Inside The Quran

Inside The Quran This is a platform of Quran.

18/06/2023
21/04/2023
আলহামদুলিল্লাহ দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও ১ম স্থান অধিকার করেছে হাফেজ সালেহ আহমাদ তাকরিম.
04/04/2023

আলহামদুলিল্লাহ দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও ১ম স্থান অধিকার করেছে হাফেজ সালেহ আহমাদ তাকরিম.

16/03/2023

বিশুদ্ধ নিয়ত আল্লাহর অপূর্ব এক নেয়ামত। অনন্য এক রিযিক। অন্যের জন্য আমি যতবেশি কল্যাণ কামনা করব, যতবেশি ভালো কাজের নিয়ত করব, বিনিময়ে আল্লাহ বহুগুণ বেশি দিবেন।

Atik Ullah

04/01/2023

ওনারা কী নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন আর আমরা কী নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকি?
------------- * ----------------- * -------------

সত্যিকারের বিশ্বাসীরা দারিদ্রতার ভয় করে না। দান-খয়রাত করার সময় ভয় করে না যে সে গরিব হয়ে পড়বে। তাদের একমাত্র ভয় হলো - পাপের ভয়। তাদের পাপের কারণে কিয়ামতের দিন আল্লাহ হয়তো শাস্তি দিতে পারেন, এমন চিন্তা সব সময় তাদের আতংকিত করে রাখে। পরকালের চিন্তা সব সময় তাদের মন-মানস দখল করে রাখে। তারা এই দুনিয়ার জীবন দরিদ্র এবং ক্ষুধার্ত হিসেবে পার করে দিতে পারে কিন্তু পাপের বোঝা এবং তাদের মালিকের অবাধ্যতার বোঝা কাঁধে নিয়ে জীবন পার করতে চায় না। তাদের মালিকের সন্তুষ্টি অর্জনে তারা যথাসাধ্য চেষ্টা করে যায়। তাই দেখা যায় এ ধরণের মানুষরা যখনই দোয়া করার সুযোগ পায় তখনই আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার দোয়া করে।

আমাদের সময়ে এসে সবাই আল্লাহর নিকট পার্থিব সামগ্রীর জন্য দোয়া করে। এই দুনিয়ার জীবনের জন্য আপনি যা চান তা যদি না পেয়ে থাকেন তবু বেঁচে থাকতে পারবেন। কিন্তু পাপের বোঝা নিয়ে দুনিয়া পার করা সহজ নয়। আল্লাহর রাসূলের একজন বিখ্যাত সাহাবী আবু দারদা (রা) আল্লাহর নিকট কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েন। তিনি এত বেশি কাঁদতেন যে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। তখন লোকজন তাকে বললো - "কেন আপনি আল্লাহর নিকট এই দোয়া করছেন না যে, তিনি যেন আপনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন।" জবাবে তিনি বললেন -

“আমি তো এখনো আল্লাহর নিকট আমার গুনাহ মাফের জন্য দোয়া করে শেষ করতে পারিনি; কখন আমি আমার চোখের জন্য দোআ করবো?” অর্থাৎ - আমার সকল প্রার্থনা কেবল একটি উদ্দেশ্যেই - "ও আল্লাহ! আমার পাপগুলো ক্ষমা করে দিন।" তাঁর নিকট অন্য কিছু চাওয়ার সময় কোথায়?

এ সমস্ত মানুষরা চাইতেন পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে পবিত্র অবস্থায় এই দুনিয়া ত্যাগ করতে। আর অন্যদিকে, আমাদের সকল চাওয়া পাওয়া এই দুনিয়া কেন্দ্রীক।

একবার উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক মক্কাতুল মুকাররামায় নামাজ পড়তে এলেন। তিনি তখন দেখতে পেলেন সেখানে হজরত উমর (রা) এর দৌহিত্র সালিম ইবনে আব্দুল্লাহ নামাজ পড়ছেন। সালাত শেষ করার পর খলিফা হিশাম হজরত সালিমকে কিছু স্বর্ণমুদ্রা উপহার দিতে চাইলেন। সালিম তখন বললেন - "আল্লাহর ঘরে আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কিছু গ্রহণ করতে লজ্জা অনুভব করি।" হিশাম তখন থেমে গেলেন। সালিম যখন তার সকল নামাজ পড়া শেষ করে বাড়ির দিকে রওয়ানা হলেন তখন হিশাম তাঁর কাছে এসে আবার তাকে স্বর্ণমুদ্রা উপহার দিতে চাইলেন। সালিম তখন বললেন - " যিনি এই স্বর্ণমুদ্রার প্রকৃত মালিক আমি তার কাছেও তো এগুলো চাইনি; এখন যিনি এগুলোর মালিক নয় আমি তার নিকট থেকে কিভাবে এগুলো গ্রহণ করি?" আল্লাহ হলেন স্বর্ণ রৌপ্যের প্রকৃত মালিক। আমি তাঁর কাছে কখনো স্বর্ণ রৌপ্য চাইনি। তাহলে কিভাবে আমি এখন তোমার মত একজনের কাছ থেকে এগুলো গ্রহণ করবো?

এই মানুষগুলোর একমাত্র উদ্বেগ ছিল বিচার দিবস নিয়ে। আর আমাদের একমাত্র উদ্বেগ হলো এই দুনিয়ার জীবন। কিভাবে ভালোভাবে এই পৃথিবীতে জীবন যাপন করবো, কিভাবে ভালো বাড়ি গাড়ির মালিক হবো, এগুলোই আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু প্রকৃত সফলতা হলো বিচার দিবসের সফলতা। এই মানুষগুলো বিচার দিবস নিয়ে কেমন চিন্তা করতো তা সম্পর্কে কুরআন বলছে - إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا - "আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।"

-- ড: আকরাম নদভী।
-- সূরা আল ইনসান ২য় পর্বের আলোচনার অংশ বিশেষ।

23/12/2022

"জুমুআর দিনের কিছু সহজ আমল ;

১. সূরা কাহাফ (১৮ নাম্বার সূরা)।
২. দরূদ পড়া।
৩) ইস্তিগফার।
৪) আসরের পর দোয়া।

একে অপরকে মনে করিয়ে দেই। এগুলো যেন আমাদের নিয়মিত আমল হয়।

17/12/2022

কুরআন আপনার কাছ থেকে কী চায়? কুরআন থেকে আমি হেদায়েত খুঁজছি এর মানে কী?

হেদায়েত খোঁজা মানে শুধু আমল বা কাজ খোঁজা নয়। এটি অতি সরল একটি অভিমত যা খুবই জনপ্রিয়। চলুন, অনুসন্ধান করে দেখি কুরআন থেকে হেদায়েত খোঁজার অর্থ কী?

সবার আগে- এটি আপনার চিন্তাভাবনাকে সংশোধন করে। ফলে চারপাশের দুনিয়াকে আপনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করেন। কুরআনে হেদায়েতের অন্যতম বড় একটি রাস্তা হলো- কুরআন বাস্তবতাকে আপনার উপলব্ধির চেয়ে ভিন্নভাবে উপস্থাপন করে। কুরআন অধ্যয়নের পূর্বে বাস্তবতাকে আপনি একভাবে দেখতেন, কুরআন অধ্যয়নের পরে এটি এখন সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস।

মূল্যবান কিছু দেখলে আপনি জিনিসটি সম্পর্কে একভাবে চিন্তা করেন। আর মূল্যহীন কিছু দেখলে তার সম্পর্কে ভিন্নভাবে চিন্তা করেন। তো, কুরআন চারপাশের বাস্তবতা সম্পর্কে আপনার চিন্তা এবং উপলব্ধিতে পরিবর্তন নিয়ে আসে।

সহজ একটি উদাহরণ দিচ্ছি। কুরআন মাটি ভেদ করে চারাগাছ উঠে আসা সম্পর্কে কথা বলেছে। কুরআন যদি এ সম্পর্কে না বলতো তবু আপনি জানেন চারাগাছ মাটি ভেদ করে উঠে আসে। তাহলে কুরআন বলাতে এতে কী পার্থক্য তৈরী হয়? কুরআন বলছে, যখনি তুমি বিচার দিবসের কথা ভুলে যাও, মনে রেখো চারাগাছ মাটি থেকে উঠে আসে।

তাহলে কুরআনের অভিমতে চারাগাছ মাটি থেকে উঠে আসা কিসের রিমাইন্ডার? আমাকে কিসের কথা মনে করিয়ে দিবে? বিচার দিবসের কথা।

আমাকে বলুন, চারাগাছ মাটি থেকে উঠে আসার সাথে বিচার দিবসের কী সম্পর্ক? মৃত্যু থেকে জীবন। আমরা মাটিতে প্রবেশ করবো। আমাদের শরীর পঁচে গলে হয়তো বীজের আকৃতির মত হয়ে যাবে। বা এমনকি আরো কম। কিছুই না হয়তো। এরপর আল্লাহ আমাদের পুনরুত্থিত করবেন। আবার উঠাবেন মাটি থেকে।

তাই, বিচার দিবস নিয়ে যদি সন্দেহ দেখা দেয়, শুধু চারাগাছের দিকে লক্ষ্য করুন।

তাহলে, এখন আমি যেভাবে চারাগাছের দিকে তাকাবো তা সারাজীবনের জন্য পরিবর্তিত হয়ে গেল। বুঝতে পারছেন? খুবই সাধারণ একটি বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তিত হয়ে গেল!!

- নোমান আলী খান
- 01. How to Approach the Quran - Al-Kahf - A Deeper Look

05/12/2022

"তার চাইতে অধিক জালেম কে যাকে তার পালনকর্তার কালাম দ্বারা বুঝানোর পর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্ম সমুহ ভুলে যায়?
আমি তাদের অন্তরের উপর পর্দা বিস্তার করে দিয়েছি যেন তারা কুরআনকে বুঝতে না পারে,
এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা। যদি আপনি তাদেরকে সৎ পথের দিকে দাওয়াত দেন তবে তারা কখনই সৎ পথের দিকে আসবে না।"
[-সুরা কাহাফ,১৮:৫৭]


Address

Oxygen
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Inside The Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Inside The Quran:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram