্জনক এবং এটা থেকেই ক্যান্সারের সৃষ্টি হয়ে থাকে।
📢একটি সমিক্ষাতে হুয়িস্পার, স্টেফ্রি,
সোফি,সেনোরার মতো প্যাডগুলিকে ব্যবহার করার কারণে ৫৫৬ জন জরায়ু ক্যান্সার এ মেয়ে মারা গিয়েছে।
❌একটি প্যাডকে আপনি সারাদিন ব্যবহার করবেন না,আপনি সেটিকে ৫ঘন্টা ব্যবহার করুন।হুয়িস্পারের মত প্যাড গুলিতে আল্ট্রা ন্যাপকিন ব্যবহার করা হয়, যা তরল ন্যাপকিনে রূপান্তরিত করে,এটি ব্লাডার ও জরায়ুতে ক্যান্সার সৃষ্টি করে । সুতরাং অনুগ্রহ করে কটন তৈরি প্যাড ব্যবহার করার চেষ্টা করুন এবং যদি আপনি আল্ট্রা প্যাড ব্যবহার করেন, তবে অনুগ্রহ করে ৫ ঘন্টার মধ্যে এটি পরিবর্তন করুন। । সময় যদি দীর্ঘায়িত হয় রক্ত সবুজ হয়ে যায় এবং ছত্রাক গঠন জরায়ু ও শরীরের ভিতরে প্রবেশ করে।
#লক্ষণ সমূহ:
১.যোনি থেকে সাদাস্রাবের মতো তরল বের হওয়া।
২.যোনিরস বের হওয়া বন্ধ হওয়া।
#সতর্কতাঃ
1⃣ কালো প্যান্টি পরবেন না।
2⃣ ভেজা প্যান্টি পরবেন না।
3⃣ যোনিতে কোন ক্যামিকেল ব্যবহার করবেন না।
4⃣ ফরেন অবজেক্ট ঢুকাবেন না।
#স্তন ক্যান্সার কিভাবে বন্ধ করবেন?
1⃣প্রতিদিন আপনার ব্রা ধুয়ে নিন ।
2⃣গ্রীষ্মে কালো ব্রা এড়িয়ে চলুন।
3⃣ঘুমানোর সময় ব্রা পরবেন না ।
4⃣খুব ঘন ঘন ব্রা পরবেন না ।
5⃣আপনি যখন সূর্যের নিচে থাকবেন তখন সবসময় আপনার ওড়না দিয়ে আপনার বুক পুরোপুরি ঢেকে রাখুন ।
6⃣একটি ডিওডোরেন্ট ব্যবহার করুন, যেটি এন্টি antiperspirant নয় ।
সব মহিলাদের কাছে এটা পৌছান যাতে করে তারা এটি নিজে নিজেই যত্ন নিতে পারে।
এটি শেয়ার করতে লজ্জা করবেন না, সে ছেলে হোক কিংবা মেয়ে।
আমি প্রচারণা শুরু করলাম আপনিও শুরু করুন আপনার মা,বোন,স্ত্রীর কিংবা নিজের জন্য।

ধন্যবাদ সবাইকে।

#তথ্যঃ টাটা ক্যান্সার হাসপাতাল এর গবেষনা টিম।

#সংগৃহীত

04/07/2025

যৌন সমস্যা বলে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু আসল কারণটা কি জানেন?
৬০% ক্ষেত্রে এটি শারীরিক নয় – বরং মানসিক ভুল ধারণা বা পুষ্টির অভাব!

✅ আমরা শুধু মেডিসিন দেই না, সমস্যার মূল কারণ খুঁজে বের করি!
✅ কম্বিনেশন থেরাপি: হোমিওপ্যাথি + কাউন্সেলিং + নিউট্রিশনাল গাইডেন্স

📞 আজই কল করুন: [+880 1835-454041]
💬 বা WhatsApp-এ ‘HELP’ লিখে পাঠান: [+88
01835-454041]

#যৌন_স্বাস্থ্য #হোমিওপ্যাথি #সমস্যার_স্থায়ী_সমাধান

30/06/2025

🪴সংক্ষিপ্ত ওষুধ বিবরণী যাহা জেনে রাখা ভালো :

**********************************

১. আঘাত পেয়ে যেকোন রোগ হলে- Arnica

২. হঠাৎ আসা তরুণ বা যেকোন রোগে- Aconite

* ৩. গলায় মাছের কাটা বিধলে-Silicia 200

৪. ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে-Staphysagria

৫. পিন, তারকাটা, পেরেক, লোহা বিধলে-Ledum Pal 200

৬. অতিরিক্ত হাঁচি আসলে-Natrum Mur 30

৭. যানবাহনে চড়ে বমি হলে-Cocculus Ind

৮. ঘুমের মাঝে নাক ডাকলে- O***m

৫৯. ঘুম না আসলে- O***m

১০. অত্যধিক ঘুমের জন্য লেখা পড়ার ক্ষতি হলে-Ferrum Phos 3x

১১. চোখের পাতায় বার বার অঞ্জলি/তেলেঙ্গা

হলে-Staphysagria

১২. যেকোন স্থানে, যেকোন ব্যথায় - Mag phos 6x

১৩. ক্ষুধা ও বলশক্তি বৃদ্ধির জন্য-Nux Vom Q

১৪. খাবারে রুচি না থাকলে-Amloki Q

১৫. শরীরের কোন স্থান কেটে রক্তপাত ঘটলে-Calendula Q (বাহ্যিক)

১৬. বর্ষা/বৃষ্টির কারণে যেকোন রোগ হলে-Rhus Tox

১৭. আমাশয় হলে-Merc Sol

১৮. আমাশয়ে রক্ত গেলে-Merc Cor

১৯. শরীরের যেকোন স্থান দিয়ে টাটকা লাল রক্ত স্রাব হলে-Sinaberis

২০. খুব সর্দি কাশি হলে (বিশেষ করে জলের মত সর্দি হলে) আর খুব কাশি হলে--Arsenic 30, Myrica Q

২১. কি ঔষধ প্রয়োগ করবেন না জানলে-NuxVom-30

২২. নড়াচড়া বা চাপলে আরাম-Rhus Tox

২৩. চুপচাপ থাকলে আরাম-Bryonia Alb

২৪. স্কুল কলেজ/অবিবাহিত যুবকদের কামরিপু দমনের জন্য Cantharis

২৫. গায়ক/বক্তার স্বর ভেঙ্গে গেলে-Custicum/Arg Nit

২৬. স্মরণশক্তি লোপ পেলে-Anacardium

২৭. খিটখিটে মেজাজ বদ-রাগি লোকদের যেকোন রোগে-Camomila

২৮. আগুন, গরম ও রৌদ্রজনিত যেকোনো রোগে বা সমস্যায়-Glonoine

২৯. শুঁচিপায়ি রোগির জন্য- Syphillinum-10m

৩০. বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে-Cina

৩১. মৌমাছি হুল ফুটালে-Apis Mel

৩২. চুন খেয়ে জিহ্বা পুড়লে/সমস্যা হলে-Causticum৩৩. পিঠে ব্যথায়-Lycopodium

৩৪. ঘাড় ব্যথার জন্য-Conium

৩৫. দুরগন্ধযুক্ত যেকোন স্রাব হলে-Achinesia

৩৬. সোরাইসিসের জন্য-Gynocardium Q

৩৭. যা খায় তাই বমি করে, কোন খাবার হজম

হয়না-Symphoricur pus 30

৩৮. মাথায় যন্ত্রনা বা ব্রেনের যেকোন সমস্যায় Kali Phos 6x

৩৯. মহিলাদের জরায়ু ঝুলে গেলে-Sipia 200

৪০. মহিলাদের তল পেটে ব্যথা হলে-Colophylom Q

৪১. প্রস্রাব ধারনে অক্ষমতা-Causticum 200

৪২. গুরুপাক খাবার খেয়ে অসুখ হলে-Pulsitilla

৪৩. যেকোনো বাতের জন্য-Guacum

৪৪. শরীরে ক্যালসিয়ামের অভাব হলে-Calcaria phos-6x

৪৫. শরীরে আইরনের অভাব হলে-Ferum phos-6x

৪৬. শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন হলে- Five Phos

৪৭. ছাত্র-ছাত্রীদের পড়তে গেলে মাথাব্যথা-Calcaria

phos

৪৮. রোগী কথায় কথায় " যদি" শব্দ থাকলে- Arg Nit

200

৪৯. মুখ ও গলার ভিতর যেকোন রোগে- Marc Sol

৫০. ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঔষধ- Eupatorium

Perfoliatum

৫১. হৃদরোগের মহা ঔষধ- Crataegus Oxyacanth.

৫২. "গ্যাস জনিত সমস্যায় "----carboveg 30

৫৩. আঁচিলের জন্য- থুজা mother. Causticum 30

৫৪. লিভারের সমস্যায় cheledonium mother.

৫৫. অত্যাধিক acid কমানোর জন্য আইরিশ ডাস্ 30

৫৬. বাঁদিকে মাইগ্রেন সমস্যায়- স্প্যাইলেজিয়া 30

৫৭. ডানদিকে মাইগ্রেন সমস্যায় sancan 30

৫৮. দাদের সমস্যায় টেলুরিয়াম 30, Grafitish ointment Enlargement of liver -cheledonium mother

৫৯. খিঁচ ব্যাথায় Rush tox 30

৬০. আক্কেল দাঁতের সমসঘ Merc sol 30

৬১. পাতলা পায়খানা (এলো আর গেল)

pulsatila 30 (জলে গুলে এক চামচ আধ ঘণ্টা/ এক ঘন্টা অন্তর)

Normal influenza Acconite 30

৬২. সর্দি-জ্বরে Beledona 30

৬৩. খুব শ্বাসকষ্ট হলে Vanadium 30, yarbasanta

mother (বিশেষ ক্ষেত্রে প্রজয্য)৬৪. পুরাতন ক্ষত-- আর্জেন্টটিকাম

নাইট্রিকাম 30

৬৫. পিঠে ও কোমরে ব্যথা-লাইকোেপডিয়াম 30

৬৬. পায়ের ডিমে টেনে ধরা বা কোন শিরা স্টিফ হয়ে গেলে

---এমন কার্ব 30

৬৭. ঘামাচি হইলে---আর্টিকা ইউরেন্স 3x. এন্টিম ক্রুড 30

৬৮. গ্যাসটিক আলসার Acid carbolic 30, আর্জেন্টটিকাম

নাইট্রিকাম 30,

ক্যালি বাইক্রম 30

(বি : দ্র :- ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন ক্ষতিকর)
প্রয়োজনে : 01835454041

06/06/2025

#যেসব_হোমিওপ্যাথিক_ঔষধ_গুলো_এন্টিবায়োটিকের_মত_দ্রুত_কাজ_করে:---
🍒-------------------------------------------------------🍒
১.✒️Aconitum napellus :- যে-কোন রোগই হউক না কেন, যদি সেটি হঠাৎ করেই শুরু হয় এবং শুরু থেকেই মারাত্মকরূপে দেখা দেয় অথবা দুয়েক ঘণ্টার মধ্যে সেটি মারাত্মক আকার ধারণ করে, তবে একোনাইট হলো শ্রেষ্ট এন্টিবায়োটিক। রোগের উৎপাত এত বেশী হতে পারে যে, তাতে রোগী মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়ে।

