28/12/2025
চেম্বার বন্ধের বিজ্ঞপ্তি
আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ০৪ জানুয়ারি ২০২৬ (সোমবার থেকে রবিবার) ডা. ফরিদা ইয়াসমিন সুমি-র চেম্বারে (জেনেসিস, বেলভিউ ও পপুলার) রোগী দেখা বন্ধ থাকবে।
এই সময়ে ডা. ফরিদা ইয়াসমিন সুমি চট্টগ্রামেই থাকবেন এবং ডেলিভারিসহ সব ধরণের সার্ভিস দিয়ে থাকবেন।
এই কয়দিন জেনেসিস অফিস বিকেল ৩ টা থেকে ৭ টা পর্যন্ত খোলা থাকব। এই সময়ে ওষুধ, ইনজেকশন, ড্রেসিং, IUI-সহ প্রয়োজনীয় সার্ভিস নিতে পারবেন।
বন্ধের সময়ে আমাদের হেল্পলাইন নাম্বার 01782666066 এবং WhatsApp নাম্বার 01773434095 খোলা থাকবে, জরুরি প্রয়োজনে হেল্পলাইনে ফোন করে সহযোগিতা নিতে পারেন।
সবার সুন্থতা কামনা করছি।
শুভেচ্ছা ও ধন্যবাদ।
ডা. সুমি অ্যান্ড জেনেসিস | চট্টগ্রাম
ফোন: ০১৭৮২ ৬৬৬ ০৬৬