09/07/2025
সম্মানিত চাটখিল উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকগণের দৃষ্টি আকর্ষণ করছি।
চলমান অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় আপনার আশেপাশে বিদ্যুতের মিটার পানিতে ডুবে গেলে বা ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে, বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে তার ছিঁড়ে পড়তে পারে, পুকুর বা জলাশয়ের পাড় ভেঙে বৈদ্যুতিক খুটি বিপদজনক হয়ে যেতে পারে, তার ছিঁড়ে পানিতে পড়তে পারে বা বিপদজনকভাবে ঝুলে থাকতে পারে।
আপনার আশেপাশে এরূপ সমস্যা সৃষ্টি হলে বৈদ্যুতিক তার স্পর্শ না করে দ্রুত নিম্নোক্ত অভিযোগ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
চাটখিল জোনাল অভিযোগ কেন্দ্র - 01769401674,
সাহাপুর অভিযোগ কেন্দ্র 01769401676,
বদলকোট অভিযোগ কেন্দ্র 01769401677,
শোল্লা অভিযোগ কেন্দ্র 01769402249
অনুরোধে,
ডিজিএম,
চাটখিল জোনাল অফিস
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।