২.✒️Bryonia alba : যদি রোগীর গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে, অনেকক্ষণ পর পর বেশি পরিমানে পানি পান করতে চায়, নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায়, পায়খানা শক্ত ইত্যাদি লক্ষণ থাকে, তবে হোউক না তা টাইফয়েড, এপেন্ডিসাইটিস, নিউমোনিয়া বা আরো মারাত্মক কোন ইনফেকশান, ব্রায়োনিয়াই হবে তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। উচ্চ শক্তিতে (১০০০, ১০০০০, ৫০০০০) এক ডোজ ব্রায়োনিয়া খাইয়ে দিন ; সম্ভবত দ্বিতীয় ডোজ খাওয়ানোর আর প্রয়োজন হবে না।

৩.✒️Belladonna : যে-কোন রোগে যদি সারা শরীরে বা আক্রান্ত স্থানে উত্তাপ বেশী থাকে, আর যদি আক্রান্ত স্থান লাল হয়ে যায়, শরীর জ্বালা--পোড়া করতে থাকে, তাহলে বেলেডোনাই হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। যে কোন রোগের সাথে যদি রোগী প্রলাপ বকতে থাকে (অর্থাৎ এলোমেলোভাবে কথা বলতে থাকে), তাহলে বুঝতে হবে যে রোগীর ব্রেনে ইনফেকশান হয়েছে এবং এসব ক্ষেত্রে বেলেডোনা হলো তার সেরা এন্টিবায়োটিক।

৪.✒️Arsenicum album :যে-কোন রোগে বা ইনফেকশনের সাথে যদি রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা (অর্থাৎ রোগী নড়াচড়া ছাড়া থাকতে পারে না), শরীরের বিভিন্ন স্থানে ভীষন জ্বালা পোড়া ভাব, অল্পতেই রোগী দুর্বল বা কাহিল বা নিস্তেজ হয়ে পড়ে, যাতে অতিমাত্রায় মৃত্যুভয়, রোগী মনে করে ঔষধ খেয়ে কোন লাভ নেই, তার মৃত্যু নিশ্চিত ইত্যাদি লক্ষণ থাকে, তাহলে আর্সেনিক হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক।

৫.✒️Baptisia tinctoria : যদিও ব্যাপটিশিয়া ঔষধটি হোমিওপ্যাথিতে টাইফয়েড জ্বরের চিকিৎসায় বেশী ব্যবহৃত হয় কিন্তু এই ঔষধটির লক্ষণসমূহ পাওয়া গেলে যে-কোন মারাত্মক ধরনের ইনফেকশনে এটি চমৎকার এন্টিবায়োটিকের কাজ দেবে। ব্যাপটিশিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো অবশ-অবশ ভাব থাকে, এখনই প্যারালাইসিস হয়ে যাবে এমন ভয় হওয়া, চেতনা আধা লোপ পেয়ে যায় (অনেকটা মাতালদের মতো করে), সারা শরীরে যেন ঘাঁ হয়ে গেছে এমন ব্যথা, মুখ থেকে এবং নিঃশ্বাসে মরা লাশের গন্ধ থাকে, ঘুমঘুম ভাব থাকে, কথা শেষ করার আগেই ঘুমিয়ে পড়ে, মনে করে তার শরীর টুকরা টুকরা হয়ে সারা ঘরে ছড়িয়ে আছে ইত্যাদি ইত্যাদি।

৬.✒️Ferrum phosphoricum : ফেরাম ফস ঔষধটি যে-কোন নতুন ইনফেকশানে ব্যবহার করে দারুণ ফল পাবেন। ইনফেকশনের মূল ঝামেলা হলো স্থানীয় রক্ত সঞ্চয় (Local congestion) এবং ফেরাম কনজেশান দূর করতে সেরা ঔষধ। সাধারণত অন্যকোন ঔষধের লক্ষণ পাওয়া না গেলে যে-কোন ইনফেকশনে ফেরাম ফস একটি উৎকৃষ্ঠ এন্টিবায়োটিকের কাজ দেবে।

