Doctor.Aliya

Doctor.Aliya নিয়মিত শরীর চর্চা ও স্বাস্থ্য সম্পর?

“সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমা। এই দিনে আদম (আঃ) সৃষ্টি হয়েছেন, এ দিনেই জান্নাতে প্রবেশ করেছেন এবং এ দিনে...
27/06/2025

“সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমা। এই দিনে আদম (আঃ) সৃষ্টি হয়েছেন, এ দিনেই জান্নাতে প্রবেশ করেছেন এবং এ দিনেই জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে।”
📚 সুনানে আবু দাউদ: ১০৪৬

যে ব্যক্তি উত্তমভাবে অজু করে, এরপর জুমার নামাজে যায়, মনোযোগ সহকারে খুতবা শোনে ও চুপ থাকে— তার আগের জুমা থেকে পরের জুমা ...
27/06/2025

যে ব্যক্তি উত্তমভাবে অজু করে, এরপর জুমার নামাজে যায়, মনোযোগ সহকারে খুতবা শোনে ও চুপ থাকে— তার আগের জুমা থেকে পরের জুমা পর্যন্ত এবং আরও অতিরিক্ত তিন দিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।”
📚 সহীহ মুসলিম: ৮৫৭

মনে রাখবেন সফলতা কখনো একদিনে আসে না। দিনের পর দিন শ্রম দিতে হয়, আর ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়।
24/06/2025

মনে রাখবেন সফলতা কখনো একদিনে আসে না। দিনের পর দিন শ্রম দিতে হয়, আর ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়।

রাসূল (সাঃ) বলেন," মানুষ মৃতুবরন করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তার করা ৩টি আমল বন্ধ হয় না। "১. দান-সদকাহ২. এ...
22/06/2025

রাসূল (সাঃ) বলেন,

" মানুষ মৃতুবরন করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তার করা ৩টি আমল বন্ধ হয় না। "

১. দান-সদকাহ

২. এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়

৩. নেক সন্তান

- সহিহ মুসলিম : ৪৩১০

জাহান্নাম থেকে মুক্তির দোয়াاللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَرَبَّ إِسْرَافِيلَ أَعُوذُ بِكَ مِنْ حَرِّ النّ...
22/06/2025

জাহান্নাম থেকে মুক্তির দোয়া

اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَرَبَّ إِسْرَافِيلَ أَعُوذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ

উচ্চারণ: আল্লাহুম্মা রব্বা জিবরাইলা ওয়া মিকাইলা, ওয়া রব্বা ইসরাফিলা, আউজু বিকা মিন হাররিন নারি ওয়া মিন আজাবিল কাবরি। অর্থ: হে আল্লাহ, জিবরাইল ও মিকাইলের প্রতিপালক এবং ইসরাফিলের প্রতিপালক! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের উত্তাপ ও কবরের আজাব থেকে। (সুনানে নাসায়ি: ৫৫১৯)

আয়াতুল কুরসি: সূরা আল-বাকারাহ্‌ ২৫৫اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্...
21/06/2025

আয়াতুল কুরসি: সূরা আল-বাকারাহ্‌ ২৫৫

اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্রয় নিচ্ছি।

আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ

আল্লাহ্, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ্ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।

আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যূমু

لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ

তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়।

লা তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম।

لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ

আসমানসমূহে যা রয়েছে ও যমীনে যা রয়েছে সবই তাঁর।

লাহূ মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্বি।

مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗٓ اِلَّا بِاِذْنِهٖ

কে সে, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে?

মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূ ইল্লা বিইযনিহী।

يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ

তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন।

ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম।

وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖٓ اِلَّا بِمَا شَاۤءَ

আর যা তিনি ইচ্ছে করেন তা ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না।

ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিন্ ইলমিহী ইল্লা বিমা শাআ।

وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ

তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমীনকে পরিব্যাপ্ত করে আছে;

ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব।

وَلَا يَـئُوْدُهٗ حِفْظُهُمَا

আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁর জন্য বোঝা হয় না।

ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা

وَهُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ
আর তিনি সুউচ্চ সুমহান।

ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আযীম

সূরা আল-বাকারাহ্‌, ২৫৫।

যে ব্যক্তি সকালে তা বলবে সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে, আর যে ব্যক্তি বিকালে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে।

হাদীসটি হাকিম সংকলন করেছেন, ১/৫৬২ আর শাইখ আলবানী একে সহীহুত তারগীব ওয়াত-তারহীবে সহীহ বলেছেন ১/২৭৩ আর তিনি একে নাসাঈ, তাবারানীর দিকে সম্পর্কযুক্ত করেছেন এবং বলেছেন, তাবারানীর সনদ ‘জাইয়্যেদ’ বা ভালো।

নিশ্চয়ই এই কুরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ।(সূরা-আশ-শূ'আরা-আয়াত-১৯২)
21/06/2025

নিশ্চয়ই এই কুরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ।

(সূরা-আশ-শূ'আরা-আয়াত-১৯২)

জাহান্নাম থেকে বাঁচার দোয়াللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল...
21/06/2025

জাহান্নাম থেকে বাঁচার দোয়া

للَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়াআউজুবিকা মিনান্নার। অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে কাছে আশ্রয় চাই। (আবু দাউদ: ৭৯৩)।

নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য,কিন্তু অনেক মানুষ তা জানে না।[সুরা কাসাস - ২৮:১৩]
18/06/2025

নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য,

কিন্তু অনেক মানুষ তা জানে না।

[সুরা কাসাস - ২৮:১৩]

রাসুল (সাঃ) বলেছেন;যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে-সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকি পাবে।[মুসলিম-১৮৯৩]
14/06/2025

রাসুল (সাঃ) বলেছেন;

যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে-সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকি পাবে।

[মুসলিম-১৮৯৩]

মজলিস থেকে উঠে দোয়াسُبْحَانَكَ اللَّهُمَّ وبَحَمْدكَ أشْهدُ أنْ لا إلهَ إلا أنْتَ أَسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ  উচ্চা...
13/06/2025

মজলিস থেকে উঠে দোয়া

سُبْحَانَكَ اللَّهُمَّ وبَحَمْدكَ أشْهدُ أنْ لا إلهَ إلا أنْتَ أَسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ
উচ্চারণ: সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি। (তিরমিজি: ৩৪৩৩)

Address

Chittagong

Telephone

+8801720650067

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor.Aliya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category