কাজী অফিস নোয়াখালী, Kazi office Noakhali

কাজী অফিস নোয়াখালী, Kazi office Noakhali কাজী বিয়ে রেজিস্ট্রি করে পাত্র-পাত্রীকে একত্রিত করে থাকেন।

কাজী অফিস নোয়খালী,
আমাদের সেবা সমূহঃ

•বিবাহ ও ডিভোর্স রেজিষ্ট্রেশন
•বিবাহ ও ডিভোর্স বিষয়ে পরামর্শ দান
•নিকাহনামা ও ম্যারিজ সার্টিফিকেট প্রদান
•প্রয়োজনে হোম সার্ভিস ও অনলাইন সার্ভিস প্রদান

***বিয়ে করতে/রেজিষ্ট্রেশন করতে কি কি লাগে

•বর ও কনের বয়স কমপক্ষে ২১ ও ১৮ হতে হবে
•জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডের ফটোকপি লাগবে
•সাক্ষী লাগবে (একজন অভিভাবক হিসাবে আর এমনিতে দুইজন সাক্ষী লাগবে)
•প্রতি ১ লক্ষ টাকা কাবিন রেজিষ্ট্রেশন ফিস ১৪০০ টাকা

***ডিভোর্স তিন পদ্ধতিতে হয়ে থাকে
•কনে কর্তৃক বরকে ডিভোর্স (বরের সাইন লাগে না)
•বর কর্তৃক কনেকে ডিভোর্স (কনের সাইন লাগে না)
•খোলা তালাক/মিউচুয়াল ডিবোর্স (বর কনের সাইন লাগে)

•বর কর্তৃক কনেকে ডিভোর্স দিলে, কনেকে নোটিশের মাধ্যমে জানাতে হয় ও নোটিশের এক কপি কনের এলাকার স্হানীয় চেয়ারম্যান/মেয়র সাহেবের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হয়
•ডিভোর্স চুড়ান্ত ভাবে কার্যকর হয় চেয়ারম্যান/মেয়র সাহেব নোটিশ পাবার ৯০ দিন পর

•কনে কর্তৃক বরকে ডিভোর্স দিলে, বরকে নোটিশের মাধ্যমে জানাতে হয় ও নোটিশের এক কপি বরের এলাকার স্হানীয় চেয়ারম্যান/ মেয়রের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হয়
•ডিভোর্স চুড়ান্ত ভাবে কার্যকর হয় চেয়ারম্যান/মেয়র সাহেব নোটিশ পাবার ৯০ দিন পর

•খোলা তালাক/মিউচুয়াল ডিভোর্স সালিসি কার্যক্রম বা দেনা পাওনা বুঝিয়া পাইয়া বা নিয়া উভয় পক্ষের সাক্ষীসহ বর কনের সাক্ষর লাগবে, কাজি দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হয়। (নোটিশ পাঠাতে হয় না)

***ডিভোর্স (তালাক) দিতে কি কি লাগে?

•নিকাহনামার কপি লাগবে
(যে কাজির মাধ্যমে বিয়ে করেছেন তার সাথে যোগাযোগ করেন নিকাহনামার কপি তুলতে পারবেন)
•কাজি অফিসে ডিভোর্স কার্যক্রম সম্পূর্ণ করতে আসতে হবে

* কনে/বর ডিভোর্স দিলে কাবিনের টাকা পাবে?

•ডিভোর্স যে পক্ষ থেকেই হোক
•কাবিনের অপরিশোধিত টাকা কনে পাবে
•তিন মাসের ভরনপোষণের খরচ কনে পাবে
•imo/WhatsApp 01817529766

* ডিবোর্সের পর সন্তানের ভরনপোষণ

•পুত্র সন্তান ৭ বছর পর্যন্ত
•কন্যা সন্তান সাবালকত্ব অর্জন পর্যন্ত
•সন্তান মায়ের কাছে থাকবে
•বাবা সন্তানের ভরনপোষণ দিবে

17/02/2025
কাজী অফিস নোয়াখালী, Kazi office Noakhali
05/04/2024

কাজী অফিস নোয়াখালী, Kazi office Noakhali

30/01/2024

বিবাহ রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে
বিবাহ রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে অবশ্যই নিম্নে দেওয়া তথ্য অনুযায়ি বিবাহ নিবন্ধন করতে হবে।

১) প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র যদি থাকে তা কাজীর কাছে নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তবে এসএসসি পাশের সনদ কিংবা জন্মনিবন্ধন পত্র সাথে নিয়ে গেলেই হবে।

২) ছেলে/মেয়ে দুইজনের দুই কপি করে পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
৩) সাক্ষী লাগবে অবশ্যই, সাক্ষী হিসাবে বিয়ের জন্য প্রাপ্ত বয়স্ক ২ জন পুরুষ অথবা ১ জন পুরুষ ও ২ জন মহিলা সাক্ষী থাকতে হবে।

হে আল্লাহ , আপনি সবার রোজা ও আমল কবুল করুন | সবার মা বাবা ও পরিবার যারা বেঁচে আছে উনাদের ভাল রাখুন | যারা বেঁচে নেই উনাদ...
22/04/2023

হে আল্লাহ , আপনি সবার রোজা ও আমল কবুল করুন | সবার মা বাবা ও পরিবার যারা বেঁচে আছে উনাদের ভাল রাখুন | যারা বেঁচে নেই উনাদের জান্নাতের সর্বোচ্চ স্থানে জায়গা করে দিন | ঈদ মোবারক সবাইকে

22/02/2023

১ মাসের মধ্যে কি নিজেকে পরিবর্তন করা সম্ভব? সম্ভব হলে সেটা কিভাবে? দেখুন কমেন্ট বক্সে।

21/02/2023

আমি বিয়ে করেছি, এখন আমার বিবাহবিচ্ছিন্না শালীর সঙ্গে মেলামাশা করি তার ইচ্ছাতেই। এটা আমার করা ঠিক হচ্ছে কি? এক ভাইয়ের প্রশ্ন? কি জবাব দিব ভাবছি! কমেন্টে জবাবটা দিলাম।

04/02/2023

আজ বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ...

Address

অফিস মাইজদী ও সোনাইমুড়ী পৌরসভা
Chittagong
3850

Telephone

+8801817529766

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাজী অফিস নোয়াখালী, Kazi office Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কাজী অফিস নোয়াখালী, Kazi office Noakhali:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram