Dr.Tajrina Rahman Jenny

Dr.Tajrina Rahman Jenny নবজাতক,শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ 👩‍⚕️

শিশু স্বাস্হ্য বিষয়ক পরামর্শ পেতে পেইজের সাথেই থাকুন 👩‍⚕️

অনেক রিভিউ জমা।কিন্তু দেয়ার সময় পাচ্ছিনা।অনলাইন আর চেম্বারে অনেক রোগীর চাপ।সিলেটের অনেক রোগী আমার অনলাইনের রেগুলার রোগী।...
07/11/2025

অনেক রিভিউ জমা।কিন্তু দেয়ার সময় পাচ্ছিনা।অনলাইন আর চেম্বারে অনেক রোগীর চাপ।
সিলেটের অনেক রোগী আমার অনলাইনের রেগুলার রোগী। এছাড়াও অনেক দূরের জেলার অনেক রোগী নিয়মিত দেখাচ্ছেন।আপনাদের অনেক ধন্যবাদ ভরসা রাখার জন্য।🥰🥰

07/11/2025

আজকে থাকব বাকলিয়া এক্সেস রোড আল আফিয়াহ হাসপাতালে বিকাল ৫ টায়।
Dr.Tajrina Rahman Jenny

07/11/2025

এবছর সামান্য নাকের পানি ও কাশি থেকে দ্রুত নিউমোনিয়া হচ্ছে।একরাতেই বাচ্চারা খারাপ হচ্ছে।বাবা মায়ের সচেতন হওয়া প্রয়োজন।
Dr.Tajrina Rahman Jenny

🔺Hand Foot and Mouth disease🔺 (হাত, পা এবং মুখের রোগ)Dr.Tajrina Rahman JennyChild Specialist✴️হাত, পা এবং মুখের রোগ (HFM...
07/11/2025

🔺Hand Foot and Mouth disease🔺
(হাত, পা এবং মুখের রোগ)

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

✴️হাত, পা এবং মুখের রোগ (HFM) কি?

হাত, পা এবং মুখের রোগ (HFM) হল একটি সাধারণ ভাইরাল সংক্রমণ যা মুখ ও গলায় এবং হাত, পা এবং ডায়াপার এলাকায় বেদনাদায়ক লাল ফোসকা সৃষ্টি করে।

কক্সস্যাকিভাইরাস বেশিরভাগ এইচএফএম সংক্রমণ ঘটায়।

এইচএফএম সংক্রামক এবং সহজে অপরিচ্ছন্ন হাত, মল (মল), লালা (থুথু), নাক থেকে শ্লেষ্মা বা ফোসকা থেকে তরলের সংস্পর্শে একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে।

✴️রোগের লক্ষণ ও উপসর্গগুলি কী :

>প্রাথমিক অবস্থায় শিশুর মধ্যে হালকা জ্বর দেখা যাবে

>আপনার শিশু খাওয়া দাওয়ার প্রতি প্রবল অনীহা প্রকাশ করবে

>কখনো শিশুর গলা ব্যথা হতে পারে

>হাতে পায়ে র‍্যাশ হবে

>মুখে জালাপোড়া শুরু হবে

>এছাড়া এই ভাইরাস সংক্রমণের কয়েকদিনের মধ্যেই শিশুর হাতে, পায়ে এবং যৌনাঙ্গের আশেপাশে র‍্যাশ হয়ে ফুলে যেতে দেখা যায়।

শিশুর মধ্যে উপরোক্ত লক্ষণগুলো যদি তীব্র আকার ধারণা করে, তাহলে তাৎক্ষণিক ভাবে ডাক্তারের শরণাপন্ন হন।

✴️হাত, পা এবং মুখের রোগটি কতটা ছোঁয়াচে?

এই ভাইরাসটি বেশ দ্রুত সংক্রমণ করতে পারে।

✴️কীভাবে শিশুর যত্ন নিবেন?

>শিশু পরিমিত খাবার এবং পানীয় পান করছে কি না সেদিক একটু লক্ষ্য রাখলেই হবে।

>এই সময়ে শিশুর মুখের মধ্যে ঘা থাকতে পারে, তাই শিশুকে লবণাক্ত এবং ঝাল কোন ধরণের খাবার না দেয়াই ভালো।

>আপনার সন্তানের ব্যথা বা খিটখিটে থাকলে আপনি ডা: এর পরামর্শ ছাড়া ব্যথার ঔষধ দিবেন না।

>বাচ্চাদের হাতে বা পায়ে ফোসকা আছে এমন জায়গাগুলি পরিষ্কার এবং অনাবৃত রাখা উচিত। উষ্ণ সাবান এবং জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন।

আজ এইটুকুই। সবাই ভাল থাকবেন।

#শিশুরস্বাস্থ্য #শিশুরযত্ন

06/11/2025

শিশুদের দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে
খিটমিটে মেজাজ, রক্তস্বল্পতা,গ্রোথ কম হওয়া এমনকি এনাল ফিসার,পাইলস এর মতো সমস্যা হতে পারে।

বাচ্চাদের মুখে আদর করবেন না।আপনার কারণে আপনার শিশু ভুগতে পারে RSV দিয়ে।🔺শিশুদের মধ্যে RSV-এর উপসর্গনাক দিয়ে পানি পড়াকা...
06/11/2025

বাচ্চাদের মুখে আদর করবেন না।আপনার কারণে আপনার শিশু ভুগতে পারে RSV দিয়ে।

🔺শিশুদের মধ্যে RSV-এর উপসর্গ

নাক দিয়ে পানি পড়া

কাশি, হাঁচি

জ্বর (মৃদু বা মাঝারি)

খাওয়ায় অনীহা

শ্বাস নিতে কষ্ট (দ্রুত বা হুইজিং শব্দসহ)

👉 গুরুতর অবস্থায় RSV bronchiolitis বা pneumonia করতে পারে, বিশেষ করে ২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

06/11/2025

আজকে থাকব বাকলিয়া এক্সেস রোড আল আফিয়াহ হাসপাতেলে বিকাল ৫ টায়
Dr.Tajrina Rahman Jenny

🔹🔹🔹🔹Allergic Rhinitis🔹🔹🔹🔹 Dr.Tajrina Rahman Jenny Child Specialist  Allergic rhinitis  মানে হলো — নাকের ভেতরের আস্তরণে (...
06/11/2025

🔹🔹🔹🔹Allergic Rhinitis🔹🔹🔹🔹

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

Allergic rhinitis মানে হলো — নাকের ভেতরের আস্তরণে (nasal mucosa) অ্যালার্জির প্রতিক্রিয়া হওয়া। এতে নাক দিয়ে পানি পড়া, হাঁচি, নাক বন্ধ থাকা, চুলকানো ইত্যাদি হয়।

🔹 সাধারণ কারণ (Triggers):

✅ধুলাবালি, ময়লা, ঘরের ধুলো

✅পোলেন (গাছ/ফুলের রেণু)

✅পোষা প্রাণীর লোম

✅ঠান্ডা বাতাস বা পারফিউম, ধোঁয়া

✅ছত্রাক (mold)

🔹 প্রধান উপসর্গ:

✅বারবার হাঁচি

✅নাক দিয়ে পানি পড়া বা বন্ধ থাকা

✅চোখ চুলকানো বা পানি পড়া

✅গলা চুলকানো বা কাশি

✅রাতে নাক বন্ধের কারণে ঘুমে অসুবিধা

ছোট বাচ্চাদের এমনি বড়দের ও allergic rhinitis হতে পারে, বিশেষত যাদের বাবা-মায়ের অ্যালার্জির ইতিহাস আছে।

তবে ওষুধের ডোজ সবসময় শিশুর বয়স অনুযায়ী ডাক্তার ঠিক করবেন।তাই আপনার বাচ্চার এধরণের সমস্যা থাকলে শিশুরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ নিবেন।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

05/11/2025

বাচ্চাদের ঘরের খাবারে অভ্যস্ত করবেন।প্যাকেটজাতীয় খাবার যত কম দিবেন বাচ্চা তত সুস্থ থাকবে।
Dr.Tajrina Rahman Jenny

05/11/2025

এই ওটস খাওয়ানোর ট্রেন্ড চালু করল কে? মায়েরা দেখি ওটস ছাড়াও দুনিয়াতে খাবার আছে এটাই ভুলে গেছেন।

05/11/2025

আজকে যারা টাউনে আমাকে দেখাতে চাচ্ছেন তারা বাকলিয়া এক্সেস রোড আল আফিয়াহ হাসপাতালে বিকাল ৫ টায় দেখাতে পারবেন।
Dr.Tajrina Rahman Jenny

নিউমোনিয়ার লক্ষণ অনেকে জানতে চেয়েছেন। ইদানীং বাচ্চাদের সামান্য ঠান্ডা কাশি থেকেও নিউমোনিয়া হয়ে যাচ্ছে রাতারাতি। এক্সরে ও...
04/11/2025

নিউমোনিয়ার লক্ষণ অনেকে জানতে চেয়েছেন। ইদানীং বাচ্চাদের সামান্য ঠান্ডা কাশি থেকেও নিউমোনিয়া হয়ে যাচ্ছে রাতারাতি। এক্সরে ও খারাপ পাচ্ছি।তাই ঠান্ডা কাশি জ্বর হেলাফেলা করবেন না।

Dr.Tajrina Rahman Jenny
Child Specialist

Address

Chittagong
4000

Telephone

+8801860305138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tajrina Rahman Jenny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category