৭.✒️Hepar sulph : হিপার সালফ চর্ম (skin) এবং কোমল কলাতন্তু (soft tissue) একটি শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। সাধারণত ফোড়া (abscess), দাঁতের গর্তের (caries) ইনফেকশান, ইরিসিপেলাস, কান পাকা (Otitis media) ইত্যাদি রোগে ইহার প্রয়োগ বেশী হয়ে থাকে। পাশাপাশি ফুসফুসের রোগেও এটি একটি সেরা এন্টিবায়োটিক। কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, হুপিং কাশি ইত্যাদি রোগেও হিপারের কথা এক নাম্বারে মনে রাখা দরকার। হিপার সালফের প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এতো ব্যথা থাকে যে স্পর্শই করা যায় না এবং ঠান্ডা বাতাসে রোগের মাত্রা বৃদ্ধি পায়।

৮.✒️Arnica montana : আমরা জানি যে, আঘাতের ব্যথার জন্য আনির্কা একটি শ্রেষ্ঠ ঔষধ। কিন্তু আনির্কা যে একটি শক্তিশালী এন্টিবায়োটিক বা জীবাণু বিনাশী ঔষধ তা আমরা অনেকেই জানি না। টাইফয়েড, নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদির মতো মারাত্মক ইনফেকশনেও লক্ষণ থাকলে চোখ বুজে আনির্কা দিতে পারেন। সাধারণত যে কোন ধরনের আঘাত, মচকানো, থেতলানো, ঘুষি, মোচড়ানো, লাঠির আঘাত অথবা উপর থেকে পড়ার কারণে ইনফেকশান বা ক্ষত হলে; এমনকি গ্যাংগ্রিন হলেও আনির্কা হবে তার শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। আনির্কার প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এমন তীব্র ব্যথা থাকে যে, কেউ তার দিকে আসছে দেখলেই সে ভয় পেয়ে যায় (কারণ ধাক্কা লাগলে ব্যথার তীব্রতায় তার প্রাণ বেরিয়ে যাবে), রোগী ভীষণ অসুস্থ হয়েও সে মনে করে তার কোন অসুস্থ্যতা নেই, সে খুব ভালো আছে ইত্যাদি ।

৯.✒️Mercurius solubilis : মার্ক সল একটি বহুমুখী কাযর্সম্পন্ন (multi-functional) হোমিওপ্যাথিক এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয় কিন্তু রোগী আরাম পায় না, প্রচুর ঘামে এবং মুখে দুর্গন্ধ থাকে, তার পায়খানা করার সময় কোথনি লাগে, অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায় ইত্যাদি ইত্যাদি। মারকারী গ্রুপের অন্যান্য ঔষধগুলিও একই রকম এন্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন ঔষধ। যেমন- Mercurius Cor, Mercurius Cyan, Mercurius Dul, Mercurius Iodatus Flavus, Mercuric Potassium Iodide, Mercurius Viv ইত্যাদি।

১০.✒️Lycopodium clavatum : লাইকোপোডিয়াম একটি প্রথম শ্রেণীর হোমিওপ্যাথিক এন্টিবায়োটিকের মযার্দা রাখে। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো রোগের মাত্রা বিকাল ৪-৮ টার মধ্যে বৃদ্ধি পায়, এদের সকল রোগ ডান পাশে বেশী হয়, পেটে প্রচুর গ্যাস হয়, সারা বৎসর প্রস্রাবের অথবা হজমের সমস্যা লেগেই থাকে, এর রোগীদের দেখতে তাদের বয়সের চাইতেও বেশী বয়ষ্ক মনে হয়, তাদের স্বাস্থ্য খারাপ কিন্তু মেধা খুব ভালো, এরা খুবই স্পর্শকাতর, এদের ধন্যবাদ দিলেও কেদে ফেলে ইত্যাদি।

১১.✒️Veratrum album : রোগী যে কোন মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে এমন মারাত্মক ধরণের ইনফেকশনে ভিরেট্রাম এলবামের উপর নির্ভর করতে পারেন। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো রোগী খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে শয্যাশায়ী হয়ে পড়তে পারে, ঠান্ডা ঘাম ঝরেতে থাকে এবং এদের নিঃশ্বাসেও ঠান্ডা বাতাস বের হয়, এদের চামড়া নীল বা বেগুনী রঙ ধারন করে, চামড়া ঠান্ডা হয় এবং কুচঁকে যায়, শরীরের কোথাও চাপ দিলে সেখানে গর্ত হয়, হাত, পা, মুখ বরফের মতো ঠান্ডা হয়ে যায় ইত্যাদি।

১২.✒️Kali bichromicum : ক্যালি বাইক্রোম হলো নাক-কান-গলার রোগের একটি শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। ইহার প্রধান লক্ষণ হলো কফ, থুথ ( লালা ), বমি, নাকের শ্লেষ্মা ইত্যাদি খুবই আঠালো হয় এবং কোন কাঠিতে (বা আঙুলে) লাগিয়ে টানলে রশির বা সুতোর মতো লম্বা হয়, ব্যথা আঙুলের মাথার দ্বারা ঢাকা যায় এমন খুবই অল্প জায়গায় হয়ে থাকে, ব্যথা ঘন ঘন জায়গা বা অঙ্গ বদল করে, ঘায়ের বা ক্ষতের চেহারা থাকে খাচকাটা ধারালো ইত্যাদি।

১৩.✒️Ipecac : ইপিকাক সাধারণত পেটের অসুখ এবং ফুসফুসের অসুখের একটি সেরা এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো বমি থাকে অথবা বমিবমি ভাব থাকে এবং জিহ্বা পরিষ্কার থাকে।

১৪.✒️Pulsatilla pratensis : পালসেটিলাকে বলা যায় একটি বহুমুখী কাযর্সম্পন্ন (multi-functional) হোমিওপ্যাথিক এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো গলা শুকিয়ে থাকে কিন্তু কোন পানি পিপাসা বা তৃষ্ণা থাকে না, তাদের ঠান্ডা বাতাস, তাদের ঠান্ডা খাবার, তারা ঠান্ডা পানি পান করতে পছন্দ করে, গরম আলো-বাতাসহীন বদ্ধ ঘরে রোগীনী বিরক্ত বোধ করে, খুবই আবেগপ্রবন, সে অল্পতেই কেঁদে ফেলে এবং যত দিন যায় ততই মোটা হতে থাকে ইত্যাদি।

১৫.✒️Cantharis : ক্যান্থারিস প্রধানত মূত্রতন্ত্রের ইনফেকশনের জন্য একটি শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো জ্বালা-পোড়া এবং ছিড়ে ফেলার মতো ব্যথা। কাজেই ভীষণ জ্বালাপোড়া থাকলে যে-কোন রোগে ক্যান্থারিস ব্যবহার করতে পারেন। এটি জলাতঙ্ক রোগের জন্যও একটি শ্রেষ্ট এন্টিভাইরাল ঔষধ। অল্প থেকে বেশী যে কোন ধরনের পোড়ার (burn) ব্যথা এবং ইনফেকশান দূর করতে ক্যান্থারিসের জুড়ি নাই।

১৬.✒️ Eupatorium perfoliatum : ইউপেটোরিয়াম পারফো নামক ঔষধটি আরেকটি উৎকৃষ্ঠ এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো শরীরে এমন প্রচণ্ড ব্যথা থাকে যেন মনে হয় কেউ শরীরের সমস্ত হাড় পিটিয়ে গুড়োঁ করেছে, পানি অথবা খাবার যাই পেটে যায় সাথে সাথে বমি হয়ে যায় ইত্যাদি।

১৭.✒️Echinacea angustifolia : ইচিনেশিয়া'কে বলা হয় একেবারে হোমিওপ্যাথিক এন্টিবায়োটিক। যে-কোন ধরনের পুরনো বা দীঘর্মেয়াদী ইনফেকশানে ইচিনেশিয়া ব্যবহার করতে পারেন। যেমন - অনেক দিনের পুরনো কাশি, জ্বর, ঘাঁ ইত্যাদি যা অন্য অনেক ঔষধ প্রয়োগেও পুরোপুরি সারেনি।

১৮.✒️Pyrogenium : পাইরোজিনিয়াম একেবারে আগাগোড়াই এন্টিবায়োটিক গুণসম্পন্ন ঔষধ ; কেননা এটি তৈরীই করা হয়েছে জীবাণু থেকে (nosode)। যেকোন ধরনের নতুন অথবা পুরনো, স্বল্পমেয়াদী বা দীঘর্মেয়াদী সংক্রমনে পাইরোজিনিয়াম ব্যবহার করতে পারেন।
🌿--------------------------------------------🌿

পোস্টটা নবীন ডাক্তারদের জন্য লিখিত, সর্বসাধারণের জন্য নয়। সুতরাং হোমিওপ্যাথি অর্গানন রোগীলিপি রেপার্টরী শক্তি মাত্রা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে নিজে নিজে ঔষধ সেবন করতে যাবেন না।

27/05/2025

💊 হোমিওপ্যাথি ওষুধ Slow নাকি Fast? ৯০% মানুষই জানে না সঠিক উত্তর !

হোমিওপ্যাথিক চিকিৎসা ধীরে কাজ করে এবং রোগ নিরাময়ে সময় নেয়—এই ধারণাটি আংশিকভাবে সত্য, তবে এটি রোগের প্রকৃতি, রোগীর শারীরিক অবস্থা এবং হোমিওপ্যাথিক ওষুধের নির্বাচনের উপর নির্ভর করে। কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি দ্রুত ফল দেয়, আবার কিছু দীর্ঘমেয়াদী বা জটিল রোগের ক্ষেত্রে সময় লাগতে পারে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

🍓🍓১. তীব্র (Acute) রোগে হোমিওপ্যাথির কাজের গতি
- দ্রুত ফলাফল: জ্বর, সর্দি-কাশি, পেটব্যথা, মাথাব্যথা, হঠাৎ আঘাত ইত্যাদি তীব্র সমস্যায় সঠিক হোমিওপ্যাথিক ওষুধ দ্রুত কাজ করে (কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টার মধ্যে)।
- উদাহরণ: Arnica আঘাতের ব্যথা ও ফোলা কমাতে দ্রুত কার্যকর, Belladonna উচ্চ জ্বরেও তাড়াতাড়ি কাজ করে।

🍓🍓২. দীর্ঘমেয়াদী (Chronic) রোগে হোমিওপ্যাথির সময়সাপেক্ষতা
- ধীরে ধীরে উন্নতি: ডায়াবেটিস, অ্যাজমা, আর্থ্রাইটিস, একজিমা, অটোইমিউন ডিজঅর্ডার ইত্যাদি জটিল ও দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা সময়সাপেক্ষ হতে পারে (কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর)।
- 🌵🌵কারণ🌵🌵:
- হোমিওপ্যাথি রোগের মূল কারণ (root cause) ঠিক করতে চায়, শুধু লক্ষণ দমন করে না।
- দীর্ঘদিনের রোগের জন্য শরীরকে ধাপে ধাপে সুস্থ করে তোলা প্রয়োজন।

:⁠-⁠) 🪷🪷৩. অন্যান্য প্রভাবক🪷🪷
- রোগীর শারীরিক অবস্থা: বয়স, রোগ প্রতিরোধ ক্ষমতা, পূর্বের ওষুধের ব্যবহার (যেমন অন্য প্যাথির স্টেরয়েড) হোমিওপ্যাথির কার্যকারিতার গতি প্রভাবিত করে।
- ঔষধের সঠিক নির্বাচন: অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দ্বারা সঠিক ওষুধ ও পোটেন্সি নির্বাচন ফলাফলের গতি বাড়ায়।
- জীবনযাত্রা: স্বাস্থ্যকর ডায়েট, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং নিয়মিত ব্যায়াম হোমিওপ্যাথির ফল দ্রুত আনতে সাহায্য করে।
:⁠-⁠) 🏵️🏵️৪. বৈজ্ঞানিক দৃষ্টিকোণ🏵️🏵️
হোমিওপ্যাথির কার্যকারিতা গবেষণা এবং ক্লিনিকাল অভিজ্ঞতায় বিভিন্ন রোগে কার্যকর (যেমন অ্যালার্জি, মাইগ্রেন)। তবে, এর প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন হয়।

