Dr.Tajrina Rahman Jenny

Dr.Tajrina Rahman Jenny নবজাতক,শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ 👩‍⚕️

শিশু স্বাস্হ্য বিষয়ক পরামর্শ পেতে পেইজের সাথেই থাকুন 👩‍⚕️
(1)

আমার দুইটা চড়ুই পাখি ঢাকা থেকে উড়ে এসে আবার আমার চেম্বারে হাজির।চেম্বার এখন তাদের খেলার ঘর হয়ে গেছে।Dr.Tajrina Rahman Je...
04/01/2026

আমার দুইটা চড়ুই পাখি ঢাকা থেকে উড়ে এসে আবার আমার চেম্বারে হাজির।চেম্বার এখন তাদের খেলার ঘর হয়ে গেছে।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

04/01/2026

বেশিরভাগ বাচ্চা কোষ্ঠকাঠিন্যতে ভুগছে।মেইন সমস্যা হল খাবার ঠিক না থাকা।এর কারণে অরুচিও,বমি ভাব,পাইলস,রক্ত যাওয়া,ওজন না বাড়া বিভিন্ন সমস্যা হতে পারে।

04/01/2026

আজকে থাকব বাকলিয়া এক্সেস রোড আল আফিয়াহ হাসপাতাল সন্ধ্যা ৬ টায়
Dr.Tajrina Rahman Jenny

04/01/2026

শীতকালে চুলকানি/পাঁচড়া(স্ক্যাবিস) বাড়ছে।পরিবারের সবাই একসাথে চিকিৎসা না করা মূল কারণ
Dr.Tajrina Rahman Jenny

04/01/2026

কুয়াশায় ঢাকা হাসপাতাল....

ডায়রিয়ায় আক্রান্ত বাচ্চা যদি ৬ মাসের উপর হয় তাদের বয়স বুঝে কি কি খাবার দেয়া যায় আসুন জেনে নিই। Dr.Tajrina Rahman Jenny C...
03/01/2026

ডায়রিয়ায় আক্রান্ত বাচ্চা যদি ৬ মাসের উপর হয় তাদের বয়স বুঝে কি কি খাবার দেয়া যায় আসুন জেনে নিই।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

03/01/2026

প্রথমে বমি এবং পরে ডায়রিয়া হলে বুঝতে হবে এইটা Rota virus
দ্বারা হয়েছে।এই ডায়রিয়ার চিকিৎসা ORS saline.মাকে না বাচ্চাকে স্যালাইন খাওয়াবেন।

এই ঠান্ডায় বাচ্চা ও বয়স্কদের খেয়াল রাখুন।সামান্য ঠান্ডা কাশিকে অবহেলা করবেন না।
03/01/2026

এই ঠান্ডায় বাচ্চা ও বয়স্কদের খেয়াল রাখুন।সামান্য ঠান্ডা কাশিকে অবহেলা করবেন না।

🍳🥚 শিশুকে দেশি না ফার্মের ডিম দিবেন?🍳🥚ম্যাম কোন ডিম খাওয়াব?প্রতিদিন এই প্রশ্ন শুনাই লাগে। বিজ্ঞান বলে: দেশি ও ফার্মের ডি...
02/01/2026

🍳🥚 শিশুকে দেশি না ফার্মের ডিম দিবেন?🍳🥚

ম্যাম কোন ডিম খাওয়াব?
প্রতিদিন এই প্রশ্ন শুনাই লাগে।

বিজ্ঞান বলে: দেশি ও ফার্মের ডিমের পুষ্টিমান প্রায় একই।

🔺🔺 দুটোতেই থাকে —
প্রোটিন, ফ্যাট, আয়রন, ভিটামিন A, D, B12 — যা শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে দরকার।

🔹🔹 শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো —

• ডিমটি তাজা ও পরিষ্কার হওয়া
• ভালোভাবে সিদ্ধ বা রান্না করা (soft-boiled বা কাঁচা নয়)
• প্রথমে কুসুম, পরে পুরো ডিম দিন
• ডিমে অ্যালার্জি হচ্ছে কিনা লক্ষ্য করুন

💡 দেশি ডিমে সামান্য বেশি omega-3 থাকতে পারে, তবে পার্থক্য খুবই সামান্য — শিশুর পুষ্টিতে বড় কোনো প্রভাব ফেলে না।

কিভাবে কত বয়সে খাওয়াবেন এসব নিয়ে ডিটেইলস পোস্ট পেইজে দেয়া আছে।কোয়েল পাখি ও হাঁসের ডিম নিয়েও বিস্তারিত পোস্ট আছে।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

অনেক মা আসেন চেম্বারে বা অনলাইনে নক দেন যারা তিনটা দিন ও ধৈর্য্য ধরতে পারেন না।অস্থির হয়ে যান।আর ডায়রিয়া হলে তো কথাই নাই...
02/01/2026

অনেক মা আসেন চেম্বারে বা অনলাইনে নক দেন যারা তিনটা দিন ও ধৈর্য্য ধরতে পারেন না।অস্থির হয়ে যান।আর ডায়রিয়া হলে তো কথাই নাই।এক্ষন অফ করে দিতে হবে।আপনাদের কারণে আপনাদের বাচ্চারাই ক্ষতিগ্রস্থ হচ্ছে।কবে যে বুঝবেন আর কে জানে।
Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

Pic collected from a doctor

02/01/2026

রোটা ভাইরাস ডায়রিয়া ও নিউমোনিয়া দুইটাই অনেক বেড়ে গেছে।বাইরের বাচ্চাদের কম নেয়ার চেষ্টা করুন

উনি আমার ২০২৬ সালের প্রথম দিনের প্রথম রোগী। তাই ক্যামেরাবন্দী করে রাখলাম।ব্যাটারি খেয়ে এসেছেন কিউট মানুষটা।কিন্তু সুস্থ ...
01/01/2026

উনি আমার ২০২৬ সালের প্রথম দিনের প্রথম রোগী। তাই ক্যামেরাবন্দী করে রাখলাম।

ব্যাটারি খেয়ে এসেছেন কিউট মানুষটা।কিন্তু সুস্থ আছেন।
বাচ্চাদের সব সময় চোখে চোখে রাখা উচিত। কারণ খেলার ছলে অনেককিছু মুখে দিয়ে দেয় যেটাতে বিপদ ঘটে।
উনি আর কিছু খাবেন না এভাবে, প্রমিস করে গিয়েছেন।

ভাল থাকুক আমার সব বাচ্চারা🥰

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

Address

Chittagong
4000

Telephone

+8801860305138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tajrina Rahman Jenny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category