:⁠-⁠)💝💝সর্বোপরি💝💝
- হোমিওপ্যাথি সবসময় ধীরে কাজ করে না—তীব্র রোগে দ্রুত ফল দেয়।
- দীর্ঘমেয়াদী রোগে ধৈর্য্য প্রয়োজন, কারণ এটি শরীরকে গভীর থেকে সুস্থ করে।
- সঠিক চিকিৎসক এবং ওষুধের পাশাপাশি রোগীর সহযোগিতা গুরুত্বপূর্ণ।
---
✅ **সুস্থ থাকুন, সচেতন থাকুন!**


👨‍⚕ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন !!!

📍 চেম্বার তথ্য:
🏥 শেফা হোমিও হেলথ কেয়ার, বাদাম তলা, কলসিদিঘি রোড বন্দর চট্টগ্রাম ।
📅 প্রতিদিন

📞 এপয়েন্টমেন্ট: +880 1835-454041

📲 WhatsApp-এ সরাসরি : 👉 +880 1835-454041

✨সুস্থতার জন্য দ্রুত চিকিৎসা নিন!

📢 শেয়ার করুন – সচেতনতা বাড়ান! ✅

 িনে_সম্পুর্ণ_পরিবর্তন, আলহামদুলিল্লাহ। বিস্তারিত কমেন্টেঅথবা https://www.facebook.com/share/v/1BRQHLPfX6/
21/05/2025

িনে_সম্পুর্ণ_পরিবর্তন, আলহামদুলিল্লাহ। বিস্তারিত কমেন্টে
অথবা https://www.facebook.com/share/v/1BRQHLPfX6/

স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে চর্মরোগ, যা সারকোপটিস স্ক্যাবেই (Sarcoptes scabiei) নামক ক্ষুদ্র পরজীবী জীবাণুর (mite)...
29/04/2025

স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে চর্মরোগ, যা সারকোপটিস স্ক্যাবেই (Sarcoptes scabiei) নামক ক্ষুদ্র পরজীবী জীবাণুর (mite) সংক্রমণের ফলে হয়। এর প্রধান লক্ষণগুলো হলো:

তীব্র চুলকানি, বিশেষ করে রাতের বেলা বেশি হয়

লালচে ফুসকুড়ি বা গুটি দেখা যায়

চামড়ার নিচে সুঁই দিয়ে আঁকা রেখার মতো দাগ হতে পারে

সাধারণত আঙ্গুলের ফাঁক, কব্জি, কনুই, বগল, কোমর, নাভির চারপাশ, যৌনাঙ্গ ও পায়ের গোড়ালি সংক্রমণের সাধারণ স্থান

শিশুদের ক্ষেত্রে মাথা, মুখ, হাতের তালু ও পায়ের পাতা আক্রান্ত হতে পারে

বেশি আক্রান্ত হলে চামড়ায় ক্ষত, ঘা এবং দ্বিতীয়িক সংক্রমণ (secondary infection) হতে পারে

স্ক্যাবিস খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাই একজন আক্রান্ত ব্যক্তি থেকে পরিবারের অন্য সদস্যরাও সহজেই সংক্রমিত হতে পারে।
#স্কাবিস #ফুসকুরি

Address

Badam Tola, Kolshe Dighi Road, Free Port, Bandar
Chittagong
4100

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801835454041

Alerts

Be the first to know and let us send you an email when Shefa Homoeo Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shefa Homoeo Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram